Warfaze-Obak Bhalobasha

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 3,9 тыс.

  • @MohammadNasim-sp9gu
    @MohammadNasim-sp9gu Год назад +487

    ওয়ারফেজ এর গান শোনা শুরু করেছি ওয়ারফেজের জন্মলগ্ন থেকে।আজ আমার বয়স ৫১,এরপরও শুনি ওয়ারফেজের গান। অতীত এর কথা মনে পরে যায়।

  • @FLamb-ti9cd
    @FLamb-ti9cd 8 месяцев назад +961

    I'm Italian, my name is Fabio, and I bought this CD.
    And I fell in love with this song: an extraordinary work of art

    • @sanim_nubx
      @sanim_nubx 8 месяцев назад +8

      💗

    • @fafpresents1081
      @fafpresents1081 8 месяцев назад +22

      Its a masterpiece of work.
      Love from Bengal ❤❤

    • @sampadtanmoy5354
      @sampadtanmoy5354 8 месяцев назад +18

      I’m Pratyush Guha Tanmoy from Bangladesh. Many many love for you from me❤️❤️❤️

    • @mohammadzubair6098
      @mohammadzubair6098 8 месяцев назад +2

    • @its_mahabubur
      @its_mahabubur 8 месяцев назад +34

      i am damn sure you are not italian

  • @chirajyotibasak8992
    @chirajyotibasak8992 7 месяцев назад +142

    কোক স্টুডিওতে শুনে অরিজিনাল টা শোনার ইচ্ছে হল। এ কী!! এ তো আগুন!! এত ভালো গান কেন যে আগে শুনিনি!! পুরো গান জুড়ে goosebumps ফিলিং! অবাক বাংলাদেশ!! অবাক বাংলা ও বাঙ্গালী!! আহা মুগ্ধতা❤
    With ❤❤❤ from West Bengal 🙏
    প্রাণের ভাষা মায়ের ভাষা হৃদয়ের আবেগের কাছে তুচ্ছ হোক রাজনীতি আর কাঁটাতার ❤

    • @redwanahmedhridoy9751
      @redwanahmedhridoy9751 7 месяцев назад +2

      ❤❤

    • @RupokKadir
      @RupokKadir 7 месяцев назад +5

      This is not the original version though. The original version is from the "Obak bhalobasha" album.

    • @chirajyotibasak8992
      @chirajyotibasak8992 7 месяцев назад +5

      @@RupokKadir Yes. I know that bro. After listening to the CSB rendition, I searched I found the original one by the legend Babna Karim, nothing comes close to the original though. ❤️

    • @rakibulislam9042
      @rakibulislam9042 7 месяцев назад +7

      ​এটা ই অরিজিনাল ভার্সন।। বাবনা করিমের, এবং ওয়ারফেজ এর গান। আর প্রথমে যেটা এলবামে মুক্তি পাইছে সেটা ৩০ বছর আগের তাই একটু সাউন্ড শার্প ছিলো আর এইটা একটু সাউন্ড কোয়ালিটি ভালো করে আপলোড দিছে।। তাছাড়া সব ই সেম।​@@RupokKadir

    • @udoy852
      @udoy852 6 месяцев назад +2

      রূপকথা,পূর্ণতা, অবাক ভালোবাসা,আরশী নগর,জাত গেল warfaze এর best গান

  • @wahiduzzaman2626
    @wahiduzzaman2626 4 года назад +853

    পুরানো নানান গানে ঘুরতে ঘুরতে ওয়ারফেইজের এই গানটা বেজে উঠলো, একটানে পিছিয়ে গেলাম যেন প্রায় ৩০ টা বছর। মনে পড়ে গেল ওয়ারফেইজের সেই প্রথম এ্যালবাম রিলিজ যা কিনা বাংলা ব্যান্ড জগতেরই একটা মাইলফলকের মত ছিল। সঞ্জয় আর বাবনার সেই কন্ঠ, কমলের গিটার, টিপুর ড্রাম -- একটা পারফেক্ট প্যাকেজ। এই গানটা শুনছি আর বুকের মাঝে বাজছে ওয়ারফেইজের প্রথম এ্যালবামের "মনে পড়ে যায় আমার কৈশোর, স্মৃতি হারানো সেই সুর, আজও ভুলিনি সেই দিনগুলি
    , মনে পড়ে যায় আবার ফিরে আসে" সেই গানটা। কী সেইসব দিন ছিল বাংলা ব্যান্ডের। আমাদের নাম না জানা শিল্পীরাও যেসব কম্পোজিশন করত, ইন্ডিয়া- পাকিস্তানের নামকরা ব্যান্ডগুলোরও সাধ্য ছিলনা সেইসব কম্পোজিশন করার। এখনও মানুষের মুখে মুখে থাকে সেই সময়ের ব্যান্ডের গানগুলোই। তখনকার ব্যান্ডের কনসার্টের উন্মাদনা বর্তমান প্রজন্ম কল্পনাতেও আনতে পারবেনা। জানি না আর কোনদিন বাংলা গানের সেই সুদিন আসবে কি না?

    • @sanjeedaafroz7275
      @sanjeedaafroz7275 4 года назад +36

      ভাবতে কি অবাক লাগে তাইনা ! এতগুলো বছর হয়ে গেছে ......সময় পেড়িয়ে গেছে আমাদের মনটা পিছনেই থেকে গেছে

    • @wahiduzzaman2626
      @wahiduzzaman2626 4 года назад +25

      @@sanjeedaafroz7275 সত্যিই অবাক হই মাঝে মাঝে, কেমন করে কিভাবে কেটে গেল এতগুলো বছর, বুঝতেই পারিনি। তবু্ও সেই ৯০ এর দশকের বছরগুলোই জীবনের সবচেয়ে স্বর্ণালি অধ্যায় হয়ে রয়ে গেছে। যদিওবা জানি, কোনদিন আর ফিরে আসবেনা সেই সময়গুলো, তবুও ভাবতে ভালো লাগে সেইসব দিনগুলোর কথা, বর্তমান প্রজন্ম যেসব কখনো বুঝতে পারা তো দুরে, কল্পনাও করতে পারবেনা। বাংলা ব্যান্ডের সেই সময়ের সেই গানগুলো, সেই সময়ের এক একটা ব্যান্ড শো এর উন্মাদনা!!! উফ, এখনো শিহরিত হই। যা হোক, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আর ভালো থাকবেন।

    • @fifteentwo152
      @fifteentwo152 4 года назад +19

      আপনি/আপনারা ভাগ্যবান যে আপনাদের কৈশোর কেটেছে উনাদের মতো লিজেন্ডদের গান শুনে।আমরাও আমাদের ভাগ্যবান মনে করতে পারি,কারণ ইউটিউব কিংবা অন্য যেকোন সামাজিক যোগাযোগ মাধ্যমে কল্যাণে উনাদের মতো লিজেন্ডদের তৈরী গান শুনতে পাচ্ছি।এইসব গান আর এইসব গানের মানুষগুলো আমাদের মাঝে বেঁচে তাদের গানের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।💝💝🙏🇧🇩

    • @protickyasir7594
      @protickyasir7594 4 года назад +1

      Wow

    • @mahfujurrahmanshimul4876
      @mahfujurrahmanshimul4876 4 года назад

      . Hindi drama

  • @wizalnahian
    @wizalnahian 4 года назад +923

    year 2009. Back when I was a college going boy. It was Eid ul Fitr eve. I bought a new phone (Nokia 5130 XpressMusic) with all my tuition money and the money I got for Eid shopping. No new clothes but I was happy. I was on my rooftop. headphones on. Listening to the Obak Bhalobasha that I found included in my memory card. I dont konw how many times I listened to this Masterpiece. the piano solo, the melody and the lyrics. I was blown away. Previously i knew a very little about warfaze. but after listening to Obak Bhalobasha I knew very well that Warfaze is going to be my all time favorite Bengali Band. kudos!

    • @wickedne9399
      @wickedne9399 4 года назад +7

      So lucky! I found this masterpiece recently

    • @rodelatithi534
      @rodelatithi534 4 года назад +6

      Righnt now i like this song

    • @zarifanam
      @zarifanam 4 года назад +4

      I found it the same way!!! Hi-five!!! a little later... :D

    • @nanofarming
      @nanofarming 4 года назад +4

      almost same, but 2011....those were the days.....!!!

    • @wasimsheik4654
      @wasimsheik4654 3 года назад

      Take love ❤

  • @mohammadashiqurrahman2705
    @mohammadashiqurrahman2705 8 месяцев назад +251

    ৮ মিনিট ৪০ সেকেন্ডের অরিজিনাল ট্রেকটা যারা শুনেছেন তারাই বুঝতে পারবেন গানটা আরো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো করা যেত Coke Studio তে। পথচলাতো পরবর্তীতে সর্ট ভার্শন করা হয়েছে। এই গানটি বাবনার গাওয়া ওয়ারফেজর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ৯০ দশকের গান।

  • @mdalifahmedali2575
    @mdalifahmedali2575 Год назад +454

    আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀

  • @FaridDoodles
    @FaridDoodles 8 месяцев назад +315

    Bro, no one can recreate this masterpiece. Not even coke studio. Coke studio tried to add that legendary flute solo in a different way but this original one hits hard. I am a big fan of this flute solo. Best era of bangla music. It will always remain legendary. Thousend of broken memories, my cheap headphones and this song. LIFE!!!!

    • @NirjharDebnath94
      @NirjharDebnath94 8 месяцев назад +8

      same opinion, just came after listening the coke studio version. but a thrust for the original version was not satisfied.

    • @mdomarfarukakash2343
      @mdomarfarukakash2343 8 месяцев назад +2

      Same thought

    • @jakariaahamedroman
      @jakariaahamedroman 8 месяцев назад +2

      Same thought bro😂🎉

    • @shayeriakter
      @shayeriakter 8 месяцев назад +2

      exactly 🌿

    • @RifatMustarin
      @RifatMustarin 8 месяцев назад +2

      Well said bro.

  • @s.nnavid794
    @s.nnavid794 День назад +2

    যারা সার্চ করে গান টি শুনতে এসেছেন তাদের রুচির প্রতি সম্মান জানায় 😊❤

  • @173tofazzaltushar7
    @173tofazzaltushar7 5 лет назад +966

    সব আলো নিভে যাক আঁধারে
    শুধু জেগে থাক ঐ দূরের তারারা
    সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
    শুধু জেগে থাক এই সাগর
    আমার পাশে
    সব বেদনা মুছে যাক স্থিরতায়
    হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
    হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
    থমকে দাড়িয়েছে মহাকাল এখানে
    শুভ্র বালির সৈকতে
    এলোমেলো বাতাসে গীটার হাতে
    নিস্তব্ধতা চৌচির
    উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না
    যেন চুনি হীরা পান্না
    সাগরের বুকে
    আলপনা এঁকে দিয়ে যায়
    অবাক ভালোবাসায়
    অবাক ভালোবাসায়
    সব আলো নিভে যাক আঁধারে
    শুধু জেগে থাক ঐ দূরের তারারা
    সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
    শুধু জেগে থাক এই সাগর
    আমার পাশে
    সব কষ্টে বয়ে যাক সুখের ঝড়
    হৃদয় ভরে যাক সহজ নীল স্বপনে
    হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
    থমকে দাড়িয়েছে মহাকাল এখানে
    শুভ্র বালির সৈকতে
    এলোমেলো বাতাসে গিটার হাতে
    নিস্তব্ধতা চৌচির
    উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না
    যেন চুনি হীরা পান্না
    সাগরের বুকে
    আলপনা এঁকে দিয়ে যায়
    অবাক ভালোবাসায়
    অবাক ভালোবাসায়

  • @saymarakachowdhury
    @saymarakachowdhury 8 месяцев назад +155

    গান টা কোনদিন ই শুনা হয় নি, আমার মৃত ছোট চাচা তার টিনএইজে খুব গান পাগল ছিলেন মনে হচ্ছে এই গান অনেক শুনতেন খুব পরিচিত লাগে সুর টা চাচাকে ২০২০ সে বাংলাদেশের ভয়াবহ মরন ক্যান্সার রোড একসিডেন্টে চাচাকে আমরা হারিয়ে ফেলি কিন্তু এতো বছর পর সে চির চেনা সুর গান শুনে শরীর কাটা দিয়ে উঠলো ,কোন ভাবে ই চোখের পানি আটকাতে পারছিনা ,অনবরত শুনে যাচ্ছি বার বার , এ যেনো অন্য জগতে চলে যাওয়া অসম্ভব সুন্দর ❤❤❤

    • @shoRon-uu7gz
      @shoRon-uu7gz 8 месяцев назад +1

      Obak Bhalobasha

    • @AbuBakkarSiddik-ek2sg
      @AbuBakkarSiddik-ek2sg 8 месяцев назад

      এমন আচোদা ইমোশনাল কমেন্ট করে মনের ভিতরটা চুদে দেওয়ার জন্য ধন্যবাদ

    • @sajeebislam9950
      @sajeebislam9950 8 месяцев назад

      বাবনা ভাই

    • @mdsohen8356
      @mdsohen8356 8 месяцев назад

      TyHjggjgikcgggd
      Yuhgyyuyyuuuyyyy 2:12 tfuururr❤😊t🦖 bhjhffltrgfhhd😊❤❤hrhhrrhyhhhujjjjjjikkigyu😅bnnmjjjiuhhjjjhhyetytgj a i

    • @seuduxi6807
      @seuduxi6807 5 месяцев назад +1

      এটা আমাদের শৈশবের গান নব্বই এর দশকের গান তখন আমি ইস্কুলে পড়ি। ঋ🇧🇩🇧🇩🇮🇹🇮🇹🇩🇪💜♥️💙
      এখন ইতালিতে আছি - ৫২ বছর চার বাচ্চার বাপ তবুও আছি আগের মতই।

  • @LeoMessi-gs6uw
    @LeoMessi-gs6uw 8 месяцев назад +55

    Even after listening to the Coke studio's creation, I don't know why I find this more soothing and surreal. Nothing can beat this absolute gem❤️

    • @Aritro77
      @Aritro77 8 месяцев назад

      Yeah I listened to the Coke Studio version just before and it was my first time hearing the song (overseas raised Bangladeshi), and while it had an interesting arrangement, this one is a lot more soothing and nicer on the ear.

  • @azizulmahmud3964
    @azizulmahmud3964 2 года назад +83

    তোমাকে হারানোটা সৃষ্টিকর্তার পরিকল্পনার বাইরের অংশ ছিল না ।আজ এতবছর পর এসে মনে হচ্ছে " তার ঐ পরিকল্পনাটাও ছিল নির্ভুল । কিছু মানুষ প্রেমিকা হয়ে থাকাটাই উত্তম ,প্রিয়তমা না ।
    -আজিজুল ইসলাম

    • @gazigaming9897
      @gazigaming9897 2 года назад

      দারুণ লিখেছেন ভাই 🙂💔

    • @mdrihabuddin2065
      @mdrihabuddin2065 11 месяцев назад

      🤍🌼

    • @JobayerFahad
      @JobayerFahad 10 месяцев назад

      ভাই কি লাইনটাই না লেখলেন,,গান শুনছি আর আপনার লেখাটা পরলাম❤🖤🖤🖤🖤🖤

    • @tanmoybarai6089
      @tanmoybarai6089 8 месяцев назад

      Shera! লাস্ট লাইনটা বাধিয়ে রাখার মত! লিজেন্ডারি!

    • @ZahidulIslam-ej6ez
      @ZahidulIslam-ej6ez 6 месяцев назад

      বেস্ট

  • @Leemon007
    @Leemon007 3 года назад +20

    ওয়ারফেজ এর গান আগে তেমন শোনা হত না।কয়েক বছর আগে এই গানটা ইউটিউবে সাজেশনে চলে আসে।সেদিন রাত ১০টা থেকে ভোর ৬ টা পর্যন্ত শুধু এই গানটাই শুনছি😍

  • @taniarahman1776
    @taniarahman1776 8 месяцев назад +47

    কিছু গান কালের উর্ধ্বে উঠে সৃষ্টি হয়। পরবর্তীতে শত অর্কেস্ট্রা যোগ করেও সেই অনুভূতি আনা যায় না। আমি নিশ্চিত এই গান অনেকের কাছে সেই অনুভূতির নাম।

  • @samail_omi9079
    @samail_omi9079 8 месяцев назад +88

    কোক স্টুডিও থেকে শুনে আবার আসলাম অরজিনাল ভার্সন টা শুনতে এইটা অন্য রকম একটা প্রশান্তি দেয় মনের ভেতর এ😊
    অবাক ভালোবাসা

    • @Kabbo87
      @Kabbo87 8 месяцев назад

      কোক স্টুডিওর টা পলাশ চুদেদিছে

    • @Withniaz
      @Withniaz 8 месяцев назад +2

      এটা অরিজিনাল ভার্সন নয়।

    • @banglarlion6196
      @banglarlion6196 8 месяцев назад +4

      এটা ২য় ভার্সন। প্রথম ভার্সন ৮ মিনিট ৪০ সেকেন্ডের। প্রথমে ২ মিনিট সলো গিটার আছে

    • @rafirabbani9804
      @rafirabbani9804 8 месяцев назад +1

      আমিও

    • @kajol265
      @kajol265 8 месяцев назад +1

      সেইম ব্রু...🤗

  • @manshizrohan5012
    @manshizrohan5012 3 года назад +291

    এই যে আপনি গানটা শুনছেন,আপনাকেই বলছি..আপনার মত সুন্দর আর রুচিশীল মানুষ খুব কম আছে..আর আছে বলেই পৃথিবী সুন্দর,ভালোবাসা সুন্দর
    🌻🌼

  • @OGfoxtrot
    @OGfoxtrot 8 месяцев назад +6

    Warfaze, a GOD TIER LEGENDARY band produces legendary songs like Obak Bhalobasha.
    I salute to their tastes who are still listening this song in 2024.
    Long live Obak Bhalobasha.

  • @rakibahmed1056
    @rakibahmed1056 Год назад +640

    স্মৃতি হিসেবে কেমন্ট করে গেলাম, যদি কেও কখনও রিয়্যাক্ট দেয় তাহলে আবার শোনা হবে 🖤

  • @mohibeenakash
    @mohibeenakash 9 месяцев назад +393

    এই যে আপনি গানটা শুনছেন,আপনাকেই বলছি..আপনার মত সুন্দর আর রুচিশীল মানুষ খুব কম আছে..আর আছে বলেই পৃথিবী সুন্দর,ভালোবাসা সুন্দর

  • @absnibir
    @absnibir 8 месяцев назад +69

    এই গান আপনি সার্চ করে খুঁজে বের করে শুনছেন মানেই আপনি সাধারণ কোনো শ্রোতা নন। আপনার গানের রুচি অতুলনীয়! আপনার প্রতি সম্মান এবং ভালবাসা রইলো 🌻
    _________ #absNibir

    • @Shipon_Molla
      @Shipon_Molla 7 месяцев назад

      খুবই যথার্থ বলেছেন আপনি। এই গান আমাদের তোফান যৌবনের সময়ের

    • @AhmedRaj-mw6wn
      @AhmedRaj-mw6wn 7 месяцев назад

      ধন্যবাদ দাদা ❤

    • @jahidnoyon2738
      @jahidnoyon2738 7 месяцев назад

      যথার্থ বলেছেন @absnibir

  • @shahinmahnud4419
    @shahinmahnud4419 3 года назад +23

    সব আলো নিভে যাক আঁধারে
    শুধু জেগে থাক ঐ দূরের তারা রা
    সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
    শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
    আহাহা, আহাহা...
    আহাহা, আহাহা...
    সব বেদনা মুছে যাক স্থিরতায়
    হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
    হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
    থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
    আহাহা, আহাহা...
    আহাহা, আহাহা...
    শুভ্র বালির সৈকতে
    এলোমেলো বাতাসে গীটার হাতে
    নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে কাঁদি
    অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না
    সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
    অবাক ভালোবাসায়
    অবাক ভালোবাসায়
    সব আলো নিভে যাক আঁধারে
    শুধু জেগে থাক ঐ দূরের তারা রা
    সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
    শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
    আহাহা, আহাহা...
    আহাহা, আহাহা...
    সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়
    হৃদয় ভরে যাক সহজ নীল স্বপনে
    হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
    থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
    আহাহা, আহাহা...
    আহাহা, আহাহা...
    শুভ্র বালির সৈকতে
    এলোমেলো বাতাসে গীটার হাতে
    নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে কাঁদি
    অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না
    সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
    অবাক ভালোবাসায়
    অবাক ভালোবাসায়

  • @smsajan128
    @smsajan128 Год назад +58

    এই গানটি শুনতে আসা প্রতিটি মানুষের রুচির প্রতি শ্রদ্ধা।

  • @rafsunshaks4685
    @rafsunshaks4685 8 месяцев назад +27

    Coke Studio থেকে শুনার পড়ে আসলাম কিন্তু এটার মতো ফিল পেলাম না ওপার বাংলা ভালোবাসা রইলো warfaze dada ❤
    Old is gold💞

    • @shahanshaha.mohammad3642
      @shahanshaha.mohammad3642 8 месяцев назад

      ORIGINAL TA EKTA MASTER PIECE JA KEW ARE KONO DIN RECOMPOSE / REPRODUCE KORTE PARBE NA. BHABNAR O BOYOSH HOYE GECHE. WARFAZE ER JACH O KOME ESHECHE KINTU TADER AI IMPOSSIBLE, INVAVUALBE PIECE THEKE JABE JARA 90'S ER BANGLA BAND SUNTO.

    • @safiulislam-q7l
      @safiulislam-q7l 8 месяцев назад +3

      Warfaze isn't a single artist. It's a music band.

    • @nahinkhanvlogs
      @nahinkhanvlogs 7 месяцев назад +1

      Warfaze eta ekta band er nam

  • @Rahisdiary
    @Rahisdiary Год назад +35

    সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
    শুধু জেগে থাক
    এই সাগর আমার পাশে।
    আল্পনা এঁকে দিয়ে যায় সাগরের বুকে
    অবাক ভালোবাসায়।
    সব বেদনা মুছে যাক স্থিরতায়
    হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
    হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
    থমকে দাঁড়িয়েছে
    মহাকাল এখানে।
    Time flies ,but memories never die♡

  • @wow_krm5406
    @wow_krm5406 Год назад +51

    It was in 2009, the 1st time I listened to this masterpiece from the legend's voice in a concert at my College reunion. Never gets old.

  • @T.F_Fardin_196
    @T.F_Fardin_196 5 дней назад +2

    ২০২০ প্রথম শুনেছিলাম ,তখন ক্লাস ৮ এ পড়ি । ২০২৫, এ এখনোও গায়ে কাটা দেয় গানটা শুনলে । কি জানি আছে এই গানটায়! কেমনই‌ যেনো ঘোরের মধ্যে থাকি গানটা শোনার সময়।

  • @shajjadhossainshohag1491
    @shajjadhossainshohag1491 8 месяцев назад +213

    কোক স্টুডিওতে রিলিজ হ‌ওয়ার পর আবার শুনতে আসলাম। যত‌ই আধুনিক বাদ্যযন্ত্র দিয়ে কাভার করুক এই আসলটার মতো কখনোই হবে না। এটাতে অন্যরকম একটা অনুভুতি কাজ করে। গানটার আকর্ষণীয় বাঁশির সুর টাই কোক স্টুডিও দিতে পারল না 😓
    Old is Gold 🫶🖤 25-05-2024

  • @contagioustree7778
    @contagioustree7778 4 года назад +50

    "হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে...!"
    Really!
    This song is the true expression of love of existence!!!
    Make me feel Alive all the time♥♥♥

  • @RaFi-is3hj
    @RaFi-is3hj 8 месяцев назад +11

    এইটায় সেরা। কোক স্টুডিও থেকে আবার শুনছি। এ'জেনও এক ফেরা নতুন সূচনায়। বাদ্যযন্ত্র আর আলোকসজ্জা থাকলেই পারফরম্যান্স সেরা হয় না তার প্রমান মাত্রই পেলাম।
    ভালবাসি ভাই।♥️

  • @arohiannam8223
    @arohiannam8223 3 года назад +156

    প্রত্যেক টা শব্দ যেনো ভেতরটা চিঁড়ে অনুভুতিগুলোকে সাথে নিয়ে বেরিয়ে আসছে!!
    অসম্ভব সুন্দর 🌸

    • @fuadahmed5099
      @fuadahmed5099 2 года назад

      ❤️

    • @md.faisalnafismajumder1240
      @md.faisalnafismajumder1240 Год назад

      বাংলাদেশের খুব কম ব্যান্ড ই ওয়ারফেজ এর মতো এতো meaningful গান তৈরি করে। A complete package.

    • @mahadihassan8225
      @mahadihassan8225 Год назад

      একদম, অসম্ভব সুন্দর লিরিক্স, মনের ভিতরের সব অনুভুতি বেরিয়ে আসে🖤🥀

  • @26mamun
    @26mamun 4 года назад +86

    We are lucky to have a world class band like Warfaze in Bangladesh. And to have songs like this Masterpiece. Love for Warfaze. Warfaze forever. ♥️👍

  • @neeleshbiswas6822
    @neeleshbiswas6822 8 месяцев назад +47

    আজ কোক স্টুডিও বাংলা না থাকলে জানতে পারতাম না ৯০-এর দশকে এত সুন্দর একটা গানও ছিল। ওপার বাংলা থেকে অনেক ভালবাসা। ❤️❤️

    • @sifatstudios
      @sifatstudios 8 месяцев назад +1

      Ami to age thake e jani a gan

    • @tanvirtscientist608
      @tanvirtscientist608 8 месяцев назад +1

      Sob valo gaan e 90s er! Ekhon to sob okhaddo

    • @ruheenruheen4862
      @ruheenruheen4862 8 месяцев назад +1

      Apnar berthota

    • @shamin001
      @shamin001 7 месяцев назад

      Boycot CokeStudio

    • @sadmanpranto9026
      @sadmanpranto9026 4 месяца назад +1

      দেরি করে শুনা কখনোই না শুনা থেকে ভালো।

  • @dipayannandi5979
    @dipayannandi5979 Год назад +12

    সব বেদনা মুছে যাক স্থিরতায়....
    হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে,
    হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে...❤☺️

  • @AHJeebon
    @AHJeebon 6 месяцев назад +3

    Six years ago, I forgot to thank Warfaze for the wonderful song.
    A melody like no other, stirring emotions deep within.
    Today, I express my gratitude belatedly,
    For the gift of their artistry,
    Forever etched in the soundtrack of my life.

  • @moarifnoor1462
    @moarifnoor1462 Год назад +18

    গানগুলোর ভিউ দেখে অনেক কষ্ট হয়। আবার শান্তিও পাই এটা ভেবে যে,এই গানগুলো সবার জন্য না ।
    Warfaze Forever ❤❤

  • @shahariarshuvo3502
    @shahariarshuvo3502 Год назад +17

    This is not only a song its a rhythom for life. lyrics made made me think again for the creation.when everything become worse, its lyrics give me new opportunity for living. Thanks warfaze

  • @oniruddhosaha
    @oniruddhosaha 8 месяцев назад +9

    I just wanna say one thing......
    Recreating this masterpiece wasn’t bad but this one this incomparable... ❤
    Obak valobasha

  • @shahabjp
    @shahabjp Год назад +6

    ❤❤❤❤❤❤❤
    আমাদের সৌন্দ্যর্য্য,আমাদের গর্ব - ওয়ারফেজ।
    কি গায়কি! কি দ্যুততার বিচ্ছুরণ!!
    এ গানের মাধ্যমে এক অপার্থিব, রোমান্চকর সুরের প্রবাহে, অবগাহনের সুযোগ করে দেয়ার জন্যে ভালোবাসা এবং শ্রদ্ধা ~ প্রিয় ওয়ারফেজ।

  • @nafisamaria3727
    @nafisamaria3727 2 года назад +29

    অন্ধকার রাত,নিস্তব্ধ রুম,হালকা বাতাস,
    জানালার পর্দা বাতাসে উড়ছে আর হেডফোনে বেজে চলেছে 'অবাক ভালোবাসা' -Perfect combination
    Warfaze Forever❤️

    • @salmanahamed7703
      @salmanahamed7703 2 года назад +1

      Warfaze er Gaan gula onno rokom ekta vibe dey ... Moner govir e dukkho kosto, bedona, anondo sob kisu rei nara dey...Chokh bondho koira shunle mone hoy onno ekta jogot e choila gesi aha 😌
      Long live Warfaze 🖤

  • @fahmidarisha6278
    @fahmidarisha6278 5 месяцев назад +28

    তোমার জন্য রেখে গেলাম শুভ, আমার জীবনের পুরোটা জুড়ে থাকো তুমি :)
    আমি কখন ভাবিনি তুমি আমার সাথে এমনটি করবে😅

    • @springdaybts8386
      @springdaybts8386 3 месяца назад +3

      BANGTAN ARMY'S are always have good choices❤❤

  • @shoyab_ofc
    @shoyab_ofc 10 месяцев назад +355

    শুনেন ভাই আমি এটা শিওর RUclips আপনাকে এই গানটা suggest করে নাই আপনি নিজ হাতে সার্চ করে দেখছেন 😅💔 যারা এমন গান শুনতে আসে তাদের রুচির প্রতি সম্মান জানায় 😊

    • @HamimMahbub-du9bl
      @HamimMahbub-du9bl 9 месяцев назад +6

      জি আপনি সঠিক

    • @ahmedraju466
      @ahmedraju466 8 месяцев назад +4

    • @AbdusSamad06
      @AbdusSamad06 8 месяцев назад +2

      Thanks 👍

    • @banglarlion6196
      @banglarlion6196 8 месяцев назад +3

      এটা ২য় ভার্সন। প্রথম ভার্সন ৮ মিনিট ৪০ সেকেন্ডের। প্রথমে ২ মিনিট সলো গিটার আছে

    • @mdarafatsheikh7773
      @mdarafatsheikh7773 8 месяцев назад +1

      ঠিক ভাই

  • @VisaInformationdesk
    @VisaInformationdesk 3 года назад +17

    শুনছি ২০২১ সালে,
    যদি ২১২১ সালে কেউ এই গান শুনো তাদের রুচির প্রতি সম্মান রহিলো। ❤️

  • @shimulray5435
    @shimulray5435 29 дней назад

    সবচেয়ে পছন্দের একটি গান। ভালোবাসা সত্যিই অবাক করার মতো। যতবার শুনি ততবারই অবাক লাগে, ভালোবাসা দ্বিগুণ হয়। হাজার বছর পরেও গানটির প্রতি অনূভুতি একই থাকবে। ভালো থাকো।

  • @GlimpseBanglaArt
    @GlimpseBanglaArt 3 года назад +50

    আজ থেকে ১০০ বছর পর যারা এই গানগুলো শুনবে, তোমরা মনে রাখবে আমরা বিংশশতাব্দীর তোমাদের বড়দের রুচি কেমন ছিলো

  • @mdsadekhossen9783
    @mdsadekhossen9783 Год назад +92

    প্রায় হাফ ৭০০/৮০০ মিটার এলাকায় কোনো বসতি নেই। একদম একটা নিঃশব্দ একটি খোলা বিলের মাঠে রাত ২ঃ২৮ ঘড়িতে। আমি আর আমার এক বড় ভাই গানটা শুনতেছি 🥰🥰

    • @banglarlion6196
      @banglarlion6196 8 месяцев назад

      এটা ২য় ভার্সন। প্রথম ভার্সন ৮ মিনিট ৪০ সেকেন্ডের। প্রথমে ২ মিনিট সলো গিটার আছে

    • @sayantanmukherjee4070
      @sayantanmukherjee4070 2 месяца назад

      বড় ভাই এর ও পছন্দ হচ্ছে?

    • @Shhajdjns
      @Shhajdjns Месяц назад

      সাথে গাজা আছে তো না হয় হবে না কিন্তু😊

  • @jubaerahmed1992
    @jubaerahmed1992 8 месяцев назад +7

    I'm obessed with the original version! No matter how much time I listen to this song, I lose myself in an unknown world where euphoria and melancholy touch my heart together bringing an extreme thought about my life.
    So lucky to witness this golden track✨🌻

  • @marufmazumder3475
    @marufmazumder3475 4 года назад +134

    এটাই ওয়ারফেজের বেস্ট সং🖤।
    সবচেয়ে বেশি ক্রিয়েটিভ 🧠🧠🧠🧠

  • @rezaulrasel
    @rezaulrasel 5 лет назад +41

    Love u babna vai.....
    Masterpiece from u...
    Jotobar suni totobar notun kore sunsi mone hoy..

  • @SaimaRahmanety
    @SaimaRahmanety 8 месяцев назад +6

    ধন্যবাদ আমার ভাইদের ,যাদের জন্য এত সুন্দর গান গুলা শুনে শুনে আমার বড় হয়ে উঠা, ২০০৬-২০০৮ সালের দিকে এক্টা সময় ছিল গানের দোকান গুলাতে এই গান গুলা বাজতো বাসায় বাসায় বাজতো,আর এখন সব বাজে গান দিয়ে সব নষ্ট হয়ে গেছে

  • @nazmulhasannayan7253
    @nazmulhasannayan7253 3 года назад +17

    সব বেদনা মুছে যাক স্থিরতায়
    হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে...! ❤️

  • @m.hasanriyad1751
    @m.hasanriyad1751 3 года назад +469

    ঘড়ির কাঁটায় ৩ টা, আকাশের চাঁদ পশ্চিমে। তিন তলার ব্যালকনিতে বসা আমি, এক কাপ ধোঁয়া ওঠা কফি, আঙুলের ফাঁকে জ্বলন্ত বেনসন সাথে ওয়ারফেজ❤️

    • @leyakarmoker2986
      @leyakarmoker2986 3 года назад +4

      এক বন্য সুখ 💘

    • @jibonahmed3455
      @jibonahmed3455 2 года назад +8

      আপনি যে ওই রাতে কেনাবিস খেয়েছেন তা আমি বুঝতে পারছি ❤️🤙

    • @arif1765
      @arif1765 2 года назад +9

      সেম হেয়ার। পার্থক্য শুধু আমি আট তলার বারান্দায়। ২ ঘন্টা ধরে এটাই শুনছি ।

    • @m.hasanriyad1751
      @m.hasanriyad1751 2 года назад

      @@arif1765 😪

    • @sushilkarmakar1324
      @sushilkarmakar1324 2 года назад +1

      who is the vocalist??

  • @YasinMollah197
    @YasinMollah197 8 месяцев назад +11

    "রূপকথার" যদি "পূর্ণতা" পেতো তাহলে "যত দূরেই" থাকতে "তোমাকে" মনে পরতো। "অসামাজিক" "একটি ছেলে" আমি, "মহারাজের" মত "বসে আছি একা", তীব্র "হতাশার" পরেও "হারিয়ে তোমাকে" পাওয়ার "আশা" নিয়ে তোমার "প্রতিক্ষায়" আছি, হয়তো এটাই "অবাক ভালবাসা"
    Take Love Warfaze

  • @mdjosimahmed3943
    @mdjosimahmed3943 Год назад +25

    আমি ফ্রান্স থাকি যখন আমি এই গান তখন এক বিদেশি খাবার খাইতে ছিল এবং উঠে এসে জিজ্ঞেস করে এটা কোন দেশের গান তখন গর্ব করি বলি বাংলাদেশ। world class warfaze thank you

  • @ruhinriana
    @ruhinriana Год назад +23

    I WILL BE BACK AGAIN AGAIN TO LISTEN THIS MASTERPIECE SONG. THANKS WARFAZE YOU MADE OUR BOYHOOD SO FANTASTIC.

  • @mr.professor1258
    @mr.professor1258 3 года назад +102

    একটা প্রজন্ম আসবে
    তারা বারে বারে চাইবে এই গান টাকে নতুন করে জন্মাতে কিন্তু তারা কি জানে ৯০ দশকের গান পাগলা মানুষ গুলো এই গানটার জন্য কি করেছে। সেই ২৫ টা বছর, কিভাবে চলে গেল,কত কিছু, কত জন হারিয়ে গেল,প্রথম এলব্যামের কাসেট কিনে দেওয়া বন্ধুটিকে সেদিন বিদায় দিয়ে এলাম, কিন্তু গান,কথা স্মৃতি রয়েই গেছে 😥😥

  • @rafidkhan555
    @rafidkhan555 Год назад +24

    কালকে রাতে প্রায় ৪টার সময়
    ছাদে উপর হালকা বাতাস
    হাতে সিগারেট
    ভালোবাসার ব্যর্থতা
    লাইফ নিয়ে টেনশন
    কানে ইয়ারফোন
    ছিলাম ইউটিউবে হঠাৎ করেই চোখে বাজল সেই আবেগের 'ওবাক ভালোবাসা' গানটি
    চলে গেলাম কয়েক বছর আগে।
    সত্যি অসাধারণ ফিল❤

  • @jabeduddin2587
    @jabeduddin2587 8 месяцев назад +4

    ২০০৯-২০১০ সালে ক্লাস ৯-১০ এ থাকা অবস্থায় ঘরের বাটন ফোন দিয়ে রেডিও শুনতাম। রেডিওতে এই বাঁশীর সুরে আকৃষ্ট গিয়েছিলাম সাথে গায়কিতে মুগ্ধ। সেই থেকেই ব্যান্ড সংগীতের প্রতি আকৃষ্ট হয়েছি। পরবর্তী স্মট ফোন হাতে আসার পর গানের কলি লিখে সার্চ দিয়ে গানের দলের নাম, শিল্পীর নাম সহ গান ডাউনলোড করা। সেই থেকেই এসব গানের সাথে রাতদিন চলাফেরা। এতোবছর পর কুক স্টুডিও বাংলাতে বাবনা ভাইয়ের ইন্ট্রো দেখে চোখে জল চলে আসছিলো। ভালোবাসি বাংলা ব্যান্ড সং।

  • @closewindow9941
    @closewindow9941 8 месяцев назад +13

    feeling lucky to be a part of this generation when we got a band like Warfaze.

  • @asifiqbal-Relentless
    @asifiqbal-Relentless 3 года назад +146

    আমি এই আশায় এখানে একটা কমেন্ট করে গেলাম যে,যখনি কেউ ভবিষ্যতে এটাতে একটা লাইক করবে আমি আরো একবার এই মাস্টারপিসটা শোনার সুযোগ পাব!🖤

  • @Showrob983
    @Showrob983 2 месяца назад

    যতই শুনি ততই মুগ্ধ হয়
    আহ কি অসাধারণ প্রতিভা❤
    যেমনে লিরিক্স তেমনি মিউজিসিয়ান ❤

  • @hamzahkabbir4001
    @hamzahkabbir4001 3 года назад +6

    আহা। গানটা যতক্ষন শুনি ততক্ষন প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে কী এক শীতল শিহরণ বয়ে যায়।♥

  • @billalmollah9501
    @billalmollah9501 2 года назад +10

    ভালোবাসা আসলেই অবাক করা রংধনুর মতো.....বিচিত্র রঙে এঁকে যায় দিনশেষে বেদনার নীল রংটাই থেকে যায়.....

  • @jamiulhasan9356
    @jamiulhasan9356 7 месяцев назад +1

    It's not a just a song. It's a myth, o my god.
    Every line of this song make goosebumps. If RUclips stay next 50-100 years then Who listen this song, I think They has so good choice.
    Thanks to warfaze for making this song.🧡

  • @tasfiaakter5208
    @tasfiaakter5208 Год назад +22

    " Obak vlwbasha " is enough to take you in other universe 😌❤️❤️

  • @rebeka9247
    @rebeka9247 5 лет назад +22

    Best creation and a wonderful gift for us you gave . BABNA KARIM no one like you.Obak Valobasha is not just a song it’s something more. Best creation of Bangla Music history

  • @Md.MahmudurRahman-p5x
    @Md.MahmudurRahman-p5x 2 месяца назад +4

    Yes I'm of this generation, But old songs still owe my heart."🖤🎧

  • @dipuroy4182
    @dipuroy4182 4 года назад +351

    This track is not only for listener's , may be its more for musicians!! God bless you creators.

    • @shaownmahmud832
      @shaownmahmud832 3 года назад +4

      I wish to my Allah, plz keep me alive for 100 years, I wanna hear this song till my last breath.

    • @tanvirbinhabib
      @tanvirbinhabib 3 года назад +2

      @@shaownmahmud832 bhai gan shuna to haram. Apne to bhul jinish er jonno dua kortesen. Kobul hobe na.

    • @shaownmahmud832
      @shaownmahmud832 3 года назад +3

      @Tanvir bin habib, bhai kotha to thic e bolsen, but amar ekta question ase, ami to haram kaj kori, apni ki korlen...? apnar to ekhane comment korar kothai na... tar mane apnio gaan ta sunsen..?

    • @BetterCallAnik
      @BetterCallAnik 3 года назад +2

      @@tanvirbinhabib toh tumar akhane kam kih bro ?
      gaan sunbo naki sunbo nah that is or fuc#ing desicion,eisob haram-taram onno jaigai giye koren

    • @sushilkarmakar1324
      @sushilkarmakar1324 2 года назад +2

      who is the vocalist??

  • @nilufarnasrin
    @nilufarnasrin Год назад +19

    রাতের নিস্তব্ধতা, জানালায় মাথা দিয়ে আকাশ দেখা, মনে গেঁথে থাকা কোন কষ্টের উৎসব.. সাথে অবাক ভালোবাসা!

  • @knightbigb6184
    @knightbigb6184 4 месяца назад +2

    এখন ভোর ০৬.০০ টা। ছুটিতে বাড়ি যাচ্ছি।বন্যা কবলিত ফেনী জেলার উপর দিয়ে। ইউটিউব এ সার্চ দিয়ে গানটা শুনছি।
    এ যেন অবাক ভালবাসার প্রতি এক অবাক ভালবাসা।

  • @captainrefath777
    @captainrefath777 Год назад +4

    এত বছর আগের গানে যেমন বাশির সুর আর যেই ভাবে গাওয়া হইছে 💀💔🌺
    আসলেই warzafe miles এর মতো Band. Er manus দের আলাদা একটা সম্মান দেওয়া উচিত 🌺
    কমেন টা রেখে গেলাম আমার মতো এইরকম গান প্রেমিক দের জন্য 🌺

  • @iiaint_rafi
    @iiaint_rafi 2 года назад +10

    heard this on the radio when I was 11. Now I am 21. I have been searching for this song ever since. Today I randomly searched up some lyrics that could have gone with the song. This link came up. I didn't think this would be that SONG!! Holy shit!!! Core memory regained

  • @farhan020328
    @farhan020328 4 года назад +21

    এই গানটা শুনলেই মনে পড়ে আমরা কতবেশী লাকি এই জেনারেশনের তুলনায় ... আমরা এইসব গান শুনে বড় হবার সুযোগ পাইছি। We were the luckiest indeed 👍👍

    • @sanjeedaafroz7275
      @sanjeedaafroz7275 4 года назад +3

      আসলেই, মন শুধু মন কিংবা যেখানে সীমান্ত এরকম গানগুলো যাদের কৈশর যৌবনে নাড়া দেয়নি তারা কিভাবে বড় হয়েছে ,অনুভুতি বুঝতে শিখেছে কে জানে

  • @Swopno2005
    @Swopno2005 5 лет назад +32

    Finishing keyboard create such beautiful and heartfelt sounds as if we're listening the mysterious Hamilion music

  • @afranhasanshovon
    @afranhasanshovon 8 месяцев назад +2

    এই গানটা যতবার শুনি ততবার কেমন যেন হাহাকারে বুকটা কেঁদে উঠে 😔 রিলিজ হওয়ার পর থেকেই শুনতেছি। মনটা খারাপ থাকলেই গানটা শুনি। আরো হাহাকারে ডুবে থাকি......

  • @argho_zz2146
    @argho_zz2146 3 года назад +16

    If you're this gen kid , congratulations you have god tier taste in music

  • @MohammadAnas505
    @MohammadAnas505 Год назад +24

    "অবাক ভালোবাসা " এটা শুধু একটা গান না এটা আমার হারিয়ে পেলা "আফরিন রাফার" স্মৃতি।
    আজ থেকে কয়েক যুগ পরে ও গানটার সুর আমার কানে বেসে আসলে মনে হবে আফরিন আমার আশেপাশে আছে আমার হয়ে, really miss you RaFa
    স্মৃতি হিসাবে রাখলাম,,
    আপনারা কেউ এই কমেন্টে রিয়েক্ট দিলে নোটিফিকেশন এ রাফাকে বার বার খুঁজে পাবার প্রত্যাশায়

    • @STComputer-c5v
      @STComputer-c5v 11 месяцев назад

      ho thik

    • @Lemon-t5e
      @Lemon-t5e 2 месяца назад

      Miss you too,,,I'm back Darling 😘

  • @Sumai_a13
    @Sumai_a13 7 месяцев назад +5

    এই গানটা আমার ভালোবাসার মানুষের সবথেকে প্রিয় গান, আমার সব সময় মনে হয় সে দূরে থাকলেও তাকে আমি এই গানে অনুভব করি।❤শুনতে শুনতে এই গান এখন আমার সব থেকে প্রিয় হয়ে গিয়েছে
    ❤❤❤

  • @fatmanonroad6928
    @fatmanonroad6928 2 года назад +14

    100 years Later if you listening this song remember us what life We've enjoyed, how Lucky we are to have this kind of song.
    Love you dear next generation 💛

  • @osmanresun5564
    @osmanresun5564 4 года назад +20

    ভাই ২০২১ সালেও শুনতেসি। এখন বুঝতে পারলাম মানুষ কেন Artcell, warfaze, sironamhin,LRB, ARK নিয়ে কেন তর্ক বিতর্ক করে, আসলে তারা সবাই বেস্ট।
    তারা সবাই মানুষ এর অবাক ভালবাসা 😍😍

    • @muhammadhuzzatulislamkhan7128
      @muhammadhuzzatulislamkhan7128 3 года назад

      অনেকগুলো ব্যান্ডের নাম বললেন। কিন্তু ফিলিংস বা নগরবাউলের নামটা বললেননা

    • @urmifashionbd7846
      @urmifashionbd7846 8 месяцев назад

      @@muhammadhuzzatulislamkhan7128 ঐটা বলতে হয় না. .ওটা গুরু

  • @sabbibkhan4624
    @sabbibkhan4624 8 месяцев назад +1

    প্রথম ওয়ারফেজ শোনা ২০০৪ সালে! এই অবাক ভালোবাসার মাধ্যমেই! প্রথম শোনার পর যেমন ফিলিংস ছিলো, স্টিল এখনো! অরিজিনাল তো অরিজিনাল ই! মাস্টারপিস 🥰

  • @mizanurrahmanmridul5062
    @mizanurrahmanmridul5062 Год назад +8

    7/12/23 ঢাবির concert এ এই গানটা শুনি । স্মৃতি করে রেখে দিলাম outstanding magical voice ❤❤❤

  • @ashikbiswas9299
    @ashikbiswas9299 Год назад +8

    যখন আমার বয়স ১৭ বছর তখন আমার বড় ভাই আমার পাশে বসে এই গানগুলো শুনত, আর লিরিক্স গুলো এখনো মনে সাড়া দেয়🎶🎼

  • @tamannatanu7218
    @tamannatanu7218 6 месяцев назад

    ত্রিশ বছর ধরে যতবার শুনি একইভাবে মুগ্ধ হই। সেই ছোট্টো বেলার ভালোবাসা ওয়ারফেজ ❤❤

  • @rojenstine6706
    @rojenstine6706 3 года назад +5

    ২০২২
    আমি ভুলে যাইনি এই গান।
    তাইতো সাগরতীরে সাউন্ড বক্সে রাত ১টার পরে একা একা এই গানটি শুনেছি,
    'সব আলো নিভে যাক আধারে, শুধু জেগে থাক ঐ দূরের তারারা।
    সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়, শুধু জেগে থাক এই সাগর আমার পাশে।'

  • @ponkaj6285
    @ponkaj6285 2 года назад +63

    প্রজন্মের পর প্রজন্ম আসবে কিন্তু এই গানটা কখনো পুরাতন হবেনা।
    নতুন প্রজন্মও গাইবে,
    সব আলো নিভে যাক আঁধারে
    শুধু জেগে থাক ঐ দুরের তারারা....💙

  • @মহাজাগতিক
    @মহাজাগতিক 8 месяцев назад +2

    ওয়ারফেজ শুধু মাত্র একটি ব্যান্ড নয়
    এটি একটি মহাকালের নাম
    যা ধুমকেতুর মত ফিরে আসে বার বার ❤️

  • @mirmuakashv8113
    @mirmuakashv8113 Год назад +13

    "সব আলো নিভে যাক আঁধারে…
    সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়…
    সব বেদনা মুছে যাক স্থিরতায়…"
    লিরিক্স এর চাওয়া গুলি! 😍🙄
    "থমকে দাড়িয়েছে মহাকাল এখানে…"
    ❤ Warfez ❤

  • @pacificFJR
    @pacificFJR 8 месяцев назад +2

    অবাক ভালোবাসার লিরিক্স সবচেয়ে বেশি স্পর্শ করে আমাকে!
    এতো সুন্দর কিভাবে হয়?!
    গানটা শুনলে প্রতিবার এসব ভেবেই আমি অবাক হয়ে যাই...! ❤

  • @dhrubomohim
    @dhrubomohim 4 года назад +13

    এই গান বাংলা ব্যান্ড জগতের মহাকাব্য। ৫০ বছর পরের জেনারেশন কুর্নিশ তোমাদের যারা এই গানে ডুব দিবে! ওয়ারফেজ+বাবনা ভাই ♥

  • @mahmudakhatun3801
    @mahmudakhatun3801 Год назад +5

    জীবনের দিশা খুঁজে না পাওয়া মানুষ গুলোর জন্য বিশেষ এক মহা বিস্ফোরণ এই গান 🖤🥀

  • @SayedahmedShakib
    @SayedahmedShakib 4 дня назад

    আমি এই গান দিনে ৪/৫ বার শুনি প্রতিদিন শুনি.
    তবুও এই গান শোনার আকাঙ্খা আমার কমে না ❤

  • @lonelynayeem3263
    @lonelynayeem3263 2 года назад +10

    এত বছর পার হয়ে গেলো, তারপরেও সূর টা শুনলে কেন যেন ছেৎ করে উঠে বুকে😖😖
    গর্ব করে বলতে পারি আমরা ওয়ার্ফেজ, আর্টসেল,শিরোনামহীন, মাইলস, ব্ল্যাক অর্থহীন এর গান শুনে বড় হয়েছি✌️

  • @shawonislam4389
    @shawonislam4389 3 года назад +45

    এখনো সেই আগের মত ফিলিংস গানটার প্রতি। পুরাতন স্মতি জড়িয়ে রয়েছে গানটার সাথ। ২০২২ এ কে কে শুনছেন??❤️❤️

  • @badboysquead1651
    @badboysquead1651 Месяц назад +1

    এত বছর ধরে এমন মাস্টারপিস গান শুনতেছি অথচ কোনো কমেন্ট রাখি,,আজ রেখে গেলাম (২৩-১২-২৪)। যেনো বৃদ্ধ বয়সেও পরের প্রজন্মকে দেখাতে পারি ❤💘

  • @ahnafuzzaman2401
    @ahnafuzzaman2401 4 года назад +41

    I used to listen to warfaze's songs long ago. Back then I was a kid, not understanding the lyrics, just listening to these songs and falling in love with the tunes. Recently, I don't know why, but every single day, I wake up sit on my computer putting on my headphones and get lost in songs like Rupkotha, Obak Bhalobasha, Jotodurey, Boshe achi, Purnota. I can't tell you if you know what you've created for this country Warfaze.

  • @shakilajuthee3806
    @shakilajuthee3806 8 месяцев назад +3

    আসল টাই সেরা😍 এটার আবেগ coke studio এর টার থেকে অনেক বেশি😍

  • @paulkhan8237
    @paulkhan8237 4 года назад +40

    Masterpiece of Warfaze, grown up listening this song

  • @farhanlabib9028
    @farhanlabib9028 2 года назад +9

    It was 2013 when I heard this song for the first time. Time flies. Amazing still favorite. Thank you Warfaze for this masterpiece 💥🤍

  • @CookingbyJesika
    @CookingbyJesika 7 месяцев назад

    এতো সুন্দর কিভাবে একটা গান হয়!!😮আফসোস লাগছে আগে কেনো শুনিনি😅😅 অফুরন্ত ভালবাসা রইলো❤❤❤❤