Sonar Tori Kobita (সোনার তরী )| Bangla Kobita Abritti | Rabindranath Thakur Kobita | Abritti আবৃত্তি

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 май 2023
  • Sonar Tori Kobita (সোনার তরী ) | Bangla Kobita Abritti | Rabindranath Thakur Kobita | Abritti আবৃত্তি
    এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের স্নেহ-ভালোবাসাই আমার একমাত্র পাথেয়💥🥰
    কবিতা - সোনার তরী
    কবি- রবীন্দ্রনাথ ঠাকুর
    আবৃত্তি- সান্বয় মিশ্র
    Poetry:- Sonar Tori
    Poet:- Rabindra nath Tagore
    Recitation:- Sanway Mishra
    -----------------------------------------------
    #abrittiআবৃত্তি #kobita
    ‪@dhulomakhakobitarchoya4237‬
    কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত খুবই পরিচিত একটি কবিতা 'সোনার তরী'। সকলেরই জানা। আজ এই কবিতাটি রইল আপনাদের জন্য। পাশে থাকুন, কেমন লাগছে জানান, কিছু ভুল হলে কমেন্ট বক্স এ জানান আমি সংশোধন করবো।আশা করছি এই আবৃত্তি টি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।।
    সোনার তরী
    গগনে গরজে মেঘ, ঘন বরষা।
    রাশি রাশি ভারা ভারা
    কূলে একা বসে আছি, নাহি ভরসা। ভরা নদী ক্ষুরধারা কাটিতে কাটিতে ধান এল বরষা।
    ধান কাটা হল সারা,
    খরপরশা।
    একখানি ছোটো খেত, আমি একেলা, চারি দিকে বাঁকা জল করিছে খেলা। প্রভাতবেলা- এ পারেতে ছোটো খেত, আমি একেলা।
    পরপারে দেখি আঁকা তরুছায়ামসীমাখা
    গ্রামখানি মেঘে ঢাকা
    গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে।
    ভরা-পালে চলে যায়,
    কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায়
    ভাঙে দু-ধারে-
    দেখে যেন মনে হয় চিনি উহারে।
    ওগো, তুমি কোথা যাও কোন্ বিদেশে, বারেক ভিড়াও তরী কূলেতে এসে।
    যেয়ো যেথা যেতে চাও,
    যারে খুশি তারে দাও,
    শুধু তুমি নিয়ে যাও
    ক্ষণিক হেসেআমার সোনার ধান কূলেতে এসে।
    যত চাও তত লও তরণী-'পরে।
    আর আছে?- আর নাই, দিয়েছি ভরে। সকলি দিলাম তুলে
    এতকাল নদীকূলে
    যাহা লয়ে ছিনু ভুলে
    থরে বিথরে-
    এখন আমারে লহ করুণা করে।
    ঠাঁই নাই, ঠাঁই নাই- ছোটো সে তরী
    আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
    শ্রাবণগগন ঘিরে
    ঘন মেঘ ঘুরে ফিরে,
    শূন্য নদীর তীরে
    রহিনু পড়ি-
    যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।
    - রবীন্দ্রনাথ ঠাকুর (সোনার তরী হতে সংগ্রহীত)
    -----------------------------------------------
    Your queries:
    1. Kobita abritti কবিতা আবৃত্তি
    2. Rabindranath Thakur kobita
    3. abritti আবৃত্তি
    4. Rabindranather kobita রবীন্দ্রনাথের কবিতা
    5. Kobita
    6. Abritti
    7. Bangla kobita
    8. Kobita abritti bangla
    9. Chotoder abritti
    10. Rabindranath Thakur abritti
    11. Bangla abritti
    12. Chotoder abritti
    13. Deshattobodhok kobita
    14. bangla kobita abritti
    15. bangla kobita
    16. bengali kobita
    17. bengali poem bangla poem
    18. bengali poetry recitation
    19. bengali recitation
    -------------------------------------------------
    Follow us on Instagram 👇
    dhulomakhakobit...
    -------------------------------------------------
    Thanks for watching ❤️
    -----------------------------------------------
  • РазвлеченияРазвлечения

Комментарии • 2