ঈদ মোবারক!!! ভালোবাসা সবাইকে। সবার ঈদ সুন্দর কাটুক। লেখাটি যারা পাঠ করতে চান, তাদের জন্য এখানে দিয়ে দিলাম। আমার কাজগুলো যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বাংলা কবিতার প্রমিত চর্চার পাশে থাকুন। 🙂 তুমি প্রোফাইল পিকচারে যাকে দেখো, সে আমি নই। খেয়াল করে দেখো, ওই ছবিতে খুঁত নেই কোথাও। ওই ছবিটা সুন্দর! দশটা ছবি তোলার পরে সবচেয়ে সেরাটা যায় প্রোফাইলে। ওটাতে চোখের নিচের অর্ধ ডজন ভাঁজ নেই, নেই দেড় ইঞ্চি জুড়ে থাকা ডার্ক সার্কেল, কিংবা মুখের এখানে সেখানে থাকা ব্রণের দাগ। তুমি বলো, ওসব ছাড়া মানুষ হয় নাকি? প্রোফাইলে টাঙ্গানো ছবিটা চুলে শ্যাম্পু করার পর তোলা। বাস্তবে প্রতিদিন চুলে শ্যাম্পু করা থাকে না। বাস্তবে বেশিরভাগ সময় মাথায় কাকের বাসা হয়। মজা করে বলছি না, অমন অপরিপাটি চুল নিয়ে কোথাও কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকলে কাক এসে ডিম পেড়ে যেতেও পারে! ঠোঁটের কোণের চিলতে হাসি বাস্তবে সবসময় থাকে না। কপালে বিরক্তির ভাঁজ থাকে। চোখেমুখে বিতৃষ্ণার ছাপ থাকে। ঠোঁটে ফেটে যাওয়া দাগ থাকে। হাতে পায়ে রুক্ষতার ছাঁট থাকে। গায়ে ঘামে ভেজা কাপড় থাকে। গর্তে ঢুকে যাওয়া চোখে নানান কাজের চাপ থাকে; থাকে সেই অপ্রাপ্তির গল্পটা যেটা তুমি প্রোফাইল পিকচারে ধরতে পারো না। বিশ্বাস করো, প্রোফাইলের হাসিখুশি মানুষটাকে বাস্তবে দেখলে তুমি ভয়ও পেয়ে যেতে পারো। মনে হতে পারে যুদ্ধ কবলিত কোনো এলাকা থেকে আগত কেউ একজন। মনে হতে পারে দুর্ভিক্ষ কবলিত এলাকায় জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো কেউ একজন। মনে হতে পারে যাকে তুমি দেখেছ এ সে নয়; অন্য কেউ। প্রোফাইল পিকচার এমন এক মিথ্যে কথা যা আমরা সবাই বলি। কেন বলি? নিজের জন্য বলি। জীবনের যাঁতাকলে পিষ্ট প্রত্যেকটা মানুষ একটু সময়ের জন্য হলেও নিজেকে সুখী-সুন্দর দেখতে চায়। সুখী-সুন্দর মুখ দেখতে সবার ভালো লাগে। মনোবিজ্ঞানীরা বলেন, সুন্দর জামা-কাপড় পরে থাকলে, মানুষের আত্মবিশ্বাস বাড়ে, মন ভালো থাকে। আমরা সবাই নিজেদের মন ভালো রাখতে চাই। মিথ্যে করে হলেও চাই। নির্দিষ্ট কাউকে ঠকানোর উদ্দেশ্য না থাকলে এই চাওয়াতে দোষ দেখি না। তুমি যেন আবার ওই ছবি দেখে আমাকে বিচার করো না! ওই ছবিতে আমাকে যতটা সুন্দর দেখায়, বাস্তবে আমি তার ধারে কাছেও নই। ওই ছবি দেখে ক্রাশ পর্যন্ত ঠিক আছে। ভুলেও ছবি দেখে আমাকে আবার ভালোবেসে ফেলো না। ফেঁসে যাবে, একদম ফেঁসে যাবে! লেখা • Khadizatul Kobra Sonya
শূণ্য আমার পাশেই তোমার আয়োজন থাকার কথা ছিলো, তোমার জন্য ব্যস্ত হওয়া মানুষটি আজ শূন্য বলেই তোমার নির্ভেজাল চলে যাওয়ার আয়োজন। তাইতো, ভালো থাকো বলে চলে গেলে। আমি ভালো আছি বুকের বা পাশের অসুকটার সাথে।
আসলেই আমি নেই, প্রোফাইল পিকে আমি নেই, বা তোমার ফোনের নাম্বারে আমার নাম্বার বা একটা পিক ও ত নেই তোমার ফোনে। এ নিয়ে আমার আফসোস নেই, রাগ অভিমান করার সময়টা পার করে এসেছি আর এখন নেই তাতে কেমন জানি সস্তি অনুভব লাগে, অনুভূতি গুলো তীব্র হচ্ছে তোমার অনুপস্থিতে তবু্ও তোমাকে চাওয়ার জন্য না, এ এক দুরত্বে ভালো থাকা তোমার আর আমার। তুমি ভালো থেকো, এটা সব সময় চেয়ে যাই।
আমি সোনিয়া আপুর ভিডিওগুলো দেখি অনেক সুন্দর উপস্থাপনা করেন। কিন্তু এক সুন্দর যে তিনি লিখতেও পারের তা আজ শুনলাম। আর টুনু দাদা তো আমার অনুপ্রেরণা। আমিও টুনু দাদার কন্ঠের কয়েকটি কবিতা নিজের কন্ঠে করার চেষ্টা করেছি। দোয়া রাখবেন আমার জন্যে। দাওয়াত রইল আপনাদের, আমি আপনাদের ছোট্ট বোন আমার চ্যানেল এ একবার উঁকি দেবার জন্যে। শুভ কামনা দাদা। ভাল ধাকবেন সবাই।
Vai Sena shoping complex dekhlam sathe sritisodh....asa kori er e ase pase kothao hoyto thaken...r seta hole apnar sathe dekha korar iccha royeche probol....
অসম্ভব সুন্দর কণ্ঠ, কবিতার প্রতিটি শব্দ জীবনে মিশে যায় মনে হয়! লেখিকার চিন্তাশক্তি দারুন! এই কবিতা উপস্থাপনে জড়িত সকল এর অনুমতি নিতে চাই! আমি কবিতার কথা গুলো আমার প্রোফাইল এ ব্যবহার করতে চাই! একটা প্রতিউত্তর দেবেন প্লিজ!
ঈদ মোবারক!!!
ভালোবাসা সবাইকে। সবার ঈদ সুন্দর কাটুক। লেখাটি যারা পাঠ করতে চান, তাদের জন্য এখানে দিয়ে দিলাম। আমার কাজগুলো যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বাংলা কবিতার প্রমিত চর্চার পাশে থাকুন। 🙂
তুমি প্রোফাইল পিকচারে যাকে দেখো, সে আমি নই। খেয়াল করে দেখো, ওই ছবিতে খুঁত নেই কোথাও। ওই ছবিটা সুন্দর! দশটা ছবি তোলার পরে সবচেয়ে সেরাটা যায় প্রোফাইলে। ওটাতে চোখের নিচের অর্ধ ডজন ভাঁজ নেই, নেই দেড় ইঞ্চি জুড়ে থাকা ডার্ক সার্কেল, কিংবা মুখের এখানে সেখানে থাকা ব্রণের দাগ। তুমি বলো, ওসব ছাড়া মানুষ হয় নাকি?
প্রোফাইলে টাঙ্গানো ছবিটা চুলে শ্যাম্পু করার পর তোলা। বাস্তবে প্রতিদিন চুলে শ্যাম্পু করা থাকে না। বাস্তবে বেশিরভাগ সময় মাথায় কাকের বাসা হয়। মজা করে বলছি না, অমন অপরিপাটি চুল নিয়ে কোথাও কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকলে কাক এসে ডিম পেড়ে যেতেও পারে!
ঠোঁটের কোণের চিলতে হাসি বাস্তবে সবসময় থাকে না। কপালে বিরক্তির ভাঁজ থাকে। চোখেমুখে বিতৃষ্ণার ছাপ থাকে। ঠোঁটে ফেটে যাওয়া দাগ থাকে। হাতে পায়ে রুক্ষতার ছাঁট থাকে। গায়ে ঘামে ভেজা কাপড় থাকে। গর্তে ঢুকে যাওয়া চোখে নানান কাজের চাপ থাকে; থাকে সেই অপ্রাপ্তির গল্পটা যেটা তুমি প্রোফাইল পিকচারে ধরতে পারো না।
বিশ্বাস করো, প্রোফাইলের হাসিখুশি মানুষটাকে বাস্তবে দেখলে তুমি ভয়ও পেয়ে যেতে পারো। মনে হতে পারে যুদ্ধ কবলিত কোনো এলাকা থেকে আগত কেউ একজন। মনে হতে পারে দুর্ভিক্ষ কবলিত এলাকায় জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো কেউ একজন। মনে হতে পারে যাকে তুমি দেখেছ এ সে নয়; অন্য কেউ।
প্রোফাইল পিকচার এমন এক মিথ্যে কথা যা আমরা সবাই বলি। কেন বলি? নিজের জন্য বলি। জীবনের যাঁতাকলে পিষ্ট প্রত্যেকটা মানুষ একটু সময়ের জন্য হলেও নিজেকে সুখী-সুন্দর দেখতে চায়। সুখী-সুন্দর মুখ দেখতে সবার ভালো লাগে। মনোবিজ্ঞানীরা বলেন, সুন্দর জামা-কাপড় পরে থাকলে, মানুষের আত্মবিশ্বাস বাড়ে, মন ভালো থাকে। আমরা সবাই নিজেদের মন ভালো রাখতে চাই। মিথ্যে করে হলেও চাই। নির্দিষ্ট কাউকে ঠকানোর উদ্দেশ্য না থাকলে এই চাওয়াতে দোষ দেখি না।
তুমি যেন আবার ওই ছবি দেখে আমাকে বিচার করো না! ওই ছবিতে আমাকে যতটা সুন্দর দেখায়, বাস্তবে আমি তার ধারে কাছেও নই। ওই ছবি দেখে ক্রাশ পর্যন্ত ঠিক আছে। ভুলেও ছবি দেখে আমাকে আবার ভালোবেসে ফেলো না। ফেঁসে যাবে, একদম ফেঁসে যাবে!
লেখা • Khadizatul Kobra Sonya
অসাধারণ।।।।।।
অসম্ভব সুন্দর ভাই 💖💝🖤
আমি কিছু কবিতা লিখেছি।আপনি পড়ে দেখতে পারেন ভাইয়া, আপনার পছন্দ হলে আবৃত্তি করবেন।
কিন্তু, আপনাকে পাঠাবো কীভাবে!
আমি আবৃত্তি করতে চাই কবিতাটি 💚
Khadizatul kobra sonya ভালো লিখেছো👍, আর তোমার কন্টেন্ট গুলোও ভালো হয়।
এদিকে ভাইয়ার কবিতা আবৃত্তি অসাধারণ ♥
কী সুন্দর কণ্ঠ আপনার! ♥
লেখাও সুন্দর
আপনি কী লেখক?
আশা করি আপনার লেখা কবিতার যথাযথ আবৃত্তি করেছেন, প্রিয় টুনু ভাই।
আপনিও লেখান ভালই
কি সুন্দর লেখা আপনার! ❤️
মাশাআল্লাহ অসাধারণ আবৃত্তি, কত সুন্দর কন্ঠ আল্লাহর দেয়া এক বড়ো নেয়ামত।
খাদিজা আপু বরাবরই আমার ভীষন প্রিয় একজন মানুষ। এখন আপনার কন্ঠ শুনে বিমোহিত হয়ে গেলাম। কতো গুণী মানুষ আপনারা। অনেক শুভকামনা।
অসাধারণ।
খুব সুন্দর করে বলেন আপনি।
নিথর লেখাতে এত আবেগ দিয়ে কি চমৎকার ভাবে প্রাণের সঞ্চার করেছেন। অসাধারণ
ধন্যবাদ অফুরান। সুন্দর বাঁচুন।
এই কন্ঠের প্রেমে আমি হাজার বার মোহিত হই
অনেজ সুন্দর আবৃত্তি। বারবার শুনতে ইচ্ছে হয়।
যদি কখনো সম্ভব হয় আপনার সাথে দেখা করার।
অসম্ভব ভালো লাগে।
শুভ কামনা রইলো আপনার জন্য।। ভাইজান
অসম্ভব সুন্দর আবৃতি
ধন্যবাদ স্যার🤍
শূণ্য আমার পাশেই তোমার আয়োজন থাকার কথা ছিলো, তোমার জন্য ব্যস্ত হওয়া মানুষটি আজ শূন্য বলেই তোমার নির্ভেজাল চলে যাওয়ার আয়োজন। তাইতো, ভালো থাকো বলে চলে গেলে। আমি ভালো আছি বুকের বা পাশের অসুকটার সাথে।
মিথ্যে করে হলেও ভালো থাকতে চাই🙂লাইনগুলো+আবৃত্তি খুবই সেরা🥰🥰🥰
" নিদারুণ "
অনেক অনেক শুভ কামনা ও দোয়া রইলো ভাইয়া। ❤
টুনু ভাই আপনার জন্য ভালবাসা অবিরাম
আমার অনেক বেশী ভাল লাগছে।।।।। খুব বেশী ভালো লাগার দুজন মানুষ কে এভাবেই চাচ্ছিলাম।।।। অনেক বেশী ভালাবাসা রইল আমার অনেক ভালো লাগার মানুষ দুটোর জন্য।
ভিন্ন স্বাদের কবিতা এবং আবৃত্তিতে আরেকটি নতুনত্বের অসাধারণ একটি পালক সংযোজন।
অসম্ভব সুন্দর কন্ঠ আপনার
আর কথা গুলোও চিরন্তন সত্য সবার সাথেই মিলে যায়
কি সুন্দর! আনেকের জীবনের সাথে মিলে যায়।
❤❤ osadharon...thik jeno nijer i moner katha
দারুণ, অসাধারণ ❤
আপনার কণ্ঠ তো বরাবরই অসাধারণ
কিন্তু এবার লেখাটাও Sonya আপু, খুব ভালো লাগলো
এক ঝটকায় আমাদের প্রত্যেককেই নিজের কথা মনে করিয়ে দিল
সোনিয়া যেমন বলেন, তেমনই লেখেন। উনি অনবদ্য।
কন্ঠ শুনেই পাগল আমি,,
কথা গুলো ভীষণ সত্য।
কেন বলি নিজের জন্য বলি লেখা ও আবৃওি দুটোই অসাধারন❣️
Sonia apu ato sundor kobitaw lekhe jantam na
ভালোবাসার আরেক নাম টুনু ভাই
সোনিয়া অাপু এত সুন্দর লেখক আগে জানা ছিলো না। আর টুনু ভাই তো সবসময়ই সেরা।💙🖤
মাশাআল্লাহ ❤
অসাধারণ সুন্দর কন্ঠ আপনার।ভালো লাগলো।
অফুরন্ত ধন্যবাদ।
অসাধারণ আবৃত্তি শুভকামনা রইল
কথা গুলো অপূর্ব চরম সত্যি
চমৎকার। খুব ভালো লাগলো টুনু।
Masahalla onk sundor Gola apnar, jotno Kora rakban
এক কথায় অনবদ্য ভাই🥰
তোমার আবৃত্তি আমাকে মুগ্ধ করেছে
কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি 😢
বরাবরই আপনার আবৃত্তিতে মুগ্ধ আমি🥰
তোমার উদাসীন চেহারা আমার খুব ভালো লাগে 💕
ভাই এই কণ্ঠ যাদুকরী। ভালবাসা রইল অনেক।
অসাধারণ প্রিয়
কথা গুলো সত্যিই অসাধারণ।
আপনার কণ্ঠে কবিতা শুনে মুগ্ধ হলাম .....
ভাই আপনার কন্ঠ শুনলে মনটা উদাসীন হয়ে যায়।
লাভ ইউ ভাই
Kotha gulo khati sotti kotha
❤❤❤❤❤❤
অসাধারণ
অসাধারণ আবৃত্তি...! অফুরন্ত ভালোবাসা রইলো ❤️
কবিতা আগ্রহ পায় আপনার কন্ঠ শুনে।
ভাই আপনি বস ভাই। নিজেকে খুজে পাই আপনার সৃষ্টিতে।
প্রিয় কবি, ঈদ মোবারক
আবৃত্তি অসাধারণ ছিলো।
Ekdom thik ..
টুনু ভাইএর৷৷ মধুর কন্ঠে কবিতা সুনলেই কোথায় যে হারিয়ে জায় মন। কি মধুর কন্ঠ ভাই লাভ ইউ❤️❤️❤️❤️❤️
♥♥
আজ তোমার সারাটা দিন শুনছি তোমার আবৃত্তি
অসাধারণ
অসাধারণ কণ্ঠ ভাইয়া।
কেন এত ভালো লাগে আপনার কথা গুলো
আপনার কন্ঠ অনেক সুন্দর জাদু আছে
আপনার ভিডিও গুলা অনেক ভালো লাগে। কবিতা আরো বেশি সুন্দর।। আর যারা কবিতা ও বই পড়তে ভালোবাসেন তাদের চিন্তা চেতনা ও মন ভালো হয় বলে মনে করি❤️❤️❤️
ঈদ মোবারক ভাই। অসাধারণ ভাই । দোয়া করি ভাই আপনি যেন সুস্থ থাকেন আর আমাদের জন্য আরও সুন্দর কিছু করতে পারেন💖❤️
আসলেই আমি নেই, প্রোফাইল পিকে আমি নেই, বা তোমার ফোনের নাম্বারে আমার নাম্বার বা একটা পিক ও ত নেই তোমার ফোনে। এ নিয়ে আমার আফসোস নেই, রাগ অভিমান করার সময়টা পার করে এসেছি আর এখন নেই তাতে কেমন জানি সস্তি অনুভব লাগে, অনুভূতি গুলো তীব্র হচ্ছে তোমার অনুপস্থিতে তবু্ও তোমাকে চাওয়ার জন্য না, এ এক দুরত্বে ভালো থাকা তোমার আর আমার। তুমি ভালো থেকো, এটা সব সময় চেয়ে যাই।
দারুন টুনু ভাই
Hmm ta sotti,,
চমৎকার
বন্ধু..অনেক ভাল লাগে তোর আবৃত্তি❤️❤️
এতো ফার্স্ট কেনো আবৃত্তি?
Darun
অপূর্ব ❤🌿
কি সুন্দর ইস
সব গুলা সত্যি কথা🥰🥰
বরশাইল্লা আফা দাওয়াত দেন!
এখনো বরিশাল দেখা হলো নাহ 😪
Love you.. Baiya
আমি সোনিয়া আপুর ভিডিওগুলো দেখি অনেক সুন্দর উপস্থাপনা করেন। কিন্তু এক সুন্দর যে তিনি লিখতেও পারের তা আজ শুনলাম। আর টুনু দাদা তো আমার অনুপ্রেরণা। আমিও টুনু দাদার কন্ঠের কয়েকটি কবিতা নিজের কন্ঠে করার চেষ্টা করেছি।
দোয়া রাখবেন আমার জন্যে। দাওয়াত রইল আপনাদের, আমি আপনাদের ছোট্ট বোন আমার চ্যানেল এ একবার উঁকি দেবার জন্যে।
শুভ কামনা দাদা। ভাল ধাকবেন সবাই।
ভাই এত সুন্দর ভয়েস কেন আপনার ❤️💥
অনেক ধন্যবাদ
মানুষ ক্যান যে আবুল তাবুল গান বাজনা ভাইরাল করে নিজেরাই শুনে😔
এতো সুন্দর মনরম অনাবৃতি সৃষ্টি রেখে ❣️
ভালবাসা রইলো সৃষ্টি কারীদের প্রতি 🙏❣️
ঈদ মোবারক।।।
আই চির চেনা ভয়েস এর অপেক্ষায় থাকি 🙂🥰🥰🥰🥰🌹
কান পেতে শুনি না। অন্তর দিয়ে অনুভব করি
অসম্ভব সুন্দর
অসম্ভব সুন্দর 🥰🥰
অসাধারণ 👌
আমি খুব একা
অসাধারণ 🖤
দাদা আমি আপনার কণ্ঠের ফ্যান হয়েগেছি। 💜
❤️🥀
ভাই আবার ও প্রেমে গেলাম
কোনো মেয়ের না
আপনার কন্ঠের 🥰🥰
Love you vai,😍😍😍
Right
Ur voice ❤️
এত্তো সুন্দর 🌺🌺🌺
Vai Sena shoping complex dekhlam sathe sritisodh....asa kori er e ase pase kothao hoyto thaken...r seta hole apnar sathe dekha korar iccha royeche probol....
🖤🖤
Love you
♥️
সেই প্রমথ আপনার কন্ঠ স্বর যেদিন শুনেছিলাম সে দিনের পর ওই মুগ্ধতা আপনার আবৃত্তি থেকে আর সরে যায়নি ❤️
এরকম কন্ঠস্বর বোধহয় আর শুনিনি ভিষণ প্রিয়। এই স্বর যেনো সৃষ্টিকর্তা আবৃত্তি করবার জন্যই দিয়েছেন🖤
ভালোবাসা নিবেন টুনু ভাইয়া ❤️
ভালোবাসা ♥
😢😢❤
তোমারে ঘন্টা খানেক জড়ায় ধইরা বইসা থাকতে পারতাম, দুনিয়ার সব চিন্তা ছাইড়া!❤️
❤️❤️❤️
অনেক সুন্দর আবৃত্তি।।
কবি কে? আপনি নিজেই।।
অসাধারণ।। Su....k.....ne....
nice
আর প্রফাইল পিকচারের ছবিটাকেই মানুষ চায়। বাস্তবে দেখে ঘৃণা করে তারা আমায়
অসম্ভব সুন্দর কণ্ঠ,
কবিতার প্রতিটি শব্দ জীবনে মিশে যায় মনে হয়!
লেখিকার চিন্তাশক্তি দারুন!
এই কবিতা উপস্থাপনে জড়িত সকল এর অনুমতি নিতে চাই! আমি কবিতার কথা গুলো আমার প্রোফাইল এ ব্যবহার করতে চাই!
একটা প্রতিউত্তর দেবেন প্লিজ!
কবির নামসহ নিশ্চয়ই ব্যবহার করতে পারেন।
হা হা