২০ বছর পরে পশ্চিমবঙ্গে আমাদের প্রথম দিন। নতুন কোলকাতা। Kolkata Fan Meet Up West Bengal Tour Vlog #1

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 612

  • @ashiquerup
    @ashiquerup 2 года назад +2

    First, thanks to Sohel vai for arranging such an excellent tour and sponsoring Farook vai to travel to Calcutta, the City of Joy. Really it was not only a matter of pride for Farook vai only but for all Bangladeshis by receiving an overwhelmed reception from Bengali people from West Bengal. By the by, Farook vai did you pay your sister after you tied up the Rakhi Bandhan? Just kidding ! It was an excellent vlog, you touched all most all the historical places in different modes though it was due to running short of time. Finally, you made it again for us. Thanks, Farook vai once again.

  • @malobicadey7225
    @malobicadey7225 2 года назад +77

    যেকোনো ভ্রমনের আনন্দ অনেক গুন বেড়ে যায় যদি ভ্রমনসঙ্গী মনের মত হন । এতো বড় একজন বিখ্যাত শিল্পপতি হয়ে ও সোহেল ভাইয়ের বিনীত ও সংযত আচরণ খুবই ভালো লাগলো like father like son .

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +2

      Thank you 💕

    • @maidulmallick007
      @maidulmallick007 2 года назад +5

      একদম ঠিক কথা। সোহেল ভাই এর মত এত বিনয়ী শিল্প পতি কম ই দেখা যায়।

    • @md-gv1gm
      @md-gv1gm 2 года назад +1

      আপনাদের যাত্রা শুভহোক। শুভকামনা রইলো দুজনের প্রতি💖।ভালো থাকুন সব সময়।আলহামদুলিল্লাহ💖

    • @zamirashowkat8009
      @zamirashowkat8009 2 года назад

      Assalamualaikum bhaiya, Sohel bhaiya ko salam, apnader songe dekha korar iccha Amaro chhilo kintu kono karone dekha korte parlamna, sorry, welcome to Kolkata 💕💕💕

    • @Devil73864
      @Devil73864 2 года назад +1

      ধন্যবাদ জানাই আপনাদের দুজনকেই। সত্যিই সোহেল ভাই অনেক বিনয়ী এবং ভদ্র একজন মানুষ। এত বড় একজন শিল্প পতি হয়ে ও কোন অহংকার নেই। আমাদের দেশের সকল শিল্পী পতিরা যদি এরকম হতো তাহলে দেশের চেহেরাটাই পালটে যেত।

  • @romanwahid6496
    @romanwahid6496 2 года назад +6

    কলকাতার মানুষ যে আপনাকে এত ভালবাসে তা জানতাম না সত্যিই আপনি সবার প্রিয় একজন মানুষ

  • @mahadevchakraborty1632
    @mahadevchakraborty1632 2 года назад +25

    অবশেষে কলকাতা এলেন ধন্যবাদ। আপনার চোখে নতুন করে কলকাতাকে দেখবো যদিও আমরা কলকাতাবাসী।

  • @masudakhatun3541
    @masudakhatun3541 2 года назад +11

    আমি একজন কলকাতাবাসী। আমার বাড়ির খুব কাছে থেকে আপনি ঘুরে গেলেন। খুব ভালো লাগছে। খুব কম সময়ের মধ্যে আপনি কলকাতাকে খুব ভালো ভাবে উপস্থাপন করেছেন। পার্ক হোটেলে যে আল আমিন মিশন থেকে আপনাকে ব্যাজ পরানো হলো, আমি সেই সংস্থার ছাত্রী ছিলাম। আজ খুব আনন্দিত হচ্ছি ভিডিও টি দেখে। আপনার জন্য রইলো অসংখ্য শুভেচ্ছা। সময় হাতে নিয়ে আবার আসবেন আমাদের কোলকাতায়।

  • @sandipbarman8748
    @sandipbarman8748 2 года назад +13

    ফারুক দাদা কি যে আনন্দ লাগছে আপনাকে কলকাতায় দেখে,যে আনন্দ আপনাকে অন্য কোথাও দেখে পাইনি, ,,,

  • @rainaekram9020
    @rainaekram9020 2 года назад +3

    পশ্চিমবঙ্গের মানুষ খুব আন্তরিক

  • @kamrolhasan4746
    @kamrolhasan4746 2 года назад +1

    ব্লগ সবাই করতে পারে কিন্তু ফারুক অংকেলের মত সম্মান এবং মানুষের ভালোবাসা কতজন অর্জন করতে পারে সত্যি খুবই ভালো লাগলো কলকাতাবাসীর ভালোবাসা দেখে।

  • @gayatrichoudhury3287
    @gayatrichoudhury3287 2 года назад +3

    তাড়াতাড়ি ফিরে আসবেন এই টুকু তে মন ভরে নি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সারাজীবন যেন এমনই লোকপ্রিয় হয়ে থাকতে। পারেন।

  • @RawshanFreshCooking
    @RawshanFreshCooking 2 года назад +16

    খুব সুন্দর ভিডিও, আসলে সম্মান আর ভালোবাসা আল্লাহ তায়ালার দান।

  • @Maniruzzaman74
    @Maniruzzaman74 2 года назад +1

    মাশা'আল্লাহ্ ...
    অনেক অনেক ভাল লাগল কলকাতায় আপনার প্রথম ব্লগে। এই ব্লগের শেষ দিকে আপনার সাথে দেখা করতে আসা সবাইকে দেখে আমার নিজেকেও অনেক গর্বিত মনে হল এবং একটা প্রবাদ মনে পড়ল যে, "রতনে রতন চেনে"। আসলে আপনি দেশে এবং প্রবাসে সকলের কাছেই অমূল্য রতন।
    আপনার সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ জিবন কামনা করছি। সাথে সাথে এই ট‍্যুরের ব‍্যবস্থাপনায় যারা ওতপ্রোতভাবে জড়িত তাঁদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।
    সবাই ভাল থাকবেন।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 года назад +1

      Alhamdulillah. অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন। 🥰

  • @sarbaribanerjee3495
    @sarbaribanerjee3495 2 года назад +1

    স্বাগতম দাদা, ভালো লাগলো আমাদের দেশে আপনি এসেছেন। ভাবী কে নিয়ে আসলে আরো ভালো লাগতো। ভালো থাকবেন।

  • @MrSamardey
    @MrSamardey 2 года назад +1

    এই ব্লগ দিয়েই আপনার সাথে প্রথম পরিচয় হলো। আপনার কথার মধ্যে এক মার্জিত, শিক্ষিত খুব ভালো লাগার মতো মানুষের সন্ধান পেলাম । 🙏🙏🙏🙏

  • @উওরণ
    @উওরণ 2 года назад +3

    আমার একজন পছন্দের মানুষকে কলকাতায় স্বাগত।

  • @skmoniruddinahmed5982
    @skmoniruddinahmed5982 2 года назад +1

    খুব ভালো লাগলো আমাদের কোলকাতায় আসার জন্য ধন্যবাদ !

  • @lbvlog500
    @lbvlog500 Год назад +1

    দাদা আপনি সবার প্রিয় একজন মানুষ, সহেল ভাই এত শিল্পপতি হয়ে ও এতো সাদামাটা চলেন এতো অমাইক ওনার ব্যবহার খুবই ভালো লাগলো।

  • @dipankarsarkar6340
    @dipankarsarkar6340 2 года назад +1

    স্বাগত কলকাতায়।খুব আনন্দ করুন। শুভেচ্ছা জানাই

  • @malobicadey7225
    @malobicadey7225 2 года назад +8

    এতো প্রতিকুল আবহাওয়া এবং স্বল্প সময়ের মধ্যে ও আপনি আমাদের এতো ভালো একটা vlog উপহার দিয়েছেন ,এর জন্যে অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওপর ওয়ালা আপনাকে ভালো রাখুন,‌ সুস্থ রাখুন।🙏

  • @r.a.pbotany568
    @r.a.pbotany568 2 года назад +1

    রাখি পরার দৃশ্যটি অসাধারণ ছিলো।

  • @kumarsinha1501
    @kumarsinha1501 2 года назад +1

    অত্যন্ত সুন্দর উপস্থাপনা।এই প্রথম দেখছি। অদ্ভুত এক ভালো লাগায় মন ভরে যাচ্ছে।

  • @ABAfor
    @ABAfor 8 месяцев назад +1

    বৃষ্টি আর সোহেল ভাই, এই ভ্লগের সৌন্দর্য্য হাজার গুণ বাড়িয়ে দিয়েছে।❤❤ আপনার সব ভিডিও ই আমার দেখা, কিন্তু কলকাতার এই প্লে-লিস্ট টা দেখা ছিল না! অসাধারণ.....❤

  • @pagla0306
    @pagla0306 2 года назад

    খুব ভালো লাগলো ভিডিও টা। আমাদের কলকাতা ভ্রমণের স্মৃতি জাগরিত হলো। রাখী বন্ধন অপূর্ব। প্রিন্সেপ ঘাটের পাশে জেমস প্রীন্সেপ মেমোরিয়াল অনেক বাংলা সিনেমায় দেখা যায়। বিদ্যাসাগর সেতু একটু ঝলক দেখা গেল। আগামী ব্লগ গুলোর জন্য অধীর আগ্রহে আছি।

  • @dilipkumarchatterjee7797
    @dilipkumarchatterjee7797 2 года назад +1

    আপনার ক্যামেরায় জানা কোলকাতাকে দেখার মজাই আলাদা, সঙ্গে আপনার অনবদ্য ধারাভাষ্য৷ আপনার কোলকাতা ও দার্জিলিং ভ্রমণ আনন্দময় হয়ে উঠুক৷

  • @amaleshadak1240
    @amaleshadak1240 2 года назад +5

    ভারতবর্ষে আপনাকে স্বাগতম। আপনার ভারতবর্ষে বাড়ানোটা যেন সুন্দর হয়ে ওঠে।

  • @shahidurrahman2181
    @shahidurrahman2181 2 года назад +2

    অবয়ব মানুষের সাথে মানুষের কতো মিল.. আনন্দ পেলাম ভালো থাকবেন সবসময়ই খোদা হাফেজ 🇧🇩

  • @subirbiswas6611
    @subirbiswas6611 2 года назад +1

    কোলকাতায় আসার জন্য আপনাকে ধন্যবাদ ।
    ভালো থাকুন সুস্থ্য থাকুন ।
    আপনার প্রত্যেক ব্লগ আমার খুব ভালো লাগে ।
    আবার আসবেন ।
    পারলে আমাদের দুর্গোপুজোয় আসবেন ,
    ভালো লাগবে ।

  • @yesminamin9654
    @yesminamin9654 2 года назад +4

    আসসালামু আলাইকুম ভাই। আপনার সাথে সোহেল ভাই কে দেখে অনেক বেশি ভালো লাগলো।সোহেল ভাই এর কথা বলা Style খুব সুন্দর। সবচেয়ে বেশি ভালো লাগলো দুই সেলেব্রিটি আজ এক সাথে। আপনার কোলকাতার ফেনরা আপনাকে যেভাবে আপনকরে নিলো সত্যি মন ছুয়ে গেল।আনেক gorgeous লাগলো আজকের ভিডিও টা। ভালো থেকেন। Fiamanillah.

  • @parikshitmazumder9326
    @parikshitmazumder9326 2 года назад

    ভালো লাগল। খুব সুন্দর উপস্থাপন। 👍

  • @LivingWithAdventures
    @LivingWithAdventures 2 года назад +2

    আমার শহর কোলকাতা, আর সেই কোলকাতাকে আবার যেন নতুন করে দেখলাম আপনার vlog এর মাধ্যমে।সব যেন নতুন করে মনে পড়ে গেল সেই হাওড়া স্টেশন এর সামনে গিজগিজে ভিড়, বৃষ্টি ভেজা সোদা মাটির গন্ধ, ধর্মতলায় পুজোর কোণঠাসা ভিড়, সব স্মৃতিগুলো যেন ওলোটপালোট হয়ে গেল।খুব ভালো লাগল।খুব nostalgic হয়ে গেলাম আজকের vlogটা দেখে😊

  • @akmenamulhaque7215
    @akmenamulhaque7215 2 года назад +1

    কোলকাতায় ফারুক ভাই অসাধারনভাবে আপ্যায়িত। আমরাও আপ্লুত।

  • @sairabegum2366
    @sairabegum2366 2 года назад +5

    আমার জন্মস্হান পঃ বাংলায় আপনাকে স্বাগতম ফারুক ভাই, খুব এনজয় করুন, আর মজার মজার খাবারগুলো খেতে ভুলবেন না,দার্জিলিং এ ভরপুর আনন্দ নিন।

  • @prosonjitru2893
    @prosonjitru2893 2 года назад +1

    দেশের অন্যতম বৃহৎ শিল্পপতির সাথে ট্রাভেল করছেন। কি অমায়িক তার আচরণ।

  • @chandrasekharbhadra5265
    @chandrasekharbhadra5265 2 года назад +1

    আমি পন্ডিচেরীতে থাকি, আপনার চোখ দিযে কলকাতাকে দেখলাম চল্লিশ বছর পর। ধন্যবাদ।

  • @orkoarshan4262
    @orkoarshan4262 2 года назад

    কোলকাতায় আপনার
    ভক্তদের স্বাগত জানানোর অংশ টুকু অসাধারণ লেগেছে।
    সোহেল ভাইর কথা খুব সুন্দর লাগে।খুব সুন্দর সফর সঙ্গী পেয়েছেন।

  • @faisalmahmudfahimfaisallma2288
    @faisalmahmudfahimfaisallma2288 2 года назад +2

    আসসালামু আলাইকুম ভাইয়া,
    আপনি আমাদের গর্ব, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক_আমিন।
    অনেক কিছু আপনি আমাদের কে দেখান,আপনার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশ সহ অনেক কিছু দেখতে পারি মাশাল্লাহ।

  • @anisetu
    @anisetu 2 года назад

    আপনার ক্যামেরায় আমাদের প্রতিদিনের ভাঙাচোরা ধূলিধূসরিত কলকাতাকে একটা বৃষ্টিস্নাত সন্ধ্যায় এত অপরূপা লাগলো কি বলবো...অসাধারণ just অসাধারণ...

  • @subirroy6196
    @subirroy6196 2 года назад

    আমি কলকাতা বাসি,কিন্তু এখন চাকরির জন্য( রেলওয়ে) আসানসোলে র বাসিন্দা , কয়েক বছর ধরে আপনার ভিডিও গুলি দেখা র চেষ্টা করি ।আজকে আমার শহরে আপনাকে দেখে খুবই ভালো লাগল ।

  • @amarnathmukherjee6681
    @amarnathmukherjee6681 2 года назад +3

    সু স্বাগতম এবার আমি নিশ্চিত আপনার ভ্রমণ ভালো হবে 🙏

  • @decidedby786
    @decidedby786 Год назад +1

    ধন্যবাদ কলকাতার প্রিয় মানুষজন। 😊 আঙ্কেলকেও ধন্যবাদ ।

  • @debasishmukherjee6483
    @debasishmukherjee6483 2 года назад

    Darun valo lagche.Suswagatam apnake amar praner kokatai.

  • @ganerbhubonemitalibiswas9901
    @ganerbhubonemitalibiswas9901 2 года назад +3

    ফারুক ভাই আমাদের(সবার) কলকাতায় আপনাকে স্বাগতম।দেখা হলে খুব ভাল লাগতো।সবাই খুব এই ট্রিপ টা উপভোগ করুন।🙏😊

  • @khaledajamil5295
    @khaledajamil5295 2 года назад

    আপনার ভাগ্যটাই খুবই ভালো, সোহেল ভায়ের মতন এমন একজন হাস্যজ্জোল সফর সঙ্গি পেয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ

  • @afmmahfuzurrahman
    @afmmahfuzurrahman 2 года назад +3

    আলহামদুলিল্লাহ!
    শুভকামনা রইলো।

  • @sairabegum2366
    @sairabegum2366 2 года назад +4

    উষ্ণ অভ্যর্থনা,দেখে খুব ভালো লাগল❤️❤️

  • @poojatrivedi6437
    @poojatrivedi6437 2 года назад

    আপনার সাথে যিনি আছেন ভাইজান ।ওনার পরিবারকে আপনিই চিনিয়েছিলেন ।উনার ব্যাপার খুব ভালো ।কলকাতায় বড় কম সময় ছিলেন ।ভালো লাগলো ভাইজান ।

  • @afsanalifestyle7866
    @afsanalifestyle7866 2 года назад +1

    দেখতে শোরো করলাম মনযোগ দিয়ে ,সব সময় ভিডিও র অপেক্ষায় থাকি,

  • @sharminnaz3866
    @sharminnaz3866 2 года назад +1

    আপনার সব ভিডিও ভালো লাগে। আপনি যেখানেই যান সেখানে যেতে ইচ্ছে করে।

  • @tanmoysarkar9375
    @tanmoysarkar9375 2 года назад +3

    Welcome in India. We are very happy that you came in West Bengal. I am one of your old subscribers. Be healthy, stay happy....❤️❤️🙏🙏

  • @cookingandblogging8393
    @cookingandblogging8393 2 года назад

    আপনার ইন্টারভিউ দেখে এখানে কমেন্ট করলাম। অসাধারণ ইন্টারভিউ হয়েছে। কংগ্রাচুলেশনস ভাই। বাংলাদেশ সম্পর্কে আপনার বিশ্লেষণ ও অসাধারণ। সত্যিই যদি আমাদের দেশের রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট যদি স্থিতিশীল হতো এবং মানুষের চিন্তা চেতনা উন্নত হতো, তাহলে আমাদের গ্রাম বাংলা অনন্য বৈশিষ্ট্যমন্ডিত। বাংলাদেশ সম্পর্কে বলার সময় আপনার চেহারার এক্সপ্রেশনই অসাধারণ ছিলো। আবারও কংগ্রাচুলেশনস বড় ভাই।

  • @juthikabarua3599
    @juthikabarua3599 2 года назад +1

    বাংলাদেশ থেকে ভারতে গেলেন । আপনার প্রতিটা ভ্রমণের সাথে আছি। কোলকাতার মুহূর্ত গুলো খুব উপভোগ করলাম অনেক ধন্যবাদ ।

  • @gameatron-z5598
    @gameatron-z5598 2 года назад +1

    Darun sundor ekta vlog. Valo thakun sustho thakun.

  • @youtubers705
    @youtubers705 2 года назад

    কলকাতায় আপনাকে স্বাগতম, লেক টাউন এর ক্লকটওয়ার এর পাস দিয়ে যেতে দেখে ভালো লাগলো। ধ্যন্যবাদ।

  • @sanghamitramajumdar7034
    @sanghamitramajumdar7034 2 года назад

    Khub bhalo laglo..kolkata e ami thaki..r sasurbari Siliguri.💐🌷🌿👍

  • @ShohagIslam50594
    @ShohagIslam50594 2 года назад

    অসাধারণ একটা ভিডিও দেখে খুবই ভালো লাগলো

  • @tahminatanjin4603
    @tahminatanjin4603 2 года назад +1

    কলকাতার মানুষদের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হলাম।

  • @sudipbasak1
    @sudipbasak1 2 года назад

    অসাধারণ ব্লগ্। আপনার সারল্যে আরো ভালো লাগলো।

  • @TonatunisDiary
    @TonatunisDiary 2 года назад +1

    আপনার এই সংবর্ধনা দেখে সত্যি মনটা ভরে গেল আংকেল ❤️❤️❤️❤️

  • @gautamchtarje8539
    @gautamchtarje8539 2 года назад

    Sohel Bhai akjon darun uchu moner manush......khub Bhalo laglo unake.

  • @sanjaydasgupta10
    @sanjaydasgupta10 2 года назад +1

    Your company is too sober n polite. I'm impressed.

  • @Talkwithpiyali123
    @Talkwithpiyali123 2 года назад +2

    Apnake amader Kolkata te beshi pranochol beshi khushi mone hoche .khub valo laglo

  • @joyeeta_tapanchakraborty1375
    @joyeeta_tapanchakraborty1375 2 года назад

    আমার শহর কলকাতা আমার চেনা শহর কলকাতা আপনার চোখে আবার যেনো নতুন করে দেখলাম। এইটাই আপনার ম্যাজিক। আপনার চোখে সারা পৃথিবী দেখেছি কিন্তু এই city of joy কলকাতা সব থেকে সুন্দর লাগলো। eden garden এর flash light আপনার camera তে বন্দি হয়েছে। welcome দাদা , enjoy করুন আর আমরা ও উপভোগ করি আমার রাজ্য কে।

  • @shamimashamima4472
    @shamimashamima4472 2 года назад

    Assalamualikum vai. Bes valo laglo video ti. Valo thakben.

  • @yusufafnan1469
    @yusufafnan1469 2 года назад

    অনেক ভালো লাগলো আংকেল।

  • @shahinazad6431
    @shahinazad6431 2 года назад

    ভালো লাগলো আমাদের প্রিয়ো ফারুক ভাই বাংলাদেশি হয়ে ভ্রমন করছেন।সাথে অমায়িক বিনয়ী সোহেল সাহেব। ধন্য বাদ দু জন কেই।

  • @prasantasengupta2858
    @prasantasengupta2858 2 года назад +3

    ফারুক ভাই স্বাগতম আপনাকে ও সোহেল ভাইকে । উত্তর বঙ্গে বৃষ্টি হচ্ছে খুব, বৃষ্টি হলে দার্জিলিং এর সৌন্দর্যটাই মাটি হয়ে যাবে। আশাকরি বৃষ্টি মুক্ত দার্জিলিং, কার্শিয়াং কালিম্পং দেখতে পারবেন। ঈশ্বর আপনাদের সহায় থাকুন।

  • @ranaferdous3118
    @ranaferdous3118 2 года назад

    আংকেল সালাম নিবেন কেমন আছেন,,,PHP কে অনেক ধন্যবাদ,, ইমেজিং ভিডিও ছিল, আলহামদুলিল্লাহ

  • @sadikaakhterhena
    @sadikaakhterhena 2 года назад +2

    MashaaAllah Alhamdulillah ZazakAllah khairun all of u may Almighty Allahswt blessings on all of u
    In shaa Allah be safe journey

  • @shampahazra1578
    @shampahazra1578 2 года назад +1

    Welcome to India, best of luck, from Kolkata 🙏

  • @ExtremelyKolkata
    @ExtremelyKolkata 2 года назад +1

    Welcome again to Kolkata city. খুব ভালো লাগলো আপনার কলকাতা ভ্রমণ। পরের বারে আমি ঘোরাবো। আমার কাছে থাকবেন🙏

  • @bularkahon
    @bularkahon 2 года назад +2

    পশ্চিম বঙ্গে স্বাগতম 🙏

  • @TravelWithTheBong
    @TravelWithTheBong 2 года назад +1

    Khub bhalo laglo dada Amar sohor ghure dekhanor jonno..

  • @alexisrioux4133
    @alexisrioux4133 2 года назад +1

    sesher part ta dekhe mon vore gelo

  • @subratabose2960
    @subratabose2960 2 года назад +3

    Mr.maf thanks a lot for visiting Kolkata and also thank mr.sohail with accompany with you.Give my regards to his family.

  • @koushikkoley1070
    @koushikkoley1070 2 года назад +1

    কলকাতাতে স্বাগতম আপনাকে এবং সোহেল ভাই কে ❤️🙏

  • @shakhawathossain5855
    @shakhawathossain5855 2 года назад +1

    Awesome. Really I enjoyed and like your warm reception in Kolkata. Many thanks to PHP family.

  • @shaikhkhaled3683
    @shaikhkhaled3683 2 года назад +2

    আপনার সব video খুব ভালো হয়।enjoy your trip.

  • @somadutta2731
    @somadutta2731 2 года назад +6

    শুভ সন্ধ্যা🌹
    সুস্বাগতম্ দাদাকে আমাদের কোলকাতায়।
    আগে দেখে নি
    তারপর কথা বলব। 🙏 🤗

  • @sandipdey9644
    @sandipdey9644 2 года назад

    Dada apnake Kolkata te dekhate Paya khub Ananda pelam.Apner darjiling tur valo hok pronemneben howrah thake Sandip

  • @rebachowdhury7250
    @rebachowdhury7250 2 года назад

    ভাইয়া সালাম নিবেন। সত্যি সত্যিই অনেক ভালো লাগলো কলিকাতা আপনাকে এতো সম্মান করলো। দেখে গর্ভে বুক ভরে গেলো।

  • @tahminaakter7179
    @tahminaakter7179 2 года назад +1

    ভাই আপনি অল্পতে অনেক আনন্দ নিতে পারেন। দেখে অনেক ভাল লাগল...❤❤

  • @Biswajit.Chatterjee
    @Biswajit.Chatterjee 2 года назад

    স্বাগতম ফারুক uncle। বৃষ্টি ভেজা কলকাতায় আপনাকে এবং আপনার সহযোগি সাথি সোহেল uncle-কে স্বাগত। দমদম এয়ারপোর্টে নেমে hotel-এ পৌঁছে কিছুক্ষণ পরেই বৃষ্টি ভেজা সন্ধ্যায় কলকাতার বিভিন্ন জায়গার যে টুকরো টুকরো দৃশ্য দেখালেন এক কথায় অনবদ্য। পরিশেষে প্রিয় ফারুক uncle, সোহেল uncle এবং সকল শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানাই যারা বিভিন্ন প্রান্ত থেকে বৃষ্টিকে উপেক্ষা করে আপনার সংগে দেখা করতে এসেছিলেন। ভালো থাকবেন ফারুক uncle...🙏🙏🙏

  • @nuruzzamanlaskar747
    @nuruzzamanlaskar747 2 года назад

    খুব ভালো লাগছে আপনি যে কলকাতায় এসে জেন। আপনার youte channel prai dheki

  • @satyabratasarkar6437
    @satyabratasarkar6437 2 года назад +1

    Janaab hocchen pucca Bangal. Ekebare khadyo roshik with a pretty good sense of humor....

  • @AminulIslam-li7sj
    @AminulIslam-li7sj 2 года назад +1

    কালকে খেলা দেখা বাদ দিয়ে আপনার ভিডিও দেখেছি নেক্সট ভিডিও কখন পাবো
    ভালোবাসা অবিরাম🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @jusnajahan7656
    @jusnajahan7656 2 года назад +1

    আপনার পার্ক ষ্টীট হোটেল রুম এর window থেকে কলিকাতা শহরের ভিউ ভীষণ সুন্দর লেগেছে। ঝর্না, নিউইয়র্ক

  • @zahir2023
    @zahir2023 2 года назад

    PHP Group এর ভালোবাসার তুলনা হয় না।
    PHP Group এর মাননীয় MD মহোহয় জনাব
    সোহেল ভাই আমাদের সবার প্রিয় ফারুক ভাইকে
    দারুন ভাবে সন্মানিত করেছেন অনেক বার।
    এবার সেই রেকর্ড ভেঙ্গে তিনি ফারুক ভাইকে
    নিয়ে চলে গেলেন ভারতের কোলকাতা ভ্রমনে।
    অনেক ধন্যবাদ জানাচ্ছি PHP পরিবার কে।
    কোলকাতার সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি
    আমাদের সবার প্রিয় ফারুক ভাইকে দারুন একটা
    WELL COME Greetings দেবার জন্যে।
    সবাই ভালো থাকবেন।
    আল্লাহ্‌ হাফেয।

  • @tushardas36
    @tushardas36 2 года назад

    Its beautiful travel diary. amar barir paas theke ghure elen. NICE

  • @gautamchtarje8539
    @gautamchtarje8539 2 года назад

    Farooq Bhai....Khub Bhalo laglo apnake Kolkata's dekhe.....kintu khub olpo somoy neye esechen....erpor Onek somoy neye asben.Ami apnar blogger khub fan.

  • @tusherkantimazumdar8563
    @tusherkantimazumdar8563 2 года назад +1

    পরবর্তীতে আপনার ক‍্যামেরায় কোলকাতা আরো ভাল করে দেখতে চাই।

  • @sayemasiddika8769
    @sayemasiddika8769 2 года назад

    Sohel bhai ! Nice ekjon manush !
    Ki shundor unar behaviour , r kotha bola !

  • @shaheenkhan5174
    @shaheenkhan5174 2 года назад +1

    আসসালামু ওয়েলেকুম! ফারুক ভাই! অসাধারন একটা blog! কি যে ভাল লাগল ভাষায় প্রকাশ করতে পারবো না! কলকাতার বৃষ্টি মন জুড়িয়ে গেল! সোহেল ভাইকে অনেক ধন্যবাদ Trip টা organize করার জন্য! সবাই এত অমায়িক সবাই আপনাকে এত ভালবাসে! কারন আপনি একজন ভাল মনের মানুষ আর খুবই honest! ভাল থাকবেন! আল্লাহ হাফেজ!❤️

  • @debkumarsamanta8665
    @debkumarsamanta8665 2 года назад +1

    কলকাতায় আপনাকে স্বাগত 🙏

  • @ushapal3333
    @ushapal3333 2 года назад

    আপনার lense এ আমাদের শহরটাকে তুলে ধরলেন খুব ভালো লাগলো।

  • @ArifAhmed-lb5og
    @ArifAhmed-lb5og 2 года назад +1

    কলকাতা ভালো জায়গা। আপনার ভিডিও আমাদের কাছে খুব ভালো লাগে। আমরা জি বাংলা স্টার জলসা নিত্যদিন দেখি।💚🧡

  • @sheikhnessa5079
    @sheikhnessa5079 2 года назад

    আসালামু আলাইকুম ভাইজান ,মাশআললাহ্ খুব ভাল লাগলো আজকের ব্লগ টি ,আপনি আয়েশ করে খাচ্ছেন দেখে আরো ভাল লাগলো 😁আপনার যাএা শুভ হউক এবং সুন্দর ভিডিও উপহার দিবেন সেই প্রত্যাশায় থাকবো ।

  • @patralimajumder3917
    @patralimajumder3917 2 года назад +2

    দাদা,প্রথমেই আপনাদের স্বাগতম। আপনার ব্লগগুলো দেখে নিজেকে সমৃদ্ধ করি। আপনার পরিবারের সকলে বিশেষ করে বৌদিকে সাথে আনলে আরও ভালো হতো।আপনাদের দা'জিলিং বেড়ানো খুবই সুন্দর ও আনন্দের হোক। পরের বার হাতে একটু বেশি সময় নিয়ে আাসবেন,তখন কলকাতাকে আরও ভালো করে ঘুরে যাবেন , আর অপেক্ষায় রইলাম সামনাসামনি দেখা করার।সকলে খুব ভালো ও সুস্হ থাকবেন। নমস্কার জানবেন।

  • @moyna7390
    @moyna7390 2 года назад +1

    আলহামদুলিল্লাহ শুভ কামনা রইলো ভাইয়া
    ❤️

  • @malobicadey7225
    @malobicadey7225 2 года назад +3

    আজকের video দেখে আমার অনেক কিছু বলতে ইচ্ছে করছে কিন্তু I literally got goosebumps... I'll only say that you are a living legend 👍💐

  • @junaidahmed8533
    @junaidahmed8533 2 года назад

    কেমন আছেন আংকেল আশা করি ভালো। কলকাতার আতিথিয়তা দেখে বেশ ভালো লাগলো। এতেই প্রমাণিত আমরা ২ পারের বাংগালীরা মিল রয়েছে। ধন্যবাদ।

  • @DelwaraHabib
    @DelwaraHabib 2 года назад

    ভাল আছেন তো ? কোলকাতা ভ্রমণের সব স্মৃতি মনে পড়ে গেল । গঙ্গায় বোটে করে শিয়ালদহ থেকে হাওরায় যাবেন