দেখা দাওনা কাছে নেও না আর কতো থাকি দূরে?মুর্শিদ ধন হে, কেমনে চিনিবো তোমারে? দেখা দাওনা কাছে নেও না আর কতো থাকি দূরে? কেমনে চিনিবো তোমারে? মুর্শিদ ধন হে, কেমনে চিনিবো তোমারে? মায়াজালে বন্দি হয়ে আর কতকাল থাকিব মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নেব আশা রাখি আলো পাব, ডুবে যাই অন্ধকারে কেমনে চিনি্বো তোমারে? দেখা দাওনা কাছে নেও না আর কতো থাকি দূরে? মুর্শিদ ধন হে, কেমনে চিনিবো তোমারে? তন্ত্র-মন্ত্র পড়ে দেখি তার ভিতরে তুমি নাই শাস্ত্র-গ্রন্থ পড়ি যত আরও দূরে সরে যাই কোন সাগরে খেলতেছ লাই ভাবতেছি তাই অন্তরে কেমনে চিনিবো তোমারে? দেখা দাওনা কাছে নেও না আর কতো থাকি দূরে? মুর্শিদ ধন হে, কেমনে চিনিবো তোমারে? বাউল আব্দুল করিম বলে দয়া কর আমারে নত শিরে করজোড়ে বলি তোমার দরবারে ভক্তের অধীন হও চিরদিন, থাক ভক্তের অন্তরে কেমনে চিনিব তোমারে? দেখা দাওনা কাছে নেও না আর কতো থাকি দূরে? মুর্শিদ ধন হে, কেমনে চিনিবো তোমারে? দেখা দাওনা কাছে নেও না আর কতো থাকি দূরে? কেমনে চিনিবো তোমারে? মুর্শিদ ধন হে, কেমনে চিনিবো তোমারে?
স্মৃতি রেখে গেলাম,,যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে,, তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আবার শুনতে আসবো প্রিয় গানটি❤️🥰
একটা মানুষ কত সুন্দর গান লেখেছেন।
আল্লাহ তায়া’লা ওনার জীবনের সব গুনাহ মাপ করে দিক। আমিন 🤲
দেখা দাওনা কাছে নেও না
আর কতো থাকি দূরে?মুর্শিদ ধন হে,
কেমনে চিনিবো তোমারে?
দেখা দাওনা কাছে নেও না
আর কতো থাকি দূরে?
কেমনে চিনিবো তোমারে?
মুর্শিদ ধন হে,
কেমনে চিনিবো তোমারে?
মায়াজালে বন্দি হয়ে আর কতকাল থাকিব
মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নেব
আশা রাখি আলো পাব, ডুবে যাই অন্ধকারে
কেমনে চিনি্বো তোমারে?
দেখা দাওনা কাছে নেও না
আর কতো থাকি দূরে?
মুর্শিদ ধন হে,
কেমনে চিনিবো তোমারে?
তন্ত্র-মন্ত্র পড়ে দেখি তার ভিতরে তুমি নাই
শাস্ত্র-গ্রন্থ পড়ি যত আরও দূরে সরে যাই
কোন সাগরে খেলতেছ লাই ভাবতেছি তাই অন্তরে
কেমনে চিনিবো তোমারে?
দেখা দাওনা কাছে নেও না
আর কতো থাকি দূরে?
মুর্শিদ ধন হে,
কেমনে চিনিবো তোমারে?
বাউল আব্দুল করিম বলে দয়া কর আমারে
নত শিরে করজোড়ে বলি তোমার দরবারে
ভক্তের অধীন হও চিরদিন, থাক ভক্তের অন্তরে
কেমনে চিনিব তোমারে?
দেখা দাওনা কাছে নেও না
আর কতো থাকি দূরে?
মুর্শিদ ধন হে,
কেমনে চিনিবো তোমারে?
দেখা দাওনা কাছে নেও না
আর কতো থাকি দূরে?
কেমনে চিনিবো তোমারে?
মুর্শিদ ধন হে,
কেমনে চিনিবো তোমারে?
গান গুলার অফলাইন ডাউনলোড অন দেয়া উচিৎ , সব মময় ফোনে মেগাবাইট থাকে না,
যত শুনি ততই ভালো লাগে।
I recommend it from my friend......It's really good
কেমনে চিনিব তোমারে....
Wow nice
খুব ভালো লাগলো
আহাা...❤❤❤❤
I am a indian but I am like the song of🇧🇩
শাহ আব্দুল করিমের গান💖💖
Ahhh gan ta🥰......
Love the melody. But what is the song about?
About Divine.
💙💙
Best song 🤩🤩
আমি ও শুনি ভাই ২০ বছর বয়স আমার
so what?
amar priyo gaan
Love this song
Great song
❤
Nice
💖💖💖
🖤🫡
নিচে সং চ্যানেল
১৯