বড় মহাকাল ট্রেকিং | জয়ন্তী থেকে বড় মহাকাল | Mahakal Darshan | Buxa Jungle Safari

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #jayanti #northbengaltourism #bengaltourism #bengalitravelvlog #explorershibaji
    For online safari tickets: www.wbsfda.org...
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Join this channel to get access to perks:
    / @explorershibaji
    -------------------------------------------------------------------------------------------------------------------
    For any query: shibaji.explorer@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Instagram: bit.ly/explore... (Preferable)
    Facebook: bit.ly/explorer...
    Facebook group: bit.ly/bhromon...
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Music from Epidemic Sound, get one month free using the following referral link:
    www.epidemicso...
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Popular Playlists of Explorer Shibaji:
    👉 Explorer Shibaji Train 🚅 Journeys: • Explorer Shibaji Train...
    👉 Explorer Shibaji Vaishno Devi & Kashmir: • Explorer Shibaji in Ja...
    👉 Explorer Shibaji Kedarnath: • Explorer Shibaji Kedar...
    👉 Explorer Shibaji Thailand: • Explorer Shibaji in Th...
    👉 Explorer Shibaji Bangladesh 2022 : • Explorer Shibaji Bangl...
    👉 Explorer Shibaji Bangladesh Sundarbans 2023: • Bangladesh Sundarbans ...
    👉 Explorer Shibaji Nepal 2023: • Explorer Shibaji Nepal...
    👉 Explorer Shibaji Meghalaya: • Explorer Shibaji Megha...
    👉 Explorer Shibaji Purulia: • Purulia Ajodhya Pahar ...
    👉 Explorer Shibaji Garpanchakot: • Garhpanchakot Aug 2020...
    👉 Explorer Shibaji Caravan Tour: • Purulia By Caravan
    👉 Explorer Shibaji Uttarakhand 2021: • Uttarakhand July 2021
    👉 Explorer Shibaji Kumaon 2021: • Kumaon 2021
    👉 Explorer Shibaji Maharastra 2022: • Explorer Shibaji Mahar...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Products that I use, following are Amazon affiliate links, when you purchase a product using the following link I get small commission from your purchase, although that does not cost you extra.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    My Vlogging camera:
    I use two GoPro cameras, GoPro Hero 9 and Hero 10:
    GoPro Hero 10 : amzn.to/3UjSFft
    GoPro Hero 9: amzn.to/3KD7BlP
    For live sound recording, I use Rode Wireless Go II, although bit costly,
    but this is the best without doubt:
    Here is the link: amzn.to/3nKWIoW
    Mic that I use for voice over: amzn.to/411NkeN
    Micro SD Card for my camera: amzn.to/3nQH7nD
    I have an alternative mic as well and that is Rode Videomicro: amzn.to/3Ujo0Py
    GoPro Battery: amzn.to/3Kb5GmR
    GoPro Charger: amzn.to/414fk1C
    2TB External Hard Disk that I Use: amzn.to/3Ms0Cgy
    My Macbook: amzn.to/43cPyu2

Комментарии • 880

  • @explorershibaji
    @explorershibaji  7 месяцев назад +224

    শেষ হলো বক্সা জয়ন্তী সিরিজ। এরপরে লাক্ষাদ্বীপ যাচ্ছি না 😅।

    • @titashsarkar6845
      @titashsarkar6845 7 месяцев назад +4

      Darun Bolle😂😂😂

    • @moumitaroy5279
      @moumitaroy5279 7 месяцев назад +6

      Kakdwip যান 😆

    • @aninditadeb855
      @aninditadeb855 7 месяцев назад +1

      Durdanto bolechen dada

    • @sayakpal4153
      @sayakpal4153 7 месяцев назад +2

      এটা দারুন বলেছেন 😂😂😂

    • @arpanpal6166
      @arpanpal6166 7 месяцев назад +1

      Next kothai Jabar plan

  • @bns6253
    @bns6253 7 месяцев назад +5

    আসাধারণ । video দেখতে দেখতে ভয়ে শিউরে উঠছিলাম ।আপনারা কত কষ্ট করে এইসব জায়গা ঘুরেছেন । আর আমাদের উপহার দিচ্ছেন অতি মূল্যবান সব video | আপনাদের দুজনকে আমার আন্তরিক কুর্নিশ জানাই । ভালো থাকবেন ।

  • @sudiptoguha7557
    @sudiptoguha7557 7 месяцев назад +13

    West Bengal should be the capital of tourism in the India if not the world…location of West Bengal is a geographic accident….. God has bestowed so much on West Bengal… and we are incapable of just improving and maintaining it….. ❤❤

  • @manjaribhattacharjee2748
    @manjaribhattacharjee2748 7 месяцев назад +2

    বড়ো মহাকালে আমি যাই নি। ছোট মহাকালবাবার মন্দিরে আমার তিন বার দর্শন হয়ে গেলো। দুই বার নিজের পায়ে এই বার আপনার লেন্সের মাধ্যমে। খুব ভালো লাগলো। এখন তো অনেকটা রাস্তা পর্যন্ত গাড়ি যাচ্ছে মহাকাল মন্দিরে। বক্সা ফোর্টেও তাই দেখলাম। যেখান থেকে পারমিট করতে হয় সেখান থেকে হাঁটা শুরু করেছিলাম। আমরা পুকরিতেও ট্রেক করেছিলাম। ভালো থাকবেন আপনারা 🙏🙏

    • @subhrajitdey3711
      @subhrajitdey3711 7 месяцев назад

      ruclips.net/channel/UCWVLz03bnXb-8o2Kq_8Gblg

  • @dibborana
    @dibborana 7 месяцев назад +5

    অসাধারণ, অকল্পনীয়... অর্ধশতবর্ষ র কাছাকাছি বয়স নিয়ে, আপনারা যা করছেন, বুকের পাটা আছে মশাই... আপনারা থাকছেন স্যার. প্রত্যেকটা মুহুর্ত এনজয় করলাম,অনেক ধন্যবাদ শিবাজিদা আর পৃথ্বীদা আপনাদের...

    • @subhrajitdey3711
      @subhrajitdey3711 7 месяцев назад

      ruclips.net/channel/UCWVLz03bnXb-8o2Kq_8Gblg

  • @avikmajumder7034
    @avikmajumder7034 7 месяцев назад +3

    মনে পড়ে গেল তোমাদের সেই শ্রীলঙ্কায় রাবণের গুহা Ella এ অভিযানের ভিডিও। খুব সুন্দর লাগল আজকের ভিডিও শিবাজী দা ও পৃথ্বীজিৎ দা।❤❤ জয় বাবা মহাকাল। হর হর মহাদেব। 🙏🙏🙏 (বেলঘরিয়া নিমতা থেকে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার অভিক মজুমদার বলছি)

  • @arundatta2423
    @arundatta2423 7 месяцев назад +11

    দূর্দান্ত লাগল, এত ভয়ঙ্কর ও দূর্গম পথ যে ভাবে অতিক্রম করে বড় মহাকাল দর্শন করলেন এবং আমাদেরও ঐ অপূর্ব মন্দির দর্শনের সুযোগ করে দিলেন এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

    • @subhrajitdey3711
      @subhrajitdey3711 7 месяцев назад

      ruclips.net/channel/UCWVLz03bnXb-8o2Kq_8Gblg

  • @prianxi
    @prianxi 7 месяцев назад +3

    দূর্ধষ্য ট্রেকটা !!
    দারুণ লাগলো ❤
    এই সব "মহাপ্রস্থানের পথে" মার্কা পাহাড়ি রাস্তায় সরমেয় সঙ্গী হতে দেখা যায়। তার ওপর আবার মহাকালের মন্দিরে যাচ্ছেন ... কালো কুকুর তো পথ চেনাবেই 😊

  • @golpogathaaudiostory23
    @golpogathaaudiostory23 7 месяцев назад +3

    সত্যি আপনাদের দুজনকেই স্যালুট, আপনারা সব পারেন। এই জন্যই তো Explorer Shibaji এত ভালো লাগে 👍👍💗💗

  • @pratibha_swapandutta947
    @pratibha_swapandutta947 7 месяцев назад +3

    কি দারুণ, ভীষণ ভালোলাগার ভ্রমণ দেখালেন। যা আপনারা পারলেন আমি কখনও পারতাম না। তাই আপনাদের ক্যামেরা দিয়ে দেখে চক্ষু সার্থক করলাম। অনেক ধন্যবাদ। ভগবান আপনাদের ভালো করুন।

  • @manjusreechaki1493
    @manjusreechaki1493 7 месяцев назад +2

    মন ভরে গেল ছোট মহাকাল আর বড় মহাকাল দেখে। হয়তো কোনদিনও দেখতে যেতে পারবো না কিন্তু আপনাদের জন্য আমার দেখা হয়ে গেল। অপূর্ব লেগেছে। তার সাথে আপনার বলা সেই খানকার গল্গ।ভীষন ভালো লাগে।

  • @gopalkundu9900
    @gopalkundu9900 7 месяцев назад +3

    অপূর্ব। দুর্গম ট্রেক। আপনারা খুব ভাগ্যবান ভগবানের এত কাছাকাছি যেতে পারেন। অনেক কষ্ট করেন এরজন্য। নৈসর্গিক স্থান। দারুণ।

  • @avijitbanerjee4498
    @avijitbanerjee4498 7 месяцев назад +1

    সত্যিই শিবাজী দা এবং পৃথ্বীজিৎ দা আপনাদের অফুরন্ত উৎসাহ, অদম্য ইচ্ছে শক্তি এবং অবিনশ্বর সাহস কে প্রণাম জানাই!! আপনাদের নিয়মিত দর্শক আমি এবং আমার মা - বাবা গত ২ বছর ধরে! তবে এই বড় মহাকাল দর্শন এর মুহূর্ত চির স্মরণীয় হয়ে থেকে যাবে আমাদের মনে! ঈশ্বর আপনাদের সুস্থ রাখুন, আর এইভাবেই সুন্দর রাখুন এটাই প্রার্থণা করি দাদা। 😊🙏❤❤

  • @niranjanhaldarveena
    @niranjanhaldarveena 7 месяцев назад +1

    আমি অবাক হয়ে যাই তোমার মুখের হাসিটা কি করে ধরে রাখো অত কষ্টের মাঝেও। ধন্য।
    বাঃবা, কী বিপদ সংকুল সিড়ির পথ। তবে অবশেষে পাওনাও কম না, অপুর্ব দৃশ্য, মায়ের মূর্তি আর পাথরের প্রাকৃতিক কারুকার্য।

  • @satyench.debnath2114
    @satyench.debnath2114 7 месяцев назад +3

    কঠিন পথ। দুর্গম গিরি। তবে অসম্ভব সুন্দর। অসাধারন বর্ননা।
    জয় শিব শংকর মহাকাল। এই অপুর্ব মন্দির দর্শনের সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
    জয় শিব শম্ভু ভোলানাথ।জয় মা কালী।
    🙏🙏🙏

  • @rashidasultana7982
    @rashidasultana7982 7 месяцев назад +1

    কয়লা ধুলে ময়লা যায় না।তেমনি বাঙালির স্বভাব। এক কথায় দারুণ উপভোগ করলাম। 👌👌💙💙

  • @sayanpaul9391
    @sayanpaul9391 7 месяцев назад +2

    Ami Alipurduar e thaki...2011&2014 te Alipurduar nature club r sathe camping korechilam jayanti tey....
    Tokhon chance peyechilam Mahakale jabar....aj abar apnar video te dekte paye khub valolagche ❤❤❤❤....
    Apni nischoy abar North Bengal asben apanar video tey abar nijer jaiga abar dekhbo❤❤❤❤❤

  • @dipanath7488
    @dipanath7488 7 месяцев назад +2

    আমাদের আনন্দ দেওয়ার জন্য যে রিস্ক নিতে হয় আপনাদের তার জন্য কৃতজ্ঞ থাকবো।। খুব ভয় লাগছিল দাদা দুজনে ভালো থাকবেন সবসময় ❤️❤️

  • @chinmoychandra3205
    @chinmoychandra3205 7 месяцев назад +1

    এরকম রোমাঞ্চকর adventure আপনাদের দ্বারাই করা সম্ভব। আমরা তো দেখেই স্তম্ভিত। Hats off to you for presenting us your such adventurous journey .

  • @jayashreedutta361
    @jayashreedutta361 7 месяцев назад +1

    Ei chhotto trek ta dekhe r lobh samlano jachchena.ki opurbo sundor.akbar jetei hobe.Dhonyobad dada ato sundor akta vdo er jonno.

  • @papiyaghosh1759
    @papiyaghosh1759 7 месяцев назад +1

    অসম্ভব একেবারেই অসম্ভব আমাদের পক্ষে যাওয়া , অসাধারণ সুন্দর একটা ভিডিও উপহার দিয়েছেন আমাদের । বিশ্ব জোড়া খ্যাতি হোক এক্সপ্লোরা শিবাজী চ্যানেলের 👍🙏

  • @sukladutta8886
    @sukladutta8886 7 месяцев назад +1

    ধন‍্যবাদ শিবাজী পৃথ্বীজিৎ।এক অসাধারণ অভিজ্ঞতা । ইয়েলবং বা রাবণের পুকুরের থেকেও অনেক বেশি রোমাঞ্চকর। আপনাদের প্রতিবেদন ঘরে বসেই পৌঁছে দিল মহাকালের জটাজালের কাছে।শুনেছিলাম জয়ন্তীতে একান্ন পীঠের একটি পীঠ আছে।সেখানেও পৌঁছে গেলাম আপনাদের সাথে।আবারও ধন‍্যবাদ।

  • @asitbanerjee125
    @asitbanerjee125 7 месяцев назад +1

    আপনার ক্যামেরার চোখে মহাকাল দর্শন সত্য ই অসাধারণ,৭০বৎসর বয়সে হয়তো যেতে পারব না, প্রকৃতির এই রুপ সত্য ই অকল্পনীয়, আপনারা সুস্থ থাকুন

  • @tamonashsarkar6429
    @tamonashsarkar6429 7 месяцев назад +1

    "মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যাই / মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই"........... শ্রদ্ধেয় মানিক বাবু আপনাদের কথা ভেবেই বোধহয় লাইনগুলো লিখে গিয়েছিলেন।।
    গুপী বাঘার গানের সময় মানুষ যেমন সব ভুলে এক্কেবারে মন্ত্রমুগ্ধের মতো সেই গান শুনত , আপনাদের ভিডিও গুলো দেখার সময় আমরাও তেমনটাই হয়ে যাই, ভিডিও থেকে চোখ সরে না এক মুহুর্তের জন্যও।।
    আপনারাই বাস্তবের "গুপী - বাঘা"।। ভালোবাসা নেবেন 💗💗

  • @JayantaGuchait-cn4zp
    @JayantaGuchait-cn4zp 7 месяцев назад +1

    সত্যি তোমাদের সাহস দেখে প্রশংসা করে পাচ্ছি না। অসাধারণ লেগেছে ভিডিও।সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম ভিডিও দেখা সত্যি নিজেকে ভাগ্যবান মনে করছি। ধন্যবাদ দাদা তোমাদের দুই বন্ধুকে।

  • @jabaghosh7787
    @jabaghosh7787 7 месяцев назад +3

    আমি অনেক পাহাড়ী অভিযান দেখেছি তবে আপনাদের মতো সাহসী আর কঠিন সিদ্ধান্ত নিতে দেখিনি । আপনাদের দুজনকে কুর্নিশ জানাই 🙏

  • @saikatroy3318
    @saikatroy3318 7 месяцев назад +3

    ৡ Namhoh Shiva.
    ভয়ংকর রাস্তা। অপূর্ব সুন্দর দৃশ্য। A unmatched vlog indeed.
    Thanks a lot for sharing this with us.

  • @swatichakraborty1396
    @swatichakraborty1396 7 месяцев назад +1

    দুর্দান্ত অ্যাডভেঞ্চার পূর্ণ এপিসোড 👌❤ শিবাজিদা ও প্রিথ্বিজিতদা কে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা ও বেশ দুর্গম জায়গায় মহাদেবের মন্দির দর্শন করানোর জন্য 🙏❤🙏 অপূর্ব লাগলো বড় মহাকাল ও ছোট মহাকাল মন্দির ❤ বেশ কষ্টদায়ক তবে পারিপার্শ্বিক প্রকৃতির রূপ দেখলে আর শিব দর্শনে সব কষ্ট দূর হয়ে যায় ❤ জয় শ্রী মহাকাল 🙏❤🙏 হর হর মহাদেব 🙏❤🙏

  • @bananeemukherjee5850
    @bananeemukherjee5850 7 месяцев назад +1

    অসাধারণ অসাধারণ অসাধারণ ।কিছু বলার নেই। অসম্ভব কে সম্ভব করলে তোমরা। পথ যতই কঠিন হোক না কেনো... আমার শিবাজী ভাই ও পৃথ্বজীৎ ভাই সব পথকেই অবলীলায় জয় করে নেয়। এই জন্যই এরা সেরা এক্সপ্লোরার। থ্রী চিয়ার্স ফর এক্সপ্লোরার শিবাজী.... হিপ্ হিপ্ হুহরে।খুব খুব ভালো লাগলো এই অভিযান। স্বয়ং মহাকালের আশীর্বাদ ধন্য বলেই.... এই অভিযান করতে পারলে তোমরা।. 😂😂😂😂😂😂😂😂ত 38:16

  • @ujjalmodak4633
    @ujjalmodak4633 7 месяцев назад +2

    অসাধারণ 😮😮❤❤
    এক কথায় অনবদ্য 🙏🙏

  • @subhajitghoshal7236
    @subhajitghoshal7236 7 месяцев назад +2

    অসাধারণ লাগলো শিবাজী বাবু, আপনার দৌলতে দুই মহাকাল মন্দির দর্শন হয়ে গেল। সুস্থ থাকবেন আপনারা দুজন।

  • @sumanabhaduri3975
    @sumanabhaduri3975 7 месяцев назад +1

    Om Namah Shivay 🙏 durgam rasta periye Mahadev darshan 🔱bhaba jai na, apnader video r jonno amar darshan sompurno holo, onek dhonyobad 🙏

  • @ajitandyokothakur7191
    @ajitandyokothakur7191 7 месяцев назад +5

    Shivaji and Prithvijit made this video after trekking such a rough and dangerous terrain. Hats off to you too. Through you I have been discovering India. I have been enjoying all your videos ever since I started subscription to RUclips Prime. Thanks. Dr. Ajit Thakur (USA)

  • @ashokbanerjee1491
    @ashokbanerjee1491 7 месяцев назад +1

    ভয়ঙ্কর সুন্দর জায়গা । ওই সরু জায়গা তে আমি তো ঢুকতেই পারতাম না । দারুন এনজয় করলাম 😊
    ভালো থাকবেন ।

  • @debashisbanerjee4527
    @debashisbanerjee4527 7 месяцев назад +1

    উত্তরবঙ্গে অনেকবার গেলেও মহাকাল দর্শনের সৌভাগ্য
    হয়ে ওঠেনি । আপনাদের
    জন্যই এটা সম্ভব হলো ।
    অসংখ্য ধন্যবাদ।ভালো
    থাকুন ।

  • @ivabhattacharya3419
    @ivabhattacharya3419 7 месяцев назад +1

    অসাধারণ সুন্দর ,খুব ভালো লাগলো। খুব ভয়ংকর রাস্তা।
    বাড়িতে বসে বাবা কে দেখলাম
    🙏🙏ভালো থাকবেন আপনারা
    👌🙏🙏👍

  • @arabindaroy9109
    @arabindaroy9109 7 месяцев назад +1

    এই trip এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আপনাদের fitness এর কোনো তুলনা হয় না। আপনার এই ভিডিওর মাধ্যমে আমরা ও উপরে উঠে মহাকালের কাছে পৌঁছে গেলাম। অবিশ্বাস্য ভিডিওগ্রাফি।

  • @sumanadasgupta1999
    @sumanadasgupta1999 7 месяцев назад +2

    এক নিঃশ্বাসে পুরো ভিডিওটা দেখে ফেললাম। এতটাই রুদ্ধশ্বাসে দেখলাম যে মাঝেমধ্যে নিজেরই নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। এই বয়সে আপনারা যা করলেন Hats off. খুব ভালো থাকবেন। আপনাদের চোখ দিয়ে এমন আরও এমন দুর্গম জায়গা দেখতে চাই।

  • @1009sm
    @1009sm 7 месяцев назад +1

    Prithwijit দা looks quite pro-active!! No barrier could stop him!! 😀😎👍😜 But literally its a dream adventure! AWSOME! 😎👍👍

  • @nilanjanbiswas473
    @nilanjanbiswas473 7 месяцев назад +1

    আপনারা সত্যিই ভীষণ পুণ্যবান, আমি খুব চেষ্টা করলে উঠতে পারব কিন্তু নামতে পারব না।

  • @indraneelsen3188
    @indraneelsen3188 7 месяцев назад +1

    বাস্তবিক ই আপনাদের কল্যাণে মানস ভ্রমণ হয়। ধন্যবাদ দিয়ে নিজে খেলো হবো না। অনেক অনেক কৃতজ্ঞতা! 🙏❤🙏

  • @kaushikchatterjee5555
    @kaushikchatterjee5555 7 месяцев назад +1

    আহা কি অপরূপ রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী দেখিলাম ভাষায় প্রকাশ করিতে পারিতেছি না আপনাদিগকে অসংখ্য ধন্যবাদ 🙏

  • @abhilashkumar1009
    @abhilashkumar1009 7 месяцев назад +1

    Shibaji da apnar voice ta sunday suspense e taranath tantrik e darun manabe..Apni please Travel er sathe golpo sonan...Apnar story telling capability ta darun ..

  • @rijumahanta93
    @rijumahanta93 4 месяца назад

    আমিও গেছিলাম দাদা। এটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা অর্জন করতে পারো। অনেক অনুভূতি রয়েছে। বাবার ডাকে সারা যে দিতেই হয়। হার হার মহাদেব।❤❤❤❤

  • @shyamalisengupta2324
    @shyamalisengupta2324 7 месяцев назад +1

    কি অসাধারণ দেখালে ভাই, তোমরা ট্রেকিং করছ আমার হাত ঘামছে,অনেক ধন্যবাদ ভাই

  • @purnamaity2866
    @purnamaity2866 7 месяцев назад +1

    কয়েকমাস আগে ছোটো মহাকাল দর্শন করেছিলাম। তবে মহাকাল দর্শন আপনাদের চোখ দিয়ে দেখলাম।ভয়‌ংকর সুন্দর।

  • @syedmosharof7685
    @syedmosharof7685 7 месяцев назад +1

    অপূর্ব সুন্দর রহস্যময়। তোমাদের সাথে ঘুরে এলাম মহাকালের সাথে যুক্ত হয়েছি ধন্যবাদ দাদারা

  • @sarmisthabakshi377
    @sarmisthabakshi377 7 месяцев назад +2

    😊❤👌 অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হলাম আপনাদের ভিডিও ফুটেজের মাধ্যমে এমন সুন্দর গুহার সৌন্দর্য এর আগে দেখিনি । ভীষণ ভীষণ ভালো লাগলো

  • @sudipchakraborty5639
    @sudipchakraborty5639 7 месяцев назад +1

    বাবা খুব কষ্ট কোরে বড়ো মহাকাল মন্দির দেখতে হোলো ,,,
    তবে বাড়িতে বোসে দেখতে পারলাম সেটাই খুব ভালো লাগলো,,
    Har har mahadev 🙏❤❤❤❤

  • @nibeditachakraborty357
    @nibeditachakraborty357 Месяц назад

    ভয়ঙ্কর সুন্দর অভিগ্গতা। অসাধারণ লাগলো।শিউরে উঠছিলাম। আমি এরকম ট্রেকিং আগে দেখিনি। অফুরন্ত ধন্যবাদ ও অভিনন্দন।

  • @udayansarkar7315
    @udayansarkar7315 7 месяцев назад +1

    Asadharon shibaji da & prithijit da❤❤❤ har har Mahadev ..joy maa🙏🙏🙏 khub valo laglo...

  • @chayanhazra4309
    @chayanhazra4309 7 месяцев назад +1

    দেখতে দেখতে মনে হচ্ছিলো মহাপ্রস্থান দেখছি, সঙ্গে ধর্ম নামে কুকুরটি 😮 ট্রেকটি দারুন ❤ তোমাদের স্যালুট 🫡
    হর হর মহাদেব 🔱 জয় মহাকাল 🙏

  • @Ugtraveleatbhappy5
    @Ugtraveleatbhappy5 6 месяцев назад +1

    Unbelievable!
    Amar knowledge kom kintu jototuku janee dekhee Kailash Kinnaur er por eta toughest ….
    Onakey dekhey shob klanti dur hoye gelo Amar o
    Amra toh apnader shongey travel koree
    HAR HAR MAHADEV
    BAM BAM BOLE
    OM NAMA SHIBAYA
    SHANKAR SHAMBHU
    JOY MAA KALI
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Simply daroooon
    Kee shanti holo dekhey
    Thank You 🙏

  • @malaroy8667
    @malaroy8667 7 месяцев назад +3

    অদ্ভুত সুন্দর rock formations!
    আপনাদের অনেক অনেক ধন্যবাদ ।
    আপনাদের চোখ দিয়ে এক অনুপম প্রকৃতির রূপ দেখলাম।

  • @kingkartababimur
    @kingkartababimur 7 месяцев назад +1

    অসাধারণ! এমন দুর্গম ভয়ঙ্কর দুঃসাহসীক পাহাড়ি অভিযান আর দেখিনি, এই বয়সে করা খুবই কষ্টসাধ্য তবুও আপনারা করলেন এবং আমাদের দেখালেন সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন, ভালো থাকবেন।

  • @mridangobiswas8783
    @mridangobiswas8783 7 месяцев назад +1

    Om namah shivay 🙏🙏🌸🌸 Har Har Mahadev 🙏🙏🌸🌸

  • @sumandad103
    @sumandad103 7 месяцев назад +1

    খুব দুর্গম ও কঠিন পথ,,,,,,,, ধন্যবাদ শিবাজী দা ও পৃথিজিৎ দা কে এই অজানা জায়গা গুলো র সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য,,,,,, আরো নতুন নতুন জায়গা দেখানোর অনুরোধ রইলো,,,,,,,,

  • @user-wj6hj6zl7v
    @user-wj6hj6zl7v 7 месяцев назад +1

    Shibaji Shibaji and yea also our very own and loving Prithwi !!! Thank you and thank you . . . ador , bhalobasha , ashirbaad, nothing is enough and could truly express my feeling for this video !! Amar moto aro bohu Bangali mayer ghor e ghor e alo korey ashuk emon sob chhelera !!! ❤❤❤❤Hor Hor Mahadev 🙏 Joy Mohakaal

  • @Saibal_DEY
    @Saibal_DEY 7 месяцев назад +3

    কুর্নিশ জনাই আপনাদের সাহস ও মনোবল কে এভাবেই এগিয়ে যান পাশে আছি।। জয় মহাকাল 🔱

  • @Shri_creation13
    @Shri_creation13 7 месяцев назад +1

    অসাধ্য সাধন করলেন দাদা রা শিবাজী দা,ব্লগ করা সার্থক করল বোধহয় এই সিরিজ। প্রণাম দুই দাদাকে ই।🙏🙏🙏🙏👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻💖

  • @biswanathdas3953
    @biswanathdas3953 7 месяцев назад +1

    দুর্দান্ত, অনবদ্য অভিজ্ঞতা র মাধ্যমে অসাধারণ অনাবিল আনন্দ উপভোগ করলাম, অনেক অনেক ধন্যবাদ🙏💕 আপনাদের।জয় বাবা মহাদেব মহাকাল।

  • @manasidey3146
    @manasidey3146 7 месяцев назад +1

    আমাদের ভারতের কোনায় কোনায় যে কি কি সৌন্দর্য, কি কি রহস্য, কি কি রোমাঞ্চ লুকিয়ে আছে এখনও অজানা। ভাগ্যিস আপনারা এইরকম একটা ভাবনা কে বাস্তব রূপ দিয়েছেন তাই তো আমরা অনেকে যারা ঐসব জায়গা অধরা ভেবেছিলাম আপনাদের সাথে সাথেই চলতে পারছি। কি করছেন আপনারা।যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। এগিয়ে চলুন। অনেক অনেক শুভ কামনা রইল।

  • @sreejoyemukherjee2051
    @sreejoyemukherjee2051 7 месяцев назад +1

    Hats off to Shibaji da and prithijit da! Emon emon jaiga tule dhorchen jegulo sobai hoyto jete parbona.. especially ei video te je Trek ta korlen sheta sab ki baas ki baat nahi!! Kintu thanks to you amra sobai mahakal darshan korchi! Khub bhalo laglo!

  • @prodipmondal7851
    @prodipmondal7851 5 месяцев назад

    Baro mahakaal er guha dhoka,choto mahakaal mondir,om nomo shivay,safari,hatti,kamola lebu kul khaoya khub sundar dekhiyachen.

  • @AmiyA8910
    @AmiyA8910 7 месяцев назад +1

    Hats off shibaji da ar prithwi ta🙇

  • @suptiadhikari7667
    @suptiadhikari7667 7 месяцев назад +1

    China এর Great Wall বলে challenging আমি গিয়েছিলাম । এই মহাকাল আমার মনে হচ্ছে আরও বেশী challenges .শিবাজী ও পৃথিরাজকে অনেক ধন্যবাদ। কোনদিন হয়তো যাওয়া হবে না কিন্তু তোমাদের চোখ দিয়ে দেখে ধন্য হলাম।👌🌺❤️

  • @suklamajumder5663
    @suklamajumder5663 4 месяца назад

    আপনার ভিডিওর মাধ্যমে বড় মহাকাল দেখা হয়ে গেল, অনেক ধন্যবাদ ২০১১ তে গেছিলাম ছোট মহাকাল অবধি দারুণ লেগেছে তখন রাস্তা অতো সহজ ছিল না ছোট মহাকালের তবে এককথায় দারুন । আপনার ঘোরার ভিডিও দেখেই সময় কাটাই অনেক ধন্যবাদ।

  • @kushjiyadasmalakar1450
    @kushjiyadasmalakar1450 7 месяцев назад

    আমরা এখানে গেছিলাম ট্রেকিং করতে, খুব ভালো জায়গা আর ট্রেকিং করে এক অন্য রকম অভিজ্ঞতা হয়েছে ।

  • @jayantachattopadhyay5016
    @jayantachattopadhyay5016 7 месяцев назад +1

    Amazing amazing amazing....,...,......., আর কিছু লিখতে পারছি না। আপনাদের উদ্যাম, উৎসাহ দেখে বিস্ময় বিস্মিত হই। খুব ভালো থাকবেন দুজনে। ❤

  • @dhruvghosh8142
    @dhruvghosh8142 7 месяцев назад +1

    Ki opurbo eyi trek bah content. Beautiful India! Mysteriously majestic and spiritual, too.

  • @debnathkar4662
    @debnathkar4662 7 месяцев назад +1

    অসাধারণ অভিজ্ঞতা! তবে আপনাদের এই বেড়ানোর দৌলতে অনেক পূণ্য ও হয়ে যাচ্ছে। সবই ঈশ্বরের আশীর্বাদ।❤

  • @spc3461
    @spc3461 7 месяцев назад +17

    Mahakal Darshan through your lens is nothing short of a visual feast, Explorer Shibaji! The trek and Buxa Jungle Safari unfold like chapters in a thrilling adventure novel. Truly awe-inspiring! 🏞️🚶‍♂️ #AdventureAwaits #MahakalTrek

  • @ranjanchakroborty942
    @ranjanchakroborty942 7 месяцев назад

    খুব উপভোগ করলাম। রাস্তা দুর্গম কিন্তু আপনাদের মনের বল তা সুগম করেছে।আমাদের এত কাছেই এতো সব সুন্দর জায়গা আছে,প্রচারের অভাবে তা বহু মানুষের অজানা থেকে যায়। আপনাদের ধন্যবাদ,আপনাদের জন্য বাড়িতে বসে তা দেখতে পাচ্ছি।

  • @arunimaganguli5380
    @arunimaganguli5380 7 месяцев назад +1

    Thank God you visited the place... visualising myself with broken limbs lying on hospital bed...but it's really beautiful and the boulders are rather bold!!

  • @dsbe36
    @dsbe36 7 месяцев назад +1

    Osadharon trakking & sleepary caves exploring . Hats off dui dada ke. Ke boleche 50 up? No !!! Ekdam vule jan Age koto holo. Amra aro 15 bochor apnader dui bondhuke eki image e dekhte chai. Love you God bless. 🙏🙏🙏🙏

  • @bananibose6461
    @bananibose6461 7 месяцев назад +1

    অসাধারণ দেখলাম। বয়সের (73) জন্য এ জীবনে আর যাওয়া হল না। একএক সময় দম বন্ধ হয়ে গেছে। বড্ড বেশি risk নিচ্ছেন। আপনারও কিন্তু খুব একটা কম বয়স নয়। মৈত্রেয়িকে বলবেন আমি বলেছি

  • @samiksengupta7705
    @samiksengupta7705 7 месяцев назад

    Darun Darun Darun lagche Khub bhalo Thakben Sustha Thakben Sobsamay Bhalo Basha Naban Onak Onak Pranam janai Apnader ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @rahulbasu1681
    @rahulbasu1681 7 месяцев назад +1

    দুর্দান্ত হয়েছে ভিডিও, আজই দেখলাম। অনেকবার নর্থ বেঙ্গল গেছি, কিন্তু এই জায়গায় যাওয়া হয়নি, কত unexplored জায়গা আছে। হয়তো যেতে পারবো কোনোদিন, কিন্তু আপনার ক্যামেরার চোখ দিয়ে দেখতেও দারুন লাগলো।

  • @arunkumarnath5010
    @arunkumarnath5010 7 месяцев назад

    জয়ন্তী মহাকাল ট্রেক এক কথায় অসাধারণ , ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরের পর্বের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ ।

  • @soumitraroy361
    @soumitraroy361 7 месяцев назад +1

    এক কথায় অসাধারণ। এ অদ্ভুত সুন্দর মহাকাল মন্দির। আপনাদের দারুন ঘোরা হোল।

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 7 месяцев назад

    durgam path periye Maa Kali o Mohadebke darshoner romanchokar abhigyota, durdanto Jayanti Nodi, apurbo guhar bhetor prakritik bhaskarjo, khub sundar aryonyok prokriti

  • @DeepakMishra-vv5yc
    @DeepakMishra-vv5yc 7 месяцев назад +1

    Jokhon yudhistir swarge gechilo taar songe ekta kukuro gechilo 😊😊kaal Bhairav tomder songge aache,jai mahakal 🙏🕉🙏🕉

  • @indranimajumdar6598
    @indranimajumdar6598 7 месяцев назад

    ওহ কি অসাধারণ জয়ন্তী র এই বড় মহাকাল দর্শনের ব্লগ। খুব খুব ভাল লাগল। সুস্থ থাকুন ।

  • @somnathslife-style3390
    @somnathslife-style3390 7 месяцев назад +1

    সব থেকে সুন্দর এপিসোডের মধ্যে একটি

  • @ARNABCHANDA-yg4pg
    @ARNABCHANDA-yg4pg 7 месяцев назад +1

    দুর্দান্ত একটা journey দেখলাম।এবার তাহলে এভারেস্ট এর শৃঙ্গ জয় করলেই ট্রেকিং এর মনোবাঞ্ছা পূর্ণ হবে।😊

  • @chandanachakrabarti6967
    @chandanachakrabarti6967 7 месяцев назад +1

    Height of romancho👍🏼👍🏼👍🏼aha ki dekhilam!!!! Jonmo jonmantoreo bhulibo na👍🏼👍🏼👍🏼🙏🏼👍🏼❤️👍🏼❤️👍🏼

  • @TS-TTP
    @TS-TTP 7 месяцев назад +1

    অতীব রোমাঞ্চকর ট্রেক। প্রতিটা মুহূর্ত enjoy করেছি

    • @subhrajitdey3711
      @subhrajitdey3711 7 месяцев назад

      ruclips.net/channel/UCWVLz03bnXb-8o2Kq_8Gblg

  • @aparnanath5478
    @aparnanath5478 7 месяцев назад

    অসাধারণ।।আমি ছোট মহাকাল অবধি গেছিলাম।।আপনার মাধ্যমে বড় মহাকাল দর্শন হয় গেলো।।ভবিষ্যতে আবার গেলেও যে অত অবধি যাবার মত পরিস্থিতিতে থাকতে পারবো কিনা জানিনা।।দারুন লাগলো পুরো ভিডিওটা।।সিঁড়ি মাপার ব্যাপার টা দেখে থাইল্যান্ডের টাইগার কেভ এর সিঁড়ির কথা মনে পড়ছিল।।।

  • @subratadutta8451
    @subratadutta8451 7 месяцев назад

    খুব ভালো লাগলো। বর্তমানে আমার বয়স 72। 1984 সালে শিবরাত্রি সময় আমি গিয়েছিলাম। সঙ্গী আলিপুরদুয়ারের কয়েকজন বন্ধু আমার স্ত্রী এবং আর এক আত্নীয়া । আমাদের জয়ন্তী থেকে হাঁটতে হয়েছিল। তখন কোন সিঁড়ি ছিল না। কিছু কিছু জায়গায় লোহার চেইন ধরে উঠতে হোত।
    আপনাদের সৌজন্যে পুরনো দিনগুলোর কথা আবার মনে হলো ।
    ভিডিওটার জন্য ধন্যবাদ।

  • @simachakraborti8985
    @simachakraborti8985 7 месяцев назад

    প্রকৃতির মাঝে সৌন্দর্য উপভোগ, বড় মহাকাল গুহার মধ্যে বাবা হর হর মহাদেব ও মায়ের অধিষ্ঠান, সত্যিই অপূর্ব লাগল, সেই সঙ্গেই জঙ্গল সাফারিও খুব সুন্দর। এতো সুন্দর সুন্দর ভিডিও দেখাবার জন্য আপনাদের hat's off.

  • @user-zo9yu5yj5w
    @user-zo9yu5yj5w 7 месяцев назад

    সত্যি কি ভয়ংকর অভিযান ছিল ।আমার তো ভয় গায়ে কাঁটা দিছিল ।সত্যি আপনারা সব কিছুতেই PHD করে ফেললেন 👍👍

  • @ronychakrabarty6383
    @ronychakrabarty6383 7 месяцев назад +1

    বাংলাদেশের টাঙ্গাইলে বসে আপনাদের কল্যানে বড় মহাদেব দর্শণ হলো।
    জয় মহাকাল 🔱
    ওঁম নমঃ শিবায় ❤️🙏

  • @jayasreedas952
    @jayasreedas952 7 месяцев назад

    দম বন্ধ করে নিশ্বাস চেপে ‌দুর্গম পাড়ি দিয়ে আপনাদের বড়‌‌ মহাকাল দর্শন আমি দারুন ভাবে উপভোগ করলাম‌‌ সত্যি বাবা কে দর্শন করতে এত কষ্ট করে‌ বাবার আশিববাদ লাভ অব্যমভাবি।আর পথশোভা দেখে চোখ ফেরাতে পারিনি‌ আপনারা ভাগ্যৱান আপনাদের বোঝা ভগবান ব‌হন করছেন।সেইসঙ্গে আমিও এই ভিডিও দেখে নিজে‌‌কে‌ একজন‌ ভাগ্যৱান মনে করলাম ।জানিনা‌ কতটা পূন্য অর্জন করলাম
    সুস্থ ‌ও ভালো থাকবেন ধন্যবাদ ।

  • @sekharroy7878
    @sekharroy7878 7 месяцев назад

    বড় মহাকালের মন্দির আর সেখানে যাওয়ার পথ বেশ রোমাঞ্চকর আর অসাধারণ। এই পথের সিঁড়িতে ওঠা যতটা কঠিন, নিচে নামার রাস্তা তার চেয়ে আরো বেশি কঠিন আর বিপজ্জনক। সাফারির শেষে সূর্যাস্তের ছবিটা বেশ সুন্দর। সব মিলিয়ে খুব ভাল লাগল। দুজনকেই ধন্যবাদ।

  • @sonasubuddhi3695
    @sonasubuddhi3695 7 месяцев назад +1

    প্রত্যেক December jayenti river bed e Amader Nature camp hy,, amder oh ei mohakal e niye jawa hy tracking kore,, tbe boro ta noy choto tate.. Kintu apnara boro mohakal tracking kore gele, darun laglo, mohadev er onek asirwad chilo apnader opor. Noile ei tracking sotti khubi durgom, sobai eta cmplte korte pare na,, 🙂

  • @golumolukissmiss8576
    @golumolukissmiss8576 7 месяцев назад

    ছোট মহাকাল অবধি গিয়েছি, video টি দেখার পর বড় মহাকাল অবধি যাওয়ার ইচ্ছে টা আর‌ও বেড়ে গেল ,,,,,,, খুব সুন্দর উপস্থাপনা ❤️❤️

  • @Pampa828
    @Pampa828 7 месяцев назад

    Mahakal darshan durdanto ar tarsathe jayonti nodi. Apurbo laglo.

  • @saikatroy5032
    @saikatroy5032 7 месяцев назад

    Khub khub bhalo laglo. Dooars a erokom Ekta adventure r opportunity ache jene khub khusi holam. Bhagye thakle ekdin dekhe asbo Boro mahakal

  • @aniketdas2033
    @aniketdas2033 7 месяцев назад +1

    অসাধারণ একটা জায়গা।❤বাবা মা এর জায়গা না ভালো হয়ে যায় কোথায়!❤️👏

  • @minakshighosh524
    @minakshighosh524 7 месяцев назад +2

    Really great !
    Though originally from North Bengal
    but never knowing such beautiful spiritual destination.
    Thanks for the nice tour.