এই আয়োজন যারা করেছে তাদের আমি ধন্যবাদ জানাই। কারণ গ্রামের একটা স্কুলেও ভালো কোন শিক্ষক নাই। বলতে গেলে বিজ্ঞান বিভাগের শিক্ষক নাই, আর থাকলেও তারা পড়াতে পারেন না। আমি অনুরোধ করব তারা যেন গ্রামের স্কুলের খোঁজ খবর নিয়মিত রাখে। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখন আমার স্কুলের একটাও ভালো টিচার ছিল না। তাই আমি অনুরোধ করবো যে গ্রামের দিকে একটু চোখ রাখার জন্য। শহরে এত এ+ পাই কিন্তু গ্রামে এত এ+ পায় না এর কারণ কি? একটাই কারণ যে গ্রামে কোন শিক্ষার দিকে নজর রাখা হয় না। কিছু স্যার ম্যাডাম বসে থাকলেই হয় না তাদের খোঁজ খবর রাখতে হয়। তাই আমি অনুরোধ করব যেন গ্রামে অভিজ্ঞ স্যার দেওয়া নিয়োগ দেওয়া হয়। গ্রামের দিকে চোখ রাখুন।
আমিও এবার এসএসসি পরীক্ষা দিয়েছি গ্রামের স্কুল থেকে... আমাদের স্কুলে কোনো সাইন্স এর টিচার ছিলো না...টেস্ট পরীক্ষায় খুব খারাপ ফলাফল করেছি , টেস্ট এর পরে অনলাইন কোর্স করে এ প্লাস পেতে সক্ষম হয়েছি। অন্যথায় আমিও হয়তো অকৃতকার্য হতাম।আপনার কথার সাথে আমি সম্পূর্ন একমত।
আমি নিজেই ঢাকার মফস্বলে পড়েছি। ক্লাসে আসতাম মর্জি মত। শেষ ৪০ দিনে টের পেয়েছিলাম কত ধানে কত চাল। আর পরিবার তো টিচার রাখে না বাসায়। ঠেলা বুঝেছিলাম সেবার 💔 ২০২২
নুরুল ইসলাম নাহিদ স্যারকে অনেক দিন পরে দেখে আমার অনেক ভাল লেগেছে।আমার সময় এই ভদ্রলোক শিক্ষামন্ত্রী ছিলেন।আমি তার কাছ থেকে একবার পুরুষ্কার নেওয়ার সুযোগ পেয়েছিলাম।
খুবই সুন্দর আয়োজন। আমাদের গ্ৰামে এতো ভালো শিক্ষক নেই । ঠিকমতো ক্লাস হয় না আর ভালো শিক্ষক নেই তাই গ্ৰামে এতো ভালো পড়াশোনা হয় না । তাই গ্ৰামের দিকে ভালো শিক্ষক নিয়োগ দেওয়া এবং সরকারের উচিত সবসময় গ্ৰামের শিক্ষা ব্যাবস্থায় বেশি বেশি নজর দিতে হবে এবং তাহলে ভালো করবে গ্ৰামের শিক্ষার্থী।
আমার বয়স ২২ বছর। ১৪ সালে জেএসসি পরীক্ষায় ৪.৮৩ পয়েন্ট নিয়ে পাশ করেও পড়াশোনা কন্টিনিউ করতে পারিনি একটি দূর্ঘটনার কারনে। এখন ৮ বছর পর আবার ৯ম ভোকেশনালে ভর্তি হয়েছি।সবাই দোয়া করবেন আমার জন্য।
আমি দূঃখের সাথে বলছি, শিক্ষকদের সঠিক ভাবে যোগ্যতার পরীক্ষা নিল পরে ৯০% শিক্ষক ই নিশ্চিত ভাবে অকৃতকার্য হবে। আমি চ্যালেঞ্জ করে বলছি। আশা করি বিবেক দিয়ে চিন্তা করে দেখুন।😢😢😢😢😢
ছাত্র-ছাত্রীরা আজকাল কলেজে আসে না, ক্লাস করতে চায় না সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে। অভিভাবকদের সাথে যোগাযোগ করলেও অভিভাবকের কোন আগ্রহ দেখা যায় না। অভিভাবকদের ছেলে-মেয়ের প্রতি আরো যত্নশীল হতে হবে।
Sorry, But maximum well known college eo teacher ra class e effort dey na karon tara batch e student barate cay. So it's more of a problem of the teachers of our country. - As someone who is studying in a top college .
স্কুলের সব টিচার খারাপ নন কিন্তু অনেক টিচার ই আছে যারা ফাঁকিবাজি করেন।।আমার মনে আছে ক্লাস 8 এ গণিত যে করাতেন তার মুখ ক্লাসে বোধহয় আমরা বছরে মাত্র ২ দিন দেখেছিলাম।। স্কুল এ ভালোভাবে পড়ালে স্টুডেন্টদের প্রাইভেট পড়া লাগতো না।
বর্তমান স্কুল শিক্ষিকাদের দেখলে মনে হয় কোন সিনেমায় অংশগ্রহণ করা নায়িকা, তারা টিক টক নিয়ে ব্যস্ত থাকে, টিকটকার শিক্ষিকা কিভাবে শিক্ষাদান করবে। তার ভিতরে আগে শিক্ষকের আদর্শ যে মর্যাদা সেটা আনতে হবে। না হলে সে কখনোই শিক্ষা দান করতে পারবে না। এক্ষেত্রে শিক্ষকরাও পিছিয়ে নেই 😢😢
@@DhruboSarker ম্যালা বই পড়েছি তার। পড়ে অনেক সময় নষ্ট করে ফেলেছি। রিসেন্টলি বিজ্ঞান বই সম্পাদনার কাজে সে ছিল। বইয়ের শুরুতেই নাম পাবেন। কোন ক্লাসের বই মনে নাই। উনি হচ্ছে বানর থেকে মানুষ এসেছে এই ধরণের ফালতু বানোয়াট আজগুবি থিওরীর ধারক বাহক প্রচারক।
জাফর ইকবাল বলল, সে জানে দেশের শিক্ষা ব্যবস্থা ভালো না। অথচ তিনি গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব থাকার পরেও কিচ্ছু করতে পারতেছেন না। দিন দিন আরও খারাপ হচ্ছে।৷ এমন দ্বায়িত্বহীন ব্যাক্তি দ্বায়িত্ব নিয়ে বসে থেকে রাষ্ট্রের ক্ষতি করছে কেন?
ভাই কোন সিদ্ধান্ত নিতে হলে সেটা কত জনের মতামত নিতে হয় সে ধারণা আছে???কোন এলাকায় সবাই চোর হলে সেই এলাকার ২ ১ জন ভালো মানুষ থাকলেও তাদেরও চোর মনে হয়।এখন এটার জন্য কাকে দোষ দিবেন??
জাফর ইকবাল স্যার ❤।স্যার এর কথাগুলো realize করলে ওরা কেন যেকোনো মানুষ Bounce Back করতে পারে।তবে গনিতে ভালো করতে হলে MCQ জোর দিতে হবে। আরো ভালো হয় টাইপওয়াইজ MCQ প্র্যাক্টিস+ self test.আর Almighty Creator এর কাছে pray করতে হবে।Must আব্বু,আম্মুর কথা শুনতে হবে,তাদের দোয়া নিতে হবে।বেস্ট লাক।
২০০৯/১০ সাল থেকে মনেহচ্ছে শিক্ষার মানের পরিবর্তে পাশের হার বৃদ্ধিকে মন্ত্রনালয় আসল উদ্দেশ্য করেছিল - যা শুধু শিক্ষা ব্যবস্থা নয়, সমাজকেও নষ্ট করে। বাস্তবতা হচ্ছে সবার সব বিষয়ে যোগ্যতা থাকে না, সবাই সব বিষয়ে কৃতকার্য নাও হতে পারে।
ক্লাস করানোর কি দরকার নাচ গান শিক্ষা দিবে রাজনীতি শিক্ষা দিবে পড়ালেখার কি দরকার সব শিক্ষক শিক্ষিকারা হলো সরকার দলীয় লেখাপড়া শিক্ষা দিতে হয় নাচ গান শিখাবে রাজনীতি শিখাবে সবাই সরকার দলীয় জয় বাংলা
ওখানে প্রতি বছর ক্লাসে উঠার জন্য বারতি টাকা নিতেছে,,,আমাদের পরাশুনার সময় আমরা ক্লাসে পরিক্ষা দিয়ে পাশ করলেই ক্লাসে উঠতাম,,,আর এখনকার সময় প্রতি ক্লাসে ক্লাসে নতুন করে ভর্তি ফি দিতে হয়,, তাও আবার অতিরিক্ত,,টাকা নিতেছে
Failure is the pillar of success. Thank all of the authorities for taking 1st time to organize this program. This program finds out the different causes of the failure. When we find the problem then a solution must come. It's a great step. We can add one thing more. Domestic violence is one of the reasons to fail or leave education. Parent separation is one of the reasons. Please think about this. It’s an exception program. Again thank all of them.
বরিশাল, কাজির হাট থানায় , ভংগা কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়, প্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি ,বর্তমানে ব্যবসায় প্রতিষ্ঠানের মতো। দেখার কেউ নাই। পকেটে কিছু পড়লেই সব চুপ।
কি আর বলবো এই দেশে সব আইন পাশ হয় মাগার প্রয়োগ হয়না!শিক্ষা এখন বাণিজ্য হয়ে গেছে!শিক্ষকরা যদি ক্লাসে ভালোভাবে পাঠ্য দান করে!ছাত্রছাত্রীরা কোন অবস্থাতে ফেল যাবে না!ন্যূনতম D/C পাবে।আর শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলবো প্রত্যেক বছর কারিকুলাম পাল্ঠানো হয় এটা একটা বিদেশি চক্রান্ত হতে পারে আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করার জন্য!
আমি গত বছর নবম শ্রেণিতে আমার ছেলেকে সরকারি স্কুলে ভর্তি করি,জানুয়ারি মাস গেলো ভর্তি করাতে, ফেব্রুয়ারী মাস গেলো পিকনিক করতে, মার্চ মাস গেলো খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে, তারপর ধরিয়ে দিলেন পরিখার রুটিন, সন্তান আমার কি পড়লো আর কি বা লিখবে, তারপর আমি আমার ছেলেকে সরকারি স্কুল থেকে বেসরকারি স্কুলে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে ভালো লেখাপড়া করছে। সরকারি স্কুলের শিক্ষকদের সাথে কথা বলতে গেলে টিকেট কাটা লাগে
পড়াশোনা করলে পাশ করা তেমন কঠিন বিষয় না। পড়াশোনা বাদ দিয়ে সারাদিন লেডিস আর টিকটকের পিছে ঘুরলে পাশ এমনিতেই আসে না। হ্যাঁ, এখানে শিক্ষকদেরও ভুল আছে। তবে সবথেকে বেশী দোষ শিক্ষার্থীদের।
গনিতের পরিবর্তে অন্য কোন বিকল্প বিষয় নিয়ে যাতে শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারে সে ব্যবস্হা নেয়া হোক।সাথে আত্মহত্যার কুফল সম্পর্কে আগেই ক্লাসে জ্ঞান দেয়া হোক।
Sobcheye important bapar holo ................School teacher der obohela.............Student ra private coaching er upor nirvorsil..........Jara private coaching korte pare na erai fail kore
আমার মনে হয় শিক্ষা ব্যবস্থা আরো উন্নত এবং খাতা দেখার বিষয়ে আরো কঠোর হওয়া উচিত। যারা প্রকৃতপক্ষে পাশ করার যোগ্য তাদেরকেই পাশ করাতে হবে, কোন ভাবেই নাম্বার এড করে পাশ করিয়ে দেওয়া যাবে না। তাতে, যারা কোন রকম পড়তে জানে, বা পড়াশোনায় মনোযোগী নয় এমন ছাত্রদের সহযোগিতা করে পাশ করে দিয়ে, তাদের কে ভবিষ্যতে বেকারত্বের দলে ঠেলে না দিয়ে, আগেই ঐসব অমনোযোগী ছেলে মেয়েদের বিকল্প কর্মজীবনে পাঠিয়ে দিতে হবে।
আমার ছেলে ইংরেজিতে ৯২ পেয়েছে। সে তার শিক্ষককে একটি প্রশ্ন করেছে ২ বছর শামসুল হক স্কুল থেকে। শিক্ষকটি তাকে সমাধান দেইনাই। এই পরিস্থিতির সমাধান হওয়া উচিত।
যেই জায়গাতে অভিভাবক দায়িত্ব পালনে ব্যর্থ সেই জায়গাতেই শিক্ষকদের দায়িত্ব পালন বেড়ে যায় আমার মনে হয় ক্লাস শেষে শিক্ষকদের দুর্বল ছাত্র গুলিকে চিহ্নিত করে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা উচিত যাতে যে জায়গাতে স্টুডেন্টের সমস্যা সেই জায়গাটা একটি শিক্ষক পরিষ্কারভাবে বুঝাতে পারে তবেই জাতি এগিয়ে যেতে পারবে নতুবা এ জাতির কোন ভবিষ্যৎ নেই।
ব্যবস্হাপনার ঘাটতি। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই তিন স্তর কে একই আমব্রেলার নীচে নিয়ে এনে দক্ষ মনিটরিং এর আওতায় আনা জরুরি । তত্ত্বাবধান,পরিদর্শন এবং পরিচর্যার কোন বিকল্প নেই।
শিক্ষকদের চেয়ে বাবা মা ৮০% দায়ী।আর ছাত্র ছাত্রী ১০০℅ দায়ী। বর্তমান ব্যবস্থায় শিক্ষক শাসন করতে পারে না তাই ফেল করে। যারা ফেল করে তারা পড়ার চেয়ে অন্য কাজে বেশি ব্যস্ত ছিল।
এসএসসি ফেল কোনও বড় বিষয় না। কিন্তু বড় কথা হলও, এই ফেল করাটা পাস এ রুপান্তর করা। যারাই ফেল করছে, তারা প্রতিদিন যদি ২০ মিনিট ও পরে আবার ৮ মাস পর পরীক্ষা, ইনশাল্লাহ পাস হইবেই, মণ খারাপের কিছু নাই। চেষ্টা করতে হবে শুধু।
আমার মেয়ে অংকে ভালো পরীক্ষা দেওয়ার পরেও রেজাল্ট F আসছে।।ভোট চ্যালেন্জ করেছি কিন্তু কোনো রেজাল্ট আসেনি কেনো ফেল করলো জানতে পারলামনা।।আমার মেয়ের খাতা মুল্যায়ন করা হয়নি বলে আমার ধারনা।।।এই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।।।আমার মেয়ের ইচ্ছে ছিলো মেডিকেল পড়বে তা আর হলোনা।।।এই ধ্বংসের দায় কে নেবে।।
আমার নিজের চোখে দেখা প্রাইমারি স্কুলে এবং হাইস্কুলে যেকোনো দিবসের অনুষ্ঠানে নর্তকী এনে নাচায়, যে স্কুলে নর্তকী নাচাবে সেই স্কুলে ছেলেমেয়েরা শিক্ষার্থীরা কি শিখবে 😢
গ্রামের কথা বাদ দেন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন খুলনা শহরের একটি বেসরকারি কলেজে বিবিএ পড়ছি। মাসে ৫০০টাকা বেতন দেই কিন্তু প্রথম বর্ষের পর এখন পর্যন্ত আর কোন ক্লাস হয়নি,এখন চতুর্থ বর্ষের। দেখার কেউ নাই।
আমাদেরদেশের লেখাপড়া অনেক কঠিন। শুধু পাশ করলেই হয়না। জিপিএ ৫ পেতে হয়।উচ্চতর গণিত এর চেয়ে সাধারণ গণিত অনেক কঠিন। প্রতিটা বিষয়ে পাশ করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন। আর সারাবছর সারাদিন কোচিং স্কুল করতে শেষ। পড়া নিজে বোঝার সময় ও সুযোগ নেই।বইপড়ে নিজে নিজে বোঝা কঠিন। করণ বইয়ের ভাষা কঠিন। কোচিং ছাড়া সম্ভব নয়। স্কুলে তো স্যারদেরকে কোন কিছু প্রশ্ন করার সুযোগ নেই।স্কুলে গিয়ে শুধু শুধু সময় নষ্ট ও ক্লান্ত হয়।আর সকালে ওঠে বাবা-মার ব্যাস্ততা বাড়ায়।
শিক্ষার্থীদের অকৃতকার্যের মূল কারণ হলো তারা নিজেরা চেষ্টা করে না। অনেকের হয়তো কোন না কোন কারণে হয় না কিন্তু আমার মতে বেশিরভাগই শিক্ষার্থী তাদের মূল্যবান সময় নষ্ট করে। কথা গ্ৰাম কিংবা শহরের নয় , চেষ্টা করলে ৩৩ পাওয়া টা বড় কিছু নয় 😅
বিভিন্ন পদের কোটা বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিলে এবং সেক্যুলার শিক্ষাব্যবস্থা পরিবর্তন করে বিজ্ঞানভিত্তিক ও ধর্মীয় শিক্ষাব্যবস্থা চালু করলে কোন শিক্ষার্থীই অকৃতকার্য হবে না; যদি সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়।
Ami goto 2 years e ek dino school e class ba coaching, privet kono tai korte pari nai,family er karone.family r keo amake support kore nai.amar samna samni amake bolse tui fel korbi.ami nije onek try korar por 4.56 (science)paisi.group er subject and ict te a+ silo.but general e thik moto time na dite paray A asche.jodi oigulate ar ektu time dite partam tahole A+ asto.akhono ami amakei dosh dei.karon jibon amar bhul korle amari khoti,kaoke dosh diye lav nei.karo ashai bose theke nijer jibon nosto kore lav nei.tai ami mone kori kono teacher ba school ke dosh deoa shudhu shudhu time waste.tomer jibone jodi tumi nijer jonno kisu na korte paro tow onno manush ki korte parbe.tomar nijeke nijer bujhte hobe.aishon school and teacher dosh dia ki hobe.
বিষয়টা এখানে শিক্ষকদের কারণ । নিজেদের বেশি ইনকামের উদ্দেশ্যে ক্লাসে এসে প্রাইভেট পড়ার কথা বলে যায় তাদের কাছে না পড়লে ক্লাসে এবং ক্লাস পরীক্ষায় ফেল করে দেয়। ঠিকমতো ক্লাস নেয় না এটা তাদের করা উচিত নয় আপনারা কি বলেন।
ছাত্র ছাত্রীরা গাইড,প্রাইভেট পড়ার টাকা থাকে না,কিন্তুু দামি ফোন কিনতে পারে,মাসে শত টাকার নেট কিনতে পারে,অন্যদিকে অনার্স মাস্টার পাশ করে ১২০০০ টাকা বেতন,যারা বাসা ভাড়া থাকে তারা সংসার চালায় কি করে
এই আয়োজন যারা করেছে তাদের আমি ধন্যবাদ জানাই। কারণ গ্রামের একটা স্কুলেও ভালো কোন শিক্ষক নাই। বলতে গেলে বিজ্ঞান বিভাগের শিক্ষক নাই, আর থাকলেও তারা পড়াতে পারেন না। আমি অনুরোধ করব তারা যেন গ্রামের স্কুলের খোঁজ খবর নিয়মিত রাখে।
আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখন আমার স্কুলের একটাও ভালো টিচার ছিল না। তাই আমি অনুরোধ করবো যে গ্রামের দিকে একটু চোখ রাখার জন্য।
শহরে এত এ+ পাই কিন্তু গ্রামে এত এ+ পায় না এর কারণ কি? একটাই কারণ যে গ্রামে কোন শিক্ষার দিকে নজর রাখা হয় না। কিছু স্যার ম্যাডাম বসে থাকলেই হয় না তাদের খোঁজ খবর রাখতে হয়।
তাই আমি অনুরোধ করব যেন গ্রামে অভিজ্ঞ স্যার দেওয়া নিয়োগ দেওয়া হয়। গ্রামের দিকে চোখ রাখুন।
আমিও এবার এসএসসি পরীক্ষা দিয়েছি গ্রামের স্কুল থেকে... আমাদের স্কুলে কোনো সাইন্স এর টিচার ছিলো না...টেস্ট পরীক্ষায় খুব খারাপ ফলাফল করেছি , টেস্ট এর পরে অনলাইন কোর্স করে এ প্লাস পেতে সক্ষম হয়েছি। অন্যথায় আমিও হয়তো অকৃতকার্য হতাম।আপনার কথার সাথে আমি সম্পূর্ন একমত।
আমি নিজেই ঢাকার মফস্বলে পড়েছি। ক্লাসে আসতাম মর্জি মত। শেষ ৪০ দিনে টের পেয়েছিলাম কত ধানে কত চাল। আর পরিবার তো টিচার রাখে না বাসায়। ঠেলা বুঝেছিলাম সেবার 💔 ২০২২
ভাই ভাল শিক্ষক দিয়াও কাজ হবে না,, জুব সমাজ এখন মবাইল প্রেম জুয়াতে আসক্ত কিশোরগ্যাং নিয়া ঘুরা ফেরা করে
রাইট 😢
@@SolaimanHawladar-gh1fpApu tumi kar course korsila
ভালো একটা উদ্যোগ,, আশাকরি এখান থেকে নীতিনির্ধারণী পর্যায়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহনে সাহায্য করবে।
যথার্থ উদ্যোগ, অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য অনেক দোয়া ও ভবিষ্যৎ শুভকামনা।
একটি মহান উদ্দ্যোগ, ধন্যবাদ, আয়োজক দের প্রতি
নুরুল ইসলাম নাহিদ স্যারকে অনেক দিন পরে দেখে আমার অনেক ভাল লেগেছে।আমার সময় এই ভদ্রলোক শিক্ষামন্ত্রী ছিলেন।আমি তার কাছ থেকে একবার পুরুষ্কার নেওয়ার সুযোগ পেয়েছিলাম।
খুবই সুন্দর আয়োজন। আমাদের গ্ৰামে এতো ভালো শিক্ষক নেই । ঠিকমতো ক্লাস হয় না আর ভালো শিক্ষক নেই তাই গ্ৰামে এতো ভালো পড়াশোনা হয় না । তাই গ্ৰামের দিকে ভালো শিক্ষক নিয়োগ দেওয়া এবং সরকারের উচিত সবসময় গ্ৰামের শিক্ষা ব্যাবস্থায় বেশি বেশি নজর দিতে হবে এবং তাহলে ভালো করবে গ্ৰামের শিক্ষার্থী।
আমার বয়স ২২ বছর। ১৪ সালে জেএসসি পরীক্ষায় ৪.৮৩ পয়েন্ট নিয়ে পাশ করেও পড়াশোনা কন্টিনিউ করতে পারিনি একটি দূর্ঘটনার কারনে। এখন ৮ বছর পর আবার ৯ম ভোকেশনালে ভর্তি হয়েছি।সবাই দোয়া করবেন আমার জন্য।
mashallah agiye jannn.... amar o 14 te jsc cilo. ekon running aci ,university te
সামনে এগিয়ে যান দোয়া করি। শেখার কোন বয়স নাই।
দোয়া আছে।
vai apni oboshshoi successful hoben, inshallah
Insahallah
এনাদের কথা শোনার জন্য একদিন সময় বের করার জন্য, স্যারদের ধন্যবাদ❤
সবাই স্বার্থান্বেষী।
এদের কথা শুনে কোন লাভই হবে না। কেউই কাজ করে না তেমন একটা।
❤❤@@izitui
তিন মাসের মধ্যে অন্তত যারা ২ বিষয়ে ফেল করেছে তাদেরকে ঐ বিষয় গুলোর পরীক্ষা নেয়া হোক
আন্তর্জাতিক শিক্ষার মানের সাথে বাংলাদেশের শিক্ষার মান মিল নেই।
আমি দূঃখের সাথে বলছি, শিক্ষকদের সঠিক ভাবে যোগ্যতার পরীক্ষা নিল পরে ৯০% শিক্ষক ই নিশ্চিত ভাবে অকৃতকার্য হবে। আমি চ্যালেঞ্জ করে বলছি। আশা করি বিবেক দিয়ে চিন্তা করে দেখুন।😢😢😢😢😢
মুরখ , পাস না করলে মাষ্টার হয় নাকি?
বাংলাদেশ টিকটক বন্ধ করা হোক
ধন্যবাদ জানাই আয়োজকদের একটি যুগোপযোগী উদ্বুদ্ধকরণ সভা আয়োজনের জন্য।
ছাত্র-ছাত্রীরা আজকাল কলেজে আসে না, ক্লাস করতে চায় না সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে। অভিভাবকদের সাথে যোগাযোগ করলেও অভিভাবকের কোন আগ্রহ দেখা যায় না। অভিভাবকদের ছেলে-মেয়ের প্রতি আরো যত্নশীল হতে হবে।
ভাই শিক্ষার্থীদের বিদ্যালয় বিমুখ হওয়া মানেই শিক্ষকদের ব্যর্থতা। ধন্যবাদ।
Sorry, But maximum well known college eo teacher ra class e effort dey na karon tara batch e student barate cay. So it's more of a problem of the teachers of our country.
- As someone who is studying in a top college .
স্কুলের সব টিচার খারাপ নন কিন্তু অনেক টিচার ই আছে যারা ফাঁকিবাজি করেন।।আমার মনে আছে ক্লাস 8 এ গণিত যে করাতেন তার মুখ ক্লাসে বোধহয় আমরা বছরে মাত্র ২ দিন দেখেছিলাম।। স্কুল এ ভালোভাবে পড়ালে স্টুডেন্টদের প্রাইভেট পড়া লাগতো না।
নাম লিখতে গেলে ৩ বার কলম ভাঙে ,আমার কাজিন 4 পয়েন্টের উপরে পাইছে। এরপর যারা ফেল করছে , তাদের কি বলবো
😂
এইরকম আমার পরিচিত অনেক আছে!
যারা বাংলা বানান করে পড়তে পারে না,কিন্তু ইন্টার পাস করে ডিগ্রিতে ভর্তি হয়েছে
গনিত বই টিও জটিল আমার। মনে হয় বইটি আরও শহজ কডা উচিত
আপনি আগে আপনার লিখার বানান ঠিক করেন।
@@MohammadAbdullah-r6n আপনারে শুদ্ধ বানান লেইখা দ্যাখানোর ঠ্যাকা পরে নাই। ভাল না লাগলে কমেন্ট পইড়েন না...
কথা ঠিক বাংলাদেশে ফেল করা অনেক কঠিন . প্রতিটি স্কুলের ব্রাঞ্চ সহ পাস করে সখানে ৩০০০লাখ ফেল করছে সেটা হাস্যকর। কোন না কোন ভুল হয়ছে বোর্ডের।
বর্তমান স্কুল শিক্ষিকাদের দেখলে মনে হয় কোন সিনেমায় অংশগ্রহণ করা নায়িকা, তারা টিক টক নিয়ে ব্যস্ত থাকে, টিকটকার শিক্ষিকা কিভাবে শিক্ষাদান করবে। তার ভিতরে আগে শিক্ষকের আদর্শ যে মর্যাদা সেটা আনতে হবে। না হলে সে কখনোই শিক্ষা দান করতে পারবে না। এক্ষেত্রে শিক্ষকরাও পিছিয়ে নেই 😢😢
জাফর ইকবাল একটা কথা ঠিক বলেছেন দেশের পড়ালেখার ব্যাবস্থা ভালো না,
এটা সত্য, দায় কার?
সে নিজেই তো উল্টোপাল্টা বই লেখার কাজে জড়িত।
সে নিজে যা করে তাই বলার বাইরে 😂
@@izituiapni koyta boi porsen unar?
Uni academic kon boita likhse?
@@DhruboSarker ম্যালা বই পড়েছি তার। পড়ে অনেক সময় নষ্ট করে ফেলেছি।
রিসেন্টলি বিজ্ঞান বই সম্পাদনার কাজে সে ছিল। বইয়ের শুরুতেই নাম পাবেন। কোন ক্লাসের বই মনে নাই।
উনি হচ্ছে বানর থেকে মানুষ এসেছে এই ধরণের ফালতু বানোয়াট আজগুবি থিওরীর ধারক বাহক প্রচারক।
আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখন আমার স্কুলের একটাও ভালো টিচার ছিল না। তাই আমি অনুরোধ করবো যে গ্রামের দিকে একটু চোখ রাখার জন্য।
স্কুলে আবার ও শিক্ষক দের লাঠি নিয়ে আসার অনুমতি দিতে হবে
জাফর ইকবাল বলল, সে জানে দেশের শিক্ষা ব্যবস্থা ভালো না। অথচ তিনি গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব থাকার পরেও কিচ্ছু করতে পারতেছেন না। দিন দিন আরও খারাপ হচ্ছে।৷ এমন দ্বায়িত্বহীন ব্যাক্তি দ্বায়িত্ব নিয়ে বসে থেকে রাষ্ট্রের ক্ষতি করছে কেন?
সহমত
Bhai sudhu jafor sir er kothay sob hbe na. Ekhane onek er motamot thake. Ekjon er kotha diye esob hy na
সঠিক ভাই
ভাই কোন সিদ্ধান্ত নিতে হলে সেটা কত জনের মতামত নিতে হয় সে ধারণা আছে???কোন এলাকায় সবাই চোর হলে সেই এলাকার ২ ১ জন ভালো মানুষ থাকলেও তাদেরও চোর মনে হয়।এখন এটার জন্য কাকে দোষ দিবেন??
নুরুল ইসলাম নাহিদ স্যার, আপনাকে দেখে অনেক খুশি হয়েছি । আপনার থাকাকালীন অবস্থায় পাস করে বের হয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি।☺️
খুব সুন্দর উদ্যোগ। এ রকম করে ভাবলে দেশ এগিয়ে যাবে।
আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এই সম্মেলন আয়োজনের জন্যে ।
জাফর ইকবাল স্যার ❤।স্যার এর কথাগুলো realize করলে ওরা কেন যেকোনো মানুষ Bounce Back করতে পারে।তবে গনিতে ভালো করতে হলে MCQ জোর দিতে হবে। আরো ভালো হয় টাইপওয়াইজ MCQ প্র্যাক্টিস+ self test.আর Almighty Creator এর কাছে pray করতে হবে।Must আব্বু,আম্মুর কথা শুনতে হবে,তাদের দোয়া নিতে হবে।বেস্ট লাক।
ভাই বেশিরভাগ শিক্ষক গ্রামে বিভিন্ন ব্যাবসার সাথে জরিত
২০০৯/১০ সাল থেকে মনেহচ্ছে শিক্ষার মানের পরিবর্তে পাশের হার বৃদ্ধিকে মন্ত্রনালয় আসল উদ্দেশ্য করেছিল - যা শুধু শিক্ষা ব্যবস্থা নয়, সমাজকেও নষ্ট করে। বাস্তবতা হচ্ছে সবার সব বিষয়ে যোগ্যতা থাকে না, সবাই সব বিষয়ে কৃতকার্য নাও হতে পারে।
একটি মহান উদ্দ্যোগ, ধন্যবাদ
ছাএ দোষ দিবে স্যারের
আর স্যার দিবে ছাত্রের
একহাতে কিন্তু তালি বাজে না 😊
সাংবাদিকের উপস্থাপনার সাথে সাথে শিক্ষণীয় বক্তব্য অসাধারণ
অনেক সুন্দর উদ্যোগ
I love you যমুনা tv
যে বইয়ের বারোটা বাজায় দিছে সেই ষাড়ঁ সামনে বসে আছে😂😂
জরুরী ছিল এই বিষয়ে বিস্তারিত সমালোচনার ধন্যবাদ রিপোর্টারকে ।❤❤
ক্লাস করানোর কি দরকার নাচ গান শিক্ষা দিবে রাজনীতি শিক্ষা দিবে পড়ালেখার কি দরকার সব শিক্ষক শিক্ষিকারা হলো সরকার দলীয় লেখাপড়া শিক্ষা দিতে হয় নাচ গান শিখাবে রাজনীতি শিখাবে সবাই সরকার দলীয় জয় বাংলা
ওখানে প্রতি বছর ক্লাসে উঠার
জন্য বারতি টাকা নিতেছে,,,আমাদের পরাশুনার সময় আমরা ক্লাসে পরিক্ষা দিয়ে পাশ করলেই ক্লাসে উঠতাম,,,আর এখনকার সময় প্রতি ক্লাসে ক্লাসে নতুন করে ভর্তি ফি দিতে হয়,, তাও আবার অতিরিক্ত,,টাকা নিতেছে
প্রতি বছরে এমন আয়োজন কম। শিক্ষক হিসেবে লজ্জিত কারণ বেতন কম।
Failure is the pillar of success. Thank all of the authorities for taking 1st time to organize this program. This program finds out the different causes of the failure. When we find the problem then a solution must come. It's a great step. We can add one thing more. Domestic violence is one of the reasons to fail or leave education. Parent separation is one of the reasons. Please think about this. It’s an exception program. Again thank all of them.
Over motivation
বাংলাদেশের শিক্ষার মান আজ বিলুপ্তির পথে।
আমরা চাই আমাদের খাতা আবার দেখা হোক আমি সিওর খাতা ভালো করে দেখা হয়নি ওদের একটু ভুলের জন্য আজকে আমার জীবন শেষ 😭😭
বরিশাল, কাজির হাট থানায় , ভংগা কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়, প্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি ,বর্তমানে ব্যবসায় প্রতিষ্ঠানের মতো। দেখার কেউ নাই। পকেটে কিছু পড়লেই সব চুপ।
কি আর বলবো এই দেশে সব আইন পাশ হয় মাগার প্রয়োগ হয়না!শিক্ষা এখন বাণিজ্য হয়ে গেছে!শিক্ষকরা যদি ক্লাসে ভালোভাবে পাঠ্য দান করে!ছাত্রছাত্রীরা কোন অবস্থাতে ফেল যাবে না!ন্যূনতম D/C পাবে।আর শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলবো প্রত্যেক বছর কারিকুলাম পাল্ঠানো হয় এটা একটা বিদেশি চক্রান্ত হতে পারে আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করার জন্য!
আমি গত বছর নবম শ্রেণিতে আমার ছেলেকে সরকারি স্কুলে ভর্তি করি,জানুয়ারি মাস গেলো ভর্তি করাতে, ফেব্রুয়ারী মাস গেলো পিকনিক করতে, মার্চ মাস গেলো খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে, তারপর ধরিয়ে দিলেন পরিখার রুটিন, সন্তান আমার কি পড়লো আর কি বা লিখবে, তারপর আমি আমার ছেলেকে সরকারি স্কুল থেকে বেসরকারি স্কুলে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে ভালো লেখাপড়া করছে। সরকারি স্কুলের শিক্ষকদের সাথে কথা বলতে গেলে টিকেট কাটা লাগে
পড়াশোনা করলে পাশ করা তেমন কঠিন বিষয় না। পড়াশোনা বাদ দিয়ে সারাদিন লেডিস আর টিকটকের পিছে ঘুরলে পাশ এমনিতেই আসে না। হ্যাঁ, এখানে শিক্ষকদেরও ভুল আছে। তবে সবথেকে বেশী দোষ শিক্ষার্থীদের।
গনিতের পরিবর্তে অন্য কোন বিকল্প বিষয় নিয়ে যাতে শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারে সে ব্যবস্হা নেয়া হোক।সাথে আত্মহত্যার কুফল সম্পর্কে আগেই ক্লাসে জ্ঞান দেয়া হোক।
Amader College a vortir sujog dewa hok😭😭
Sobcheye important bapar holo ................School teacher der obohela.............Student ra private coaching er upor nirvorsil..........Jara private coaching korte pare na erai fail kore
আমার মনে হয় শিক্ষা ব্যবস্থা আরো উন্নত এবং খাতা দেখার বিষয়ে আরো কঠোর হওয়া উচিত। যারা প্রকৃতপক্ষে পাশ করার যোগ্য তাদেরকেই পাশ করাতে হবে, কোন ভাবেই নাম্বার এড করে পাশ করিয়ে দেওয়া যাবে না। তাতে, যারা কোন রকম পড়তে জানে, বা পড়াশোনায় মনোযোগী নয় এমন ছাত্রদের সহযোগিতা করে পাশ করে দিয়ে, তাদের কে ভবিষ্যতে বেকারত্বের দলে ঠেলে না দিয়ে, আগেই ঐসব অমনোযোগী ছেলে মেয়েদের বিকল্প কর্মজীবনে পাঠিয়ে দিতে হবে।
খোঁজ নিলে দেখা যাবে যারা ফেইল করছে তারা ঠিকমতো পড়াশোনা করে নাই মোবাইল ফেইসবুক ইউটিউব প্রেম প্রিন নিয়ে থাকছে।
এরাই দেশের সম্পদ।
এদের টিকটক করার পরিবেশ তৈরি করে দেওয়া হোক😂।
আমি অল সাবজেক্ট ফেল!আমার টিচার দের দোষ ওরা আমাকে ভালো করে বুঝিয়ে পরাইনি।
আমার পরামর্শ হলো: পাশ ফেল শব্দটা বাদ দেওয়া দরকার। সবাই পাশ করবে তার দক্ষতা অনুযায়ি।
আমার ছেলে ইংরেজিতে ৯২ পেয়েছে। সে তার শিক্ষককে একটি প্রশ্ন করেছে ২ বছর শামসুল হক স্কুল থেকে। শিক্ষকটি তাকে সমাধান দেইনাই। এই পরিস্থিতির সমাধান হওয়া উচিত।
যেই জায়গাতে অভিভাবক দায়িত্ব পালনে ব্যর্থ সেই জায়গাতেই শিক্ষকদের দায়িত্ব পালন বেড়ে যায় আমার মনে হয় ক্লাস শেষে শিক্ষকদের দুর্বল ছাত্র গুলিকে চিহ্নিত করে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা উচিত যাতে যে জায়গাতে স্টুডেন্টের সমস্যা সেই জায়গাটা একটি শিক্ষক পরিষ্কারভাবে বুঝাতে পারে তবেই জাতি এগিয়ে যেতে পারবে নতুবা এ জাতির কোন ভবিষ্যৎ নেই।
যারা কোন কারণে ১-২ সাবজেক্টে ফেল করেছে, তাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।
ব্যবস্হাপনার ঘাটতি।
প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই তিন স্তর কে একই আমব্রেলার নীচে নিয়ে এনে দক্ষ মনিটরিং এর আওতায় আনা জরুরি ।
তত্ত্বাবধান,পরিদর্শন এবং পরিচর্যার কোন বিকল্প নেই।
বাহ! সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
ভালো উদ্যোগ। সরকারি স্কুলে কোন পড়াশুনাই হয়না... এদেশে দিল্লির কেজরিওয়ালের মতো একজন দরকার, যে আমাদের শিক্ষার চেহারা বদলে দিবে....
একজন শিক্ষক যদি কেয়ামত পর্যন্ত একই স্কুলে দায়িত্ব পালন করে সেখানে দুর্নীতি হবে এটাই স্বাভাবিক
শিক্ষকদের চেয়ে বাবা মা ৮০% দায়ী।আর ছাত্র ছাত্রী ১০০℅ দায়ী। বর্তমান ব্যবস্থায় শিক্ষক শাসন করতে পারে না তাই ফেল করে। যারা ফেল করে তারা পড়ার চেয়ে অন্য কাজে বেশি ব্যস্ত ছিল।
এসএসসি ফেল কোনও বড় বিষয় না। কিন্তু বড় কথা হলও, এই ফেল করাটা পাস এ রুপান্তর করা। যারাই ফেল করছে, তারা প্রতিদিন যদি ২০ মিনিট ও পরে আবার ৮ মাস পর পরীক্ষা, ইনশাল্লাহ পাস হইবেই, মণ খারাপের কিছু নাই।
চেষ্টা করতে হবে শুধু।
আমার মেয়ে অংকে ভালো পরীক্ষা দেওয়ার পরেও রেজাল্ট F আসছে।।ভোট চ্যালেন্জ করেছি কিন্তু কোনো রেজাল্ট আসেনি কেনো ফেল করলো জানতে পারলামনা।।আমার মেয়ের খাতা মুল্যায়ন করা হয়নি বলে আমার ধারনা।।।এই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।।।আমার মেয়ের ইচ্ছে ছিলো মেডিকেল পড়বে তা আর হলোনা।।।এই ধ্বংসের দায় কে নেবে।।
আপনার মেয়ে
সবার পক্ষ থেকে প্রাপ্ত মতামত অনুযায়ী দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। শিক্ষা জাতির মেরুদন্ড।
সবই আলুভক্তা আর ডিম ভাজিঁর খেলা, সামনের সময় আরো উন্নতি আশা করছি রান্নাবান্নায় 😆
আয়োজক দের কে অসংখ্য ধন্যবাদ।
স্কুলে বর্তমানে সারা বছর চাদা আজকে এই টাকা কালকে ঐ টাকা। ১ ম মূল্যায়ন পরিক্ষার বেতন নিয়েছে ৩০০ টাকা বর্তমানে নিয়েছে ৫০০/- টাকা কারণ কি?
ওই স্কুলগুলোতে গণিত মাস্টার সে নিজেও গণিত পারেনা তাদের জন্য ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাইতেছে
যারা একবিষয় ফেল করেছে তারা পরবর্তীতে ওই বিষয়ে পরীক্ষা দিয়ে পাস করলে। মেডিকেল পড়তে পারবে কিনা জানতে চাই যমুনা টিভির কাছে।।
আমার নিজের চোখে দেখা প্রাইমারি স্কুলে এবং হাইস্কুলে যেকোনো দিবসের অনুষ্ঠানে নর্তকী এনে নাচায়, যে স্কুলে নর্তকী নাচাবে সেই স্কুলে ছেলেমেয়েরা শিক্ষার্থীরা কি শিখবে 😢
যারা আত্মহত্যা করে মরেছে তারাই ছিল সত্যিকারের মেধাবী ছাত্র বা ছাত্রী।
খাতার মূল্যায়ন কে করেছে? শিক্ষকের ছাত্র। একটি শিক্ষকের অবহেলার কারণে। না পড়ে এ+, পড়া-লেখা করে ফেইল! যে নিজে থেকে লিখল সে 60 মার্ক, দেখে লেখে 90 মার্ক🤣
গ্রামের কথা বাদ দেন
আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন খুলনা শহরের একটি বেসরকারি কলেজে বিবিএ পড়ছি। মাসে ৫০০টাকা বেতন দেই কিন্তু প্রথম বর্ষের পর এখন পর্যন্ত আর কোন ক্লাস হয়নি,এখন চতুর্থ বর্ষের।
দেখার কেউ নাই।
গণিতের ক্লাসের মান বাড়াতে হবে, কনফিডেন্স বাড়ানো উচিৎ এই বিষয়ে।
শিক্ষক নিয়োগ দিতে সময় লাগে 10 বছর 😂
🎉 শিক্ষক সিট ফাঁকা আছে 1 লাখ। 😮😮😮
রেজাল্ট ভালোর জন্য গবেষণা করছে ন লজ্জা লাগে না আপনাদের🎉🎉 11:25
আমাদেরদেশের লেখাপড়া অনেক কঠিন। শুধু পাশ করলেই হয়না। জিপিএ ৫ পেতে হয়।উচ্চতর গণিত এর চেয়ে সাধারণ গণিত অনেক কঠিন। প্রতিটা বিষয়ে পাশ করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন। আর সারাবছর সারাদিন কোচিং স্কুল করতে শেষ। পড়া নিজে বোঝার সময় ও সুযোগ নেই।বইপড়ে নিজে নিজে বোঝা কঠিন। করণ বইয়ের ভাষা কঠিন। কোচিং ছাড়া সম্ভব নয়। স্কুলে তো স্যারদেরকে কোন কিছু প্রশ্ন করার সুযোগ নেই।স্কুলে গিয়ে শুধু শুধু সময় নষ্ট ও ক্লান্ত হয়।আর সকালে ওঠে বাবা-মার ব্যাস্ততা বাড়ায়।
সমস্যা কি, এগুলা সামনে আসুক তারপর সেগুলোর সমাধান হোক
এই আয়োজনটা ভালো ছিল
শিক্ষার্থীদের অকৃতকার্যের মূল কারণ হলো তারা নিজেরা চেষ্টা করে না। অনেকের হয়তো কোন না কোন কারণে হয় না কিন্তু আমার মতে বেশিরভাগই শিক্ষার্থী তাদের মূল্যবান সময় নষ্ট করে। কথা গ্ৰাম কিংবা শহরের নয় , চেষ্টা করলে ৩৩ পাওয়া টা বড় কিছু নয় 😅
গ্রাম্য স্কুলগুলোতে এখন আর পড়ালেখা হয় না।
প্রেম পিরিতি আলোচনা করে ঠিকমত পড়ালেখা করায় না শুধু প্রাইভেট নিয়ে ব্যস্ত থাকে
নিজের চেষ্টা না থাকলে স্যর রাই বা কি করবে😅😅
Asoly uni je bollo je student der kono dosh chilo na ekhon kotha hocche je student na porle teacher ra ki korbe
@@sanjidadhewan436 humm thanks
😂😂😂 এতদিন জানতাম যে শুধু পরীক্ষায় পাশ করলে মেয়েদের ছবি দেখানো,,, এখন দেখছি ফেল করলেও মেয়েদের ছবি ফোকাস করা হয়,,, থাম্নেল ফ্যাক্ট।
বিভিন্ন পদের কোটা বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিলে এবং সেক্যুলার শিক্ষাব্যবস্থা পরিবর্তন করে বিজ্ঞানভিত্তিক ও ধর্মীয় শিক্ষাব্যবস্থা চালু করলে কোন শিক্ষার্থীই অকৃতকার্য হবে না; যদি সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়।
এই প্রবলেম সাংঘাতিক , ভালো ভালো ছাত্র -ছাত্রী ফেল করেছে l হয়তো ও এম আর ফর্ম পূরণে ভুল হয়েছে, তাতে ফেল এসেছে l এই ডিজিটাল সমস্যার সুরাহা করা উচিত l
ওদের কথা মাথায় রেখেই ফেল পরবর্তীতেও কলেজে ভর্তির সিস্টেম চালু করছে 😎😎
Ami goto 2 years e ek dino school e class ba coaching, privet kono tai korte pari nai,family er karone.family r keo amake support kore nai.amar samna samni amake bolse tui fel korbi.ami nije onek try korar por 4.56 (science)paisi.group er subject and ict te a+ silo.but general e thik moto time na dite paray A asche.jodi oigulate ar ektu time dite partam tahole A+ asto.akhono ami amakei dosh dei.karon jibon amar bhul korle amari khoti,kaoke dosh diye lav nei.karo ashai bose theke nijer jibon nosto kore lav nei.tai ami mone kori kono teacher ba school ke dosh deoa shudhu shudhu time waste.tomer jibone jodi tumi nijer jonno kisu na korte paro tow onno manush ki korte parbe.tomar nijeke nijer bujhte hobe.aishon school and teacher dosh dia ki hobe.
Monitor the schools very strictly to ensure quality education within class hours. Most of the teachers do not take classes in schools
কিন্ডারগার্টেন বন্ধ করুন। এগুলোতে শিক্ষার নামে ব্যবসা চলে।
শিক্ষার 'শ' টাও নাই।
অনলাইন পড়ালেখা বন্ধ করতে হবে। ছাত্র ছাত্রীদের হাতে মোবাইল দেওয়া যাবে না।
Akdom right..
যাঁরা যাঁরা এক বিষয়ে ফেল করেছে, তাদের খাতা গুলো ছাত্র ছাএীদের নিকট পৌঁছানোর ব্যবস্থা করুন। তাহলে তাঁরা জানতে পারবে কোন ভুলে ফেল করেছে।
বেশ ভালো আইডিয়া ওদের মূল্যায়ন করা।
আমি জানি সব স্কুলে শিক্ষক এখন শুধু প্রাইভেট প্রাইভেট করে কেজিতে পড়লেও কোচিং করতে হয় 👍👍👍👍✋✋
বিষয়টা এখানে শিক্ষকদের কারণ । নিজেদের বেশি ইনকামের উদ্দেশ্যে ক্লাসে এসে প্রাইভেট পড়ার কথা বলে যায় তাদের কাছে না পড়লে ক্লাসে এবং ক্লাস পরীক্ষায় ফেল করে দেয়। ঠিকমতো ক্লাস নেয় না এটা তাদের করা উচিত নয় আপনারা কি বলেন।
শিক্ষার্থীদেরকে ডিম ভাজা ভাত রান্না করা এগুলা শিকান
বাংলাদেশের যেসব সরকারি স্কুল এসবের লেখাপড়া হয় নাছাত্র যদি পাইভেটজিম সেন্টারে না পড়ে তাহলে তারা পাশ করতে পারেনা
আসলেই সত্যি আজকে মায়ার বিয়ে কালকে ভাইয়ের বিয়ে। এখন আমার কথা হলো এতো বন্ধ থাকার পরও কেন শিক্ষকদের এতো কাহিনী।
ছাত্র ছাত্রীরা গাইড,প্রাইভেট পড়ার টাকা থাকে না,কিন্তুু দামি ফোন কিনতে পারে,মাসে শত টাকার নেট কিনতে পারে,অন্যদিকে অনার্স মাস্টার পাশ করে ১২০০০ টাকা বেতন,যারা বাসা ভাড়া থাকে তারা সংসার চালায় কি করে
টিচাররাতো ৬ ঘন্টা ক্লাসে কিছু পড়াতে বা শিক্ষাতে পারে না কিন্তু একটা প্রাইভেট ৪৫ মিনিট করে ৩টা প্রাইভেট পড়লে A+পাবে পাবার নিশ্চায়তা দেয়
Good initiative but what about those sitting on stage? Isn't their attitude arrogant?
donnobad ai oddoger jono ❤❤