12Th fail মুভির যে তিতা সত্য গুলো আপনার জানা উচিত।
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- ১২th fail
ইদানীং মুভিটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে
এরমধ্যে বেশিরভাগই যে বিষয়টা নিয়ে হচ্ছে সেটা হলো একজন সাপোর্ট দেয়ার মানুষ থাকলে বেশিরভাগ'ই সফল হতো।
মোটিভেশান কন্টেন্ট নিয়ে কাজ করার সুবাদে কয়েকশো মানুষের জীবনের গল্প ইতোমধ্যে আমার শুনা হয়ে গিয়েছে,যার মধ্যে বেশিরভাগই ক্যারিয়ারে ব্যর্থ হওয়ার কারণে ছেড়ে যাওয়ার গল্প।ওসব গল্পের ভিত্তিতে কিছু কথা আপনাদের জন্য বলা উচিত..
বিশ্বাস করুন,বেশিরভাগ ক্ষেত্রে আপনি সাপোর্ট দেয়ার মানুষটার থেকে সাপোর্টের বদলে মানসিক যন্ত্রণা পাবেন। লাখে একজন পাওয়া যায় যে শ্রাদ্ধার মতো এমন সাপোর্ট দিয়ে মনোজদেরকে সফলতার চূড়ায় নিয়ে যায়। আর স্বাভাবিকভাবেই আমরা সফলতার গল্প শুনতে পছন্দ করি, এজন্য ওই এই একজনের গল্পটাই আমাদের সামনে আসে, নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জনের ব্যর্থতার গল্প গুলো আজীবন পর্দার আড়ালেই থেকে যায় ।
বেশিরভাগ ব্যর্থ মানুষ গুলো মেসেজ করে এভাবে বলে.., ভাই কথা গুলো কাউকে বললে পেছনে হাসাহাসি করে, মজা নেয়। আপনি শুধু শুনবেন আমার কথা গুলো। আপনাকে আর কিছু করতে হবেনা। একটু ভেবে দেখুন, ব্যর্থ মানুষ গুলোর কথা শুনার পর্যন্ত কেউ নেই।
ওসব গল্প থেকে প্রাপ্ত অভিজ্ঞতা বলে
বেশিরভাগ সঙ্গী আপনাকে মানসিক পেইন দিবে,
সারাদিন আপনাকে চাপের মধ্যে রাখবে,আপনার সফল হওয়া তো দূরের কথা ওসব মানসিক চাপ সামলে আপনি পড়ার টেবিলেই বসতে পারবেন না।
এছাড়া প্রেমিকার বাসা থেকে বিয়ের চাপ, ক্রমাগত প্রেমিকার বাড়িতে বিয়ের প্রস্তাব আসতে থাকা।আর তা দেখে আপনার ভিতরটা হাতুড়ির আঘাতে চুর্ণবিচুর্ণ হয়ে যাওয়া এসব নিত্য দিনকার ঘটনার একটি হয়ে দাঁড়াবে।
এভাবে কখন যে চাকরির বয়স শেষ হয়ে যাবে সেটা আপনি বুঝতেই পারবেন না। তখন না পারবেন মানুষটাকে নিজের করে পেতে না পাবেন ক্যারিয়ার গড়তে। একদিকে আপনার বৃদ্ধ বাবা মা আরেক দিকে প্রেমিকা আর অন্যদিকে সমাজের কিছু জঘন্য মানুষ যারা সব সময় অপেক্ষায় থাকে আপনাকে নিয়ে হাসাহাসি করার।
জীবন থেকে চাইলে আর পালাতেও পারবেন না কারণ আপনার দিকে আপনার বৃদ্ধ বাবা মা চেয়ে আছে। তারাও অপেক্ষা করতে করতে একসময় বিরক্ত হয়ে উঠবে আপনার প্রতি।
পরিবার, ভালোবাসার মানুষ, সমাজ, সবার কাছে আপনি বোঝা হয়ে উঠবেন।
আর আপনার এই দূরাবস্থার সুযোগ নিবে কিছু প্রাইভেট কোম্পানি। স্বল্প বেতনে আপনিও বাধ্য হবেন গাধার খাটুনি খাটতে। এসব বাস্তব কথা ভাই, ব্যর্থ মানুষ গুলোর সাথে ঘটে যাওয়া কিছু তিতা সত্য
আমি জানি ইতোমধ্যে আপনারা অনেকেই আমাকে গালি দেয়া শুরু করেছেন, বিশেষ করে যারা সদ্য সম্পর্কে জড়িয়েছেন কিংবা খুব সুন্দর কোনো সম্পর্কে আছেন।
আপনার যদি এমন কেউ থেকে থাকে যে আপনাকে মানসিক শান্তি দেয়, সাপোর্ট দেয়,নিজেকে এগিয়ে নিতে সাহায্য করে এবং আপনি নতুন উ্যদমে কাজ করার শক্তি পান তাহলে বলবো আপনি ভাগ্যবান কিংবা ভাগ্যবতী, আপনি লাখে একজন। নিজের মানুষটাকে আগলে রাখুন।
আর যারা প্রথম কথা গুলোর মতো মানসিক চাপের মধ্যে আছেন তারা দেরি না করে এক্ষুনি সরে আসুন।কারণ একটা সময় মানুষটা তো হারাবেই সেই সাথে হারাবে আপনার ক্যারিয়ারও। একুল ওকুল দুকুলই হারাবেন।
আর সবচেয়ে বড় বিষয় আপনি ভিতর থেকে মোটিভেটেড না হলে এমন হাজার হাজার মুভিও আপনাকে মোটিভেট করতে পারবেনা। দুই থেকে তিন দিন অনেক বেশি উত্তেজনা থাকবে।প্রচুর পড়াশোনা করতে ইচ্ছে করবে।
তারপর আবার সেই আগের মতো।তাই ভিতর থেকে মোটিভেট হোন।নিজেই নিজেকে মোটিভেট করুন। এক্ষুনি ঠিক করুন আগামী ৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চান। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিন।
#bangla_motivational_status
#motivation
#bangla_motivational_status
#মটিভেশনাল_ভিডিও
#অনুপ্রেরণামুলক_ভিডিও
#bangla_motivational_video
#12th
#12thfail
#bcs
#ips
#ipsmotivation
doa kori apni eivabei samner dike agiye jan 🤲🏻🤲🏻
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু🥰🥰.. apnar vedio gulo ak kothay osadharon,ma sha allah 💖💖. ami apnar vedio gulo dekhe onek inspire hoi..
আসসালামু আলাইকুম ভাই
ওয়ালাইকুম আসসালাম ভাই