আসসালামুয়ালাইকুম, চমৎকার আলোচনা, আমার একটা প্রশ্ন, হেবাবিল এওয়াজ দলিল যদি চাচাতো ভাইকে করা হয় এবং ওয়ারিশ সম্পত্তি বন্টন ও নামজারি ছাড়া দলিল সম্পাদন হয়ে থাকে তবে তা বৈধ হবে কি? মূলতঃ টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে,সহ ওয়ারিশ ঠকানোর জন্য এই ব্যাবস্হা করা হয়েছে। এর বিপরীতে হক সুফা মামলা চলবে কি?
স্যার আমার বাবার দুই স্ত্রী আমার মায়ের আমরা ঔরস জাত সন্তান আমরা দুই ভাই তিন বোন ওপর পক্ষ্যে আমার দ্বিতীয় মায়ের সন্তান এক মেয়ে অর্থাৎ এক বোন কিন্তুু আমার বাবা ১ম স্ত্রী অর্থাৎ আমাদের পাঁচ ভাই বোনকে হেবাবিল আওয়াজ দলিল করে দেন এখানে বিষয় হলো আমার বাবা যখন দলিলটি করে দেয় তখন আমি নাবালক ছিলাম কিন্তুু এখন আমার বর্তমান বয়স ৪০ বছর সে ক্ষেত্রে আমার অংশের জমিটা কি টিকবে স্যার? দয়া করে স্যার এই বিষয়টি যদি কিলিয়ার করতেন? তাহলে স্যার আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ স্যার।
আপনার ভিডিও থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি
ভাই আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল
স্যার আপনাকে ধন্যবাদ
মামা এবং খালারা কি হেবাবিল এওয়াজ করতে পারব।
ছেলেমেয়ের কথা ও হেবা বাতিলের কথা জমা রাখেন,আগে পাওয়ার ও নিলাম বাতিলের কথা বলেন।
কাকে করা যাবে এই গোলো তো বলেন নাই
হেবা বিল এওয়াজ কি নাবালককে করা জাবে
আসসালামুয়ালাইকুম,
চমৎকার আলোচনা,
আমার একটা প্রশ্ন, হেবাবিল এওয়াজ দলিল যদি চাচাতো ভাইকে করা হয় এবং ওয়ারিশ সম্পত্তি বন্টন ও নামজারি ছাড়া দলিল সম্পাদন হয়ে থাকে তবে তা বৈধ হবে কি? মূলতঃ টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে,সহ ওয়ারিশ ঠকানোর জন্য এই ব্যাবস্হা করা হয়েছে।
এর বিপরীতে হক সুফা মামলা চলবে কি?
স্যার আমার বাবার দুই স্ত্রী আমার মায়ের আমরা ঔরস জাত সন্তান আমরা দুই ভাই তিন বোন ওপর পক্ষ্যে আমার দ্বিতীয় মায়ের সন্তান এক মেয়ে অর্থাৎ এক বোন কিন্তুু আমার বাবা ১ম স্ত্রী অর্থাৎ আমাদের পাঁচ ভাই বোনকে হেবাবিল আওয়াজ দলিল করে দেন এখানে বিষয় হলো আমার বাবা যখন দলিলটি করে দেয় তখন আমি নাবালক ছিলাম কিন্তুু এখন আমার বর্তমান বয়স ৪০ বছর সে ক্ষেত্রে আমার অংশের জমিটা কি টিকবে স্যার? দয়া করে স্যার এই বিষয়টি যদি কিলিয়ার করতেন? তাহলে স্যার আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ স্যার।
খালা কি তার আপন বোনের মেয়ে কে হেবা করতে পারে। এক্ষেত্রে মামাকে সাক্ষী রাখলে কি সুবিধা হয়।
পালিত সন্তাকে করা যাবর