#DureKothai

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии •

  • @DeeptoNatok
    @DeeptoNatok  9 месяцев назад +42

    মোশাররফ করিম ও সামিরা খান মাহি অভিনীত সোহেল হাসান পরিচালিত তীর নিবেদিত ঈদের বিশেষ নাটক "নেশার লাটিম",
    দেখতে লিংকে ক্লিক করুন
    🔗ruclips.net/video/LR1S1nfCSus/видео.html

    • @nasiriocollections62
      @nasiriocollections62 8 месяцев назад +5

      নাটকটির রচয়িতার নাম ডেস্ক্রিপশনে লিখে দিবেন দয়া করে। রাইটাররা অনেক সস্তা। মূল্যহীন। তবুও তাদের নামটা লিখে দিবেন।

  • @koyesahmed4285
    @koyesahmed4285 9 месяцев назад +9

    এক কথায় অসাধারণ মনমুগ্ধকর ছিল গল্পটি। প্রত্যেকটা কথার মাঝে মাঝে ফুটে আছে কাব্যিক কথা। আহা এ যেন এক কাব্যের খেলা

  • @h.k_saha
    @h.k_saha 9 месяцев назад +42

    খায়রুল বাশার আর সাফা কবির জুটির নাটক অনেক ভালো লাগে। এই নাটকটিতেও তার ব্যাতিক্রম নয়। ধন্যবাদ, সকল কলাকুশলীদের এতো সুন্দর একটি নাটক উপহার দেয়ার জন্য। সকলকে পবিত্র ঈদুল ফিতরের অনেক শুভেচ্ছা। ❤

  • @motionextra
    @motionextra 9 месяцев назад +41

    আসলে নাটকটিতে বাংলা সংলাপের যথেষ্ট একটা ভালো ব্যবহার। যা কিনা আজকের দিনে আমরা ইংরেজির পেছনে ঘুরি।আসলে কবিরা সাহিত্যিকরা বলে গেলেন বাংলা ভাষা মিষ্টি ভাষা। সত্যি অসাধারণ কাব্যের হোক ব্যবহার। ভালোবাসা বই প্রকাশে এই মিষ্টি বাংলা ভাষায় উদাহরণস্বরূপ থাকুক।আমিওতো বাংলা প্রেমের বাংলা ভাষার প্রেমের নাটকের আকৃষ্ট হয়ে গেলাম।

    • @PalashAhmed-bw9vl
      @PalashAhmed-bw9vl 4 месяца назад

      গুগুলে সার্চ দিলে দেখতে পাবেন। UNESCO এর মতে Bangali is sweetest language in the world.

  • @alomgirhosen9890
    @alomgirhosen9890 9 месяцев назад +30

    অসাধারণ একটি নাটক লেখকে একটি ধন্যবাদ দেয়া দরকার ।এত সুন্দর করে লেখার জন্য,কথার পিটে কিভাবে কথা বলতে হয়।খুব ভালো লেগেছে, খাইরুল ভাইয়েই অভিনয় তো অনেক দিন দরেই ভালো লাগে,আর ইদানিং সাফা করিম অনেক মেচুরিড হয়ে গেছে তার নাটক গুলা ভালোই হইতেছে।অভিনয় এখন খুব ভালো লাগে।।।

    • @haradhandey2717
      @haradhandey2717 8 месяцев назад

      আপনার কমেন্ট পড়ে খুব ভালো লাগলো।যথাযত অভিমত ব্যক্ত করেছেন। আপনার বাংলা ভাষার প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে থাকা ও উচিৎ। 🎉🎉

    • @haradhandey2717
      @haradhandey2717 8 месяцев назад

      এই নাটকে নূতনত্ব খুঁজে পাওয়া গেছে। গল্প অসাধারণ। পরিচালনা যথোপযোগী। এই নাটকে সাফা কবিরের এক নূতন রূপ পরিলক্ষিত হয়। ওর অভিনয় দক্ষতা উচ্চ শিখরে পৌঁছে গেছে। সাফা কবির কে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। খায়রুল বাসার ও সমান তালে তাল মিলিয়েছে।

  • @sayanpal4
    @sayanpal4 9 месяцев назад +38

    এক কথায় বলতে গেলে " প্রেমে পড়ে গেলাম " এই নাটকের
    এই বছরে এখনো পর্যন্ত দেখা সেরা নাটক এটি
    Love from Kolkata ❤❤❤❤

  • @robinroni1391
    @robinroni1391 9 месяцев назад +72

    অসম্ভব ভালো লেগেছে নাটকটি।ভিউ বেশি হলেই নাটক মানসম্মত হয় না।সাফা কবির গভীর অভিনেত্রী হয়ে গেছে।খায়রুল বাশার ও খুব ভালো কাজ করছে।

    • @ranenroy7382
      @ranenroy7382 7 месяцев назад +6

      Apni thik bolechen ...safa kobir bangla natoker atanto sahktisahali ovinetri...amra jara niomito natok dekhi ...tara kintu rupe noi gun take pradhonyo dei ..sei dik theke safa o khairul onek egeyi thakbe...shomoy hole ekta like deben...India theke .

    • @ShibaniPaul-qf9re
      @ShibaniPaul-qf9re 4 месяца назад

      Hia​@@ranenroy7382

  • @ShathiAkter-w8l
    @ShathiAkter-w8l 9 месяцев назад +23

    খায়রল বাসার ভাই ও সাফা আপু জুটি বেঁধে দূরে কোথাও নাটকটা দেখে ভালো লাগলো এ জুটির আর ও নাটক দেখতে চাই।

  • @MdHridoy-e5s9d
    @MdHridoy-e5s9d 9 месяцев назад +56

    ভিউ যুগে এ নাটকগুলো বেঁচে থাকবে সত্যি কারের নাট্য প্রেমীদের মনে বহু বছর।
    সেই ৯০ দশকের নাটকের কিছুটা অনুভব করা যায়।
    খায়রুল বাশার ভালো কাজ দিয়ে আপনি এভাবে এগিয়ে চলুন ভালোবাসার মোহনায়। যেথায় ঢেউয়ে আন্দোলিত হোক কিছু প্রাণ❤❤❤❤

  • @charkaonamiddle7687
    @charkaonamiddle7687 9 месяцев назад +10

    বাস্তবতা হল, খারাপ সময়ের কাছে থাকার মানুষগুলোকে খলনায়ক বা তৃতীয় ব্যক্তি বানানো হয়।
    সে চলে গিয়েছিল এভাবেই দোয়া করি অনেক ভালো থাকুক।আজকে থেকে ৬ বছর আগে হারিয়েছিলাম।

  • @mohshinreza286
    @mohshinreza286 9 месяцев назад +10

    অসাধারণ একটি নাটক। এক কথায় অনবদ্য।
    প্রতিটি কথোপকথনই সাহিত্যগুণে সমৃদ্ধ।
    খায়রুল বাশার, সাফা কবির দুজনের অভিনয়ই অমায়িক।❤

  • @Hridoy14050
    @Hridoy14050 9 месяцев назад +50

    খাইরুল বাশার ভাইয়ের প্রত্যেকটা নাটকের অপেক্ষায় আমি
    Love you khairul vasar ❤❤

  • @anamulhaqbappy4433
    @anamulhaqbappy4433 9 месяцев назад +7

    নাটক অনেক সুন্দর হয়েছে,,, নাটক যেমন নিরবতা ঠিক নাটক টা দেখলাম রাত ৪ টা বাজে,,, নাটক এর প্রতিটা কথা ই অনেক সুন্দর,,, যাকে আমি আমার সব টুকো দিয়ে ভালোবাসার পরও সে অন্য কারোর মায়ায় পড়ে আমাকে ভুলে যায় তাহলে ঐ মানুষ টা আমার জীবনে না আসা টাই ভালো, যাঁর চিন্তা ভাবনায় আমি থাকবো যে আমাকে নতুন করে বাঁচতে শিখাবে সেই মানুষ টা আমার জীবনে ফিরে আসুক, দেরি হলে সঠিক মানুষ টা আসুক,,, তবে একটা বিষয় নাটের মূল শিমুল কেই দেখতে পেলাম না, যে তাঁর সঠিক ভালোবাসার মানুষ টা কে ছেড়ে মিথ্যে ভালোবাসা মায়া জড়িয়েছে😁,,,, সত্যি নাটক টা অনেক সুন্দর হয়েছে,,,,,, গভীর রাতে নাটক দেখে ভালো লাগলো নাটক এর মতো আমার পরিবেশ টা ও নিরব ছিলো।

    • @masumzayan
      @masumzayan 8 месяцев назад

      আপনার সাথে আমি ও একমত ব্রো, তাই আপনার কমেন্ট আমি কপি করলাম।

    • @anamulhaqbappy4433
      @anamulhaqbappy4433 8 месяцев назад +1

      @@masumzayan ধন্যবাদ ব্রো

  • @abuhasibvlogs
    @abuhasibvlogs 8 месяцев назад +5

    অসম্ভব প্রেমের ছড়াছড়ি...
    কুয়াকাটার মহুয়ার মতো আসক্ত বাশার!
    এটা সম্পূর্ণ বসন্তের স্পর্শ ঘেরা নাটক...
    বসন্ত প্রকৃতির মাঝে নতুন যৌবন ফিরিয়ে আনে...
    বাশার ও সাফার মনে বসন্তের স্পর্শ হয়ে এসেছে মনে হচ্ছে।।

  • @MahamudShuvoMahamud
    @MahamudShuvoMahamud 9 месяцев назад +16

    খায়রুল বাসার ভাই আপনার নাটক আমাকে অনেক অনুপ্রেরণা করে।🥰❤️

  • @emdadulhaque1938
    @emdadulhaque1938 9 месяцев назад +11

    একেবারে অন্য রকম গল্প। খায়রুল বাশার ও সাফা কবিরের অনবদ্য অভিনয় ভালো লেগেছে।

  • @suchetadas6330
    @suchetadas6330 4 месяца назад +1

    হৃদয় ছুঁয়ে যাওয়া একটি নাটক। এ নাটকের সব থেকে বড় সম্পদ সংলাপ। কি কাব্যময় সংলাপ, অথচ কত পেলব, কত মসৃন, কত সংবেদনশীল। সাফা কবিরের অভিনয় দক্ষতা প্রশ্নাতীত। এ রকম উৎকৃষ্ট মানের অভিনয় বহুদিন মনে থাকবে। গল্পের বিষয়বস্তু সাধারণ হলেও অভিনয় এবং সংলাপ নাটকটিকে অসাধারণত্বে উন্নীত করে। পরিশেষে কোলকাতা থেকে পরিচালক কে অন্তহীন অভিনন্দন এক অসামান্য উপস্থাপনার জন্য।

  • @elizaakter0620
    @elizaakter0620 9 месяцев назад +36

    এক সেকেন্ডের জন্য খায়রুল বাসারের চোখে পানি দেখে আমার ভিতর টা কেমন করে উঠেছে। প্রিয় অভিনেতার সব কিছুই যেন খুব প্রিয় 🥰

    • @marufahmed4311
      @marufahmed4311 8 месяцев назад +3

      আবেগ 😢

    • @fafahim4063
      @fafahim4063 8 месяцев назад +1

      Hoito ba tik kotha🤔

    • @tawhidalhasan9402
      @tawhidalhasan9402 8 месяцев назад

      😊😊😊😊

    • @foysalkhan3933
      @foysalkhan3933 8 месяцев назад

      Hmm tik....

    • @hsjdjdjdjjdjdjdhfh
      @hsjdjdjdjjdjdjdhfh 8 месяцев назад

      এই নাইকার লিং বিডিও আছে🤭কোনো মেয়ে দেখতে চাইলে বইলো

  • @mahamudhossain8484
    @mahamudhossain8484 9 месяцев назад +13

    সুন্দর নাটক খায়রুল বাসার ও সাফা কবির ,, 🥰🥰🥰🥰

  • @trtowfiq4265
    @trtowfiq4265 9 месяцев назад +49

    খাইরুল ভাই এক্টাই অনুরোধ রইলো কখোনো সিনামা করতে যাইয়েন না,, নিশো ভাইয়ের অনুপুস্থিতি ই মেনে নিতে পারি না
    সহমত হইলে লাইক দিবেন 👍👍

  • @obaidurrahmanraju2945
    @obaidurrahmanraju2945 9 месяцев назад +20

    দূরে কোথায় খুবই আনকমন ইন্টেলিজেন্ট রুচিশীল অভিনয় খাইরুল বাশার ভাই এবং সাফা কবির আপু।
    জুটি বেঁধে সুন্দর করে জটিল ভাবে সুন্দর অভিনয় করেছেন ধন্যবাদ 🖤🇧🇩🤎

  • @pinakikundumelody5707
    @pinakikundumelody5707 6 месяцев назад +2

    এমন ভাবনা, এমন চিন্তাশৈলী একমাত্র বাঙালিয়ানাতেই সম্ভব। প্রতিটি সংলাপ আপাদমস্তক উপভোগ করলাম। মাতৃভাষা যখন অনুভূতিকে ছুঁয়ে ফেলে , তখন দেশের সীমানা ছাড়িয়ে আমরা কেবল মানুষ হয়ে উঠি। নাটকটির ইউনিটের প্রতিটি সদস্যকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।

  • @-imran03
    @-imran03 9 месяцев назад +7

    কি অসাধারণ সংলাপ, কি প্রাণবন্ত অভিনয়, অপূর্ব সাফা ও খাইরুল বাশার ভাই ❤

  • @obaidurrahmanraju2945
    @obaidurrahmanraju2945 9 месяцев назад +12

    এককথায় অসাধারণ এবং অন্যরকম চমৎকার অভিনয় খাইরুল বাশার ভাই এবং সাফা কবির আপু।
    সহ বাকি সবার দৃষ্টিনন্দন অভিনয় দূরে কোথায় অভিনয় দেখে সত্যি ভালো লাগলো ধন্যবাদ 🖤🇧🇩🤎

  • @ÄbdürRähämäñMømīt
    @ÄbdürRähämäñMømīt 9 месяцев назад +5

    অসাধারণ গল্প, অসাধারণ অভিনয়, এবং যেটা বললেই নয় সেটা হলো অসাধারণ এডিটিং। সব মিলিয়ে এক কথায় ধরুন একটি প্যাকেজ ❤

  • @Engr.Shahin_Alom
    @Engr.Shahin_Alom 9 месяцев назад +10

    অসাধারণ প্রিয় খাইরুল বাসার আর সাফা কবির❤

  • @WasifAlAshrafi
    @WasifAlAshrafi 8 месяцев назад +6

    সবার আগে সশ্রদ্ধ স্যালুট জানাই লেখককে।
    অত্যন্ত উঁচু মানের স্ক্রিপ্ট।
    সংলাপতো লা-জওয়াব!
    ভয়াবহ রকমের সুন্দর নাটক,আবার কখনো এক জনমে দেখতে পাবো কিনা জানিনা!গ্লামারহীন চমৎকার এক প্রেম উপাখ্যান।

  • @mdmehedyhasanzehad
    @mdmehedyhasanzehad 8 месяцев назад +3

    গল্পটা খুব বড্ড অদ্ভুত রকমের সুন্দর ছিল। প্রেম কখনো পুরোবার নয়, প্রেম যখন তখন কারো প্রতি জন্ম নিতে পারে।

  • @mdazmulhossain4657
    @mdazmulhossain4657 3 месяца назад +1

    এক অন্যরকম সাফা কবির'কে দেখলাম - আর সাথে খায়রুল বাশার - অসম্ভব রকমের এক ভালোলাগা কাজ করলো _ ❤

  • @prakashbarai5998
    @prakashbarai5998 6 месяцев назад +1

    প্রেম আদ্যপ্রান্ত এক উপলব্ধি করার বিষয়। নাটক টা তা প্রতি পদে পদে তা বুঝিয়ে দিয়েছে। যেমন সংলাপ, তেমনি অভিনয়। ডিরেক্টরের সাহিত্যবোধ, সিনেমাটোগ্রাফি সব মিলিয়ে একাকার হয়ে গেছে। শুধুই মুগ্ধতা। Love from India.❤

  • @TorikulislamMd.torikulislam
    @TorikulislamMd.torikulislam 9 месяцев назад +12

    খাইরুল বাসার খুব ভালো নাটক করে

  • @psesam672
    @psesam672 9 месяцев назад +2

    নাটকের কাহিনি ও কথাগুলো এতো সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে যে মুগ্ধ না হয়ে উপায় নাই। ❤️
    অসম্ভব সুন্দর ছিল নাটকটা। 💙🌸

  • @coverhouseno.0737
    @coverhouseno.0737 9 месяцев назад +7

    ei dui joner joeita sei😍😍😍 my favourite hoy gelo☺

  • @md.sazzadhossain3573
    @md.sazzadhossain3573 9 месяцев назад +11

    খাইরুল বাশারের নাটক খুব ভালো লাগে

  • @ShajibIslam-j4u
    @ShajibIslam-j4u 9 месяцев назад +9

    খায়রুল বাশার নাটক অসাধারণ 😊

  • @R4HAT1411
    @R4HAT1411 9 месяцев назад +7

    অনেক ভাল লাগল, অভিনয় অসাধারন ❤️❤️❤️❤️

  • @natalier.9969
    @natalier.9969 Месяц назад +1

    Nice ekta Natok, vielen Dank ❤ Safa , sehr schön gespielt , ❤ khairul darun ovinoey korecho. Gota ❤ team ke Dhonnobad. Good job . Valo theko tomra shobai inshallah.

  • @arvinhossin2022
    @arvinhossin2022 2 месяца назад +1

    নাটক দেখতে দেখতে নিজে জেলার নাম শুনতে অন্য রকম একটা অনুভূতি হয়, নাটকটা অসাধারণ, হয়তো তোবা আমার পছন্দের জুটির নাটক বলে, ভালো লাগছে

  • @biswajitkundu7547
    @biswajitkundu7547 Месяц назад +1

    অসাধারণ। যেমন ভালো গল্প তেমন অভিনয়। অপেক্ষায় রইলাম।

  • @Tahsinahmed5494
    @Tahsinahmed5494 9 месяцев назад +9

    Best actor Khairul Bashar ❤❤

  • @sornolata1176
    @sornolata1176 3 месяца назад +1

    অনেক অনেক ধন্যবাদ পরিচালকে,, এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য।
    যেন আমি নিজেকে খুঁজে পাচ্ছি এখানে।
    এত নিখুঁত ভাবে মনের ভাব টা ফুটিয়ে তুলেছেন
    অসংখ্য ধন্যবাদ

  • @sorolaakter4125
    @sorolaakter4125 8 месяцев назад +12

    এই ধরনের এতো ভালো নাটক গুলো কিভাবে এতো কম ভিউ হয় বোঝেই আসেনা 😢 প্রচন্ড সুন্দর এই নাটকটা ❤

  • @santusung
    @santusung 7 месяцев назад +2

    বহুদিন পর একটা নাটক দেখলাম যা বিটিভির সেই দিনগুলো মনে করিয়ে দিলো। পেছন টেনে টেনে সংলাপগুলো শুনেছি বহুবার।

  • @MdMarufMolla-sq6yg
    @MdMarufMolla-sq6yg 3 месяца назад +1

    জীবন টা যদি এমন নাটকের মতো হতো 😢😢

  • @themonk307
    @themonk307 8 месяцев назад +1

    সাফার এক্টিং এর অসম্ভব উন্নতি হয়েছে❤খুব সুন্দর হয়েছে নাটকটি।

  • @mdnayan5867
    @mdnayan5867 3 месяца назад +1

    Just mindfuull, oshadharon, asoley sottiker valobasha mon theke ase chailei thokhon take ferano jai na, so lovely story, ❤❤☕

  • @BabulHossain-k6l
    @BabulHossain-k6l 9 месяцев назад +6

    ধারুন,ভালো লাগলো নাটকটা

  • @farzananower4544
    @farzananower4544 9 месяцев назад +5

    খুব ভালো লাগলো নাটকটি ❤❤❤❤❤কিছু মিল আছে৷ কিন্তু ঈদে কষ্টের নাটক দেখতে ভাল লাগে না!!যাক মিল হইছে অবশেষে ❤️❤️❤️

    • @hsjdjdjdjjdjdjdhfh
      @hsjdjdjdjjdjdjdhfh 8 месяцев назад

      এই নাইকার লিং বিডিও আছে🤭কোনো মেয়ে দেখতে চাইলে বইলো

  • @madhurisarkar512
    @madhurisarkar512 7 месяцев назад +1

    সাফা কোভিদ পরিণত হয়ে উঠেছে। অসম্ভব সুন্দর একটি নাটক দেখলাম

  • @SSSPVLOGS
    @SSSPVLOGS 7 месяцев назад +1

    অন্য এক সাফা কবিরকে দেখলাম ❤অসাধারন অভিনয়❤❤

  • @anamulhaqbappy4433
    @anamulhaqbappy4433 9 месяцев назад +3

    ছেড়ে যেও না আমায়,,, আমার সব টুকো ভালোবাসা দিয়ে আগলে রাখবো তোমায়,,, তুমি না হয় হারিয়ে যাবে কিন্তু তোমার সৃতি গুলো তো আর হারিয়ে যাবে,,, যে সৃতি গুলো আমাকে আমার হতে দিবে না,,,, কথা দাও ছেড়ে যাবে না আমার,,, সত্যি বলছি আমি আমার সব টুকো ভালোবাসা দিয়ে আগলে রাখবো তোমায়, বড্ড বেশি ভালোবাসি যে তোমায় ❤

  • @MdRiaz-v3u
    @MdRiaz-v3u 9 месяцев назад +6

    খাইরুল বাসার মানে আগুন 🥰🥰

  • @tutulislam4170
    @tutulislam4170 9 месяцев назад +15

    আমিও রাজবাড়ির ছেলে। ভালোই লাগলো নাটকে নিজের জেলার নাম শুনে❤️

    • @abuishak5502
      @abuishak5502 8 месяцев назад

      Asolei

    • @mohammadamirulislamamir2191
      @mohammadamirulislamamir2191 8 месяцев назад

      I ❤ Rajbari

    • @mdrony942
      @mdrony942 6 месяцев назад

      আমার রাজবাড়ি জেলার বসন্ত পুর
      বাহ অনেক ভালো লাগলো

    • @arifbillah2873
      @arifbillah2873 6 месяцев назад

      Raajbari ki jela ata kondike?

    • @MUSHFEQULMASUD
      @MUSHFEQULMASUD 5 месяцев назад

      Me also from Rajbari Sadar, Rajbari

  • @sohagrana5931
    @sohagrana5931 4 месяца назад +1

    জীবন টা যদি এমন হতো ইস তাকে পেয়ে যেতাম কতই না মধুর হতো সব কিছু বাঁচার ইচ্ছে দ্বিগুণ হতো ভালবাসি 🌸Dream 10

  • @ArefinBabu-ev4zc
    @ArefinBabu-ev4zc 4 месяца назад +1

    খুবই সুন্দর একটি নাটক আর না বললেই নয় অভিনয়টা একদম পারফেক্ট এবং দুজনকেই খুব সুন্দর মানাইছে

  • @amritangshusekharghori1423
    @amritangshusekharghori1423 8 месяцев назад +3

    কাহিনী -পরিচালনা,দক্ষ অভিনয়ের উপস্থাপনায় -অভিভুত।

  • @umashankarghosh5742
    @umashankarghosh5742 8 месяцев назад +2

    The drama is nothing but a poetry in videography/celluloid. It's every dialogue every movement is poetic
    This drama also reminds us of the importance of Rabindranath in our lives.
    The Rabindrasangeet......Dure kothay dure dure....has tuned the spirit of the drama in every sense.
    I am amazed by the super quality performance of Safa Kabir. Her cold romance, cold response bears a magnetic charm which is difficult to ignore.
    She appears very charming even in her cold pain.
    Khairul is a hero evergreen. He can mould any heart any situation by his sweet, sympathetic style of conversation.
    A true flute in appropriate time can help overcome any kind of Pshycological aberration in our lives.
    The drama is not only poetic but a Pshycological one,and is really captivating.

    • @nasiriocollections62
      @nasiriocollections62 8 месяцев назад

      Heroic comment. Thanks a lot. I will maintain to write this kind of poetry based write up.

  • @salmansani.1126
    @salmansani.1126 8 месяцев назад +3

    দিপ্ত টিভির নাটক গুলোর ভিউ বেশি হয় না, কিন্তু নাটক গুলো অসম্ভব সুন্দর হয়

  • @sahidasahida3061
    @sahidasahida3061 9 месяцев назад +7

    খায়রুল বাশারের নাটক গুলো অনেক ভালো লাগে যেমন অভিনয় সেই রকম কন্ঠ সাফা কবির অসাধারণ অভিনয় করে অনেক ভালো লাগে নাটকটা অসাধারণ ছিলো দেখে ভালো লাগলো ১২/৪/২০২৪ /❤❤❤❤❤

    • @hsjdjdjdjjdjdjdhfh
      @hsjdjdjdjjdjdjdhfh 8 месяцев назад

      এই নাইকার লিং বিডিও আছে🤭কোনো মেয়ে দেখতে চাইলে বইলো

  • @Bishal143-e1i
    @Bishal143-e1i 7 месяцев назад +2

    এই নাটকে অভিনয় নয় আমার মনে হয় তারা নিজেদের কাহিনী বলছে ❤❤❤

  • @tarekrahman506
    @tarekrahman506 8 месяцев назад +1

    খাইরুল বাশার এবং সাফা কবির দুর্দান্ত অভিনয় করেছেন❤ অসম্ভব সুন্দর একটি নাটক

  • @PhilosophyInsights7
    @PhilosophyInsights7 8 месяцев назад +1

    সিনেম্যাটোগ্রাফি অসাধারণ। সাথে সাফা কবিরের প্রতিটি ড্রেসের সাথে জুয়েলারির কম্বিনেশন, চুলের স্টাইল খুবই মানানসই। প্রতিটা ফ্রেম মনে ভালো লাগার মতো।

  • @MsShopon-kw3dh
    @MsShopon-kw3dh 9 месяцев назад +17

    কে কে এদের নাটক পছন্দ করেন। ❤

  • @tapasdas-tz1bo
    @tapasdas-tz1bo 2 месяца назад +1

    অনেক দিন বাদে খুব খুব ভালো অভিনয় এবং গল্প ও পরিচালনা সবাই কে ধন‍্যবাদ।

  • @dipakdas7346
    @dipakdas7346 9 месяцев назад +14

    ওরা কারা যারা বাংলা সিনেমার চেয়ে বাংলা নাটক দেখতে বেশি ভালোবাসেন তাদের দেখতে চাই❤️❤️🙋🙋

  • @evanaferdousi541
    @evanaferdousi541 7 месяцев назад +1

    খুবই ভালো লাগলো। মন ছুঁয়ে গেল যেন। শুভকামনা রইলো।

  • @mdsarifvloger
    @mdsarifvloger 9 месяцев назад +8

    পরিচালকের মেধা আছে। ❤

  • @KolomeKobi
    @KolomeKobi 7 месяцев назад +1

    খায়রুলের অভিনয় যেন, অপূর্ব নিশোর অভিনয়কেও হার মানায়। বড্ড সাবলীল, সাদামাটা অভিনয়। যেন মনে হয় সে একজন সাধারণ এক প্রেমিক।

  • @Ayesha-e5t
    @Ayesha-e5t 2 месяца назад +1

    খায়রুল বাসার আমার খুব পিয়❤❤❤❤❤❤❤

  • @DalouarKhan
    @DalouarKhan 9 месяцев назад +4

    ভিউয়ের দরকার নাই এমন সুন্দর সুন্দর নাটক উপহার দেওখ খায়রুল বাসার ভাই,

  • @NajmulHasan-c9e
    @NajmulHasan-c9e 7 месяцев назад +1

    এই নাটক টার প্রতেক্টা কথায় মায়ায় পরে গেলাম বলতে গেলে এটা আমার দেখা সেরা একটি নাটক খাইরুল বাসার ভাই মানেই আগুন💙🌸

  • @MUSTAKIMKHAN-g7o
    @MUSTAKIMKHAN-g7o 5 месяцев назад +1

    নাটক টা প্রাই আমার জীবনের সাথে মিল খাই।
    কিন্তু আপসোস 😌💔
    তবে নাটক খুব সুন্দর হয়েছে, তবে এরকম শান্তশিষ্ট মনোমুগ্ধকর ভালোবাসার নাটক খুব ভালো লাগে🙂
    কথা দিলাম নাটক টি আবার এসে দেখে যাব।💔😊

  • @NurimaKhatun-oj1kn
    @NurimaKhatun-oj1kn 8 месяцев назад +1

    এক কথায় অসাধারণ নাটক টা। প্রিয় সাফা কবির আপু ও খায়রুল বাসার ভাইয়া অনেক ভালোবাসা আপনাদের প্রতি ।❤❤❤❤❤❤❤❤❤ সবসময় সুস্থ্য ও ভালো থাকুন। ভারত থেকে 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @MHTitas-r2p
    @MHTitas-r2p 8 месяцев назад +1

    খাইরুল বাশারের নাটকগুলো অসলেই অসাধারন,তার কথার বাচন ভঙ্গি অভীনয় খুবি সুন্দর,যুগ উপযোগি নাটকগুলো খাইরুল বাশার করে,এত সুন্দর নাটকের কেন যে ভিউ এত কম হয় বুঝিনা😌 নাটকটি দেখে যে কার ভাল লাগবে,শুভ কামনা রইল প্রিয় অভীনেতার জন্য এগিয়ে যাও বহুদুর❤

  • @mdbabo7983
    @mdbabo7983 9 месяцев назад +4

    জানেন ভালোবাসার সুন্দর শুধু কল্পনাতেই ? বাস্তবতায় ছেলেদের মন ভাঙ্গে ,,ছলনা প্রতারণা বেটার অপশন খোঁজ করা ভুল মানুষের নিখুঁত অভিনয়ে

  • @wahidninan1203
    @wahidninan1203 8 месяцев назад +1

    অসাধারণ সুন্দর গল্প। সংলাপ গুলো ছিল নরম রোদের মতোই মিষ্টি।

  • @fauziajimi3344
    @fauziajimi3344 9 месяцев назад +2

    সংলাপ, কথা বলার বাচনভঙ্গি, গানটা সব মিলিয়ে অসাধারণ একটা অনুভূতির মধ্যে নিয়ে নাটকটা দেখা শেষ করলাম

  • @SaharaYeasmin
    @SaharaYeasmin Месяц назад +1

    অসম্ভব সুন্দর স্বাবলম্বী মার্জিত রুচিশীল একটা নাটক।

  • @dbdmxjjsk390
    @dbdmxjjsk390 8 месяцев назад +1

    খায়রুল বাশার ভাইয়ার নাটকগুলোর মধ্যে ম্যাসেজ থাকে। ওনার কথা বলার স্টাইল ওনার পার্সোনালিটি এবং লাইফস্টাইল সবগুলোই আমার ভালো লাগে❤😊

  • @MahamadHasan-rg7sf
    @MahamadHasan-rg7sf 7 месяцев назад +1

    বাংলা নাটক এতো টা দেখি না.তবে এই নাটক টা না টেনেই পুরাটা দেখলাম. অনেক ভালো লাগলো

  • @MdMahabub-oh7ti
    @MdMahabub-oh7ti 7 месяцев назад +1

    ধন্যবাদ সবাইকে ভাল লাগল সুন্দর নাটক ধন্যবাদ খায়রুল বাশার ও সাফা কবির

  • @srabanidas4531
    @srabanidas4531 9 месяцев назад +3

    অপূর্ব 🙏

  • @RimonNASIR
    @RimonNASIR 5 месяцев назад +1

    খাইরুল বাসার অনেক ভালো একজন অভিনেতা আমার অনেক ভালো লাগে তাকে।

  • @RŠ_099-p8d
    @RŠ_099-p8d 8 месяцев назад +2

    আমিও একটা মেয়েকে ৫ বছর পর্যন্তই ভালোবাসছিলাম পরে হঠাৎ একদিন শুনি তার বিয়ে হয়ে গেছে আমারে বলে তুমি ভালো থেকো আর তুমি আমার থেকে ভালো মেয়ে deserve করো এখন আবার বলে আমি তোমার কাছে ফিরে আসতে চাই আর আমি বলি সারা জীবন একা কাটাই দিমু তাও তোর মতন বেইমান কার লাগিনি আমার জীবনে আর ঢুকতে পারবি না এই নাটকটার মতন কিছুটা মিল আছে

  • @khaledaakther4406
    @khaledaakther4406 7 месяцев назад +2

    অনেক ভালো লাগলো, লেখক কে ধন্যবাদ

  • @NahidShakhawat
    @NahidShakhawat 6 месяцев назад +1

    খাইরুল বাশার এর অভিনয় আমার ভালো লাগে, এটা ধরে রাখুন।

  • @nazmulhasannann4261
    @nazmulhasannann4261 6 месяцев назад +1

    দ্বিতীয় বার নাটক টা দেখছি,
    অসম্ভব সুন্দর একটা নাটক।

  • @sarwarkhansajib
    @sarwarkhansajib 6 месяцев назад +1

    ধন্যবাদ, সুন্দর সংলাপ গুলোর জন্য।

  • @papiyade3849
    @papiyade3849 9 месяцев назад +11

    Safa Kabir and Khirul Basar best Juti ❤

    • @sajibdaria2148
      @sajibdaria2148 9 месяцев назад

      ❤❤❤

    • @hsjdjdjdjjdjdjdhfh
      @hsjdjdjdjjdjdjdhfh 8 месяцев назад

      এই নাইকার লিং বিডিও আছে🤭কোনো মেয়ে দেখতে চাইলে বইলো

    • @alombhaibd9669
      @alombhaibd9669 6 месяцев назад

      আছোদা​@@hsjdjdjdjjdjdjdhfh

  • @sihabic
    @sihabic 9 месяцев назад +4

    কমেন্ট করে রেখে গেলাম যদি কখনো নাটকটা আবার এক যুগ পর দেখি তাহলে মনে পড়বে😢

  • @songitasardar00
    @songitasardar00 7 месяцев назад +1

    অসাধারণ স্নিগ্ধ সুন্দর একটি নাটক 😊😚💙💙

  • @MahediHasan-kv2yo
    @MahediHasan-kv2yo 9 месяцев назад +3

    খায়রুল বাসার ভাই অসাধারণ অবিনয় করেন ❤❤❤❤

  • @suparnaroy1684
    @suparnaroy1684 8 месяцев назад +1

    দারুন, সাফা কবির অসাধারণ। খায়রুল বাশার বেশ ভালো।

  • @sumondhar6341
    @sumondhar6341 8 месяцев назад +1

    অতীত ভুলে যাওয়া কঠিন কিন্তু কিছু কিছু অতীত ভুলে যাওয়া ভালো না হলে অনেক বেশি কষ্ট দিবে

  • @nilmoulik5528
    @nilmoulik5528 9 месяцев назад +4

    অসাধারণ ❤❤❤

  • @MdnazimUddin-ht8hr
    @MdnazimUddin-ht8hr 9 месяцев назад +1

    জাস্ট অসাধারণ ভাই ❤️
    একদিন আপনি বাংলার নাটকের রাজা হবেন,,❤️❤️❤️

  • @sajibdaria2148
    @sajibdaria2148 9 месяцев назад +1

    জানি না কি ভাবে যে মাঝে মাঝে জীবনের সাথে ঘটে যাওয়া সৃতি গুলো ফিরে এসে, মিলে যায় এক সাথে। 😊😊যে মানুষ টাকে ছাড়া এম মুহূর্তে ও থাকতে পারতাম না, আজকে তাকে ছাড়াই থাকতে হচ্ছে 😢

  • @Kamrulwalkambience
    @Kamrulwalkambience 8 месяцев назад +2

    অসাধারণ সংলাপ নাটক টা সত্যি অসাধারণ ছিলো। আসলে ভিউ দেখে নাটক বিচার করা ঠিক না। ❤❤

  • @tsarkar101
    @tsarkar101 9 месяцев назад +5

    ভিন্নতা 👌।

  • @meyamurrahmansajib01
    @meyamurrahmansajib01 9 месяцев назад +5

    বাশার ভাইয়ের নাটকের অপেক্ষায় থাকি