শ্রদ্ধেয়, প্রয়াত পুলক বন্দ্যোপাধ্যায়ের রচিত এবং অখিলবন্ধু ঘোষ মহাশয়ের গাওয়া এ গান শুনে আমি যে কতো মুগ্ধ হয়েছি সব সময় তার সীমা নেই । তুমি দূরদর্শনের অনুষ্ঠানে গাওয়ার অনেক আগে ইউটিউবে গেয়ে আপলোড করার কিছুদিন পরেই বহু শ্রোতা নন্দিত হয়েছিলে সেটাও তো আমার জন্য পরম তৃপ্তি । আশা করি এবারে দূরদর্শনের সম্প্রচার তোমার নামকে আরো বেশি শ্রোতাদের মধ্যে নিয়ে যাবে ।
🥀 সত্যি কথা বলতে কি! আগেকার দিনে মনের কথাগুলো যে কি সুন্দর করি না প্রকাশিত হতো, আর মধুর মায়াবী সুরে তা গাওয়া হতো, এসব কথার গান আমার খুবই ভালো লাগে। আহা! পরিমিত গলার কাজ এর সাথে দরদের মিশেল। কমলিকা কে যখন অসহায়ত্ব এর কথা বলেন। তখন সমস্ত কোলাহল ছাপিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে হাহাকার! এমন সুর বয়ান কেবল "প্রভুর" পক্ষপাত প্রাপ্ত কোন কণ্ঠ কারিগরের পক্ষে সম্ভব। দারুন শুনলাম 🥀🥀🥀🥀🥀🥀
দূরদর্শন বাংলার পর্দায় তোমাকে দেখে খুব খুশি হলাম দিদি, তোমার কণ্ঠে' তোমার ভুবনে ফুলের মেলা' গানটির প্রেমে পড়ে গেছি। খুব ভালো থেকো , মা স্বরসতীর আশীর্বাদ তোমার উপর অঝোর ধারায় বর্ষিত হোক এই কামনা করি।
এই গানটা যে দিন আপনার কন্ঠে প্রথম শুনি ইউটিউবে সে দিন বৃষ্টি ছিল সারা দিন। আমি অনেকবার শুনলাম। আবেগ গুলো একটু বেশি কাজ করছিল। সে থেকেই আমি আপনার বাংঙ্গালী ভক্ত!
এই গান প্রিয় মানুষের গলায় শুনে কেঁদেছিলাম। তার প্রাক্তন কে ছেড়ে থাকার বেদনা ছুঁয়ে গেছিল আমায়। মানুষ কত অসহায় বোধ করে একটু ভালোবাসা পাওয়ার জন্য। অবসাদে ক্ষয়ে ভেঙে যাওয়া এই মানুষ গুলো আর সঠিক ভালোবাসার ও মূল্যায়ন করতে পারেনা পরবর্তী জীবনে।নিজের মনে কষ্ট পাওয়ার ভয় এমন গ্রাস করে এদের এরা আসল ভালোবাসা নিয়ে দাড়িয়ে থাকা মনে কষ্ট দিয়েও নিরুত্তাপ হয়ে থাকে তখন ... এই গান এর পর থেকে আমার খুব প্রাণের কাছের।
কি বলব তোমাকে পিয়ালী,এতো সুন্দর গেয়েছো তুমি গানটা এক কথায় অসাধারণ,তোমার জন্যে আমার অন্তঃস্থল থেকে শুভকামনা এবং আশির্বাদ থাকল, এম এম বোরহান উদ্দিন ইতালি..মিলান
আগেরটা পরেরটা বুঝি না, দুটোই খুব ভালো হয়েছে। ট্রাক মিউজিক বা যন্ত্রাণুষঙ্গে গাইবার সময় deviation এর কোনো সুযোগ না থাকায় নিজস্ব extra ordinary কিছু করা যায় না, যে সুযোগটা আগের ভার্সনে ছিল। তাছাড়া আগেরটাতে স্কেল একটু ওপরে ছিল বিধায় কিছুটা অন্য রকম মনে হয়েছে। এমনিতে দুটোই অসাধারণ। সবচেয়ে বড় কথা, দূরদর্শনে পরিবেশিত প্রত্যেকটি গানের সাথে আমাদের প্রাণের আবেগ জড়িয়ে আছে, এই ভালো লাগার কোন তুলনা হয় না..
আপনি তো আমার মাথাটাই খারাপ করে দিলেন। অতুলপ্রসাদের একটি বিশেষ গান খুঁজছিলাম, শোনাতে আপনি এলেন। মুগ্ধ হলাম। তারপর এই সুরেলা ও প্রাচুর্যময় কণ্ঠ দিয়ে জয় করে নিলেন। ভালোবাসা আপনার গানের জন্যে।
বিরহ আছে বলেই মিলনের সার্থকতা অন্ধকার আছে বলেই আলোর এত দাম। রবীন্দ্রনাথ তাঁর পনেরো আনা প্রবন্ধে লিখেছেন পনেরো আনা ব্যক্তি আছে বলেই বাকি এক আনা দের এত কদর।
মনে পড়ে গেল অনেক বছর আগের কথা। অখিলবন্ধু ঘোষের বাড়ীতে গিয়েছিলাম। একটা মাত্র ঘরের ঐ উঁচু চৌকিটার উপর বসে অফিসের কালচারাল প্রোগ্রামের কথা ঠিক করলাম। তোমার ভুবনে ফুলের মেলা- এই গানটা গাইতেই হবে। এই প্রতিশ্রুতি আদায় করে এনেছিলাম।
Akhil Bandhu Ghosh er ei saswata gaanta ami pratham female voice e sunlam. Apnar surela kanthe ei gaanta eto bhalo laglo je ta bhasai prakash kara muskil. Apnake o sangate je dujan bhadralok achhen obsder dhanyabad janai.
Darun..Emon Gaan Durodarshane Geye Mugdho Korle .Remarkable and marvellous one .Wish your every Success in the Singing World .Ma Piyali .,God bless you my son .
গানশুনে মনে হচ্ছে মন্দিরে মন্দিরে বেজে উঠলো পূজার ঘন্টা। কবির সঙ্গীতে বেজে উঠল সুন্দরের আরাধনা ৷ আনন্দ বেদনা ভরা এ সংগীত মনের অন্দরে সুরের মূর্ছনায় ভরে গেল ৷
Aha ki apurbo geyechhen 💖💖💖
যথারীতি ভাল হয়েছে। ভালো থেকো।
ওহঃ কিযে ভালো লাগছে 👌🏻❤🥰
খুব ভাল লাগল। অসাধারণ হয়েছে।
শ্রদ্ধেয়, প্রয়াত পুলক বন্দ্যোপাধ্যায়ের রচিত এবং অখিলবন্ধু ঘোষ মহাশয়ের গাওয়া এ গান শুনে আমি যে কতো মুগ্ধ হয়েছি সব সময় তার সীমা নেই । তুমি দূরদর্শনের অনুষ্ঠানে গাওয়ার অনেক আগে ইউটিউবে গেয়ে আপলোড করার কিছুদিন পরেই বহু শ্রোতা নন্দিত হয়েছিলে সেটাও তো আমার জন্য পরম তৃপ্তি । আশা করি এবারে দূরদর্শনের সম্প্রচার তোমার নামকে আরো বেশি শ্রোতাদের মধ্যে নিয়ে যাবে ।
সুযোগ পেলেই শুনছি ,এতো ভালো হয়েছে।
শ্রদ্ধেয় অখিলবন্ধু ঘোষের এই গান টি কি অনায়াসে গাইলে আমি ভেবে পাই না! সুরের ভেলায় ভেসে গেলাম! কোন প্রশংসাই যথেষ্ট নয়! অসাধারণ!
Dhanyobad anek 😀🙏
Doordarshane onek bhalo geyecho ei gaan ti.Bhalo theko.
অসাধারণ পরিবেশনা, আরও ভালো হোক।।
অতি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে পরিবেশনা। গান টি একটু কঠিনই ভাবে সাজানো হয়েছে খুব ভালো লেগেছে ধন্যবাদ।
ধন্যবাদ অনেক 🙏
Sabbash etai to choar chhilo, durodarshon e gaoa,Darun sundor
দূরদর্শনে পরিবেশিত আপনার প্রতিটা গানের সঙ্গে আমাদের প্রাণের আবেগ জড়িয়ে আছে, এই ভালো লাগার কোনো তুলনা হয় না..
ধন্যবাদ অনেক
Khoob bhalo laglo, Akhilbandhu babur konthey ganta shunechilam, kintu apnar konthey ei ganta shuney abhibhuto, thank you madam.
দূরদর্শনের অনুষ্ঠানে পরিবেশিত গানগুলির মধ্যে অন্যতম সেরা। কন্ঠের নিখুঁত কারুকাজ, পরিশীলিত ও সাবলীল গায়নশৈলী আর পরিমিত ভাব সঞ্চালন পরিবেশনাটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলেছে। প্রথম জনপ্রিয়তা প্রাপ্তির সুবাদে অসাধারণ গানখানি নিঃসন্দেহে আপনার হৃদয়ের মণিকোঠায় চিরস্থায়ী হয়ে থাকবে।
Beautiful tune....darun darun...eto mistri gala...god gift 💝💝💝💝💝
Thank you
Welcome sweet madam ♥️♥️
🥀 সত্যি কথা বলতে কি! আগেকার দিনে মনের কথাগুলো যে কি সুন্দর করি না প্রকাশিত হতো, আর মধুর মায়াবী সুরে তা গাওয়া হতো, এসব কথার গান আমার খুবই ভালো লাগে।
আহা! পরিমিত গলার কাজ এর সাথে দরদের মিশেল। কমলিকা কে যখন অসহায়ত্ব এর কথা বলেন। তখন সমস্ত কোলাহল ছাপিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে হাহাকার! এমন সুর বয়ান কেবল "প্রভুর" পক্ষপাত প্রাপ্ত কোন কণ্ঠ কারিগরের পক্ষে সম্ভব। দারুন শুনলাম
🥀🥀🥀🥀🥀🥀
Dhanyobad anek
সরস্বতীর বর কন্যা পিয়ালি। কি চমৎকার গায়কি। অসাধারণ! অসাধারণ!!
খুবই খুবই ভালো লাগলো। তুমি গাইলে প্রত্যেকটি গান নতুন মাত্রা, নতুন প্রাণ পায়। দীর্ঘদিন ধরে তুমি দিতে থাকো।
Anek dhanyobaad 🙏
অসাধারন অসাধারণ ।ভীষণ ভালো লাগল।অনেক ধন্যবাদ।
Thank you very much 🙏
Asadharon Asadharon.Mahan Akhil Bhubaner shrestatamo subasito ekte nam piyali a great performer.
Thank you
পিয়ালী আপনার গান আমার ভীষন ভালো লাগে ,এই গান টাও খুব ভালো লাগলো ,এত সুন্দর গান পরিবেশনের জন্য অসংখ্য ধন্যবাদ
অনেক ধন্যবাদ
দূরদর্শন বাংলার পর্দায় তোমাকে দেখে খুব খুশি হলাম দিদি, তোমার কণ্ঠে' তোমার ভুবনে ফুলের মেলা' গানটির প্রেমে পড়ে গেছি। খুব ভালো থেকো , মা স্বরসতীর আশীর্বাদ তোমার উপর অঝোর ধারায় বর্ষিত হোক এই কামনা করি।
আপনার গান শুনলে কঠিন গান সহজ মনে হয়... অনেক ধন্যবাদ।
ঢাকা,বাংলাদেশ।
Anek dhanyobaad 🙏😀
এই গানটা যে দিন আপনার কন্ঠে প্রথম শুনি ইউটিউবে সে দিন বৃষ্টি ছিল সারা দিন। আমি অনেকবার শুনলাম।
আবেগ গুলো একটু বেশি কাজ করছিল। সে থেকেই আমি আপনার বাংঙ্গালী ভক্ত!
Dhanyobaad anek 🙏
দারুন দারুন ❤️
যে আঁখিতে .... প্রান ঢালা শুভেচ্ছা নাও । কোনটা যে বেশি ভালো! আমাদের হৃদয় জিতলে আর কী চাই।খুব ভালো থাকো ।
দারুন কন্ঠস্বর। তোমার জন্য শুভ কামনা রইল। ধন্য হোক জীবন যাত্রা।
অনেক ধন্যবাদ 🙏😀
কিংবদন্তী শিল্পী অখিলবন্ধু ঘোষের গান তুমি অসাধারন গেয়েছো পিয়ালীদি ।
সবচেয়ে প্রিয় গীতিকার আমার
পুলক বন্দ্যোপাধ্যায়,, তার গানের প্রতিটি কথাই যেনো হৃদয় ছুয়ে যায়❤️❤️
তুমিও দারুন গেয়েছ দি
ধন্যবাদ
Khub bhalo hoyeche Thankyou
অসাধারণ কন্ঠ খুব আপ্লূত হলাম দিদিভাই
খুব সুন্দর হয়েছে। শিল্পী স্বীকৃতি পাওয়া যে সময়ের অপেক্ষা গত বছরই বলেছিলাম, সেটা এত তাড়াতাড়ি মিলে যাবে ভাবিনি। আর গানে তবলা সঙ্গতের কথাও বলেছিলাম। তবলাবাদকের আলাদা ভাবে প্রশংসা করছি। এখন শুধুই এগিয়ে যাওয়া। রাগপ্রধানে সাবলীলতা অনেক দূর নিয়ে যাবে। দিদিভাইকে শুভেচ্ছা জানালাম।
Thik amio etai bole chhilam
অতুলনীয়।
এই গান প্রিয় মানুষের গলায় শুনে কেঁদেছিলাম। তার প্রাক্তন কে ছেড়ে থাকার বেদনা ছুঁয়ে গেছিল আমায়। মানুষ কত অসহায় বোধ করে একটু ভালোবাসা পাওয়ার জন্য। অবসাদে ক্ষয়ে ভেঙে যাওয়া এই মানুষ গুলো আর সঠিক ভালোবাসার ও মূল্যায়ন করতে পারেনা পরবর্তী জীবনে।নিজের মনে কষ্ট পাওয়ার ভয় এমন গ্রাস করে এদের এরা আসল ভালোবাসা নিয়ে দাড়িয়ে থাকা মনে কষ্ট দিয়েও নিরুত্তাপ হয়ে থাকে তখন ...
এই গান এর পর থেকে আমার খুব প্রাণের কাছের।
এভাবে তো ভেবে দেখিনি।
ভালোই বলেছেন।
দারুণ লাগলো 👌👌💐
ধন্যবাদ অনেক
Maa, outstandingly sung here.
পিয়ালী ছাড়া কে এইভাবে এত সুন্দর গাইতে পারবে!
কি বলব তোমাকে পিয়ালী,এতো সুন্দর গেয়েছো তুমি গানটা এক কথায় অসাধারণ,তোমার জন্যে আমার অন্তঃস্থল থেকে শুভকামনা এবং আশির্বাদ থাকল,
এম এম বোরহান উদ্দিন
ইতালি..মিলান
Excellent presentation. Go ahead.
অসাধারণ.. ভীষণ ভালো। দূরদর্শনে পরিবেশিত আপনার প্রতিটা গানের সঙ্গে আমাদের প্রাণের আবেগ জড়িয়ে আছে, এই ভালো লাগার কোনো তুলনা হয় না..
Eto sundor gao mon vore jai.
♥️ বাহ্! আচ্ছা, আপনি গানটি দারুন দুর্দান্ত গেয়েছেন। গানটি শুনতে ভালো, অপূর্ব লেগেছে আমার। সুন্দর সুন্দর গেয়েছেন। একবারই নিখুঁতভাবে গানটিকে পরিবেশন করেছেন।
খুব ভাল লাগল❤❤❤❤❤
Thank you
আগেরটা পরেরটা বুঝি না, দুটোই খুব ভালো হয়েছে। ট্রাক মিউজিক বা যন্ত্রাণুষঙ্গে গাইবার সময় deviation এর কোনো সুযোগ না থাকায় নিজস্ব extra ordinary কিছু করা যায় না, যে সুযোগটা আগের ভার্সনে ছিল। তাছাড়া আগেরটাতে স্কেল একটু ওপরে ছিল বিধায় কিছুটা অন্য রকম মনে হয়েছে। এমনিতে দুটোই অসাধারণ। সবচেয়ে বড় কথা, দূরদর্শনে পরিবেশিত প্রত্যেকটি গানের সাথে আমাদের প্রাণের আবেগ জড়িয়ে আছে, এই ভালো লাগার কোন তুলনা হয় না..
Anek dhanyobaad 😃🙏
সবই ঠিকঠাক আছে। তবে কন্ঠের মিষ্টতায় একটু পার্থক্য রয়েছে বৈকি?
Aha,darun3.
Apnar kanthe Pulak Bandyapadhya rachita ei chirantan gaanta barbar suneo aro sunte ichha kare. 65 bachhar boyse ei gaan amar antar ujjibita o absad mukta kare.. Sangate dujan musician ke dhanyabad sundar paribesanar janya . Apnara sabai bhalo thakben.
Many thanks
পিয়ালির গানটি ফুলের মতো সুন্দর হয়েছে। এ রকম স্বতন্ত্র voice ব্যতিক্রম ও দুর্লভ। বিখ্যাত গানটির মর্যাদা রেখেছ।
অসাধারণ হয়েছে।
ধন্যবাদ
খুব ভাল লাগছে তোমার গান। আরও বড় হও মা।
সুন্দর পরিবেশনা।
অপূর্ব ।ভীষণ ভীষণ সুন্দর পরিবেশন। তবলা ও অন্যান্য যন্ত্র সঙ্গত অসাধারণ।
খুব সুন্দর লাগলো। ভালো ভালো গান শোনার আশায় রইলাম
Wow.. superb... proud of you Pialy!!
Onek sundar.
আপনি তো আমার মাথাটাই খারাপ করে দিলেন। অতুলপ্রসাদের একটি বিশেষ গান খুঁজছিলাম, শোনাতে আপনি এলেন। মুগ্ধ হলাম। তারপর এই সুরেলা ও প্রাচুর্যময় কণ্ঠ দিয়ে জয় করে নিলেন। ভালোবাসা আপনার গানের জন্যে।
😀🙏
বিরহ আছে বলেই মিলনের সার্থকতা অন্ধকার আছে বলেই আলোর এত দাম। রবীন্দ্রনাথ তাঁর পনেরো আনা প্রবন্ধে লিখেছেন পনেরো আনা ব্যক্তি আছে বলেই বাকি এক আনা দের এত কদর।
অসম্ভব সুন্দর হয়েছে, দারুণ।
মন জুড়িয়ে যায় অসাধারন কণ্ঠ।
অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে গান টি। শুভ কামনা রইলো
মনে পড়ে গেল অনেক বছর আগের কথা। অখিলবন্ধু ঘোষের বাড়ীতে গিয়েছিলাম। একটা মাত্র ঘরের ঐ উঁচু চৌকিটার উপর বসে অফিসের কালচারাল প্রোগ্রামের কথা ঠিক করলাম। তোমার ভুবনে ফুলের মেলা- এই গানটা গাইতেই হবে। এই প্রতিশ্রুতি আদায় করে এনেছিলাম।
অমূল্য স্মৃতি 🙏
Darunnnnn........Maa
Akhil Bandhu Ghosh er ei saswata gaanta ami pratham female voice e sunlam. Apnar surela kanthe ei gaanta eto bhalo laglo je ta bhasai prakash kara muskil. Apnake o sangate je dujan bhadralok achhen obsder dhanyabad janai.
Thanks
অসাধারণ পরিবেশন
Dhanyobaad anek 😀
Beyond praise
অত্যন্ত জনপ্রিয় অমর শিল্পী শ্রদ্ধেয় অখিল বন্ধু ঘোষের গাওয়া এই গানটি শিল্পী অত্যন্ত দক্ষতার সাথে পরিবেশন করেছেন I ভালো লাগলো I
পুরনো গান নতুন করে গাওয়া_দিদিভাই অপূর্ব ভালো লাগলো।
পিয়ালি প্রত্যেক টি গান প্রাণবন্ত সর্বোপরি তোমার সুমধুর মিষ্টি গান মুগ্ধ করে।
Superb.
Darun..Emon Gaan Durodarshane Geye Mugdho Korle .Remarkable and marvellous one .Wish your every Success in the Singing World .Ma Piyali .,God bless you my son .
পিয়ালির গাওয়া 2 দিন আগে মান্নাদের গানটা শুনেছিলেন? আপনার কোন কমেন্ট দেখতে পাইনি। ভাবলাম হয়তো খুব ব্যস্ত আছেন। আমার কাছে গানটা খুবই ভাল লাগল।
অসাধারণ শুভেচ্ছা রইলো
অপূর্ব লাগলো দিদিভাই 💞💞👏👏
Another looks!!!
অসাধারণ
স্মরণীয় কলকাতা সফরের অবিস্মরনীয় গান
কোনো মন্তব্য করব না। শুধু বলি খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ
Asadharan
Dhanyobaad
দূর দর্শনে পুরোনো দিনের আধুনিক গানটি আপনার কন্ঠে শুনে আমার খুবই ভালো লাগলো। শুভকামনা রইল।
Khub sundor gaile apurbo
Thank you very much
আমার খুব প্রিয় এই গানটি। অসাধারণ লাগলো।
Khub sundor hoyeche didivai 🥰🥰🥰😊😊😊😊😊
অপূর্ব
ধন্যবাদ
Khub valo.
Thank u 😀🙏
ফুলের শুভেচ্ছা রইল অন্তহীন।
অনেক ধন্যবাদ
good job
Sahaj saral maner adhikarini.. khubbb mistiii gala
দারুণ গেয়েছেন দিদি
অসাধারণ লাগছে! পিয়ালির গান মানেই আলাদা মাত্রা যোগ করে! তবে কুট্টুস এর সাথে গানটির আবেদন মনে রবে বহুদিন....! শুভকামনা রইল আগামীর জন্য...!
Akdom.. Kuttus to special manush 😃😃
Excellent! 👌👌❤❤
Super Duper rendition .prasenjit ER sange dekha hoyechhilo . O bollo DD Bangla te Tumi 8 ti Gaan geyechho . Sob Gaan guloi khub Sundar geyechho .
Osm
EXCELLENT
Many thanks!
Khub. Bhalo. Laglo.
I am Piyal Banerjee son of lyricist Pulak Bandyopadhyay. Thank you Piyaly for uploading this song and beautiful presentation by you. God bless you.
Excellent
অপূর্ব লেগেছে তোমার গান ধন্যবাদ
Dear pialy heartest congratulation for representing this song in D D chanel with your beautiful voice my most favourit song thanks a lots M NiVEN
দূরদর্শনে পরিবেশিত আপনার গানগুলি শুনলে অন্য রকম একটা ভালো লাগা কাজ করে, এই চ্যানেলের শ্রোতা হিসেবে ভীষণ গর্ব বোধ হয়..
Apnara achen bolei ami achi 😀
তুমি যে গান করবে সব ভালো লাগবে। এগিয়ে যাও।
Superb