@@AdventureTube21 I second this comment and agree with your views regarding our beloved Bangladesh. However, it is sad to see some new RUclipsr's who went to US and Europe in relatively recent times criticize Bangladesh and calls Bangladesh "oshobbho desh" as if US and Europe have no issues and no corruption.
Faruq bhai please take my Salam and love. You are very kind hearted man. I can not control my tears rolling out of my eyes. You are going to leave Bangladesh. Hope you will be back Bangladesh again very soon. Please keep us posted your Vlogs regularly. Best Regards,
ভাই আপনার কথা গুলো খুব ভালো লাগলো। দেশের মানুষ সমাজ পরিবেশ নিয়ে আপনার কথার সাথে আমি সহমত। আমার জন্মভুমিটাকে সবসময়ই মিস করি। অনেক ভালো থাকবেন শুভকামনা রইল
অসাধারন একটা ব্লগ। ফারুক ভাই আপনার জন্য রইলো আমার দোয়া ও ভালোবাসা। আমাদের রেখে আমেরিকায় চলে গেলে কষ্ট লাগবে এটা ঠিক তবে এটাই বাস্তবতা। আল্লাহ্ পাক আপনাকে অনেক ভালো রাখুন। আমীন।
আপনার এই ভিডিও দেখে সত্যি খুব স্বস্তি পেলাম। আপনার যত্রতত্র খাওয়া দেখে আমি সব সময় আঁতকে উঠে ভাবতাম অসুস্থ হয়ে যান না! সামলান কিভাবে! খুব ভালো সিদ্ধান্ত অস্বাস্থ্যকর খাবার প্রোমোট না করা।
সালাম ডিয়ার ফারুক ভাই… আশাকরি ভালো আছেন ! বাইরের কিছু Errands শেষ করে বাসায় এসেই আপনার Vlog টি দেখছি আর ভাবছি, আপনার সাথে আমার কি অসম্ভব মনের মিল ! মনেহচ্ছে, আপনি যেন আমার মনের কথাগুলোই বলছেন ! Being a tremendous emotional person, I can so relate to you & ur thought process dear Farook bhai ! আমিও আমার দেশ আর দেশের মানুষদের খুবই মিস করি তাই চেস্টাও করি ঘন ঘন যেতে ! এবারতো দেড় বছর থেকে এসেছি বাংলাদেশে তবুও মন ভরেনি ভাই ! আমাদের মত মানুষ এভাবেই বুঝি জীবন কাটিয়ে দেবে ! যাইহোক, খুব ভালো থাকবেন ভাই ! আবার ফিরে যাই আপনার আবেগ আর দরদমাখা এপিসোড এ !
আপনার মাঝে আমি আমার অবস্থা টা দেখলাম আমিও থাকি দেশের বাইরে এক যুগ ধরে কিন্তু কোন ভাবে অবস্তু হতে পারি না। শুধু দেশ আর দেশের প্রতিটি ব্যাপার অনেক মিস করি। ভীষণ মিস করি মনে হয় মরে গেলে ও মনে একটা কষ্ট থেকে যাবে কেন বেশি করে দেশে থাকতে পারি না 😢😢।
ফারুখ ভাই, খুবই চমৎকার করে বাংলাদেশ তুলে ধরছেন পাশাপাশি দুর্বল দিক গুলোও প্রকাশ করছেন, পছন্দ যে যার মত করবে। চক বাজারের ইফতার আমার দেখলেই ভয় লাগে। মানুষ খায় কিভাবে?
আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিলো আমার, আমি World Bank এর Supported একটা প্রকল্পতে Social Safeguard Specialist হিসেবে কাজ করি। আমার প্রকল্প অফিস কাকরাইল Public health. সময় হলে আমাকে জানাবেন আমি গিয়ে দেখা করবো। আমার মেয়ে নিউইয়র্ক এ পড়াশুনা করে এখন মেয়ে, জামাই, নাতনী ওখানেই থাকে।
সত্যি স্যার আপনার সদেশ প্রিতি আমাকেও স্পর্শ করে। যখনি সুযোগ পান মায়ারটানে ছুটে চলে আসেন। আল্লাহ তায়ালা আপনাকে সুস্থ রাখুন যেন আপনি বার বার ফিরে আসেন আমাদের মাঝে ❤ আপনার চোখে নিজের দেশ দেখার এক অন্য রকম আবেগ অনুভূতি কাজ করে ।
অসাধারণ! তালতলার তাল গাছটা দেখে আপনার মত আমিও নস্টালজিক হয়ে গেলাম, হাজার হলেও আমার নিজের বাসা, প্রিয় খিলগাঁও তালতলা ❤️ জীবনের কতগুলো সময় পার করেছি এ এলাকায়, আব্বার সরকারি চাকুরির বদৌলতে বাংলাদেশের অনেক জায়গায় থেকেছি, retirement এর পর, খিলগাঁও তেই আব্বা বাড়ি করেন, এইচ এস সির পর চলে যাই রংপুর মেডিক্যালে ডাক্তার হবার উদ্দেশ্যে, বিয়ের পর, আর্মিঅফিসার হাসবেন্ড এর সাথে সারা বাংলাদেশ ঘুরেছি, এখন আমিও ঢাকার একটি এরিয়ায় স্হায়ী, কিন্তু খিলগাঁও কি ভুলতে পারি? রোজার শুরুর আগের দিন গিয়েছিলাম আব্বার বাসায়, অনেক comfortable feel করি খিলগাঁও এ বিভিন্ন কাজের জন্য, অথচ ঢাকা শহরে কত অভিজাত এরিয়া আছে, থাকি ডিওএইচ এস, কিন্তু অনেক প্রয়োজনেই খিলগাঁও যাই 😊 খুব ভালো লাগলো, নিজের বাসার আশপাশ দেখে, specially অনেক সুন্দর করে, আপনি তালতলার food shop গুলো explore করেছেন, ধন্যবাদ আপনাকে 😊
আপনার কথাগুলো ভালো লাগলো , আমেরিকায় মানুষের হৈচৈ , কলাহোল রমজানের যে উৎসব সেটা অনেক miss করি । তবে আলহামদুলিল্লাহ্ আপনি দেশে যাতায়াত করতে পারছেন এমন অনেক মানুষ আছে তারা চাইলেও দেশে যেতে পারে না । ভালো লাগে আপনার ভিডিও সবসময় দেখি । আমি দূপুরে কাজে থেকে বাসায় এসে টিভির সামনে ভাত নিয়ে বসে আপনার ভিডিও দেখি এখন রোযা বলে নিয়মিত ভিডিও দেখতে পারছি না ।ভালো থাকবেন , সুস্থ থাকবেন 😊
আপনার কথার মধ্যে অমোঘ আবেগের বন্ধন আর হৃদয়ের গভীর থেকে উৎসারিত দেশের প্রতি নিগুঢ় ভালোবাসার টান এই দর্শন নিয়েই যেনো আপনি চলে যেতে পারেন পরাপারে সেই প্রার্থনা করি..❤❤🇧🇩🇧🇩
আমার সালাম নিবেন। বিশ্বাস করি ভাল আছেন। সেদিনের বৃষ্টি ছিল অপ্রত্যাশিত। খুব ভালো লাগছিল। গাছগুলো যেন প্রাণ ফিরে পেল বৃষ্টি পেয়ে। ভাল থাকবেন ভাই। ধন্যবাদ।
দেশের প্রকৃতি, এবং দেশের অস্তিত্ব ভূলে যাওয়া মানে নীজের অস্তিত্ব ভূলে যাওয়া,আশা করি স্বাধীন এবং বিজয়, ওরাও একদিন শেকড়ের টানে, আপনার মত বাংলাদেশ এবং আমেরিকাতে যাওয়া আসা করবে। আল্লহ সবাইকে বুঝার তোফিক দান করুক,আমিন।
আসসালামু ওয়েলেকুম! ফারুক ভাই! আপনার কথা গুলো শুনতে যেমন ভাল লাগে! সেই সাথে আমি একমত! আপনার সাথে relate করতে পারি সেই ছোট বেলার স্মৃতি! আমাদের ঈদ আর এখনকার ঈদ অনেক পার্থক্য! সেইদিন গুলো নেই আর সেই লোক গুলোও নেই! আল্লাহ রহমতে আপনি খুবই সৌভাগ্যবান! আপনি কত দেশ ঘুরেছেন! আপনার সাথে আমিও ঘুরেছি ব্লগের মাধ্যমে! ভাইয়া বাংলাদেশের মত বৃষ্টি অতুলনীয়! বৃষ্টিতে ভেজার আনন্দ বলে বুজানো যাবে না! আমেরিকার বৃষ্টি একদম আলাদা! সেই স্বাদ নেই! ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য! ভাল থাকবেন! সুস্হ থাকবেন! অনেক অনেক দোয়া আর ভালবাসা রইল! আল্লাহ হাফেজ!❤
এখন দেখাটা একটু কম হয়ে গেছে। তবুও সময় পেলেই আপনার ভিডিও দেখার চেষ্টা করি। আসলে অন্য কোনও কিছুতে মন ভরে না। আপনার ভিডিও গুলি আসলে সাধারণ হয়েও অসাধারণ। অন্যরকম ভালো লাগা জন্মায়। ভালো থাকবেন।
I am now living in Canada. You are right, it's not possible to forget our homeland. I regularly watch your video. Sometimes I have the same nostalgic feelings like you. Sometimes it is painful to my heart. Following thinking and practice made me happy in Canada: I have involved in mosque based Islamic programs. Regularly I join and listen to beautiful spiritual lectures. Our life in this world is like a drop of water from the ocean. And the next life is much more than the seven oceans. It's everlasting. we came in this world for the preparation of next life. As a voluntary work; In Ramadan, from the mosque, we go to serve food for lonely elderly people, who is living in government housing. At the same time I am doing all my income generating activities. Only way to get peace and happiness in this world is to follow the tenets of Quran and Sunnah. Now I have real peace of mind and body. Wishing you a happy and healthy life. Best regards Mustafa.
Bhaiy Salam and Ramadan Mubarak asha kochi bhalo achen , apnar shob video dekhar cheshta kori but ajker ai video ta ato bhalo laglo mone hoy jeno amar moner kotha bolchen, khouby oshadharon, onek din por likhlam , Dua roilo onek beshi ❤
Ei video ti dekha hoi Ni ! Ekhon dekhlam ! Valo laglo onek ! Busy Dhaka city , iftar er Bhaja item , Arts faculty dekhe Toh Mon vore geche ! Arts faculty te every day jetam ! Jokhon student chilam ! Ah ! Ki din chilo ! R ekhon ! Koto bochor dhore desher baire ! Kichuta lonely, sometimes depressing , sometimes boring jeebon ! Tobuo alhamdulillah !
আসসালামু আলাইকুম ভাই। সারাজীবন কর্ম,সংসার,সন্তান জীবন গোছাতেই বেশির ভাগ সময় পার হয়ে যায়।এক সময় এসে মনের কোনে অতীতের চাওয়া পাওয়া গুলি উঁকি দেয়।এটাই স্বাভাবিক।আমরা বেশিরভাগ মানুষই মন থেকে শিশুসুলভ।মন খারাপ করবেন না ভাই।ঐ খানে ভাবী বাচ্চাদের মাঝে থাকলে আরেক আনন্দ। সময় সুযোগ করে দেশে আসা যাওয়া করবেন।
Alhamdullilah!!! Dadabhai apnar katha khub bhalo laglo ... apnar udarata teo mudhya holam.... aar apni fire e ashun... chelera jodi chakri ba byabsha peye jaye , biye diye fire ashun... Atma ke kashto deben na... lots of love to you...
ahhh uncle !! emnetei ami apnar onek boro fan tarupor apni ifter table a je kotha gulo bollen, specially hadis and quran nia amar monta juraya gelo. full video ta mon dia dekhlam kotha gulo sunlam. asole sekhar kono ses nei. amar basa chowakbazar er onek kache but never ever we buy ifter from there. anyways, thanks for the video.
স্যার আসসালামুয়ালাইকুম। ব্যাস্ততার কারণে খুব একটা ইউটিউবে ঢুকার সুযোগ পাই না, তাই প্রায় আপনার ভিডিও মিস হয়ে যায়। আজ ইউটিউবে ঢুকে আপনার এই ভিডিওর থাম্বনেইল দেখে খুব অবাক হই আবার আফসোসও করি, কারণ আপনি একদম আমার বাসার সামনে এসেছিলেন। আপনার সাথে দেখা করতে পারলে নিজেকে খুব সৌভাগ্য মনে করতাম।
অনেক ভালো লাগলো আংকেল আজকের ব্লগ. ♥️♥️ কিন্তু বেশ কন্ট্রাডিক্টরি মনে হলো কিছু কিছু বিষয়. রাস্তায় সব ইফতারি অস্বাস্থকর না.আজকাল ঢাকায় অনেক সুন্দর করে Wrapping করে Roadside e বিক্রি করা হয় এবং প্রতিদিন Onek মানুষ এগুলা কিনছে.Hae যদিও চকবাজার এর ইফতার যেটা বললেন অস্বাস্থকর তা ঠিক Even though Lots of People are Buying various Items from there. Cause like you said these are the "Hype" of Ramadan 😄 Really cool that You Visited Old Dhaka. Do Try different Delicious items from there.Cause even though The Biriyani is Made outside by the roads in an Unhealthy environment,You still did Eat it 😄. So try some other items from Old Dhaka as Well ♥️Thank you ♥️
Though I live in Bangladesh and you live in US, still I can feel you. Whenever I make a tour in another beautiful country, after 4 to 5 days, that beautifulness can't attract me anymore and I started to feel a soft feeling for my third world poor corrupted jam packed country. Oh..... one more thing, I also live alone in BD and I have to manage my food for my own, just like you.
ধন্যধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন ধরা ।তাহার মাঝে আছে যে এক সকল দেশের সেরা ।ও যে স্বপ্ন দিয়ে তৈরি সে সৃতি দিয়ে ঘেরা ।ভাইজান ওদের দোষ নেই তো ।যে যেখানে মানুষ হয় ।তবে অনেকে আছে সব ভুলে যায় ।আপনিদেশকে ভোলেননি ভালো লাগলো
একদম সত্যি সবই মিস করি বাংলাদেশের। আমরা পেনডুলাম হয়ে থেকে যাবো। ❤ আপনার video দেখে আমার ছেলে বলে । আমি যে গেছিলেম এতো পরিস্কারত দেখি নাই 😂 রোদের মধ্যে যখন এই বৃষ্টি টা হয় বাংলাদেশের পিচের রাস্তায় ।তখন একটা তামাটে গন্ধ বের হয় বাংলাদেশে । সেইটা মিস করছি। 😅
এই আসা-যাওয়ার মধ্যেই জীবন দাদাভাই কেউ এ পারে শান্তি পায় কেউ আবার ওপারে শান্তি পায় কারো তো দেশের কথা মনে থাকেনা তবুও আপনার ভিতরে দেশপ্রেম আছে দেশের মানুষের জন্য মন কাঁদে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা দাদা মিসকিন পড়ে আছি দেশের এক কোণে শুভ হোক আপনার আগামী দিনের পথ চলা ধন্যবাদ ❤❤❤❤❤
ফারুক ভাই আসসালামু আলাইকুম,বাবাদের এইটাই বোধহয় নিয়তি,আমি আমার নিজের জীবনের উপলব্ধি থেকে কথাটা বললাম,অনেকে বলে থাকে টাকাই সব কিন্তু আমি দেখেছি টাকা যখন ছিলো তখনও যে শুণ্য জীবন এখন যখন টাকা নাই তখনও সেই কষ্ট,আমি অনুভব করি আপনার অনুভুতি,দোয়া করি যেখানে থাকেন ভালো থাকবেন আপনিও আমার জন্য দোয়া করবেন যেনো সুস্থ থাকি।
Assalamu Alaikum Bhai. Had been watching your videos for few months. Simply outstanding. I liked the simple approach you possess. Feel the way you love your country. Loved the way you mentioned " Pocha and Pochi" to the actor/actress at Pokhra visit. I happened to be there near your hotel but missed the places you visited. Praying for your good health.
Today's vlog was touching; I felt you were saying my feelings. I hope you will visit Barishal in your next visit. Keep up the excellent job. Respect from Vancouver, BC 🇨🇦
Dear Sir, It seems that you are just like us. We love village and joint family life. There are lots of advantages living in joint family.Would you kindly show your childhood village area. Why not you make a resort in your village. There you will hangout with your old and new friends. Maybe one we will visit there for hangout with you. So Mr. Evergreen mind it.
Hi Farooq bhai I can totally relate with you regarding missing your nostalgic childhood memories. Now that I am retired I keep going back to Kolkata and literally chilling in my house. Also avoiding the cold winter in Toronto Canada 🇨🇦. Enjoy your stay in Bangladesh and hopefully you will return to New Jersey in time for Eid. 😊
Onek valo laglo kotobochor pore khilgaon area dekhe.ekhane shahid babul academy school e teaching profession e thakai area ta apon lage ekhono.thanks for sharing
আঙ্কেল, আসসালামু আলাইকুম। আমি মানিক নগর থাকি। যেটা খিলগা থেকে অনেক কাছে। আপনি আজকে যে রাস্তা দিয়ে আসলেন। সে রাস্তা দিয়ে আমি সবসময় আসা যাওয়া করি। আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে। যদি সম্ভব হয়, আমাকে নক দিয়েন। আপনার সাথে দেখা করে একসাথে চা খাব।
আপনার দেশের জন্য ভালোবাসার কথা হৃদয় ছুয়ে গেলো। কেমন অদ্ভুত মায়া ভরা কথাগুলো ❤
🥰💕
Apnar kotha gulo sotti onek valolage uncle.ager 3 ta video miss kore ajke aksathe sobgulo video deklam.khub valolaglo.❤❤
Glad to hear that uncle. Thank you.
I really appreciate your patriotism, Love for beloved Bangladesh.
🥰💕
@@AdventureTube21 I second this comment and agree with your views regarding our beloved Bangladesh. However, it is sad to see some new RUclipsr's who went to US and Europe in relatively recent times criticize Bangladesh and calls Bangladesh "oshobbho desh" as if US and Europe have no issues and no corruption.
@@2010aurnob That is very unfortunate indeed. Thank you 🥰💕
আংকেল আমেরিকায় আপনার পরিবার ,বন্ধু,আত্নীয় নিয়ে যেই পিকনিক,শিকার করা,ঈদের দাওয়াতের যেই ভিডিও গুলো দিতেন ওগুলো মিস করি।আগের ভিডিও গুলো পুনরায় দেখি এখনো ভালো লাগে।ভালো থাকবেন❤@@AdventureTube21
আংকেল আপনি সত্যিই ভাগ্যবান, আল্লাহ্ সৃষ্টি দুনিয়া টার সৌন্দর্য উপভোগ করতে পারছেন।
Alhamdulillah
Faruq bhai please take my Salam and love. You are very kind hearted man. I can not control my tears rolling out of my eyes. You are going to leave Bangladesh. Hope you will be back Bangladesh again very soon. Please keep us posted your Vlogs regularly. Best Regards,
Inshallah bhai. Thank you 🥰💕
ভাই আপনার কথা গুলো খুব ভালো লাগলো। দেশের মানুষ সমাজ পরিবেশ নিয়ে আপনার কথার সাথে আমি সহমত। আমার জন্মভুমিটাকে সবসময়ই মিস করি। অনেক ভালো থাকবেন শুভকামনা রইল
Thank you 😊
অসাধারন একটা ব্লগ। ফারুক ভাই আপনার জন্য রইলো আমার দোয়া ও ভালোবাসা। আমাদের রেখে আমেরিকায় চলে গেলে কষ্ট লাগবে এটা ঠিক তবে এটাই বাস্তবতা। আল্লাহ্ পাক আপনাকে অনেক ভালো রাখুন। আমীন।
Ameen. Thank you dear.
আপনার এই ভিডিও দেখে সত্যি খুব স্বস্তি পেলাম। আপনার যত্রতত্র খাওয়া দেখে আমি সব সময় আঁতকে উঠে ভাবতাম অসুস্থ হয়ে যান না! সামলান কিভাবে! খুব ভালো সিদ্ধান্ত অস্বাস্থ্যকর খাবার প্রোমোট না করা।
Thank you 😊
It really got me when you said “ashbo inshaAllah , but chere jete iche hoina” . People living outside knows baire thakar dohtana feelings ta.
🥰💕
সালাম ডিয়ার ফারুক ভাই… আশাকরি ভালো আছেন ! বাইরের কিছু Errands শেষ করে বাসায় এসেই আপনার Vlog টি দেখছি আর ভাবছি, আপনার সাথে আমার কি অসম্ভব মনের মিল ! মনেহচ্ছে, আপনি যেন আমার মনের কথাগুলোই বলছেন ! Being a tremendous emotional person, I can so relate to you & ur thought process dear Farook bhai ! আমিও আমার দেশ আর দেশের মানুষদের খুবই মিস করি তাই চেস্টাও করি ঘন ঘন যেতে ! এবারতো দেড় বছর থেকে এসেছি বাংলাদেশে তবুও মন ভরেনি ভাই ! আমাদের মত মানুষ এভাবেই বুঝি জীবন কাটিয়ে দেবে ! যাইহোক, খুব ভালো থাকবেন ভাই ! আবার ফিরে যাই আপনার আবেগ আর দরদমাখা এপিসোড এ !
Waalaikum Assalam. অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন দোয়া করি। 🥰💕
@@AdventureTube21 আপনাকেও ভাই ! ইন শা আল্লাহ !
আপনার মাঝে আমি আমার অবস্থা টা দেখলাম
আমিও থাকি দেশের বাইরে এক যুগ ধরে কিন্তু কোন ভাবে অবস্তু হতে পারি না।
শুধু দেশ আর দেশের প্রতিটি ব্যাপার অনেক মিস করি। ভীষণ মিস করি
মনে হয় মরে গেলে ও মনে একটা কষ্ট থেকে যাবে কেন বেশি করে দেশে থাকতে পারি না 😢😢।
🥲🥲 ধন্যবাদ ভাই 💕
আপনার কথাগুলো কবিতার মতো। ভালো থাকবেন।
Thank you 😊
ভিডিওটি খুব ভাল লেগেছে।
আপনি Sound pollution নিয়ে কথা বলেছেন....খুব ভাল লাগল।
প্রতিদিন রাস্তায় চলাচল করলেও এই শব্দে কান অভ্যস্ত হয়নি,এর মধ্যেই চলছি সবাই।
Very unfortunate 😞
আসসালামু আলাইকুম, ফারুক ভাই। কেমন আছেন? আমি আপনার গুণমুগ্ধ ভক্ত। আপনার ব্লগগুলো প্রায়ই দেখে থাকি। ভালো লাগে।
সূরা বনি ইসরায়েলে আয়াত ৭০ এর এন্টারপ্রিটেশনে মানুষের শ্রেষ্ঠত্ব বিষয়ে অনেকের মধ্যেই কিছু ভিন্নতা আসবে। ধন্যবাদ।
Thank you
অভাব না থাকলে প্রকৃত সুখ পাওয়া যায়না... খুব ভালো বলেছেন ❤
Thank you
আপনার দেশের প্রতি অনেক টান আপনি সত্যি কারের দেশ প্রেমিক ❤
💕💕
ফারুখ ভাই, খুবই চমৎকার করে বাংলাদেশ তুলে ধরছেন পাশাপাশি দুর্বল দিক গুলোও প্রকাশ করছেন, পছন্দ যে যার মত করবে। চক বাজারের ইফতার আমার দেখলেই ভয় লাগে। মানুষ খায় কিভাবে?
আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিলো আমার, আমি World Bank এর Supported একটা প্রকল্পতে Social Safeguard Specialist হিসেবে কাজ করি। আমার প্রকল্প অফিস কাকরাইল Public health. সময় হলে আমাকে জানাবেন আমি গিয়ে দেখা করবো। আমার মেয়ে নিউইয়র্ক এ পড়াশুনা করে এখন মেয়ে, জামাই, নাতনী ওখানেই থাকে।
Thank you 😊
@@shamsrafi8345 ভাই এবার মনে হয় সম্ভব হবে না। ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে দেখা হবে। ধন্যবাদ। 🥰
সত্যি স্যার আপনার সদেশ প্রিতি আমাকেও স্পর্শ করে। যখনি সুযোগ পান মায়ারটানে ছুটে চলে আসেন। আল্লাহ তায়ালা আপনাকে সুস্থ রাখুন যেন আপনি বার বার ফিরে আসেন আমাদের মাঝে ❤ আপনার চোখে নিজের দেশ দেখার এক অন্য রকম আবেগ অনুভূতি কাজ করে ।
Thank you 😊
অসাধারণ! তালতলার তাল গাছটা দেখে আপনার মত আমিও নস্টালজিক হয়ে গেলাম, হাজার হলেও আমার নিজের বাসা, প্রিয় খিলগাঁও তালতলা ❤️
জীবনের কতগুলো সময় পার করেছি এ এলাকায়, আব্বার সরকারি চাকুরির বদৌলতে বাংলাদেশের অনেক জায়গায় থেকেছি, retirement এর পর, খিলগাঁও তেই আব্বা বাড়ি করেন, এইচ এস সির পর চলে যাই রংপুর মেডিক্যালে ডাক্তার হবার উদ্দেশ্যে, বিয়ের পর, আর্মিঅফিসার হাসবেন্ড এর সাথে সারা বাংলাদেশ ঘুরেছি, এখন আমিও ঢাকার একটি এরিয়ায় স্হায়ী, কিন্তু খিলগাঁও কি ভুলতে পারি? রোজার শুরুর আগের দিন গিয়েছিলাম আব্বার বাসায়, অনেক comfortable feel করি খিলগাঁও এ বিভিন্ন কাজের জন্য, অথচ ঢাকা শহরে কত অভিজাত এরিয়া আছে, থাকি ডিওএইচ এস, কিন্তু অনেক প্রয়োজনেই খিলগাঁও যাই 😊
খুব ভালো লাগলো, নিজের বাসার আশপাশ দেখে, specially অনেক সুন্দর করে, আপনি তালতলার food shop গুলো explore করেছেন, ধন্যবাদ আপনাকে 😊
My pleasure dear. Thank you 💕
আপনার অনেক ভিডিও আমি দেখি কিন্তু এই ভিডিওটা দেখে আপনার প্রতি আমার একটা আলাদা টান জন্মাল ।।❤
Thank you 🥰💕
May I meet you, I am in Dhaka now.. I am from Canada. Your situation and mine are almost the same. Love Bangladesh 🇧🇩
Please share your phone number in my email. I will try to call you. Thank you.
adventureTube21@gmail.com
আপনার কথাগুলো ভালো লাগলো , আমেরিকায় মানুষের হৈচৈ , কলাহোল রমজানের যে উৎসব সেটা অনেক miss করি । তবে আলহামদুলিল্লাহ্ আপনি দেশে যাতায়াত করতে পারছেন এমন অনেক মানুষ আছে তারা চাইলেও দেশে যেতে পারে না । ভালো লাগে আপনার ভিডিও সবসময় দেখি । আমি দূপুরে কাজে থেকে বাসায় এসে টিভির সামনে ভাত নিয়ে বসে আপনার ভিডিও দেখি এখন রোযা বলে নিয়মিত ভিডিও দেখতে পারছি না ।ভালো থাকবেন , সুস্থ থাকবেন 😊
অনেক ধন্যবাদ। দোয়া করি ভাল থাকুন।
আপনার কথার মধ্যে অমোঘ আবেগের বন্ধন আর হৃদয়ের গভীর থেকে উৎসারিত দেশের প্রতি নিগুঢ় ভালোবাসার টান এই দর্শন নিয়েই যেনো আপনি চলে যেতে পারেন পরাপারে সেই প্রার্থনা করি..❤❤🇧🇩🇧🇩
Thank you 😊
আমার সালাম নিবেন। বিশ্বাস করি ভাল আছেন। সেদিনের বৃষ্টি ছিল অপ্রত্যাশিত। খুব ভালো লাগছিল। গাছগুলো যেন প্রাণ ফিরে পেল বৃষ্টি পেয়ে। ভাল থাকবেন ভাই। ধন্যবাদ।
Waalaikum Assalam. Thank you bhai.
দেশের প্রকৃতি, এবং দেশের অস্তিত্ব ভূলে যাওয়া মানে নীজের অস্তিত্ব ভূলে যাওয়া,আশা করি স্বাধীন এবং বিজয়, ওরাও একদিন শেকড়ের টানে, আপনার মত বাংলাদেশ এবং আমেরিকাতে যাওয়া আসা করবে। আল্লহ সবাইকে বুঝার তোফিক দান করুক,আমিন।
Thank you 😊
অনেক দিন পর আংকেলের ভিডিও দেখা হলো অসাধারণ
Thank you 😊
ভাই দেশে এসে ইয়ং হয়ে গেছেন...রমজানের শুভেচ্ছা ও আপনার সুস্বাস্থ্য কামনা করছি সাথে দেশ ও আমেরিকার সুন্দর কিছু নতুন ব্লগ দেখার আশায় আছি।
আপনার সাবলিল ভাষায় উপস্থাপন আমার খুবই ভালো লাগে যেটা আমাদের দেশের অনেক সংবাদিক রাও পারেনা ভাল থাকবেন, আমর বাড়ী ও আপনার বাড়ীর কাছাকাছি
Thank you. Appreciate your kind words & continuing support. 💕🥰
ছালাম। ছার সময়ের জন্য। ভিডিও দেখতে পারি না আপনার। ভিডিও গুলি খুব ভালো লাগে দোয়া করি আল্লাহ। জেনো আপনাকে হেফাজতে রাখে❤❤
Waalaikum Assalam. Ameen. Thank you.
আসসালামু ওয়েলেকুম! ফারুক ভাই! আপনার কথা গুলো শুনতে যেমন ভাল লাগে! সেই সাথে আমি একমত! আপনার সাথে relate করতে পারি সেই ছোট বেলার স্মৃতি! আমাদের ঈদ আর এখনকার ঈদ অনেক পার্থক্য! সেইদিন গুলো নেই আর সেই লোক গুলোও নেই! আল্লাহ রহমতে আপনি খুবই সৌভাগ্যবান! আপনি কত দেশ ঘুরেছেন! আপনার সাথে আমিও ঘুরেছি ব্লগের মাধ্যমে! ভাইয়া বাংলাদেশের মত বৃষ্টি অতুলনীয়! বৃষ্টিতে ভেজার আনন্দ বলে বুজানো যাবে না! আমেরিকার বৃষ্টি একদম আলাদা! সেই স্বাদ নেই! ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য! ভাল থাকবেন! সুস্হ থাকবেন! অনেক অনেক দোয়া আর ভালবাসা রইল! আল্লাহ হাফেজ!❤
Waalaikum Assalam. সেই স্বাদ না থাকলেও আমি রাস্তায় নেমে যাই। আমেরিকার বৃষ্টির পানি মনে হয় একটু বেশী ঠান্ডা। তারপরও ভিজি 💕🥰
ধন্যবাদ ভাই।
@@AdventureTube21 আমিও ভিজি ভাই! খুব ভাল লাগল জেনে! ❤️
এখন দেখাটা একটু কম হয়ে গেছে। তবুও সময় পেলেই আপনার ভিডিও দেখার চেষ্টা করি। আসলে অন্য কোনও কিছুতে মন ভরে না। আপনার ভিডিও গুলি আসলে সাধারণ হয়েও অসাধারণ। অন্যরকম ভালো লাগা জন্মায়। ভালো থাকবেন।
Thank you 🥰
Brother you’re most passionate and honest Bengali blogger in my opinion hopes rest of peoples aswell.
🥰
I am now living in Canada. You are right, it's not possible to forget our homeland. I regularly watch your video. Sometimes I have the same nostalgic feelings like you. Sometimes it is painful to my heart. Following thinking and practice made me happy in Canada:
I have involved in mosque based Islamic programs. Regularly I join and listen to beautiful spiritual lectures. Our life in this world is like a drop of water from the ocean. And the next life is much more than the seven oceans. It's everlasting. we came in this world for the preparation of next life.
As a voluntary work; In Ramadan, from the mosque, we go to serve food for lonely elderly people, who is living in government housing. At the same time I am doing all my income generating activities.
Only way to get peace and happiness in this world is to follow the tenets of Quran and Sunnah. Now I have real peace of mind and body. Wishing you a happy and healthy life.
Best regards
Mustafa.
Many thanks dear. Jajakallah Khairan 🥰
আপনার দেশপ্রেম এবং মাটি ও প্রকৃতির প্রতি যে আকর্ষণ তা আমাকে মুগ্ধ করে। খিলগাঁও তালতলার সেই তালগাছ আমার পরিচিত। আমার নানার বাসা ছিল বি ব্লকএ।
Thank you 😊
Bhaiy Salam and Ramadan Mubarak asha kochi bhalo achen , apnar shob video dekhar cheshta kori but ajker ai video ta ato bhalo laglo mone hoy jeno amar moner kotha bolchen, khouby oshadharon, onek din por likhlam , Dua roilo onek beshi ❤
Waalaikum Assalam. Many thanks dear. Jajakallah Khairan 🥰
Dear friend, you are very much natural, thanks.
দেশের ভিডিও মিস করব আংকেল😢 তবে আনন্দ ও লাগছে পরিবারের কাছে ফিরে যাচ্ছেন😊
Thank you uncle 🥰💕
আপনি অনেক সুন্দর আছেন, এমনই থাকুন!
শুভ কামনা নিরন্তর।
Ei video ti dekha hoi Ni ! Ekhon dekhlam ! Valo laglo onek !
Busy Dhaka city , iftar er Bhaja item , Arts faculty dekhe Toh Mon vore geche ! Arts faculty te every day jetam ! Jokhon student chilam ! Ah ! Ki din chilo !
R ekhon ! Koto bochor dhore desher baire ! Kichuta lonely, sometimes depressing , sometimes boring jeebon ! Tobuo alhamdulillah !
Thank you dear 🥰
Simple and nice vlog. তবে দেখার পর এখন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে ।😢কয়েকদিন হলো এই ফাল্গুনি বৃষ্টিটাও ❤ভালো লাগছে ।
Thank you 💕🥰
আপনার কথাগুলো মনের গভীরে নাড়া দিয়ে গেলো।আপনি চলে যাবেন শুনেই মনটা খারাপ হয়ে গেলো।
💕
আসসালামু আলাইকুম ভাই।
সারাজীবন কর্ম,সংসার,সন্তান জীবন গোছাতেই বেশির ভাগ সময় পার হয়ে যায়।এক সময় এসে মনের কোনে অতীতের চাওয়া পাওয়া গুলি উঁকি দেয়।এটাই স্বাভাবিক।আমরা বেশিরভাগ মানুষই মন থেকে শিশুসুলভ।মন খারাপ করবেন না ভাই।ঐ খানে ভাবী বাচ্চাদের মাঝে থাকলে আরেক আনন্দ। সময় সুযোগ করে দেশে আসা যাওয়া করবেন।
Waalaikum Assalam. Many thanks bhai. 💕
Alhamdullilah!!! Dadabhai apnar katha khub bhalo laglo ... apnar udarata teo mudhya holam.... aar apni fire e ashun... chelera jodi chakri ba byabsha peye jaye , biye diye fire ashun... Atma ke kashto deben na... lots of love to you...
Many thanks 🥰
আপনি দেশকে অনেক ভালো বাসেন দেখে অনেক ভালো লাগে আমার
💕
ahhh uncle !! emnetei ami apnar onek boro fan tarupor apni ifter table a je kotha gulo bollen, specially hadis and quran nia amar monta juraya gelo.
full video ta mon dia dekhlam kotha gulo sunlam. asole sekhar kono ses nei.
amar basa chowakbazar er onek kache but never ever we buy ifter from there.
anyways, thanks for the video.
Thank you dear uncle 🥰
ফারুক ভাই আপনার কথা গুলো খুব ভালো লাগে মাশাল্লাহ ঈদ টা করে গেলে ভালো লাগতো তার পরে ও ঈদ মোবারক ❤❤
Thank you dear. Eid Mubarak 🥰💕
আপনার জন্য শুভেচ্ছা ও দোয়া রইল।
Thank you
Very nice videos I enjoyed my country Bangladesh thank you from Newzealand Auckland
It's my pleasure
মাশাআল্লাহ!
আপনাকে সামনে থেকে দেখার খুব ইচ্ছা! আপনার প্রতিটা ভিডিও আমার খুব ভালো লাগে! যোগানিয়া, নড়াইল থেকে দেখছি।❤️
Thank you 😊
স্যার আসসালামুয়ালাইকুম। ব্যাস্ততার কারণে খুব একটা ইউটিউবে ঢুকার সুযোগ পাই না, তাই প্রায় আপনার ভিডিও মিস হয়ে যায়। আজ ইউটিউবে ঢুকে আপনার এই ভিডিওর থাম্বনেইল দেখে খুব অবাক হই আবার আফসোসও করি, কারণ আপনি একদম আমার বাসার সামনে এসেছিলেন। আপনার সাথে দেখা করতে পারলে নিজেকে খুব সৌভাগ্য মনে করতাম।
Inshallah হয়ে যাবে একদিন 💕🥰
আসছালামুআলাকুম ভাইয়া ,অসাধারন একটা বিভিও thank you so much ❤
আসছালামুআলাইকুম
খিলগাঁও তালতলা থেকে আদি ঢাকা তারপর প্রিয় ক্যাম্পাস। সবই চিরচেনা। মনে হলো আপনার সাথেই ঘুরলাম।
Thank you 😊
সব মিলিয়ে অনেক ভালো লাগলো। ভাই ইফতার বানিয়ে না খেতে পারলে কিনে খাবেন।
Thank you
My city Dhaka. I’m from khilgaon Dhaka .miss my city. Thanks for sharing the video from New York
My pleasure 😊
অনেক ভালো লাগলো আংকেল আজকের ব্লগ. ♥️♥️
কিন্তু বেশ কন্ট্রাডিক্টরি মনে হলো কিছু কিছু বিষয়. রাস্তায় সব ইফতারি অস্বাস্থকর না.আজকাল ঢাকায় অনেক সুন্দর করে Wrapping করে Roadside e বিক্রি করা হয় এবং প্রতিদিন Onek মানুষ এগুলা কিনছে.Hae যদিও চকবাজার এর ইফতার যেটা বললেন অস্বাস্থকর তা ঠিক Even though Lots of People are Buying various Items from there. Cause like you said these are the "Hype" of Ramadan 😄
Really cool that You Visited Old Dhaka. Do Try different Delicious items from there.Cause even though The Biriyani is Made outside by the roads in an Unhealthy environment,You still did Eat it 😄. So try some other items from Old Dhaka as Well ♥️Thank you ♥️
Thank you.
আলহামদুলিল্লাহ। ❤❤❤❤❤
🥰
Though I live in Bangladesh and you live in US, still I can feel you. Whenever I make a tour in another beautiful country, after 4 to 5 days, that beautifulness can't attract me anymore and I started to feel a soft feeling for my third world poor corrupted jam packed country. Oh..... one more thing, I also live alone in BD and I have to manage my food for my own, just like you.
Thank you 😊
মাশাআল্লাহ অনেক ভালো লাগে আপনার ভিডিও
Alhamdulillah
ধন্যধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন ধরা ।তাহার মাঝে আছে যে এক সকল দেশের সেরা ।ও যে স্বপ্ন দিয়ে তৈরি সে সৃতি দিয়ে ঘেরা ।ভাইজান ওদের দোষ নেই তো ।যে যেখানে মানুষ হয় ।তবে অনেকে আছে সব ভুলে যায় ।আপনিদেশকে ভোলেননি ভালো লাগলো
Thank you 😊
আসসালামু আলাইকুম রমজান মোবারক এই পবিত্র মাসের অছিলায় আল্লাহ্ যেন সুস্থ ভাবে আমাদের সবাইকে হেফাজতে রাখেন আমিন
Waalaikum Assalam. Ameen. May Allah bless us all.
All this garbage food cannot even equal to a benefit of one date. It is Sunna and extremely beneficial to eat a date.❤
একদম সত্যি সবই মিস করি বাংলাদেশের। আমরা পেনডুলাম হয়ে থেকে যাবো। ❤
আপনার video দেখে আমার ছেলে বলে । আমি যে গেছিলেম এতো পরিস্কারত দেখি নাই 😂
রোদের মধ্যে যখন এই বৃষ্টি টা হয় বাংলাদেশের পিচের রাস্তায় ।তখন একটা তামাটে গন্ধ বের হয় বাংলাদেশে । সেইটা মিস করছি। 😅
Thank you 😊
এই আসা-যাওয়ার মধ্যেই জীবন দাদাভাই কেউ এ পারে শান্তি পায় কেউ আবার ওপারে শান্তি পায় কারো তো দেশের কথা মনে থাকেনা তবুও আপনার ভিতরে দেশপ্রেম আছে দেশের মানুষের জন্য মন কাঁদে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা দাদা মিসকিন পড়ে আছি দেশের এক কোণে শুভ হোক আপনার আগামী দিনের পথ চলা ধন্যবাদ ❤❤❤❤❤
স্যার কথা গুলো অসাধারণ লেগেছে মনে,❤
Thank you 😊
Thanks for your hard work, blessed to remember the memorable days.
It's my pleasure
This video makes me nostalgic. I lived at Basabo for 7 years. I came to Massachusetts six months ago
💕
ফারুক ভাই আসসালামু আলাইকুম,বাবাদের এইটাই বোধহয় নিয়তি,আমি আমার নিজের জীবনের উপলব্ধি থেকে কথাটা বললাম,অনেকে বলে থাকে টাকাই সব কিন্তু আমি দেখেছি টাকা যখন ছিলো তখনও যে শুণ্য জীবন এখন যখন টাকা নাই তখনও সেই কষ্ট,আমি অনুভব করি আপনার অনুভুতি,দোয়া করি যেখানে থাকেন ভালো থাকবেন আপনিও আমার জন্য দোয়া করবেন যেনো সুস্থ থাকি।
Waalaikum Assalam. অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন। 💕
I like your heart touchy talk about
Bangladesh
Thank you 😊
Salam brother thanks for sharing 👍 enjoy ur last few days be safe
Waalaikum Assalam. Thank you 😊
দাদা অনেক আগে লিখতাম দৈ চিড়া ।।লেবুর জল।।।ডাব,খান।।।।swadhin esechilo,..tokhon....mix fruit, kaju ,kishmish icecream diye khan....pet thanda rakhun..
Thank you 😊
আমি সিলেট থেকে দেখছি আপনার বিডিয় আমার ভালো লাগে
Thank you 😊
ইমোশনাল ভিডিও..!👌👍
অবিরাম শুভকামনা রইল ভাই ভালো থাকুন।
Thank you 😊
Assalamu Alaikum Bhai. Had been watching your videos for few months. Simply outstanding. I liked the simple approach you possess. Feel the way you love your country. Loved the way you mentioned " Pocha and Pochi" to the actor/actress at Pokhra visit. I happened to be there near your hotel but missed the places you visited. Praying for your good health.
Waalaikum Assalam. Many thanks bhai 🥰💕
Today's vlog was touching; I felt you were saying my feelings. I hope you will visit Barishal in your next visit. Keep up the excellent job. Respect from Vancouver, BC 🇨🇦
Thank you 😊
ওয়ালাইকুম আসসালাম ভাই জন্মভূমির তুলনা শুধুই জন্মভূমি ❤
💕
Dear Sir,
It seems that you are just like us. We love village and joint family life. There are lots of advantages living in joint family.Would you kindly show your childhood village area. Why not you make a resort in your village. There you will hangout with your old and new friends. Maybe one we will visit there for hangout with you. So Mr. Evergreen mind it.
Kotha gulo sune khub imotional hoye gelam sottei nijer desh ke kokhono bhola jaye na. Bhalo thakben dada. Sustho thakben.
ধন্যবাদ বোন। 💕🥰
ROMADAN MOBARAK
Ramadan Mubarak.
বারাকাল্লাহু ফি হায়াতিক❤️
Hi Farooq bhai I can totally relate with you regarding missing your nostalgic childhood memories. Now that I am retired I keep going back to Kolkata and literally chilling in my house. Also avoiding the cold winter in Toronto Canada 🇨🇦.
Enjoy your stay in Bangladesh and hopefully you will return to New Jersey in time for Eid. 😊
Yes I will inshallah. Thank you 💕
আসসালামু আলাইকুম বড় ভাই CTG থেকে ❤ এবারের রোজায় পণ করেছি বাইরের খাবার খাবো না বাসায় ও ভাজা খাবার খাবোনা ইনশাআল্লাহ!
Waalaikum Assalam. I hope you are feeling the difference? Eid Mubarak
Dhaka is undoubtedly a lively city and looks magical at night.❤❤❤
Yes indeed. Thank you 🥰💕
Is it realy true?@ adventure tube
Onek valo laglo kotobochor pore khilgaon area dekhe.ekhane shahid babul academy school e teaching profession e thakai area ta apon lage ekhono.thanks for sharing
My pleasure.
আসসালামুওয়ালাইকুম কেমন আছেন ? বরাবরের মতই এটিও একটি সুন্দর ব্লগ
Thank you
Assalamualikum Warahmatullah Bhai ❤ Ramadan Mubarak ❤ Thanks ❤
Waalaikum Assalam. Ramadan Mubarak.
আংকেল আপনার ছেলেরা আসবেন না এটাই স্বাভাবিক কিন্তুু। আপনি মাঝে মধ্যে যাওয়া আসা করবেন আশাকরি শুভকামনা রইল সব সময়❤❤❤
Inshallah uncle. Thank you.
স্যার আপনাকে ধন্যবাদ। আপনি যেরকম আপনার নানা বাড়ি মিস করছেন,আপনার ভিডিওর মাধ্যমে আমার নানা ও খালা বাড়ি দেখে নিলাম । কমলাপুর আর খিলগাঁও।
💕🥰
Masha allah ❤❤❤❤❤
Very good person.love from Kolkata
Thank you
salam bhaiya...khub khub bhalo laglo.....bristy bangladeser khub miss kori...
Waalaikum Assalam. Thank you 😊
হৃদয়ে বাংলাদেশ
Nostalgia......❤❤❤
Thank you bhai. 🥰💕
Apnar kotar sate akmot. Pora desher food system kub karap. Sadaron manos 3/4 din tana chola, piajo, beguni, jilapi sob kai. Tarpor soro diarrhoea.
Very sad indeed. Thank you.
Yes brother I miss Bangladesh like you jazakallah
Jajakallah Khairan
uncle way you talk it’s really hart touching me ❤miss bd badly 😢
💕
অনেক সুন্দর লাগছে ভিডিও টা
Thank you 😊
Ramzan mubarok,love from Assam
আঙ্কেল, আসসালামু আলাইকুম। আমি মানিক নগর থাকি। যেটা খিলগা থেকে অনেক কাছে। আপনি আজকে যে রাস্তা দিয়ে আসলেন। সে রাস্তা দিয়ে আমি সবসময় আসা যাওয়া করি। আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে। যদি সম্ভব হয়, আমাকে নক দিয়েন। আপনার সাথে দেখা করে একসাথে চা খাব।
Waalaikum Assalam. Inshallah dear. Thank you.
কথাগুলো খুব ভালো লাগলো ❤❤❤
Thank you 😊
সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা-খা-লিদীন। ভাইজান, ঢাকার সবি আছে, শুধু ঢাকনা নাই...