অনেকদিন পরে আবার শুনলাম কবিতাটা। আবার অশ্রু সজল হয়ে উঠলো দু'চোখ, ভাষা হারিয়ে গেল স্মৃতির সরণী বেয়ে। অসাধারন। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ কবিকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
খুব সুন্দর । স্বপ্ন না দেখলে হয়। কেও স্বপ্ন দেখেছিল আকাশে ওড়বে। চেষ্টা করলো । ঠিক পারলোনা। কিন্তু বিশ্বাস ছিল হবে । তার স্বপ্নকে কেও বিশ্বাস করল । অনেকেই করল । দুরে পৌঁছে দিলো । Aeroplane, spaceship, satellites শব হয়েছে তো। east has always given ideas(dreams) and west with science(technology) has transformed that idea into reality. But some people made weapons of destruction .
অসাধারণ! কবিতার কথা কখনো কখনো বাস্তব হয়ে ওঠে! আমিও আমার প্রাণের থেকেও প্রিয় বন্ধুর জন্যই দূরত্ব বজায় রাখতে শুরু করলাম আজ থেকে, বুকে পুরনো স্মৃতির যন্ত্রণা, সীমাহীন কষ্ট হচ্ছে তবুও, কবিতার প্রধান চরিত্রের স্বপ্নকে আশ্রয় করেই পথ চলবো। কারণ যার মনে স্বপ্ন নেই, স্বপ্নের কল্পনা-কোলাজের রং নেই, সে মন যে বড়ো নিষ্ঠুর, কখনো বড্ড বাস্তবমুখী, স্বার্থপর, আত্মকেন্দ্রিক, আত্মসুখে মগ্ন এক যান্ত্রিক ব্যক্তিত্ব। দয়ামায়াহীন পাষাণ
অসম্ভব সুন্দর...!!.... এই কবিতাটি যেন আমার অদৃশ্য মনের পর্দায় মিশে গেছে....!!দৃষ্টির আড়াল হলেই কি তাকে দূরত্ব বলে দেওয়া যায়....!!!! নিশ্চয়ই না,,, তবে বোধকরি সম্পর্কে দূরত্ব ,, কিছুটা হলেও জরুরি,,, অন্য কোনো কারন চরিতার্থ করার জন্য না হলেও কাছের মানুষটিকে ভালো রাখার জন্য দূরত্ব দরকার....!... 💞💞
অসাধারণ,অনবদ্য... সবার জীবনে এমন এক স্বপ্ন থাকে যেটা বাস্তবায়ন হওয়া খুবই মুশকিল তবুও মানুষ তার পেছনে ছোটে। শুধু বলব ভালো থাকুক না হওয়া প্রিয় মানুষটি।
"তোমাকে আমি ভালোবাসি" এই কথা যে কত গভীর, তা আজ বুঝি, ভালোবেসে কাউকে ভালো রাখতে হলে প্রয়োজনে সে, যে ভালো বাসায় থাকতে চায়, সেথায় যেতে দেওয়া ভালো। চাওয়া-পাওয়ার নাম ভালোবাসা ভরা কামনা, কিন্তু পাখিকে মুক্ত করার নাম নিঃস্বার্থ ভালোবাসা। বেঁচে থাকতে চাই আমি নিঃস্বার্থ ভালোবাসায়, মেঘেদের ভিড়ে, তারাদের মাঝে।
পাখী কে নিঃস্বার্থ ভালোবাসা যায় মানুষ কে নয় । মেঘেদের মাঝে নিঃস্বার্থ ভালোবাসায় থাকা যায়না বৃষ্টি হয়ে নিচে আসতেই হবে । হয়তো আপনি ঠিক কিন্তূ বাস্তব ভালোবাসায় চাওয়া পাওয়া থেকেই যায় ।
খুব সুন্দর, কবিতাটা অনেকদিন পর শুনলাম আবার আজ থেকে ছয় সাত বছর আগে কবিতাটা পড়েছিলাম আর আজকে আপনার কন্ঠে শুনলাম ,কোথাও যেন একটা হারিয়ে গেলাম ক্ষণিকের জন্য
ড.নেয়ামত উল্যা ভূঁইয়া’র কবিতা ||:আমৃত্যু বধির:|| ‘দেয়ালেরও প্রাণ আছে;’ কালের কালিমালুপ্ত অকথিত কথার গুপ্ত ধনাগার পরিত্যক্ত রাজবাড়ির দেয়াল থেকে আমার কানে ভেসে আসে এই ভুতুড়ে বাণি। হত চকিত আমি আমিতে ফিরে এসে বললাম,’ হ্যাঁ, দেয়ালেরও কান আছে;’ আবার দরাজ যান্ত্রিক কণ্ঠের দৈব কম্পন: ‘ কান নয়, প্রাণ; দেয়ালেরও প্রাণ আছে।’ আমি বললাম,‘ নিশ্চয় , নিশ্চয়ই প্রাণ না থাকলে কান থেকে লাভ কী! যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না। প্রাণ ছিলো বলেই-না বিরূপাক্ষ কুম্ভকর্ণকে নিদ্রাসন থেকে জাগাতে পেরেছে গগন বিদারী বাদ্য-বাজনা, শিঙা-শানাই, ঢাক-ডংকা, কাঁসর-দুন্দুভি,কাড়া-নাকাড়া, ডমরু-দামামা বাজিয়ে; (যদিও ঘুম ভেঙ্গেছিলো খাবারের ঘ্রাণে, সে কথা বলছি না, পাছে মানহানি ঘটে রক্ষকুলের বীর যোদ্ধা এই কলসিকর্ণের।) তবে ভাবনার প্রশান্ত সমুদ্রে অবিরাম ঢেউ ভাঙ্গে জনান্তিকে; আমার তো কান আছে, অথচ কিচ্ছুটিই শুনতে পাচ্ছি না ক্যানো! তাহলে কি আমারও প্রাণ নেই? যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না; বিনা মেঘে বজ্রপাত, ক্লিষ্টের কষ্ট, রিক্তের হাহাকার, নি:স্বের আহাজারি, পীড়িতের আর্তি,নিগৃহীতের বিলাপ, অভুক্তের আকুতি, পায়রার চিক্কুর, ভর দুপুরে কাকের কা-কা, গোলাপ পাঁপড়ির পতন, ডায়াল থেকে ঘড়ির কাঁটার ছিটকে পড়া কিংবা ভাংগনের শব্দ; কোনো কিছুই তখন তার কানে বাজেনা। আবার ভয়ে ভয়ে সেই প্রাজ্ঞ দেয়ালের কাছে নতজানু হই; খেলে যায় গম্ভীর কণ্ঠের শব্দ তরঙ্গ: ‘দেয়ালেরও প্রাণ আছে; তাই দেয়ালেরা কানে শুনতে পায়; তোমার কান আছে; প্রাণ নেই, তাই বৈকল্যে তোমার কান; যার প্রাণ নেই, তার কান বিকলাঙ্গ। কান খাড়া করে শ্রবণের জন্যে হতে পারো একান্ত অধির, নিষ্প্রাণ বলেই তুমি শ্রবণ প্রতিবন্ধী; আমৃত্যু বধির।’ #neyamatbhuiyandr
অনেক সুন্দর,,, মনোমুগ্ধকর!! কোনো একজনের স্ট্যাটাসে লিঙ্ক থেকে দেখতে এলাম!! তার কাছে যদিও জিগেস করতে পারবোনা কিছু!! তবে হয়তো তার মন খারাপ, খুব মন খারাপ!!
অনেকদিন পর ইউটিউব ঘাট তে ঘাট তে হটাৎ এসে পড়ল , শুনেও ফেললাম , আজও প্রতিটি বাঁশির সুর এর সাথে শরীরে কেমন যেন করে, লোম গুলো দাড়িয়ে উকি মারে । সত্যি অসাধারন ❤❤❤❤❤❤❤। কণ্ঠের সাথে বাঁশির সুর যেনো আমায় উন্মাদ করে দেই। না জানাই শ্রেয় ! জানতে চাইলে হয়তো আমার নয় শুধু প্রত্যেকের হয়তো দু চার লাইন প্রেক্ষ্যা পটে আঁকা বাঁকা কবিতার লাইন হতেই পারে ।।অসাধারন কবিতা , গা ছম ছম করে আজও 🫡
ভালোবাসা বন্দিতে হয় না ভালোবাসা হয় খোলা আকাশে মুক্ত করাতে ❤❤ তাই ভালোবাসা কে বাঁচতে দাও ভালোবাসা মতো করে ... ঐ যে রবি ঠাকুরের উনার সুন্দর গানের তাকে ব্যক্ত করেছেন"ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটা লিখ তোমার মনের ও মন্দিরে ... অনেকসময় ভালোভাসাকে ছেড়ে দিতে হয় ভালো রাখার স্বার্থে❤❤
আবৃত্তি টি প্রথম আমি শুনেছিলাম 2017- তে🙂 তখন খুব ভালো লেগেছিলো সযত্নে আমি একটা ডাইরীর মধ্যে আবৃত্তটি লেখে রেখেছিলাম। আজকে bookshelf টা গোছাতে গিয়ে দেখি ডাইরি টি এবং কি coincidence আমি এখনি গান শুনতে গিয়ে আবার আবৃত্তি টি শুনতে পেলাম। Thanks 😊🙏
কাউকে ভালো রাখতে যদি তার থেকে দূরত্ব বজায় রাখতে হয় তবে দূরত্বই ভালো।। ভালো থাক কাছের মানুষ।। নাহয় কল্পনার জগতে থাকলাম, সে বাস্তবে ভালো থাকুক😌
একেবারে ঠিক বলেছো ।।।👌👌👌
Nice
😊
যখন সামনে গেলে সমস্যা
দূরত্বে থাকুক না ভালো ভালোবাসার মানুষটা।
আজ কারও কথা খুব মনে পড়ছে.....
Nice
" তাহলে তো তুমি আমায় হারাবে"...
"তোমায় পাই নি তো কখনো"
কথাটা সত্যিই অসাধারণ।
Hm.
নিচিনপুরের রাজকুমার || নেয়ামত ভূঁইয়া
সেই বালকবেলায় নিত্যকার গোসলের পরই
তিন পুরুষের ঐতিহ্যধারি হাতির দাঁতের চিরুনিটা দিয়ে
মা এমন যত্নে আমার আলপেট আঁচড়ে দিতেন
যেন আজ আমার রাজ্যাভিষেক।
আমার তেলতেলে মাথাটা একহাত দিয়ে বুকের উপর ঠেসে ধরে
আরেক হাতে মাথা আঁচড়াতে আঁচড়াতে বলতেন,
কপালের উপরে চুল পইড়া থাকলে মনা পাগলার মতন লাগে।
আমি মা’র হাতের আগল থেকে আচমকা মাথাটা সরিয়ে নিয়ে
এক হাঁটু ভেঙে কেস্কি লাফ দিয়ে বলতাম,
আমিও মনা পাগলা, মনা পাগলা,
কী মজা! কী মজা!
অমন অলক্ষুণে কথায় মা’র চেহারাটা তক্ষুনি মলিন হয়ে যেতো
আষাঢ়ের কালো মেঘে ঢেকে যেতো মায়ের উজ্জ্বল বদন।
আমার বুকের পাশে আলতো করে একটা আদুরে চাটি মেরে মা বলতেন,
থুর ! তুই ক্যান মনা পাগলা হতি যাবি!
তুই হলি গিয়ে আমার রাজপুত্তুর,
সাত রাজার ধন,
রাজার দুলাল,
নিচিনপুরের রাজকুমার।
আমি আরো আদিখ্যেতা করে বলতাম,
না, না। আমি রাজকুমার হবো না।
আমি হবো শম্ভু আইসক্রিমঅলা।
আইসক্রিমের ইয়া বড়ো বাক্সটা কাঁধে ঝুলিয়ে
হাতঘন্টি বাজিয়ে পথে পথে হেঁকে বেড়াবো,
‘এই আইসক্রিম আছে, আইসক্রিম, ঠান্ডা আইসক্রিম!’
মা আরেকটা চাটি মেরে বলতেন, ধুর বুদ্ধু!
ঠান্ডা আইসক্রিম কী-রে?
আইসক্রিম আবার গরমও অয় নাকি?
আজ তুমি থাকলে দেখতে পেতে মা!
তোমার রাজপুত্তুর এখন ক্যামন রাজা,
কোন রাজ্যের?
কারা তারে সেলাম ঠোঁকে, কারা করে কুর্ণিশ?
প্রাসাদ ষড়যন্ত্রে তার দুধের গেলাসে
কোন দুরাত্মারা মিশায় সাপের বিষ?
তখ্ত-তাজে ঝিকমিকি কোন হিরা জহরত!
হররোজ তার জোটে কিনা গোলাপ জলের শরবত!
তাকে দেখে মাটিতে লুটায় কোন হাতির শূর?
রাণির মুকুটে জ্বলে কতো দামি কোহিনূর!
সে রাজা প্রজার দুঃখে কতোটা কাতর!
তুমি থাকলে দেখতে পেতে মা,
রাজমাতার জন্যেও রাজ্যের কত্তো সমাদর!
মা-হীন দুনিয়াতে এই রাজকুমারের কী অন্তহীন নিগ্রহ!
পঙ্খিরাজ ঘোড়া, সাত মহলার মুকুট, সপ্ত ডিঙ্গার বহর,
আবীর গুলাল, হীরক খচিত তরোয়াল,
রূপার ধনুক,অব্যর্থ ভ্রহ্মমাস্ত্র;
মর্মের আবেগে লালিত ওসবই একে একে খোয়া গ্যাছে
রাক্ষুসে বাস্তবতার পেটে।
রাজদরবারে 'রাজ্যাভিষেক’র বদলে
‘কার্যাভিষেক’ হয়েছে ঘানিঘরে।
যে সাম্রাজ্যের রাজসিংহাসনে আরোহণ করেছে
তোমার রাকুমার!
মা, তোমার রাজপুত্তুর এখন মুকুটহীন সম্রাট।
যে রাজ্যে তোমার দুলালই রাজন
রাজন্য দরবারি দারোয়ান
সেরেস্তাদার হাকিম হেকিম গাড়োয়ান
মশালদার বেহারা সূত্রধর বাহক
চাপরাশি উজির নাজির নফর পাচক
পাইক পেয়াদা লস্কর সিপাহি কথক
খাজাঞ্চিদার পাঙ্খাপুলার বরকন্দাজ
রাজসভাষদ অশ্বারোহী তীরন্দাজ,
সব, একাই সব।
তার সঙ্গি যদি কেউ থেকে থাকে,
তা কেবল তারই ছায়া;
অথচ একদিন তুমিই ছিলে তার ছায়া
প্রশান্ত প্রসন্ন মমতার ।
এতো দৈত্যাকার দায়ভার,
এত্তোটুকুন কাঁধে ক্যামন করে
কুঁজো হয়ে বয়ে নেয় তোর একরত্তি ছাওয়াল;
হায় রে মায়ের দুলাল !
এখন সাজলি তুই গেঁয়ো গাড়োয়াল;
নাই তোর পঙ্খিরাজ, তরোয়াল, ঢাল
নাই তোর তীর ধনুক, আবীর গুলাল।
নিজের গাঁটেতে নেই এক কানাকড়ি;
মাথার উপরে ঘোরে মহাজনি ছড়ি।
জগত নিলো না জীবন যাপনের ভার,
জীবনকে গিলে খেলো রাজ্যের উধার।
মাঠে মাঠে ঘাস কেটে পরের ঘোড়ার,
রাজার মতনই জীবন করে দিলি পার।
-
ruclips.net/video/uX4LXESVYBQ/видео.html
😭😭😭
@Alpana Manna right
কতদিন পর শুনলাম । কত খুঁজেছি এই কবিতাটা। অসাধারণ ❤❤ আর কোনো ভাষা নেই বলার মতো।
Thanks...
Same.....❤
ruclips.net/video/EDI045eaLps/видео.html
কবিতার নাম?
হঠাৎ করেই কবিতা টি আজ চোখে পড়লো।এর আগে কখনো শোনা হয়নি। কবিতাটি শোনার পর বলার মতো কোনো ভাষা নেই...
👍👍👍
ruclips.net/video/aFG4_cwueKA/видео.html
এই কবিতাটা যতবার শুনি ততবারই আমায় নাড়া দিয়ে যায়, অন্তর থেকে নাড়া দিয়ে যায়🙏👏👏👏
ruclips.net/video/vZS-DuP_SkU/видео.html
ধন্যবাদ।
অনেকদিন পরে আবার শুনলাম কবিতাটা। আবার অশ্রু সজল হয়ে উঠলো দু'চোখ, ভাষা হারিয়ে গেল স্মৃতির সরণী বেয়ে। অসাধারন।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
কবিকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💐💐💐
ruclips.net/video/EDI045eaLps/видео.html
sotti bol 6i jani na keno ata sun sunte amar chok jol Cole alo re... ❤❤
@@rajubarmanmtb7708 hmm
Ei kobita ti kar lekha?
খুব সুন্দর । স্বপ্ন না দেখলে হয়। কেও স্বপ্ন দেখেছিল আকাশে ওড়বে। চেষ্টা করলো । ঠিক পারলোনা। কিন্তু বিশ্বাস ছিল হবে । তার স্বপ্নকে কেও বিশ্বাস করল । অনেকেই করল । দুরে পৌঁছে দিলো । Aeroplane, spaceship, satellites শব হয়েছে তো। east has always given ideas(dreams) and west with science(technology) has transformed that idea into reality. But some people made weapons of destruction .
খুব সুন্দর বলেছো দিদি ।।।।ধন্যবাদ ।।
ruclips.net/video/uX4LXESVYBQ/видео.html
Khub sundar ❤️
Ki sondhor kobita...eto sondhor kore kew bolte pare aj sonlam...wow very very nice
ধন্যবাদ
কাউকে ভালো রাখার জন্য যদি তাকে ছেড়ে দেওয়া উচিত তবে ছেড়ে দেওয়াই ভালো।আজ কারোর কথা খুব মনে পড়ছে
একেবারে ঠিক।।।
😰😰😰
A-ha re... Ki kosto
কে বটে রে ?
💔💔
মন ছুঁয়ে গেল... কবিতাটির পরিনতি এমন হবে ভাবতে পারিনি ❤❤❤❤❤
অসাধারণ!
কবিতার কথা কখনো কখনো বাস্তব হয়ে ওঠে!
আমিও আমার প্রাণের থেকেও প্রিয় বন্ধুর জন্যই দূরত্ব বজায় রাখতে শুরু করলাম আজ থেকে,
বুকে পুরনো স্মৃতির যন্ত্রণা,
সীমাহীন কষ্ট হচ্ছে তবুও,
কবিতার প্রধান চরিত্রের স্বপ্নকে আশ্রয় করেই পথ চলবো।
কারণ যার মনে স্বপ্ন নেই, স্বপ্নের কল্পনা-কোলাজের রং নেই, সে মন যে বড়ো নিষ্ঠুর, কখনো বড্ড বাস্তবমুখী, স্বার্থপর, আত্মকেন্দ্রিক, আত্মসুখে মগ্ন এক যান্ত্রিক ব্যক্তিত্ব। দয়ামায়াহীন পাষাণ
ভীষণ সুন্দর কবিতা। আবৃত্তিকারিনীর তো তুলনা হয় না
👌👌👌
ruclips.net/video/vZS-DuP_SkU/видео.html
অসম্ভব সুন্দর...!!.... এই কবিতাটি যেন আমার অদৃশ্য মনের পর্দায় মিশে গেছে....!!দৃষ্টির আড়াল হলেই কি তাকে দূরত্ব বলে দেওয়া যায়....!!!! নিশ্চয়ই না,,, তবে বোধকরি সম্পর্কে দূরত্ব ,, কিছুটা হলেও জরুরি,,, অন্য কোনো কারন চরিতার্থ করার জন্য না হলেও কাছের মানুষটিকে ভালো রাখার জন্য দূরত্ব দরকার....!... 💞💞
একেবারেই সঠিক ।
Ekdam thik bolechhen ....bhalobasar manush k bhalo rakhte r nijeo bhalo thakte samporke majhe majhe duratwo khub e pryojon ....
অসাধারণ,অনবদ্য...
সবার জীবনে এমন এক স্বপ্ন থাকে যেটা বাস্তবায়ন হওয়া খুবই মুশকিল তবুও মানুষ তার পেছনে ছোটে।
শুধু বলব ভালো থাকুক না হওয়া প্রিয় মানুষটি।
Right
মন ছুঁয়ে যাওয়া লেখা আর অনন্য উচ্চারণে.. অদ্ভুত আবেশ সৃষ্টি করে কবিতাটি.. যতবারই শুনি আরও ভালো লাগে, নতুন করে।
Thanks
সত্যিই খুব সুন্দর।।মন ছুঁয়ে গেলো❤️👌
মন ছুঁয়ে গেলো,,, চোখ ছলছল করে উঠল আর মনে হলো ভালোবাসা এমনি 💕🤗❤️
হ্যাঁ,মনে হয় ভালোবাসা এই রকম।।।
ruclips.net/video/EDI045eaLps/видео.html
মন ছুঁয়ে যাওয়া কবিতা.... অসাধারণ 👌
ধন্যবাদ 💐💐💐💐
আমি এই কবিতাকে ভীষণভাবে বুঝি।এর মধ্যে জে কতোখনি বেথাআছে আর কতো তেগ আছে।কিছু বলার নেই ।
কিছুক্ষণ হারিয়েছিলাম স্বপ্নের মাঝে অসাধারণ আবৃত্তি
ধন্যবাদ ।।।
অসাধারন। প্রকৃত ভালোবাসা গুলো এমনি হয়, হারিয়ে যায়।
ঠিক বলেছেন ।
আমি প্রথম শুনছি সত্যি অসাধারণ নিজের অজানতেই কখন যেন চোখ ভিজে গেল
"Tahole tumi to amake harabe.
Timai paini to kokhono"
Darun
🙏
অসাধারন।।
ruclips.net/video/vZS-DuP_SkU/видео.html
মনটা ভারাক্রান্ত হয়ে গেল। কবিতাটা শুনে তোমাকে মনে পড়ছে। বেথুন কলেজের বান্ধবী মৌসুমী
👌👍👍👍💐
"তোমাকে আমি ভালোবাসি" এই কথা যে কত গভীর, তা আজ বুঝি, ভালোবেসে কাউকে ভালো রাখতে হলে প্রয়োজনে সে, যে ভালো বাসায় থাকতে চায়, সেথায় যেতে দেওয়া ভালো।
চাওয়া-পাওয়ার নাম ভালোবাসা ভরা কামনা, কিন্তু পাখিকে মুক্ত করার নাম নিঃস্বার্থ ভালোবাসা।
বেঁচে থাকতে চাই আমি নিঃস্বার্থ ভালোবাসায়, মেঘেদের ভিড়ে, তারাদের মাঝে।
অসাধারন ।।।
ruclips.net/video/aFG4_cwueKA/видео.html
পাখী কে নিঃস্বার্থ ভালোবাসা যায়
মানুষ কে নয় ।
মেঘেদের মাঝে নিঃস্বার্থ ভালোবাসায় থাকা যায়না
বৃষ্টি হয়ে নিচে আসতেই হবে ।
হয়তো আপনি ঠিক
কিন্তূ বাস্তব ভালোবাসায় চাওয়া পাওয়া থেকেই যায় ।
Chokhe jol dhore rakhte parlm na.. Osadharon aktu kobita
ruclips.net/video/JqA2fsIG6r4/видео.html
দিদি, তোমার কন্ঠ ঘুমন্ত হৃদয়ের স্পন্দন কে সজীব করিয়া তোলে।অপ্রকাশিত কোমল অনুভূতি গুলো জীবনকে অনাবিল প্রাণবন্ত করিয়া রাখে💜💜
ঠিক বলেছেন।।।
Heart touching 🙏🙏🙏
Sotti bhasa nei..swarthopor hoye na,,antor diye..bhalobasa beche thakuk,,
👍👍👍 ❤️❤️❤️
ধন্যবাদ
বাহ কি সুন্দর কন্ঠের উপস্থাপনা মনটা জুড়িয়ে গেল😊
!!√অসাধারণ সুন্দর!! কবিতার আবৃত্তি শুনে বিষন ভালো লগগো!...
👌👌👌
কবিতাটি আগে অনেক বার শুনেছি। কিন্তু আজ, কবিতার সঙ্গে আমার বাস্তবটা মিলে গেলো। মিললো না শুধু আমার জীবনটা। ভালো থাকুক সে।
💐💐💐
অপরূপ সুন্দর একটি কবিতা মন ভরিয়ে দিল জলে ভিজে গেল দুই চোখ ❤️❤️❤️😖😖
😢😢😢
কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো
অসাধারণ বাচনভঙ্গি mam👌 প্রাণ জুড়িয়ে গেল।
ruclips.net/video/uX4LXESVYBQ/видео.html
খুব সুন্দর লাগলো কবিতা এবং আবৃত্তি, শুভকামনা রইল।
উপসংহার টা খুবই মর্মাহত চোখে জলে এসে গেল
ruclips.net/video/vZS-DuP_SkU/видео.html
একেবারে ।।।
খুব পছন্দের একটা কবিতা । তাও আবার প্রিয় মানুষের কন্ঠে ,,,আহা
🌼🥀
বড়ো গল্পঃ এবং উপন্যাস খুব অল্প সময়ে শোনার জন্য, #thesummarybangla পরিবারের সঙ্গে থাকুন... চ্যানেলটি subscribe করতে ভুলবেন না!😊
সুন্দর, পবিত্র, শান্ত, হৃদয়-বিদারক..! ❤️💔✨
💐💐
একপক্ষীয় ভালো বাসা।
খুব প্রিয় কবিতা। অনেক খুঁজে পেলাম। মন ছুঁয়ে যাওয়া।
নিঃস্বার্থ ভালোবাসা যে কতটা কষ্টদায়ক তা কবিতাটা শুনে আরও একবার বুঝে গেলাম।
একেবারে ঠিক।।
ruclips.net/video/aFG4_cwueKA/видео.html
অসাধারন লাগলো। Kobitay anjan.
ধন্যবাদ।
কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো
এইভাবেই কতো স্বপ্ন অকালে ঝরে পড়ে, শুধু কাঁদলাম অঝোরে,আসলে সত্যি ই তাই আবেগ মানে বোকামি ,স্বপ্ন দেখা মানে মাথা পাগলের আখ্যা পাওয়া।
দারুন বলেছেন।
Thik
Tomer bari ranaghat?
ruclips.net/video/aFG4_cwueKA/видео.html
bar bar choke jol bhore ase
একেবারে
কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো❤
খুব সুন্দর, কবিতাটা অনেকদিন পর শুনলাম আবার আজ থেকে ছয় সাত বছর আগে কবিতাটা পড়েছিলাম আর আজকে আপনার কন্ঠে শুনলাম ,কোথাও যেন একটা হারিয়ে গেলাম ক্ষণিকের জন্য
অনেক ধন্যবাদ ।
কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো❤
@@aninditadutta95 হ্যাঁ অবশ্যই শুনতে যাবো
এই কবিতা গুলো যতবার শুনি মনে হয় আরো অনেক বেশি বেশি করে শুনতে ইচ্ছে করে
খুব মনে পরে গেল তার কথা তার কথা মনে আসতেই চোখের কোণে কখন যে জল চলে আসে 🙂🙂🙂🙂
😢😢
Onek ki6u likhte chailam tobuo lekhar vasa hariye ja66e. Tai sonkhipte bollam...mon chuye gelo. ❤🙏🌹💐
💐💐💐
ব্রততী , তোমার মধুর কণ্ঠে এতো সুন্দর একটি কবিতা আবৃত্তি করে শোনালে, এর জন্য অনেক ধন্যবাদ🙏💕
ভালো থাকবেন ।🙏🙏🙏
ruclips.net/video/aFG4_cwueKA/видео.html
কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো❤
Osadharon ai kotha gulo sune amar chokhe jol chole elo 😭😭
👍👍👍
এত টাই মনোমুগ্ধকর আবৃত্তি যে বার বার শুনতে ইচ্ছে হয়🤗❤️🖤
ruclips.net/video/vZS-DuP_SkU/видео.html
Thanks
Asadharon........
Hridoy choya kobita........
Hm.
Thanks...
অসাধারণ আবৃতি। এ কবিতাটি যতবার শুনি, ততবার তৃষা বেড়ে যায় শুনতে। শুভ কামনা রইল।🌹🌹
কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো❤
দারুন লাগলো আপনার আবৃত্তি। আমি আপনার একোনিষ্ঠ একজন ভক্ত হয়ে আছি ছিলাম থাকবো চিরকাল আশাকরি পাশে পাবো চিরকাল। ধন্যবাদ আপনাকে পাশে পাবো বলে।
আমার এক প্রিয় কবিতা বলেই চলে ......
অপূর্ব সুন্দর কবিতা ....
ধন্যবাদ।।।
Apurbo...prem to ektorphai hoe tate kono lenden thakena, thakle ta prem noe chukti.
দারূন বলেছো
ruclips.net/video/ExQ5Mg1XQaY/видео.html
যাঁকে ভালো বেসেছি তার ভালো থাকার জন্য তাকে ছেরে এসেছি কবিতা সুনে তাঁকে মনে পরে গেলো
অসাধারণ
সত্যি ।।। এই তো জীবন ।
"না পারি তাকে কাছে ডাকতে
না পারি তাকে ভূলে থাকতে" ।।
ha sotti
@@tiyasharakshit6569 একেবারে ।।।
কাউকে ছেড়ে থাকা যে কি কষ্ট তা শুধু তারাই বুঝে যারা আপনজনদের ছেড়ে আছে
বাহ!সুন্দর কবিতা পাঠ,আমার প্রিয় ।❤🌻🌻
ধন্যবাদ 👍💐💐💐
হৃদয় ছুঁয়ে যাওয়া কবিতা❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
মনের কথা ।।।
ruclips.net/video/ExQ5Mg1XQaY/видео.html
খুব ভালো লাগলো দিদি ভাই। শুনে আমি ও স্বপ্নে ভেসে গেলাম।
কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো❤
খুব ভালো লাগতো , 7 বছর আগে ব্যাঙ্গালুরু থাকার সময় খুব শুনতাম,
আজ অনেক দিন পরে শুনলাম
👌👌👌
Me too
Osadharon, sundor, tragedy bolei ki... Love is blind.😢
😢
কিছু সময় প্রিয় মানুষকে ভাল রাখতে, তাকে ত্যাগ করাটাই উত্তম মনে হয়৷ ভাল থাক প্রিয়।
Right
মন ছুঁয়ে গেল। দারুণ কবিতা আবৃত্তি পাঠ।
ধন্যবাদ
পৃথিবীটা গোল তাই একদিন না একদিন ঠিক দেখা হবে বন্ধু
নিশ্চয় হবে ।।।
Thanks
@@bindasbarshacreation2543 💐💐💐
ভালোবাসা যদি কল্পনায় সুন্দর। আমি কল্পনায় ভালোবাসি। ভালো থাকুক কল্পনার ভালোবাসা।
Right
আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। কবিতা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।
আমন্ত্রণ রইলো... 🥰
কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো❤
অসাধারণ, অপূর্ব মনটা ভরে গেল ।
Thanks.
ruclips.net/video/vZS-DuP_SkU/видео.html
দারুন চমৎকার চমৎকার। শুভ কামনা রইলো
ruclips.net/video/aFG4_cwueKA/видео.html
কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো😊
ড.নেয়ামত উল্যা ভূঁইয়া’র কবিতা ||:আমৃত্যু বধির:||
‘দেয়ালেরও প্রাণ আছে;’
কালের কালিমালুপ্ত
অকথিত কথার গুপ্ত ধনাগার
পরিত্যক্ত রাজবাড়ির দেয়াল থেকে
আমার কানে ভেসে আসে
এই ভুতুড়ে বাণি।
হত চকিত আমি
আমিতে ফিরে এসে বললাম,’ হ্যাঁ, দেয়ালেরও কান আছে;’
আবার দরাজ যান্ত্রিক কণ্ঠের দৈব কম্পন:
‘ কান নয়, প্রাণ;
দেয়ালেরও প্রাণ আছে।’
আমি বললাম,‘ নিশ্চয় , নিশ্চয়ই
প্রাণ না থাকলে কান থেকে লাভ কী!
যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না।
প্রাণ ছিলো বলেই-না বিরূপাক্ষ
কুম্ভকর্ণকে নিদ্রাসন থেকে জাগাতে পেরেছে
গগন বিদারী বাদ্য-বাজনা, শিঙা-শানাই, ঢাক-ডংকা, কাঁসর-দুন্দুভি,কাড়া-নাকাড়া,
ডমরু-দামামা বাজিয়ে;
(যদিও ঘুম ভেঙ্গেছিলো খাবারের ঘ্রাণে, সে কথা বলছি না, পাছে মানহানি ঘটে রক্ষকুলের বীর যোদ্ধা এই কলসিকর্ণের।)
তবে ভাবনার প্রশান্ত সমুদ্রে
অবিরাম ঢেউ ভাঙ্গে জনান্তিকে;
আমার তো কান আছে,
অথচ কিচ্ছুটিই শুনতে পাচ্ছি না ক্যানো!
তাহলে কি আমারও প্রাণ নেই?
যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না;
বিনা মেঘে বজ্রপাত, ক্লিষ্টের কষ্ট,
রিক্তের হাহাকার, নি:স্বের আহাজারি, পীড়িতের আর্তি,নিগৃহীতের বিলাপ, অভুক্তের আকুতি, পায়রার চিক্কুর,
ভর দুপুরে কাকের কা-কা,
গোলাপ পাঁপড়ির পতন,
ডায়াল থেকে ঘড়ির কাঁটার ছিটকে পড়া কিংবা ভাংগনের শব্দ;
কোনো কিছুই তখন তার কানে বাজেনা।
আবার ভয়ে ভয়ে
সেই প্রাজ্ঞ দেয়ালের কাছে নতজানু হই;
খেলে যায় গম্ভীর কণ্ঠের শব্দ তরঙ্গ:
‘দেয়ালেরও প্রাণ আছে;
তাই দেয়ালেরা কানে শুনতে পায়;
তোমার কান আছে; প্রাণ নেই,
তাই বৈকল্যে তোমার কান;
যার প্রাণ নেই, তার কান বিকলাঙ্গ।
কান খাড়া করে শ্রবণের জন্যে হতে পারো একান্ত অধির,
নিষ্প্রাণ বলেই তুমি শ্রবণ প্রতিবন্ধী;
আমৃত্যু বধির।’
#neyamatbhuiyandr
ধন্যবাদ 💐💐💐💐
ruclips.net/video/aFG4_cwueKA/видео.html
হায়রে নিয়তি বড়ই অদ্ভুত বড়ই নির্মম আচ্ছা আমার ভাবতে খুব অবাক লাগে মানুষের কি স্বপ্ন দেখা পাপ না স্বপ্নই মানুষের জন্যে পাপ🤔🤔🤔
কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো
স্বপ্ন না দেখলে মানুষ ভালো থাকবে কিভাবে?
স্বপ্নতে সেই প্রিয় মানুষ টা বেঁচে থাকতে চাইলে থাকুক না সেই স্বপ্নে❤️❤️
একদম ঠিক
বেশ লেগেছে আপনার মন্তব্য
@@rokibuddin632 thank you...
যা সত্যি সেটাই তুলে ধরতে চেয়েছি শুধুমাত্র...
ruclips.net/video/ExQ5Mg1XQaY/видео.html
একেবারে 👍👍👍
অপূর্ব
কিন্তু খুব দুঃখের
এক তরফা ভালোবাসা কোনদিন সার্থক হয়না
চোখে জল এনে দিল। অসাধারণ।
Thanks
ruclips.net/video/vZS-DuP_SkU/видео.html
Asadharon abriti ta amar khub favourite eta ami ageo onek bar sunechi video ta dekhe thakte parlam na abaro sunlam 2chokhe jol elo.
একেবারে ঠিক ।।।
ruclips.net/video/ExQ5Mg1XQaY/видео.html
অনেক সুন্দর,,, মনোমুগ্ধকর!! কোনো একজনের স্ট্যাটাসে লিঙ্ক থেকে দেখতে এলাম!! তার কাছে যদিও জিগেস করতে পারবোনা কিছু!! তবে হয়তো তার মন খারাপ, খুব মন খারাপ!!
তাই নাকি ।
ruclips.net/video/ExQ5Mg1XQaY/видео.html
অপূর্ব সুন্দর লাগল কবিতাটা ❤❤
অনেক ধন্যবাদ।।
সত্যি, কবিতা শুনতে শুনতে গায়ে কাঁটা দিল।
একেবারে ।।
অনেকদিন পর ইউটিউব ঘাট তে ঘাট তে হটাৎ এসে পড়ল , শুনেও ফেললাম , আজও প্রতিটি বাঁশির সুর এর সাথে শরীরে কেমন যেন করে, লোম গুলো দাড়িয়ে উকি মারে । সত্যি অসাধারন ❤❤❤❤❤❤❤। কণ্ঠের সাথে বাঁশির সুর যেনো আমায় উন্মাদ করে দেই। না জানাই শ্রেয় ! জানতে চাইলে হয়তো আমার নয় শুধু প্রত্যেকের হয়তো দু চার লাইন প্রেক্ষ্যা পটে আঁকা বাঁকা কবিতার লাইন হতেই পারে ।।অসাধারন কবিতা , গা ছম ছম করে আজও 🫡
ঠিক বলেছেন।
আমি নিজে কবিতা লিখি আমার কবিতা গুলো সোনার অনুরোধ রইলো ☺️🙏
6 বছর আগে কবিতাটি শুনেছি , যতবার শুনেছি স্তব্ধ হয়ে গেছি
অনেক ধন্যবাদ।।।
My febrate
Anek mone pore atit er katha sunle pore r tai nia thaki roj notun lage.
💐💐💐
সমাজের একঘেয়ামির বাইরে কিছু মানুষ হয়, তারা হল ইশ্বর এর
স্বপ্ন, মানবিক যুক্তির বাইরে,,,
ধন্যবাদ 💐💐💐💐
Kauke valo rakhar jonno take chere dure thakai valo, Tobe sotti valobasa kono dino nijeke ter theke dur hote dey na ,beche thake nijer Mone prane
একেবারে ঠিক।
শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গেছিলাম....🖤
অনেক ধন্যবাদ।।।
Jai prem e biched a6 tobuo dure thekeo mone Jodi se thake ses hoeo hoi na ses
Right
কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো❤
মন ছুঁয়ে যাওয়া গল্প ❤️
একেবারে।।।
ruclips.net/video/uX4LXESVYBQ/видео.html
Ata amr best kobitar modha akta..koyak bochor dore ai kobita ta sune as6e,,jate ai kobita haria na fali download kora reka6e ajo 🙂🙂
কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো❤
অনেক বছর পর কবিতাটি শুনলাম, খুবই সুন্দর,,,
ধন্যবাদ ।।।💐💐💐
Onek din por sunlam.mind blowing
Thanks
প্রেম স্বপ্নেই খুব সুন্দর🤗❤
ঠিক বলেছেন।।।
কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো😊
Darun sundor,মনটা ভোরে গেলো। Thankyou
অনেক ধন্যবাদ।।।
Kobita tir ortho ta ottontto govir❤❤❤❤❤❤❤❤❤❤
Ekabara..
ruclips.net/video/uX4LXESVYBQ/видео.html
Ami onk khujechi ei Kobita ta aj mon ta onk beshi khrp but aj na khuje ei peye gelam
কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো❤
যদি আরো কারে ভালোবাসো
যদি আরো ফিরে নাহি আসো..
তবে তুমি যাহা চাও তাই যেনো পাও
আমি যত দুঃখ পাই গো..
আহা এই তো ভালোবাসা❤️❤️
দারুন।।।
Anek din por sunlam
Khub valo laglo 😊😊
My favorite
অনেক ধন্যবাদ 👍👍👍
@@biswaruplohar8709 🙏
@@athenapaik16 ভালো থাকবেন।
@@biswaruplohar8709 upni o valo thakben
@@athenapaik16 নিশ্চয় ।। 🙏🙏🙏
Kotobar sunechi... Tabuo aro sunte icchey kore... Nisartho bhalobasa... 😢
সত্যি ।।।
ভালোবাসা বন্দিতে হয় না
ভালোবাসা হয় খোলা আকাশে মুক্ত করাতে ❤❤
তাই ভালোবাসা কে বাঁচতে দাও ভালোবাসা মতো করে ...
ঐ যে রবি ঠাকুরের উনার সুন্দর গানের তাকে ব্যক্ত করেছেন"ভালোবেসে সখী নিভৃতে যতনে
আমার নামটা লিখ তোমার মনের ও মন্দিরে ...
অনেকসময় ভালোভাসাকে ছেড়ে দিতে হয় ভালো রাখার স্বার্থে❤❤
অসাধারন।।।
আবৃত্তি টি প্রথম আমি শুনেছিলাম 2017- তে🙂
তখন খুব ভালো লেগেছিলো সযত্নে আমি একটা ডাইরীর মধ্যে আবৃত্তটি লেখে রেখেছিলাম। আজকে bookshelf টা গোছাতে গিয়ে দেখি ডাইরি টি এবং কি coincidence আমি এখনি গান শুনতে গিয়ে আবার আবৃত্তি টি শুনতে পেলাম।
Thanks 😊🙏
অনেক ধন্যবাদ ।।।
Ashadharon sundar.and ma'am your voice such a beautiful. Jotobar shuni totobar mon vore jai.
Right.
Thanks
ভাল শব্দের ওজন দিন দিন বেড়েই যায়।
যে বোঝে বা যে বোঝে না ......
দুজনের কাছেই
ঠিক
Amar gaye kata dicchilo,eto shundor kore apni bolen sotti sopner desh e pouche jai ❤️
কবিতাটি সত্যি মন ছুয়ে যায় । আমিও আমার চ্যানেলে এই কবিতাটি পাঠ করার চেষ্টা করেছি, শোনার জন্য অনুরোধ রইল ,কেমন লাগলো শুনে জানালে খুব খুশি হবো❤
Asadharon... 🙏🙏
Thanks
অসাধারণ কবিতা ☺😌😌
আমার খুব পছন্দের ☺😌☺😌❤
একমত ।।
স্বপ্ন সে তো স্বপ্নই হয় ।
আমি জানি স্বপ্ন ছেড়ে তুমি আসবে না কখনো বাস্তবে তাই তোমাকে নিয়ে হাটি স্বপ্নের সেই এবরো খবেরো পথে যে পথে হাটার নেই মানা ।
অসাধারন 👌👌👌
ধন্যবাদ
ruclips.net/video/ExQ5Mg1XQaY/видео.html
মন ছুঁয়ে গেলো,,অপূর্ব,চোখ বন্ধ করে শুনলাম,চোখে জল😢😢
😢😢😢😢