ক্যাম্পাসের বিভিন্ন নাটক বা শর্ট ফিল্মগুলা দেখলে কিছুটা আনাড়ি দেখা যায়৷ প্রথম আলোতে রিপোর্ট দেখার পর সেই ধারণা নিয়েই দেখা শুরু করছি। শুরুর দিকে কিছুটা ঐরকম ছিল। দেখতে দেখতে খুবই ভালো লাগলো। নায়ক ভাইয়ের অভিনয় ন্যাচারাল ছিল। খুবই ভালো। আর M M তো তো একদম!! সাথে কবি সাহেবের অভিনয়!! মিউজিক সুন্দর ছিলো। লিখতে গেলে আরও অনেক কিছু লিখা যাবে। ভালো লেগেছে। Love from University of Rajshahi
আহা!!! জীবন.....ছয় বছর হয়ে গেলো। ক্যাম্পাস ছেড়ে দিতে হবে খুব শীঘ্রই। চোখ ছল ছল হয়ে গেলো, অনেক স্মৃতি জমা হয়েছে এই মন ডায়েরিতে । মুভিটা দেখে হঠাৎ সেই ধূলো মলিন স্মৃতি জেগে উঠলো জানি জীবন থেমে থাকবে না। ভালোবাসা পুরো টিমের জন্যে।
কমেন্ট না করে থাকতে পারলাম না। এত সুন্দর অভিনয় এত সুন্দর একটি গল্প এক কথায় অসাধারণ। কাড়ি কাড়ি টাকা ঢেলে যে সিনেমা ভালো হয় একদম ভুল প্রমাণ করেছেন। সিনেমা করতে টাকা লাগে না, ভালো একটি গল্পের মাধ্যমে অনেক কিছু সম্ভব যেটা আপনারা করছেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা🥰🥰🥰 রইল।
অসাধারণ! প্রতিটা দৃশ্য মনে হয় নিজের চোখে দেখা, নিজে এক্সপেরিয়েন্স করা, অনুভব করা। নস্টালজিয়া। টিউশানির বেতন পাওয়ার মুহুর্তটায় আবেগকে অপ্রকাশিত রাখা অসম্ভব ছিল আমার জন্য। মিষ্টি, টাক, ঝাল - কত অভিজ্ঞতার মাঝে কত রকম পরিচয়। তুই অন্যতম। অনেক শুভকামনা।
ট্রেইলার দেখার পর অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম!!খুব প্রাঞ্জল ভাবে সব কিছু উপস্থাপন করেছেন!আবীর ভাই এর সাবলীল অভিনয়,MMদার অসাধারণ অভিনয় মুগ্ধ হয়ে ছিলাম পুরো টা সময়...শব্দ চয়ন,গান,প্লাটফর্ম, স্ক্রিপ্ট, হিউমার সব কিছুই বেশ চমৎকার ছিল... অসম্ভব ভালো লেগেছে Lots of love from BRAC University
ক্যাম্পাস জীবনের অভাব, সংকট, সম্ভাবনা, প্রেম, রাজনীতি, বন্ধুত্ব সব কিছু এক পৃষ্টায় ফুটে উঠেছে। আর MM ভাই পুরাই ফাটিয়ে দিয়েছে। MM দাদার অভিনয়, ডায়লগ সত্যিই হৃদয় ছুয়ে গেছে। নাটকের পরিচালক,কুশলব সহ সকলে অসংখ্য ধন্যবাদ। অবিরাম ভালবাসা
অস্থির হয়েছে, গান গুলো আমার খুবই প্রিয়। । স্বপ্ন স্বপ্নই থেকে গেলো, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কিছু দেখলেই বুকের মধ্যে কেঁপে উঠে তখন খুব কষ্ট হয় । সবার জন্য শুভকামনা রইল।
ক্যাম্পাসের প্রিয় জায়গাতে৷ ক্যাম্পাসের ভাইয়া আপুদের করা কাজ দেখে খুব স্মৃতীকাতর হয়ে পড়েছি। সবার জন্য, প্রিয় জায়গার জন্য অনেক অনেক ভালোবাসা❤️❤️❤️❤️।দোয়া রইলো সবাইকে একদিন অনেক বড় জায়গায় দেখার জন্য।
আজ মনে হচ্ছে দীর্ঘ ৪ বছর পর আবার ক্যাম্পাসে গেলাম।এ অনুভূতির যেন শেষ নেই।এই ভাল লাগার অভিপ্রায় যেন চিরন্তন। যাদের অক্লান্ত পরিশ্রমে এই ছবিটি তৈরি, কৃতজ্ঞতা স্বীকার করছি সেই বড় ভাই ও আপুদের।
অসাধারণ কাজ! অনেক ভালো লেগেছে। একটু ব্যস্ততার কারণে সময় নিয়ে দেখতে হয়েছে।এতো কম বাজেটে এবং নিজের অর্থায়নে এতো ভালো ছবি বানানো সত্যিই অনবদ্য। জিৎ দে-এর জন্য শুভকামনা। আগামীতে নিশ্চয় আরো বড় কিছু অপেক্ষা করছে।অনেক স্মৃতিকাতর হয়ে গিয়েছিলাম।আমি এক কথায় অভিভূত।
Jeet, আমি ৯-১০ সেশনে গণিত বিভাগে ছিলাম। তোমার ফিল্ম আমার কাছে ফিল্ম মনে হয়নি, চোখের সামনে ঘটে যাওয়া আমার বাস্তব জীবনের অতীত স্মৃতি মনে হয়েছে। কত যে ভাল লেগেছে তা লিখে বোঝানো সম্ভব নয়। অতিদূর মার্কিনমুলুকে বসে তোমার চোখে ক্যাম্পাসকে দেখে আবেগপ্লুত হয়ে যাচ্ছি। অনেক শুভকামনা তোমাদের সবার জন্য। অভিনয় ভাল হয়েছে, ক্যাম্পাস লাইফের কোনকিছুই বাদ যায়নি । চালিয়ে যাও।
জাস্ট ওয়াও,,, ভালো মানের এক্টররাও এমন অভিনয় করবে কিনা জানি না। তবে অনেক ইন্সপিরেশন পেলাম। যেভাবে তুলে ধরা হয়েছে মনে হয়নি কখন ও অভিনয় দেখছি, যেন এক বাস্তবতা❤️❤️❤️
অসাধারণ Jeet Dey. প্রত্যেকটা চরিত্র জীবন্ত , যেন আমি , আমার চারপাশ। এক পলকে শেষ করে দিলাম। Campus এ আমি কোনকিছুতেই Active ছিলাম না। Campus এর রাজনীতি, প্রেম, আড্ডা, নেশা, পড়ালেখা, টিউশন, কবিতা, দর্শন, সৃজনশীলতা, উৎসব , পলাশীর চা এর গভীর স্পর্শ পাওয়ার সৌভাগ্য আমার হয় নাই। পাঁচ বছর আগে হল, ক্যাম্পস ছেড়েছি। ছবিটা দেখে বুকের হাহাকার বেড়ে গেল । হ্যাঁ, আমার জীবনটা এমনই হওয়ার কথা ছিল ,, তোমার ছবিটা দেখে মনে হল.. I feel very very emotional.. thank you very much....
M M Acting ta valo korse.. জাবিয়ান সাবেক ছাত্র হয়েও আমার বলতে দ্বিধা নেই, অসাধারণ হয়েছে। ক্যাম্পাসে অনেক কিছু ঘটে। চড়াই উৎরাই, সবকিছু হয়তো একটা গল্পে থাকে না। আমি নাটক এমনিতে দেখি না। পুরো নাটক টা দেখেছি কারণ চাপ নেওয়ার দরকার নেই এই কথাগুলো আমাকে টেনে রেখেছে নাটকে। শুভ কামনা আগামীর জন্য
বন্ধুর জন্য বন্ধু টিউশনি ছেড়ে দিতে পারে। কি ত্যাগ, ভালবাসা,বন্ধুত্ব। আহ্ সত্যিই বর্তমানে এমন বন্ধু পাওয়া বিরল। টুনকো উজুহাত নাস্তা দেয়না তায় টিউশনিটা ছেড়ে দিল। ভাল লাগছে MM ভাই ❤️। নিরান্তর ভালবাসা ❤️❤️
Just wonderful... Getting long back.... thousands of km away from... Life goes on and on... But still, cherish those days of university life... many thanks to J. Dey... It's an exemplary portrayal of university life... Keep up...
These stories never change. All those shared moments of love,happiness &sorrow are most precious that echoes through eternity. Thanks to all who created this for being honest and not exaggerating the reality. Hope you will make more and better films like this in future.
Thank you vaia for your heart touching comment! আর ভাইয়া, এইটা শর্ট ফিল্ম না। ফুল লেন্থ ফিল্ম। তাই কাইন্ডলি আপনার কমেন্টটা এডিট করে জাস্ট শর্ট কথা টা বাদ দিলে খুব উপকার হতো।
Frankly speaking, I lost myself in this drama. Just amazing bro. Really, this drama is the truth of every Public University student's life. We are waiting for such kind of drama. Go ahead bro. I really appreciate you. And thanks.
এখন ও কলেজ শেষ করে নি তবে বাকি কিছুটা সময়।স্বপ্ন দেখি আমিও বিশ্ববিদ্যালয়ের মাঠে একদিন পা রাখব।বড় ভাইদের দেখে শেখা আমিও একদিন ঢাকা হলে উঠব।নাটক টির মাঝে বড় ভাইদের সকল কথার বাস্তব রুপ হয়েছে।ভালো লাগল সিনেমা টি।মনে বিশ্বাস নিয়ে বলতে পারি আমিও একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ব।পাড়ি কিনা না পাড়ি সেটা বড় কথা না।স্বপ্ন থাকলে বাস্তবায়ন এমনি হয়।
খুব সুন্দর হয়েছে ভাই, সত্যি একেবারে যেন বাস্তবতার ধারক।ভার্সিটির এই বিষয়গুলো কেন যে এত ভালো লাগে,যা আসলে প্রকাশ করা যায় না,অনুভব করতে হয়।খুব ভালো লাগল।সাথে গানএর কম্পোজিশন ও অপূর্ব ছিল 💌💌💌
Thanks for your inspiring comment. You would be pleased to know that we are going to make a drama serial “Campus Returns” through the sequel of movie “Campus Climax”. So please stay with us subscribing our channel to get that surprising drama serial based on campus life.
ভালো লাগলো উদ্দ্যোগটা। পুরো টিমকে শুভেচ্ছা। সিনেমা বানানো শেখার জন্য এভাবে নেমে পড়তে হয়। বানাতে হয়। পরবর্তী কাজটা অনেক ভালো হবে। এবারের সব ভুল ত্রুটি শুধরে যাবে নেক্সটে। ভালোবাসা রইলো।
Thanks for your inspiring comment. You would be pleased to know that we are going to make a drama serial “Campus Returns” through the sequel of movie “Campus Climax”. So please stay with us subscribing our channel to get that surprising drama serial based on campus life.
Seriously it's a beautiful story....Ami aibare HSC dibo ...natok ta dekhtasi are university chance powea niye sopno dekhtasi.. natok ta dekher somoy Aktu motivation hossi petei Hobe chance..sotti kotoi na enjoy Hoi university life ay♥️♥️ in sha Allah akdin Ami thakbo Ai campus ay
পরিচালকের প্রচুর ধৈর্য বুঝলাম। ক্যাম্পাস ছাড়সি ৪ বছরের মত হলো। অথচ একটা শটে আমার দুই ব্যাচমেট কে দেখে আপ্লুত হয়ে গেলাম। মানে অনেকদিনের প্রস্তুতির কাজ, বোঝাই যাচ্ছে! ভালো লাগসে, ক্যাম্পাসটা এত বড় যে সব গুলা জায়গা কভার করাও একটা বিশেষ ব্যাপার। পরিচালক মোটামুটি সবকিছু ক্যাপচার করেছেন। সংগত কারণেই মেয়েদের হলের ভেতর দেখা যায় নি। যাক, এটা দেখে মাঝে মাঝে ভার্সিটি ঘুরে আসা যাবে!!! শুভকামনা রইলো। ও আচ্ছা, লাস্ট গানটা সুন্দর!!! 😊
@@jeetdey1158 যথেষ্ট পরিশ্রম করেছেন, আর বাইরে সেট তৈরি করে করা হলেও জিনিসটা এত প্রানবন্ত হোতো না। আপনি ভবিষ্যতে আরো অনেক ভালো কাজ করবেন আশা করি। অভিনয় শিল্পী বাছাইয়ে আর অন্যান্য অল্প স্বল্প যা ত্রুটি আছে সেগুলো তখন কমে আসবে বা থাকবেই না আশা করছি, অনেক অনেক শুভ কামনা।
@@synthiachaity1380 অনেক ধন্যবাদ আপনাকে। শেষ গান টা আপনার বেশি ভাল লেগেছে জেনে খুশি হলাম। ওটা আমার লেখা। আর হ্যা, আপনার সব বন্ধু বান্ধবী দের মুভিটা দেখাতে ভুলবেন না প্লিজ।
রাত ২টার দিকে দেখছিলাম। অনেকদিন পর কার্জন হলের সেই চিরচেনা গাছটি দেখে আমার প্রাক্তন প্রেমিকার কথা মনে পড়ে গেলো। এই গাছের আড়ালেই আমাদের প্রথম সাক্ষাৎ হয় এবং জীবনে প্রথমবারের মতো একে অপরকে আলিঙ্গন এবং চুম্বন করি🥰
An excellent movie that shows the reality of campus life and all the actors here are designed in a good manner like as professional actor and so for that we are waiting for such type of movie that matches the real life of students.Thank you so very much and special thanks to Jashore vaia and main hero.This is the first time that I am messaging in You Tube.
Thanks for your inspiring comment. You would be pleased to know that we are going to make a drama serial “Campus Returns” through the sequel of movie “Campus Climax”. So please stay with us subscribing our channel to get that surprising drama serial based on campus life.
Thanks for your inspiring comment. You would be pleased to know that we are going to make a drama serial “Campus Returns” through the sequel of movie “Campus Climax”. So please stay with us subscribing our channel to get that surprising drama serial based on campus life.
better then Bangla commercial cinema .. keep it up .. .. This progress will give a new viewing angle in Bangla cinemas Future but apnadar SEO aro valo kora uchit ..
ক্যাম্পাসের বিভিন্ন নাটক বা শর্ট ফিল্মগুলা দেখলে কিছুটা আনাড়ি দেখা যায়৷ প্রথম আলোতে রিপোর্ট দেখার পর সেই ধারণা নিয়েই দেখা শুরু করছি। শুরুর দিকে কিছুটা ঐরকম ছিল। দেখতে দেখতে খুবই ভালো লাগলো।
নায়ক ভাইয়ের অভিনয় ন্যাচারাল ছিল। খুবই ভালো। আর M M তো তো একদম!! সাথে কবি সাহেবের অভিনয়!!
মিউজিক সুন্দর ছিলো। লিখতে গেলে আরও অনেক কিছু লিখা যাবে।
ভালো লেগেছে।
Love from University of Rajshahi
অনেক ধন্যবাদ।
আহা!!! জীবন.....ছয় বছর হয়ে গেলো। ক্যাম্পাস ছেড়ে দিতে হবে খুব শীঘ্রই। চোখ ছল ছল হয়ে গেলো, অনেক স্মৃতি জমা হয়েছে এই মন ডায়েরিতে । মুভিটা দেখে হঠাৎ সেই ধূলো মলিন স্মৃতি জেগে উঠলো জানি জীবন থেমে থাকবে না। ভালোবাসা পুরো টিমের জন্যে।
কলকাতা থেকে দেখলাম, প্রত্যেকেরই ক্যাম্পাস - জীবন-এর স্মৃতি ফিরে আসবে ۔۔۔
সুন্দর প্রচেষ্টা۔۔
ধন্যবাদ
কমেন্ট না করে থাকতে পারলাম না।
এত সুন্দর অভিনয় এত সুন্দর একটি গল্প এক কথায় অসাধারণ। কাড়ি কাড়ি টাকা ঢেলে যে সিনেমা ভালো হয় একদম ভুল প্রমাণ করেছেন।
সিনেমা করতে টাকা লাগে না, ভালো একটি গল্পের মাধ্যমে অনেক কিছু সম্ভব যেটা আপনারা করছেন।
আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা🥰🥰🥰 রইল।
অসাধারণ! প্রতিটা দৃশ্য মনে হয় নিজের চোখে দেখা, নিজে এক্সপেরিয়েন্স করা, অনুভব করা।
নস্টালজিয়া। টিউশানির বেতন পাওয়ার মুহুর্তটায় আবেগকে অপ্রকাশিত রাখা অসম্ভব ছিল আমার জন্য। মিষ্টি, টাক, ঝাল - কত অভিজ্ঞতার মাঝে কত রকম পরিচয়। তুই অন্যতম।
অনেক শুভকামনা।
ভালবাসা নিস দোস্ত।
স্বপ্নের প্রতিষ্ঠান ❤
যতটা না অভিনয় সংলাপ উপভোগ করছি, তার চেয়ে ঢাবির ক্যাম্পাস, সবুজ পরিবেশটাতে আকৃষ্ট হইছি 💖
Thanks.
ভালো করেছেন👌।
মন খারাপ হয়ে গেলো। আজ বর্তমান আছি।একদিন অতীত হয়ে যাবো। মুছে যাবে আমাদের সব স্মৃতি। ক্যাম্পাস টা অপরিচিত মুখে ভরে যাবে।কি অদ্ভুত তবু বাস্তব নিয়মে বাধা আমরা।🙂
অনেক ধন্যবাদ।
ট্রেইলার দেখার পর অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম!!খুব প্রাঞ্জল ভাবে সব কিছু উপস্থাপন করেছেন!আবীর ভাই এর সাবলীল অভিনয়,MMদার অসাধারণ অভিনয় মুগ্ধ হয়ে ছিলাম পুরো টা সময়...শব্দ চয়ন,গান,প্লাটফর্ম, স্ক্রিপ্ট, হিউমার সব কিছুই বেশ চমৎকার ছিল... অসম্ভব ভালো লেগেছে
Lots of love from BRAC University
অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার ভার্সিটির ফ্রেন্ড দের সিনেমা টা সাজেস্ট করবেন কাইন্ডলি।
ক্যাম্পাস জীবনের অভাব, সংকট, সম্ভাবনা, প্রেম, রাজনীতি, বন্ধুত্ব সব কিছু এক পৃষ্টায় ফুটে উঠেছে। আর MM ভাই পুরাই ফাটিয়ে দিয়েছে। MM দাদার অভিনয়, ডায়লগ সত্যিই হৃদয় ছুয়ে গেছে। নাটকের পরিচালক,কুশলব সহ সকলে অসংখ্য ধন্যবাদ। অবিরাম ভালবাসা
এখানে যারা অভিনয় করেছে তাদের মধ্যে খায়রুল বাশার, মৌসুমী মৌ বর্তমানে সময় অনেক জনপ্রিয়। Good Casting & story.
অস্থির হয়েছে, গান গুলো আমার খুবই প্রিয়। । স্বপ্ন স্বপ্নই থেকে গেলো, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কিছু দেখলেই বুকের মধ্যে কেঁপে উঠে তখন খুব কষ্ট হয় । সবার জন্য শুভকামনা রইল।
MM ভাই 😅
অস্থির অভিনয় !!!
Hats off !!!!!
From CU 💕
অসাধারণ!! আমাদের "আশা" নায়িকা 😆। সবাই অনেক ভাল অভিনয় করছে। ইচ্ছে হয় হয় আবার ফাস্ট ইয়ারে ফিরে যাই!!!
আমার স্মৃতিগুলো মনে করিয়ে দিল।গান গুলো সুন্দর ছিল।বিশেষ করে শেষেরটা খুব ভাল লেগেছে।অনেক অনেক শুভকামনা রইল।
Thanks a lot!
ক্যাম্পাসের প্রিয় জায়গাতে৷ ক্যাম্পাসের ভাইয়া আপুদের করা কাজ দেখে খুব স্মৃতীকাতর হয়ে পড়েছি। সবার জন্য, প্রিয় জায়গার জন্য অনেক অনেক ভালোবাসা❤️❤️❤️❤️।দোয়া রইলো সবাইকে একদিন অনেক বড় জায়গায় দেখার জন্য।
MM (মৃত্যুঞ্জয় মজুমদার) দাদার অভিনয় জাস্ট অসাম!
দাদা চাপ নেন না বলেই মোটা।
Ki khobor shapan dst
সত্যি ভালো লাগে ক্যাম্পাসের গল্পগুলো, কিছু ভালো লাগা, ভালোবাসা সব মিলিয়ে সত্যি অসম্ভব সুন্দর ছিলো..😘💕💕
আজ মনে হচ্ছে দীর্ঘ ৪ বছর পর আবার ক্যাম্পাসে গেলাম।এ অনুভূতির যেন শেষ নেই।এই ভাল লাগার অভিপ্রায় যেন চিরন্তন। যাদের অক্লান্ত পরিশ্রমে এই ছবিটি তৈরি, কৃতজ্ঞতা স্বীকার করছি সেই বড় ভাই ও আপুদের।
অনেক ধন্যবাদ ভাই।
অসাধারণ কাজ! অনেক ভালো লেগেছে। একটু ব্যস্ততার কারণে সময় নিয়ে দেখতে হয়েছে।এতো কম বাজেটে এবং নিজের অর্থায়নে এতো ভালো ছবি বানানো সত্যিই অনবদ্য। জিৎ দে-এর জন্য শুভকামনা। আগামীতে নিশ্চয় আরো বড় কিছু অপেক্ষা করছে।অনেক স্মৃতিকাতর হয়ে গিয়েছিলাম।আমি এক কথায় অভিভূত।
আসিফ তালুকদার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ক্যাম্পাস ক্লাইম্যাক্স সিনেমাটি টিএসসিতে বড়পর্দায় সবাই মিলে একসাথে দেখতে চাই।
ভাই, আপনি উদ্যোগ নিলেই সব বন্ধুবান্ধব একসাথে সিনেমাটা উপভোগ করতে পারবো।
Jeet,
আমি ৯-১০ সেশনে গণিত বিভাগে ছিলাম। তোমার ফিল্ম আমার কাছে ফিল্ম মনে হয়নি, চোখের সামনে ঘটে যাওয়া আমার বাস্তব জীবনের অতীত স্মৃতি মনে হয়েছে। কত যে ভাল লেগেছে তা লিখে বোঝানো সম্ভব নয়। অতিদূর মার্কিনমুলুকে বসে তোমার চোখে ক্যাম্পাসকে দেখে আবেগপ্লুত হয়ে যাচ্ছি। অনেক শুভকামনা তোমাদের সবার জন্য। অভিনয় ভাল হয়েছে, ক্যাম্পাস লাইফের কোনকিছুই বাদ যায়নি । চালিয়ে যাও।
অনেক অনেক ভালবাসা ভাইয়া। সিনেমাটা আপনার সব বন্ধু বান্ধবদের দেখাবেন কাইন্ডলি।
"ভুপেন হাজারিকা মইরা ভুত, এখন অনুপমের যুগ, 'আমাকে আমার মতো থাকতে দাও'।"💜💜
ভূপেন হাজারিকা মইরা ভুত, এখন অনুপমের যুগ, আমাকে আমার মত থাকতে দাও
জাস্ট ওয়াও,,, ভালো মানের এক্টররাও এমন অভিনয় করবে কিনা জানি না। তবে অনেক ইন্সপিরেশন পেলাম। যেভাবে তুলে ধরা হয়েছে মনে হয়নি কখন ও অভিনয় দেখছি, যেন এক বাস্তবতা❤️❤️❤️
পহেলা জুলাই, দু'হাজার একুশ।
শতবর্ষে দেখতে এলাম এই নাটক।
এখান থেকে যেন প্রেম হয়😌
একসাথে এতগুলো কাছের মানুষকে দেখলাম। ধন্যবাদ জিত দা। এগিয়ে যান
ভালবাসা দিগার ভাই।
অসাধারণ Jeet Dey. প্রত্যেকটা চরিত্র জীবন্ত , যেন আমি , আমার চারপাশ। এক পলকে শেষ করে দিলাম। Campus এ আমি কোনকিছুতেই Active ছিলাম না। Campus এর রাজনীতি, প্রেম, আড্ডা, নেশা, পড়ালেখা, টিউশন, কবিতা, দর্শন, সৃজনশীলতা, উৎসব , পলাশীর চা এর গভীর স্পর্শ পাওয়ার সৌভাগ্য আমার হয় নাই। পাঁচ বছর আগে হল, ক্যাম্পস ছেড়েছি। ছবিটা দেখে বুকের হাহাকার বেড়ে গেল । হ্যাঁ, আমার জীবনটা এমনই হওয়ার কথা ছিল ,, তোমার ছবিটা দেখে মনে হল.. I feel very very emotional.. thank you very much....
Thank you so much vaia!
আমার দেখা খুব ভালো একটা অভিনয় ছিলো । মন কে অনেক টা ভালো করে দিয়েছে । সাথে অনেক টা অনূপ্রানিত হয়েছি । আসা করি এই চলচ্চিত্র টা বড় পরদায় যাগা পাবে ।
অনেক ধন্যবাদ ভাই। আপনার ফ্রেন্ড দের মুভিটা সাজেস্ট করবেন কাইন্ডলি।
ইউনিভারসিটি জীবনের প্রত্যেকটি মুহূর্ত চোখের সামনে ভেসে উঠতেছিল নাটকটির প্রত্যেকটি দৃশ্যে। গল্পটি সবসময় বর্তমান থাকবে এই জীবনটা চলতেই থাকবে।
অনেক ধন্যবাদ। New Drama Serial is coming. Stay Tuned.
M M Acting ta valo korse.. জাবিয়ান সাবেক ছাত্র হয়েও আমার বলতে দ্বিধা নেই, অসাধারণ হয়েছে। ক্যাম্পাসে অনেক কিছু ঘটে। চড়াই উৎরাই, সবকিছু হয়তো একটা গল্পে থাকে না। আমি নাটক এমনিতে দেখি না। পুরো নাটক টা দেখেছি কারণ চাপ নেওয়ার দরকার নেই এই কথাগুলো আমাকে টেনে রেখেছে নাটকে। শুভ কামনা আগামীর জন্য
Thanks.
চমৎকার মুভি। পরিচালক অভিনয় শিল্পীসহ সকল কলাকৌশলীদের আমার পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন। মন ছুঁয়ে যাওয়ার মতো মুভি এটা।
বাহ্
বিজয় একাত্তর হল থেকে শুরু। খুব ভালো লাগলো। সবার প্রতি ভালোবাসা রইল।
অনেক ধন্যবাদ।
আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সবাই ঢাবির শিক্ষার্থী জেনে অন্যরকম লাগছে
বন্ধুর জন্য বন্ধু টিউশনি ছেড়ে দিতে পারে। কি ত্যাগ, ভালবাসা,বন্ধুত্ব। আহ্ সত্যিই বর্তমানে এমন বন্ধু পাওয়া বিরল। টুনকো উজুহাত নাস্তা দেয়না তায় টিউশনিটা ছেড়ে দিল। ভাল লাগছে MM ভাই ❤️। নিরান্তর ভালবাসা ❤️❤️
Just wonderful... Getting long back.... thousands of km away from... Life goes on and on... But still, cherish those days of university life... many thanks to J. Dey... It's an exemplary portrayal of university life... Keep up...
Thank You.
Reflection of Full Campus Life in the film. 😍
Excellent Screenplay 👑😘
These stories never change. All those shared moments of love,happiness &sorrow are most precious that echoes through eternity. Thanks to all who created this for being honest and not exaggerating the reality.
Hope you will make more and better films like this in future.
Thank You.
Kothata valo legece
@@jeetdey1158big fan sir ♥️
প্রথম আলোতে নিউজটা দেখে ছবিটা দেখলাম,,ভাল লগল,,পরবর্তি ছবির অপেক্ষায় থাকলাম
অনেক ধন্যবাদ।
Mee too..
ড্রোন শ্যুট টা দেইখাই ভিডিও দেখতে আসছি,পরে দেখলাম নাহ্ খারাপ না,ভালোই,লগে লগে সাবস্ক্রাইব ও কইরা দিলাম...ভাল্লাগছে ব্রো।
বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকটা একই রকম অভিজ্ঞতার উপাখ্যান! নিজের বিশ্ববিদ্যালয়ের কথা মনে পড়ছে ভীষণ।
WwowW 😍
অসাধারন ফিল্ম ❤
বড়পর্দায় দেখতে চাই।
স্মৃতির পাতায় আজীবন অমর হয়ে থাকবে তুমি, প্রিয় বিশ্ববিদ্যালয়।
এই ক্যাম্পাস, গাছপালা, চারপাশের কোলাহল আর প্রিয়তমা তোমার হাত- ভীষণ মনে পড়বে আমার।
শর্টফিল্মটা যতই এগোচ্ছিল ততই স্মৃতির সমুদ্রে হাতরে বেড়িয়েছি
Thank you vaia for your heart touching comment! আর ভাইয়া, এইটা শর্ট ফিল্ম না। ফুল লেন্থ ফিল্ম। তাই কাইন্ডলি আপনার কমেন্টটা এডিট করে জাস্ট শর্ট কথা টা বাদ দিলে খুব উপকার হতো।
মার্বেল ভাই .....
বিশিষ্ট মাল বিশেষজ্ঞ....😀😀😀
ক্যারেক্টার এর সাথে মার্বেল ভাইয়ের মিল অসাধারণ....👍👍👍
একদম মালে মাল মাল পারফরম্যান্স
Frankly speaking, I lost myself in this drama. Just amazing bro. Really, this drama is the truth of every Public University student's life. We are waiting for such kind of drama. Go ahead bro. I really appreciate you. And thanks.
Thanks
Vlo lage😊😊 Bangladesh ar oshil movie thake ay gula vlo,,, cz,, motivation kaj korbe, onak students DU jonno shopno dakbe😊 amon movie poyojon asa onak
এখন ও কলেজ শেষ করে নি তবে বাকি কিছুটা সময়।স্বপ্ন দেখি আমিও বিশ্ববিদ্যালয়ের মাঠে একদিন পা রাখব।বড় ভাইদের দেখে শেখা আমিও একদিন ঢাকা হলে উঠব।নাটক টির মাঝে বড় ভাইদের সকল কথার বাস্তব রুপ হয়েছে।ভালো লাগল সিনেমা টি।মনে বিশ্বাস নিয়ে বলতে পারি আমিও একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ব।পাড়ি কিনা না পাড়ি সেটা বড় কথা না।স্বপ্ন থাকলে বাস্তবায়ন এমনি হয়।
Best of luck
খুব সুন্দর হয়েছে ভাই, সত্যি একেবারে যেন বাস্তবতার ধারক।ভার্সিটির এই বিষয়গুলো কেন যে এত ভালো লাগে,যা আসলে প্রকাশ করা যায় না,অনুভব করতে হয়।খুব ভালো লাগল।সাথে গানএর কম্পোজিশন ও অপূর্ব ছিল 💌💌💌
অনেক ধন্যবাদ ভাই। আপনার ফ্রেন্ডদের ছবিটা সাজেস্ট কইরেন কাইন্ডলি।
MM bhai superb.
First time finished a movie without skipping a little bit Record..
অনেক ধন্যবাদ। মুভিটা অবশ্যই আপনার সব বন্ধু বান্ধবদের suggest করবেন।
Uh!!! কাকের আওয়াজ টা😍
ঢাকার সৃতি মনে করায় দেয়,
তখন সময় টা ছিল ২০১১।
Thanks for your inspiring comment. You would be pleased to know that we are going to make a drama serial “Campus Returns” through the sequel of movie “Campus Climax”. So please stay with us subscribing our channel to get that surprising drama serial based on campus life.
আহা!
আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ❤️
জীবনের সেরা সময় ছিলো!
Thank you
A pretty reflection of our beloved campus life.Really the story makes me nostalgic.
Waht a great flim.. Love u Du & MM vai.. Abir vai
Cap nien na vai
Ei flim er onk view hbe😁😁
ধন্যবাদ ভাই। আপনার সব বন্ধু বান্ধব দের সিনেমাটা সাজেস্ট করবেন প্লিজ।
খাইরুল বাসার ভাই অভিনয় করেছে! অনেক ভালো ছিলো ❤️
আমাদের মতো এডমিশন ক্যানডিটদের জন্য একটি বিশাল মটিভেশন নাটকটি,
অসংখ্য ধন্যবাদ এই অনবদ্য সৃষ্টির জন্য।
Thanks
ভালো লাগলো উদ্দ্যোগটা। পুরো টিমকে শুভেচ্ছা। সিনেমা বানানো শেখার জন্য এভাবে নেমে পড়তে হয়। বানাতে হয়। পরবর্তী কাজটা অনেক ভালো হবে। এবারের সব ভুল ত্রুটি শুধরে যাবে নেক্সটে। ভালোবাসা রইলো।
আজ আবারো হারালাম প্রিয় ক্যাম্পাস এ কাটানো সময় গুলোতে।এই খারাপ সময়ে প্রবাসী জীবনে একটু ভালোলাগা ছুয়ে গেলো।সবার জন্য অনেক শুভকামনা।
অনেক ধন্যবাদ আপু! আপনার ফ্রেন্ড দেরও সিনেমাটা সাজেস্ট করবেন কাইন্ডলি।
খুব ভালো লাগল। cinematography অসাধারণ ছিল।
রঙিন দিনগুলো আমার জীবনে আসলো না।জীবনে এই রকম স্মৃতির সাক্ষী হতে পারলাম না।খুবই ইচ্ছা ছিলো।
Thanks for your inspiring comment. You would be pleased to know that we are going to make a drama serial “Campus Returns” through the sequel of movie “Campus Climax”. So please stay with us subscribing our channel to get that surprising drama serial based on campus life.
সেইম আমার ও অনেক ইচ্ছে ছিলো এ রকিম স্মৃতির সাক্ষি হতে,,আমার জিবনে ও আসেনি এরকম দিন গুলো, বিয়ে হয়ে গেলো
আল্লাহর উপর রাজি খুশি থাকুন প্রিয় বন্ধু
আসবে ইনশা - আল্লাহ্
অসাধারণ নাটক,ছাএজীবনের কথা মনে পড়ে যায় বারবার, সেই ভার্সিটি লাইফের স্বৃতি, প্রত্যেকের অভিনয় অসাধারণ ছিলো।
Thank you
campus life documentation. good job.
every university should make this types of movie.
highly appreciate it.
Thank You.
thanks for putting the english subtitles....truly helpful...very glad you guys put the subtitles..keep up the good work+subtitles.
bless you.
সবার অভিনয়ই ভালো হয়েছে
গল্পটাও দারুন! পুরো ক্যাম্পাস লাইফটা কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
Seriously it's a beautiful story....Ami aibare HSC dibo ...natok ta dekhtasi are university chance powea niye sopno dekhtasi.. natok ta dekher somoy Aktu motivation hossi petei Hobe chance..sotti kotoi na enjoy Hoi university life ay♥️♥️ in sha Allah akdin Ami thakbo Ai campus ay
Thank you
অসাধারণ। বন্ধু রিজভীর জন্য শুভ কামনা। এগিয়ে যাও বহুদূর।
আলহামদুলিল্লাহ। ভালো লেগেছে অনেক।
মনে মনে স্বপ্ন দেখতেছি একদিন আমারও জীবন এভাবে অতিবাহিত হবে।
onek dhonnobad
So finally abir vai sokto kore akjon er hat dhorte pereche 😍😍😍
পরিচালকের প্রচুর ধৈর্য বুঝলাম। ক্যাম্পাস ছাড়সি ৪ বছরের মত হলো। অথচ একটা শটে আমার দুই ব্যাচমেট কে দেখে আপ্লুত হয়ে গেলাম। মানে অনেকদিনের প্রস্তুতির কাজ, বোঝাই যাচ্ছে!
ভালো লাগসে, ক্যাম্পাসটা এত বড় যে সব গুলা জায়গা কভার করাও একটা বিশেষ ব্যাপার। পরিচালক মোটামুটি সবকিছু ক্যাপচার করেছেন। সংগত কারণেই মেয়েদের হলের ভেতর দেখা যায় নি।
যাক, এটা দেখে মাঝে মাঝে ভার্সিটি ঘুরে আসা যাবে!!!
শুভকামনা রইলো।
ও আচ্ছা, লাস্ট গানটা সুন্দর!!! 😊
অনেক ধন্যবাদ আপনাকে!! অনেক চেষ্টা করেছি মেয়েদের হলের ভেতরে শুটিং করতে বাট পারিনি। আর বাইরে সেট বানানোর মতো টাকা আমাদের ছিল না।
@@jeetdey1158 যথেষ্ট পরিশ্রম করেছেন, আর বাইরে সেট তৈরি করে করা হলেও জিনিসটা এত প্রানবন্ত হোতো না। আপনি ভবিষ্যতে আরো অনেক ভালো কাজ করবেন আশা করি। অভিনয় শিল্পী বাছাইয়ে আর অন্যান্য অল্প স্বল্প যা ত্রুটি আছে সেগুলো তখন কমে আসবে বা থাকবেই না আশা করছি, অনেক অনেক শুভ কামনা।
@@synthiachaity1380 অনেক ধন্যবাদ আপনাকে। শেষ গান টা আপনার বেশি ভাল লেগেছে জেনে খুশি হলাম। ওটা আমার লেখা। আর হ্যা, আপনার সব বন্ধু বান্ধবী দের মুভিটা দেখাতে ভুলবেন না প্লিজ।
Seems you shooted for a long time. Thanks for your efforts!
রাত ২টার দিকে দেখছিলাম। অনেকদিন পর কার্জন হলের সেই চিরচেনা গাছটি দেখে আমার প্রাক্তন প্রেমিকার কথা মনে পড়ে গেলো। এই গাছের আড়ালেই আমাদের প্রথম সাক্ষাৎ হয় এবং জীবনে প্রথমবারের মতো একে অপরকে আলিঙ্গন এবং চুম্বন করি🥰
বুকের গভীরে থাকা ক্ষতটাতে যেন খোচা লাগল ৷ মিস করি ক্যাম্পাস আর হোস্টেল লাইফ৷
vaiya kon subject a porcan
অসাধারন.......
Reflection of my versity life......
Nice Screenplay....👌
Great job done by the director; casts are also good. I was lost in my university life for a while... Kudos to the team!
অনেক ধন্যবাদ।
Nice work, It remains University day's.
অনেক ভাল লাগলো। শুভকামনা জিত। পরের সিনেমায় অপেক্ষায়।
আসলেই চাপ নেওয়ার দরকার নেই; ❤️
Lots of love from admission candidate 🙌
Thamks.
Bashar vai..apnake onk valo lage..
Best of luck
An excellent movie that shows the reality of campus life and all the actors here are designed in a good manner like as professional actor and so for that we are waiting for such type of movie that matches the real life of students.Thank you so very much and special thanks to Jashore vaia and main hero.This is the first time that I am messaging in You Tube.
খুব ভালো লাগলো, আপনাদের পরিশ্রম এর জন্য এত ভালো কাজ হয়েছে।
Superb❤️❤️❤️
সব কিছু বাস্তবিক তুলে ধরা হয়েছে।
আর সবার এ্যাকটিং অসাধারণ MM boss
শেষ পর্যন্ত চাপ নিয়ে ফেলসে।
৫বার দেখছি👌👌
খায়রুল বাসার কে দেখে মুভিটা দেখতে আসছি।❤ অসাধারণ অভিনেতা।
Thanks for your inspiring comment. You would be pleased to know that we are going to make a drama serial “Campus Returns” through the sequel of movie “Campus Climax”. So please stay with us subscribing our channel to get that surprising drama serial based on campus life.
Valo lagse vai...❤️❤️
Jodio ami Dhaka University er student nah..but onek valo lagar akta campus...
Miss u DU campus and love u❤️❤️
শুধু পরিচিত জায়গাগুলো দেখছি। আপন আপন আপন। এত আপন জায়গাগুলো❤️❤️❤️❤️
Thank you
Go ahead Khairul....basharii @Rahat vhai
ধন্যবাদ 😍
প্রথম আলোতে নিউজটা দেখে মুভিটা দেখলাম অনেক ভালো ছিলো বিশেষ করে গানগুলো।
ভাইয়া প্রথম গানটা কোন শিল্পীর একটু বলবেন please...
campus life er kotha mone pore gelo thank bro campus life er srity gulo evabe tule dhorar jonno.
Khub valo laglo campus er jibon niye emon oshadharon ekti short movie. Thanks a bunch for creating such a spectacular story.
Thank you.
@@FairFlix most welcome
খায়রুল বাসার ভাইয়া 💚❤💙
All the best wishes for the new bloods........ have a good nostalgic time..... since I graduated in 2001.
Thank You.
এ বাপের রাস্তা পাইছিস নাকি রে। জোশ ছিলো৷
অনেক ভাল হইছে,,একেবারে বাস্তব জীবনের গল্প।
Just outstanding indeed. Love you. Keep it up guys. I am just waiting for next movie brother. Proud of DU boys
Can feel every bit of it, Miss my dear campus! Thank you Jeet Dey for you're work.
Thank you.
চরিত্র গুলি বাছাই এ বেশ প্রোফেশনাল ছিলেন ভাই❤
ভালোই লাগলো
অনেক ধন্যবাদ ভাই।
Love you all ❤️❤️❤️❤️. my Favourite Channel Natok 💞 very Nice video Brother 🌹
Thanks for your inspiring comment. You would be pleased to know that we are going to make a drama serial “Campus Returns” through the sequel of movie “Campus Climax”. So please stay with us subscribing our channel to get that surprising drama serial based on campus life.
মৃত্যুঞ্জয় দাদা সুপার😍
Just Best 😍
Jenny & MM were awesome ❤️
better then Bangla commercial cinema .. keep it up .. .. This progress will give a new viewing angle in Bangla cinemas Future but apnadar SEO aro valo kora uchit ..
Thank You.
শেষ হয়েও হল না শেষ!
অসম্ভব ভাল্লাগছে ❤
মৃত্যুঞ্জয় দাদা সেরা 😍
অসাধারণ!খুবই ভালো লেগেছে।
মনে হলো অনেক দিন পর পুরো ক্যাম্পাসটা ঘুরে আসলাম। 🥰