রাজধানী ঢাকাকে সরিয়ে নেয়া হচ্ছে ? কোথায় আর কিভাবে করা হচ্ছে পরিকল্পনা ? Dhaka to new destination

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 авг 2023
  • ধারণক্ষমতার চেয়েও কয়েকগুণ বেশি মানুষের চাপে হাঁসফাঁস করছে রাজধানী ঢাকা। এই চাপ কমাতে কিছু একটা করতেই হবে। হোক তা রাজধানী স্থানান্তরের মাধ্যমে, কিংবা আমাদের প্রশাসনিক খাতগুলোকে দেশের অন্যান্য অঞ্চলে বিকেন্দ্রীকরণের সাহায্যে।
    চলুন জেনে নেই কি পরিকল্পনা করা হলো ঢাকা কে রক্ষার্থে
    -------------------------------------------------------
    নিচের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন অন্যসকল প্রকল্পের অগ্রগতিঃ
    ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েঃ • Dhaka Elevated Express...
    পূর্বাচল এক্সপ্রেসওয়েঃ • Purbachal Express Way
    বিমানবন্দর ৩য় টার্মিনালঃ • airport 3rd terminal
    পদ্মা রেল লিঙ্কঃ • Padma Rail Link
    মেট্রোরেলঃ • Metro rail
    ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েঃ • Dhaka Bypass Expressway
    BRT Line 3 প্রকল্পঃ • BRT LINE - 3
    মাদানী এভিনিউ এক্সপ্রেসওয়েঃ • madani avenue express way
    বাংলাদেশের ফ্লাইওভারগুলোঃ • flyover
    দেশের মহাসড়ক এর আপডেটঃ • highway
    তেল ও গ্যাস প্রকল্পসমূহঃ • তেল ও গ্যাস প্রকল্পসমূহ
    আধুনিক বাংলাদেশ ও তার নগরসমুহঃ • বাংলাদেশের শহর ও তাদের...
    ----------------------------------------------------
    আমাদের সাথে যুক্ত হতে পারেন:
    Facebook Page ►: / evo.bangladesh
    RUclips Channel ►: / @evolutionbangladesh
    Email ►: evo.bangladesh@gmail.com
    --------------------------------------------------------
    »» CONTENT DECLARATION
    EVOLUTION OF BANGLADESH has the sole rights of all contents and it does not give permission to any business entity or individual to use these contents except EVOLUTION OF BANGLADESH. This channel is the based on information and development. The uploaded all contents are made by EVOLUTION OF BANGLADESH. We have the exclusive authorization and permission to use this on RUclips.
    -------------------------------------------------------

Комментарии • 685

  • @md.abdulhalim2873
    @md.abdulhalim2873 11 месяцев назад +55

    রাজধানী ঢাকাকে বিকেন্দ্রীকরণ জরুরী। সবকিছু ঢাকা কেন্দ্রীক না রেখে যে এলাকা যে জন্য বিখ্যাত সেই এলাকায় সেই সম্পর্কিত মন্ত্রণালয় অফিস আদালত কাজকর্ম বিকেন্দ্রীকরণ করা অত্যন্ত জরূরী।

    • @firozrahmanhira
      @firozrahmanhira 4 месяца назад +1

      জি ভাই সঠিক বলেছেন
      সহমত

    • @user-kg3ox1pv9h
      @user-kg3ox1pv9h 2 месяца назад

      সত্য কথা বলেছেন ভাই

  • @mdrakibulislam6475
    @mdrakibulislam6475 11 месяцев назад +287

    রাজধানী পরিবর্তন করার চাইতে সরকারের উচিত গ্রাম অঞ্চলে ব্যাপক উন্নয়ন করা এবং শহরাঞ্চলের মতো গ্রামঞ্চলে সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়া যেমনটা উন্নত রাষ্ট্র গুলো করে থাকে।এরফলে মানুষ আর শহর মুখি হবে না এবং এর ফলে শহরাঞ্চলের জনসংখ্যার যে ভারসাম্য তা বজায় রাখা যাবে।

    • @mdzihad8381
      @mdzihad8381 11 месяцев назад +5

      সহমত,

    • @MdIqbal-sh7tp
      @MdIqbal-sh7tp 11 месяцев назад +9

      ঠিক বলেছেন আপনি,,

    • @ferdousirahman439
      @ferdousirahman439 11 месяцев назад +9

      আর কর করবে ভাই, গ্রাম আর এখন গ্রাম নেই,বেশির ভাগ গ্রামেই এখন শহরের নাগরিক সুবিধা পাওয়া যায়, সব উন্নয়ন তো একসাথে চাইলে চলবে না, সরকারকে একটু সময় দিতে হবে

    • @abidkamal9555
      @abidkamal9555 11 месяцев назад +3

      ভাই গ্রাম যতই উন্নত হউক রাজধানীতে থাকাত ব্যাপার সেপার আছে। এমন টা ধরণা নিয়ে বসে থাকবে তখন।

    • @MdIqbal-sh7tp
      @MdIqbal-sh7tp 11 месяцев назад +1

      @@abidkamal9555 জি না সবাইকে এক ভাবে চিন্তা করবেন না! বাংলাদেশের অনেক মানুষ আছে ঢাকার বাইরে থাকতে চায় এবং আছে আর অনেকে খুব স্বাচ্ছন্দ্যে ও সুখে আছে এটা মনে রাখবেন!!

  • @user-fs5rt2ui9p
    @user-fs5rt2ui9p 11 месяцев назад +54

    ভাই ঢাকার পিছনে এতো টাকা নষ্ট না করে গ্রাম কে আরো উন্নতি করতে হবে। যাতে করে সাধারণ মানুষ গ্রামে কাজ কাম করে খেতে পারে। তাতে ইনশাআল্লাহ মানুষের শহরে আসার ঝুঁকি টা কমে যাবে। আজকে গ্রামের মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত। সবাই গ্রামে কাজ পেয়ে শহরের দিকে আসছে।যার কারনে শহরে দিন দিন মানুষের সংখ্যা বেড়েই চলেছে

    • @AriefSiddque
      @AriefSiddque 2 месяца назад

      আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বোরকা তুহু সত্যি কথা বলছেন আপনি একমত আছি তবে গ্রামের বাড়িতে সব কিছুর উন্নয়ন করতে হবে শিক্ষা চিকিৎসা খাদ্য বস্তু সব কিছুর প্রয়োজন আছে গ্রামে

  • @mohammadyounus7067
    @mohammadyounus7067 3 месяца назад +4

    ধন্যবাদ। 17 কোটি লোকের জন্য কমাস কম আটটি প্রভিন্স/প্রদেশ গঠন করা একান্ত জরুরী! সে বিষয় নিয়ে তেমন কোন আলোচনা নাই আপনারা সেটা আলোচনা করছেন! এজন্য ধন্যবাদ!

  • @sarfaraj3492
    @sarfaraj3492 11 месяцев назад +45

    ঢাকায় অধিক লোক থাকার কারণ হলো কর্মসংস্থান ।
    তবে ঢাকা থেকে অধিক লােকের চাপ কমাতে, দেশের অন্য শহর গুলোতে কর্মসংস্থান বর্ধিত করা,
    আশা করি এতে করে ঢাকার অতিরিক্ত লোকের চাপ কমবে, এবং ‍সাথে অন্য শহর গুলোরও উন্যয়ন হবে

    • @jashim965
      @jashim965 11 месяцев назад +3

      যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পারলে মানুষ ঢাকায় বসবাস করবে না, যেমন কুমিল্লা বা সিরাজগঞ্জ টাঙ্গাইল থেকে যদি আধাঘণ্টা থেকে সর্বোচ্চ একঘন্টার মধ্যে বিনা বাধায় ঢাকায় কর্মস্থলে পৌঁছতে পারে ঢাকায় থাকার কোন কারণ নেই। সুতরাং ঢাকাকে আবাসিক মুক্ত করতে যোগাযোগ ব্যবস্থা অতি উন্নত করতে হবে। উন্নত বিশ্বে ধনীরা থাকে গ্রামে, আর বাংলাদেশের ধনীরা বসবাস করে রাজধানীতে।

    • @nahidkhan3225
      @nahidkhan3225 6 месяцев назад

      Right

  • @ujjolroy7851
    @ujjolroy7851 11 месяцев назад +201

    আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। অবস্থান বিবেচনায় ঢাকাই দেশের রাজধানীর জন্য উপযুক্ত স্থান। তবে একথা সত্য যে রাজধানী ঢাকা অতিরিক্ত জনসংখ্যার ভারে ন্যুব্জ। মানুষ মূলত ঢাকাতে ভীড় করে শিক্ষা,চিকিৎসা, কর্মসংস্থানের জন্য। গত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তে শিল্পায়ন হলেও শিক্ষা ও চিকিৎসা এখনো ঢাকা কেন্দ্রীক। আপনি যেসব যোগাযোগ ব্যবস্থার কথা বলেছেন, সেগুলো ২০৩০ সালের ভিতরে চালু হলে ঢাকাও সুন্দর, আরামদায়ক শহরে রুপান্তরিত হবে।

    • @ahil_35
      @ahil_35 11 месяцев назад +3

      Right

    • @shihabahmedemon
      @shihabahmedemon 11 месяцев назад +2

      Hm

    • @talatmahmud6449
      @talatmahmud6449 11 месяцев назад +7

      Faridpur city is the middle position in the Bangladesh

    • @shishirswapanchakma7231
      @shishirswapanchakma7231 11 месяцев назад +8

      তবুও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের বিকল্প নেই। ঢাকার আশেপাশের জেলাগুলোতে মন্ত্রনালয় সমূহ সরিয়ে নেয়া উচিৎ হবে

    • @DrAshiqueHasanSwagoto
      @DrAshiqueHasanSwagoto 11 месяцев назад +1

      ❤m@

  • @shaheeduddin-pn7zg
    @shaheeduddin-pn7zg 11 месяцев назад +40

    সড়ক ও রেলপথ যেমন উন্নয়ন করা হচ্ছে তেমনি নদী পথের উন্নয়ন করে যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য উন্নয়ন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ছোট ছোট নদী বা খালগুলো খনন ও দখলকৃত জায়গা পুনরুদ্ধার করে এ পরিকল্পনা নেয়া যায়।

  • @shaidulislam2733
    @shaidulislam2733 11 месяцев назад +10

    যত ব্যবসা-বাণিজ্য,শিক্ষা প্রতিষ্ঠান, মন্ত্রণালয়,হাসপাতাল আছে
    সব বিভাগীয়করণ করতে হবে জেলা ভিত্তিক করতে হবে

  • @bablurahman8310
    @bablurahman8310 11 месяцев назад +6

    চমৎকার প্রতিবেদনের জন্য ধন্যবাদ

  • @user-oi1xx7nk5t
    @user-oi1xx7nk5t 11 месяцев назад +6

    ঢাকা রাজধানীর জন্য সর্বোচ্চ স্থান
    তবে,সমগ্র বাংলাদেশের গ্রাম গুলোকে যদি উন্নত করা হয়,
    বিভিন্ন দফতর বিকেন্দ্রীকরণ করে ঢাকার বাহিরে নেওয়া হলে ঢাকার জনসংখ্যা কমে যাবে,
    জেলাগুলোর চিকিৎসা সেবা উন্নতকরতে হবে সবসুবিধা জেলাগুলোতে জনগন পায় সেই সুবিধা করতেহবে।
    শিক্ষা ব্যাবস্হাওউন্নত করতেহবে।
    মানুযের কাজের জন্য ব্যাবস্হা করতেহবে।
    শুধু ঢাকাকে উন্নত করলে মানুষ ত ঢাকাতেই আসবে। সমগ্র বাংলাদেশের উন্নয়ন করতে হবে।
    ঢাকার উন্নয়ন কাজ করতে গিয়ে হাজার
    কোটি টাকা অপচয় হচ্ছে। জনগনের সময়
    নষ্ট হচ্ছে। যত উন্নত কাজ করবেন ততই
    মানুষের আগ্রহ বাড়তেছে ঢাকা যাওয়ার
    এখন টাকা সবার কাছে আছে, সবাই উন্নত সুবিধা চায়।
    জেলাগুলোতে মৌলিক সব সুবিধা দিলে
    জনগন পাইলে ঢাকায় যাবেনা কেউ।

  • @mdabdulajij763
    @mdabdulajij763 11 месяцев назад +8

    দেখে নিলাম খুব সুন্দর ভিডিও এবং অনেক ইনফরমেশন পেলাম এই ভিডিও থেকে

  • @RozanaAfri
    @RozanaAfri 11 месяцев назад +11

    আপনার সাথে একমত। ঢাকা শহর সরিয়ে নেয়া হলে অনেকেই কর্মসংস্থান থেকে বিচ্ছিন্ন হবে, শহরের সকল সুবিধা থেকে বঞ্চিত হবে। শহরে ব্যাপক উন্নয়ন করলে ঢাকা শহরেই অনেক কিছু করা সম্ভব। প্রযুক্তিগত কারণে আমাদের দেশ যথেষ্ট পেছনে তাই শহর সরিয়ে নেয়া বা ভেঙে নতুন করে করার পরিকল্পনা করা হয়। শহর না সরিয়ে বরং উন্নয়নের জন্য পাশের জেলা শহর গুলোকে কাজে লাগানো যেতে পারে।

  • @reusufzai
    @reusufzai 11 месяцев назад +66

    ঢাকায় ট্রাফিক ব্যবস্থায় কঠোর আইন প্রয়োগ না করলে বিশৃঙ্খলা কোনদিনই দূর হবে না।

  • @ShahidKhan-lj6bv
    @ShahidKhan-lj6bv 4 месяца назад +3

    ধন্যবাদ আপনাকে একটা ভালো খবর জন্য

  • @saifshadik2654
    @saifshadik2654 11 месяцев назад +16

    Bangladesh is growing! Alhamdulillah

  • @user-cg4tq3mf7z
    @user-cg4tq3mf7z 11 месяцев назад +3

    অনেক সুন্দর পরিকল্পনা করে ভালো চিন্তা, তাড়াতাড়ি বাস্তবায়ন করা দরকার।

  • @md.amirhossain3849
    @md.amirhossain3849 11 месяцев назад +103

    গ্রামাঞ্চলের উন্নয়ন হলেই দেশ সিঙ্গাপুর হবে। শুধু রাজধানীর উন্নয়ন হলে দেশ সিঙ্গাপুর হবে না।

    • @mamatazulislam5840
      @mamatazulislam5840 11 месяцев назад

      #RiGHT🙋‍♂️

    • @SURJOMONDAL.
      @SURJOMONDAL. 11 месяцев назад +10

      গ্রাম উন্নয়ন করতে হলে আমাদের দেশের মানুষদের উন্নয়ন করতে হবে।
      আমাদের দেশের মানুষ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে দূষন করে। দেশ উন্নয়ন করতে হলে পরিস্কার পরিবেশ তৈরি করতে হবে

    • @onlinetech6065
      @onlinetech6065 11 месяцев назад

      সঠিক। গ্রাম উন্নয়ন করতে হলে আগে গ্রামের মাধ্যমিক এমপিওভুক্ত স্কুলগুলোকে আগে সরকারি করতে হবে। তাহলে দেশের সকল মাধ্যমিক প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাসিক বেতন হবে মাত্র ২০ থেকে ৫০ টাকা।

    • @jliton7623
      @jliton7623 11 месяцев назад

      ১৫ বছর ধরে রাজনৈতিক
      অস্থিরতাহীন শাসন ব্যবস্থায় এর চেয়ে বেশি উন্নতি হওয়া উচিত ছিল।

    • @joynulakbor3241
      @joynulakbor3241 10 месяцев назад

      ভাই সব কিছুই আস্তে আস্তে মানুষ বসতি উন্নয়ন করেছে এখন গ্রাম অঞ্চলে ও আধুনিককতার ছোঁয়া লাগছে

  • @user-ee2nq1ol2h
    @user-ee2nq1ol2h 11 месяцев назад +11

    শেখ হাসিনা আছে বলেই কতো কিছু নিজ চোখে দেখতে পারলাম।
    আপনার,আমার,আমাদের ভাবনার বায়রে গিয়ে দেশের উন্নয়ন করে যাচ্ছেন।
    আধুনিক বাংলাদেশের স্থপতি শেখ হাসিনা❤

  • @jonystouropia865
    @jonystouropia865 11 месяцев назад +12

    অসাধারণ, দারুণভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এগিয়ে যাক বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা।

    • @SeptoScotius
      @SeptoScotius 11 месяцев назад +3

      Just Joy Bangla and Allahu Akbar

  • @nasima.akther.sangida9855
    @nasima.akther.sangida9855 11 месяцев назад +14

    ঢাকার আশপাশের জেলাশহরের সাথে দ্রুতগামী শাটল কমিউটার ট্রেন সার্ভিস চালু করা হোক।

  • @rahossain9114
    @rahossain9114 11 месяцев назад +4

    শরীয়তপুর এবং মাদারীপুর এলাকা রাজনৈতিক প্রশাসনিক সামরিক ও নিরাপত্তার দিক দিয়ে সুবিধা হবে।

  • @GreenVally-xn5lv
    @GreenVally-xn5lv 11 месяцев назад +4

    অনেক কিছু জানা গেল। এভাবে দ্রুত এগিয়ে যাক্ বাংলাদেশ। অনেক ধন্যবাদ।

  • @mdaltafhossain4002
    @mdaltafhossain4002 11 месяцев назад +3

    সাংবাদিক সাহেব আপনাকে প্রতিবেদনের জন্য
    ধন্যবাদ। খিলক্ষেত অঞ্চলে ৩০ লক্ষ মানুষ বসবাস
    করে কিন্তু রাজউক যে কোনো কারণে খিলক্ষেত থেকে
    সহজ কোনো কানেকশন ৩০০ ফিটের দিকে দেয়নি
    অধিক জনসংখ্যা এবং দখল ক্লান্ত সরু রাস্তায় স্কুল
    কলেজ শিক্ষার্থী এবং বিভিন্ন পেশাজীবী মানুষ বন্দি
    জীবন যাপন করছে। আপনার থেকে প্রবেদন আশা
    করছি

  • @zchannel2187
    @zchannel2187 11 месяцев назад +5

    জরুরি ঢাকা রাজধানী পরিবতন করা দরকার । এর জন্য হাজার টা যুক্তি দেওয়া যাবে । তাই রাজধানীর পরিবর্তন করতে হবে ।

    • @aworan833
      @aworan833 11 месяцев назад

      tik kotha bolesen

  • @freedom7324
    @freedom7324 11 месяцев назад +11

    Dhaka is capital city 🏙️
    it's all time ❤ capital city of the Bangladesh ❤
    inshallah ❤

  • @user-rb1rn3hq2n
    @user-rb1rn3hq2n 4 месяца назад +2

    Right Bolesen 100 % Ami O Bissash Kory Khubeiy Balu Akty Palan .Khubeiy Khushi Holam , Thanks.Thanks .
    ❣️ JAVED, Dhaka Metro City 🌹 Bangladesh ❣️🇧🇩

  • @rayhanshakib1841
    @rayhanshakib1841 11 месяцев назад +3

    Ei project gula sesh hoile total Bangladesh er face ee change hoye jabeeee.... Best of luck Bangladesh ❤

  • @arifalituku3197
    @arifalituku3197 11 месяцев назад +12

    সব কিছুই রাজধানী ঢাকা কেন্দ্রীক। সকল সরকারী হেড কোয়ার্টার, ব্যংকিং ব্যবস্থা, আইনি ব্যবস্থা প্রধান অফিস সমুহ দেশের প্রধান প্রধান শহর সমুহে স্থান্তরিত করা এবং তরিত উন্নত মানের তথ্য আদান-প্রদান প্রযুক্তি ব্যবহার করলেই আশা করি ঢাকার সমস্যা সমুহ সমাধান হবে ইন শা আল্লাহ্ ।

    • @jashim965
      @jashim965 11 месяцев назад +2

      যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পারলে মানুষ ঢাকায় বসবাস করবে না, যেমন কুমিল্লা বা সিরাজগঞ্জ টাঙ্গাইল থেকে যদি আধাঘণ্টা থেকে সর্বোচ্চ একঘন্টার মধ্যে বিনা বাধায় ঢাকায় কর্মস্থলে পৌঁছতে পারে ঢাকায় থাকার কোন কারণ নেই। সুতরাং ঢাকাকে আবাসিক মুক্ত করতে যোগাযোগ ব্যবস্থা অতি উন্নত করতে হবে। উন্নত বিশ্বে ধনীরা থাকে গ্রামে, আর বাংলাদেশের ধনীরা বসবাস করে রাজধানীতে।

  • @abdulgafor8746
    @abdulgafor8746 11 месяцев назад +6

    ভিডিওটি ভালো লাগলো। সবচেয়ে ভালো হতো যে লাইনগুলোর কথা বলেছেন তাহা মানচিত্র আকারে আরেকটু বিস্তারিত দেখালে বুঝতে সহজ হত

  • @yearhossan-vc6yl
    @yearhossan-vc6yl 11 месяцев назад +11

    অসম্ভব সুন্দর লেগেছে ড্রোন ভিডিওটি

  • @shaidulislam2733
    @shaidulislam2733 11 месяцев назад +6

    শহরমুখী চাপ কমাতে হবে। গার্মেন্টস সেক্টর গুলো বিভাগীয় করণ করতে হবে

  • @user-ds7od9kk6s
    @user-ds7od9kk6s 11 месяцев назад +7

    আমার কথা হচ্ছে একটা রাজধানী শহরের আন্তর্জাতিক মান অনুযায়ী রাস্তা বরাদ্দ থাকবে। যা ঢাকা শহরের নেই, তাই নতুন ঢাকা সময়ের দাবী।

    • @pavelworld1159
      @pavelworld1159 11 месяцев назад +1

      Shob thik ache...main rastay ricksha chola bhondo kore..r koita metro line chalu hok..kono jam e thakbe na

    • @user-ds7od9kk6s
      @user-ds7od9kk6s 11 месяцев назад

      ভাই এটা স্বল্পমেয়েদি সমাধান দীর্ঘ মেয়েদি নয়

    • @pavelworld1159
      @pavelworld1159 11 месяцев назад

      @@user-ds7od9kk6s right...but dhakay jam er main karon ricksha,footpath,rasta dokhol,r local bus gula jekhane sekhane darano...egula bhondo na korle jibone a o jam jabe na..joto rasta e koruk na kan

  • @shakirrahman4779
    @shakirrahman4779 11 месяцев назад +17

    অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ❤

  • @telescope3801
    @telescope3801 11 месяцев назад +4

    বাংলাদেশের নতুন রাজধানী হবে পূর্বাচল উপশহর।

  • @MohammadAbraham985
    @MohammadAbraham985 11 месяцев назад +22

    আমাদের রাজধানী ঢাকাকে স্থানান্তর করলে অনেক ভূল হবে,,আমাদের সরকারের দরকার আগারগাঁও এবং পূর্বাচল নতুন শহরকো উন্নত দেশের মতো কিছু বড় বড় বিল্ডিং দিয়ে সাজানো যেমন মালয়েশিয়ার পুত্রাজায়ার মতো,,ইনশাআল্লাহ দেখবেন অনেক সুন্দর হবে🥰🥰

    • @mamunparvez3414
      @mamunparvez3414 11 месяцев назад +1

      সঠিক বলেছেন

    • @alexnahidchowdhury4706
      @alexnahidchowdhury4706 11 месяцев назад +3

      হুম পূর্বাচল কে মহাপরিকল্পনা মাধ্যমে সাজানো উচিত।

  • @user-xg9xj5wb9x
    @user-xg9xj5wb9x 11 месяцев назад +20

    আমরা চাই ইন্দোনেশিয়ার জাাকার্তা বা পাকিস্তানের ইসলামাবাদের মত নতুন আধুনিক রাজধানী তৈরী করা হোক।।ঢাকা থেকে সমস্ত কলকারখানা সরিয়ে নেয়া হোক।

    • @rofikulislam6623
      @rofikulislam6623 11 месяцев назад

      Notun shokol porakare , industry school college university premises no more in Dhaka central.

    • @MdSumon-ph4nd
      @MdSumon-ph4nd 11 месяцев назад

      ইসলামাবাদ অসাধারণ

  • @sweetio606
    @sweetio606 11 месяцев назад +7

    আমি বলব কেরানীগঞ্জ এবং সাভার কেউ ঢাকা সিটি কর্পোরেশন এর মধ্যে নিয়ে আসা এবং এখানে পূর্বাচল এর মত অত্যাধুনিক শহর গড়ে তোলা ,পূর্ব দিকে ঢাকা শহর নারায়ণগঞ্জের মধ্যে চলে যাচ্ছে ,তাই সাভার এবং কেরানীগঞ্জ এ ঢাকা সম্প্রসারিত করা ,তবে ঢাকা হবে আরো সুন্দর

    • @AriefSiddque
      @AriefSiddque 2 месяца назад

      আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বোরকা তুহু ভাই আপনি সুন্দর কথা বলছেন সাভার আর কেরানীগঞ্জ পর্যন্ত যদি ঢাকায় চলে আসে তাহলে আর-ও কিছু উন্নয়ন ঢাকায় যোগ হবে আমিও মনে করি

  • @jay..007
    @jay..007 11 месяцев назад +5

    Precised, exact, clear, brief, perfect and informative. Good job 👍

  • @shorifmiah2680
    @shorifmiah2680 11 месяцев назад +3

    Masah Allah Allah Hu Akbar Inshah Allah Akdin Bangladesh 🇧🇩 Agia Jabay ❤❤❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩👌👌👌🇧🇩🇧🇩🇧🇩

  • @user-mk2iq6zc4s
    @user-mk2iq6zc4s 11 месяцев назад +6

    Will always love Bangladesh❤️❤️🇧🇩

  • @saimunislamshahed3868
    @saimunislamshahed3868 11 месяцев назад +5

    গুরুত্বপূর্ণ ভিডিও অসংখ্য ধন্যবাদ আপনাকে

  • @smmehadihasan3537
    @smmehadihasan3537 11 месяцев назад +4

    সরিয়ে ফেললে ভালো হবে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অফিস আদালত গুলো

  • @ziaurrahaman1142
    @ziaurrahaman1142 11 месяцев назад +6

    আলহামদুলিল্লাহ ভাই আপনাকে ধন্যবাদ

  • @ahsanhasib2948
    @ahsanhasib2948 11 месяцев назад +2

    Thanks

  • @user-dq8os6ny1h
    @user-dq8os6ny1h 11 месяцев назад +5

    আলহামদুলিল্লাহ ❤BEAUTIFUL BANGLADESH ❤BEAUTIFUL DHAKA ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @wahidurrahman383
    @wahidurrahman383 11 месяцев назад +20

    Excellent analytical report . Comparative analysis with Cairo ( Egypt ) & Jakarta ( Indonesia ) was amazing . Eagle eye views is awesome .
    Wahid / London

    • @sayemmohammed9619
      @sayemmohammed9619 4 месяца назад

      But i see South africa Johannesburg it Was city but now the make petorea

  • @Shoriful_islam_27.7
    @Shoriful_islam_27.7 11 месяцев назад +9

    ভাই আমি আপনার ছোট-বড় প্রত্যেকটা ভিডিও ই দেখি, অনেক ভালো লাগে। দোয়া রইল আপনি আরো এগিয়ে যান।😊

  • @rifatulalamkhanrashel2064
    @rifatulalamkhanrashel2064 11 месяцев назад +2

    Nice Video, Eirokom aro video chai bhai

  • @abulbashar9848
    @abulbashar9848 11 месяцев назад +1

    ধন্যবাদ জানাচ্ছি , দেশের বাহিরে থেকে

  • @Imrankahn5102
    @Imrankahn5102 11 месяцев назад +5

    ভৌগোলিক ভাবে ঢাকা খুবই চমৎকার একটা যায়গা,,,
    ভাইয়া ৩য় টার্মিনাল এর আপডেট কবে দিবেন,?

  • @mukulkhan4585
    @mukulkhan4585 11 месяцев назад +4

    আমাদের রাজধানী বুড়িগঙ্গা নদীর এপারেও বিস্তৃত করা উচিত। বেশির ভাগ অফিস ও গার্মেন্স কারখানা শহরের বাহিরে নেয়া উচিত। তবে সরকারী দপ্তর ও মন্ত্রানালয় ও কিছু হোটেল রেস্তোরাঁ ছাড়া সবকিছুই সহরের বাহিরে সরিয়ে নেয়া উচিত।

  • @nurealam4272
    @nurealam4272 11 месяцев назад +2

    Etto sundor video r Kew dite pare na ... thanks 👍 bro

  • @jashim965
    @jashim965 11 месяцев назад +3

    যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পারলে মানুষ ঢাকায় বসবাস করবে না, যেমন কুমিল্লা বা সিরাজগঞ্জ টাঙ্গাইল থেকে যদি আধাঘণ্টা থেকে সর্বোচ্চ একঘন্টার মধ্যে বিনা বাধায় ঢাকায় কর্মস্থলে পৌঁছতে পারে ঢাকায় থাকার কোন কারণ নেই। সুতরাং ঢাকাকে আবাসিক মুক্ত করতে যোগাযোগ ব্যবস্থা অতি উন্নত করতে হবে।

  • @sheikhrazib474
    @sheikhrazib474 11 месяцев назад +6

    খুব ভাল লেগেছে,,ভয়েস বেস্ট

  • @prionkor
    @prionkor 11 месяцев назад +12

    ঢাকার লোকাল বাসগুলোকে নিয়ন্ত্রণ না করতে পারলে সড়কে শৃঙ্খলা আসবে না কখনই। তবে সরকারের সাহসী প্রদক্ষেপে ঢাকা অনেক বদলে গেছে এবং যাচ্ছে।

    • @pavelworld1159
      @pavelworld1159 11 месяцев назад +1

      Seta to ache...r main rasta ricksha cholle cholle j shob traffic slow hoye jai..eta ki janen??? Ricsha r rasta dokhol mul karon

    • @akari959
      @akari959 11 месяцев назад

      রিকশা, সি এনজি,ভাংগাচোরা লোকাল বাস গুলা যতদিন না সরকার ব্যান না করবে ততদিন শহরের দুষিত আবহাওয়া আর যানজট ভোগান্তি কমবেনা

  • @rashedul798
    @rashedul798 11 месяцев назад +6

    গবেষণা কেন্দ্রগুলো এবং বেসরকারি সংস্থার সদর দপ্তর গুলো ঢাকার বাহিরে নিয়ে যেতে হবে,,,,এভাবে আরো কিছু কিছু দপ্তর গুলো স্থানান্তর করতে হবে

    • @nafishaarjoo1967
      @nafishaarjoo1967 11 месяцев назад

      Exactly এটা খুবই গুরুত্বপূর্ণ

  • @kamalbd3163
    @kamalbd3163 11 месяцев назад +1

    Alhamdulillah. Stay and extend your big hands to build Smart Bangladesh

  • @rabbihassan1275
    @rabbihassan1275 11 месяцев назад +3

    খুবি ভালো লাগলো,,,

  • @trendylife8509
    @trendylife8509 11 месяцев назад +2

    আপনার উপস্থাপনা খুব সুন্দর l

  • @abidkamal9555
    @abidkamal9555 11 месяцев назад +4

    রাজধানী অন্য জন্য জায়গায় নেওয়া হউক বা না হউক সরকার স্থাপনা গুলা বাংলাদেশে ভিন্ন ভিন্ন জেলায় ছড়িয়ে দিলে ভালো হইতো।

  • @sumonbarai3927
    @sumonbarai3927 11 месяцев назад +5

    সুন্দর আপডেট স্যার♥

  • @sanowarhossain6784
    @sanowarhossain6784 11 месяцев назад +2

    Walaikum as salam owa rahmatullahi owaba rakatuhu Masha allah khub sundor vedio bhaijan onek kichu jante pelam ❤

  • @saifulislam-vn5yg
    @saifulislam-vn5yg 11 месяцев назад +1

    Very Nice

  • @vatulmollah8390
    @vatulmollah8390 11 месяцев назад +5

    জাপানে যেমন ভাবে জনসংখ্যা কমে যাচ্ছে আমাদের দেশেও তেমন ভাবে কমিয়ে সাত কোটি তে নিয়ে না আসা পর্যন্ত কাজের কাজ কিছুই হবে না।

    • @tanjinaakter-fi5wd
      @tanjinaakter-fi5wd 11 месяцев назад

      সেটি আপনার মাধ্যমে শুরু হোক আপনি মাইনাস হয়ে গেলেই তো একজন কমে গেল

    • @armantalukder2779
      @armantalukder2779 11 месяцев назад +1

      Ho vai 17 coti er theke 10 coti mairra falan

  • @azizulshemanta4619
    @azizulshemanta4619 11 месяцев назад +2

    Chittagong theke 6ta coach er akta train potiya station niye jawa hoise... coach gula shuborno Express er coach.. bortoman a shuborno Express chainese coach a choltese..
    cox bazar route a trial er jonno... ei 6 ta coach er train potiya station obosthan kortese... dohajari- cox bazar route er kaj shesh holei trial shuru hobe... ei route a trail er upor akta video chai.... kototuk holo.. kmn trial holo shob Amra jante parbo... asha kori video korben.. thank u

  • @md.nuruzzaman6018
    @md.nuruzzaman6018 11 месяцев назад +14

    Excellent description. No need to shift the capital. However, some government offices can be shifted to Purbachal business district.

  • @moshiurrahman6590
    @moshiurrahman6590 11 месяцев назад +2

    Most informative and analytical 🎉

  • @alokitojogot
    @alokitojogot 10 месяцев назад +1

    Salute Boss for this extraordinary video

  • @robiulawal5572
    @robiulawal5572 11 месяцев назад +1

    Onek sondor alocona silo❤❤❤

  • @greenmango7184
    @greenmango7184 11 месяцев назад +3

    ঢাকাকে বড় করলেই সমাধান আসবে। যেমন পুর্বাচল উপশহর ভাল পরিকল্পনা।

  • @arif71du
    @arif71du 11 месяцев назад +1

    অনেক ধন্যবাদ আপনাকে।

  • @nymphaeanauchali7529
    @nymphaeanauchali7529 11 месяцев назад +9

    গ্রীন সিটি করা হোক। পরিচ্ছন্ন জলাশয়, খেলার মাঠ, বনায়ন সংরক্ষণ করা হোক।

  • @pkyousuf3045
    @pkyousuf3045 11 месяцев назад +5

    প্রাদেশিক সরকার গঠন করলে এই সমস্যা থাকবে না।

  • @AbdulHalim-jk5ky
    @AbdulHalim-jk5ky 5 месяцев назад

    ভালো লাগলো, খুব সুন্দর ধন্যবাদ আপনাকে।

  • @zahidurrahman6081
    @zahidurrahman6081 11 месяцев назад +5

    Super ❤❤

  • @user-xr8iq8bf6y
    @user-xr8iq8bf6y 11 месяцев назад +2

    Excellent job

  • @ButterFly-vw3kr
    @ButterFly-vw3kr 11 месяцев назад +2

    খুব সুন্দর ভিডিও কোয়ালিটি ❤❤❤

  • @lifeinkorea4982
    @lifeinkorea4982 5 месяцев назад +2

    রাজধানী নতুন জায়গায় করতে হলে সেটা বাংলাদেশ সরকারের পক্ষে করা সম্ভব না। বানিজ্যিক রাজধানী করতে পারে ঢাকার বাইরে। সেটা তিস্তার পারে বানিজ্যিক রাজধানী করতে পারে।

  • @Anidealfarmhouse
    @Anidealfarmhouse 11 месяцев назад +10

    MRT Line 6 এর কাজ শেষ হতেই ৬ থেকে ৮ বছর গেল ....😂
    আর বাকিগুলি তো আরো ২০-৩০ বছর লাগবে...😊

  • @altafhossainsatkhira7289
    @altafhossainsatkhira7289 5 месяцев назад

    অসাধারণ একটি ভিডিও চমৎকার ভাবে উপস্থাপন করা হয়েছে তবে ঢাকা মাওয়া রোড এলাকার অতীত বর্তমান ভবিষ্যৎ প্লান নিয়ে বিস্তারিত আলোচনা দরকার ছিল

  • @mohammadmominjesan
    @mohammadmominjesan 2 месяца назад +1

    আমার মতে ঢাকা র শহর গুলো ঢাকা তে এখন থেকে না করে ফরিদপুর, মানিকগঞ্জ, টাংগাইল এদিক দিয়ে করলে বাংলাদেশের সমস্ত জেলার মানুষ ভাল সুবিধা পাবে

  • @mrabcd7027
    @mrabcd7027 11 месяцев назад +2

    🥰🥰🥰 ভালো হয়েছে ভিডিও টি

  • @salauddinrubel6545
    @salauddinrubel6545 4 месяца назад

    রাজধানী সেখানেই হওয়া উচিত হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবে উনার জেলা কে।😊

  • @akonoo1
    @akonoo1 11 месяцев назад +4

    পূর্বাচল যাওয়ার পথে সর্বাধিক যানজটের সৃষ্টি হয়।

  • @wasifahmedmahin528
    @wasifahmedmahin528 11 месяцев назад +2

    নীলক্ষেত টু গাবতলি ভায়া মিরপুর রোড এইখানে পাতাল মেট্রোরেল করা সময়ের দাবি। এই এক রোড দিয়ে ডেইলি ৬০-৭০ হাজার মানুষ যাতায়াত করে।

  • @jabed_imon
    @jabed_imon 3 месяца назад

    ঢাকা কেন্দ্রিক যত গুরুত্বপূর্ণ অফিস আদালত রয়েছে, সবগুলোর শাখা অফিস বিভাগীয় ও জেলা পর্যায়ে স্থানান্তর করতে পারলে ঢাকাকে একটি বাসযোগ্য ও সুন্দর পরিবেশে রুপান্তরিত করা যাবে।

  • @thetravelgirl4830
    @thetravelgirl4830 11 месяцев назад +1

    Excellent presentation .

  • @khabirulislam4882
    @khabirulislam4882 11 месяцев назад +1

    Nice আরো ঢাকার ভিডিও চাই এরিয়া ভিত্তিক উন্নত ঢাকার

  • @mohammedsalam919
    @mohammedsalam919 5 месяцев назад +1

    Liked your informative video

  • @Oliullah_Hasan
    @Oliullah_Hasan 11 месяцев назад +2

    পূর্বাচল উপশহরের নিয়ে পুরো একটা ভিডিও দাওয়ার অনুরোধ রইলো

  • @m.b.uahmed7340
    @m.b.uahmed7340 11 месяцев назад +1

    Very good news thank you Vie

  • @mdmursalinislam1607
    @mdmursalinislam1607 11 месяцев назад +3

    Wonderful experiences

  • @matiurrahman3588
    @matiurrahman3588 10 месяцев назад

    Appropriate and practical evaluations. Once Dhaka is fully developed with the current mega projects, the pollution will diminish, the people will be rationally conscious, and this will be one of the greatest maga cities in the world, inshallah.

  • @zahidurrahman6081
    @zahidurrahman6081 11 месяцев назад +4

    U r Right 👍❤

  • @mostrelevantbd
    @mostrelevantbd 11 месяцев назад +3

    ডেসক্রিপশনে কি লিখলেন আর ভিডিওতে কি বললেন!

  • @shahnawaznazmi1731
    @shahnawaznazmi1731 5 месяцев назад

    This is good future plan for Dhaka Metropolitan city.We like it.

  • @user-xp4nv8dg9l
    @user-xp4nv8dg9l 5 месяцев назад

    Hi ,Do you have any information about south keranigonj Dhaka 1310 , near jhilmil project.

  • @iddrisaliemch9062
    @iddrisaliemch9062 11 месяцев назад +3

    এরচাইতে ভালো হতো বাংলাদেশের জেলা পর্যায়ে সকল সেবা চালু করা,

  • @user-rl7zf6uc8n
    @user-rl7zf6uc8n 4 месяца назад

    ঢাকা বাংলাদেশের মানচিত্র অনুযায়ী মধ্যস্থল এবং ঠিক জায়গায় রাজধানী আছে। রাজধানীকে না সরিয়ে এবং জনগণের চাপ কমাতে অন্যান্য জেলা শহর গুলোতে শিল্প বিপ্লবের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সরকার তা কিছু করে শুধু রাজধানীতেই করে এটাই সবচেয়ে বড় ভুল।

  • @imamhossain4839
    @imamhossain4839 5 месяцев назад +1

    এলজিইডি এর কল্লাণ সমিতির মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মকর্তা র জন্য আবাসনের ব্যবস্হা করা উচিত বলে আমরা সকলেই মনে করি।