গরমে খরগোশ পালন পদ্ধতি | গরমে খরগোশের যত্ন পরিচর্যা | Khorgos Palon Poddoty | Grow Life
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- গরমে খরগোশ পালন পদ্ধতি | গরমে খরগোশের যত্ন ও পরিচর্যা | Khorgos Palon Poddoty | Grow Life
খরগোশ এমন একটা প্রাণী যারা গরম একেবারে সহ্য করতে পারে না। অতিমাত্রায় গরম পড়লে কিংবা গরমের সময় খরগোশ পালন পদ্ধতি ঠিকভাবে না জানলে এরা যেকোন সময় হিট স্ট্রোক করে মরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর হিটস্ট্রোক করা খরগোশকে বাঁচানো কতটা কঠিন এটা যাদের খরগোশ হিটস্ট্রোক করেছে তারাই জানে। তাই গ্র লাইফের আজকের এপিসোডে আপনি জানবেন গরমে কীভাবে খরগোশের যত্ন ও পরিচর্যা করতে হয় গরমের সময় খরগোশকে কোথায় রাখতে হয় কিভাবে পালতে হয় কি কি খাবার দাবার খাওয়াতে হয় কি কি ওষুধ পত্র খাওয়াতে হয় এই সবকিছুর বিস্তারিত।
তাই গরমে খরগোশের পাঁচটি জরুরি পরিচর্যা সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।
১,
আমার খরগোশ গুলোকে একটু লক্ষ্য করে দেখুন ওরা সারাটা দিন এখন শুয়ে বসে কাটায়। বিশেষ করে যেখানে একটু ঠান্ডা পায় সেখানেই শুয়ে শুয়ে ঘুমায়। ওদের ঘুম দেখলে মনে হবে এখন রাত তিনটা বাজে। একেক জন একেক কাতে শুয়ে হয় ঘুমিয়ে আছে নয়তো ঝিমাচ্ছে। । একটা খরগোশ আবার পানি ড্রামের পাশে গিয়ে শুয়ে রয়েছে কারণ ওখানে পানি থাকার কারণে একটু ঠান্ডা পাওয়া যায়। আপনার খরগোশগুলো গরমের সময় দিনের বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে কাটাবে। এজন্য ওদেরকে যা খাবার দাবার দিবেন সব সকালবেলা দিয়ে রাখবেন। মানে গরমের সময় খাবার খাওয়ানোর ক্ষেত্রে আপনি সবচাইতে বেশি পরিমাণ খাবার দেবেন রাতে ঘুমানোর আগে এবং সকালবেলা খরগোশ ঘুম থেকে ওঠার পর পর। এই দুই সময় প্রচুর পরিমাণে খাবার ওদের খাইয়ে নেবেন। এছাড়া দিনের বাকি সময়টা তে তারা খুব অল্প পরিমাণে খাবার গ্রহণ করে এ ক্ষেত্রে সারাদিনে অল্প অল্প করে তিন চারবার খাবার দিতে পারেন।
২, পানি ও ভিটামিন সি
গরমের সময় সব সময় আপনার খরগোশগুলো কে পানি দিয়ে রাখবেন। এ সময় তারা প্রচুর পানি পান করে। অনেকে মনে করে খরগোশ পানি খায় না কিন্তু ব্যাপারটা পুরোপুরি ভুল সব রকমের খরগোশ কমবেশি কিন্তু পানি তারা খাবেই। দেখুন আমি আমার খরগোশ থাকে পানি খেতে দিলাম এবং ও কিন্তু পানিটা খাচ্ছে। আসলে শীতের সময় যেটা হয় সারাদিন শাকসবজি আর ঘাস খাওয়ার ফলে ওদের পানি পিপাসা তেমন পায়না। এ জন্য তারা খুব একটা পানিও খাইনা। কিন্তু গরমের সময় খরগোশ কিন্তু ভালই পানি পান করে। আপনারা খরগোশকে সবসময় পানি দিয়ে রাখবেন আর পানির সাথে যদি লেবুর রস মিশিয়ে দিতে পারেন সেটা আরো ভালো। আপনি সপ্তাহে 2 দিন অল্প অল্প করে লেবুর রস পানির সাথে মিশিয়ে খরগোশকে খেতে দিতে পারেন এতে তাদের ভিটামিন সি এর অভাব পূরণ হবে এবং গরমকালে তাদের ইমিউন সিস্টেম ভালো থাকবে।
৩,
ওষুধ পত্র
অতিরিক্ত গরমের সময় স্যালাইন মিশ্রিত পানি প্রতিদিন খেতে দিতে পারেন।
এসিলাইট ভেট
গ্লুকোলাইট ভেট
টেস্টি স্যালাইন
ওর স্যালাইন
স্যালাইন কিভাবে খাওয়াতে পারেন তৈরি করে সিরিঞ্জ এর মধ্যে ভরে খরগোশকে খাওয়াতে পারেন আবার খাবার পানির সাথে মিশিয়ে খাওয়ানো যায়। তবে অনেক খরগোশ আছে যারা নিজের থেকে খেতে চায় না তাদেরকে জোর করে ধরে খাওয়াতে পারেন। সুস্থ রাখতে খরগোশকে গরমের সময় শসা খেতে দিবেন। মাঝে মাঝে পুদিনা পাতা খেতে দিবেন। যদি তুলসী পাতা সংগ্রহ করতে পারেন তবে এটাও খাওয়াবেন। আর বিভিন্ন মৌসুমী ফল বীজ ছাড়িয়ে আপনার খরগোশগুলো কে মাঝে মাঝে একটু একটু করে খাওয়াবেন।
৪, বাসস্থান
গরমের সময় অবশ্যই খরগোশকে বড় জায়গায় রাখবেন। আপনি যদি খাচায় পালন করেন তবে তুলনামূলক বড় সাইজের খাঁচা ব্যবহার করবেন যার মধ্যে খরগোশগুলো একটু দূরে দূরে শুয়ে-বসে সময় কাটাতে পারে। আবার আপনি যদি কোন একটা নির্দিষ্ট জায়গায় ছেড়ে খরগোশ পালন করেন সেক্ষেত্রেও ওরা যেন হাত পা ছড়িয়ে শুয়ে থাকতে পারে এরকম বড় জায়গাতে রাখবেন। আমি আমার খরগোশগুলো কে রাতের বেলায় এই ঘরটার মধ্যে রেখে দেই। সে ক্ষেত্রে ঘরটা সামনে দরজাতে কিন্তু লোহার নেট লাগানো রয়েছে যাতে করে খুব সহজে বাতাস চলাচল করতে পারে । সহজ কথা বন্ধ পরিবেশ বা গুমেট কোন জায়গায় যেখানে বাতাস চলাচল নেই এরকম জায়গায় রাতের বেলা খরগোশ গরমের সময় রাখবেন না। সাত দিনের বেলাতেও তাদের খোলামেলা পরিবেশে রাখার চেষ্টা করবেন। আমার এই খরগোশ গুলোকে দেখুন এগুলো সবগুলোই মেয়ে খরগোশ আর ওদেরকে আমরা সারাদিন এই জায়গাটার মধ্যে ছেলেরা কি তারা কিন্তু সবাই দূরে দূরে গিয়ে চার হাত-পা ছড়িয়ে শুয়ে থাকে। আর ছেলে খরগোশগুলো টাইম টু টাইম ছাদের মধ্যে ছাড়া থাকে। যেমন আমাদের কেহের মান ছাদের মধ্যে গিয়ে যে জায়গাটাতে কাদা থাকে বা পানি ফেলানো থাকে । সেখানে গিয়ে কাদার মধ্যে শুয়ে থাকে। শরীরের ময়লা হল কিনা এদিকে তার কোন হুঁশ নেই।
৫,
গরমে খরগোশের পরিচর্চার পরবর্তী ধাপ টি হলো খরগোশের হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে আপনি কি করবেন। এই কাজটাও খুবই সহজ। খরগোশকে কিন্তু নরমালি গোসল করানো নিষেধ কারণ গোসল করালে ভুলে যদি কানে পানি চলে যায় তবে খরগোশ মরে যায়। কিন্তু এই গরমে তাদের শরীর ঠান্ডা করাটাও জরুরী। তাই আপনি মাঝে মাঝে আপনার খরগোশ গুলোকে ভেজা কাপড় দিয়ে মুছে দিবেন। তবে সতর্কতার স্বরূপ এটুকু নিশ্চিত করবেন যাতে কাপড় থেকে এক ফোঁটা পানিও তাদের কানের ভেতরে চলে না যায়। যদি খরগোশ কোন কারণে হিট স্ট্রোক করে ফেলে তবে সে আস্তে আস্তে চার হাত পা ছেড়ে দিতে থাকবে মাথা এবং কাঁধ অস্বাভাবিক রকমের গরম হয়ে যাবে। এমন সিচুয়েশন হলে সাথে সাথে ওদের ভেজা কাপড় দিয়ে মুছে দিবেন ফ্যানের নিচে নিয়ে শোয়াবেন। এবং যত দ্রুত সম্ভব ভেটেরিনারি ডাক্তারের কাছে নিয়ে যাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। কিভাবে খরগোশের হিট স্ট্রোকের চিকিৎসা করাতে হয় এইটা নিয়ে আরো বিস্তারিত ভাবে পুরো আলাদা একটা ভিডিও তৈরি করব সেই ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সাথে থাকার জন্য।
related topics
খরগোশ পালন, খরগোশ পালন পদ্ধতি, গরমে খরগোশ পালন পদ্ধতি, গরমে খরগোশের যত্ন ও পরিচর্যা, গরমে খরগোশের খাবার, গরমে খরগোশের ওষুধ পত্র, খরগোশের হিট স্ট্রোক,
২০২৪ সালের কে কে আছেন
আমি😂
My
আমি☺️
Ai daraw amio asi
Ami❤
Tnk vaya ami kichudin por khorgos nibo. Ai vidio dekhe onk kichu bujechi.. Nice
ধন্যবাদ দাদা এত কিছু শেয়ার করার জন্য
ভাইয়া তোমার ভিডিও আমার খুব ভালো লাগে❤️❤️❤️
খুব কিউট
খুব সুন্দর
দাদা heatstrock হয়ছে সেটা কি ভাবে বুঝবো ওটা একটু details এ বলবেন please ..... thanks এই ভিডিও টার জন্য ।
Kan gorom hya jabe...hat pa chera jabe...oshababik dekha jabe
Khuv upokrito holam
Amro rabbit ache. Vlo legheche
Dada aupne korgosh ar house ke va va bynia chan
খুব ভাল লাগল
Thanks for your information bro..❤
1:45 😲😳❤️
দাদা বলছি যে আমাদের বাড়ির সামনে অনেক বেজি আছে আর আমাদের একতলা বাড়ি উপরে ছাদ নেই টিন আছে তো ওদেরকে আমি ঘরের ভেতরেই রাখি আর আমি ভাবছিলাম যে আপনার এরকম একটা সানসেট এর মতন করার কথা তো কি করে করব যদি একটু বলে দেন তো প্লিজ একটু হেল্প হয় আমাদের কোন ছাদ নেই ঘরের মধ্যে কি করে রাখব একটু প্লিজ বলবেন দাদা
Lom utche ki korbo,kichu tips din dada ...
Apnr khorgoser gaye eigula kiser dag?
খরগোশকে দানাদার খাবার হিসেবে কি খাওয়াবো
Vaiya amar korgosh er maiste hoesilo kintu ager shustho kintu je jaigai lom nei oi jaigai amar arekya khorgosh kamor diese roto ber kore felse ki korbo?
Ai selain gula kototuk kore kivabe khaowano lagbe bolben plz
Very nice 👍 90 rabbits video
Amr khorgosh er paa o shorir holud hoye jay urin er upor boshe thake bole.agula shada korbo kivabe kindly janabn.plz
Dada chan korano jabe kina eta nia kicu bolla khub valo hoi....
Na.only Veja kapor e ga mochano..
Dada amr rabit jol khetei chai na..
Vaiya khorgosh arr bacca ki rater bela fan arr niche khacay room arr vitor rakha jay
২টার জন্য কতো টুকু খাচা বানাতে হবে
Bro can you make a vedio with eclectes parrot price
vaia rabbit ke ki muri khaoano jay?? amar friend tar bunny muri kheye felse.......pls reply,,,,,,,,,,
Eder ki snan korate hoy gorome?
❤❤❤❤
ভাইয়া অামি যে রুমে থাকি ফ্যান অন থাকে সেখানে কি রাখা যাবে?
Zabe
Roomaaa fan er jonno amr korgos 7 den er mathai mara gacea
Vi,ai somoy khorgosh hachi dile ki khayabo ?
আমার ১৫টা আছে খুব জতনে রাখি
Hamster palon video banan please 🥺
Vaiya khacha theke chere dile jekhane sekhane poti kore dei.e khete apni ki koren?
Saline kto ta jol e koto poriman ditey lagbey
One pack in one litter
Thank you
খরগোশ কী এসির বাতাস লাগলে কী কোন সমস্যা হয় কী দুরত্ব ভিডিও দিবেন পিলজ
Vaiya oder ki sabdhane gosol korano jabr? Kane pani jaaoya chara r kono ki problem ache?
Ami to amr rabbit ke Gosul kratm kichu hoi ni but Kane pani na dhuke jeno
@@anisahasnath4699 hmm Kane jol gelei somossa
Peti modhe rakha jai dada
❤😊😊
Ader k,goromer dine gosol korano jabe
Thanks 🙏🏻🙏🏻
ভাইয়া ফ্লোরে পটি করলে কিভাবে পরিষ্কার করেন? প্রতিদিন পরিষ্কার করেন?
ঠিক তো সেটাই ভাবছি
Vi amr bagziger dim parsa. Akon ki korbo
Vaiya ami amar khorgos k khacar vhitor rekhechi... Goromer somoi ki oder. Kono somossa hoobe??
Obbossoi hbe basi din bachbe na karon ora depression a chole jay. Apnake jodi saradin ekta jaigay bondho kore rakha hy kamon lagbe? R rabbit khelte valo base miste valo basi saradin khachay bondho korar prani na ora. Even kono prani e khachay bondho korar na. Abar blben apner sommosa ache tahole sate age vaba uchit chilo kener age
@@manishadutta9665 oder jodi sobsomoi khacai na rekhe protidin ekbar kore chere dewa hoi tahole o ki oder problem hobe??
Na din a oder play time chai kom kkre 5 hrs.
Khelte din nijer songe rakhun dakhben amon valo basa paben j vabbteo parben na. Amar barite amr bachha ra to amr sath ai thake. R saradin chate day amk ador kore. Ora valo basar jinis oder valo basa din
@@manishadutta9665 ora ghore saradin kheluk kono somossa nai amar but baire ber hoe gele kukur beral e oder attack korte pare eta niei voi...onek dhonnobad apnar motamot er jonno🙏
আমার গুলো ও এমন
Dada jol dile to bati ta ulte dei . From INDIA🇮🇳
vai amadero same
Amar ta o raag kore jol dile 😊
Vai amar ekta meye khorgosh lagbe.. Pls helpe
OK dada😊
Vai plzzz bolenna ami apna k Onk mash aghe bolsilam amr khorgosh shokal tekhe shonda porjonto patla paikana abr nije nije tik hoya jai abr porer din same shokal tekhe shonda patla abr tik hoya jai
Khaware bhejal mone hoi
Amr khorghos take jol dila o songa songa fala dai😑
Vai aktu halp karo na bolchi ja khargosh dud habe ki khale aktu balo
কিন্তু আমার খরগোশ পানি খাইনা
lobon r chini mesano pani dile khorgosh khub valo paan kore..r energy lebel o valo thake
Kintu lobon r chini dewa jai naa rabbit k
@@drpushpalchakraborty4879 vet doctor k janiyechilam..but doctor baron koreni.
r amar rabit gulo khub healthy r duronto...
@@elis3837 ekhon healthy ache kintu future a complications hote pare tai risk newa uchit naa
Only normal jol dao
ভাই গরমে খরগোশ বাচ্ছা দিলে কী করব? ভিডিও ছারেন।
Vaiya amar rabbit ar soril teke procur poriman ar posom jacce, akon ami ki korbo please reply me 😭😭😭
Good video
Dada amr rabbit 6ade a6e....6ade 1ta tin ar room a6e ora puro 6ad ghor a 6ara a6e okhane thakle ki koro problem a6e?
Reply pls
Tin ar ghor tara tari gorom hoye jai
Nischoi problem hobe
এ ওষধ খাওয়ালে কি কোনো সমস্যা হবে
আমার ৪ টা বাচ্চা খোর গোশ আছে
আমি কি ভাবে লালন পালন করো একটু বলবেন ভাই
ভাই please reply দেবেন। খরগোশ কে কি স্নান করানো উচিৎ? যদি উচিৎ হয় তবে weekly কত বার? আর শ্যাম্পু কি use করবো? শাক, ঘাস,মুড়ি,কপিপাতা ছাড়া অন্য কি কি খাবার খায় বিস্তৃত জানান । আর এদের কি vaccin দেওয়া যায়?
খরগোশ কে গোসল করানো ঠিকনা। কানে পানি গেলে খরগোশ মরে যায়। ওদেরকে সপ্তাহে একবার করে আপনি মুছে দিতে পারেন ভেজা কাপড় দিয়ে।
খরগোশের সঠিক খাবার তালিকা হলো 70 থেকে 80 পার্সেন্ট ঘাস 20 থেকে 30 শতাংশ শাকসবজি। আর 10% গমের ভুসি অথবা পিলেট।
@@growlife ভাই আমার কাছে খরগোশের বাচ্চা আছে বিক্রি করে দিতে পারবেন
@@asrafulislam4017
আমি আমার গুলোই বিক্রি করি না। সময়ের অভাব ভাইয়া। আশেপাশে কেউ চাইলে এমনি দিয়ে দিই।
Gam o ruti khub valo khai. But limite a dite habe
@@kunalmandal3697
পানির ব্যাপারে কোন রেফারেন্স থাকলে জানাবেন।
vaiya ..amr ektai rabbit r otao male...o adult hoye gece... bt amra r rabbit ante chaicina basay..Vara basa to..or ki Kono problem hobe female rabbit cara
na
Pudine pata khorgosh der proti khotikarok bola hoy
Vai Akta male khorgos Ar Akta Fimale Khorgos Aksata Thakla Ki Osubidha Hoba
জি কখনোই একসাথে রাখা যায় না
আমার খরগস ও কাদায় থাকতে পছন্দ করে
কত টাকা ভাই❤❤❤❤❤🎉🎉🎉🎉👍👍👍👍
Ar Rabbit ke koi gonta por kabar thite hobe
amar khorgush gula sobsomoy e pani khay
ভাই আপনার কাছে কোন কোন জাতের খরগোশ আছে?
Bhai Amar Katha kahani
গরমে খরগোশকে স্নান করালে কী কিছু সমস্যা হবে??
একটু যদি বলেন
@Atanu Mondal Kane jol naa gele kichu hoi naa matha chara sorir dhuiye dite paren
ভাই আমি খরগোশ কিনতে চাই,,, কোথায় পাওয়া যাবে বললে,,উপকার হতো
Dada amar khorgos ka ki vaba pote tam korbo
পটি করার সাথে সাথে টিসু পেপার দিয়ে পটি গুলো মুছে খরগোশের খাঁচার মধ্যে রাখবেন যতবার খাঁচার বাইরে ঘরের যেকোনো কর্নারে পটি করবে বা প্রস্রাব করবে ততোবারই মুছে সেটাকে খরগোশের খাঁচার মধ্যে রাখবেন। এভাবে 7 একদিন রাখলেই ওরা বুঝে যাবে বাইরে পর্টি করা যাবেনা খাঁচার মধ্যে গিয়েই তখন পটি করে আবার বাইরে বের হয়ে আসবে। বেসিক নিয়ম এটুকুই। বিস্তারিত জানতে হলে rabbit potty training লিখে ইউটিউবে সার্চ দেন বেশকিছু ইংলিশ ভিডিও আছে।
আমার একটি খরগোশ বাচ্চা কালকে মারা গেল আমি ভাবতাম খরগোশ জল খায না
vaiyya san korabo koto din por por gorom q
Rabbit k snan korate nei
Dada amar rabbit pani pan kora na upai
ভাই,রিপ্লে দিয়েন প্লিজ
আমরা মা খরগোশ গুলো বাচ্চা দেবার পর দুধ খাওয়াচ্ছে না। এভাবে অনেকগুলো বাচ্চা মারা গেছে।
এখন কি করব বলুন প্লিজ?
বাচ্চা এবং মা খরগোশকে একটা খাঁচার মধ্যে রাখেন। যদি তাও না খেতে পারে। তবে মা খরগোশকে জোর করে ধরে বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করেন। Rabbit force feeding লিখে ইউটিউবে সার্চ করেন ভিডিও দেখুন তবে সহজ হবে।
@@growlife amr baby khorgosh ta khache na nja theke kichu Khali ghumai chupchap Santo thake ki korbo aktu pls bolun
ভাইয়া আমার খরগোশ তো পানি খায় নাহ
Amr gorgosh gulo moila hoia Jai lom Jai Ami ki kora always white rakbo
Amr gorgosh lom utA Jai ar moila hoia Jai ki korbo
@@agnigamingbd7878 sothik diet thakle erm hbe na. Grass ar Timonthy hay 80 percent odr diet.
Ar saline water diye kapor diye poriskar korte paren ar flea comb diye maje maje lom achrale ora clean thake
O der Ac ta rakta parbo
ঠান্ডা লাগছে কি করি।
তুলসী পাতা খাওয়ান
ভাই আপনার খরগোশ রুমে পায়খানা প্রসাব করেনা??
poty train korale nirdisto jaigai kore
দাদা খরগোশের নিচের দিক দিয়ে দাঁত দুটো বড় হয়ে গেছে তাহলে কি করনীয়
দাদা একটি খরগোশের দাম কত
Afni ki Muslim plz reply
24 সালে কে কে দেখছেন এর ভিডিও তারা লাইক দিন
ঘরে পাখা চালিয়ে বা এসি চালিয়ে অল্প রাখা যাবে ছেড়ে?
জি
আমার একাটা খরগোশ আছে আমি সখের বসে ওকে পালি,,,দুইদিন যাবত ওর পটি খুব ছোট হচ্ছে আগের গুলি বড় বড় হাগু হতো,, ওর কি কোন অসুখ হচ্ছে
Amar korgosh jol khaina bati ulte dei
Amar,,Khargosh,, Pani,, khina,,Pani Te,, dubi rakhbo
Vable obak lage j nije jane na se onno der vedio kore vul jinis e blche. Apner nijer rabbit ar poti patla. Apner nijer diet thik nai. Pls ami apnake request korchi ektu thik information din dada pls.
Akdom..nije thik jane na abar video korche.odvut bepar.puro ghore kono hay ba ghas dewa nae abar palon korar video dicche.
You are wrong not he
ভাইয়া , আমার একটা খরগোশের বাচ্চা, একদম শুয়ে পরেছে ,নারাচারা করে না, খায়না , একদম পেরালাইসেস রুগির মতো পরে আছে, ভাইয়া একটা উপায় বলেন কিভাবে ওকে বাচাবো তারাতাড়ি ভাইয়া???????
Vet doctor k dekhan taratari
😍😍😍😍😍😍🥰🥰🥰🥰
ভাই আমার একটি খরগোশ রোদে মারা গেছে আমি আগে ভাবতাম ছাদের উপরে রাখছিলাম মারা গেছে
দাদা আমার খরগোশ তা জল খাই না বেশি
Vai amar korgos mara gaha halpp
ভাই আমার একটি বাচ্চা মারা গেছে আর ওর মাথাটা উপরের দিকে উঠে ছিলো
ভাইয়া আমার মামা বলেছেন খরগোশ কে পানি পান করা যাবে না
ভুল বলেছে পৃথিবীর সব প্রাণী পানি পান করে।
@@growlife yes sob animal water drink kore
Amar rabit gulo Pani khache na ki korbo,?
Ki khawan oke bolun to
আমার ওহ খরগোশ বাঁচা আছে কিন্ত বুজি না একটু বড় হলে ওই মরে যাই কারণ কি একটু কষ্ট করে কেউ বলতে পারলে আমর একটু help হয়তো কারণ আমার কাছে 6 টা বাঁচা আছে 😢😢😢
Nip pata Daya jaibo amr khor gos khai nim pata
অল্পস্বল্প খাওয়াতে পারেন।