মান্না বাবুর বহু গান বহু অনুষ্ঠানে শুনেছি। অনুষ্ঠানে উনি একেবারে শান্ত ,সুন্দর পরিবেশ পছন্দ করতেন। যে অনুষ্ঠানে শান্ত পরিবেশ বজায় থাকতো ঐ অনুষ্ঠানে উনি দর্শক - শ্রোতাদের খুবই প্রশংসা করতেন ওনার কণ্ঠে গীত গানগুলির ধৈর্য ধরে শোনার জন্য। একবার একটি ঘটনা ঘটে 1978 সালে।উনি গান গাওয়ার সময় দর্শকরা ভীষণভাবে নিজেদের ভিতর অনবরত চিৎকার,চেচামেচি শুরু করছিলো। তা দেখে উনি ভীষণ ভাবে রাগান্নিত হলেন। এবং বললেন এই ভাবে গন্ডগোল হলে উনি অনুষ্ঠান ছেড়ে চলে যাবেন। ওনার এই কথায় দর্শকবৃন্দ শান্ত হলো ।মান্নাবাবু একের পর একটি গান গেয়ে শ্রোতাদের মন জয় করে নিলেন। এই ভাবে উনি পাক্কা দুঘন্টা বাংলা ও হিন্দি গান পরিবেশন করলেন। তখন উপলব্ধি করেছিলাম উনি খুব রাশ ভারী ব্যক্তি যিনি কিনা সংগীত পরিবেশনে এই ধরনের বেল্লেল্পনা পছন্দ করেন না।উনি একজন বড় সংগীত সাধক ছিলেন।সঙ্গীতের প্রতি নিষ্টা, ভালোবাসা ,শ্রদ্ধা,আবেগ ,মাধুর্য্য,মিষ্টতা ,কোমলতায় পরিপূর্ণ এক অনন্যসাধারণ প্রতিভায় উনি কিংবদন্তী শিল্পী হয়ে চিরকালের জন্য বিরাজমান।
এই গানটা মান্না দে 1980 সালে বাটানগরে একটি গানের জলসায় গেয়েছিলেন। আমি ঐ অনুষ্ঠানেই প্রথম মান্না দে কে দেখেছিলাম। মনে আছে এই গানটা যখন উনি গাইছিলেন তখন সমস্ত পরিবেশটা ছিল pin drop silence। মান্না দে এই গানটা গাওয়ার পর আমাদের বাটানগরের সেদিনের উপস্থিত সব শ্রোতা দের খুব প্রশংসা করে বলেছিলেন যে আপনারা যে এমন একটি গান খুব মনোযোগ দিয়ে শুনলেন তাতে আমি ভীষণ খুশি হয়েছি।
যখন এন্টনী ফিরিঙ্গী সিনেমাটি এলো 1969 সালের আশেপাশে সেইসময় মান্না দের বাজার তুঙ্গে। ওই বইটি আমাদের এখানে মানসী সিনেমা হলে এসেছিল। তিনদিন আগেই অগ্রিম টিকিট শেষ লাইন দিলাম 0,65 পয়সার কাউন্টারে প্রথম দিন নাইট শো তে। পাক্কা দুইঘন্টা বিধ্বস্ত হয়ে একটি প্রায় আকাশের চাঁদ হাতে পেলাম। বইটি গানে গানে ছয়লাপ প্রতিটি গানই অসাধারন। তার পরেই এক জলসায় দেখলাম রাত্রি প্রায় একটার সময় তিনি এলেন, দেখলেন, সবার মন জয় করে চলে গেলেন। প্রথম গান একটি ভজন, দ্বিতীয় গান আমি যামিনী তুমি শশী হে। নিস্তব্ধ অতো বড় প্রাঙ্গণ। সঙ্গে পুলক বন্দ্যোপাধ্যায় ও ছিলেন। পরে আরও দুবার কলকাতায় দেখেছি।
আজ হঠাৎ এই গানটি শোনার খুবই ইচ্ছা হলো অনেকের এই গানটি শোনার ফাঁকে অরিজিন্যাল টি শোনার ইচ্ছা হলো।সবাই গেয়েছেন বেশ ভালো কিন্তু যাঁর গান সেতো অসাধারন কোন তুলনাই হয় না।
আলেয়ার আলো করে পরিহাস আলোকের ছলনাতে।******নয়নে আগুন জ্বালাইয়া তাই কাঁদিব প্রাণের সাথে। গানের প্রতিটা কথাই কী মর্মস্পর্শী। শিল্পী আজ সশরীরে নেই, কিন্তু গানের মাধ্যমে আমরা তাঁকে আমাদের অন্তরে খুঁজে পাই। ধন্য গীতিকার, ধন্য শিল্পী।
আমার খুব প্রিয় শিল্পী মান্না দের কন্ঠে বহ গান শুনেছি কিন্তু এই গানটি শুনতে শুনতে মনটা কেমন ভারাক্রান্ত হয়ে গেলো সত্যি আমরা অনেক কিছুই আশা করি কিন্তু সবকিছু কি আমরা পাই আমার প্রিয় শিল্পী কে অনেক প্রনাম জানাই 🙏🙏
আমি যখন প্রিয় শিল্পীর গান শুনি তখন হৃদয় আমার নবীন হয়ে যায় মনে হয় আমি যেন মানুষের মধ্যে একজন খুব সাদামনের মানুষ হতে পারি যেন কোন কলুষতা আমাকে আর স্পর্শ না করে।
চাঁদের আশায় নিভায়েছিলাম
যে দীপ আপন হাতে
চাঁদের আশায় নিভায়েছিলাম
যে দীপ আপন হাতে
অন্ধ পরাণ খুঁজিছে তাহারে
অন্ধ পরাণ খুঁজিছে তাহারে
জীবনের আঙিনাতে
চাঁদের আশায় নিভায়েছিলাম
আজিকে নয়ন যেদিকে ফিরাই
আঁধার কহিছে নাই পথ নাই পথ নাই
আলেয়ার আলো করে পরিহাস
আলেয়ার আলো করে পরিহাস
আলোকের ছলনাতে
চাঁদের আশায় নিভায়েছিলাম
বুকের গহনে লুকাইয়া কাঁদে
বেদনা মৌণব্রতী
পরাণ যখন আমারে শুধায়
পরাণ যখন আমারে শুধায়
কি হয়েছে তোর ক্ষতি
কোনোদিন সাথী ছিল আঁখি ধার
তাহার সময় নাহি আজি আর
নাহি আজি আর
নয়নে আগুন জ্বালাইয়া তাই
নয়নে আগুন জ্বালাইয়া তাই
কাঁদিব প্রাণের সাথে
চাঁদের আশায় নিভায়েছিলাম
যে দীপ আপন হাতে
অন্ধ পরাণ খুঁজিছে তাহারে
অন্ধ পরাণ খুঁজিছে তাহারে
জীবনের আঙিনাতে
চাঁদের আশায় নিভায়েছিলাম
এ সৃষ্টি আর কখনো হবে কি? শিল্পী, সুরকার ও গীতিকার হয়তো বহু জনম পরে পৃথিবীতে ফিরে আসবেন। সে দিন হয়তো এই গান শোনার জন্য আমরাও ফিরে আসবো।
একদম
ধ@ল@@mrinalchatterjee5922
মান্না বাবুর বহু গান বহু অনুষ্ঠানে শুনেছি। অনুষ্ঠানে উনি একেবারে শান্ত ,সুন্দর পরিবেশ পছন্দ করতেন।
যে অনুষ্ঠানে শান্ত পরিবেশ বজায় থাকতো ঐ অনুষ্ঠানে উনি দর্শক - শ্রোতাদের খুবই প্রশংসা করতেন ওনার কণ্ঠে গীত গানগুলির ধৈর্য ধরে শোনার জন্য।
একবার একটি ঘটনা ঘটে 1978 সালে।উনি গান গাওয়ার সময় দর্শকরা ভীষণভাবে নিজেদের ভিতর অনবরত চিৎকার,চেচামেচি শুরু করছিলো। তা দেখে উনি ভীষণ ভাবে রাগান্নিত হলেন। এবং বললেন এই ভাবে গন্ডগোল হলে উনি অনুষ্ঠান ছেড়ে চলে যাবেন।
ওনার এই কথায় দর্শকবৃন্দ শান্ত হলো ।মান্নাবাবু একের পর একটি গান গেয়ে শ্রোতাদের মন জয় করে নিলেন।
এই ভাবে উনি পাক্কা দুঘন্টা বাংলা ও হিন্দি গান পরিবেশন করলেন। তখন উপলব্ধি করেছিলাম উনি খুব রাশ ভারী ব্যক্তি যিনি কিনা সংগীত পরিবেশনে এই ধরনের বেল্লেল্পনা পছন্দ করেন না।উনি একজন বড় সংগীত সাধক ছিলেন।সঙ্গীতের প্রতি নিষ্টা, ভালোবাসা ,শ্রদ্ধা,আবেগ ,মাধুর্য্য,মিষ্টতা ,কোমলতায় পরিপূর্ণ এক অনন্যসাধারণ প্রতিভায় উনি কিংবদন্তী শিল্পী হয়ে চিরকালের জন্য বিরাজমান।
সত্যিই একটি অসাধারণ সৃষ্টি যতদিন বাঙ্গালী জাতি টিকে থাকবে,এই কথা ও সুর ভুলতে পারবে না
এই গান গুলি শুনলে অতীতে চলে যাই ?? মনে পড়ে হারানো মানুষগুলোকে ??? আর তো কোন দিন ফিরে আসবেনা শত কাদিলেও 😩😩😩
এই গানটা মান্না দে 1980 সালে বাটানগরে একটি গানের জলসায় গেয়েছিলেন। আমি ঐ অনুষ্ঠানেই প্রথম মান্না দে কে দেখেছিলাম। মনে আছে এই গানটা যখন উনি গাইছিলেন তখন সমস্ত পরিবেশটা ছিল pin drop silence। মান্না দে এই গানটা গাওয়ার পর আমাদের বাটানগরের সেদিনের উপস্থিত সব শ্রোতা দের খুব প্রশংসা করে বলেছিলেন যে আপনারা যে এমন একটি গান খুব মনোযোগ দিয়ে শুনলেন তাতে আমি ভীষণ খুশি হয়েছি।
আমি ১৯৫৮ সালে এই গানটা খুব গাইতাম, ভালো হোক বা নাইই হোক !
আপনি ভাগ্যবান যে ভগবান কে সামনে থেকে দেখেছেন।আমি দর্শন পেলে চোখের জল দিয়ে তার পা ধুয়ে দিতাম।
ওই গানটির লাইভ রেকর্ডিং কি আছে আপনার কাছে থাকলে আপলোড করুন না🙏।
যখন এন্টনী ফিরিঙ্গী সিনেমাটি এলো 1969 সালের আশেপাশে সেইসময় মান্না দের বাজার তুঙ্গে। ওই বইটি আমাদের এখানে মানসী সিনেমা হলে এসেছিল। তিনদিন আগেই অগ্রিম টিকিট শেষ লাইন দিলাম 0,65 পয়সার কাউন্টারে প্রথম দিন নাইট শো তে। পাক্কা দুইঘন্টা বিধ্বস্ত হয়ে একটি প্রায় আকাশের চাঁদ হাতে পেলাম। বইটি গানে গানে ছয়লাপ প্রতিটি গানই অসাধারন। তার পরেই এক জলসায় দেখলাম রাত্রি প্রায় একটার সময় তিনি এলেন, দেখলেন, সবার মন জয় করে চলে গেলেন। প্রথম গান একটি ভজন, দ্বিতীয় গান আমি যামিনী তুমি শশী হে। নিস্তব্ধ অতো বড় প্রাঙ্গণ। সঙ্গে পুলক বন্দ্যোপাধ্যায় ও ছিলেন। পরে আরও দুবার কলকাতায় দেখেছি।
না পাওয়ার দুঃখের ক্ষত থেকে রক্ত ক্ষরনে ওস্তাদ মহান শিল্পী মান্না দে।
চাঁদের আশায় নিভিয়ে ছিলাম যে দ্বীপ আপন হাতে!
কি ভাবে সম্ভব এমন গান লিখা? বুঝতে পারছি না!
হেলাল উদ্দিন ভূঁইয়া 💕💕
deep mane eakhane prodeep
I didn't understand the inner meanings of the song when I was young. At 70 it is very much heart touching. Melancaly.
আজ হঠাৎ এই গানটি শোনার খুবই ইচ্ছা হলো অনেকের এই গানটি শোনার ফাঁকে অরিজিন্যাল টি শোনার ইচ্ছা হলো।সবাই গেয়েছেন বেশ ভালো কিন্তু যাঁর গান সেতো অসাধারন কোন তুলনাই হয় না।
বাহ্। যতবার শুনি ততবারই ভাল লাগে।
এত দরদী কন্ঠ আর হবে না। কাঁদতেও আনন্দ।
👌👌
আলেয়ার আলো করে পরিহাস আলোকের ছলনাতে।******নয়নে আগুন জ্বালাইয়া তাই কাঁদিব প্রাণের সাথে।
গানের প্রতিটা কথাই কী মর্মস্পর্শী। শিল্পী আজ সশরীরে নেই, কিন্তু গানের মাধ্যমে আমরা তাঁকে আমাদের অন্তরে খুঁজে পাই।
ধন্য গীতিকার, ধন্য শিল্পী।
কোনদিন সাথী ছিল আঁখিধার
তাহারও সময় নাহি আজি আর
নয়নে আগুন জ্বালাইয়া তাই
কাঁদিবো প্রাণের সাথে.... 😢
এত সুন্দর কথাগুলো কিভাবে সাজালেন গীতিকার
Wonderful creation and performance, no language is enough for any Manna's song
Oh8/8
আমার খুব প্রিয় শিল্পী মান্না দের কন্ঠে বহ গান শুনেছি কিন্তু এই গানটি শুনতে শুনতে মনটা কেমন ভারাক্রান্ত হয়ে গেলো সত্যি আমরা অনেক কিছুই আশা করি কিন্তু সবকিছু কি আমরা পাই আমার প্রিয় শিল্পী কে অনেক প্রনাম জানাই 🙏🙏
Tears flow out of eyes everytime I listen to this incomparable composition
অপূর্ব খুব সুন্দর একটা গান শুনিয়ে মন জুড়িয়ে যায় 1:19
মান্নাদের গান গাওয়ার ধরনটা সত্যি অসাধারণ
ওনার গান গাওয়া খুবই কঠিন
আমি যখন প্রিয় শিল্পীর গান শুনি তখন হৃদয় আমার নবীন হয়ে যায় মনে হয় আমি যেন মানুষের মধ্যে একজন খুব সাদামনের মানুষ হতে পারি যেন কোন কলুষতা আমাকে আর স্পর্শ না করে।
জীবনের আনন্দ ,দুঃখ প্রেম বিরহ মিলন বিষন্নতার অমোঘ অভিব্যক্তির সুন্দর প্রকাশ এই গান।
Manna Babu is still with us, with all his recorded songs.
এটা কি মালগুঞ্জি রাগ এ গাওয়া?
অসাধারণ এক কথায় চমৎকার
Lyrics penned by Music Director Anil Biswas and rendered elegantly by Manna Dey
An exclusive emotional song which touch every unsuccessful love 's person's heart.
মন জুড়িয়ে গেল। অপূর্ব।
গানটি যতবার শুনি ততবারই শুনতে খুবই ভালো লাগে
বহু বছরের পুরনো গান তবুও বারবার শুনতে খুবই ভালো লাগে
দীপ কি পারে চাঁদের আলোর সাথে পাল্লা দিতে? সেতো নিভেই যাবে।
মন প্রাণ ভরিয়া শুনিতেছি গান ❤❤
He was a singer that will not born in next 100 yrs
অসাধারণ খুব সুন্দর একটা গান❤❤
How many times I heard this song, I can't count But surprisingly it never sounds old.
Apurva wonderful song ❤❤
অসাধারণ অপূর্ব অতুলনীয় একটি গান
The silence would be the perfect answer of this song.
Soulful expression of grief & repentance for past mistakes.
আমার অত্যন্ত প্রিয় গানগুলোর মধ্যে একটি গান।
অশেষ ধন্যবাদ আপনাকে।
Best presentation among all of his modern songs recorded
সারা জীবন গানটি শুনিয়ে গেলেও কিছুতেই আশা মিটবে না
সর্বকালের সেরা শিল্পীর গাওয়া সেরা একটি মিষ্টি গান
কি সুর দিয়েছেন উনি!! স্বর্গীয় I
মনটা ভরে যায় 🇧🇩🇧🇩🇧🇩
প্রতিটি শব্দ যেন রক্ত ক্ষরণ করায়।
ভাবি এত সুর আর ভাষার রূপ পেতো কিভারে।
গানটি শুনে নিজেকে যেন হাড়িয়ে ফেলি!
Song of golden voice 🙏🏻🙏🏻🌹🌹
Apoorva very very so sweet song
♥️♥️♥️
অপূর্ব দারুন খুব সুন্দর গান গান শুনে মন ভরে যায়
অসাধারণ একটি গান শুনলে মন প্রাণ জুড়িয়ে যায়
One of my best singer 🙏🙏
স্বর্ণযুগের শিল্পীদের গাওয়া গানগুলি আজও আমাদের মুগ্ধ করে
অপূর্ব...
Old is gold so nice song ❤❤
Beautiful song ❤❤
One of my best song 👍👍🙏🙏❤️❤️👍👍👍
হাজার বার গানটি শুনলে ও এতোটুকু শোনার আগ্রহ কমে না
আমি চাই কোটি কোটি কমেন্ট পড়ুক, তার পর আর কি বলব? বলে তো শেষ করা যাবে না। আমার মাথা অচল হয়ে আসে।
যুগ যুগ ধরে গানগুলি অমর হয়ে থাকবে চিরকাল
He is my favourite singer 🙏🙏
আমার পছন্দের গান গুলির মধ্যে এই গানটি আমায় খুব খুব প্রিয় একটি গান
যুগ যুগ ধরে এই গানগুলি বেঁচে থাকবে চিরকাল
Wonderful ❤❤
Best of manna Dey, 👍👍🙏🙏🌹🌹
সঙ্গীত জগতে মান্না দে অমর হয়ে থাকবেন চিরকাল 🙏🙏
Excellent
One of my best song ❤❤
মান্না দে আমার খুব প্রিয় একজন শিল্পী এবং উনার গাওয়া গানগুলি আমার খুব খুব প্রিয় গান
One of the best sad song of Manna De
হ্রদয়ে দাগ কেটে দেয় !! রক্ত ক্ষরণ বন্ধ হয় না কেন !!??
সমস্ত হৃদয় নতুন করে সজীব হয়ে উঠে।
স্বর্ণযুগের গানগুলি কোন তুলনায় হয়না
চাঁদের আশায় নিভায়ে ছিলাম যে দীপ আপন হাতে অন্ধ পরান খুঁজিছে তাহারে জীবনের আঙিনাতে অসাধারণ একটি গান
Great of all Times
বুকের গহীনে লুক্কায়িত ব্যথা কেঁদে কেঁদে ওঠে....!!
গানটি শুরু করলে বার বার শুনতে হদয় আকুতি করে
সত্যি তাই 😐
যত জনই এই গান শুনবে তার বুকের গহনে লুক্কায়ে কাঁদবে।
This song new any time.
মান্না দের প্রথম জীবনের দিকের গান !
All time greatest manna Dey song ❤❤
Super super song ❤❤
চোখে জল এসে গেল।
অপূর্ব সুন্দর সুন্দর গান মন ছুয়ে যায়
এমন গান আর কোনদিন হবে না।
এইসব অসাধারণ কথা সুর ও শিল্পী তৈরি হওয়ার পরিবেশ আর কোন দিন ফিরে আসবে না।
অসাধারণ একটি গান গান শুনলে মন জুড়িয়ে যায়
হাজার বার গানটি শুনলে ও আশা মেটে না
বারবার এই গানটি শুনলেও আবারো শুনতে ইচ্ছা করে
এত সুন্দর একটি গান শুনি মন জুড়িয়ে যায়
Apurbo very very nice song
This is my favourite song ❤❤
অসাধারণ অপূর্ব অসম্ভব সুন্দর গান
অসাধারণ গানের কথাগুলি গান শুনে মন জুড়িয়ে যায়
Speechless ❤
মান্না দে ই শ্রেষ্ঠ।
ভারতীয় সঙ্গীতের স্বর্ণযুগ থেকে বর্তমান, তিনি সম্রাট, তিনিই তানসেন। ভবিষ্যতে আর কেউ হবেন কিনা বলা শক্ত।
The great manna Dey 🙏🙏
Old is always gold
RIP
অমর শিল্পীকে প্রণাম! 🙏🙏🙏
মরমী অসাধারণ কণ্ঠ..ও গায়কী...
হাজার বার গানটি শুনলে আবারো শোনার আগ্রহ থাকে
আসক্তি আসক্তি জন্মায়। আমি যখন এই গান শুনছি বার বার শুনতে চাচ্ছি
মান্না দে আমার খুব প্রিয় শিল্পী এবং তাহার গাওয়া গানগুলি আমার খুব খুব প্রিয় গান
ভাই আমার চেয়ে কি প্রিয়?
সত্বায় মিশে আছে আছে এ গান !
অসাধারণ