প্রোফাইল পিকচারে যাকে দেখো, সে আমি নই • খাদিজাতুল কোবরা সোনিয়ার লেখা • পাঠে- মাহবুবুর রহমান টুনু

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 180

  • @Mahbubur_Rahman_Tunu
    @Mahbubur_Rahman_Tunu  2 года назад +42

    ঈদ মোবারক!!!
    ভালোবাসা সবাইকে। সবার ঈদ সুন্দর কাটুক। লেখাটি যারা পাঠ করতে চান, তাদের জন্য এখানে দিয়ে দিলাম। আমার কাজগুলো যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বাংলা কবিতার প্রমিত চর্চার পাশে থাকুন। 🙂
    তুমি প্রোফাইল পিকচারে যাকে দেখো, সে আমি নই। খেয়াল করে দেখো, ওই ছবিতে খুঁত নেই কোথাও। ওই ছবিটা সুন্দর! দশটা ছবি তোলার পরে সবচেয়ে সেরাটা যায় প্রোফাইলে। ওটাতে চোখের নিচের অর্ধ ডজন ভাঁজ নেই, নেই দেড় ইঞ্চি জুড়ে থাকা ডার্ক সার্কেল, কিংবা মুখের এখানে সেখানে থাকা ব্রণের দাগ। তুমি বলো, ওসব ছাড়া মানুষ হয় নাকি?
    প্রোফাইলে টাঙ্গানো ছবিটা চুলে শ্যাম্পু করার পর তোলা। বাস্তবে প্রতিদিন চুলে শ্যাম্পু করা থাকে না। বাস্তবে বেশিরভাগ সময় মাথায় কাকের বাসা হয়। মজা করে বলছি না, অমন অপরিপাটি চুল নিয়ে কোথাও কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকলে কাক এসে ডিম পেড়ে যেতেও পারে!
    ঠোঁটের কোণের চিলতে হাসি বাস্তবে সবসময় থাকে না। কপালে বিরক্তির ভাঁজ থাকে। চোখেমুখে বিতৃষ্ণার ছাপ থাকে। ঠোঁটে ফেটে যাওয়া দাগ থাকে। হাতে পায়ে রুক্ষতার ছাঁট থাকে। গায়ে ঘামে ভেজা কাপড় থাকে। গর্তে ঢুকে যাওয়া চোখে নানান কাজের চাপ থাকে; থাকে সেই অপ্রাপ্তির গল্পটা যেটা তুমি প্রোফাইল পিকচারে ধরতে পারো না।
    বিশ্বাস করো, প্রোফাইলের হাসিখুশি মানুষটাকে বাস্তবে দেখলে তুমি ভয়ও পেয়ে যেতে পারো। মনে হতে পারে যুদ্ধ কবলিত কোনো এলাকা থেকে আগত কেউ একজন। মনে হতে পারে দুর্ভিক্ষ কবলিত এলাকায় জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো কেউ একজন। মনে হতে পারে যাকে তুমি দেখেছ এ সে নয়; অন্য কেউ।
    প্রোফাইল পিকচার এমন এক মিথ্যে কথা যা আমরা সবাই বলি। কেন বলি? নিজের জন্য বলি। জীবনের যাঁতাকলে পিষ্ট প্রত্যেকটা মানুষ একটু সময়ের জন্য হলেও নিজেকে সুখী-সুন্দর দেখতে চায়। সুখী-সুন্দর মুখ দেখতে সবার ভালো লাগে। মনোবিজ্ঞানীরা বলেন, সুন্দর জামা-কাপড় পরে থাকলে, মানুষের আত্মবিশ্বাস বাড়ে, মন ভালো থাকে। আমরা সবাই নিজেদের মন ভালো রাখতে চাই। মিথ্যে করে হলেও চাই। নির্দিষ্ট কাউকে ঠকানোর উদ্দেশ্য না থাকলে এই চাওয়াতে দোষ দেখি না।
    তুমি যেন আবার ওই ছবি দেখে আমাকে বিচার করো না! ওই ছবিতে আমাকে যতটা সুন্দর দেখায়, বাস্তবে আমি তার ধারে কাছেও নই। ওই ছবি দেখে ক্রাশ পর্যন্ত ঠিক আছে। ভুলেও ছবি দেখে আমাকে আবার ভালোবেসে ফেলো না। ফেঁসে যাবে, একদম ফেঁসে যাবে!
    লেখা • Khadizatul Kobra Sonya

    • @SRsatron
      @SRsatron 2 года назад

      অসাধারণ।।।।।।

    • @nishannur3511
      @nishannur3511 2 года назад

      অসম্ভব সুন্দর ভাই 💖💝🖤

    • @ovidas9154
      @ovidas9154 2 года назад +1

      আমি কিছু কবিতা লিখেছি।আপনি পড়ে দেখতে পারেন ভাইয়া, আপনার পছন্দ হলে আবৃত্তি করবেন।
      কিন্তু, আপনাকে পাঠাবো কীভাবে!

    • @parveenajeez3853
      @parveenajeez3853 2 года назад +1

      আমি আবৃত্তি করতে চাই কবিতাটি 💚

    • @morshedhossenofficial1690
      @morshedhossenofficial1690 2 года назад

      Khadizatul kobra sonya ভালো লিখেছো👍, আর তোমার কন্টেন্ট গুলোও ভালো হয়।
      এদিকে ভাইয়ার কবিতা আবৃত্তি অসাধারণ ♥

  • @KhadizatulKobraSonya
    @KhadizatulKobraSonya 2 года назад +149

    কী সুন্দর কণ্ঠ আপনার! ♥

    • @ahamedularefin9426
      @ahamedularefin9426 2 года назад +2

      লেখাও সুন্দর

    • @endquota
      @endquota 2 года назад +1

      আপনি কী লেখক?

    • @md.hossain3794
      @md.hossain3794 2 года назад

      আশা করি আপনার লেখা কবিতার যথাযথ আবৃত্তি করেছেন, প্রিয় টুনু ভাই।

    • @humanitysbdtv9367
      @humanitysbdtv9367 2 года назад

      আপনিও লেখান ভালই

    • @nazmussakib365
      @nazmussakib365 2 года назад

      কি সুন্দর লেখা আপনার! ❤️

  • @ummehena9638
    @ummehena9638 Месяц назад

    মাশাআল্লাহ অসাধারণ আবৃত্তি, কত সুন্দর কন্ঠ আল্লাহর দেয়া এক বড়ো নেয়ামত।

  • @asmasadia4931
    @asmasadia4931 2 года назад +6

    খাদিজা আপু বরাবরই আমার ভীষন প্রিয় একজন মানুষ। এখন আপনার কন্ঠ শুনে বিমোহিত হয়ে গেলাম। কতো গুণী মানুষ আপনারা। অনেক শুভকামনা।

  • @hillolahmed9179
    @hillolahmed9179 2 месяца назад

    অসাধারণ।
    খুব সুন্দর করে বলেন আপনি।

  • @NurVlogBD
    @NurVlogBD Год назад +2

    নিথর লেখাতে এত আবেগ দিয়ে কি চমৎকার ভাবে প্রাণের সঞ্চার করেছেন। অসাধারণ

    • @Mahbubur_Rahman_Tunu
      @Mahbubur_Rahman_Tunu  Год назад

      ধন্যবাদ অফুরান। সুন্দর বাঁচুন।

  • @mdsumonmia3704
    @mdsumonmia3704 5 месяцев назад

    এই কন্ঠের প্রেমে আমি হাজার বার মোহিত হই

  • @user-if6od5ju6dFaRhAn
    @user-if6od5ju6dFaRhAn 3 месяца назад

    অনেজ সুন্দর আবৃত্তি। বারবার শুনতে ইচ্ছে হয়।

  • @user-if6od5ju6dFaRhAn
    @user-if6od5ju6dFaRhAn 3 месяца назад +1

    যদি কখনো সম্ভব হয় আপনার সাথে দেখা করার।
    অসম্ভব ভালো লাগে।
    শুভ কামনা রইলো আপনার জন্য।। ভাইজান

  • @hafezahmed6266
    @hafezahmed6266 Месяц назад

    অসম্ভব সুন্দর আবৃতি
    ধন্যবাদ স্যার🤍

  • @srksamir99
    @srksamir99 2 года назад +1

    শূণ্য আমার পাশেই তোমার আয়োজন থাকার কথা ছিলো, তোমার জন্য ব্যস্ত হওয়া মানুষটি আজ শূন্য বলেই তোমার নির্ভেজাল চলে যাওয়ার আয়োজন। তাইতো, ভালো থাকো বলে চলে গেলে। আমি ভালো আছি বুকের বা পাশের অসুকটার সাথে।

  • @bobybarua3829
    @bobybarua3829 2 года назад +3

    মিথ্যে করে হলেও ভালো থাকতে চাই🙂লাইনগুলো+আবৃত্তি খুবই সেরা🥰🥰🥰

  • @farzanashowkat1382
    @farzanashowkat1382 Месяц назад

    " নিদারুণ "
    অনেক অনেক শুভ কামনা ও দোয়া রইলো ভাইয়া। ❤

  • @altafmahamud6754
    @altafmahamud6754 2 года назад

    টুনু ভাই আপনার জন্য ভালবাসা অবিরাম

  • @ytshorts1m501
    @ytshorts1m501 2 года назад

    আমার অনেক বেশী ভাল লাগছে।।।।। খুব বেশী ভালো লাগার দুজন মানুষ কে এভাবেই চাচ্ছিলাম।।।। অনেক বেশী ভালাবাসা রইল আমার অনেক ভালো লাগার মানুষ দুটোর জন্য।

  • @aveshtamirza5788
    @aveshtamirza5788 2 года назад

    ভিন্ন স্বাদের কবিতা এবং আবৃত্তিতে আরেকটি নতুনত্বের অসাধারণ একটি পালক সংযোজন।

  • @Ariful.ik18
    @Ariful.ik18 2 года назад +1

    অসম্ভব সুন্দর কন্ঠ আপনার
    আর কথা গুলোও চিরন্তন সত্য সবার সাথেই মিলে যায়

  • @sushantachakraborty2623
    @sushantachakraborty2623 2 года назад

    কি সুন্দর! আনেকের জীবনের সাথে মিলে যায়।

  • @tanushrideb
    @tanushrideb 2 месяца назад

    ❤❤ osadharon...thik jeno nijer i moner katha

  • @kingshukroy4779
    @kingshukroy4779 Месяц назад

    দারুণ, অসাধারণ ❤

  • @asalmashasin
    @asalmashasin 2 года назад +1

    আপনার কণ্ঠ তো বরাবরই অসাধারণ
    কিন্তু এবার লেখাটাও Sonya আপু, খুব ভালো লাগলো
    এক ঝটকায় আমাদের প্রত্যেককেই নিজের কথা মনে করিয়ে দিল

    • @Mahbubur_Rahman_Tunu
      @Mahbubur_Rahman_Tunu  2 года назад

      সোনিয়া যেমন বলেন, তেমনই লেখেন। উনি অনবদ্য।

  • @lutfunnahar691
    @lutfunnahar691 2 года назад

    কন্ঠ শুনেই পাগল আমি,,

  • @popiakther938
    @popiakther938 2 года назад

    কথা গুলো ভীষণ সত্য।

  • @saimakhan9914
    @saimakhan9914 Год назад

    কেন বলি নিজের জন্য বলি লেখা ও আবৃওি দুটোই অসাধারন❣️

  • @sttold6154
    @sttold6154 2 года назад

    Sonia apu ato sundor kobitaw lekhe jantam na

  • @nazmul-hasan-naim
    @nazmul-hasan-naim 2 года назад +1

    ভালোবাসার আরেক নাম টুনু ভাই

  • @shohagmiah3168
    @shohagmiah3168 2 года назад +1

    সোনিয়া অাপু এত সুন্দর লেখক আগে জানা ছিলো না। আর টুনু ভাই তো সবসময়ই সেরা।💙🖤

  • @sakibhasan7288
    @sakibhasan7288 Месяц назад

    মাশাআল্লাহ ❤

  • @Neongamingp2i
    @Neongamingp2i Год назад

    অসাধারণ সুন্দর কন্ঠ আপনার।ভালো লাগলো।

  • @moshiurrahman7131
    @moshiurrahman7131 2 года назад

    অসাধারণ আবৃত্তি শুভকামনা রইল

  • @papiyabiswas7568
    @papiyabiswas7568 2 года назад

    কথা গুলো অপূর্ব চরম সত্যি

  • @sumansubhan
    @sumansubhan 2 года назад +1

    চমৎকার। খুব ভালো লাগলো টুনু।

  • @rubinaparvin9693
    @rubinaparvin9693 2 года назад

    Masahalla onk sundor Gola apnar, jotno Kora rakban

  • @m.hasanriyad1751
    @m.hasanriyad1751 9 месяцев назад

    এক কথায় অনবদ্য ভাই🥰

  • @smmusic3884
    @smmusic3884 2 года назад +1

    তোমার আবৃত্তি আমাকে মুগ্ধ করেছে

  • @MdAbdalAhmed-l5p
    @MdAbdalAhmed-l5p 5 месяцев назад

    কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি 😢

  • @arifumairapon
    @arifumairapon 2 года назад +1

    বরাবরই আপনার আবৃত্তিতে মুগ্ধ আমি🥰

  • @pakhikhatun4981
    @pakhikhatun4981 Год назад

    তোমার উদাসীন চেহারা আমার খুব ভালো লাগে 💕

  • @myplatform7295
    @myplatform7295 2 года назад

    ভাই এই কণ্ঠ যাদুকরী। ভালবাসা রইল অনেক।

  • @m.r.mtayefmizan9313
    @m.r.mtayefmizan9313 2 года назад

    অসাধারণ প্রিয়

  • @sohaghosen8767
    @sohaghosen8767 2 года назад

    কথা গুলো সত্যিই অসাধারণ।

  • @sreesubornosharmasumon865
    @sreesubornosharmasumon865 2 года назад

    আপনার কণ্ঠে কবিতা শুনে মুগ্ধ হলাম .....

  • @joycosmatic7793
    @joycosmatic7793 2 года назад +1

    ভাই আপনার কন্ঠ শুনলে মনটা উদাসীন হয়ে যায়।
    লাভ ইউ ভাই

  • @rony3903
    @rony3903 2 года назад

    Kotha gulo khati sotti kotha

  • @animeshhazra3116
    @animeshhazra3116 Год назад

    ❤❤❤❤❤❤
    অসাধারণ

  • @sanjibshibu8547
    @sanjibshibu8547 2 года назад +2

    অসাধারণ আবৃত্তি...! অফুরন্ত ভালোবাসা রইলো ❤️

  • @MsiShuvoBhuiyan
    @MsiShuvoBhuiyan 2 года назад

    কবিতা আগ্রহ পায় আপনার কন্ঠ শুনে।

  • @proshantodatta750
    @proshantodatta750 2 года назад

    ভাই আপনি বস ভাই। নিজেকে খুজে পাই আপনার সৃষ্টিতে।

  • @richisstory11323
    @richisstory11323 2 года назад +1

    প্রিয় কবি, ঈদ মোবারক

  • @jakariamahmud1
    @jakariamahmud1 2 года назад

    আবৃত্তি অসাধারণ ছিলো।

  • @dorothygomes4654
    @dorothygomes4654 2 года назад

    Ekdom thik ..

  • @imranhossain65155
    @imranhossain65155 2 года назад

    টুনু ভাইএর৷৷ মধুর কন্ঠে কবিতা সুনলেই কোথায় যে হারিয়ে জায় মন। কি মধুর কন্ঠ ভাই লাভ ইউ❤️❤️❤️❤️❤️

  • @smmusic3884
    @smmusic3884 2 года назад +1

    আজ তোমার সারাটা দিন শুনছি তোমার আবৃত্তি

  • @hasnakhatun7265
    @hasnakhatun7265 Год назад

    অসাধারণ

  • @asharulofficial
    @asharulofficial 2 года назад

    অসাধারণ কণ্ঠ ভাইয়া।

  • @jmcejoy3068
    @jmcejoy3068 2 года назад

    কেন এত ভালো লাগে আপনার কথা গুলো

  • @mdshorif7237
    @mdshorif7237 2 года назад +1

    আপনার কন্ঠ অনেক সুন্দর জাদু আছে

  • @almamun4701hg
    @almamun4701hg Год назад +1

    আপনার ভিডিও গুলা অনেক ভালো লাগে। কবিতা আরো বেশি সুন্দর।। আর যারা কবিতা ও বই পড়তে ভালোবাসেন তাদের চিন্তা চেতনা ও মন ভালো হয় বলে মনে করি❤️❤️❤️

  • @YASOTG
    @YASOTG 2 года назад +1

    ঈদ মোবারক ভাই। অসাধারণ ভাই । দোয়া করি ভাই আপনি যেন সুস্থ থাকেন আর আমাদের জন্য আরও সুন্দর কিছু করতে পারেন💖❤️

  • @ArafinJuthy.
    @ArafinJuthy. 2 года назад +4

    আসলেই আমি নেই, প্রোফাইল পিকে আমি নেই, বা তোমার ফোনের নাম্বারে আমার নাম্বার বা একটা পিক ও ত নেই তোমার ফোনে। এ নিয়ে আমার আফসোস নেই, রাগ অভিমান করার সময়টা পার করে এসেছি আর এখন নেই তাতে কেমন জানি সস্তি অনুভব লাগে, অনুভূতি গুলো তীব্র হচ্ছে তোমার অনুপস্থিতে তবু্ও তোমাকে চাওয়ার জন্য না, এ এক দুরত্বে ভালো থাকা তোমার আর আমার। তুমি ভালো থেকো, এটা সব সময় চেয়ে যাই।

  • @jewelkhan7420
    @jewelkhan7420 Год назад

    দারুন টুনু ভাই

  • @hasinakhatun7613
    @hasinakhatun7613 2 года назад +1

    Hmm ta sotti,,

  • @voiceofshishir5685
    @voiceofshishir5685 2 года назад

    চমৎকার

  • @cstapon8267
    @cstapon8267 2 года назад

    বন্ধু..অনেক ভাল লাগে তোর আবৃত্তি❤️❤️

  • @ismamsafi7373
    @ismamsafi7373 10 месяцев назад

    এতো ফার্স্ট কেনো আবৃত্তি?

  • @samihasamiha
    @samihasamiha 2 года назад

    Darun

  • @uchaasroy
    @uchaasroy 2 года назад +1

    অপূর্ব ❤🌿

  • @missbarisailla8158
    @missbarisailla8158 2 года назад

    কি সুন্দর ইস
    সব গুলা সত্যি কথা🥰🥰

    • @Mahbubur_Rahman_Tunu
      @Mahbubur_Rahman_Tunu  2 года назад

      বরশাইল্লা আফা দাওয়াত দেন!
      এখনো বরিশাল দেখা হলো নাহ 😪

  • @soikot_the_travel_freak
    @soikot_the_travel_freak 2 года назад

    Love you.. Baiya

  • @MuntarinMuntaha
    @MuntarinMuntaha 2 года назад

    আমি সোনিয়া আপুর ভিডিওগুলো দেখি অনেক সুন্দর উপস্থাপনা করেন। কিন্তু এক সুন্দর যে তিনি লিখতেও পারের তা আজ শুনলাম। আর টুনু দাদা তো আমার অনুপ্রেরণা। আমিও টুনু দাদার কন্ঠের কয়েকটি কবিতা নিজের কন্ঠে করার চেষ্টা করেছি।
    দোয়া রাখবেন আমার জন্যে। দাওয়াত রইল আপনাদের, আমি আপনাদের ছোট্ট বোন আমার চ্যানেল এ একবার উঁকি দেবার জন্যে।
    শুভ কামনা দাদা। ভাল ধাকবেন সবাই।

  • @diponroy3690
    @diponroy3690 7 месяцев назад

    ভাই এত সুন্দর ভয়েস কেন আপনার ❤️💥

  • @baulbulbul
    @baulbulbul 2 года назад +1

    মানুষ ক্যান যে আবুল তাবুল গান বাজনা ভাইরাল করে নিজেরাই শুনে😔
    এতো সুন্দর মনরম অনাবৃতি সৃষ্টি রেখে ❣️
    ভালবাসা রইলো সৃষ্টি কারীদের প্রতি 🙏❣️

  • @almahmud5066
    @almahmud5066 2 года назад

    ঈদ মোবারক।।।

  • @alixalix9340
    @alixalix9340 2 года назад

    আই চির চেনা ভয়েস এর অপেক্ষায় থাকি 🙂🥰🥰🥰🥰🌹

  • @rajibrahaman73
    @rajibrahaman73 2 года назад

    কান পেতে শুনি না। অন্তর দিয়ে অনুভব করি

  • @shahriyarahmed7033
    @shahriyarahmed7033 2 года назад

    অসম্ভব সুন্দর

  • @nazmulhaque2834
    @nazmulhaque2834 2 года назад

    অসম্ভব সুন্দর 🥰🥰

  • @shimuladrik3322
    @shimuladrik3322 2 года назад

    অসাধারণ 👌

  • @Dayal14chandra-vb2dw
    @Dayal14chandra-vb2dw 9 месяцев назад

    আমি খুব একা

  • @silpiray6391
    @silpiray6391 2 года назад

    অসাধারণ 🖤

  • @mohammadneamul9470
    @mohammadneamul9470 2 года назад +1

    দাদা আমি আপনার কণ্ঠের ফ্যান হয়েগেছি। 💜

  • @Atongmorotbd
    @Atongmorotbd 7 месяцев назад

    ❤️🥀

  • @halfgirlfriends917
    @halfgirlfriends917 2 года назад +1

    ভাই আবার ও প্রেমে গেলাম
    কোনো মেয়ের না
    আপনার কন্ঠের 🥰🥰

  • @kamrulhasan8968
    @kamrulhasan8968 2 года назад

    Love you vai,😍😍😍

  • @jakirhasan9450
    @jakirhasan9450 2 года назад

    Right

  • @adritaritu6158
    @adritaritu6158 2 года назад

    Ur voice ❤️

  • @moyuriaktermim7
    @moyuriaktermim7 2 года назад

    এত্তো সুন্দর 🌺🌺🌺

  • @mainulrifat6111
    @mainulrifat6111 2 года назад

    Vai Sena shoping complex dekhlam sathe sritisodh....asa kori er e ase pase kothao hoyto thaken...r seta hole apnar sathe dekha korar iccha royeche probol....

  • @mgshakil750
    @mgshakil750 2 года назад

    🖤🖤

  • @smmusic3884
    @smmusic3884 2 года назад +1

    Love you

  • @art_by_kutub7677
    @art_by_kutub7677 2 года назад

    ♥️

  • @kanizfatema8227
    @kanizfatema8227 2 года назад +1

    সেই প্রমথ আপনার কন্ঠ স্বর যেদিন শুনেছিলাম সে দিনের পর ওই মুগ্ধতা আপনার আবৃত্তি থেকে আর সরে যায়নি ❤️
    এরকম কন্ঠস্বর বোধহয় আর শুনিনি ভিষণ প্রিয়। এই স্বর যেনো সৃষ্টিকর্তা আবৃত্তি করবার জন্যই দিয়েছেন🖤
    ভালোবাসা নিবেন টুনু ভাইয়া ❤️

  • @RajDip-u5d
    @RajDip-u5d 9 месяцев назад

    😢😢❤

  • @nazmul-hasan-naim
    @nazmul-hasan-naim 2 года назад +1

    তোমারে ঘন্টা খানেক জড়ায় ধইরা বইসা থাকতে পারতাম, দুনিয়ার সব চিন্তা ছাইড়া!❤️

  • @tanmoyraypintu1117
    @tanmoyraypintu1117 2 года назад +1

    ❤️❤️❤️

  • @SRsatron
    @SRsatron 2 года назад

    অনেক সুন্দর আবৃত্তি।।
    কবি কে? আপনি নিজেই।।
    অসাধারণ।। Su....k.....ne....

  • @নীহারিকা২৫
    @নীহারিকা২৫ 2 года назад

    nice

  • @Shaluk1431
    @Shaluk1431 2 года назад

    আর প্রফাইল পিকচারের ছবিটাকেই মানুষ চায়। বাস্তবে দেখে ঘৃণা করে তারা আমায়

  • @nazminnoor3417
    @nazminnoor3417 2 года назад

    অসম্ভব সুন্দর কণ্ঠ,
    কবিতার প্রতিটি শব্দ জীবনে মিশে যায় মনে হয়!
    লেখিকার চিন্তাশক্তি দারুন!
    এই কবিতা উপস্থাপনে জড়িত সকল এর অনুমতি নিতে চাই! আমি কবিতার কথা গুলো আমার প্রোফাইল এ ব্যবহার করতে চাই!
    একটা প্রতিউত্তর দেবেন প্লিজ!

    • @Mahbubur_Rahman_Tunu
      @Mahbubur_Rahman_Tunu  2 года назад

      কবির নামসহ নিশ্চয়ই ব্যবহার করতে পারেন।

  • @moonrozario8899
    @moonrozario8899 2 года назад

    হা হা