বাইরে থেকে নয়, একেবারে ভেতরে ঢুকে হাওয়া মহলের সবকিছু দেখা একটা অনন্য অভিজ্ঞতা। HAWA MAHAL | JAIPUR

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 6

  • @tanmoysadhukhan7999
    @tanmoysadhukhan7999 Год назад +1

    ভিতরটা দেখে ভালো লাগলো দাদা। ধন্যবাদ।।

    • @bhaboghuretravel
      @bhaboghuretravel  Год назад

      হ্যাঁ, ওইজন্যই যাওয়া আর কি। সব ট্যুরেই এটা নাকি বাইরে থেকেই দেখানো হয়।

  • @iamtapasdas
    @iamtapasdas Год назад +1

    রাজস্থানী মেজাজ খানিকটা পাওয়া গেলো। থ্যাংক ইউ

  • @Polatok_Human
    @Polatok_Human Год назад +1

    দীপাঞ্জন বাবু আপনার ভিডিও গুলো অনেক অনেক ভালো লাগে আমার আর আপনার ভাষ্যপাঠ সহ পরিবেশনা যথেষ্ট সুন্দর আর সহজ সরল বর্তমান এডিটিং মশলা বহির্ভূত যা অন্যদের থেকে আলাদাভাবে সৌন্দর্য প্রদর্শন করে। এই বয়সে আপনি প্রকৃত বাঙালির ভ্রমণ পিপাসার বৈশিষ্ট্য বহন করে তৎসহ ডিজিটাল মাধ্যমে অন্যদের তৃষ্ণা মেটাচ্ছেন এটা আলাদা মাত্রা যোগ করে।
    যদিও একটু খারাপ লাগে অন্যদের তুলনায় আপনার ভিডিওগুলোয় কম ভিউ আসে প্রায়শই তবে বাধা হয়তো বেশিদিনের নয়। আপনি ভালো থাকবেন আর এভাবেই ভিডিও বানিয়ে সকলকে বিভিন্ন জায়গা আপনার পরিবেশনার মাধ্যমে তুলে ধরবেন এই কামনা রাখছি।।

    • @bhaboghuretravel
      @bhaboghuretravel  Год назад

      অশেষ ধন্যবাদ আপনাকে। প্রতিটা ভিডিওর পেছনে যে পরিশ্রম, তা কেবল আপনাদের জন্যই সার্থক হয়। তবে ওই যে ভিউ এর কথাটা বললেন। ওটাই তো আসলে পূর্ণ সার্থকতার মাপকাঠি। কেউ না দেখলে এত খেটে বানানোর সত্যিই তো কোনো প্রয়োজন নেই। তবু অপেক্ষা করছি, যদি আবারো সেই আগেকার ভিডিওগুলোর মত লোকে দেখে।