স্যার বিশ্বাস করুন আপনার জন্য পুরো দেশের সতের কোটি মানুষ দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনার মত এরকম সৎ সাহসী অফিসার হলে আমাদের দেশ সত্যিই সোনার বাংলায় পরিণত হয়ে যেতো !! স্যার আপনার মা বাবা সারা দেশের মানুষকে ঋণী করে ফেলেছে আপনার মতো মহৎ সন্তানের জনক হয়ে!! আল্লাহ তাদের রহম করুন
ধন্যবাদ জাতীয় ভোক্তা অধিকারকে...! এভাবেই দেশের সকল অমানুষ বা ব্যাবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের অন্যান্য সরকারি প্রতিষ্ঠান গুলো যেখানে দিনের পর দিন জনগণকে সেবার নামে শুধুমাত্র প্রতারণা আর দুর্নীতিই করে যাচ্ছে সেখানে এতো স্বল্প জনবল নিয়েও জাতীয় ভোক্তা অধিকারের কর্মকর্তারা জনগণের জন্য কিছু করার চেষ্টা করছে।
সাব্বাস অনেক অনেক ধন্যবাদ এরকম ভালো মানের সৎ অফিসার ম্যাজিস্ট্রেটদের জন্য বাংলাদেশের মানুষ কিছুটা উপকার পাইতেছে যদি বাংলাদেশের প্রতিটা খাতে জদি বড় বড় অফিসাররা যদি ভালো হইতো সৎ হইতো তাহলে দেশটা সোনার দেশ হয়ে যেতো মানুষের দুর্ভোগ থাকত না
স্যারকে অনেক অনেক ধন্যবাদ এমন নিরলসভাবে সততার সাথে কাজ করার জন্য। ধন্যবাদ ভোক্তা অধিকারকে। দেশের সব কর্মকর্তা স্যারের মত হলে দেশে আর অসাধু ব্যাবসা থাকতে পারবে না। কৃষক এবং ভোক্তা উভয়ের জন্যই অনেক ভালো হবে। মন থেকে স্যারকে অনেক ধন্যবাদ এবং ভালবাসা রইলো।
ধন্যবাদ সবাইকে। শুধু এই ব্যক্তি নয় দেশের মধ্যে যারাই যেভাবে যেকোনো ব্যবসা-বাণিজ্য দুর্নীতি করে বিশ কোটি মানুষের জীবন ব্যাহত করে কষ্টদায়ক করে তাদের সকলকে বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া দরকার দেশে আইন থাকলে এ ধরনের দুর্নীতি করার কেহ আর সাহস করতে পারবে না তাদের হাত থেকে অসহায় মানুষ বাঁচতে পারবে।
জনগণের সঙ্গে প্রতারণা এই ধরনের অপরাধের আইন কি শুধু জরিমানা, জরিমানা করছেন তারপর চলে যাচ্ছেন তারপর কি। সেই জরিমানার টাকা যেন উঠাতে পারে এইজন্য আরও চড়াও দামে বিক্রি হচ্ছে।
সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন স্যার... এভাবে সারাদেশে অভিযান চালালে আলুর দাম অবিলম্বে সাধারণ মানুষ কিনে খাওয়ার আউতায় চলে আসবে৷ সাধুবাদ জানাই আপনার এই মহৎ উদ্যোগ কে
স্যার আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ। সত্যিকার অর্থেই সরকার যদি এভাবে প্রতিটি সেক্টরে জবাবদিহিতার আওতায় আনতে পারে তাহলে বাংলাদেশ সুখী, সমৃদ্ধ,সোনার বাংলাদেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই সময়ে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম টার্গেট হওয়া উচিত।
স্যার আপনাকে আল্লাহ যেন সুস্থ রাখেন, এভাবে বাংলাদেশের সকল স্যার রা এক নিয়মে দেশের জন্য কাজ করলে দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ এবং সকল জিনিশের দাম কমলে আমাদের সবার উপকার হবে
@sagorbro01যারা চাষ করে সেই কৃষক পায় না তার কষ্টার্জিত টাকা। মাঝখানে এসব দাড়ি টুপি পরা ধার্মিক লোকগুলো সিন্ডিকেটের মাধ্যমে দেশের সব মানুষকে জিম্মি করে রাখে
@sagorbro01 ঐটা হয়তো সেসব কৃষকই বুঝবেন যারা ইউটিউব বা স্যোসাল মিডিয়ায় থাকেন না।ডিজিটাল কৃষকরা শুধু ফোনে খোজ রাখেন কখন কিভাবে দাম বাড়ানো যায়। এদের কেউই না করেন আলু চাষ, না করেন কষ্ট।একজনের কাছ থেকে ১০টাকায় আলু কিনে ২৭টাকায় বিক্রি করেও এসব ডিজিটাল কৃষকরা তৃপ্ত নন।
স্যার আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এই মহৎ উদ্যোগের জন্য। স্যার একটা অনুরোধ করি এর সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেবেন না। তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেন । যাতে ভবিষ্যতে আর কেউ এরকম অন্যায় কাজ করতে সাহস না পায়।
এই রখম ন্যায়ায় বিচার কারি ইমান্দার মানুষ ছাড়া সঠিক বিচার বাংলাদেশে হয়না বলে আজ দেশে ব্যবসায়িরা যা ইচ্ছা তা করে যাচ্ছে এই রখম সঠিক বিচার হয়েছে আলহামদুলিল্লাহ
🇧🇩 স্যার এরা ৫০ লক্ষ্য থেকে এক কোটি টাকা আয় করে কিন্তু কেউই ইনকাম ট্যাক্স দেয়না এমনকি এদের অনেকের ট্রেড লাইসেন্স আছে কিনা সন্দেহ ! এরা সহ যারা এইভাবে আয় করে ইনকাম ট্যাক্স দেয়না তাদের আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা উচিত! কিন্তু এনবিআর কখনো কি এই দিকগুলো খুজে দেখার চেষ্টা করে? আমার মনে হয় না সেটা করে!!
ভাই আলু চাষীরা সরকারি ভাবে কোন উপকার হইসে নাকি আমার জানা নাই দেখিওনাই আখন আসছে টেক্সনিতে আসছেন কিসক ভালো দাম পায় না কেনো আলু না খেলে মানুষ বাঁচবে চাউল ডাল এতো দাম কেন সেগুলি আগে দেখেন মরারে সবাই মারতে পারে ভর গুলারে দরেন পারলে সোপ ঘুষ খোড়
স্যার আপনাকে ধন্যবাদ। স্যার আমাদের রংপুরে এখনো আলুর দাম কমেনাই। আপনি অতিসত্বর রংপুরে এসে দেশের শতরুদের আইনের আওতায় এনে তাদের সুস্থ সঠিক ভাবে বিচার করা হোক।
আলহামদুলিল্লাহ এইভাবে যদি তদারকি করে এবং বাজার যাচাই করেন ও বালিশমেন্ট দেয়,, আমরা সাধারণ নাগরিক আশা করব অবশ্যই আমরা ন্যায্য বাজার পাব,,, আলহামদুলিল্লাহ,, তিনি যেভাবে এই ব্যবস্থাপনার ভিতরে সময় দিতেছেন আল্লাহ উনাকে নেক হায়াত দিক, সুস্থ রাখুক,, আল্লাহর কাছে দোয়া করি,, আমাদের বাংলাদেশ বিভিন্ন প্রজেক্টে এমন জ্ঞানী সৎ সাহসী ঈমানদার মানুষ আল্লাহ পাক নিয়োগ করে দিক,, আল্লাহর কাছে এই দোয়াই করি এনার যাচাই-বাছাই এর ভিতরে যে রূপরেখা উঠে আসতেছে এরা কত দূর ধর্ষণ ইনাকে কত হেনস্তা করতেছেন কত রকম বদ সাহস নিয়ে সামনে মোকাবেলা দিতেছেন প্রকাশ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি,, আমি আশ্চর্য হই , এরা কত অসত,সাংঘাতিক, কত দুর্ধর্ষ কি পরিমান আবোল তাবোল ঘুরিয়ে পেঁচিয়ে কথা বোলে ইনাকে হেনস্তা করছে,,, এই বিজ ধ্বংস করতে হবে,,,এই বীজের গাছের গোড়া উপড়ে না তুললে বাংলাদেশ কখনোই সঠিক রাস্তা পাবে না স্যারের কাছে আমার অনুরোধ বাংলাদেশের প্রত্যেকটি মানুষের রুহ আপনার জন্য দোয়া করবে আপনাকে দেখে আরো পাঁচজন আপনার মাঠে কাজ করতে সাহস পাবে,, স্যার বাংলাদেশে অনেক সৎ লোক আছে বেকার শিক্ষিত তাদেরকে ব্যবহার করুন,, প্লিজ স্যার লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেদেরকে লেখাপড়া শিখিয়ে ও আমরা অনেক বেকারের মা এরা হাইজ্যাকও করতে পারেনা,, ডাকাতিও করতে পারেনা,, সিন্ডিকেট করতে পারেনা,, চাকরিও পায়না,,, হালাল ও পায়ে উপার্জন করার জন্য সামান্য বেতন ভাতা দিয়েও তাদেরকে মাঠে কাজে লাগান স্যার,, আপনাকে আল্লাহ পাক কুদরতি হাতে রক্ষা করুক,, বাংলাদেশের জন্য আপনি একজন উজ্জ্বলনক্ষত্র।।। ফি আমানিল্লাহ,, আপনার এই বিষয়গুলো আমি নিয়মিত দেখি ইনশাল্লাহ ।
আমি সকল স্যারদের সম্মান জানাই যেন সবাই যে যে আইন ব্যবস্থা আছে সেই আইনগুলো সঠিক এবং সৎ ভাবে পালন করবে। তাহলে আমরা সাধারণ জনগণ ভালো থাকতে পারবো এবং দেশ ও উন্নয়ন হবে। ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ এমন কর্মকর্তার জন্য, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, এভাবে দুর্নীতি অসাধুব ব্যক্তির বিরুদ্ধে, ব্যবস্থা গ্রহণ করার জন্য, আপনি কি অসংখ্য ধন্যবাদ।
স্যার আপনার দক্ষতা এবং ভদ্রতার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি । এরকম অভিযান চালালেও দাম কিছুতেই কমছে না । শুধু জরিমানা করলে মনে হয় হবে না । এদেরকে জেলে পাঠাতে হবে ।
❤❤❤❤❤সর্বপ্রথম ম্যাজিস্ট্রেট সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤❤❤❤❤এই মওজুদদারীদের এমন উচিত শিক্ষা দেন ❤❤❤❤❤যাতে ভবিষ্যতে এইরকম লোভনীয় ব্যবসার এবং জনগণের মাথায় বারি দেওয়ার মতো জগন্য কাজ না করে❤❤❤❤❤❤
মাথায় টুপি, মুখে দাঁড়ি, অথচ করে আলু নিয়ে কারসাজি, তাহলে আমাদের বিশ্বাসের জায়গাটা কোথায়, সরকারের আইন মেনে ব্যবসা করে না যারা তাদের কঠিন বিচার হওয়া দরকার
আপনি কত কিলো সংরক্ষণ করে রেখেছেন আলু কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্য কিনে। আপনিও তো চাইলে মৌসুমের সময় আলু সংরক্ষণ করে রাখতে পারতেন কিনে কিন্তু রাখেন নাই কেন আবার বড় কথা বলেন
আলহামদুলিল্লাহ স্যার আল্লাহ আপনাদের প্রতি আরো রহমত নাযিল করুক সুস্থ নেক হায়াত দান করুক আমিন,, স্যার সব অসাধু ব্যবসায়ীদেরকে এভাবে ধোলাই দেওয়া উচিত,, একমাত্র আপনারাই পারেন আল্লাহর রহমতে দেশের দুর্নীতি বন্ধ করতে ❤❤❤
অনেক ধন্যবাদ আমার মনে হয় কৃষকের হাত থেকে ভোক্তা পর্যন্ত ব্যবসার বিভিন্ন বা কয়েকটি স্টেজ, ধারা বা বাধ্য বাধকতাপূর্ন পর্যায় রয়েছে যা আমরা সাধারণ জনগণ কিছুই জানিনা। এ বিষয়ে কিছু আলোকপাত করা উচিত ছিলো।
স্যার বিশ্বাস করুন আপনার জন্য পুরো দেশের সতের কোটি মানুষ দোয়া করবেন
ইনশাআল্লাহ।
আপনার মত এরকম সৎ সাহসী অফিসার হলে আমাদের দেশ সত্যিই সোনার বাংলায় পরিণত হয়ে যেতো !!
স্যার আপনার মা বাবা সারা দেশের মানুষকে ঋণী করে ফেলেছে আপনার মতো মহৎ সন্তানের জনক হয়ে!!
আল্লাহ তাদের রহম করুন
সত্যি সত্যিই এরকম মানুষ দেশের জন্য প্রয়োজন ।
মানুষ আর ব্যবসা করবে না।আগের বছর যে লস খাইলো তখন ভোক্তা অধিকার কোথায় ছিল?
আমিন
এতদিন এই স্যার কোথায় ছিলেন ? বেতন ভাতা তো ঠিকই নিয়েছেন । নিয়মিত দায়িত্ব পালন করলে বাজারের এই অবস্হা হতো না ।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের রাজশাহীতে এখনো ৪৫ টাকা কেজি আলো আশা করি আমাদের রাজশাহীতেও ভোক্তা অধিদপ্তর টিম আসবে
ধন্যবাদ মহাপরিচালক স্যার কে,অনেক ভালো লেগেছে, এভাবে এগিয়ে যান। জনগণের অনেক উপকার হবে।
Hu
সালা রা,আললাম,দুলিলা,বলবেনা, মানুস,মরিলে, বলেন খুব খারাপ
D Dr❤❤ I'll s
স্যার আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে আছে বলে পৃথিবীটা আজও অনেক সুন্দর ধন্যবাদ স্যার আপনাকে
❤❤❤❤ ko
@@shuvomurikha8794❤❤❤😂❤❤❤❤p
রাইট
স্যার আপনি অনেক মানুষে জীবন বাচিয়ে দিয়েছেন অনেক ভালো কাজ
salute sir,আল্লাহ আপনাকে নেক হায়াত বাড়িয়ে দিন,এবং সুস্থতা দান করুন।
🥱
মাশাল্লাহ, স্যারের দীর্ঘ হায়াত কামনা করি এবং দোয়া করি আল্লাহ যেন তাকে এরকম করে আরো অসৎ ব্যবসায়ীদের ধরার তৌফিক দিন আমিন
ধন্যবাদ জাতীয় ভোক্তা অধিকারকে...!
এভাবেই দেশের সকল অমানুষ বা ব্যাবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশের অন্যান্য সরকারি প্রতিষ্ঠান গুলো যেখানে দিনের পর দিন জনগণকে সেবার নামে শুধুমাত্র প্রতারণা আর দুর্নীতিই করে যাচ্ছে সেখানে এতো স্বল্প জনবল নিয়েও জাতীয় ভোক্তা অধিকারের কর্মকর্তারা জনগণের জন্য কিছু করার চেষ্টা করছে।
দুদকের কি করা উচিত
@@sumanpal5737 পূর্বের ন্যায় সকল দুর্নীতিবাজদের লাইফ ইন্সুইরেন্স হিসেবে কাজ করা।
🎉l😊
Lml
❤
Thanks to government policy
Aaaaaaaaaaaaaaaaaaaa
ধন্যবাদ এভাবে সবাইকে আইনের আওতা নিয়া হোক তাহলেই দেশ ঠিক হবে মানুষ সতর্ক হয়ে যাবে আগের দিন যেন সবাই ভুলে যায়
সাব্বাস অনেক অনেক ধন্যবাদ এরকম ভালো মানের সৎ অফিসার ম্যাজিস্ট্রেটদের জন্য বাংলাদেশের মানুষ কিছুটা উপকার পাইতেছে যদি বাংলাদেশের প্রতিটা খাতে জদি বড় বড় অফিসাররা যদি ভালো হইতো সৎ হইতো তাহলে দেশটা সোনার দেশ হয়ে যেতো মানুষের দুর্ভোগ থাকত না
😢😢😢😢
@@aibangladubbingনা আআআআআআআআআআ😅😊😊
@@aibangladubbingৃ❤
দয়া করে এ অভিযান চালিয়ে যান। দেশের মানুষের সাহায্য করেন। আল্লাহ আপনাদের ভালো করবেন।
আলহামদুলিল্লাহ, এভাবেই চোর গুলোকে ধরে শাস্তি দিতে হবে।
ইমানদার চোর।
Dari wala chor.
❤❤❤❤❤
তাহলে তো শেখ হাসিনারে আগে শাস্তি দিতে হবে কারণ সে ভোট চোর😊😊😊
a😊 য়
মাশাআল্লাহ এরকম অফিসার প্রত্যেকটা জেলায় থাকার দরকার সেলুট আপনাকে
স্যারকে অনেক অনেক ধন্যবাদ এমন নিরলসভাবে সততার সাথে কাজ করার জন্য। ধন্যবাদ ভোক্তা অধিকারকে। দেশের সব কর্মকর্তা স্যারের মত হলে দেশে আর অসাধু ব্যাবসা থাকতে পারবে না। কৃষক এবং ভোক্তা উভয়ের জন্যই অনেক ভালো হবে। মন থেকে স্যারকে অনেক ধন্যবাদ এবং ভালবাসা রইলো।
একজন অালেমকে কেন এরেস্ট করা হলো
সহমত
১৯ মিনিট খুবি দারুন কাজে লাগাইছেন এভাবে সবার কিছু করা উচিৎ।
স্যার, দয়াকরে continue রাখুন আপনার অভিজান। লক্ষ লক্ষ গরিব অসহায় মানুষ আপনার এবং আপনাদের পরিবারের জন্য দোয়া করবেই।
চালিয়ে যান 😢
❤@@MostafaHossain-lq4xk
স্যার আপনাদের মত লোকেরই এদেশে দরকার,আপনার জন্য হাজারো মানুষের দোয়া রইল,স্যার প্রতিটি জেলায় চেক করা হলে মানুষের হাতের নাগালের চলে আসবে।
এইবার মনে হয়।অফিসারের মত কাজ। এইসব অফিসারের জন্য মন থেকে দোয়া আসে। স্যার আপনার সাথে পুরো বাংলাদেশের জনগণ আছে।💪💪💪
❤❤❤❤❤❤❤Rimon
@@MdAbir-lr3ts😮😊
3:59
ধন্যবাদ সবাইকে। শুধু এই ব্যক্তি নয় দেশের মধ্যে যারাই যেভাবে যেকোনো ব্যবসা-বাণিজ্য দুর্নীতি করে বিশ কোটি মানুষের জীবন ব্যাহত করে কষ্টদায়ক করে তাদের সকলকে বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া দরকার দেশে আইন থাকলে এ ধরনের দুর্নীতি করার কেহ আর সাহস করতে পারবে না তাদের হাত থেকে অসহায় মানুষ বাঁচতে পারবে।
😅
এরা মুজিব কোট পরে এদের বিচার হবে না।
ধন্যবাদ মহাপরিচালক কে
আপনার কথাগুলো অনেক ভালো দেশটা অনেক এগিয়ে যাবে আপনি পাশে থাকলে
স্যার আপনার মত একজন মানুষ আছে বলে মনে হয় আমাদের মত গরিবরা কিছু খেয়ে বেছে থাকতে পারবে আপনার জন্য অনেক দোয়া রইল ধন্যবাদ স্যার আপনাকে
স্যারকে অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক।
লচ গেলে কি স্যার দেবে
@@MdSagorsekh-s4t❤ 😊😊
😮😊
@@pradipbiswas9287 CT see by see by see WW2 see WW2 see WW2 see if see by see if it by see my Dr DC❤❤❤❤❤
Ok 15:14
আমাদের আইন এমন কঠোর সব সময় থাকলে আমাদের সাধারন মানুষের জন্য ধন্যবাদ ❤
জনগনকে দেখার জন্য এইসব কথা বলছে!! আসল রহস্য কেউই জানে না¡!!
নাটক রহস্য
জনগণের সঙ্গে প্রতারণা এই ধরনের অপরাধের আইন কি শুধু জরিমানা, জরিমানা করছেন তারপর চলে যাচ্ছেন তারপর কি। সেই জরিমানার টাকা যেন উঠাতে পারে এইজন্য আরও চড়াও দামে বিক্রি হচ্ছে।
@thepoliticalsechuetio11qqn2830
আইন ঠিকই আছে ইম্প্লিমেন্ট হয়না।
স্যার কে অসংখ্য ধন্যবাদ স্যারের কাজগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে স্যারের কথাগুলো এরকম এই কাজ করতে হবে আমাদের বাংলাদেশের দুর্নীতিবাজদের দূর করতে হলে
সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন স্যার... এভাবে সারাদেশে অভিযান চালালে আলুর দাম অবিলম্বে সাধারণ মানুষ কিনে খাওয়ার আউতায় চলে আসবে৷ সাধুবাদ জানাই আপনার এই মহৎ উদ্যোগ কে
T
স্যার আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ। সত্যিকার অর্থেই সরকার যদি এভাবে প্রতিটি সেক্টরে জবাবদিহিতার আওতায় আনতে পারে তাহলে বাংলাদেশ সুখী, সমৃদ্ধ,সোনার বাংলাদেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই সময়ে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম টার্গেট হওয়া উচিত।
😮😢
Mmmmmmm
Right
😂❤😂🎉😂@@Mahmudulgayen-wt6wb🎉🎉😂❤8th I I hi hi ft 6 no NP no MO no
Good
ভোক্তাঅধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কে ধন্যবাদ। 👍
ভোক্তা অধিদপ্তর এর সবাইকে ধন্যবাদ
স্যার আপনাকে আল্লাহ যেন সুস্থ রাখেন, এভাবে বাংলাদেশের সকল স্যার রা এক নিয়মে দেশের জন্য কাজ করলে দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ এবং সকল জিনিশের দাম কমলে আমাদের সবার উপকার হবে
এমন ভাবে যদি সবাই ডিউটি কোরতো তাহলে সরকারকে কেও বদনাম কোরতে পারতো না। এমন অফিসার বাংলাদেশের সব জায়গায় চাই
ভোক্তা অধিদপ্তরের সবার প্রতি সম্মান ও ভালবাসা আমাদের।
সব আলু নিনালে বিক্রি করে দেওয়া উচিত। ধন্যবাদ।
মহাপরিচালক সাহেবের কার্যকলাপে আমি সত্যি অনেক আনন্দিত। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন।
শুধু স্যারকে নয় সমস্ত মানুষকে ধন্যবাদ, আপনারা সবাই যদি একটু মানবিকতা দেখান। তাহলে আমরা গরিব এবং মধ্যবিত্তরা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবো।।
বিষয়টি দেখে খুব ভালো লাগলো। স্যার, ধন্যবাদ আপনাকে।
@sagorbro01ঐ মাদারচোধ তোর বাবারা কি আলু চাষ করে ? ওরা তো মজুদদার
@sagorbro01যারা চাষ করে সেই কৃষক পায় না তার কষ্টার্জিত টাকা। মাঝখানে এসব দাড়ি টুপি পরা ধার্মিক লোকগুলো সিন্ডিকেটের মাধ্যমে দেশের সব মানুষকে জিম্মি করে রাখে
@sagorbro01 ঐটা হয়তো সেসব কৃষকই বুঝবেন যারা ইউটিউব বা স্যোসাল মিডিয়ায় থাকেন না।ডিজিটাল কৃষকরা শুধু ফোনে খোজ রাখেন কখন কিভাবে দাম বাড়ানো যায়। এদের কেউই না করেন আলু চাষ, না করেন কষ্ট।একজনের কাছ থেকে ১০টাকায় আলু কিনে ২৭টাকায় বিক্রি করেও এসব ডিজিটাল কৃষকরা তৃপ্ত নন।
@sagorbro01কৃষক কি এই টাকা পায়?😂
@sagorbro01ছাগল তোর বাপে আলু ব্যাবসায়ি তোর বাপে কি আলু চাষ করছে জীবনে?
স্যার কে আল্লাহ নেক হায়াত দান করুন।
আমিন আল্লাহুম্মা আমিন
5:00
আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনার জন্য দোয়া করি আমরা সবাই ❤
আলু বিক্রি সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে বিক্রির ব্যবস্থা গ্রহণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ।
এদেরকে ধরে কঠোর শাস্তি দেওয়া দরকার যাদের কারণে দেশের মানুষগুলো শান্তিতে খেয়ে বেঁচে থাকতে পারে না...❤️
Huum Free dile aro balo bebsa koren dekhen ki rokom lab
আলু উৎপাদন করে খাও
Ara nijera besi dame sob bikri kare R bole Bharat boykot.Public dakhun
সব জায়গাতে ধরতে হবে
স্যার! তেল, সাবান, ঔষধ, আটা, কোম্পানী দের আপনাদের আওতায় নিয়ে আসুন। ১৮ কোটি মানুষ আপনাদের জন্য দোয়া করবেন।
স্যার আপনার জন্য এবং আপনার মা বাবার জন্য আমার পক্ষ থেকে ভালো বাসা ও সম্মান রইলো এবং আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন
স্যার কে ধন্যবাদ দিলে কমহবে, তবে স্যারের দীর্ঘায়ু ও সুসাস্থ্য কামনাকরী।
স্যার আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এই মহৎ উদ্যোগের জন্য। স্যার একটা অনুরোধ করি এর সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেবেন না। তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেন । যাতে ভবিষ্যতে আর কেউ এরকম অন্যায় কাজ করতে সাহস না পায়।
বেশি আবেগে সমস্যা হচ্ছে
তার আগের বছর ছয় টাকা কিলো ব্রাক তখন যে বেটা লস হয়েছে তখন সরকার তখন আপনারা কই ছিলেন ভাই
এরা আলু কিনে রাখে বলেই আলু ভাদ্র মাসের পর খেতে পান না হলে দেশের মানুষ এমনিতে বুঝত
উনি খুব ভালো মানুষ আল্লাহতালা উনাকে হায়াত দারাজ করুক
স্যার কে অনেক ধন্যবাদ ।আলহামদুলিল্লাহ এভাবেই সবাইকে আইনের আওতায় আনা হলে আমার মনে হয় বাংলার মানুষ দু বেলা দু মুঠো ডাল ভাত খেতে পারবে ।
স্যার আপনার মতো ভালো মানুষ আছে বলে পৃথিবী মানুষ বেছে আছে ধন্যবাদ
এ রকম বিচার হওয়া দরকার। ধন্যবাদ স্যার
ভোক্তা অধিকার পুলিশের কাছে দিতাছে পুলিশ যদি টাকা খাইয়া উনাদেরকে ছেড়ে দেয় তো যেই লা এই কদু
এই রখম ন্যায়ায় বিচার কারি ইমান্দার মানুষ ছাড়া সঠিক বিচার বাংলাদেশে হয়না বলে আজ দেশে ব্যবসায়িরা যা ইচ্ছা তা করে যাচ্ছে এই রখম সঠিক বিচার হয়েছে আলহামদুলিল্লাহ
।
❤
🇧🇩 স্যার এরা ৫০ লক্ষ্য থেকে এক কোটি টাকা আয় করে কিন্তু কেউই ইনকাম ট্যাক্স দেয়না এমনকি এদের অনেকের ট্রেড লাইসেন্স আছে কিনা সন্দেহ ! এরা সহ যারা এইভাবে আয় করে ইনকাম ট্যাক্স দেয়না তাদের আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা উচিত! কিন্তু এনবিআর কখনো কি এই দিকগুলো খুজে দেখার চেষ্টা করে? আমার মনে হয় না সেটা করে!!
ভাই আলু চাষীরা সরকারি ভাবে কোন উপকার হইসে নাকি আমার জানা নাই দেখিওনাই আখন আসছে টেক্সনিতে আসছেন কিসক ভালো দাম পায় না কেনো
আলু না খেলে মানুষ বাঁচবে চাউল ডাল এতো দাম কেন সেগুলি আগে দেখেন মরারে সবাই মারতে পারে ভর গুলারে দরেন পারলে সোপ ঘুষ খোড়
আলহামদুলিল্লাহ এভাবে দেশে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ
স্যার দোওয়া রইলো আপনাদের জন্য
দেশটা ভাল থাকুক,সবাই যেন বেচে থাকার অধিকার পায়
একদম আমার কথাই বলেছেন ভাই।সবাই ভালো ভাবে খেয়ে বেচে থাকুক এ ব্যব্স্থা করা অসাধ্য নয়। শুধু দায়িত্বশীলদের ইচ্ছা
আমাদের দেশের সকল সরকারী কর্মকরতাদের উনার থেকে শিক্ষা গ্রহণ করা উচিত।
স্যার আপনাকে ধন্যবাদ। স্যার আমাদের রংপুরে এখনো আলুর দাম কমেনাই। আপনি অতিসত্বর রংপুরে এসে দেশের শতরুদের আইনের আওতায় এনে তাদের সুস্থ সঠিক ভাবে বিচার করা হোক।
আলহামদুলিল্লাহ এইভাবে যদি তদারকি করে এবং বাজার যাচাই করেন ও বালিশমেন্ট দেয়,, আমরা সাধারণ নাগরিক আশা করব অবশ্যই আমরা ন্যায্য বাজার পাব,,, আলহামদুলিল্লাহ,, তিনি যেভাবে এই ব্যবস্থাপনার ভিতরে সময় দিতেছেন আল্লাহ উনাকে নেক হায়াত দিক, সুস্থ রাখুক,, আল্লাহর কাছে দোয়া করি,, আমাদের বাংলাদেশ বিভিন্ন প্রজেক্টে এমন জ্ঞানী সৎ সাহসী ঈমানদার মানুষ আল্লাহ পাক নিয়োগ করে দিক,, আল্লাহর কাছে এই দোয়াই করি এনার যাচাই-বাছাই এর ভিতরে যে রূপরেখা উঠে আসতেছে এরা কত দূর ধর্ষণ ইনাকে কত হেনস্তা করতেছেন কত রকম বদ সাহস নিয়ে সামনে মোকাবেলা দিতেছেন প্রকাশ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি,, আমি আশ্চর্য হই , এরা কত অসত,সাংঘাতিক, কত দুর্ধর্ষ কি পরিমান আবোল তাবোল ঘুরিয়ে পেঁচিয়ে কথা বোলে ইনাকে হেনস্তা করছে,,, এই বিজ ধ্বংস করতে হবে,,,এই বীজের গাছের গোড়া উপড়ে না তুললে বাংলাদেশ কখনোই সঠিক রাস্তা পাবে না স্যারের কাছে আমার অনুরোধ বাংলাদেশের প্রত্যেকটি মানুষের রুহ আপনার জন্য দোয়া করবে আপনাকে দেখে আরো পাঁচজন আপনার মাঠে কাজ করতে সাহস পাবে,, স্যার বাংলাদেশে অনেক সৎ লোক আছে বেকার শিক্ষিত তাদেরকে ব্যবহার করুন,, প্লিজ স্যার লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেদেরকে লেখাপড়া শিখিয়ে ও আমরা অনেক বেকারের মা এরা হাইজ্যাকও করতে পারেনা,, ডাকাতিও করতে পারেনা,, সিন্ডিকেট করতে পারেনা,, চাকরিও পায়না,,, হালাল ও পায়ে উপার্জন করার জন্য সামান্য বেতন ভাতা দিয়েও তাদেরকে মাঠে কাজে লাগান স্যার,, আপনাকে আল্লাহ পাক কুদরতি হাতে রক্ষা করুক,, বাংলাদেশের জন্য আপনি একজন উজ্জ্বলনক্ষত্র।।। ফি আমানিল্লাহ,, আপনার এই বিষয়গুলো আমি নিয়মিত দেখি ইনশাল্লাহ ।
আপনার কাজ দেখে মনটা ভরে গেছে স্যার স্যালুট আপনাকে...😍
স্যার এই রকম অভিযান পরিচালনা করার জন্য সাধারণ জনগণ এবং এই দেশের এই সমস্ত চোরদের ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার
স্যার আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক।আমিন!
আমি সকল স্যারদের সম্মান জানাই
যেন সবাই যে যে আইন ব্যবস্থা আছে সেই আইনগুলো সঠিক এবং সৎ ভাবে পালন করবে।
তাহলে আমরা সাধারণ জনগণ ভালো থাকতে পারবো এবং দেশ ও উন্নয়ন হবে।
ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ এমন কর্মকর্তার জন্য, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, এভাবে দুর্নীতি অসাধুব ব্যক্তির বিরুদ্ধে, ব্যবস্থা গ্রহণ করার জন্য, আপনি কি অসংখ্য ধন্যবাদ।
বাংলার ফাটাকেষ্ট,
খুব ভালো লাগলো,
এই উদ্যোগ যেন বন্ধ না হয়।
স্যার আপনার দক্ষতা এবং ভদ্রতার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি । এরকম অভিযান চালালেও দাম কিছুতেই কমছে না । শুধু জরিমানা করলে মনে হয় হবে না । এদেরকে জেলে পাঠাতে হবে ।
ো
Rx KB coach at..🎉 Res t z 😢 0:03 😢😢😮😮
😊
@@RobinKhan-id4gl 0
প্রত্যেকটি জেলা ও উপজেলায় এভাবে পরিদর্শন করা দরকার এবং উপযুক্ত শাস্তি দেওয়া দরকার । সারা বাংলাদেশের সকল জন মানুষের দোয়া ও শুভ কামনা রইল সবসময় ।
Haa
😮 বা
এর 😢😢😢😀❤❤😂😂😂😢@@biplobmaity62
স্যার আপনাকে অনেক ধন্যবাদ। এরা গরীবের রক্ত চুষে খায় আপনার এই উদ্যোগে আমদের মতো মধ্য বিত্তবানদের অনেক ভালো হবে ভগবান আপনার মঙ্গল করবেন।
হাই
যারা কৃষকের কাছ থেকে ৬ টাকা কেজি ধরে আলু কিনে তা রেখে বাজার অস্থির করতেছে 50 টাকা কেজি বিক্রি করতেছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক
Right
❤❤❤
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Md.Yousuf.Ali🇧🇩🇧🇩🇧🇩
গগহঞগ
আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার এই ধরনের অবৈধ মজুদ কারী ও অবৈধ ব্যবসায়ীকে আইনের হাতেতুলে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ
স্যারকে অসংখ্য ধন্যবাদ দেশের প্রতিটি মৌজুদ ব্যাবসায়িকে এই ভাবে তদন্তের আওতায় আনার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।
আমি এক মত আছি স্যার আল্লা আপনাকে হেপাজত ভেবে রাখুক আমিন
আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এরকম পরিচালক থাকলে দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। এই সমস্ত ফেরাউনের উপযুক্ত শাস্তি দেওয়া হোক।
ছাড় আপনাদের জন্য আমরা বাংলাভাষী সাধারণ মানুষ দোয়া করি আল্লাহর কাছে প্রার্থনা করি আপনি আলুর ব্যাপারটা পেজের ব্যাপারটা একটু শক্ত করে ধরেন
আপনার জন্য শুভকামনা রইলো স্যার পুরোদমে অভিযান চালিয়ে যান ❤
স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া রইলো।
❤❤❤❤❤সর্বপ্রথম ম্যাজিস্ট্রেট সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤❤❤❤❤এই মওজুদদারীদের এমন উচিত শিক্ষা দেন ❤❤❤❤❤যাতে ভবিষ্যতে এইরকম লোভনীয় ব্যবসার এবং জনগণের মাথায় বারি দেওয়ার মতো জগন্য কাজ না করে❤❤❤❤❤❤
আলহামদুলিল্লাহ স্যার আমারা সাধারণ জনগনের পক্ষ থেকে আন্তরিক দোয়া ও শুভ কামনা রইল
মাথায় টুপি, মুখে দাঁড়ি, অথচ করে আলু নিয়ে কারসাজি, তাহলে আমাদের বিশ্বাসের জায়গাটা কোথায়, সরকারের আইন মেনে ব্যবসা করে না যারা তাদের কঠিন বিচার হওয়া দরকার
এরা মানুষ ঠকিয়ে লোক দেখানো ইবাদত করে।
টুপি দাড়ি ওয়ালা লোক গুলোই তো বদমাইশ এর ধাড়ি
আপনি কত কিলো সংরক্ষণ করে রেখেছেন আলু কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্য কিনে। আপনিও তো চাইলে মৌসুমের সময় আলু সংরক্ষণ করে রাখতে পারতেন কিনে কিন্তু রাখেন নাই কেন আবার বড় কথা বলেন
@@mohdeleyas8863tui taja murkho.tai bole dam baraben.😢😢😢😢😢
@@AfrojaKhatun-h1mভাই আপনি যখন ব্যবসার জন্য আলু সংরক্ষন করবেন তখন আপনি দয়া করে এর চেয়ে কম মূল্য বিক্রি করবেন
সরকারের প্রতি আবেদন এই সিজনাল ব্যাবসায়ীদের দমন করে সাধারণ জনগণকে স্বস্তিতে বাঁচার সুযোগ করে দিন
😊
পেঁয়াজ মরিচ তেলের দাম মনেহয় ভুলে গেছেন
ভোক্তা অধিকারের পরিধি বাড়াতে হবে।
ম
একটা অব্যাহত রাখেন ধন্যবাদ আপনাকে,,ও ধন্যবাদ আমাদের সরকারের প্রতি, ❤❤❤
এরকম স্যারদের জন্য ভালোবাসা অবিরাম
খুব ভালো লাগছে। এরকম অভিযান অব্যাহত থাকুক। এটাই আমরা চাই। ❤❤❤
ধন্যবাদ ভোক্তা অধিকার কে।অভিযান অব্যাহত রাখা হোক
আলহামদুলিল্লাহ স্যার সাধারণ জনগনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা রইল।
স্যার আপনার মতো মানুষ এই দেশে খুব দরকার
ধন্যবাদ স্যার। আপনার মতো সবাই হলে দেশটা অনেক সুন্দর হতো।আমরা উন্নত বিশ্বের নাগরিক হতাম।ইনশাআল্লাহ।
এই রকম স্যার প্রতিটা জেলা তে দরকার
সেলুট জানাই,,
Absolutely right about,Sir, doing very well,we proud of your investigation!
অনেক দোয়া রইল ডিজি স্যারের জন্য। সবাই এমন দায়ীত্ব নিয়ে কাজ করলে দেশ পরিবর্তন হয়ে যেত।
স্যার আমার মন খুলে আপনার জন্য মহান আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আপনি দীর্ঘ জীবি হোন,আপনার মত অফিসার এদেশের মানুষের খুব প্রয়োজন।
স্যার ইঁদুরগুলোকে টেনে বের করেন
শুধু আলু নিয়ে পরে থাকলে হবেনা প্রতিটি দ্রব্যমূল্য তদারকি করতে হবে প্রতিদিন 👍
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই স্যার আপনার মতো এই রকম সত মানুষকে আর অসাধু ব্যবসায়িদের সঠিক বিচার করার জন্য ❤
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে!! এসব অসাধু ব্যবসায়ীদের কঠিন শাস্তি দেওয়া হোক!!!
হাই
স্যার এমন পদক্ষেপকে স্বাগতম জানাই।আল্লাহ আপনাকে সুস্থ সুন্দর জীবন দান করুন। আমিন
আলহামদুলিল্লাহ
স্যার আল্লাহ আপনাদের প্রতি আরো রহমত নাযিল করুক সুস্থ নেক হায়াত দান করুক আমিন,,
স্যার সব অসাধু ব্যবসায়ীদেরকে এভাবে ধোলাই দেওয়া উচিত,, একমাত্র আপনারাই পারেন আল্লাহর রহমতে দেশের দুর্নীতি বন্ধ করতে ❤❤❤
বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো স্যার, প্রতিটি অসাধু ব্যবসায়ীদের এভাবেই শাস্তি দিলে জনগণ একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে।
ধন্যবাদ ভোক্তা অধিদপ্তর মহাপরিচালক সাহেব। দেশকে এগিয়ে নেয়ার জন্য এই অসাদু ব্যাবসাহী দমন ছাড়া বিকল্প পথ খোলা নেই
এর আগে বানান ঠিক কর। বলদা
স্যারকে অনেক ধন্যবাদ, এই সকল অসাধু ব্যবসায়ী দেরকে কঠিন বিচারের দাবি করছি
এখন আলু বাজারে 70 টাকা জীবনেও দেখিনি আলুর দাম এতো আমাদের সাধারণ মানুষ কোথায় যাব
ধন্যবাদ ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক সারকে, ঠিক এইভাবে প্রতিটা কোলেস্টরে তদারকি করলে সমস্ত কারসাজে বের হয়ে আসো। ❤
শুধু এক আলু নিয়ে পড়ে থাকলে হবে না। দেশের প্রতিটা জিনিসের দাম, সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে।
স্যার আপনাকে ধন্যবাদ কিন্তু এই বিচারটা আরো আগে করার দরকার ছিল তাহলে আমাদের সাধারণ জনগণকে এরকম কষ্ট ভোগ করতে হতো না,
একজন যোগ্য ভোক্তা অধিকার সংরক্ষণ টিম স্যার - সারা বাংলাদেশে এরকম শক্তিশালী টিম দরকার
এদেরকে কঠিন বিচারের আওতায় আনা দরকার,,, ধন্যবাদ জানাই জাতীয় ভোক্তা অধিকারকে
অনেক ধন্যবাদ আমার মনে হয় কৃষকের হাত থেকে ভোক্তা পর্যন্ত ব্যবসার বিভিন্ন বা কয়েকটি স্টেজ, ধারা বা বাধ্য বাধকতাপূর্ন পর্যায় রয়েছে যা আমরা সাধারণ জনগণ কিছুই জানিনা। এ বিষয়ে কিছু আলোকপাত করা উচিত ছিলো।