বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আমার সুপারহিরো❤️.. তাঁর থেকে অনুপ্রাণিত হয়ে একসময় ফাইটার পাইলট হতে চাইতাম। ইন শা আল্লাহ, সামনের বছর এম.বি.বি.এস শেষ করে ডাক্তার হব... সাইফুল আজম স্যারের বীরত্বগাঁথা নিয়ে একটা ভিডিও দিয়েন ভাই...
@@rayhanshakib1841, কোন ডাক্তারকে কাছ থেকে না দেখে দয়া করে এমন কমেন্ট করবেন না। সব প্রফেশনেই ভালো-খারাপ থাকে কিন্ত সিংহভাগ ডাক্তার তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে বলেই আমার দেশের ধনী-গরিব চিকিৎসা সেবা পাচ্ছে।
ছোটবেলা আমাদের বইয়ে ৭ জন বীরশ্রেষ্ঠের ইতিহাস খুবই সংক্ষিপ্ত ভাবে দেওয়া থাকতো । যেগুলো পড়ে আমার খুবই ইচ্ছা করতো বিস্তৃত ইতিহাস জানতে। ধন্যবাদ আপনাকে🎉
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ছোটখাটো গ্রুপ গুলোর একজন সদস্য আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। মতিউর রহমানের থেকে ১৭ দিনের গেরিলা ট্রেনিং পেয়েছিলেন। এই মহান বীরশ্রেষ্ঠের বাড়ি আমার পাশের গ্রামেই। আল্লাহ উনার বিদেহী আত্মাকে শান্তি দান করে যেন, যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন।
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। 🇧🇩 বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ।🇧🇩 বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। 🇧🇩 🇧🇩🇵🇸 সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে এই তিনজনের আত্মত্যাগ আমায় দেশ প্রেমে উদ্বুদ্ধ করে। এই তিন জনের আত্মত্যাগ গা শিউরে উঠে। আল্লাহ তাআলা তাদের জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুক ও সকল শহীদদের। 🤲
আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রতিটি মুক্তিযোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশ আল্লাহ তাআলা এই মহান যোদ্ধাদের জান্নাতুল ফেরদৌস দান করুন আমীন । জয় বাংলা
কখনো কোনো বিষয় নিয়ে চোখ থেকে পানি ঝরেনা আমার। তবে সত্যি বলতে আমি মতিউর রহমান স্যারের ঘটনাটা আবার জানার পরে আর নিজের চোখকে আটকে রাখতে পারিনি😅 Hats off sir! আল্লাহ এই মানুষটাকে শহীদের মর্যাদা দান করুক।❤
যোগ্য শিক্ষকের যোগ্য ছাত্র। সাইফুল আজম স্যার ও মতিউর রহমান এর নাম তাই স্বর্ণাক্ষরে লেখা আছে। আমরা তোমাদের ভুলবোনা ❤️ তোমরা জান্নাতবাসী হও সেই দোয়া করি, আমীন।
৭ জন বীরশ্রেষ্ঠের নাম ১. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ২.ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ৩.সিপাহি মোস্তফা কামাল ৪.ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ ৫. সিপাহি হামিদুর রহমান ৬.ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন ৭.লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ আপনাদের অবদান ভুলিবার নয়, বাংলাদেশ নামক দেশটি যতদিন টিকে থাকবে ততদিন আপনাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা থাকবে।
উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ ছেড়ে মানবিক বিভাগে এসে আমি প্রথম বিষয় পছন্দ করেছি ইতিহাস। আমাদের বইয়ে অনেক ডিটেইলস থাকেনা বা অনেক কিছু মিসকোট করা হয়। আপনার ভিডিও দেখি বিষয় রিলেটেড, খুব ইনটারেস্টিং লাগে এবং পরীক্ষার খাতায় এসব উগ্রে দেই 😁! ধন্যবাদ ভাই ❤
ভাই আপনি কি বলতে পারেন যে এই বীরের নামে আমাদের নরসিংদী তে কয়টা প্রতিষ্ঠান বানিয়েছে সরকার? আপনি আমি উনাদের অবদানের কথা মনে রেখেছি।কিন্ত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি উনাদের কে চিনতে পারবে?
মতিউর রহমান স্যারের গ্রামের বাড়ি রামনগর আমার গ্রামের পাশেই।সেই ছোট বেলা থেকেই স্যারের বীরত্ব আর দেশের প্রতি আত্মত্যাগ আমাদের অনুপ্রাণিত করে।। স্যার আমার জীবনের আদর্শ
দেশের স্বাধীনতার জন্য, কতো মানুষেরই আত্মত্যাগ, কতো ত্যাগ। স্বাধীনতার জন্য কতো মানুষকে ই না মূল্য দিতে হয়েছিল, কতো মানুষ ই তো কতো ডেস্পারেট সিদ্ধান্ত নিয়েছিলো। নিজের পরিবারের কথা চিন্তা করে নাই। একেই বুঝি বলে স্বাধীনতার মূল্য......
Thank you so so so so much for this video..... আমি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর কাহিনীর জন্যই এতদিন অপেক্ষা করছিলাম ❤❤❤❤❤।।।। অসাধারণ লেগেছে।।।। হৃদয় ভরে শ্রদ্ধা জানাই মতিউর রহমানকে
ক্লাস ওয়ানে দেড় পৃষ্ঠার একটা গল্প ছিলো বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে। তখন থেকেই তার গল্পটা মাথায় গেথে যায় এবং মতিউর রহমানের কথা শুনলেই টি-৩৩ বিমানের কথা মনে আসে। ছবিটাও ছিলো একজন নায়কের মতো দেখতে। আমি এখনও ছবিটা কল্পনা করছি। ০৭ জন বীরশ্রেষ্ঠর মধ্যে উঁনাকেই আমার সবচেয়ে বেশি ভালো লাগতো তখন। ক্লাস টুতে পড়েছিলাম ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। থ্রিতে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর; ফোরে সিপাহী হামিদুর রহমান ও মুন্সি আব্দুর রউফ, এবং; ফাইভে মোস্তফা কামাল ও রুহুল আমিনের গল্প পড়েছিলাম। এখনও দিব্যি মনে আছে কিছু কিছু ঘটনা। আপনার এই সিরিজের সবগুলো এপিসোড দেখে বিষয়গুলো আরও সহজবোধ্য হলো। ধন্যবাদ।
Apnar ei series ta amar kache sobcheye valo legeche. Ami apnar onek age theke fan,, kichudin age apni amader college NDC teo giyechilen. Take love bro.❤
মূলত সাইফুল আজম ছিলেন পাকিস্তানের প্রোডাক্ট। তিনি তখনকার পাকিস্তান সেনাবাহিনীতে ছিলেন, এবং তাদের হয়েই কাজ করেছেন তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়। এতো দক্ষ এবং সফল পাইলট তার ক্যারিয়ারের একেবারে পিকে থেকে নিজের দেশের জন্য কি করেছে? একেবারেই "কিছু না"। অথচ তার ছাত্রের এরকম এগ্রেসিভ মুভ ছিল, সেটাও তাকে টলারে পারেনি। পাকিদের আজ্ঞাবহ অফিসার হয়েই থেকে গেলেন, হায়রে দাসত্ব, দেশদ্রোহিতা।। উনি যুদ্ধ শেষ হওয়ার পরে, সুবিধামত দেশে চলে আসেন। কিন্তু এরপরে তার আর কোন এক্টিভিটি দেখা যায় নাই, কারণ কি? এরপরে ১৯৭৭ সালে মানে সেনা শাসক জিয়া যে বছর ক্ষমতা গ্রহন করে, সেই বছরই তাকে উইং কমান্ডার হিসেবে পদোন্নতি দেয়। ঠিক যেমন রাজাকার আলবদর নেতাদের জিয়া, এবং বিএনপি সরকারের উচ্চ পর্যায়ে চাকরি দেয়। ঘটনার ক্রম খেয়াল করেন। সব বুঝে যাবেন। পরে রাজাকারদের সমর্থক এবং দোসর দল বিএনপিতে যোগদান করে ১৯৯১ এ এম্পিও হোন। এতো কিছুর পরে উনাকে আমরা ঠিক কোন কারণে মনে রাখবো, কি হিসেবে মনে রাখবো? মনে রাখবে জর্ডান এয়ার ফোর্স, নাপাকিস্তানি হিংস্র সেনাবাহিনী, তাদের স্বার্থে কাজ করার জন্য। এগুলো কেউ খুলে বলে না, কারণ অনুভূতিতে আঘাত লাগে। একজন দেশদ্রোহী লেভেলের মানুষকে কিভাবে গ্লোরিফাই করা হচ্ছে, এটা মতিউর রহমানসহ সকল যোদ্ধাদের রক্তের সাথে বেইমানি ছাড়া কিছু না।
প্রত্যেকটা ভিডিও দেখে আমি আমার কান্না আটকে রাখতে পারি নি৷ হ্যাটস অফ ভাই৷ আপনি প্রশংসা পাওয়ার যোগ্য৷ আমি মুন্সী আব্দুর রউফ কলেজে পরেছি৷ বিডিআর এ থেকে কিভাবে উনি বীরশ্রেষ্ঠ হলেন সেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি৷
@@musicsoul7909 আপনার মুখে হাসি ফোটাতে পেরে আমি আনন্দিত। তবে আপনার বক্তব্য একটু সংশোধন করে দিয়ে বলি, সবাইকে নিজের মত মনে করবেন না। সরকারের সমালোচনা না করলে সেটা মোটেও গণতান্ত্রিক চর্চার আওতায় পড়বেনা। সুতরাং সুনাগরিক মাত্রই সরকারের গঠনমূলক সমালোচনা করা কর্তব্য। সরকারের দ্বায়িত্ব সর্বত্র মুজিব পূজা না করে দেশের জন্য অবদান রাখা প্রত্যেকের বিষয়ে জাতিকে জানানো।
প্রথম দিকে বলা কিছু তথ্য আগে জানা ছিলো না তবে আসল ঘটনা তো সবারই জানা যত যাই বলেন আমাদের বীর মুক্তিযোদ্ধাদের গল্পগুলো যতবারই শুনি আবারও নতুন করে মনোযোগ দিয়ে শুনি আসলে যতই শুনি ভালো লাগা কমে না বরং বাড়ে
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আমার সুপারহিরো❤️.. তাঁর থেকে অনুপ্রাণিত হয়ে একসময় ফাইটার পাইলট হতে চাইতাম। ইন শা আল্লাহ, সামনের বছর এম.বি.বি.এস শেষ করে ডাক্তার হব...
সাইফুল আজম স্যারের বীরত্বগাঁথা নিয়ে একটা ভিডিও দিয়েন ভাই...
Doctor hoye gorib dukhi Manus gular jonno valo kaj koiren.... Onno doctor der moto dakat hoyen nah☺️ best of luck ❤
@@rayhanshakib1841, কোন ডাক্তারকে কাছ থেকে না দেখে দয়া করে এমন কমেন্ট করবেন না। সব প্রফেশনেই ভালো-খারাপ থাকে কিন্ত সিংহভাগ ডাক্তার তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে বলেই আমার দেশের ধনী-গরিব চিকিৎসা সেবা পাচ্ছে।
দোয়া রইল আপনার জন্য,
আমি মতিউর রহমানের দেশের লোক, আপনার জন্য দোয়া করি,
কোন মেডিকেল কলেজ ভাই?
@@mdraisul88, Mymensingh Medical College..
ছোটবেলা আমাদের বইয়ে ৭ জন বীরশ্রেষ্ঠের ইতিহাস খুবই সংক্ষিপ্ত ভাবে দেওয়া থাকতো । যেগুলো পড়ে আমার খুবই ইচ্ছা করতো বিস্তৃত ইতিহাস জানতে। ধন্যবাদ আপনাকে🎉
হাস কাউকে বাচাতে সাতার কেটে মরলে হয় বীর শ্রেসঠ আর মুরগি সাতার কেটে মরেও বীরের উপাধি পায়না। বুঝছস তাহলে সেনারা কি হারামি? জানি বুঝস নাই 😂😂
যতবার মুক্তিযুদ্ধের ইতিহাস শুনি ততোবারই শিহরিত হই।
সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা!
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ছোটখাটো গ্রুপ গুলোর একজন সদস্য আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। মতিউর রহমানের থেকে ১৭ দিনের গেরিলা ট্রেনিং পেয়েছিলেন। এই মহান বীরশ্রেষ্ঠের বাড়ি আমার পাশের গ্রামেই। আল্লাহ উনার বিদেহী আত্মাকে শান্তি দান করে যেন, যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন।
উনার কবরস্থান কোথায় আছে
@@Firoz680 বর্তমানে নরসিংদী জেলার রায়পুরা থানার মুছাপুর ইউনিয়নের মতিউর নগর (পূর্বে রামনগর) গ্রামে।
আমি নরসিংদী জেলার, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, আমাদের গর্ব❤❤
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের থানার লোক হিসেবে নিজেকে সব সময় গর্ববোধ করি, বেঁচে থাকো জাতির সূর্যসন্তান বাঙালির হৃদয়ে পৃথিবীর বুকে ❤❤❤
রামনগর আমার পছন্দের জায়গা,বিশেষ করে ব্রীজের পাড়।
Gop😂
বিনম্র শ্রদ্ধা,এই মহান বীর সেনার প্রতি।
মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আল্লাহ যেন জান্নাত নসীব করে।
❤️🇧🇩
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। 🇧🇩
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ।🇧🇩
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। 🇧🇩
🇧🇩🇵🇸 সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে এই তিনজনের আত্মত্যাগ আমায় দেশ প্রেমে উদ্বুদ্ধ করে। এই তিন জনের আত্মত্যাগ গা শিউরে উঠে। আল্লাহ তাআলা তাদের জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুক ও সকল শহীদদের। 🤲
আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রতিটি মুক্তিযোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশ
আল্লাহ তাআলা এই মহান যোদ্ধাদের জান্নাতুল ফেরদৌস দান করুন আমীন । জয় বাংলা
সাইফুল আজম❤❤❤ মতিউর রহমান 😊😊
বুক টা কেঁপে উঠে চোখে পানি চলে আসে সুপার হিরোদের এই গল্প গুলো শুনলে।
আর বর্তমানে আমার কি হয়েছি
খুব ভালো এরাই জাতীয় বীর
3 ta video e dekhsi. Baki 4 ta dekhar jonno mukhiye achi. Vai you're doing a great job 😊
Thank you so much !
কখনো কোনো বিষয় নিয়ে চোখ থেকে পানি ঝরেনা আমার। তবে সত্যি বলতে আমি মতিউর রহমান স্যারের ঘটনাটা আবার জানার পরে আর নিজের চোখকে আটকে রাখতে পারিনি😅
Hats off sir!
আল্লাহ এই মানুষটাকে শহীদের মর্যাদা দান করুক।❤
Hats off mane ki?
আপনার প্রত্যেকটি ভিডিও খুব ভালো হয়।আমি বিজ্ঞান বিভাগের ছাত্র হয়েও ইতিহাস নিয়ে অনেক আগ্রহ।So many many thanks to Labid Rahat Vai.
ব্যাপার নাহ ! আমি নিজেও তো ইঞ্জিনিয়ার হয়ে এইসব নিয়েই পড়ে থাকি :p
😁@@LabidRahat
বীরশ্রেষ্ঠ ৭জন ই অসাধারণ কাকে রেখে কার কথা বলবো ভাযা নেই এত কষ্ট করে দেশ স্বাধীন করে দিয়ে এখন দেশের কি অবস্হা উনারা উপর থেকে দেখে হয়ত কান্না করছে 😢
"তার কোনো ছাত্রই ককপিটে এখন বসে আছে।" লৌহমানব ছাড়া এমন পরিস্থিতি সামলানো অসম্ভব।
Correct. Very Well Said....
Apnar ei serise ta, just oshadharon+ vaiya❤❤
Fi-amanillah❤❤❤
যোগ্য শিক্ষকের যোগ্য ছাত্র। সাইফুল আজম স্যার ও মতিউর রহমান এর নাম তাই স্বর্ণাক্ষরে লেখা আছে। আমরা তোমাদের ভুলবোনা ❤️ তোমরা জান্নাতবাসী হও সেই দোয়া করি, আমীন।
বীর শ্রেষ্ঠ সিরিজের এই ভিডিওর জন্যই অপেক্ষায় ছিলাম 😊🎉❤
৭ জন বীরশ্রেষ্ঠের নাম
১. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
২.ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
৩.সিপাহি মোস্তফা কামাল
৪.ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ
৫. সিপাহি হামিদুর রহমান
৬.ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন
৭.লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ
আপনাদের অবদান ভুলিবার নয়, বাংলাদেশ নামক দেশটি যতদিন টিকে থাকবে ততদিন আপনাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা থাকবে।
নরসিংদীর রায়পুরার বীর সন্তান।❤😢
উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ ছেড়ে মানবিক বিভাগে এসে আমি প্রথম বিষয় পছন্দ করেছি ইতিহাস। আমাদের বইয়ে অনেক ডিটেইলস থাকেনা বা অনেক কিছু মিসকোট করা হয়। আপনার ভিডিও দেখি বিষয় রিলেটেড, খুব ইনটারেস্টিং লাগে এবং পরীক্ষার খাতায় এসব উগ্রে দেই 😁! ধন্যবাদ ভাই ❤
সেরা ভাই আপনার বীরশ্রেষ্ঠ সিরিজটা, চোখে পানি চলে আসে সেই সাথে গর্বেও বুক ভরে ওঠে।❤🇧🇩
আমাদের নরসিংদীর গর্ব বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ❤️🩹
ভাই আপনি কি বলতে পারেন যে এই বীরের নামে আমাদের নরসিংদী তে কয়টা প্রতিষ্ঠান বানিয়েছে সরকার?
আপনি আমি উনাদের অবদানের কথা মনে রেখেছি।কিন্ত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি উনাদের কে চিনতে পারবে?
জি ভাই
আমাদের গর্ব
বিনম্র শ্রদ্ধা রইলো সাত বীরশ্রেষ্ঠ সহ মুক্তিযুদ্ধে শহীদ সকল বাঙালী বীর যোদ্ধাদের ।❤️❤️
এতো কষ্ট করে স্বাধীনতা আনছে তারা😢
আর এখন আমারা ধিরে ধিরে স্বাধীনতা হারাচ্ছি। ভারতের করাণে😢
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আপনি দেশের জন্য অসামান্য কাজ করেছেন আপনাকে সেলুট আপনি প্রকৃত দেশপ্রেমিক 💝
মতিউর রহমান স্যারের গ্রামের বাড়ি রামনগর আমার গ্রামের পাশেই।সেই ছোট বেলা থেকেই স্যারের বীরত্ব আর দেশের প্রতি আত্মত্যাগ আমাদের অনুপ্রাণিত করে।।
স্যার আমার জীবনের আদর্শ
কোন গ্রাম আমি বেগমাবাদ
আল্লাহ পাক এই বীর শহিদকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন 🤲❣️❣️
Ey video gula amdr jno khub e helpful hoi vaiya thank u... Academy a jei vabe porai kichu buja jai na i wish Academy a jodi ey vabe porato
ভাইয়া বলার ভাষা নেই,ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।❤
শ্রদ্ধাভরে স্মরণ করছি অকুতোভয় দেশপ্রেমিক বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে।
সত্যি এই ঘটনা যতবার শুনি ততবার চোখের কোনায় পানি চলে আসে😢
আলহামদুলিল্লাহ চমৎকার বিশ্লেষণ
এই ধরনের কথা শুনলে দেশ প্রেম জাগ্রত হয়,
Best of best playlist vhai,,, keep going on..
Thank you so much 😀
দেশের স্বাধীনতার জন্য, কতো মানুষেরই আত্মত্যাগ, কতো ত্যাগ। স্বাধীনতার জন্য কতো মানুষকে ই না মূল্য দিতে হয়েছিল, কতো মানুষ ই তো কতো ডেস্পারেট সিদ্ধান্ত নিয়েছিলো। নিজের পরিবারের কথা চিন্তা করে নাই। একেই বুঝি বলে স্বাধীনতার মূল্য......
ধন্যবাদ,
উপস্থাপনা সুন্দর হয়েছে।
Thank you so so so so much for this video..... আমি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর কাহিনীর জন্যই এতদিন অপেক্ষা করছিলাম ❤❤❤❤❤।।।। অসাধারণ লেগেছে।।।। হৃদয় ভরে শ্রদ্ধা জানাই মতিউর রহমানকে
ক্লাস ওয়ানে দেড় পৃষ্ঠার একটা গল্প ছিলো বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে।
তখন থেকেই তার গল্পটা মাথায় গেথে যায় এবং মতিউর রহমানের কথা শুনলেই টি-৩৩ বিমানের কথা মনে আসে। ছবিটাও ছিলো একজন নায়কের মতো দেখতে। আমি এখনও ছবিটা কল্পনা করছি।
০৭ জন বীরশ্রেষ্ঠর মধ্যে উঁনাকেই আমার সবচেয়ে বেশি ভালো লাগতো তখন।
ক্লাস টুতে পড়েছিলাম ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।
থ্রিতে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর;
ফোরে সিপাহী হামিদুর রহমান ও মুন্সি আব্দুর রউফ, এবং;
ফাইভে মোস্তফা কামাল ও রুহুল আমিনের গল্প পড়েছিলাম। এখনও দিব্যি মনে আছে কিছু কিছু ঘটনা।
আপনার এই সিরিজের সবগুলো এপিসোড দেখে বিষয়গুলো আরও সহজবোধ্য হলো।
ধন্যবাদ।
আমাদের নরসিংদী জেলার বীর সন্তান বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।
Thanks bhai aapnar theke pawa informational video gulaiii besttt!!!!!!!
it is the best series among the contents of liberation war
আলহামদুলিল্লাহ 💞🌺💞
দোয়া এবং ভালবাসা সবসময় উনাদের জন্য। ভিডিওতে তথ্যের পূর্ণতা যথেষ্ট পরিমাণ প্রকাশ পেয়েছে।
সেলুট হে সকল বীর মুক্তিযোদ্ধারা।
Unique information is Nishan -E- Haider. Thanks for sharing.
My pleasure
আমার চোখে পানি চলে আসছে। আমরা শুধু স্বাধীনতার চেতনা ই শুনি। কিন্তু এরা যে কত বড় সেক্রিফাইস করেছে ভাবলে অবাক লাগে।এরাই আমাদের বীর সন্তান❤❤❤❤
আমাদের নরসিংদীর গর্ব বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ❤❤
Sir video ta joos hoisa
Sob bir sresto ar video chai
Plzzz sir❤
আসবে !
@@LabidRahat Thanks
Apnar ei series ta amar kache sobcheye valo legeche.
Ami apnar onek age theke fan,, kichudin age apni amader college NDC teo giyechilen.
Take love bro.❤
Thank you so much man !
Thik vai, ei series ta asolei onek joss.
Erokom aro series chai amader desher itihaser upor..❤
Ei video series ta asolei sera.. Take love bro 🥰
Thank you so much 😀
নরসিংদী জেলার গর্ব বীরশ্রেষ্ঠ মতিউর রহমান
ঋদয় ছুয়ে গেলে ভাই। ভালোবাসা নিয়েন আপ্নি। সেই সাথে শহীদদেরকেও যেন আল্লাহ তায়ালা জান্নাত দান করেন সেই দোয়া রইল।
বীরশ্রেষ্ঠদের মতে আমার সবচেয়ে প্রিয় ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।
আমাদের বীর সন্তান রা আমাদের জন্য অনুপ্রেরণা❤️🇧🇩
আমার জেলা নরসিংদী ❤ মতিউর রহমান আমাদের গর্ব,
সাইফুল আজম স্যার এর লাইফ ষ্টোরি নিয়ে একটা ভিডিও উপহার দিন❤🎉❤
আসবে সামনের বছর!
@@LabidRahat অপেক্ষায় রইলাম 💕❤️💕
মূলত সাইফুল আজম ছিলেন পাকিস্তানের প্রোডাক্ট। তিনি তখনকার পাকিস্তান সেনাবাহিনীতে ছিলেন, এবং তাদের হয়েই কাজ করেছেন তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়। এতো দক্ষ এবং সফল পাইলট তার ক্যারিয়ারের একেবারে পিকে থেকে নিজের দেশের জন্য কি করেছে? একেবারেই "কিছু না"। অথচ তার ছাত্রের এরকম এগ্রেসিভ মুভ ছিল, সেটাও তাকে টলারে পারেনি। পাকিদের আজ্ঞাবহ অফিসার হয়েই থেকে গেলেন, হায়রে দাসত্ব, দেশদ্রোহিতা।। উনি যুদ্ধ শেষ হওয়ার পরে, সুবিধামত দেশে চলে আসেন। কিন্তু এরপরে তার আর কোন এক্টিভিটি দেখা যায় নাই, কারণ কি? এরপরে ১৯৭৭ সালে মানে সেনা শাসক জিয়া যে বছর ক্ষমতা গ্রহন করে, সেই বছরই তাকে উইং কমান্ডার হিসেবে পদোন্নতি দেয়। ঠিক যেমন রাজাকার আলবদর নেতাদের জিয়া, এবং বিএনপি সরকারের উচ্চ পর্যায়ে চাকরি দেয়। ঘটনার ক্রম খেয়াল করেন। সব বুঝে যাবেন। পরে রাজাকারদের সমর্থক এবং দোসর দল বিএনপিতে যোগদান করে ১৯৯১ এ এম্পিও হোন। এতো কিছুর পরে উনাকে আমরা ঠিক কোন কারণে মনে রাখবো, কি হিসেবে মনে রাখবো? মনে রাখবে জর্ডান এয়ার ফোর্স, নাপাকিস্তানি হিংস্র সেনাবাহিনী, তাদের স্বার্থে কাজ করার জন্য। এগুলো কেউ খুলে বলে না, কারণ অনুভূতিতে আঘাত লাগে। একজন দেশদ্রোহী লেভেলের মানুষকে কিভাবে গ্লোরিফাই করা হচ্ছে, এটা মতিউর রহমানসহ সকল যোদ্ধাদের রক্তের সাথে বেইমানি ছাড়া কিছু না।
পরিবারকে এক পাশে রেখে দেশের টানে মতিউর। ফেলে তার মাহিন তুহিন মিলি।
অস্থিত্বে আমার দেশ
আমাদের বইগুলোতে বীরশ্রেষ্ঠদের ইতিহাস গুলো আরো ব্যাপক ভাবে দেওয়া উচিৎ।
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আতাউল গনি ওসমানী কে নিয়েও ভিডিও চাই।👍
প্রত্যেকটা ভিডিও দেখে আমি আমার কান্না আটকে রাখতে পারি নি৷ হ্যাটস অফ ভাই৷ আপনি প্রশংসা পাওয়ার যোগ্য৷ আমি মুন্সী আব্দুর রউফ কলেজে পরেছি৷ বিডিআর এ থেকে কিভাবে উনি বীরশ্রেষ্ঠ হলেন সেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি৷
জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সকল মুক্তিযোদ্ধাদের❤❤❤❤❤
Labib vai er muktijuddhog related video gula bukey agun dhoraya dey, gaa kata diye uthe. Joy Bangla! Long live Bangladesh! 💪
Thank you so much ! Joy Bangla!
Excellent work,,, keep it up ❤
অনেক অনেক ধন্যবাদ ভাই, এত সুন্দর একটা সিরিজ চালু করার জন্য ❤
বিজয়ের মাসের সবচেয়ে বড় উপহার ভাই আপনার এই সিরিজ।
সাতজন বীরশ্রেষ্ঠ কে নিয়েই প্রতিটা প্রতিবেদন চাই ভাই। 🇧🇩#৭১
সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রইলো
আমি চাঁপাই নবাবগঞ্জ থেকে বলছি ভাই।অনেক সুন্দর ভিডিও।
আমাদের নরসিংদী জেলার গর্ব ❤
ভাই যা বললেন সবই আগে থেকে জানতাম।next ভিডিও তে extra details দিয়েন ঐ বীর শ্রেষ্ঠর
আপনার সবগুলা ভিডিও ই অসাধারণ।
এই ভিডিটার জন্য অপেক্ষা করছিলাম।ছোটবেলায় বইয়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কাহিনিটা পড়েছিলাম।একদম শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গিয়েছে।পরের পার্টের অপেক্ষায় রইলাম।
অনেক ধন্যবাদ আপনাকে। অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম
আমাদের নরসিংদীর গর্ব বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।
Greatest bangali legend The eagle Motiur Rahman❤
আপনার ভিডিও র জন্য অপেক্ষায় ছিলাম সন্ধ্যা থেকে
What a stylist personality!!!!!
Salute
বীরশ্রেষ্ঠ মতিউ রহমানের এলাকা থেকে দেখেছি ভিডিওটা এখন এলাকার নাম মতিউর নগর।
ধন্যবাদ ব্রাদার।
Brother hats off ❤
U r doing really well....
We should know our history and our heroes properly....
অনেক ভালো লাগলো, পরে ভিডিওগুলোর জন্য অপেক্ষা আছি। সামনে এগিয়ে যান।
These are stories we read about in childhood, but not gonna lie loving to recall them through your videos.
আপনার ভিডিও তে ভারতের ধ্রুব রাথের ভিডিও মতো অনুরুপ গুছানো ইনফরমেশন পেলাম এগিয়ে যান
আমার বীর
আমাদের বীর❤️
new generation will be known about them. thank you you doing grate
Awesome presentation Labid Rahat bhai! ❤️
আল্লাহ উনাকে জান্নাতের উচ্চ ইস্তান দান করুক😢❤
সাত জন বীরশ্রেষ্ঠ নিয়ে সাতটা দারুণ মুভি হতে পারে।
সরকার যেটা আমাদেরকে জানায়নি,আপনি সেটা জানালেন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ❤❤❤
হাহা
সবকিছুতেই সরকারকে খুজা আপনাদের স্বভাব।
🤣
@@musicsoul7909 আপনার মুখে হাসি ফোটাতে পেরে আমি আনন্দিত। তবে আপনার বক্তব্য একটু সংশোধন করে দিয়ে বলি, সবাইকে নিজের মত মনে করবেন না। সরকারের সমালোচনা না করলে সেটা মোটেও গণতান্ত্রিক চর্চার আওতায় পড়বেনা। সুতরাং সুনাগরিক মাত্রই সরকারের গঠনমূলক সমালোচনা করা কর্তব্য। সরকারের দ্বায়িত্ব সর্বত্র মুজিব পূজা না করে দেশের জন্য অবদান রাখা প্রত্যেকের বিষয়ে জাতিকে জানানো।
আমার হিরো মতিউর রহমান। ছোটবেলায় উনার গল্প পড়ার পরেই উনার প্রতি সেই লেভেলের ভাললাগা কাজ কতো।
Simply oshadharon
আমাদের রায়পুরার গর্ব বীরশ্রেষ্ঠ মতিউর রহমান
A legend from Narsingdi ❤️
ভাই ৭ জন বীর শ্রেষ্ঠ পর বীর উত্তম জিয়াউর রহমান নিয়ে একটা ভিডিও বানিয়েন।
মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে ভিডিও দেয়ার জন্য ধন্যবাদ এবং লাল সেলাম
প্রথম দিকে বলা কিছু তথ্য আগে জানা ছিলো না তবে আসল ঘটনা তো সবারই জানা যত যাই বলেন আমাদের বীর মুক্তিযোদ্ধাদের গল্পগুলো যতবারই শুনি আবারও নতুন করে মনোযোগ দিয়ে শুনি আসলে যতই শুনি ভালো লাগা কমে না বরং বাড়ে
ভাই জেনে খুব ভালো লাগছে যে একজন বীরশ্রেষ্ঠর পা আমাদের ভৈরবে ও পরেছে ❤️
আমাদের পাশের গ্রামে ওনার বাড়ি ছিল। সত্যিই ওনার জন্য গর্ব হয়❤❤❤❤
Aponar kotha fuli khub valo lage