আসসালামু আলাইকুম স্যার আপনার মতো এরকম সত্যি বাদি যেন বাংলাদেশর সব মানুষ হয় সারা দেশে এরকম অনেক জালিয়াতি চলতেছে সাধারণ মানুষকে বাছান সার দোয়া রইল আপনার জন্য
স্যার, আপনার ইনভেস্টিগেশন অত্যন্ত সুন্দর হয়েছে। এমন সুন্দর ইনভেস্টিগেশন আমি ইতোপূর্বে দেখিনি। স্যার,আপনাকে অভিনন্দন। ভোক্তা অধিকার নিশ্চিত করার জন্য আপনার মত মহাপরিচালক আমাদের প্রয়োজন।
খুব আনন্দ নিয়ে দেখলাম স্যারের ইনভেস্টিগেশন, ধন্যবাদ স্যার & সহকারী সবাইকে, উনার চেয়ে নিম্ন পদে যারা আছে তাদের প্রতি অনুরোধ রইলো তারাও যেনো স্যারের দেখানো পথেই হাটে
ভোক্তা অধিদপ্তরকে ধন্যবাদ জানাই এমন সুন্দর অভিযান পরিচালনা করার জন্য.. এই সমস্ত অভিযান যদি অব্যাহত থাকে তাহলে এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে সাধারণ মানুষ পারিত্রাণ পাবে..
এরকম উদ্যোগকে সালাম জানাই । তদারকি বাড়াতে হবে যাতে এসব সিন্ডিকেট ব্যবসায়ীরা শিক্ষা পায়। তবে কৃষকদের যাতে ক্ষতি না হয় এবং তাদের ইনকাম যেন বৃদ্ধি পায় তাতে জোর দেওয়া উচিত। কৃষকদের মেরে তাদের ঠকিয়ে দাম কমিয়ে লাভ নেই।
স্যার আসসালামুয়ালাইকুম❤🎉 আপনাকে হাজারো স্যালুট জানাই বার বার যেন পৃথিবীতে ফিরে আসুন আপনার এই অটুট মহত্ব নিয়ে। আপনার সততা ও সাহসিকতা উজ্জ্বল নক্ষত্রের মতো স্মৃতি হয়ে থাকবে বাংলাদেশে আজীবন।❤❤❤❤🎉🎉🎉 সচ্ছল ও আদর্শ বাবা-মায়ের সন্তান বাঘের বাচ্চা❤❤❤❤🎉🎉🎉
স্যার দয়া করে এভাবে সকল সেক্টর এ বিশেষ করে খাদ্য সেক্টর ভোক্তা অধিকার এর অভিযান টা অন্তত ১বছর পরিচালনা করুন 🙏🙏🙏❤️🤲। আর এদের মত অতিমুনাফা লোভী ব্যবসায়ি দের শাস্তি আওতায় আনেন দেখবেন দেশের বাজার ব্যবস্তা নিয়ন্ত্রণ থাকবে।🙏👍❤️🤲 আপনাদের জন্য রইলো দোয়া।
সমস্যা😢গোড়ায় সরকার জনগণের ভোটের না,,সুবিধা বাধী অসাধু ব্যবসা-সম্পৃক্ত ব্যাকতিদের সহায়তায় আছে এই উন্নয়ন বেমালা উন্নয়ন সরকার,, অবৈধভাবে সরকার থাকলে অবৈধ কারবার সাবাভিক,, নৈতিকতা নিয়ে কথা বলা অমুলক,এই ডিসি প্রসাশক এরাই এসব অবৈধ????? গল্পে আছে বিড়ালের গলায় ঘন্টা পরাবে কে????
স্যার আপনাকে স্যালুট জানাই এই ধরনের ব্যবসায়ীদেরকে ভালোভাবে শায়েস্তা করুন এদের কারণে দেশে যত অকর্ম ঘটে আলু পেঁয়াজনে এরাই সিন্ডিকেট করে ধন্যবাদ স্যার আপনাকে
আসসালামু আলাইকুম স্যার স্যার আমি একজন প্রবাসী আপনাদের ভিডিওটা অনেক মনোযোগ সহকারে দেখলাম স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার প্রত্যেকটা জেলাইপ্রত্যেকটি থানায় যদি এরকম সুন্দরভাবে অভিযান হতো তাহলে মনে হয় সাধারণ মানুষের জন্য আরো ভালো হতো স্যার ময়মনসিংহ জেলা ত্রিশাল থানা ত্রিশাল বাজারে একটু অভিযান দিলে ওখানকার সাধারণ মানুষের জন্য অনেক ভালো হতো
এই স্যারের নাম যদিও জানিনা আমি উনাকে মনে প্রানে দোয়া করছি আল্লাহ পাক যেন উনাকে উনার পুরো পরিবার কে যেন হায়াত দান করুন। ভোক্তা অধিদপ্তরের প্রত্যেক টা স্যার যেন উনার মতো কাজ করে যান। দেশের সাধারণ মানুষের দোয়া উনারা আল্লাহর দরবারে অবস্যই পাবেন। দেশের জনগণ এদের মতো মজুতদারদের জন্য অতিষ্ঠ হয়ে পরেছে। চোখে মুখে রাস্তা দেখছেনা। শুধু সরকারকে দোষারোপ করছে।
অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইলো স্যার। এমনটা অবশ্যই দরকার। এসব দরবেশ বাবাদের কারনে,আজ বাংলার মানুষ খুবই কষ্ট ভোগ করতেছে।। স্যার, পল্লী বিদ্যুৎ, এবং ফিড মিল, চাউলের মিল,ঔষধের দোকান মালিক মালিক এগুলোর প্রতি দয়া করে একটু দৃষ্টি দিবেন।।।।
স্যার আপনি অসাধারণ বলেছেন আপনার নাগার লোক যদি প্রত্যেকটা দৃষ্টিকে অভিযান করে তাহলে প্রত্যেকটা দ্রব্যমূলের দাম কমে আসবে.আপনাকে সব জায়গায় প্রয়োজন স্যার.আছি আপনাদের পাশে স্যার সাজানোর জনগণ
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, বানিজ্য মন্ত্রী,ডিসি সাহেব, এসপি সাহেব, ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচালক বৃন্দদের , দেশের অসাধু ব্যবসায়ীদের শাস্তি প্রদান করে সাধারণ জনগণের ন্যায্য মূল্যে খাবার কিনতে সহযোগিতা করার জন্য।
আহ্ বাংলার মেহনতী মানুষ বড্ডো অসহায়.. এখনো কৃষক আলু ১০/১২টাকা দামে ছাড়ে, অথচ আমারা সেই আলু বাজার থেকে ৫০ টাকা কিনতে বাধ্য। কী দেখার কথা কি দেখছি! কী শোনার কথা কি শুনছি! ৫৩ বছর পরেও আমি স্বাধীনতাকে খুঁজছি।
স্যার প্রত্যেকটা হাটে যেসব আরবদার আছে প্রত্যেকের মাঝে দুর্নীতি এসব বিষয়ে লুকালি পদক্ষেপ নেওয়া উচিত কারণ লোকাল বাজারের ঠিকই আলুর দাম 50 টাকা ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে
বাল করতাছে সব গ্যালারী শো বুঝেন কিছু?😁 টাকা খাওয়ার ধান্ধা। জনগনের ভাল চাইলে তাদের কে জেলে দিতে বলেন দেখি পারেকিনা।জরিমানা করলে চলে যাওয়ার পরে আরও বেশি দামে বিক্রি করবে তারা
স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার যুক্তি গুলো অনেক সুন্দর জব্বার স্যারের যুক্তি গুলো অনেক সুন্দর আপনাদের জন্য মন থেকে দোয়া রইলো এই রকম সত অফিসার সারাদেশে চাই
স্যার মহোদয় কে ধন্যবাদ জানাই। যদি কষ্ট করে গতো বছর এ তেলের দাম ৮০ লিটার টাকা থেকে ২০০ টাকা লিটার হলো কি ভাবে এবং এই বছর এ চিনির দাম ৬০ টাকা থেকে ১৪০ টাকা কেনো হোলো। আমরা জনসাধারণ মহোদয় স্যার এর নজরে দেখতে চাই।
স্যার আপনারা কিছু নতুন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন আমাদের বাংলাদেশের বেকার শিক্ষিত ছাত্ররা আছে ভোক্তা অধিকারের মাধ্যমে ২ লক্ষ ছাত্রকে কাজ দেন তারা দেশের চেহারাকে পাল্টিয়ে দেবে পুরা বাংলাদেশের বাজার মনিটর করবে তারা
আসসালামু আলাইকুম স্যার,আপনার উদ্যোগ দেখে মনটা গর্ভে ভরে গেল যে আপনাদের মত ভাল মানুষ এখনো আছে আপনার জন্য অন্তর থেকে দোয়া রইল যেন আল্লাহ পাক আপনাকে ভালো রাখেন! স্যার আমাদের মত সাধারণ মানুষের দুনিয়াতে আর কি চাওয়া থাকতে পারে দু'মুঠো খেয়ে পড়ে বেঁচে থাকা ছারা! অথচ মানুষ নামের জানোয়ার গুলো সেখানেও আমাদেরকে জিম্মি করে বসে আছে
কেনো জরিমানা করবে একটানা ১৫ বছর এর পর বছর যখন আমরা লস দিয়ে পথের ফকির হয়ে বাড়ি ফিরি তখন তো সরকার মিডিয়া মেজিস্টেট আসেন তাহলে এখন কেনো আসে তারা এমনো কৃষক আছে লস দিতে দিতে টাকার শোকে স্টিক করে মারা গেছে।সেটা কি মিডিয়ার চোখে পারে না ও একটু লাভ হলে ওই চোখে পরে তাই না পিয়াজ যদি খেতে পারে ৩০ থেকে ৩০০ টাকা আলু কেন খেতে পারে না ৫০থেকে ৬০ টাকা।।এই বিচার বাজেট কে করবে বলেন।।।।
ধন্যবাদ স্যার। আর পারছি না আমরা। আমাদের দেখার কেউ নাই।আপনার মত এমন অফিসার আমাদের দেশে আরও দরকার। কোন জিনিস এর দাম ঠিক নাই। মজুতিরা আমাদের মত মানুষ দের না খাওয়াইয়া রাখবে।
স্যার দয়া করে এভাবে সকল সেক্টরের বিশেষ করে খাদ্য সেক্টরে ধারের অভিযানটা অন্তত এক বছর পরিচালনা করুন। আর এদের মতো অতি মুনাফা লোভী ব্যবসায়ীদেরকে কঠিন শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।
ধরনের অসাধু ব্যবসায়ীদের জন্য বাংলাদেশের মানুষ এত কষ্ট পাচ্ছে এরা ব্যবসায়ী না এরা কসাই তারা এরা দেশের মানুষের গলা কাটা ব্যবসা করছে এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে এটাই বাংলাদেশের সাধারণ নাগরিকের অধিকার ধন্যবাদ মাননীয় ম্যাজিস্ট্রেট মহোদয়কে
ধন্যবাদ স্যার আপনাকে। 😊 আমরা বাংলাদেশের সাধারণ জনগণ এ ধরনের অসাধু ব্যবসায়ীদের কঠোর শাস্তি দাবী করছি। এমন ভাবেই তৎপর থাকবেন আপনারা তাহলেই ইনশাআল্লাহ দ্রব্যমূল্যে লাগাম ধরা যাবে।
আমি ভারতে থাকি। এই প্রতিবেদন বা ভিডিও টি মনযোগ সহকারে দেখলাম। খুব ভালো লাগলো। পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন এটা তো ঠিকই,, সঠিক উত্তর পেয়ে যাবেন ঐ ব্যক্তি। বাহবা জানাই আপনাদের ঐ সকল অফিসারগণ কে। খুব ভালো উদ্যোগ ও সিদ্ধান্ত।
আসসালামু আলাইকুম স্যার আপনার মতো এরকম সত্যি বাদি যেন বাংলাদেশর সব মানুষ হয় সারা দেশে এরকম অনেক জালিয়াতি চলতেছে সাধারণ মানুষকে বাছান সার দোয়া রইল আপনার জন্য। তবে প্রতিনিয়ত এই অভিযান করে, শাস্তির আওতায় আনতে হবে।
স্যার মহোদয়কে ধন্যবাদ,উনি ভদ্রতার সহিত কথা বলেছেন আর সুন্দর সিদ্ধান্ত ও নিয়েছেন,ব্যবসায়ীদের চালাকি উনি ধরতে পেরেছেন এবং সরাসরি মুখের উপরেই বলেছেন।
এগঝ
HUNDRED PERCENT ,,,CHITTER BUSINESS MAN,,,,
কেন ❤😊❤😊😊😅
0 pH ôöim plot
কেরানীগঞ্জ বরিশুর বাজারে এখনো ৫০টাকা করে আলুর কেজি
স্যার আপনাকে স্যালুট এবং আপনার প্রতিটা কথা অনেক অনেক মুল্যবান । ইয়া আল্লাহ এই স্যার কে আপনি অনেক দিন হায়াত দান করুন। আমিন
Tai kono kothai sone na
আসসালামু আলাইকুম স্যার আপনার মতো এরকম সত্যি বাদি যেন বাংলাদেশর সব মানুষ হয় সারা দেশে এরকম অনেক জালিয়াতি চলতেছে সাধারণ মানুষকে বাছান সার দোয়া রইল আপনার জন্য
❤❤❤
❤❤❤❤❤❤❤❤
এদের কে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং জেলে ঢুকাতে হবে
আসসালামুয়ালাইকুম স্যার আপনার মতন দক্ষ সৎ নিষ্ঠা প্রত্যেকটা মন্ত্রণালয়ে থাকলে পণ্যের দাম আর কোনদিন বৃদ্ধি পাবে না আপনাকে অনেক ধন্যবাদ সালামুআলাইকুম
স্যার আপনাকে আল্লাহ পাক জাজাখয়ের দান করুন।এই অসৎ ব্যবসায়ীদের কঠোর শাস্তি ব্যবস্থা কায়েম করা হোক।
এভাবে প্রত্যেক কোলেস্টার সিন্ডিকেট ব্যাবসায়ীদের কে কঠিন শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ জানানো হচ্ছে...!
স্যার আপনাকে স্যালুট
আপনার ভূমিকার কোন তুলনাই নেই ❤️🔥 ধন্যবাদ স্যার
❤kpdbe😊😅❤❤❤❤
রাইট কথা
ক
সাবাস একজন মানুষ কতটা গুরুত্বপূর্ণ কথা বলেছে।দেশের এমন সরকারি চাকরিতে ভালো লোক দরকার।
স্যার আপনাদের টিমে আরো লাগিয়ে দিন সারা বাংলাদেশে আপনাদের টিম যেন এভাবেই সাধারণ জনগণের পাশে থাকে
আপনাকে অনেক ধন্যবাদ ।
এমন কাজ শব দেশে বা রাজ্যে ওপর
নজর দাড়ি হয়ে থাকে তাহলে সাধারণ
মানুষের জন্য খুব ভালো হতো ।
😊😊😊😊😊😊😊😊😊
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক সাহেব সহ সকল কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ।
ঠিক বলছেন এদের মতো হাতে গুনা কয়েক জন লোক এই দেশের মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছে
সমস্যা বাংলাদেশে যেকোন খনির চেয়ে চোর বাটপার দুর্নীতিবাজ মির জাফর এর খনি বেশি....
নিজে খাই নিজে বাঁচি...
ওয়াও অসাধারণ স্যার
মনে হয় এই লোক কথা শেখে নাই। কতো বড় ব্যবসায়ী?
এইসব ব্যবসায়িক বাদ দিয়ে ভোক্তা অধিকারের একেকজন ব্যবসার দায়িত্ব নিয়ে নিন, নিয়ে আমাদের রক্ষা করুন
এইরকম রশোবাবুর জন্যই আজ দ্রব্য মূল্যর এত দাম, এবং তার জন্য সাধারণ জনগণ ভোগান্তুিতে আছে,অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে।
ল❤😊
স্যার, আপনার ইনভেস্টিগেশন অত্যন্ত সুন্দর হয়েছে। এমন সুন্দর ইনভেস্টিগেশন আমি ইতোপূর্বে দেখিনি। স্যার,আপনাকে অভিনন্দন। ভোক্তা অধিকার নিশ্চিত করার জন্য আপনার মত মহাপরিচালক আমাদের প্রয়োজন।
খুব আনন্দ নিয়ে দেখলাম স্যারের ইনভেস্টিগেশন, ধন্যবাদ স্যার & সহকারী সবাইকে,
উনার চেয়ে নিম্ন পদে যারা আছে তাদের প্রতি অনুরোধ রইলো তারাও যেনো স্যারের দেখানো পথেই হাটে
খবর নিয়ে দেখা যাবে স্যার নিজেও দুর্নীতি পরায়ন।
😊
😂😂😂😂😂😂😂
আপনার মত অনেক অফিসার বাংলাদেশের দরকার সৎ ও নিষ্ঠা আমরা এটাই চাই স্যার
আপনার মত অনেক অফিসার বাংলাদেশের দরকার সৎ নিসঠা আমরা এটাই চাই স্যার
ভোক্তা অধিদপ্তরকে ধন্যবাদ জানাই এমন সুন্দর অভিযান পরিচালনা করার জন্য.. এই সমস্ত অভিযান যদি অব্যাহত থাকে তাহলে এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে সাধারণ মানুষ পারিত্রাণ পাবে..
আলু খেতে পারি আর না পারি,খুশি খুশি লাগতেছে😊
ভোক্তা অধিকার নৈতিকতার সাথে জনস্বার্থে কাজ করুক এই কামনা করি❤️
❤
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এভাবে জদি দেখেন তাহলেআশা করি আপনাদের দারাই দেশের শান্তি হতে। পারে
ভোক্তা অধিকার মহাসচিবকে অসংখ্য ধন্যবাদ এরকম অভিযান আরো চালিয়ে যেতে চেয়ে স্যার
😮
৬টসুসসস৭সশ
এই বছর ২০২৪সনে আলুর বাজার আরও অস্থির। ৬০টাকা কেজি। দ্রুততম সময়ে অভিযান চালিয়ে আলুর বাজার ৪০টাকার নিচে আনতে অনুরোধ করছি।
এই রসো বাবুরাই বাংলাদেশকে রসোগোল্লা বানিয়ে দেবে..!
স্যারকে অসংখ্য ধন্যবাদ।
স্যালুট বস।১৭ কোটি জনগন আপনার সাথে আছে।আল্লাহ আপনাকে চিরজীবি করুন।
এরকম উদ্যোগকে সালাম জানাই । তদারকি বাড়াতে হবে যাতে এসব সিন্ডিকেট ব্যবসায়ীরা শিক্ষা পায়। তবে কৃষকদের যাতে ক্ষতি না হয় এবং তাদের ইনকাম যেন বৃদ্ধি পায় তাতে জোর দেওয়া উচিত। কৃষকদের মেরে তাদের ঠকিয়ে দাম কমিয়ে লাভ নেই।
ধন্যবাদ স্যার এইভাবে সারাদেশে অভিযান চালানো উচিত
এইভাবে বাংলাদেশ এগিয়ে যেতে পারে এরকম সৎ অফিসার দরকার প্রত্যেকটা দেশে❤❤
❤
সেলুট স্যার আপনাদের মতো দায়ীত্ববান মানুষ থাকলে দেশের উন্নত হবে
সেলুট স্যার,আপনাদের মতো দায়ীত্ববান মানুষ প্রত্যেক টা জেলায়, থাকা দরকার, তাহলেই দেশের উন্নয়ন হবে।
Ini TT ni ❤ CT TT WP ki😅 0:57 . Ni Dr 0:57 ft ni. Ni ni. N 0:57 0:57 CT mm
ভালো মনের মানুষ
স্যালুট আপনাদের।।।এইভাবে অভিযান অব্যাহত থাকলে সব কিছু সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে।।
এইভাবে সমস্ত ব্যবসায়িদের দিকে নজর রাখলে এদেশে প্রতিটা দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে।ইনশাআল্লাহ
স্যার আপনাকে স্যালুট করি আপনার পতিটা কথা অনেক সুন্দর লাগছে আল্লাহ আপনাকে হায়াত দান করুক❤❤
স্যার আসসালামুয়ালাইকুম❤🎉 আপনাকে হাজারো স্যালুট জানাই
বার বার যেন পৃথিবীতে ফিরে আসুন আপনার এই অটুট মহত্ব নিয়ে। আপনার সততা ও সাহসিকতা উজ্জ্বল নক্ষত্রের মতো স্মৃতি হয়ে থাকবে বাংলাদেশে আজীবন।❤❤❤❤🎉🎉🎉
সচ্ছল ও আদর্শ বাবা-মায়ের সন্তান
বাঘের বাচ্চা❤❤❤❤🎉🎉🎉
ভোক্তাঅধিকারের মহাপরিচালক ও ওনার বাকী অফিসারগন প্রকৃত দেশপ্রেমিক। সারাদেশের ভোকতাদের ওনাদের সহযোগীতা করা খুবই দরকার।সার সঠিক কথা বলছেন।
স্যার দয়া করে এভাবে সকল সেক্টর এ বিশেষ করে খাদ্য সেক্টর ভোক্তা অধিকার এর অভিযান টা অন্তত ১বছর পরিচালনা করুন 🙏🙏🙏❤️🤲। আর এদের মত অতিমুনাফা লোভী ব্যবসায়ি দের শাস্তি আওতায় আনেন দেখবেন দেশের বাজার ব্যবস্তা নিয়ন্ত্রণ থাকবে।🙏👍❤️🤲 আপনাদের জন্য রইলো দোয়া।
2ww😊njnnw
Pwnjjjjnjjjnnnnwannnjj
.
সমস্যা😢গোড়ায় সরকার জনগণের ভোটের না,,সুবিধা বাধী অসাধু ব্যবসা-সম্পৃক্ত ব্যাকতিদের সহায়তায় আছে এই উন্নয়ন বেমালা উন্নয়ন সরকার,, অবৈধভাবে সরকার থাকলে অবৈধ কারবার সাবাভিক,, নৈতিকতা নিয়ে কথা বলা অমুলক,এই ডিসি প্রসাশক এরাই এসব অবৈধ????? গল্পে আছে বিড়ালের গলায় ঘন্টা পরাবে কে????
ধন্যবাদ স্যার
স্যার আপনার কাজকে সেলুট যানাই।এমন পরিচালক সকল জায়গায় দরকার।আপনি পরিচালকের সঠিক ভূমিকা রেখেছেন।
স্যার আপনাকে স্যালুট জানাই এই ধরনের ব্যবসায়ীদেরকে ভালোভাবে শায়েস্তা করুন এদের কারণে দেশে যত অকর্ম ঘটে আলু পেঁয়াজনে এরাই সিন্ডিকেট করে ধন্যবাদ স্যার আপনাকে
আপনার মতন মেজিস্টেট আমরা সাধারণ মানুষের অথেন্ত প্রোয়জন স্যর আপনি কোন দল বা কোন পাওয়ার ফুল লেকের কতা না শুনে আপনি এগিয়ে যান দোয়া রইল স্যার
উনি ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক স্যার।
স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, দয়া করে সারা দেশে এই রকম অভিযান চালু রাখুন।
আসসালামু আলাইকুম স্যার আপনার মতন মানুষ শত শত দরকার আপনার কাছে থেকেই সোনার বাংলাদেশ আশা করা যায় ❤❤❤❤
স্যার এর মতো মহৎ অফিসার প্রতিটা জেলায় খুব দরকার স্যালুট
আসসালামু আলাইকুম স্যার স্যার আমি একজন প্রবাসী আপনাদের ভিডিওটা অনেক মনোযোগ সহকারে দেখলাম স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার প্রত্যেকটা জেলাইপ্রত্যেকটি থানায় যদি এরকম সুন্দরভাবে অভিযান হতো তাহলে মনে হয় সাধারণ মানুষের জন্য আরো ভালো হতো স্যার ময়মনসিংহ জেলা ত্রিশাল থানা ত্রিশাল বাজারে একটু অভিযান দিলে ওখানকার সাধারণ মানুষের জন্য অনেক ভালো হতো
এই রকম সব জায়গায় অভিযান পরিচালনা করা হউক যাতে কোন অপরাধি ছাড়া না পেয়ে না জায়।
এই স্যারের নাম যদিও জানিনা আমি উনাকে মনে প্রানে দোয়া করছি আল্লাহ পাক যেন উনাকে উনার পুরো পরিবার কে যেন হায়াত দান করুন। ভোক্তা অধিদপ্তরের প্রত্যেক টা স্যার যেন উনার মতো কাজ করে যান। দেশের সাধারণ মানুষের দোয়া উনারা আল্লাহর দরবারে অবস্যই পাবেন। দেশের জনগণ এদের মতো মজুতদারদের জন্য অতিষ্ঠ হয়ে পরেছে। চোখে মুখে রাস্তা দেখছেনা। শুধু সরকারকে দোষারোপ করছে।
আমার জানা মতে উনার নাম শফিকুল ইসলাম উনি ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক
অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইলো স্যার। এমনটা অবশ্যই দরকার। এসব দরবেশ বাবাদের কারনে,আজ বাংলার মানুষ খুবই কষ্ট ভোগ করতেছে।। স্যার, পল্লী বিদ্যুৎ, এবং ফিড মিল, চাউলের মিল,ঔষধের দোকান মালিক মালিক এগুলোর প্রতি দয়া করে একটু দৃষ্টি দিবেন।।।।
স্যার আপনাকে স্যালুট
আপনার ভূমিকার কোন তুলনাই নেই ধন্যবাদ স্যার
এইভাবে সবগুলো জিনিস সেই লক্ষ্য দেন যাতে বাংলাদেশের মানুষগুলো সুখে শান্তিতে বসবাস করতে পারে
স্যারকে ধন্যবাদ স্যারের মতো প্রত্যেক জেলায় জেলায় এরকম ম্যাজিস্ট্রেট দরকার
স্যার আপনি অসাধারণ বলেছেন আপনার নাগার লোক যদি প্রত্যেকটা দৃষ্টিকে অভিযান করে তাহলে প্রত্যেকটা দ্রব্যমূলের দাম কমে আসবে.আপনাকে সব জায়গায় প্রয়োজন স্যার.আছি আপনাদের পাশে স্যার সাজানোর জনগণ
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, বানিজ্য মন্ত্রী,ডিসি সাহেব, এসপি সাহেব, ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচালক বৃন্দদের , দেশের অসাধু ব্যবসায়ীদের শাস্তি প্রদান করে সাধারণ জনগণের ন্যায্য মূল্যে খাবার কিনতে সহযোগিতা করার জন্য।
ভোক্তা অধিকার কে ধন্যবাদ সব ক্ষেত্রে তাদের নিয়মিত মনিটেরিং করতে হবে
বাংলাদেশের কয়েকটা ব্যবসায়ীকে ফাঁসিতে লটকাইয়া দেওয়া হোক তাল হলে সব ব্যবসায়ীরা ঠিক হয়ে যাবে❤❤❤❤❤❤❤❤❤❤
তাহলেও কিছু হবে না।
আর আমাদের ভেড়ামারা এত আলো ক্যায়া করিনাই @@kaitou3572
মাশা আল্লাহ খুব সুন্দর বলছেন স্যার এই লোকদেরকে সাজা প্রদান করেন তাহলে দেশ দেশে মানুষ শান্তিতে পণ্য কিনতে পারবে
আহ্ বাংলার মেহনতী মানুষ বড্ডো অসহায়.. এখনো কৃষক আলু ১০/১২টাকা দামে ছাড়ে, অথচ আমারা সেই আলু বাজার থেকে ৫০ টাকা কিনতে বাধ্য। কী দেখার কথা কি দেখছি! কী শোনার কথা কি শুনছি! ৫৩ বছর পরেও আমি স্বাধীনতাকে খুঁজছি।
কথা সত্যি ভাই,মানুষ হয়ে আছে অসহায় 😢
এটাই বাংলাদেশ 😢
টংগীতে আলু ব্রিকী হচ্ছে ৬০/ থেকে ৬৫ টাকায় 😮💨😮💨
Ekhon 80 taka 😢
ভোক্তা অধিকারের স্যারকে অসংখ্য ধন্যবাদ । এইরকমই চাচ্ছি ।
স্যার আপনাকে ধন্যবাদ
ভোক্তা অধিকার স্যারকে খুব খুব ধন্যবাদ, সুন্দর করে সব বেড় করেছেন।
ভোক্তা অধিদপ্তরকে অনেক ধন্যবাদ,এইভাবে প্রত্যেকটি জেলার যতগুলো কোলেস্টেরল আছে সবগুলোকে চেক করতে হবে, বগুড়া জেলায় অনেক আলু আছে
স্যার প্রত্যেকটা হাটে যেসব আরবদার আছে প্রত্যেকের মাঝে দুর্নীতি এসব বিষয়ে লুকালি পদক্ষেপ নেওয়া উচিত কারণ লোকাল বাজারের ঠিকই আলুর দাম 50 টাকা ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে
সঠিক
আলুদামবারাচুরিবেরেছে
লোকাল বাজারে ৫০ টাকা কিনে ওরা লাভ ছাড়া বিক্রি কবে ভাই?
@@mdjohnny548((😊😊😊
খুব ভালো লাগতাছে যে তারা এই বাবে কাজ করতাছে ❤
তাঁদের কে অনেক ধন্যবাদ ।
দোয়া করি যেন শীঘ্রই সব চোরে দের ধরতে পারে। ☺️
বাল করতাছে সব গ্যালারী শো বুঝেন কিছু?😁
টাকা খাওয়ার ধান্ধা।
জনগনের ভাল চাইলে তাদের কে জেলে দিতে বলেন দেখি পারেকিনা।জরিমানা করলে চলে যাওয়ার পরে আরও বেশি দামে বিক্রি করবে তারা
ধন্যবাদ স্যার,,,,,এই অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে ও কঠিন শাস্তি দিতে হবে।
স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার যুক্তি গুলো অনেক সুন্দর জব্বার স্যারের যুক্তি গুলো অনেক সুন্দর আপনাদের জন্য মন থেকে দোয়া রইলো এই রকম সত অফিসার সারাদেশে চাই
স্যার মহোদয় কে ধন্যবাদ জানাই। যদি কষ্ট করে গতো বছর এ তেলের দাম ৮০ লিটার টাকা থেকে ২০০ টাকা লিটার হলো কি ভাবে এবং এই বছর এ চিনির দাম ৬০ টাকা থেকে ১৪০ টাকা কেনো হোলো। আমরা জনসাধারণ মহোদয় স্যার এর নজরে দেখতে চাই।
স্যার আপনি একটু এখন তেলের বাজারে যান তেলের বাজার
এরা মিডিয়া সামনে বলে একটা, আর পিছনে বলে আর একটা,এরা দেশের আসল জায়গায় যেতে পারেনা খূদ্র ব্যবসায়ীদের উপর জুলুম করে,
তেল ও চিনির কথা বলিস কারে ভাই।
তেল,চিনি,দাম কমান😢😢😢😢😢
স্যার আপনারা কিছু নতুন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন আমাদের বাংলাদেশের বেকার শিক্ষিত ছাত্ররা আছে ভোক্তা অধিকারের মাধ্যমে ২ লক্ষ ছাত্রকে কাজ দেন তারা দেশের চেহারাকে পাল্টিয়ে দেবে পুরা বাংলাদেশের বাজার মনিটর করবে তারা
টাকা মাইরাই কুলাইতে পারে না বেতন কই থেইকা দিবে??আর এদেরকেই ধরতে পারবে কিন্তু বড় বড় গ্রুপ অব কোম্পানির মালিকদের ধরতে পারবে না।
সঠিক
সকল কোল্ড স্টোরেজ মালিকের বিরুদ্ধে একই জাতীয় বেবস্থা নেয়ার জন্য অনুরোধ করছি।
apni boka naki?? Sob malik to alu rakhena. Rakhe. Pati r krisok...
yes..............why not for others culprits..............
কোল্ড স্টোরেজ না থাকলে আলু সারা বছর পাবি কই? ভোদাই!
@@shafiqulislamniloy9365তুই আসল ভোদাই কারন তোদের মতো ভোদাইর জন্য আজ সবকিছুর দাম হিসাবের বাইরে
@@shafiqulislamniloy9365 tor moto durnitibajder jonnoi desher ei obostha
আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ সার
আসসালামু আলাইকুম স্যার,আপনার উদ্যোগ দেখে মনটা গর্ভে ভরে গেল যে আপনাদের মত ভাল মানুষ এখনো আছে আপনার জন্য অন্তর থেকে দোয়া রইল যেন আল্লাহ পাক আপনাকে ভালো রাখেন! স্যার আমাদের মত সাধারণ মানুষের দুনিয়াতে আর কি চাওয়া থাকতে পারে দু'মুঠো খেয়ে পড়ে বেঁচে থাকা ছারা! অথচ মানুষ নামের জানোয়ার গুলো সেখানেও আমাদেরকে জিম্মি করে বসে আছে
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক সাহেব সহ সকল কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ। সেলুট স্যার আপনাকে।
এই ম্যাজিস্ট্রেট এর কথা আমার অনেক ভালো লাগে উনি যা বলেন বাংলাদেশের মানুষের মনের কথাগুলো বলেন ধন্যবাদ স্যার আপনাকে❤❤
স্যার আপনাদের অসংখ্য ধন্যবাদ
এমন ভাবে আরো বেশি মনিটরিং করলে বাংলাদেশের সাধারণ মানুষগুলো উপকৃত হবে
আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি
আল্লাহ পাক যেন উনাদেরকে নেক হায়াত দান করেন
ধন্যবাদ ভোক্তা-অধিদপ্তর 🙏
এরকম নিয়মিত অভিযান হলে ব্যবসায়ীদের সিন্ডিকেট কিছুটা হলেও কমবে।
মাশাল্লাহ স্যারের কথাগুলো একদম সাদামাটা একদম বাস্তবতা কথাগুলো শুনে পরানটা জুড়ায় গেছে এভাবেই সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রত্যেকটা জায়গায় থেকে সতর্ক হওয়া উচিত এবং যাচাই-বাছাই করে বাজারকে নিয়ন্ত্রণ অসংখ্য ধন্যবাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ❤❤
অন্য বছরে যখন আলু বিক্রি হয় না তখন আপনারা কই থাকেন???
That is real educated persons
@@mdjishanmia36470f
Who is goverment brother?
ভোক্তা অধিকার স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওদের মতো অসাধু ব্যবসাইদের কঠিন বিচার হওয়া উচিত
এ রকম সৎ অফিসার দেশ কে ভালো করতে পারবে,একটি সুন্দর দেশ উপহার দিতে পারে। স্যার আপনার জন্য দোয়া করি আল্লাহু আপনাকে দিঘায়ু করেন।
স্যার অসাধারণ প্রশ্ন করেছেন অসাধারণ.এই ভাবেই বড় ব্যবসায়কে ধরা উচিত
ধন্যবাদ ভোক্তা অধিকারের মহাপরিচালককে,এভাবে প্রত্যেক জেলায় অভিযান চালানো হোক,,এবং কমপক্ষে ১ কোটি টাকা করে জরিমানা করা হোক পাশাপাশি জেল দেয়া হোক
কেনো জরিমানা করবে একটানা ১৫ বছর এর পর বছর যখন আমরা লস দিয়ে পথের ফকির হয়ে বাড়ি ফিরি তখন তো সরকার মিডিয়া মেজিস্টেট আসেন তাহলে এখন কেনো আসে তারা এমনো কৃষক আছে লস দিতে দিতে টাকার শোকে স্টিক করে মারা গেছে।সেটা কি মিডিয়ার চোখে পারে না
ও একটু লাভ হলে ওই চোখে পরে তাই না পিয়াজ যদি খেতে পারে ৩০ থেকে ৩০০ টাকা আলু কেন খেতে পারে না ৫০থেকে ৬০ টাকা।।এই বিচার বাজেট কে করবে বলেন।।।।
স্যার কে অনেক ধন্যবাদ, এই রকম প্রতিটি জেলায় এই উদ্যেগ নেয়া হোক
Mii
মাঠ পর্যায়ে এভাবে তদন্তের প্রয়োজন,
সেলুট স্যার আপনাকে,আপনার মতই ম্যাজিস্ট্রেট প্রয়োজন দেশের বাজার নিয়ন্ত্রণ করতে
যত অভিযান দেখেছি তার মধ্যে সেরা এটা ❤❤
ধন্যবাদ স্যার। আর পারছি না আমরা। আমাদের দেখার কেউ নাই।আপনার মত এমন অফিসার আমাদের দেশে আরও দরকার। কোন জিনিস এর দাম ঠিক নাই। মজুতিরা আমাদের মত মানুষ দের না খাওয়াইয়া রাখবে।
এদেরকে কোঠোর সাজা দেওয়া দরকার
স্যার দয়া করে এভাবে সকল সেক্টরের বিশেষ করে খাদ্য সেক্টরে ধারের অভিযানটা অন্তত এক বছর পরিচালনা করুন। আর এদের মতো অতি মুনাফা লোভী ব্যবসায়ীদেরকে কঠিন শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।
ধরনের অসাধু ব্যবসায়ীদের জন্য বাংলাদেশের মানুষ এত কষ্ট পাচ্ছে এরা ব্যবসায়ী না এরা কসাই তারা এরা দেশের মানুষের গলা কাটা ব্যবসা করছে এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে এটাই বাংলাদেশের সাধারণ নাগরিকের অধিকার ধন্যবাদ মাননীয় ম্যাজিস্ট্রেট মহোদয়কে
ছার আপনাকে অনেক ধন্যবাদ
আল্লাহ আপনার মত ছার জেনো পতিটি
থানায় থানায় বানিয়ে দেয়
ধন্যবাদ স্যার আপনাকে। 😊
আমরা বাংলাদেশের সাধারণ জনগণ এ ধরনের অসাধু ব্যবসায়ীদের কঠোর শাস্তি দাবী করছি। এমন ভাবেই তৎপর থাকবেন আপনারা তাহলেই ইনশাআল্লাহ দ্রব্যমূল্যে লাগাম ধরা যাবে।
ধন্যবাদ স্যার। এরকম কর্মকর্তা প্রতিটি সেক্টরে দেখতে চাই। তবে কৃষক যেন ভালো দাম পায় সে ব্যবস্থা করতে হবে। কৃষক আমাদের প্রকৃত হিরো।
ধন্যবাদ স্যার, এমন ভাবে যদি সারা বাংলাদেশে এমন অভিজান হতো তাহলে আর সিন্ডিকেট থাকতো না
অভিযান পরিচালনা করার জন্য সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট দেরকে ধন্যবাদ।
আমি ভারতে থাকি। এই প্রতিবেদন বা ভিডিও টি মনযোগ সহকারে দেখলাম। খুব ভালো লাগলো। পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন এটা তো ঠিকই,, সঠিক উত্তর পেয়ে যাবেন ঐ ব্যক্তি। বাহবা জানাই আপনাদের ঐ সকল অফিসারগণ কে। খুব ভালো উদ্যোগ ও সিদ্ধান্ত।
আপনি ভারতে কোথায় থাকেন..???
@@raselmahmud9864 আমি পশ্চিমবঙ্গের কলকাতায় থাকি।
আলহামদুলিল্লাহ,, ঠিক আছে ঠিক আছে,, সারাবছর এভাবে চললেই বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে,, তাহলে সরকারের প্রতি ক্ষেপে থাকবে না
R8
আমার দেখা সবচেয়ে ভালো একজন ম্যাজিস্ট্রেট এরকম ম্যাজিস্ট্রেট বাংলাদেশ থাকলে পথ পারাবেনা বাংলাদেশ সব কিছু দাম নিয়ন্ত্রণে থাকবে
স্যার ধন্যবাদ আপনাকে আপনার পদক্ষেপটা অনেক সুন্দর এরকম যদি প্রত্যেকটা ব্যবসায়ীকে ধরা হতো তাহলে আমাদের সাধারণ মানুষের বাজারে যে হয়রানি
ম্যাজিস্ট্রেট স্যারকে অনেক ধন্যবাদ দেশে প্রতিটি পণ্যের জন্য এই আইনটি দরকার ছিল
ওনি আমাদের সত্যি কারের স্যার ধন্যবাদ❤❤❤❤
ধন্যবাদ ভোক্তা অধিকার মহাপরিচালক কে এইভাবে টাউট ব্যবসায়ীদের ধরলে বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ের মনি হয়ে থাকবে ইনশাআল্লাহ
অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার মতো দায়িত্ব বান আমাদের দেশের মানুষের ভাগ্য গৌরব
বক্তা অধিদপ্তরকে ধন্যবাদ আপনারা এভাবে সব সময় চালিয়ে যান তাহলে আমরা সাধারণ মানুষ একটু স্বস্তি পাই
স্যারআপনাকে অনেক অনেক ধন্যবাদ এই একসনে যাওয়ার জন্য।
Lp
আসসালামু আলাইকুম স্যার আপনার মতো এরকম সত্যি বাদি যেন বাংলাদেশর সব মানুষ হয় সারা দেশে এরকম অনেক জালিয়াতি চলতেছে সাধারণ মানুষকে বাছান সার দোয়া রইল আপনার জন্য। তবে প্রতিনিয়ত এই অভিযান করে, শাস্তির আওতায় আনতে হবে।
ছাড় ধন্যবাদ আপনাকে আপনারা এ ধরণের মানুষ গুলো কে উপজোকত সাজা পাওয়া উচিত
স্যারকে ধন্যবাদ। স্যার সারা বাংলাদেশের অভিজান চালান।
স্যারকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কালো ব্যাবসায়ীদের খুঁজে বের দেশবাসীর সামনে তুলে ধরা।
দারুন!!!! একটা সৎ অফিসার কে দেখে ভালো লাগলো। হ্যাটস অফ 🎉🎉
এদের মত সিন্ডিকেটের কাছে আমরা আজ অসহায়,,,,
Thik
@@tuberimixebra6314l :*£"to the l5p
জি,বাই,এক,ধম,রাইট, কথা 😢😢😢😢
স্যার এভাবে যদি তদন্ত হয় আমরা অনেক খুশি হব আমরা গরিবদের অনেক ভুক্তভোগী হচ্ছি এভাবে জ্বর হচ্ছে চট্টগ্রামে তদন্তটা হলে আমাদের অনেক খুশি হব স্যার
আমি মনে করি যদি প্রত্যেক উপজেলায় এরকম ম্যাজিস্টেট থাকে।তা হলে সাধারন জনগন অতিরিক্ত মুনাফা লোভী ব্যাবসায়ির হাত থেকে সস্তি পাবে।ইনশা আল্লাহ