পৃথিবী টিকে থাকার জন্য সূর্যকে যতটা প্রয়োজন ঠিক তেমনই প্রয়োজন পথহারা জাতির পথ খুঁজে পেতে স্যার সলিমুল্লাহ খান কে স্যার আপনাকে অনেক সম্মান আপনাকে আল্লাহ তায়ালা দীর্ঘ আয়ু দান করুক আমিন
"তোমাদের একটি দল হিন্দুস্তানে লড়াই করবে। আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের বিজয় দান করবেন। তারা হিন্দুস্তানের শাসকদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে। আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দেবেন। অতঃপর মুসলিমরা সেই যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা বিন মারয়াম আলাইহিস সালামকে সিরিয়ায় পেয়ে যাবে।" (আল-ফিতান ১২৩৬, হাদিসটি জয়িফ)
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র তুইযে বানোরের বাচ্চা তা তো জানা ছিলো। কিন্তু বানোর টা যে কানা তা জানা ছিলো না।আরে কানা বানোরের ঘরে কানা বানোর, আমি বলছি যে মানুষ আছতে আছতে ছোট হয়ে যাচ্ছে। এর মানে মানুষের তো আর নতুন করে হাত পা বা পাখ গযাইতেছে না।একি মায়ের পেট থেকে যখন দুজ সন্তান জন্ম নেই। তখন দুজন মানুষের মধ্যে দুজন দুই রখম হয়।তাদের আচার আচরণ ভিন্ন হয়।তাদের কথা বার্তার ধরন আলাদা হয়।তখন কি আমরা বলতে পারবো যে ঐ মায়ের বিবর্তন হয়ে দুজন মানুষ দুই রখম হয়েছে। পারবো না কারণ এখানে ঐ মায়ের কোন বিবর্তন হয়নি। আর সন্তানদেরও না।তারা দুই ভাই দুই আত্মার। দুই রকম হওয়াটাই এখানে সাভাবিক। আর এখানে দুই ভাই এর হাত পায়েও কোন পরিবর্তন ঘটেনি।তারা একদম হবোহু আমাদের মতই মানুষ। আমাদের মতই চলাফেরা করে। কিন্তু তারা হয়তো এক জন একটু লম্বা হয়েছে আরেক জন একটু খাটো। আর এখানে আবাক করা বিষয় হলো তাদের বাবা-মা দুজনেই এক সমান।এখন আপনার দৃষ্টি কোন থেকে এক ভাইয়ের বিবর্তন হয়েছে।আরেক ভাইয়ের হয়নি।তাহলে এখন আমার প্রশ্ন হলো কেনো আরেক ভাইয়ের বিবর্তন হলো না???মানুষ যদি বিবর্তন বাদ থেকেই হয়ে থাকে তাহলে কেন তাদের দুজনেরোই বিবর্তন হলো না??? আগে এখন আমার এই প্রশ্নে উত্তর দে।
দেড় হাজার বছর হয়ে গেলো ইসলাম ধর্মের- অথচ আজ পর্যন্ত ৬০ হাত লম্বা আদমের কংকালের সন্ধান তারা দিতে পারলোনা। উল্টো নিজেরা বিবর্তিত হয়ে মাত্র ৫/৬ ফিটে নেমে গেল!
"তোমাদের একটি দল হিন্দুস্তানে লড়াই করবে। আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের বিজয় দান করবেন। তারা হিন্দুস্তানের শাসকদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে। আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দেবেন। অতঃপর মুসলিমরা সেই যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা বিন মারয়াম আলাইহিস সালামকে সিরিয়ায় পেয়ে যাবে।" (আল-ফিতান ১২৩৬,
সলিমুল্লাহ স্যার তো এখনো মাইর খায় নাই তাই! জাফর ইকবাল স্যার এর মত একবার মাইর খাইলে ইনিও সরকারের ভাষায় কথা বলবে🤣🤣 আগে জাফর ইকবাল স্যারকেও দেখতাম অনেক নিউট্রাল থেকে বড় বড় কথা বলত।
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র বানোরের বাচ্চা ইসলামের দের হাজার বছর হয়েছে। ৬০হাত লম্বা আদম (আ) কি তর লিগা দের হাজার বছর আগে এসেছে। মানুষ লম্বা থেকে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এটা আমরা সবাই লক্ষ করছি।জীবনে কি দেখছোত যে মানুষের হাতের বদলে পাখা গজায়ছে।
@@anonymoussoul3343 আপনি ঢালাওভাবে মাদ্রাসার সব শিক্ষকদের এমনভাবে বলতে পারেন না, দুই একজন লম্পট হুজুরদের জন্য, এইরকম অহরহ স্কুল শিক্ষক, ভার্সিটির প্রফেসর রয়েছে যারা সরাসরি ছাত্রীদের ধর্ষণ করেছে, গেল বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের নামে এক মেয়ে যৌন হয়রানির মামলা করছে, এখন আপনি সব প্রফেসরকে ঢালাওভাবে ধর্ষণকারী বলতে পারবেন...???
দেড় হাজার বছর হয়ে গেলো ইসলাম ধর্মের- অথচ আজ পর্যন্ত ৬০ হাত লম্বা আদমের কংকালের সন্ধান তারা দিতে পারলোনা। উল্টো নিজেরা বিবর্তিত হয়ে মাত্র ৫/৬ ফিটে নেমে গেল!
সলিমুল্লাহ স্যার তো এখনো মাইর খায় নাই তাই! জাফর ইকবাল স্যার এর মত একবার মাইর খাইলে ইনিও সরকারের ভাষায় কথা বলবে🤣🤣 আগে জাফর ইকবাল স্যারকেও দেখতাম অনেক নিউট্রাল থেকে বড় বড় কথা বলত।
@@tareqahmed4021 জাফ্রিকবাল কখনো নিউট্রাল ছিলো না, সবসময় আওয়ামীলীগকে চাটতোঁ তবে আগে নিউট্রাল এর মুখোশ পরার ভানের জন্য চুপচাপ চাটতোঁ এখন সবার সামনেই চাটেন
দেড় হাজার বছর হয়ে গেলো ইসলাম ধর্মের- অথচ আজ পর্যন্ত ৬০ হাত লম্বা আদমের কংকালের সন্ধান তারা দিতে পারলোনা। উল্টো নিজেরা বিবর্তিত হয়ে মাত্র ৫/৬ ফিটে নেমে গেল!
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র *পড়াশোনা ঠিকমতো করো ভাই, প্রতিটা ধর্মের সম্পর্কে ধর্মগ্রন্থের বাহিরে কিছু বানোয়াট কুসংস্কার রয়েছে যা অযৌক্তিক এবং দলিলহীন। কোরআন এবং সহীহ হাদিসের কোথায়ও এমন বিবরণ পাওয়া যায় না, কোনো সচেতন মুসলমান তা বিশ্বাস করে না।* *আরেকটা কথা বলি ভাই--তুমি অন্য ধর্ম সম্পর্কে কটুক্তি করার অভ্যাস ত্যাগ করো, এতে কোনো ধর্ম ছোট হয় না প্রিয় ভাই বরং নিজের ব্যক্তিত্বই খাটো হয়। আশাকরি ভুল বুঝবে না ভাই।* 🤎
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র তুইযে বানোরের বাচ্চা তা তো জানা ছিলো। কিন্তু বানোর টা যে কানা তা জানা ছিলো না।আরে কানা বানোরের ঘরে কানা বানোর, আমি বলছি যে মানুষ আছতে আছতে ছোট হয়ে যাচ্ছে। এর মানে মানুষের তো আর নতুন করে হাত পা বা পাখ গযাইতেছে না।একি মায়ের পেট থেকে যখন দুজ সন্তান জন্ম নেই। তখন দুজন মানুষের মধ্যে দুজন দুই রখম হয়।তাদের আচার আচরণ ভিন্ন হয়।তাদের কথা বার্তার ধরন আলাদা হয়।তখন কি আমরা বলতে পারবো যে ঐ মায়ের বিবর্তন হয়ে দুজন মানুষ দুই রখম হয়েছে। পারবো না কারণ এখানে ঐ মায়ের কোন বিবর্তন হয়নি। আর সন্তানদেরও না।তারা দুই ভাই দুই আত্মার। দুই রকম হওয়াটাই এখানে সাভাবিক। আর এখানে দুই ভাই এর হাত পায়েও কোন পরিবর্তন ঘটেনি।তারা একদম হবোহু আমাদের মতই মানুষ। আমাদের মতই চলাফেরা করে। কিন্তু তারা হয়তো এক জন একটু লম্বা হয়েছে আরেক জন একটু খাটো। আর এখানে আবাক করা বিষয় হলো তাদের বাবা-মা দুজনেই এক সমান।এখন আপনার দৃষ্টি কোন থেকে এক ভাইয়ের বিবর্তন হয়েছে।আরেক ভাইয়ের হয়নি।তাহলে এখন আমার প্রশ্ন হলো কেনো আরেক ভাইয়ের বিবর্তন হলো না???মানুষ যদি বিবর্তন বাদ থেকেই হয়ে থাকে তাহলে কেন তাদের দুজনেরোই বিবর্তন হলো না??? আগে এখন আমার এই প্রশ্নে উত্তর দে।
@@tayebali741 শুন হে মুর্খ মুমিন, একই মায়ের গর্ভে জন্মানো দুই ভাইয়ের চেহারা দুইরকম কিন্তু শারিরীক ও মস্তিষ্কের হাড়ের গঠন কি আলাদা? লাখ লাখ বছর আগের হোমোএরিক্টাস, নেনদার্থেল, হোমোস্যাপিয়েন্সের বিবর্তনগুলো বুঝতে হলে তোকে জ্ঞানী হতে হবে- মাদ্রাসাবিজ্ঞানী হলে কোরান নামের আবর্জনার বাইরে চিন্তা করতে পারবি কি করে? আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দে- আদম নাকি ৬০ হাত লম্বা ছিল- তাহলে তার সন্তান নাতি পুতি সবার উচ্চতাও ৬০ হাত হওয়ার কথা- তাহলে অত লম্বা কংকাল খুঁজে বের করতে পারলিনা কেন?
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র আদম(আ)৬০ হাত লম্বা ছিল। আল্লাহ তায়ালা তাকে ৬০হাত লম্বা বানিয়েছেন তাই।আর তার নাতি পুতি ৬০ হাত লম্বা না কারণ আল্লাহ তায়ালা তার নাতি পুতিদের ৬০ হাত লম্বা বানাই নাই।হে এখন যদি তর আমার এই যুক্তি হাস্যকর কর বা প্রমান হীন কিছু অনুমান মনে হয়। তাহলে আমি বলবো যে তোদের মত আবাল যারা যারা বিশ্বাস করে যে তারা বানোর থেকে সৃষ্টি। তোদের এই মতবাদ যারা সৃষ্টি কর্তাই বিশ্বাসি তাদের বিশ্বাস করানোর জন্য হলেও তো তোদের বানোর থেকে জন্ম নেওয়া দরকার। বা তোরা যখব তোর মায়ের গর্ভ থেকে জন্ম নিলি কেন তোরা বানোর হইলি না। তোরা যদি কোন ভাবে মানুষ থেকে বানোর হয়তে পারতি তাইলেও তো আমরা বিশ্বাস করতাম তোদের এই বানোর মার্কা বানোরের মতবাদ। আরেকটা কথা ওহে বানোরের বাচ্চা কাচ্চারা আরেক ভাবে আমাদের কে তোরা বিশ্বাস কারাতে পারছ যে। তোদের ঐ বানোর মতবাদের জনক যেভাবে বলছে কিছু গ্যাস আর এসিড মিলে প্রান সৃষ্টি হয়েছে। সেভাবে মরার আগ পর্যন্ত পরিক্ষা নিরিক্ষা করতে পারছ।তোদের মত একটা বানোর তৈরি করার জন্য। তোদের তিনটা অপশন দিলাম ১।তুই নিজে বিবর্তিত হয়ে বানোর হয়ে দেখাবি ।২।তুই কোন বানোর জন্ম দিবি৷ ও৷ ।৩।কোন বিবর্তিত কোন কিছু তৈরি করে দেখাবি।যদি এই তিন টার একটা ও করে দেখতে পারছ। তাইলে আমি মেনে নেবো যে বিবর্তন বাদ সত্য। আর আমি বানোরের সন্তান।
Dr. Salimullah Khan is a very knowledgeable Scholar. Zafar Iqbal is now match to his Scholarly prowess. Dr. Salimullah Khan is a very rational and clean imaged educationist.
দেড় হাজার বছর হয়ে গেলো ইসলাম ধর্মের- অথচ আজ পর্যন্ত ৬০ হাত লম্বা আদমের কংকালের সন্ধান তারা দিতে পারলোনা। উল্টো নিজেরা বিবর্তিত হয়ে মাত্র ৫/৬ ফিটে নেমে গেল!
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র নির্বোধ,,,,আজ পর্যন্ত প্রাপ্ত মনুষ্য কঙ্কাল এটাই ইঙ্গিত করে আমরা কখনই বানর কিংবা শিম্পাঞ্জি থেকে বিবর্তিত হয়নি,,,,তাছাড়া যখন প্রথম মানবকে আবিষ্কার কিংবা অনুসন্ধান করা সম্ভব হবে তখনই কেবল তার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
জাতীয় পাঠ্যপুস্তক লিখার দায়িত্ব ড, সলিম উল্লাহ খান স্যারকে দেওয়া হোক। এটা আমাদের প্রাণের দাবি। এবং চ্যানেল ২৪ এ স্যারকে নিয়মিত আনা হউক। স্যারের প্রত্যেকটা মুখের বাক্য একেকটা বইয়ের পাতা। আমি গর্বিত তিনি আমার এলাকার লোক বলে।
আল্লাহ স্যারকে নেক হায়াত দিক।
Ameen
Amin
Amen
❤Amin❤
আল্লাহ স্যারকে যেন নেক হায়াত দান করেন অসাধারণ চমৎকার ভাবে বিশ্লেষণ করার জন্য
আলহামদুলিল্লাহ ডক্টর সলিমুল্লাহ স্যারকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ। জাজাকাল্লাহ খাইরান
এমন স্যার আমার দেশে আছে, আসা হারিয়েই ফেলেছিলাম। প্রকৃত বুদ্ধিজীবী স্যালুট স্যার।
মাশাল্লাহ! ড.সলিমুল্লাহ খান আমাদের কক্সবাজার, মহেশ খালীর গর্ব, মহান আল্লাহ তাকে নেক হায়াত দান করুক।
আলহামদুলিল্লাহ্ উনাকে আল্লাহ্ নেক হায়াত দান করুন। উনার আলোচনা থেকে অনেক কিছু শিখতে পারলাম।
পৃথিবী টিকে থাকার জন্য সূর্যকে যতটা প্রয়োজন ঠিক তেমনই প্রয়োজন পথহারা জাতির পথ খুঁজে পেতে স্যার সলিমুল্লাহ খান কে স্যার আপনাকে অনেক সম্মান আপনাকে আল্লাহ তায়ালা দীর্ঘ আয়ু দান করুক আমিন
স্যার সলিমুল্লাহ সব সময়ই সত্যি কথা বলে থাকেন।
তিনাদেরকে কেন সরাসরি সেবামূলক কাজে নিযুক্ত করতে পারি না। এইটা আমাদের চরম ব্যার্থতা।
"তোমাদের একটি দল হিন্দুস্তানে লড়াই করবে। আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের বিজয় দান করবেন। তারা হিন্দুস্তানের শাসকদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে। আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দেবেন। অতঃপর মুসলিমরা সেই যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা বিন মারয়াম আলাইহিস সালামকে সিরিয়ায় পেয়ে যাবে।"
(আল-ফিতান ১২৩৬, হাদিসটি জয়িফ)
@@integer9655 কারন আমাদের জিহবা ট্রান্স সাইবেরিয়ান রেললাইনের মত লম্বা আর পেট বৃহস্পতি গ্রহের মত বড়।
দেড় হাজার বছর হয়ে গেলো ইসলামের- অথচ আজ পর্যন্ত ৬০ হাত লম্বা আদমের কংকালের সন্ধান তারা দিতে পারলোনা। উল্টো নিজেরা বিবর্তিত হয়ে মাত্র ৫/৬ ফিটে নেমে গেল!
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র তুইযে বানোরের বাচ্চা তা তো জানা ছিলো। কিন্তু বানোর টা যে কানা তা জানা ছিলো না।আরে কানা বানোরের ঘরে কানা বানোর, আমি বলছি যে মানুষ আছতে আছতে ছোট হয়ে যাচ্ছে। এর মানে মানুষের তো আর নতুন করে হাত পা বা পাখ গযাইতেছে না।একি মায়ের পেট থেকে যখন দুজ সন্তান জন্ম নেই। তখন দুজন মানুষের মধ্যে দুজন দুই রখম হয়।তাদের আচার আচরণ ভিন্ন হয়।তাদের কথা বার্তার ধরন আলাদা হয়।তখন কি আমরা বলতে পারবো যে ঐ মায়ের বিবর্তন হয়ে দুজন মানুষ দুই রখম হয়েছে। পারবো না কারণ এখানে ঐ মায়ের কোন বিবর্তন হয়নি। আর সন্তানদেরও না।তারা দুই ভাই দুই আত্মার। দুই রকম হওয়াটাই এখানে সাভাবিক। আর এখানে দুই ভাই এর হাত পায়েও কোন পরিবর্তন ঘটেনি।তারা একদম হবোহু আমাদের মতই মানুষ। আমাদের মতই চলাফেরা করে। কিন্তু তারা হয়তো এক জন একটু লম্বা হয়েছে আরেক জন একটু খাটো। আর এখানে আবাক করা বিষয় হলো তাদের বাবা-মা দুজনেই এক সমান।এখন আপনার দৃষ্টি কোন থেকে এক ভাইয়ের বিবর্তন হয়েছে।আরেক ভাইয়ের হয়নি।তাহলে এখন আমার প্রশ্ন হলো কেনো আরেক ভাইয়ের বিবর্তন হলো না???মানুষ যদি বিবর্তন বাদ থেকেই হয়ে থাকে তাহলে কেন তাদের দুজনেরোই বিবর্তন হলো না??? আগে এখন আমার এই প্রশ্নে উত্তর দে।
ব্রেকাপের কষ্ট ভুলিয়ে দেয় স্যারের কথা,মনে হয় প্রেম ছাড়াও জগতে অনেক কিছু আছে....অনেক পছন্দ করি সলিমুল্লাহ স্যারকে💚
আলহামদুলিল্লাহ চমৎকার আলোচনা আল্লাহ উনার জ্ঞান আরো বাড়িয়ে দিক
দেড় হাজার বছর হয়ে গেলো ইসলাম ধর্মের- অথচ আজ পর্যন্ত ৬০ হাত লম্বা আদমের কংকালের সন্ধান তারা দিতে পারলোনা। উল্টো নিজেরা বিবর্তিত হয়ে মাত্র ৫/৬ ফিটে নেমে গেল!
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র ধর্ম নিয়ে এতো চুলকানি থাকলে অন্য জায়গায় গিয়ে চুলকান।এখানে ধর্ম নিয়ে কথা হচ্ছে না।নির্বোধ।
এমন জ্ঞানী বাংলাদেশে আছে তা এতদিন জানতাম না।অসংখ্য ধন্যবাদ স্যার।
সলিমুল্লাহ খানই প্রকৃত বুদ্ধিজীবি, জাফরইকবাল তার ধারে কাছেও নেই ✌️👍
হ মাদ্রাসার পায়ুখোর দের সাপোর্ট করলেই বুদ্ধিজীবি।
100000000000000000.......%Right.
"তোমাদের একটি দল হিন্দুস্তানে লড়াই করবে। আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের বিজয় দান করবেন। তারা হিন্দুস্তানের শাসকদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে। আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দেবেন। অতঃপর মুসলিমরা সেই যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা বিন মারয়াম আলাইহিস সালামকে সিরিয়ায় পেয়ে যাবে।"
(আল-ফিতান ১২৩৬,
Jafor iqbal ke buddijibeder katera ana tik noy.
সলিমুল্লাহ স্যার তো এখনো মাইর খায় নাই তাই! জাফর ইকবাল স্যার এর মত একবার মাইর খাইলে ইনিও সরকারের ভাষায় কথা বলবে🤣🤣 আগে জাফর ইকবাল স্যারকেও দেখতাম অনেক নিউট্রাল থেকে বড় বড় কথা বলত।
এরাই হলো দেশের আসল বুদ্ধিজীবী। ধন্যবাদ স্যার আপনাকে, আপনাদের হাতে যদি দেশটা যায় তাহলে অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব।
এরাই হলো দেশের আসল বুদ্ধিজীবী আসল শিক্ষাবিদ ❤️
দেড় হাজার বছর হয়ে গেলো ইসলামের- অথচ আজ পর্যন্ত ৬০ হাত লম্বা আদমের কংকালের সন্ধান তারা দিতে পারলোনা। উল্টো নিজেরা বিবর্তিত হয়ে মাত্র ৫/৬ ফিটে নেমে গেল!
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র kire fokinni mod kaia matal hye asis deki
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র বানোরের বাচ্চা ইসলামের দের হাজার বছর হয়েছে। ৬০হাত লম্বা আদম (আ) কি তর লিগা দের হাজার বছর আগে এসেছে। মানুষ লম্বা থেকে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এটা আমরা সবাই লক্ষ করছি।জীবনে কি দেখছোত যে মানুষের হাতের বদলে পাখা গজায়ছে।
Sala ekta motherboard
@@tayebali741 মানুষ আস্তে আস্তে ছোট হয়ে গেছে- তার মানে স্বীকার করে নিলি বিবর্তন সত্য। তোদের কাছেতো খচ্চরেরও পাখা গজায়, যেটাতে চড়ে নাকি তোর নবী আসমান সফরে গেসিলো 😝🤑
এই গূরূত্বপূর্ণ বিশ্লেষণ জনসম্মুখে উপস্থাপন করার জন্য ডঃ সলিমউল্লাহ্ খাঁনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ❤
ধন্যবাদ স্যার আমি সবসময় আপনার আলোচনা শুনার জন্য অপেক্ষা করি।
আমি স্যারের একজন ছাএ। এই পরিচয়টা দিতে আমি সবচেয়ে বেশি গর্ববোধ করি।
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।
* ছাত্র
আপনার মতামতের অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ স্যার। আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে নেক হায়াত দান করুন। আমীন।
আল্লাহ্ এত ট্যালেন্টফুল লোক আছে বাংলাদেশে! আল্লাহ্ ওনাকে দীর্ঘজীবী করিয়েন ।আমিন ।
জেনারেল শিক্ষার শিক্ষিত দের মাঝে এক অপ্রতিদন্দি সত্যবাদী অধ্যাপক সলিমুল্লাহ খান
ড. সলিমুল্লা খান স্যারের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা 💝
বর্তমানে টক শো তে এই একজনকেই সাধারণ মানুষ পছন্দ করে, ডঃ সলিমুল্লাহ❤
কারণ তিনি মাদ্রাসার পায়ুখোর পক্ষে কথা বলেন, এজন্য।
@@anonymoussoul3343 আপনার ভাষার ধরনেই বোঝা যায় পায়ুখোর কে,BSDK🤨
@@anonymoussoul3343 আপনার রুচিটাই নোংরা....
@@MdShakib-zn4ms তাহলে তারা কি খুব পুত পবিত্র? যাক স্বীকার করে নিলেন। আমি এসবের প্রতিবাদ করলাম, আর আমাকেই নোংরা বললেন।
@@anonymoussoul3343 আপনি ঢালাওভাবে মাদ্রাসার সব শিক্ষকদের এমনভাবে বলতে পারেন না, দুই একজন লম্পট হুজুরদের জন্য, এইরকম অহরহ স্কুল শিক্ষক, ভার্সিটির প্রফেসর রয়েছে যারা সরাসরি ছাত্রীদের ধর্ষণ করেছে, গেল বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের নামে এক মেয়ে যৌন হয়রানির মামলা করছে, এখন আপনি সব প্রফেসরকে ঢালাওভাবে ধর্ষণকারী বলতে পারবেন...???
স্যার সলিমুল্লাহ খান অনেক ভালো মানুষ।সত্য কথা বলে।আল্লাহ তায়ালা তাকে দীর্ঘজীবী করুক।
বুদ্ধিজীবি,জ্ঞানী লোক ও চিনে না,ধন্যবাদ স্যার!
দেড় হাজার বছর হয়ে গেলো ইসলাম ধর্মের- অথচ আজ পর্যন্ত ৬০ হাত লম্বা আদমের কংকালের সন্ধান তারা দিতে পারলোনা। উল্টো নিজেরা বিবর্তিত হয়ে মাত্র ৫/৬ ফিটে নেমে গেল!
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র তোমাদের জন্য ফেরাউনের ফসিল যথেষ্ট নয় কি?
@@Iam_ifaz ফেরাউনের উচ্চতা কি ৬০ হাত লম্বা? এই জন্যই মুমিনদের ছাগু ডাকে
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র ছাগল রে আমি কি একবারো বললাম এখানে ফেরাউনের লাস ৬০ ফিট?
@@Iam_ifaz তাইলে হুদাই ফেরাউন টানলি কেন ছাগু? তোরে বললাম আদম বা তার বংশধরদের ৬০ হাত লম্বা কংকালের নমুনা দেখা- সেটার উত্তর কই?
ড. সলিমুল্লাহ খান স্যার আসলেই একজন জ্ঞানী ও বুদ্ধিজীবী ব্যাক্তি
স্যার খুব ভালো মানুষ, দোয়া রইলো, খুব বুদ্ধিমান মানুষ,,
মুসলিমদের মাদ্রাসায় শুধু ধর্মতত্ত্বের পাশাপাশি দুনিয়াবি জ্ঞান শিখতে হবে। তাহলে ইনশাল্লাহ তারা সময়ের সাথে আবার ইসলামের সর্ণযুগ ফিরিয়ে আনতে পারবে❤❤
😂
স্যালুট স্যার আপনাকে।আসলেই সলিমুল্লাহ স্যার একজন জীবন্ত কিংবদন্তি।
দারুণ সব কথা বলছেন।
ধন্যবাদ।
সত্যিকারের জ্ঞানী লোক, কোন রাষ্ট্র বা দলের পা চাটে না। সত্যি কথা বলতে ভয় পায় না।
সলিমুল্লাহ স্যার তো এখনো মাইর খায় নাই তাই! জাফর ইকবাল স্যার এর মত একবার মাইর খাইলে ইনিও সরকারের ভাষায় কথা বলবে🤣🤣 আগে জাফর ইকবাল স্যারকেও দেখতাম অনেক নিউট্রাল থেকে বড় বড় কথা বলত।
@@tareqahmed4021 আপনার কথা বুঝতে পেরেছি। কিন্তু, কেউ চুরি করার আগে তো তাকে আর চোর বলা যাবে না।
@@tareqahmed4021 জাফ্রিকবাল কখনো নিউট্রাল ছিলো না, সবসময় আওয়ামীলীগকে চাটতোঁ তবে আগে নিউট্রাল এর মুখোশ পরার ভানের জন্য চুপচাপ চাটতোঁ এখন সবার সামনেই চাটেন
দেড় হাজার বছর হয়ে গেলো ইসলাম ধর্মের- অথচ আজ পর্যন্ত ৬০ হাত লম্বা আদমের কংকালের সন্ধান তারা দিতে পারলোনা। উল্টো নিজেরা বিবর্তিত হয়ে মাত্র ৫/৬ ফিটে নেমে গেল!
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র tor maa beshsha
আসলেই বুদ্ধিজীবীদের মধ্যে একজন💖💖
আপনার জ্ঞানের তুলনা হয়না।স্যালুট স্যার
প্রকৃত বুদ্ধিজীবি ড. সলিমুল্লাহ স্যারই ❤️❤️❤️
*পথহারা জাতির হাতেগোনা শিক্ষকদের একজন। আমাদের স্যার!!* 💙💙💙💙💙🤎🤎🤎
দেড় হাজার বছর হয়ে গেলো ইসলামের- অথচ আজ পর্যন্ত ৬০ হাত লম্বা আদমের কংকালের সন্ধান তারা দিতে পারলোনা। উল্টো নিজেরা বিবর্তিত হয়ে মাত্র ৫/৬ ফিটে নেমে গেল!
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র *পড়াশোনা ঠিকমতো করো ভাই, প্রতিটা ধর্মের সম্পর্কে ধর্মগ্রন্থের বাহিরে কিছু বানোয়াট কুসংস্কার রয়েছে যা অযৌক্তিক এবং দলিলহীন। কোরআন এবং সহীহ হাদিসের কোথায়ও এমন বিবরণ পাওয়া যায় না, কোনো সচেতন মুসলমান তা বিশ্বাস করে না।*
*আরেকটা কথা বলি ভাই--তুমি অন্য ধর্ম সম্পর্কে কটুক্তি করার অভ্যাস ত্যাগ করো, এতে কোনো ধর্ম ছোট হয় না প্রিয় ভাই বরং নিজের ব্যক্তিত্বই খাটো হয়। আশাকরি ভুল বুঝবে না ভাই।* 🤎
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র তুইযে বানোরের বাচ্চা তা তো জানা ছিলো। কিন্তু বানোর টা যে কানা তা জানা ছিলো না।আরে কানা বানোরের ঘরে কানা বানোর, আমি বলছি যে মানুষ আছতে আছতে ছোট হয়ে যাচ্ছে। এর মানে মানুষের তো আর নতুন করে হাত পা বা পাখ গযাইতেছে না।একি মায়ের পেট থেকে যখন দুজ সন্তান জন্ম নেই। তখন দুজন মানুষের মধ্যে দুজন দুই রখম হয়।তাদের আচার আচরণ ভিন্ন হয়।তাদের কথা বার্তার ধরন আলাদা হয়।তখন কি আমরা বলতে পারবো যে ঐ মায়ের বিবর্তন হয়ে দুজন মানুষ দুই রখম হয়েছে। পারবো না কারণ এখানে ঐ মায়ের কোন বিবর্তন হয়নি। আর সন্তানদেরও না।তারা দুই ভাই দুই আত্মার। দুই রকম হওয়াটাই এখানে সাভাবিক। আর এখানে দুই ভাই এর হাত পায়েও কোন পরিবর্তন ঘটেনি।তারা একদম হবোহু আমাদের মতই মানুষ। আমাদের মতই চলাফেরা করে। কিন্তু তারা হয়তো এক জন একটু লম্বা হয়েছে আরেক জন একটু খাটো। আর এখানে আবাক করা বিষয় হলো তাদের বাবা-মা দুজনেই এক সমান।এখন আপনার দৃষ্টি কোন থেকে এক ভাইয়ের বিবর্তন হয়েছে।আরেক ভাইয়ের হয়নি।তাহলে এখন আমার প্রশ্ন হলো কেনো আরেক ভাইয়ের বিবর্তন হলো না???মানুষ যদি বিবর্তন বাদ থেকেই হয়ে থাকে তাহলে কেন তাদের দুজনেরোই বিবর্তন হলো না??? আগে এখন আমার এই প্রশ্নে উত্তর দে।
@@tayebali741 শুন হে মুর্খ মুমিন, একই মায়ের গর্ভে জন্মানো দুই ভাইয়ের চেহারা দুইরকম কিন্তু শারিরীক ও মস্তিষ্কের হাড়ের গঠন কি আলাদা? লাখ লাখ বছর আগের হোমোএরিক্টাস, নেনদার্থেল, হোমোস্যাপিয়েন্সের বিবর্তনগুলো বুঝতে হলে তোকে জ্ঞানী হতে হবে- মাদ্রাসাবিজ্ঞানী হলে কোরান নামের আবর্জনার বাইরে চিন্তা করতে পারবি কি করে? আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দে- আদম নাকি ৬০ হাত লম্বা ছিল- তাহলে তার সন্তান নাতি পুতি সবার উচ্চতাও ৬০ হাত হওয়ার কথা- তাহলে অত লম্বা কংকাল খুঁজে বের করতে পারলিনা কেন?
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র আদম(আ)৬০ হাত লম্বা ছিল। আল্লাহ তায়ালা তাকে ৬০হাত লম্বা বানিয়েছেন তাই।আর তার নাতি পুতি ৬০ হাত লম্বা না কারণ আল্লাহ তায়ালা তার নাতি পুতিদের ৬০ হাত লম্বা বানাই নাই।হে এখন যদি তর আমার এই যুক্তি হাস্যকর কর বা প্রমান হীন কিছু অনুমান মনে হয়। তাহলে আমি বলবো যে তোদের মত আবাল যারা যারা বিশ্বাস করে যে তারা বানোর থেকে সৃষ্টি। তোদের এই মতবাদ যারা সৃষ্টি কর্তাই বিশ্বাসি তাদের বিশ্বাস করানোর জন্য হলেও তো তোদের বানোর থেকে জন্ম নেওয়া দরকার। বা তোরা যখব তোর মায়ের গর্ভ থেকে জন্ম নিলি কেন তোরা বানোর হইলি না। তোরা যদি কোন ভাবে মানুষ থেকে বানোর হয়তে পারতি তাইলেও তো আমরা বিশ্বাস করতাম তোদের এই বানোর মার্কা বানোরের মতবাদ। আরেকটা কথা ওহে বানোরের বাচ্চা কাচ্চারা আরেক ভাবে আমাদের কে তোরা বিশ্বাস কারাতে পারছ যে। তোদের ঐ বানোর মতবাদের জনক যেভাবে বলছে কিছু গ্যাস আর এসিড মিলে প্রান সৃষ্টি হয়েছে। সেভাবে মরার আগ পর্যন্ত পরিক্ষা নিরিক্ষা করতে পারছ।তোদের মত একটা বানোর তৈরি করার জন্য। তোদের তিনটা অপশন দিলাম ১।তুই নিজে বিবর্তিত হয়ে বানোর হয়ে দেখাবি
।২।তুই কোন বানোর জন্ম দিবি৷ ও৷ ।৩।কোন বিবর্তিত কোন কিছু তৈরি করে দেখাবি।যদি এই তিন টার একটা ও করে দেখতে পারছ। তাইলে আমি মেনে নেবো যে বিবর্তন বাদ সত্য। আর আমি বানোরের সন্তান।
স্যারের মতো ব্যাক্তি আছেন বলেই আজও আমরা আলোকিত হই।
মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ খুব আলোচনা হয়েছে আল্লাহ পাক যেন স্যার কে নেক হায়াত দান করেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন ও দিনের জন্য কবুল করেন আমিন
Dr. Salimullah Khan is a very knowledgeable Scholar. Zafar Iqbal is now match to his Scholarly prowess. Dr. Salimullah Khan is a very rational and clean imaged educationist.
ড.সলিমুল্লাহ স্যারকে অসংখ্য ধন্যবাদ। তিনি আসলেই প্রকৃত শিক্ষিত এবং সত্যিকারের বুদ্ধিজীবি।
ড. সলিমুল্লাহ খান স্যার উজ্জ্বল নক্ষত্র, প্রকৃত আর্দশ। ❤️
দেড় হাজার বছর হয়ে গেলো ইসলাম ধর্মের- অথচ আজ পর্যন্ত ৬০ হাত লম্বা আদমের কংকালের সন্ধান তারা দিতে পারলোনা। উল্টো নিজেরা বিবর্তিত হয়ে মাত্র ৫/৬ ফিটে নেমে গেল!
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র madarcud tur jormar modda Somosa aca
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র নির্বোধ,,,,আজ পর্যন্ত প্রাপ্ত মনুষ্য কঙ্কাল এটাই ইঙ্গিত করে আমরা কখনই বানর কিংবা শিম্পাঞ্জি থেকে বিবর্তিত হয়নি,,,,তাছাড়া যখন প্রথম মানবকে আবিষ্কার কিংবা অনুসন্ধান করা সম্ভব হবে তখনই কেবল তার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র দেড় লক্ষ বছর হয়ে গেল অথচ আজ পর্যন্ত বানর হতে মানুষ হতে কেউ দেখলো না,কি আজব
@@mdaheaislam5867 বানর ও মানুষ একই প্রাইমেট থেকে এসেছে। বানর থেকে মানুষ হয়েছে এটা কোন বিজ্ঞানী বলে নাই,
বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ গবেষক। ঐতিহাসিক। সত্য বিশ্লেষক। ডঃ স্যার সলিমুল্লাহ
ধন্যবাদ জনাব সলিমুল্লাহ খান সাহেব
সাড়ে তিন মিনিটে আমি যা জানলাম তা ৫ টা বই পড়লেও জানতে পারতাম না মনেহয়। স্যার কে স্যালুট জানাই
ধন্যবাদ স্যার। সত্যি কথা বলতে আজ মানুষ ভয় পায় ।এই ভয় আমাদের একদিন শেষ করে দিবে ।
স্যারের কথা শুনলে সত্যি গর্বে বুকটা ভরে যায় স্যালুট স্যার❤️❤️ আপনাকে।
ধন্যবাদ সার আপনাকে ❤
স্যার মানেই নতুন কিছু তথ্য ♥️
অত্যন্ত বুদ্ধিবৃত্তিক দুঃসাহসিক আলোচনা❤️❤️❤️
ধন্যবাদ স্যার
স্যার সর্বদাই সত্যি এবং স্পষ্ট কথা বলেন। দেশের সেরা একজন ব্যাক্তিত্ব🖤
আমার সবচেয়ে পছন্দের একজন মানুষ উনাকে দেখলে গর্বে বুকটা ভরে যায় ❤️❤️❤️
অনেক জ্ঞানী
একজন মানুষ
🙏🙏🙏
ধন্যবাদ আপনাকে সুন্দর করে বুঝানোর জন্য ❤️
স্যার কে অসংখ্য ধন্যবাদ ❤️❤️❤️
❤❤❤❤❤❤দোয়া রইলো স্যারের জন্য
মাশাআল্লাহ,এই সব জ্ঞানী মানুষ বাংলাদেশে যুগে যুগে প্রয়োজন।
সলিমুল্লাহ স্যারের আলোচনা সর্বদাই ব্যতিক্রমী, অসাধারণ ও ব্যুতপত্তিসম্পন্ন। স্যারের আলোচনা আমি নিয়মিত শ্রবণ করি এবং বেশি বেশি দেখতে চাই।
হে আল্লাহ সলিমুল্লাহ স্যার কে নেক হায়াত দান করুন
আমি কিছু স্যারের কাছে শুনেছি উনি যখন লেকচার দিতেন অন্য ফ্যাকাল্টি এর ছাত্ররাও এসে ক্লাস রুমে বসে থাকতো।
অসাধারণ যুক্তি। ধন্যবাদ স্যার ❤️❤️❤️
প্রকৃত বুদ্ধিজীবী এবং সম্মানীত স্যার আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আপনাকে।
Thank you sir
Love you 💕💕💕💕💕
দোয়া করি আল্লাহ তায়ালা জেন স্যার কে নেক হায়াত দান করেন আমিন
অসাধারণ বলেছেন স্যার।❤
মহান আল্লাহ,
সলিমুল্লাহ স্যারকে নেক হায়াত দান করুক।
সলিমুল্লাহ খান খুবই সত্য ও সহজভাবে কথা বলেন। তার কথা বাস্তবের সাথে মিলে। ধন্যবাদ ড. সলিমুল্লাহ স্যারকে
ঠিক কথা
❤ May Allah SWT grant Dr. Salimullah Khan health and Hayat-e-Tayeba. Ameen .
সলিমুল্লাহ সাহেব খুবই গুরুত্বপূর্ণ বিষয় কথা বলেছেন। তাকে অজস্র ধন্যবাদ জানাই
২৪ কে অনেক ধন্যবাদ ভালো অনুষ্ঠান প্রচারের জন্য।
মাশা আল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন প্রিয় স্যার ,,স্যার আপনার মতো যদি সবাই এমন হতো ,, তাহলে কতই না ভালো হতো
স্যার সলিমুল্লাহ একজন দেশপ্রেমীক।এই ভালো মানুষটার জন্য অনেক অনেক ভালোবাসা।
জাতীয় পাঠ্যপুস্তক লিখার দায়িত্ব ড, সলিম উল্লাহ খান স্যারকে দেওয়া হোক। এটা আমাদের প্রাণের দাবি। এবং চ্যানেল ২৪ এ স্যারকে নিয়মিত আনা হউক। স্যারের প্রত্যেকটা মুখের বাক্য একেকটা বইয়ের পাতা। আমি গর্বিত তিনি আমার এলাকার লোক বলে।
মোটেও না।
@@anonymoussoul3343 সব খানে, সব কমেন্টে মাতব্বড়ি করস। তুই মাতব্বরি করার কে?
@@anonymoussoul3343 জাফ্রিক ষাঁরের পা চাটা গোলাম.....
@@al-mahmudshanto7702 তুর কোন সমস্যা?
@@al-mahmudshanto7702 তোর আম্মুকে জিজ্ঞেস কর। উনি পরিচয় দিয়ে দিবে। চেহারা তো আমার মতই হয়েছে।
বাহ, অনেক সুন্দর কথা বললেন। অনেক কিছু জানলাম।
স্যারের আলোচনা সবসময়ই ভালো লাগে 💚❤️
ধন্যবাদ সলিমুল্লাহ স্যারকে।
স্যালুট স্যার স্যালুট স্যার 👌👌👌।
আলহামদুলিল্লাহ, চমৎকার আলোচনা. ধন্যবাদ স্যার.
স্যার আপনার সততা আমাকে মুগ্ধ করে ❤️
অসংখ্য ধন্যবাদ সলিমুল্লাহ স্যার❤❤।
এই ধরনের আলোচনা দরকার।
অবিরাম শ্রদ্ধা💐💐💐💐
স্যার সলিমুল্লাহর হায়াতে তৈয়বা দান করুন আমিন
ধন্যবাদ ড.সলিমুল্লাহ স্যার
স্যালুট স্যার।
ধন্যবাদ জনাব ডঃ সলিমুল্লাহ খান সাহেবকে, সঠিক মত উপস্থাপন করার জন্য।
সলিমুল্লাহ স্যারের মতো জ্ঞানী লোকদের দুৰ্ভাগ্যজনকভাবে আমাদের দেশে কদর নেই।
Right
প্রিয় স্যার,প্রিয় ব্যাক্তিত্ব ড. সলিমুল্লাহ ❤❤❤
আমার প্রিয় স্যার ডঃ সলিমুল্লাহ খানের জন্য দোয়া রইলো 🤲
সত্য ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ স্যারকে।
স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা ❤❤
দেশের সম্পদ এরাই উনিই হচ্ছেন বর্তমান বাংলাদেশের ভালো একজন জ্ঞানী গুনীমান্যি ও বুদ্ধিজীবী। স্যার এর জন্য শুভকামনা নিরন্তর
Thanks 👍🙏
💔💔💔 right sir
অসংখ্যা ধন্যবাদ স্যারকে
আলোচনা খুব মন দিয়ে শুনি তিনি একজন খুব বড় মাপের বুদ্ধিজীবী
Love you sir❤️❤️❤️❤️
আমার অত্যান্ত প্রিয় মুখ ড. সলিমুল্লা খান ❤
স্যার আপনার কথাগুলো খুব ভালো লাগে।
স্যার আপনাকে স্যালুট।
আল্লাহ স্যারের নেক হায়াত বাড়িয়ে দিন
স্যার, ডঃ সলিমুল্লাহ খান, আপনাকে শ্রদ্ধাভরে সালাম এবং ধন্যবাদ।