অলৌকিক গল্প সমগ্র • শরদিন্দু বন্দ্যোপাধ্যায় • Book Review • Sunday Suspense • Mirchi Bangla
HTML-код
- Опубликовано: 21 ноя 2024
- অলৌকিক গল্প সমগ্র • শরদিন্দু বন্দ্যোপাধ্যায় • Book Review • Sunday Suspense • Mirchi Bangla
#transcreation #shortvideos #educationalvideo #funny #poemrecitation #sarkarihospital #motivation #viralvideos #books #bookreading #bookreview
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সমস্ত অলৌকিক, ভৌতিক এবং রহস্য গল্পের ভেতরে পাওয়া কিছু দারুণ উক্তি একত্রিত করলাম। প্রতিটি উক্তির পাশে উৎস-গল্পের নাম দিয়ে দিলাম।👇
১) শহরের প্রাণ হচ্ছে তার রাস্তাঘাট। (অন্ধকারে)
২) স্বল্পা বিদ্যা ভয়ঙ্করী। (অশরীরী)
৩) আত্মবিশ্বাসের যেখানে অভাব, সেইখানেই দেবতার জন্ম। মানুষ সহজ অবস্থায় ভূত-প্রেত উপদেবতা, এমনকি দেবতা পর্যন্ত বিশ্বাস করিতে পারে না; ওসব বিশ্বাস করিতে হইলে রীতিমতো মস্তিষ্কের ব্যাধি থাকা চাই। (অশরীরী)
৪) যাহা দেখিতে পাওয়া যায় না তাহাই কি মিথ্যা! বাতাস দেখিতে পাই না, বাতাস কি মিথ্যা? শুনিয়াছি এক প্রকার গ্যাস আছে যাহা গন্ধহীন ও অদৃশ্য, অথচ তাহা আঘ্রাণ করিলে মানুষ মরিয়া যায়। সে গ্যাস কি মিথ্যা? (অশরীরী)
৫) শব্দের যেমন প্রতিধ্বনি আছে, তেমনি বাস্তব ঘটনারও প্রতিধ্বনি থাকতে পারে না কি? প্রতিধ্বনি না বলে তাকে প্রতিবিম্বও বলতে পারো --- ব্যাপারটা মূলে একই। (প্রতিধ্বনি)
৬) যাদের পেটে ময়লা যত বেশি তারা ঠাকুরের মন্দিরে তত বেশি পূজা পাঠালো। (নিরুত্তর)
৭) পুরুষের মন সংসার ধর্মে আকৃষ্ট করার পক্ষে বিবাহই সর্বোৎকৃষ্ট মুষ্টিযোগ। (শূন্য শুধু শূন্য নয়)
৮) ভূতে মানুষের ঘাড় মটকায় এ কথা নিতান্ত অশ্রদ্ধেয়। (শূন্য শুধু শূন্য নয়)
৯) লজ্জা বোধ করি স্ত্রী লোকের দেহ চেতনার অভিব্যক্তি। (শূন্য শুধু শূন্য নয়)
১০) মারাঠীরা গান ভালোবাসে, ফুল ভালোবাসে এবং বাইসাইকেল চড়িতে ভালোবাসে। (মধু-মালতী)
১১) সাঁতার কাটা এবং সাইকেল চড়া মানুষ ভোলে না। (মধু-মালতী)
১২) মারাঠীরা যাহাকে খাতির করে তাহাকে কাকা বলিয়া ডাকে, কিন্তু সকলকেই তুমি বলে। (মধু-মালতী)
১৩) মারাঠীরা রাত্রি দশটার মধ্যে সব ঘুমিয়ে পড়ে। (মধু-মালতী)
১৪) যৌবনের কাছে মানুষের সংঘবদ্ধ বিষয়বুদ্ধি পরাভূত হইয়াছে। (মধু-মালতী)
১৫) মানুষ কোনও দিন জীবনের কাছে মাথা হেঁট করে নাই, সে চিরদিন অপরাজিত। (মধু-মালতী)
১৬) মানুষের মনে অনেক পাপ। তাই ছদ্ম-সাধুতা তাহার সহজাত সংস্কার। (মায়া কুরঙ্গী)
১৭) ভারতবর্ষে যত জাত আছে তার মধ্যে গুজরাতিরাই বোধ হয় সব চেয়ে বড় মানুষ। টাকা রোজগারের এত ধান্দা মাড়বারিরাও জানে না। (সতী)
১৮) বড় বেশি সংসারী গুজরাতি মেয়েরা। (সতী)
১৯) গুজরাতিদের কিছু নেই, মাড়বারিদের মতো ঘর থেকে বেরিয়ে ওরা মধু সঞ্চয় করে। যে জাতের ঘরে খাবার আছে তারা বাইরে যায় না, বাঙালির মতো ঘরের মাটি কামড়ে পড়ে থাকে। মধু সঞ্চয় করতে পারে না। (সতী)
২০) গুজরাতি (মেয়েদের) জাতের ধাতই ঐ। চড়ুই পাখি যেমন বেশি উঁচুতে উড়তে পারে না, ওদের মন তেমনি মাটি থেকে বেশি উঁচুতে ওঠে না। (সতী)
২১) মানুষ যখন সমাজ গড়েছিল তখন কারাগারও গড়েছিল --- যতদিন একটা আছে ততদিন অন্যটাও থাকবে। (নীলকর)
২২) প্রেতাত্মাদের শরীর ধারণ করবার ক্ষমতা থাকলেও দৈহিক অনিষ্ট করবার ক্ষমতা বেশি নেই। (নীলকর)
২৩) যে পুকুরে মাছ নাই সে পুকুরে মাছ ধরা এবং যে বনে পাখি নাই সে বনে পাখি মারতে আসা একই কথা। (কালো মোরগ)
২৪) আমাদের দেশের পুলিশের কর্ম তৎপরতার কথা কাহারও অবিদিত নাই। যাহার বাড়িতে চুরি হইয়াছে পুলিশের জেরার ঠেলায় সে চোর বনিয়া যায়। তারপর কথায় কথায় থানায় দৌড়াদৌড়ি করিতে গৃহস্থের কালঘাম ছুটিতে থাকে। শেষ পর্যন্ত চোর অবশ্য ধরা পড়ে না এবং চোরাই মাল কোন বিচিত্র পথে কোথায় গিয়া উপনীত হয় তাহা নির্ণয় করা শিবেরও অসাধ্য। (নখদর্পণ)
২৫) বিপাকে পড়িলে বাঘ ফড়িং খায়। (নখদর্পণ)
২৬) মেয়েদের ঐ একটি গুণ আছে, তাহারা উঁচু-নিচু নির্বিশেষে সকল জাতের মেয়ের সঙ্গে মিশিতে পারে। পুরুষের সে গুণ নাই। (প্রত্নকেতকী)
২৭) মাটির গুণে মানুষ বীর হয়, মাটির দোষে কাপুরুষ হয়। (প্রত্নকেতকী)
২৮) মালকোষ সুরটা কিন্তু খাঁটি ভারতীয় সুর, তার আদি নাম মল্লকৌষিক। (মালকোষ)
২৯) ভয় পেলে মানুষ ঝোপে ঝোপে বাঘ দেখে। (পিছু পিছু চলে)
৩০) রাত-উপোসী হাতি টলে। (কামিনী)
Thanks To All...
Good video