সাইফুল আজমের ছাত্র ছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান | Bir Srestho Matiur Rahman | Labid Rahat

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 506

  • @rezwanchowdhury857
    @rezwanchowdhury857 11 месяцев назад +287

    বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আমার সুপারহিরো❤️.. তাঁর থেকে অনুপ্রাণিত হয়ে একসময় ফাইটার পাইলট হতে চাইতাম। ইন শা আল্লাহ, সামনের বছর এম.বি.বি.এস শেষ করে ডাক্তার হব...
    সাইফুল আজম স্যারের বীরত্বগাঁথা নিয়ে একটা ভিডিও দিয়েন ভাই...

    • @rayhanshakib1841
      @rayhanshakib1841 11 месяцев назад +16

      Doctor hoye gorib dukhi Manus gular jonno valo kaj koiren.... Onno doctor der moto dakat hoyen nah☺️ best of luck ❤

    • @rezwanchowdhury857
      @rezwanchowdhury857 11 месяцев назад

      @@rayhanshakib1841, কোন ডাক্তারকে কাছ থেকে না দেখে দয়া করে এমন কমেন্ট করবেন না। সব প্রফেশনেই ভালো-খারাপ থাকে কিন্ত সিংহভাগ ডাক্তার তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে বলেই আমার দেশের ধনী-গরিব চিকিৎসা সেবা পাচ্ছে।

    • @pantaenglish
      @pantaenglish 11 месяцев назад +9

      দোয়া রইল আপনার জন্য,
      আমি মতিউর রহমানের দেশের লোক, আপনার জন্য দোয়া করি,

    • @mdraisul88
      @mdraisul88 11 месяцев назад +5

      কোন মেডিকেল কলেজ ভাই?

    • @rezwanchowdhury857
      @rezwanchowdhury857 11 месяцев назад

      @@mdraisul88, Mymensingh Medical College..

  • @Ritu_Miah
    @Ritu_Miah 11 месяцев назад +84

    ছোটবেলা আমাদের বইয়ে ৭ জন বীরশ্রেষ্ঠের ইতিহাস খুবই সংক্ষিপ্ত ভাবে দেওয়া থাকতো । যেগুলো পড়ে আমার খুবই ইচ্ছা করতো বিস্তৃত ইতিহাস জানতে। ধন্যবাদ আপনাকে🎉

    • @ra2riyad887
      @ra2riyad887 6 месяцев назад

      হাস কাউকে বাচাতে সাতার কেটে মরলে হয় বীর শ্রেসঠ আর মুরগি সাতার কেটে মরেও বীরের উপাধি পায়না। বুঝছস তাহলে সেনারা কি হারামি? জানি বুঝস নাই 😂😂

  • @RupbanMatilal
    @RupbanMatilal 11 месяцев назад +42

    যতবার মুক্তিযুদ্ধের ইতিহাস শুনি ততোবারই শিহরিত হই।
    সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা!

  • @oprasongik
    @oprasongik 11 месяцев назад +27

    বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ছোটখাটো গ্রুপ গুলোর একজন সদস্য আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। মতিউর রহমানের থেকে ১৭ দিনের গেরিলা ট্রেনিং পেয়েছিলেন। এই মহান বীরশ্রেষ্ঠের বাড়ি আমার পাশের গ্রামেই। আল্লাহ উনার বিদেহী আত্মাকে শান্তি দান করে যেন, যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন।

    • @Firoz680
      @Firoz680 7 месяцев назад

      উনার কবরস্থান কোথায় আছে

    • @oprasongik
      @oprasongik 7 месяцев назад +1

      @@Firoz680 বর্তমানে নরসিংদী জেলার রায়পুরা থানার মুছাপুর ইউনিয়নের মতিউর নগর (পূর্বে রামনগর) গ্রামে।

  • @mahmudhasan-vz2bh
    @mahmudhasan-vz2bh 11 месяцев назад +18

    আমি নরসিংদী জেলার, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, আমাদের গর্ব❤❤

  • @hmnuralamshak1787
    @hmnuralamshak1787 11 месяцев назад +43

    বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের থানার লোক হিসেবে নিজেকে সব সময় গর্ববোধ করি, বেঁচে থাকো জাতির সূর্যসন্তান বাঙালির হৃদয়ে পৃথিবীর বুকে ❤❤❤

    • @meshkathossain4203
      @meshkathossain4203 11 месяцев назад +3

      রামনগর আমার পছন্দের জায়গা,বিশেষ করে ব্রীজের পাড়।

    • @Oimqmqplsna
      @Oimqmqplsna Месяц назад

      Gop😂

  • @kamalredwan9591
    @kamalredwan9591 11 месяцев назад +62

    বিনম্র শ্রদ্ধা,এই মহান বীর সেনার প্রতি।
    মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আল্লাহ যেন জান্নাত নসীব করে।
    ❤️🇧🇩

  • @aminulislamimmad4439
    @aminulislamimmad4439 10 месяцев назад +2

    বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। 🇧🇩
    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ।🇧🇩
    বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। 🇧🇩
    🇧🇩🇵🇸 সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে এই তিনজনের আত্মত্যাগ আমায় দেশ প্রেমে উদ্বুদ্ধ করে। এই তিন জনের আত্মত্যাগ গা শিউরে উঠে। আল্লাহ তাআলা তাদের জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুক ও সকল শহীদদের। 🤲

  • @marjukraju2946
    @marjukraju2946 10 месяцев назад +3

    আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রতিটি মুক্তিযোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশ
    আল্লাহ তাআলা এই মহান যোদ্ধাদের জান্নাতুল ফেরদৌস দান করুন আমীন । জয় বাংলা

  • @moshiulalamshakilb911
    @moshiulalamshakilb911 11 месяцев назад +19

    সাইফুল আজম❤❤❤ মতিউর রহমান 😊😊

  • @silentking7131
    @silentking7131 9 месяцев назад +3

    বুক টা কেঁপে উঠে চোখে পানি চলে আসে সুপার হিরোদের এই গল্প গুলো শুনলে।
    আর বর্তমানে আমার কি হয়েছি

  • @mdfaysal788
    @mdfaysal788 11 месяцев назад +10

    খুব ভালো এরাই জাতীয় বীর

  • @zarifmoenraiyen9671
    @zarifmoenraiyen9671 11 месяцев назад +9

    3 ta video e dekhsi. Baki 4 ta dekhar jonno mukhiye achi. Vai you're doing a great job 😊

    • @LabidRahat
      @LabidRahat  11 месяцев назад +1

      Thank you so much !

  • @cjsiam8672
    @cjsiam8672 11 месяцев назад +21

    কখনো কোনো বিষয় নিয়ে চোখ থেকে পানি ঝরেনা আমার। তবে সত্যি বলতে আমি মতিউর রহমান স্যারের ঘটনাটা আবার জানার পরে আর নিজের চোখকে আটকে রাখতে পারিনি😅
    Hats off sir!
    আল্লাহ এই মানুষটাকে শহীদের মর্যাদা দান করুক।❤

    • @FARDUSTV
      @FARDUSTV 10 месяцев назад

      Hats off mane ki?

  • @alsabataj6162
    @alsabataj6162 11 месяцев назад +27

    আপনার প্রত্যেকটি ভিডিও খুব ভালো হয়।আমি বিজ্ঞান বিভাগের ছাত্র হয়েও ইতিহাস নিয়ে অনেক আগ্রহ।So many many thanks to Labid Rahat Vai.

    • @LabidRahat
      @LabidRahat  11 месяцев назад +21

      ব্যাপার নাহ ! আমি নিজেও তো ইঞ্জিনিয়ার হয়ে এইসব নিয়েই পড়ে থাকি :p

    • @mirzashakil6122
      @mirzashakil6122 11 месяцев назад

      😁@@LabidRahat

  • @Nimmi-ban
    @Nimmi-ban 11 месяцев назад +3

    বীরশ্রেষ্ঠ ৭জন ই অসাধারণ কাকে রেখে কার কথা বলবো ভাযা নেই এত কষ্ট করে দেশ স্বাধীন করে দিয়ে এখন দেশের কি অবস্হা উনারা উপর থেকে দেখে হয়ত কান্না করছে 😢

  • @rahikulalamsakib
    @rahikulalamsakib 11 месяцев назад +7

    "তার কোনো ছাত্রই ককপিটে এখন বসে আছে।" লৌহমানব ছাড়া এমন পরিস্থিতি সামলানো অসম্ভব।

    • @filmycuts166
      @filmycuts166 4 месяца назад

      Correct. Very Well Said....

  • @darkmatter1194
    @darkmatter1194 10 месяцев назад +2

    Apnar ei serise ta, just oshadharon+ vaiya❤❤
    Fi-amanillah❤❤❤

  • @RahatHossainSikder
    @RahatHossainSikder 11 месяцев назад +21

    যোগ্য শিক্ষকের যোগ্য ছাত্র। সাইফুল আজম স্যার ও মতিউর রহমান এর নাম তাই স্বর্ণাক্ষরে লেখা আছে। আমরা তোমাদের ভুলবোনা ❤️ তোমরা জান্নাতবাসী হও সেই দোয়া করি, আমীন।

  • @fun_four_twenty
    @fun_four_twenty 11 месяцев назад +4

    বীর শ্রেষ্ঠ সিরিজের এই ভিডিওর জন্যই অপেক্ষায় ছিলাম 😊🎉❤

  • @utfalsarker-jh3cy
    @utfalsarker-jh3cy 11 месяцев назад +8

    ৭ জন বীরশ্রেষ্ঠের নাম
    ১. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
    ২.ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
    ৩.সিপাহি মোস্তফা কামাল
    ৪.ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ
    ৫. সিপাহি হামিদুর রহমান
    ৬.ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন
    ৭.লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ
    আপনাদের অবদান ভুলিবার নয়, বাংলাদেশ নামক দেশটি যতদিন টিকে থাকবে ততদিন আপনাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা থাকবে।

  • @mohammedobaidullahm150
    @mohammedobaidullahm150 11 месяцев назад +19

    নরসিংদীর রায়পুরার বীর সন্তান।❤😢

  • @Dhimanseducativeinfo
    @Dhimanseducativeinfo 11 месяцев назад +9

    উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ ছেড়ে মানবিক বিভাগে এসে আমি প্রথম বিষয় পছন্দ করেছি ইতিহাস। আমাদের বইয়ে অনেক ডিটেইলস থাকেনা বা অনেক কিছু মিসকোট করা হয়। আপনার ভিডিও দেখি বিষয় রিলেটেড, খুব ইনটারেস্টিং লাগে এবং পরীক্ষার খাতায় এসব উগ্রে দেই 😁! ধন্যবাদ ভাই ❤

  • @golammoududsahitta8369
    @golammoududsahitta8369 9 месяцев назад +1

    সেরা ভাই আপনার বীরশ্রেষ্ঠ সিরিজটা, চোখে পানি চলে আসে সেই সাথে গর্বেও বুক ভরে ওঠে।❤🇧🇩

  • @AmjadHossin-x4v
    @AmjadHossin-x4v 11 месяцев назад +48

    আমাদের নরসিংদীর গর্ব বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ❤️‍🩹

    • @একজনইবনেবতুতা
      @একজনইবনেবতুতা 11 месяцев назад

      ভাই আপনি কি বলতে পারেন যে এই বীরের নামে আমাদের নরসিংদী তে কয়টা প্রতিষ্ঠান বানিয়েছে সরকার?
      আপনি আমি উনাদের অবদানের কথা মনে রেখেছি।কিন্ত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি উনাদের কে চিনতে পারবে?

    • @SharifKamal-m9p
      @SharifKamal-m9p 10 месяцев назад +3

      জি ভাই
      আমাদের গর্ব

  • @mdrakibulislam6475
    @mdrakibulislam6475 11 месяцев назад +21

    বিনম্র শ্রদ্ধা রইলো সাত বীরশ্রেষ্ঠ সহ মুক্তিযুদ্ধে শহীদ সকল বাঙালী বীর যোদ্ধাদের ।❤️❤️

  • @mehedihasanpro2448
    @mehedihasanpro2448 9 месяцев назад +2

    এতো কষ্ট করে স্বাধীনতা আনছে তারা😢
    আর এখন আমারা ধিরে ধিরে স্বাধীনতা হারাচ্ছি। ভারতের করাণে😢

  • @commentbanglaofficials224
    @commentbanglaofficials224 10 месяцев назад

    বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আপনি দেশের জন্য অসামান্য কাজ করেছেন আপনাকে সেলুট আপনি প্রকৃত দেশপ্রেমিক 💝

  • @MehediJishan
    @MehediJishan 11 месяцев назад +10

    মতিউর রহমান স্যারের গ্রামের বাড়ি রামনগর আমার গ্রামের পাশেই।সেই ছোট বেলা থেকেই স্যারের বীরত্ব আর দেশের প্রতি আত্মত্যাগ আমাদের অনুপ্রাণিত করে।।
    স্যার আমার জীবনের আদর্শ

    • @IbrahimMiah-ge4fm
      @IbrahimMiah-ge4fm 10 месяцев назад

      কোন গ্রাম আমি বেগমাবাদ

  • @saaduddin8916
    @saaduddin8916 11 месяцев назад +9

    আল্লাহ পাক এই বীর শহিদকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন 🤲❣️❣️

  • @AbiRKHaN-kt3wb
    @AbiRKHaN-kt3wb 11 месяцев назад +5

    Ey video gula amdr jno khub e helpful hoi vaiya thank u... Academy a jei vabe porai kichu buja jai na i wish Academy a jodi ey vabe porato

  • @mdmohammadfahimstudent3543
    @mdmohammadfahimstudent3543 11 месяцев назад +7

    ভাইয়া বলার ভাষা নেই,ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।❤

  • @roguephysicist7263
    @roguephysicist7263 Месяц назад

    শ্রদ্ধাভরে স্মরণ করছি অকুতোভয় দেশপ্রেমিক বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে।

  • @মরামন
    @মরামন 11 месяцев назад +4

    সত্যি এই ঘটনা যতবার শুনি ততবার চোখের কোনায় পানি চলে আসে😢

  • @robotbikershafin325
    @robotbikershafin325 6 месяцев назад

    আলহামদুলিল্লাহ চমৎকার বিশ্লেষণ
    এই ধরনের কথা শুনলে দেশ প্রেম জাগ্রত হয়,

  • @MDSOMANMIA-
    @MDSOMANMIA- 11 месяцев назад +5

    Best of best playlist vhai,,, keep going on..

    • @LabidRahat
      @LabidRahat  11 месяцев назад

      Thank you so much 😀

  • @senseofarman5995
    @senseofarman5995 11 месяцев назад +18

    দেশের স্বাধীনতার জন্য, কতো মানুষেরই আত্মত্যাগ, কতো ত্যাগ। স্বাধীনতার জন্য কতো মানুষকে ই না মূল্য দিতে হয়েছিল, কতো মানুষ ই তো কতো ডেস্পারেট সিদ্ধান্ত নিয়েছিলো। নিজের পরিবারের কথা চিন্তা করে নাই। একেই বুঝি বলে স্বাধীনতার মূল্য......

  • @sujandas-wn6cc
    @sujandas-wn6cc 11 месяцев назад +1

    ধন্যবাদ,
    উপস্থাপনা সুন্দর হয়েছে।

  • @sarminakter6652
    @sarminakter6652 11 месяцев назад +3

    Thank you so so so so much for this video..... আমি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর কাহিনীর জন্যই এতদিন অপেক্ষা করছিলাম ❤❤❤❤❤।।।। অসাধারণ লেগেছে।।।। হৃদয় ভরে শ্রদ্ধা জানাই মতিউর রহমানকে

  • @ahm840faysal
    @ahm840faysal 10 месяцев назад +1

    ক্লাস ওয়ানে দেড় পৃষ্ঠার একটা গল্প ছিলো বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে।
    তখন থেকেই তার গল্পটা মাথায় গেথে যায় এবং মতিউর রহমানের কথা শুনলেই টি-৩৩ বিমানের কথা মনে আসে। ছবিটাও ছিলো একজন নায়কের মতো দেখতে। আমি এখনও ছবিটা কল্পনা করছি।
    ০৭ জন বীরশ্রেষ্ঠর মধ্যে উঁনাকেই আমার সবচেয়ে বেশি ভালো লাগতো তখন।
    ক্লাস টুতে পড়েছিলাম ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।
    থ্রিতে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর;
    ফোরে সিপাহী হামিদুর রহমান ও মুন্সি আব্দুর রউফ, এবং;
    ফাইভে মোস্তফা কামাল ও রুহুল আমিনের গল্প পড়েছিলাম। এখনও দিব্যি মনে আছে কিছু কিছু ঘটনা।
    আপনার এই সিরিজের সবগুলো এপিসোড দেখে বিষয়গুলো আরও সহজবোধ্য হলো।
    ধন্যবাদ।

  • @AllahtaalarBanda
    @AllahtaalarBanda 11 месяцев назад +3

    আমাদের নরসিংদী জেলার বীর সন্তান বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।

  • @taskin4sure
    @taskin4sure 11 месяцев назад +1

    Thanks bhai aapnar theke pawa informational video gulaiii besttt!!!!!!!

  • @SouravHossein
    @SouravHossein 11 месяцев назад +8

    it is the best series among the contents of liberation war

  • @mdkamrulislam9146
    @mdkamrulislam9146 11 месяцев назад +5

    আলহামদুলিল্লাহ 💞🌺💞
    দোয়া এবং ভালবাসা সবসময় উনাদের জন্য। ভিডিওতে তথ্যের পূর্ণতা যথেষ্ট পরিমাণ প্রকাশ পেয়েছে।

  • @kmgsultan8955
    @kmgsultan8955 10 месяцев назад +5

    সেলুট হে সকল বীর মুক্তিযোদ্ধারা।

  • @mahbubmorshed279
    @mahbubmorshed279 11 месяцев назад +6

    Unique information is Nishan -E- Haider. Thanks for sharing.

  • @webmohib359
    @webmohib359 Месяц назад

    আমার চোখে পানি চলে আসছে। আমরা শুধু স্বাধীনতার চেতনা ই শুনি। কিন্তু এরা যে কত বড় সেক্রিফাইস করেছে ভাবলে অবাক লাগে।এরাই আমাদের বীর সন্তান❤❤❤❤

  • @swadhin_847
    @swadhin_847 11 месяцев назад +1

    আমাদের নরসিংদীর গর্ব বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ❤❤

  • @shohamdas440
    @shohamdas440 11 месяцев назад +5

    Sir video ta joos hoisa
    Sob bir sresto ar video chai
    Plzzz sir❤

  • @ahasanurrahmanaditya3354
    @ahasanurrahmanaditya3354 11 месяцев назад +10

    Apnar ei series ta amar kache sobcheye valo legeche.
    Ami apnar onek age theke fan,, kichudin age apni amader college NDC teo giyechilen.
    Take love bro.❤

    • @LabidRahat
      @LabidRahat  11 месяцев назад +6

      Thank you so much man !

    • @RelaxingVibes384
      @RelaxingVibes384 11 месяцев назад +2

      Thik vai, ei series ta asolei onek joss.
      Erokom aro series chai amader desher itihaser upor..❤

  • @Mediverses
    @Mediverses 11 месяцев назад +4

    Ei video series ta asolei sera.. Take love bro 🥰

    • @LabidRahat
      @LabidRahat  11 месяцев назад +2

      Thank you so much 😀

  • @SharifKamal-m9p
    @SharifKamal-m9p 10 месяцев назад +1

    নরসিংদী জেলার গর্ব বীরশ্রেষ্ঠ মতিউর রহমান

  • @IslamicResearchAcademyofItaly
    @IslamicResearchAcademyofItaly 11 месяцев назад +9

    ঋদয় ছুয়ে গেলে ভাই। ভালোবাসা নিয়েন আপ্নি। সেই সাথে শহীদদেরকেও যেন আল্লাহ তায়ালা জান্নাত দান করেন সেই দোয়া রইল।

  • @AhammedSaad-w2v
    @AhammedSaad-w2v 11 месяцев назад

    বীরশ্রেষ্ঠদের মতে আমার সবচেয়ে প্রিয় ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।

  • @AliasrafKhan-zq4zi
    @AliasrafKhan-zq4zi 11 месяцев назад +7

    আমাদের বীর সন্তান রা আমাদের জন্য অনুপ্রেরণা❤️🇧🇩

  • @mazharulislam8458
    @mazharulislam8458 10 месяцев назад +1

    আমার জেলা নরসিংদী ❤ মতিউর রহমান আমাদের গর্ব,

  • @mdmahadehasanrooky1591
    @mdmahadehasanrooky1591 11 месяцев назад +9

    সাইফুল আজম স্যার এর লাইফ ষ্টোরি নিয়ে একটা ভিডিও উপহার দিন❤🎉❤

    • @LabidRahat
      @LabidRahat  11 месяцев назад +7

      আসবে সামনের বছর!

    • @mdmahadehasanrooky1591
      @mdmahadehasanrooky1591 11 месяцев назад +3

      @@LabidRahat অপেক্ষায় রইলাম 💕❤️💕

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 11 месяцев назад

      মূলত সাইফুল আজম ছিলেন পাকিস্তানের প্রোডাক্ট। তিনি তখনকার পাকিস্তান সেনাবাহিনীতে ছিলেন, এবং তাদের হয়েই কাজ করেছেন তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়। এতো দক্ষ এবং সফল পাইলট তার ক্যারিয়ারের একেবারে পিকে থেকে নিজের দেশের জন্য কি করেছে? একেবারেই "কিছু না"। অথচ তার ছাত্রের এরকম এগ্রেসিভ মুভ ছিল, সেটাও তাকে টলারে পারেনি। পাকিদের আজ্ঞাবহ অফিসার হয়েই থেকে গেলেন, হায়রে দাসত্ব, দেশদ্রোহিতা।। উনি যুদ্ধ শেষ হওয়ার পরে, সুবিধামত দেশে চলে আসেন। কিন্তু এরপরে তার আর কোন এক্টিভিটি দেখা যায় নাই, কারণ কি? এরপরে ১৯৭৭ সালে মানে সেনা শাসক জিয়া যে বছর ক্ষমতা গ্রহন করে, সেই বছরই তাকে উইং কমান্ডার হিসেবে পদোন্নতি দেয়। ঠিক যেমন রাজাকার আলবদর নেতাদের জিয়া, এবং বিএনপি সরকারের উচ্চ পর্যায়ে চাকরি দেয়। ঘটনার ক্রম খেয়াল করেন। সব বুঝে যাবেন। পরে রাজাকারদের সমর্থক এবং দোসর দল বিএনপিতে যোগদান করে ১৯৯১ এ এম্পিও হোন। এতো কিছুর পরে উনাকে আমরা ঠিক কোন কারণে মনে রাখবো, কি হিসেবে মনে রাখবো? মনে রাখবে জর্ডান এয়ার ফোর্স, নাপাকিস্তানি হিংস্র সেনাবাহিনী, তাদের স্বার্থে কাজ করার জন্য। এগুলো কেউ খুলে বলে না, কারণ অনুভূতিতে আঘাত লাগে। একজন দেশদ্রোহী লেভেলের মানুষকে কিভাবে গ্লোরিফাই করা হচ্ছে, এটা মতিউর রহমানসহ সকল যোদ্ধাদের রক্তের সাথে বেইমানি ছাড়া কিছু না।

  • @mahedipalash5501
    @mahedipalash5501 11 месяцев назад +2

    পরিবারকে এক পাশে রেখে দেশের টানে মতিউর। ফেলে তার মাহিন তুহিন মিলি।
    অস্থিত্বে আমার দেশ

  • @ahmedraju6669
    @ahmedraju6669 11 месяцев назад +6

    আমাদের বইগুলোতে বীরশ্রেষ্ঠদের ইতিহাস গুলো আরো ব্যাপক ভাবে দেওয়া উচিৎ।

  • @Bdpeople1
    @Bdpeople1 11 месяцев назад +6

    মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আতাউল গনি ওসমানী কে নিয়েও ভিডিও চাই।👍

  • @samiulkabir1
    @samiulkabir1 11 месяцев назад

    প্রত্যেকটা ভিডিও দেখে আমি আমার কান্না আটকে রাখতে পারি নি৷ হ্যাটস অফ ভাই৷ আপনি প্রশংসা পাওয়ার যোগ্য৷ আমি মুন্সী আব্দুর রউফ কলেজে পরেছি৷ বিডিআর এ থেকে কিভাবে উনি বীরশ্রেষ্ঠ হলেন সেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি৷

  • @travosadi6582
    @travosadi6582 11 месяцев назад +1

    জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সকল মুক্তিযোদ্ধাদের❤❤❤❤❤

  • @mahmuduldhrubo3040
    @mahmuduldhrubo3040 11 месяцев назад +2

    Labib vai er muktijuddhog related video gula bukey agun dhoraya dey, gaa kata diye uthe. Joy Bangla! Long live Bangladesh! 💪

    • @LabidRahat
      @LabidRahat  11 месяцев назад +3

      Thank you so much ! Joy Bangla!

  • @tahmidhssain6969
    @tahmidhssain6969 11 месяцев назад +1

    Excellent work,,, keep it up ❤

  • @mr.anonymous298
    @mr.anonymous298 11 месяцев назад +1

    অনেক অনেক ধন্যবাদ ভাই, এত সুন্দর একটা সিরিজ চালু করার জন্য ❤

  • @jannathfarucky2428
    @jannathfarucky2428 11 месяцев назад +2

    বিজয়ের মাসের সবচেয়ে বড় উপহার ভাই আপনার এই সিরিজ।

  • @aminulislamimmad4439
    @aminulislamimmad4439 11 месяцев назад

    সাতজন বীরশ্রেষ্ঠ কে নিয়েই প্রতিটা প্রতিবেদন চাই ভাই। 🇧🇩#৭১

  • @AsifIqbal-iw5oc
    @AsifIqbal-iw5oc 11 месяцев назад

    সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রইলো

  • @abdussamad-qm7bu
    @abdussamad-qm7bu 10 месяцев назад

    আমি চাঁপাই নবাবগঞ্জ থেকে বলছি ভাই।অনেক সুন্দর ভিডিও।

  • @unsatisfid_soul
    @unsatisfid_soul 11 месяцев назад +3

    আমাদের নরসিংদী জেলার গর্ব ❤

  • @roykarim540
    @roykarim540 11 месяцев назад +1

    ভাই যা বললেন সবই আগে থেকে জানতাম।next ভিডিও তে extra details দিয়েন ঐ বীর শ্রেষ্ঠর

  • @saruarsheikh360
    @saruarsheikh360 11 месяцев назад +1

    আপনার সবগুলা ভিডিও ই অসাধারণ।

  • @MrRootX
    @MrRootX 11 месяцев назад

    এই ভিডিটার জন্য অপেক্ষা করছিলাম।ছোটবেলায় বইয়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কাহিনিটা পড়েছিলাম।একদম শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গিয়েছে।পরের পার্টের অপেক্ষায় রইলাম।

  • @hafizurrahman2753
    @hafizurrahman2753 11 месяцев назад

    অনেক ধন্যবাদ আপনাকে। অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম

  • @safwanrohan8183
    @safwanrohan8183 11 месяцев назад

    আমাদের নরসিংদীর গর্ব বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।

  • @md.shahriartahsinjakaria7723
    @md.shahriartahsinjakaria7723 11 месяцев назад +4

    Greatest bangali legend The eagle Motiur Rahman❤

  • @abidhasan6144
    @abidhasan6144 11 месяцев назад

    আপনার ভিডিও র জন্য অপেক্ষায় ছিলাম সন্ধ্যা থেকে

  • @kewlhunters2023
    @kewlhunters2023 11 месяцев назад +2

    What a stylist personality!!!!!
    Salute

  • @MdRakib-ng7fd
    @MdRakib-ng7fd 9 месяцев назад +1

    বীরশ্রেষ্ঠ মতিউ রহমানের এলাকা থেকে দেখেছি ভিডিওটা এখন এলাকার নাম মতিউর নগর।

  • @Omarfarukzitu
    @Omarfarukzitu 11 месяцев назад +1

    ধন্যবাদ ব্রাদার।

  • @Ydhe1171
    @Ydhe1171 11 месяцев назад +5

    Brother hats off ❤
    U r doing really well....
    We should know our history and our heroes properly....

  • @mdsoharab1103
    @mdsoharab1103 11 месяцев назад

    অনেক ভালো লাগলো, পরে ভিডিওগুলোর জন্য অপেক্ষা আছি। সামনে এগিয়ে যান।

  • @werewiki
    @werewiki 11 месяцев назад +4

    These are stories we read about in childhood, but not gonna lie loving to recall them through your videos.

  • @H.N.G-0.2
    @H.N.G-0.2 10 месяцев назад

    আপনার ভিডিও তে ভারতের ধ্রুব রাথের ভিডিও মতো অনুরুপ গুছানো ইনফরমেশন পেলাম এগিয়ে যান

  • @shahishtiaque1704
    @shahishtiaque1704 11 месяцев назад +2

    আমার বীর
    আমাদের বীর❤️

  • @shakilrahman1626
    @shakilrahman1626 8 месяцев назад

    new generation will be known about them. thank you you doing grate

  • @kazirafsan222
    @kazirafsan222 11 месяцев назад

    Awesome presentation Labid Rahat bhai! ❤️

  • @BickyAbzal
    @BickyAbzal Месяц назад

    আল্লাহ উনাকে জান্নাতের উচ্চ ইস্তান দান করুক😢❤

  • @SonjoySarker-u4u
    @SonjoySarker-u4u 9 месяцев назад

    সাত জন বীরশ্রেষ্ঠ নিয়ে সাতটা দারুণ মুভি হতে পারে।

  • @zahidbinkashem
    @zahidbinkashem 11 месяцев назад +2

    সরকার যেটা আমাদেরকে জানায়নি,আপনি সেটা জানালেন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ❤❤❤

    • @musicsoul7909
      @musicsoul7909 11 месяцев назад +1

      হাহা
      সবকিছুতেই সরকারকে খুজা আপনাদের স্বভাব।
      🤣

    • @zahidbinkashem
      @zahidbinkashem 11 месяцев назад

      @@musicsoul7909 আপনার মুখে হাসি ফোটাতে পেরে আমি আনন্দিত। তবে আপনার বক্তব্য একটু সংশোধন করে দিয়ে বলি, সবাইকে নিজের মত মনে করবেন না। সরকারের সমালোচনা না করলে সেটা মোটেও গণতান্ত্রিক চর্চার আওতায় পড়বেনা। সুতরাং সুনাগরিক মাত্রই সরকারের গঠনমূলক সমালোচনা করা কর্তব্য। সরকারের দ্বায়িত্ব সর্বত্র মুজিব পূজা না করে দেশের জন্য অবদান রাখা প্রত্যেকের বিষয়ে জাতিকে জানানো।

  • @sohanoor3291
    @sohanoor3291 11 месяцев назад

    আমার হিরো মতিউর রহমান। ছোটবেলায় উনার গল্প পড়ার পরেই উনার প্রতি সেই লেভেলের ভাললাগা কাজ কতো।

  • @arifulmawla4947
    @arifulmawla4947 11 месяцев назад

    Simply oshadharon

  • @sikdermohi490
    @sikdermohi490 10 месяцев назад

    আমাদের রায়পুরার গর্ব বীরশ্রেষ্ঠ মতিউর রহমান

  • @alsaffatadib8616
    @alsaffatadib8616 11 месяцев назад +1

    A legend from Narsingdi ❤️

  • @mdmohiuddinmahi
    @mdmohiuddinmahi 11 месяцев назад +2

    ভাই ৭ জন বীর শ্রেষ্ঠ পর বীর উত্তম জিয়াউর রহমান নিয়ে একটা ভিডিও বানিয়েন।

  • @Dr-Rifat
    @Dr-Rifat 11 месяцев назад

    মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে ভিডিও দেয়ার জন্য ধন্যবাদ এবং লাল সেলাম

  • @TISumon
    @TISumon 11 месяцев назад +1

    প্রথম দিকে বলা কিছু তথ্য আগে জানা ছিলো না তবে আসল ঘটনা তো সবারই জানা যত যাই বলেন আমাদের বীর মুক্তিযোদ্ধাদের গল্পগুলো যতবারই শুনি আবারও নতুন করে মনোযোগ দিয়ে শুনি আসলে যতই শুনি ভালো লাগা কমে না বরং বাড়ে

  • @0sixteen
    @0sixteen 11 месяцев назад

    ভাই জেনে খুব ভালো লাগছে যে একজন বীরশ্রেষ্ঠর পা আমাদের ভৈরবে ও পরেছে ❤️

  • @md.ashrafulislamarif
    @md.ashrafulislamarif 11 месяцев назад

    আমাদের পাশের গ্রামে ওনার বাড়ি ছিল। সত্যিই ওনার জন্য গর্ব হয়❤❤❤❤

  • @mukuljan280
    @mukuljan280 11 месяцев назад +1

    Aponar kotha fuli khub valo lage