বিষয়: ভূ-দৃশ্য (হাসান স্যার)
HTML-код
- Опубликовано: 21 дек 2024
- MPO ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সহকারি শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ।
২০২৪ শিক্ষাবর্ষ থেকে দেশের MPO ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সহকারি শিক্ষক ফাইন আর্টস (চারুকলা) ও কম্পিউটার টেকনোলজি (ICT) নিয়োগ করা হবে।
এই মুহূর্তে দেশের MPO ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ফাইন আর্টস (চারুকলা) বিষয়ে কোনো শিক্ষক নাই।
১৮তম শিক্ষক নিবন্ধন থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ১ বছর মেয়াদী এ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন ফাইন আর্টস (চারুকলা) ও এ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি (ICT) সহকারি শিক্ষক নিয়োগের যোগ্যতায় অর্ন্তভূক্ত হয়েছে।
আপনি যদি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি / সমমান পাস করে থাকেন এবং #বাংলাদেশ_কারিগরি_শিক্ষা_বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান থেকে _১_বছর_মেয়াদী_এ্যাডভান্সড_সার্টিফিকেট_কোর্স_ইন_ফাইন_আর্টস_(চারুকলা)_অথবা_কম্পিউটার_টেকনোলজি_(ICT)_কোর্স সম্পন্ন করে থাকেন তবে বিনা প্রতিযোগিতায় MPO ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সহকারি শিক্ষক ফাইন আর্টস (চারুকলা) অথবা কম্পিউটার টেকনোলজি (ICT) হিসাবে নিয়োগ লাভ করতে পারেন।
আপনি কি বাংলাদেশ_কারিগরি_শিক্ষা_বোর্ড অনুমোদিত শুরু থেকে অষ্টম বারের দেশ সেরা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেধাবৃত্তি-২০২২ ও ২০২৩ এর শর্ট কোর্স শাখার টানা দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ট্রেনিং ইন্সটিটিউট থেকে কোর্সটি করতে চান?
তাহলে আর দেরি না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ।
চলতি সেশনে স্বল্প আসনে অনলাইন ভর্তি হতে ভিজিট করুন www.ctmibd.com
বিঃদ্রঃ স্নাতক/ সম্মান ফল প্রত্যাশীরাও শর্ত সাপেক্ষে ভর্তি হতে পারবেন।
আমাদের অনলাইন ক্লাসের সু-ব্যবস্থা আছে।
আমাদের কোর্স সমূহ
এ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন ফাইন আর্টস (চারুকলা)
এ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি (ICT)
এ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন ফিজিক্যাল এডুকেশন (শারীরিকশিক্ষা) ১৫/০৫/২০২৪ তারিখের মধ্যে ভর্তি হলে কম্পিউটার টেকনোলজি (ICT) ও ফিজিক্যাল এডুকেশন (শারীরিকশিক্ষা) কোর্সে ৫০০০ টাকা ছাঁড় দেওয়া হবে।
ভর্তির শেষ তারিখঃ ১৫/০৫/২০২৪
বিস্তারিত জানতে - ০১৯৬৯৬৮৬৮০৮
ক্রিয়েটিভ ট্রেনিং ইন্সটিটিউট