বসত বাড়ির মিটারে আর্থিং করার সঠিক নিয়ম
HTML-код
- Опубликовано: 11 дек 2024
- বসত বাড়ির মিটারে আর্থিং করার সঠিক নিয়ম
আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের প্রতিনিধির সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমাদের WhatsApp ( +8801553436939) নম্বরে মেসেজ করুন অথবা কল দিতে পারেন। আমাদের ফেসবুক পেজে আরো বেশি তথ্য পাবেন। ফেসবুক পেজ লিংকঃ / bidyutporibar23092019
আমি একজন ইলেকট্রিশিয়ান খুলনা পল্লী বিদ্যুৎ (ডুমুরিয়া জোনাল) আমাদের এখানে মিটারে ভিতরে গ্রাউন্ড সংযোগ দেয় এখন তো দেখি এটা ঠিক নয় বাইরে দিতে হবে, এটা জানার খুব দরকার ছিল ,অনেক অনেক ধন্যবাদ।
মিটারের ভিতরে সোর্স সাইডের নিউট্রালের সাথে দিলে সমস্যা নাই।
Hmm
অজানা একটা জিনিস জানতে পারলাম ।অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
আথিং ও নিউটালের কাজ কি এক জানতে চাই?
আমারা ও আগে অনেক জায়গায় দেখেছি মেইন সুচের সাথে আরতিংটাকে কানেক্ট করে। এখন থেকে মিটারের আরতিং এর সাথে কানেকশন করব। থেংকস্
Welcome
আমাদের আরথিং মেনছুচে দেয়া আমরা জদি নিজেরাই আরথিং খুলে মিটারে দেই তাহলে কি পল্লী বিদ্যুত থেকে জরিমানা করা হবে। জানাবেন
ভাই,ডাবল আথিং লাগানো যাবে কি না......? ¿?
E কিসের সংকেত দেই?E উঠলে কি হয়?কি কি কারনে হয়?আর এর জন্য করনীয় কি?
জানালে উপকৃত হব
E মানে মিটারে আর্থিং মিসিং অথবা গ্রাউন্ডিং সংযোগ ভুল হয়েছে।
Vul kota
E utar karon holo newtral problem
স
@@bidyutseba7882 vaiya amdr barite 2 ta Digital metre kintu 1 tay E show korce r ektate e show korce na.😥
Etar karon please bojiye bolbn
🌿🌼🌿
🌼🌿|||| জাযাকাল্লাহ খাইরান |||||🌿🌼🕊🕊🕊
\\___মহান আল্লাহ্ তা'য়ালা আপনাকে
উত্তম প্রতিদান দান করুক,
এই দুনিয়ায় ও আখিরাতে🌻.....[ موسى]
আলহামদুলিল্লাহ।
Thanks brother. your good advice.
Welcome
Amar sob theke valo laglo apnara protita comment er answer korechen
ধন্যবাদ।
সব ডিজিটাল মিটার এ কিন্তু সমস্যা করে না,
কিছু কিছু মিটারে আবার করে,,,,
তবে আমার মনে হয়। বেশি মিটার এক সাথে হলে, পাইপ আর্থিং অথবা প্লেট আরথিং, পেরালাল আর্থ কানেকশন করা যেতে পারে।
Earthing jodi na thake ki problem janaben
আগে মেইন সুইজের সাথে আমি আর্থিং দিয়ে ছিলাম এখন আমি মিটার এর সাথে দিয়েছি বাইরে আপনাদের ভিডিও দেখে।
ধন্যবাদ ঠিক করেছেন
ভাই জান আমি তো এতদিন পড়ে এসেছি "আর্থিং" এর সংযোগ বৈদুতিক লোডের মেটাল বডির সাথে করতে হয়।উলেক্ষ্যঃআমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার।
ভাই ভিডিওতে যা করা হলো সেটা আর্থিং নাকি গ্রাউন্ডিং?
@@ArifulIslam-mw8gl গ্রাউন্ডিং
@@ArifulIslam-mw8gl গ্রাউন্ডিং
দাদা একটা প্রশ্ন ছিল প্রশ্নটি হল মেইন সুইচের বডিতে আর্থিং কানেকশন দেওয়ার পর সেখান থেকে নিউট্রাল সংযোগ করলে কি হবেনা। মনে করেন আমি আর্থিং নিউট্রাল মিটার থেকে নিয়ে সেইন সুইস থেকে নিলাম আরকি। তাকে কোন সমস্যা হবে কি দাদা।
ভাইয়া আমারতো পাচটা মিটার এক সাথে
আমি কি সবার জন্যে এমন আলাদা আরতিং।লাগাবো
নাকি একটাতে লাগালে
সব কানেক্ট হয়ে যাবে
দয়া করে যানাবেন
আলাদা করাই উত্তম। নচেত একটা কমন করে দিতে পারেন।
ভাই বাসা বাড়ীর সুইচ সকেট বোডের কাটাউট না লাগালে কি কোন সমস্যা হবে জানাবেন
নিরাপত্তার জন্য লাগাতে পারেন। এমনই সমস্যা হবে না।
ভাই ডিজিটাল মিটারে Eসিকনাল উঠলে বিল কি বেশি আসবে
আসতে পারে।
আসসালামু আলাইকুম কেমন আছেন
আমি বলতে চাই যে আর্থিং যদি মিটারের ইনপুট আউটপুট দুই দিকে দেই সেটা কেমন হবে
সেটা না করাই উত্তম
All time Arth feed back korly ke Korty Hoby ?
আর্থিং সংযোগ সঠিক দিলে এমন হওয়ার কথা নয়। নিউট্রাল কানেকশন লুজ থাকলে এমন হতে পারে।
আমি যতটুকু বিদ্যুৎ ব্যবহার করছি সেই অনুপাতে আমার মনে হচ্ছে বিল বেশি আসতেছে আমার কোনো আর্থিক সংযোগ দেয়া নেই সরাসরি সরাসরি দুইটা তার এসে মিটারে যুক্ত হয়েছে .
এখন কথা হলো আমি কি আর্থিং লোড দেবো নাকি সোর্সের সাথে দিব?
কোনটি বিদ্যুৎবিল কমাতে একটু সহযোগিতা?
ভিডিও টি মনোযোগ দিয়ে দেখুন। উত্তর পেয়ে যাবেন। ডিজিটাল মিটার হলে সোর্সে সংযোগ দিতে হবে।
ভাই এ্যানালক মিটারের খেত্রে আর্থিং সংযোগ মিটারের আগে হবে নাকি মেইন সুইচে হবে জানাইবেন।
সেই সুইচে সংযোগ হবে।
মিটারের এবং কুটার জন্য কিভাবে আবেদন করা যায়। তার উপর একটি ভিডিও করলে উপকৃত হব।
ইনশাআল্লাহ
@@bidyutseba7882 ধন্যবাদ
ধন্যবাদ। ওজোপাডিকো’র মিটারের সোর্স সাইডের নিউট্রাল তার Insulated থাকে। তাহলে আর্থিং সংযোগ দেবো কিভাবে? সোর্স সাইডের Insulation উঠানো সম্ভবত অবৈধ। তাহলে, মিটারের ঠিক ডান পাশে Load সাইডের নিউট্রালে কি আর্থিং লাগানো যাবে?
নিউট্রাল যেহেতু ইনসুলেটেড করা সেহেতু লোড সাইড এর আর্থিং মেইন সুইচ এর সাথে দিতে হবে। তবে আপনি আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে যে, কিভাবে ডিজিটাল মিটার পরীক্ষা করবেন। এতে মিটার এর একুরেসি অথবা ওয়্যারিং সমস্যা আছে কিনা বুঝতে পারবেন।
@@bidyutseba7882 ধন্যবাদ। ভাল থাকবেন।
আর্থিং এর লাইন তো আমরা দেখতেছি বাংলাদেশের মিটারের নিউটেল লাইনের সাথে দিয়ে দেওয়া হয় আসলে এগুলো সঠিক আর্থিং হয় না. আর্থিং হবে সারা ঘরের পাসিং.সমন্বয় করে এমসিবি সার্কিট ব্রেকার এর. ডিবিতে এনে . ওইখান থেকে বাইরের একটা আউটপুট লাইন দিয়ে . বাইরে এরকম. তামার পনেরো থেকে ১৬ ফুটের একটি লম্বা রড. মাটির ভিতরে গেতে. দিতে হয়.
ভাই খুব ভালো লাগছে জেনে
ধন্যবাদ।
এনালগ মিটারের আউটপুটে অার্থিং করা থাকলে কোন সমস্যা হবে?
না
ভাই আমি ১টি আরথিং রড সোরস এর সাথে কানেক্ট করেছি। এখন চাচ্ছি যে আরো একটা আরথিং রড দিয়ে মেইন সুইচ এর বডিতে + থ্রিপিন সকেটের সাথে লাগাই তা কেমন হবে প্লিজ যানাবেন??..
এবং মিনিমাম কত ফিট আর্থিং রড দেওয়া লাগবে?
কিনতু লাইন থাকা অবস্থায় কি আরথিং সংযুক্ত করা যাবে সট করবে, নাকি মেন তার রাস্তা থেকে সংযোগ বিছিন্ন করা লাগবে
এক্ষেত্রে একজন আদর্শ ইলেক্ট্রেশিয়ানের সহযোগিতা নিতে পারেন।
আরথিং টা মেইন সুইচের ভিতরে দেয়া যাবে
ডিজিটাল মিটার হলে এভাবে দিতে হবে। এনালগ মিটার হলে আর্থিং মেইন সুইচে দিতে হবে।
@@bidyutseba7882 ডিজিটাল মিটার
Big thank you 🙏🙏🙏👌👌👌
পুরাতন টিউবওয়েল বোড়িংয়ে আরথিং দেয়া সম্ভব নাকি
না দেয়াই উত্তম।
এই পদ্ধতিতে কি আমরা নিজেদের বাড়ির মিটার গুলো আর্থিং করতে পারি? পল্লী বিদ্যুতের জরিমানার সম্মুখীন হতে হবে না ? নাকি আবেদন করে পল্লী বিদ্যুৎ সমিতির অনুমতি নিতে হয়?
অনুমতি লাগবে না যদি ডিজিটাল মিটার হয়
আমার পল্লিবিদ্যুতের লাইনে শুধু মিটারের সোর্সের সাথে গ্রাউন্ডিং করা আছে । এখন আমার পিসি,ফ্রিজ বা যেসব জিনিসে কম্বাইন বোড বা তিন প্লাগ আছে সেইসব বোর্ড থেকে যে E এর লাইন বা আর্থিং এর তার বের হয়েছে সেইটা কোথায় দেবো ? একটা আলাদা আর্থিং রড মাটিতে ঢুকিয়ে কানেকশন দিয়ে দেবো ?
জি হা
আমারা যতটুকু জানি হাসান ভাই, যে মাটিতে আরতিং দিলে নাকি মিটারে বিল বেশি , এবং মাটিতে লাগানো আরতিংটাকে আমরা মিটারের বাহিরের আরতিং এর খুবই কাছে সংযোগ করব তাই না ভাইয়া, বুঝিয়ে বলবেন কী???? প্লিজ প্লিজ হেল্প মি। সৌদি আরব থেকে বলছি
জি অবশ্যই ভিডিও দেখানো নির্দেশিকা অনুযায়ী আর্থিং কানেকশন করার চেষ্টা করুন।
@@bidyutseba7882 শুভ সকাল, আপনাকে এবং বিদ্যুৎ পরিবারকে অশেষ ধন্যবাদ
ভাই, যে মিটার গুলো এনালগ (চাকা ঘুরে) সেই গুলোর আথিং রডের সংযোগ মেইন সুইচ বক্সের সাথে থাকলে কি বিদুৎ বিল বেশি আসে?
আর যদি মেইন বক্স থেকে খুলে আপনার মত করে দেয় তাহলে মেইন অনেক সময় বিদুৎ সংচালন করে তা হবে কি না?
বা কোন সমস্যা হবে কিনা?
অগ্রীম ধন্যবাদ।
এনালগ মিটার এর ক্ষেত্রে মেইন সুইচ এর সাথে আর্থিং সংযোগ দিতে হবে।
He
@@bidyutseba7882 মেইন সুইস এর জন্য কোন সার্কিট ব্রেরেকার লাগাতে হয় একটু জানাবেন।
ভাই গুনা দিয়ে বাধলে হবে আরথিং ও নিউটল জি আই তার ত মোটা
হবে। তবে এভাবে না বেধে ওয়েল্ডিং করা উত্তম।
ভাইজান আর্থিং এবং নিউটাল যদি সংযুক্ত করা হয় তাহলে কি আর্থিং এর কাজ আর্থিং করবে?আর্থিং তো শুধু মাত্র বৈদুতিক লোডের মেটাল বডির সাথে যুক্ত থাকে যা এবনরমাল অবস্থায় কাজ করে।
বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার জন্য এমনটা করতে হবে।
Na
রাইট
ভাই আপনি যে ভাবে গ্রাউন্ডিং লাইন নিউট্রাল এর সাথে যুক্ত করছেন এতে কি ঐ আর্থিং এ হাত লাগলে শক করবে?
আর হে ঐ ভাবে গ্রাউন্ডিং লাইন নিউট্রাল এর সাথে যুক্ত করলে পল্লী বিদ্যুৎ করতি পক্ষ কি কোন সমস্যা করবে?
না কোন রকম সমস্যা হবে না।
মিটারে E লেখা উঠে কি শুধু আরথিং এর কারনে ?,,,,নাকী অন্য কারন থাকলেও E লেখা উঠে ? একটু জানাবেন Plz
অন্য মিটার এর সাথে নিউট্রাল কানেকশন কমন করা থাকলে এমন হতে পারে।
@@bidyutseba7882 কখনো যদি Earthing missing হয় তাহলে কী E উঠবে ?
দারুণ
Tnq for video ...but joto ta somvob normal word use korben karon amar moto onak a onak word boje na...
Welcome. We try to our best in future.
ভাইয়া এনালগ মিটারেও কি সোস সাইডে আথিং করা জাবে?
এনালগ মিটার এর মেইন সুইচ এ আর্থিং করতে হবে।
বিদ্যুৎ পরিবার ধন্যবাদ ❤️❤️
Bhai, আমার এনালগ মিটারের আর্তিং কোন জায়গায় সংযোগ দিবো? pls, জানালে অনেকে উপকৃত হতো। আমি এলাকার ১ জন ছোট খাটো ইলেকট্রিশিয়ান।
এনালগ মিটার এর আর্থিং ঘরের ভিতরে মেইন সুইচ এর সাথে নিউট্রাল এর সাথে সংযোগ করে দিবেন।
Tq
ভাই প্রশ্ন হল সবসময় কি মিটারে আর্থিং করা হয়।মিটারে আর্থিং করলে কি আর আর্থিং করার প্রয়োজন নেই?
অার্থিং না দিলে সমস্যা হবে কোন pls জানাবেন??
জি হতে পারে। অনিরাপদ।
ভাই এই ভাবে আর্থিং করলে কি বিল কম আসবে পিলিজ যদি বলতেন।
বিল বেশি আসবে না। সঠিক বিল আসবে।
আমাদের ২টা মিটার,দুকানের জন্য আর একটা বাড়ীর এখন আমার প্রশ্ন হলো,বাসার মিটার থেকে আরর্থং নেওয়া হয়েছে, আর দুকানের মিটার থেকে মেন লাইন দেয়া আছে, দুকানের লাইট বা ফ্যান চালালেও কি,বাসার মিটার থেকে বিল উঠবে..?
সবচেয়ে নিরাপদ হলো আলাদা আর্থিং কানেকশন করা।
বস,
পল্লি বিদ্যুৎ এর নিউটাল লাইনটা আমার টিনের ঘরের সাথে মিশে আছে, এতে কি কোন বিপদ হওয়ার সম্ভাবনা আছে..??
জানালে উপকৃত হবো।
জি কোন কারণে নিউট্রাল ফেল করলে ঘর কারেন্ট হবে। এতে আপনার মারাত্মক তড়িৎ আহত হতে পারেন। এমন কি মৃত্যু হতে পারে।
অসংখ্য ধন্যবাদ, আপনাকে।
অনেক ধন্যবাদ ভাইয়া
তাহলে কি প্রতি মিটার থেকে আর্থিং পৃথক পৃথক রড গেরে স্থাপন করতে হবে
অর্থাৎ ৫ টা মিটার থাকলে ৫ টা আর্থিক রড মাটিতে পুততে হবে একটু বুজিয়ে বলবেন ভাই দয়া করে????????
জি আলাদা আর্থিং কানেকশন দিতে হবে। এটাই সর্বোত্তম উপায়।
Earth line alada die lab ki holo sob gular neutral to eksathe connect kora...!
লাভ আছে। ভিডিও মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন।
ভাই যদি একটা কমন আর্থিং সবগুলো মিটারের সোর্স সাইড এ লাগানো হয় তাহলে কি একটা আর্থিং রড দিয়েছে সব মিটারের কাজ হবে না
কাজ হবে। তবে সম্ভব হলে আর্থিং আলাদা করাই উত্তম।
Thanks bhai
অাপনি যেটা করলেন এটার নাম গ্রাউন্ডিং।(নিউট্রাল সেফটি)।অার্থিং অন্য জিনিস।
আর্থিং বিষয়ের আপনার মতামত বিস্তারিত জানতে চাই।
অবশ্যই জানতে চাই
আমার মিটারে E R দুইটা একসাথে উঠতেছে।এটার কারণ কি একটু জানাবেন???
আর্থিং এবং নিউট্রাল কানেকশন সঠিক নাই।
ভাইয়া। আমিয়ান তে চাইতাহলে টিভি বুট হাতিং কিভাবে দেব
ভাই আমাদের মিটার একটা প্রবলেম হয়েছে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবো
01553436939 WhatsApp only
ভাই আপনি যেইটা করছেন ঐটা গ্রাউন্ডিং।
নাকি আথিং কনফিউশনে আছি?
আশা করি উত্তর পাবো❤️
আর্থিং বলা উচিত।
Wzpdcl এ মেইন লাইনের সাথে আরথিং তার থাকে না! শুধু পলিল ও শহরে Dpdc থাকে
ঘরের ওয়্যারিং এর সাথে আর্থিং সংযোগ থাকে।
অর্থিং করলে নিরাপদে বিদ্যুৎ ব্যবহার করা যায়
সম্মানিত ভাই,
আমি একজন পল্লী বিদ্যুৎ এর গ্রাহক ꫰ আমার বাড়ি তে মিটারের আর্থিং বা গ্রাউন্ডিং ছাড়া আলাদা কোন আর্থিং করা নাই ꫰ তাহলে ফ্রিজ অথবা অন্য যেকোনো থ্রি পিন সকেটের এক্সেসরিজ ব্যবহার করার জন্য কি আমাকে আলাদা করে আর্থিং করে নিতে হবে? নাকি ঐটাই আর্থিং হিসেবে ব্যবহার করতে পারবো ꫰
দয়া করে একটু জানাবেন, অনেক উপকৃত হবো ꫰ ধন্যবাদ
আপনি চাইলে আলাদা আর্থিং ব্যবহার করতে পারেন। তবে ডিজিটাল মিটার হলে ভিডিও তে দেখানো নিয়ম অনুযায়ী আর্থিং করা নিরাপদ।
Regading Earthing whatever lecture was,first draw it on the board then do the actual practical ; last of all people will understand what is he/she suppose to do regarding the earthing!
Okay It is a good idea. We will be try to follow next.
Basar tar jodi mota lagano hoy bill besi asve ki
Metar ar sate dile ki hobe artink
না দিলে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে।
ডিজিটাল মিটারের ক্ষেএে কেমনে আর্থিং করবো
আমাদের মিটারেত আর্থিং নেই, মিস্ত্রিরা বলল দিতে হবেনা?
কিন্ত আর্থিং রড় বাসায় আছে, লাগিয়ে দিব নাকি?????
সঠিক নিয়ম মেনে আর্থিং সংযোগ দিতে পারেন
ভাইজান আমার মিটারে ভিল অনেক উঠে যদি সমাধান থাকে তাইলে জানালে ভালো হয়
আমার মিটারের মেইন সুইসের থেকে আর্থিং নেয়া হয়েছে।
আমি কি সোর্সের আগে আরেকটা আর্থিং লাগাতে পারবো?
নাকি আগেরটা খুলে সোর্সের আগে লাগাবো?
দয়া করে জানাবেন।
আপনার যদি পল্লী বিদ্যুৎ এর আওতায় লাইন হয়ে থাকে এবং ডিজিটাল মিটার দ্বারা বিদ্যুৎ গ্রহণ করেন তবে মেইন সুইচ হতে আর্থিং সংযোগ বিচ্ছিন্ন করে ভিডিও তে দেখানো নিয়ম অনুযায়ী আর্থিং সংযোগ করতে পারেন। অবশ্যই একজন ইলেকট্রেশিয়ান দ্বারা কাজ করাবেন। ধন্যবাদ।
ভাই ডিজিটাল মিটারে গ্রাউন্ডিং রড না লাগালে কি কোন সমস্যা হয় ?
সঠিক নিয়মে না স্থাপন করলে আপনি অনিরাপদ।
@@bidyutseba7882 আর্থিং আর নিউট্রাল কি এক হলো, আরও ওখানে নিউট্রালে আর্থিং দিলে কি বসতবাড়ি সেভ হলো!!!!!!
ভাই আপনি কোন তারের সাথে আর্থিং কানেকসন দিলেন বুঝলাম না।
ভিডিও আবার দেখুন।
It’s Good for us
Thanks
ভাই ডিমান্ড বলতে কি বুঝায় আর এক ইউনিট সমান কত টাকা বাসা বাড়ির জন্য কত ইউনিট প্রর্যন্ত কত টাকা বললে খুসি হতাম
ডিমান্ড চার্জ নিয়ে ভিডিও আপলোড করা হবে। বিদ্যুৎ বিল এর খুচরা রেট দেখতে লিংকে ক্লিক করুন ঃ bit.ly/3qKHkFi
Good
Thanks
এমন মোটা আর্থিং তারটা কি দোকানে পাবো?
এরকম পাবেন না। তবে আর্থিং এর তার বললে হবে।
@@bidyutseba7882 হ্যা, ,, সেটা তো 1 তারের জিআই তারের মত দেখতে যেটা মেইন সুুইজে লাগানো হয়,,, ঐটা লাগালে কি হবে?
পল্লী বিদ্যুৎতের ডিজাটাল মিটারে আর্থিং করা না থাকলে তো মনে হয় স্বাবাভিক ভাবেই E উঠবে ꫰ কিন্তু আমার মিটার আর্থিং বা গ্রাউন্ডিং করাই নাই ꫰ তাহলে আমার মিটারে E উঠতেছে না কেন?
একটু কাইন্ডলি জানাবেন
এটা সব মিটারে প্রোগ্রাম করা নাও থাকতে পারে।
ভাই গ্রাউন্ডিং সংযোগ না থাকলে কি কোন সমস্যা
অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। সর্বোপরি আপনি এবং আপনার বৈদ্যুতিক যন্ত্রপাতি নিরাপদ নয়।
আর্থিং আর নিউট্রালের মধ্যে বেসিক পার্থক্যটা বুঝিয়ে বলবেন একটু।
একটা বৈদ্যুতিক ব্যবস্থাপনায় বিদ্যুৎ বৈদ্যুতিক যন্ত্রপাতি এর ভিতর দিয়ে প্রবাহিত হয়ে তাহার উৎসের দিকে যে পরিবাহি দ্বারা ফেরত যায় সেই পরিবাহিকে নিউট্রাল অথবা নমিনাল বলে। নিরাপদ বৈদ্যুতিক ব্যবস্থাপনায় অনাকাঙ্ক্ষিত অস্বাভাবিক বৈদ্যুতিক বিভ্রাটের ফলে সৃষ্ট কারেন্ট যে পরিবাহির মাধ্যমে নিরাপদে ভূ-গর্ভস্থ করার প্রক্রিয়াকে আর্থিং সিস্টেম বলা হয়।
@@bidyutseba7882 Thanks a lot.
@@bidyutseba7882 আমরা জানি ফেজে কারেন্ট থাকে, নিউট্রালে নয়। তাহলে শর্ট সার্কিটের সময় অতিরিক্ত কারেন্ট ভূগর্ভে প্রেরনের জন্য আর্থিংকে কেন নিউট্রালের সাথে পেঁচিয়ে দিতে হবে? প্লিজ।
@@mannanzia2217জ্বি, যুক্তি ঠিক।
আমিও জানতে চাই
আর্থিং এর কারনে কি বিল একটু হলেও বেসি আসে? আর আরথিং না থাকলে কি বিল কম আসে । বলবেন কি?
ভুল নিয়মে আর্থিং করলে বিদ্যুৎ বিল বেশি আসে। সঠিক আর্থিং করলে আপনি এবং আপনার সকল যন্ত্রপাতি নিরাপদ থাকবে। আর্থিং হচ্ছে আপনার সুষ্ঠু বিদ্যুৎ সরবরাহের নিরব বন্ধু।
ভিডিওটি লম্বা হলেও বুঝতে পেরেছে আর্থিং কিভাবে করতে হয়।
ধন্যবাদ।
ভিডিও তে দেখা যাচ্ছে আর্থিং করার পরেও তো E চিহ্ন গেল না। এক্ষেত্রে করনীয় কি?
কমন আর্থিং কানেকশন তখনও বিচ্ছিন্ন করা হয় নি। ভিডিও শেষের দিকে আমরা ইহা বিচ্ছিন্ন করেছি। তখন E চলে গেছে।
Vai common ta koth theke disconnect korbo ektu bolben?
ভাই আমিজে আরথিন টা দিবো আমার বাসার লাইনে না খুটি থেকে লাইন আসছে ও খানে দিবো কোন লাইনে দেব একটু বলবেন ভাই
উনার
পাছায় লাগান উত্তর দিতে কেন এত দেরি হয়
ভাই আথিং সংযোগ দেওয়ার পরও তো E উঠতেছে,, কেনো
ওয়্যারিং এ অবশ্যই ঝামেলা আছে। অন্য মিটার এর সাথে নিউট্রাল কমন কানেকশন করা আছে।
ভাইয়া আর্থিং এর কানেকশন যদি মেইন সুইচ এর নিউট্রাল এর সাথে দেই এবং যে তার দিয়ে বাসায় বিদ্যুৎ আসছে ওই দুইটা তারের মধ্যে যেটা কা'বার বিহিন সিলভার তার ঐ তার সাথেও যদি আর্থিং এর কানেকশন দেই ।
মানে আর্থিং এর কানেকশন যদি দুইবার দেই।
তাহলে কি কোনো সমস্যা হবে ভাই ?
একবার দিলেই হবে
ভাই আমরা এখন শহরে আছি তাহলে কিভাবে আর্থিং কানেক্ট করব
একটু দূরে যেখানে মাটি পাবেন আর্থিং রড স্থাপন করতে পারেন এবং সংযোগ দিতে পারেন।
আমার বাসার মিটার আথিং করা নাই এটা কি সমস্যা??
অবশ্যই সমস্যা। যত দ্রুত সম্ভব মিটার আর্থিং করুন।
@@bidyutseba7882 ভাই ওরা বলছে বিদুত আরো বেশি উঠবে
এই রড় যদি আর্থিং হয় তাহলে এটি পাওয়ার সকেটে না গিয়ে নিউট্রাল এর সাথে কেন
আমাদের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় নিউট্রাল এর সাথে আর্থিং কমন করে দেয়া হয়। আর্থিং আপনার নিরাপত্তার জন্য ব্যবহার করবেন। কোন বৈদ্যুতিক বিভ্রাট অথবা বজ্রপাত হতে নিরাপদ থাকার জন্য।
amra power load e j 3 ta tar uae kori.position, negative, arthing... ei khaner arthing tar ta kothai pabo? r cannection krbo kmne?
Thanks sir
ভাই আর্থিং কানেকশনটা কি সঠিক হয়েছে? আমার তো মনে হয়না সঠিক হয়েছে। এভাবে আর্থিং সংযোগ দিলে তো বিদ্যুত বিল বেশি আসার সম্ভাবনা বেশি থাকে। কারন এভাবে আর্থিং করলে লিকেজ কারেন্টটা সরাসরি মাটিতে না গিয়ে মিটার হয়ে তারপর মাটিতে যাবে যার ফলে মিটার আবার কারেন্ট কাউন্ট করবে। তো এখানে তো বিল বেশি আসবে। আশা করি সঠিক ভাবে কানেকশন দিবেন
ভাই E. উঠলেকি বিলকি বেশি আশে
আসতে পারে।
পেটটিকাল।দেখিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ
চমৎকার৷
ধন্যবাদ
প্রত্যেকটি মিটারের জন্য কী আলাদা আলাদা আর্থিং করে হবে?
নিয়ম অনুযায়ী তাই করা উচিত।
Vai aita ki sub miter er khatre projojo hobe
Vai...amr 3 phase miter er modhe submitter lage ac ak te oilta tik moto cholche but er por aro 3ta submitter lagE a c but tik moto reading utche na..unit onek bashe uthe..ame Jokhon load dai tokhon...amr 3 phase miter er Earth tar er modhe Ampers show kore but miter er neche grounding kora earth tar er modhe Ampers show kore na aita ki kno problem???na tik ache....!!!??r amr submitter gulo kno tik moto kaj korche na ..vai please amk aktu jaana Ben...
মুলত আর্থিং কি?কেনই বা দরকার।এইটা না দিলে কি সমস্যা হতে পারে।যেই রডের কথা বললেন সেটা ছাড়া ওতো চলে।
নিরাপত্তা বা দূর্ঘটনা থেকে বাচাতে আর্থ ব্যবহার করা হয়।
এটা কে সৌর্স না বলে মিটার ইনপুট ও আউটপুট বললে অনেকের বুঝতে সুবিধা হতো।
এসি বা মটরের হ্মেত্রে বিশেষ করে আর্থিং আলাদা দিতে হয়,যদি আর্থিং নিউটালের সাথে সংযুক্ত করি,বা বাংলাদেশে করা হয়, সেহ্মেত্রে এসি বা মটরের আর্থিং কিভাবে দেবো
আর্থিং আলাদা করাই উত্তম। তবে লোড সাইডে আর্থিং কখনো নিউট্রালের সাথে সংযোগ না দেওয়াই উত্তম। ভিডিও দেখে আপনার আর্থিং সংযোগ দিতে পারেন।
ভাই মিটারে E কেন উঠে
দয়া করে বলবেন
নিউট্রাল কানেকশন সঠিক নাই এ জন্য।
apnar no diben plz sar
01553436939
🎁
পোলাপাইনের কাউকাউ বন্ধ করেন আগে
দুঃখিত
আমার বাসায় ফ্রিজ ১ টা ও ১ টা ফ্যান চলে বিল আসে ৫০০-৬০০ এবং মিটারে E লাফাই। অতিরিক্ত বিল আসার কারণ কি
ওয়্যারিং সমস্যা আছে।
ভাইয়া আমাদের বাসার মিটারে E উঠানামা করতেছে সব সময়। আর প্রতি মাসে বিদ্যুৎ বিল বেশি আসে।
মিটারে E উঠানামা করতেছে এইটা কি কোনো সমস্যা ভাই ?
আমি কি করতে পারি ভাইয়া?
না দুইবার না দেয়াই উত্তম। ভিডিওতে দেখানো পদ্ধতিতে আর্থিং করুন।