তাকে ছেড়ে আজ ১ বছর হলো,ইউটিউব স্কোল করতে করতে গান টা চোখে পড়লো,শুনার পর আজ তাকে অনেক মিস করছি, কমেন্ট টা রেখে গেলাম, যখনই কেউ এটাতে লাইক করবে, আবার এসে শুনবো। তাকে খুব মিস করেছি।
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়।🙂🌸 স্মৃতি রেখে গেলাম।যূগ যূগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসবো প্রিয় এই গানটা।🌺🥀🙂
যাদের তোমারা পাওনি, তাদের ভুলে যাবার ক্ষমতা তোমাদের হোক।। কাউকে দূর থেকে মনে রাখার এই দীর্ঘ যন্ত্রনা দিয়ে সবার মুক্তি হোক।। এই প্রার্থনা করে গেলাম।। ❤
প্রিয়তমা তুমি ভালো থেকো। ❤️ একজন মানুষ এসেছিল জীবনে। দেড় বছর মেশার পর আজ সে তার প্রথম ভালোবাসার কাছে ফিরে গেল , আমিও তাদের দুহাত এক করে দিলাম। প্রিয়তমার বাড়ির লোকজন ও ওদের খুশি মনে মনে নিয়েছে। আশা করি জীবনের সব থেকে পুণ্যের কাজটা করলাম। আজ আমি গর্বের সাথে অ"দ্বিতীয়"।
সত্যি কমেন্ট গুলো পড়ে বুঝতে পারছি কত মানুষই আছে যাদের ভালোবাসা পূর্ণতা পাইনি..কিন্তু স্মৃতি গুলো বাঁচিয়ে রেখেছে কিছু ঠিক হবেনা জেনেও... ভালো থাকুক সেই সব ভালোবাসা নীরবে❤️❤️❤️
সত্যি তাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারি নাই 😢😢 তিন বছরের বেশি হয়ে গেলো আজো দিনে কতোবার যে মনে পড়ে তা শুধু আল্লাহই ভালো জানে😢😢😢 মিশ ইউ ইলামনি মিস করি ভিষন 😢😢 2:59
আমাদের বয়স তখন ১৭+ আমরা একই স্কুলে পরতাম ভালো লাগতো তাকে কিন্তু বলতে পারিনি কিন্তু ১২ ক্লাস শেষে যখন কলেজে ভর্তির সময় সে ভর্তি হয়নি কলেজে সে অন্য লাইনে পরা শুরু করে আমাদের ঠিক তখনই বন্ধু থেকে ৪-৫ মাস পর ভালোবাসাই পরিনত হয়।।কত ঝর কত ঝামেলা আমাদের।কত বার ভেবেছি থাকবো না আর সেও কতবার ভেবেছে কিন্তু আমারা থেকে গেছি এইভাবেই এখন আমাদের সম্পর্ক ৬ বছর আমাদের বিয়ে কটা মাস পর আমাকে আশির্বাদ করবেন তাকে তাঁর পরিবারের সকলকে নিয়ে ভালো থাকি যেন।।❤❤
কেন যে কেউ একজন হঠাৎ করে বিনা নোটিশে প্রবেশ করে, বিনা অধিকারে সব কিছু অজান্তেই অধিকার করে নেয়,ঠিক তেমন বিনা নোটিশেই অদৃশ্য হয়ে যায়।পড়ে থাকে কিছু না বলা কথা,কিছু অজান্তেই তৈরি হওয়া অনুভুতি যার দ্বায়ভার সম্পুর্ন নিজের।
Ekdom.... responsibility newar somoy pichiye gechilo ...I can't feel anything for you bole...ei kotha ta sonata ar seta niye bachata ki koster ami bujhi..✨🌚😌
@@lax369 ekdom e naa, ami ekmot hote parlam na ma'am. Bhalobasa na pele je kosto manush pai, tar khub samanno ongsho songsar theke pai. R sotti karer bhalobasa nijer ichhai pawa jaina, bhalobasa hoye jai... Kintu "songsar" manush nijei choose kore, tar haate option thake songshar kora o na korar modhhye..
প্রথম কল, প্রথম আকর্ষণ, প্রথম দেখা,প্রথম রিজেক্ট হওয়া। দুই বছর পর আবার ফোনে কথা গভীর প্রেমে হাবু ডুবু খাওয়া। এমন দিন আসে যে একে ওপরের গলা আওয়াজ না শুনে থাকতে না পারা। বেশ ভালো চলতে থাকে তিন বছর।হটাৎ এক দিন পরিবারে অজুহাত। বাস সব সমাপ্তি।
Dada ei gan ta amr mukhostho mon e gantha hye ache . Onk dhonyobad tomay. Sob kichu harie geleo eita amr songi.. Mojar kotha ki jano..je harie gche tar o eta priyo gan. Amr o priyo gan
পরিবারকে ভালো রাখার জন্য নিজের ভালোবাসার বিসর্জন দেওয়ার রেওয়াজ জানিনা কবে বন্ধ হবে। ঈশ্বর এই খেলা যেন শীঘ্রই বন্ধ করে দেন। কাউকে ভুলতে পারা খুব কষ্টের হে ঈশ্বর শক্তি দিও তাকে এবং আমাকে।।
আমি তার জীবনে ভীড়ের মধ্যে হারিয়ে গেছি দাদা, সেও তো অনেক কথাই বলেছিল, অনেক কান্নাকাটিই তো করেছিল, তব হ্যাঁ মনে মনে ওই বিচ্ছেদটা মেনে নিয়েছিল অনেক আগেই, তাই বাড়িতে বলেওনি আর চার বছরের এর ভালোবাসা ভূলতে চার মাস ও লাগেনি .... তা আজ দুবছর হয়ে গেছে। ওসব পরিবার টরিবার সবই গল্প, যে থাকবার সে শত বিপত্তি থাকা সত্ত্বেও থাকে, আর যে যাবার সে সোনার মহলেও থাকবে না, রয়ে যায় শুধু শূন্যতা
@@sahidsk1013 ঈশ্বর আপনাকে শক্তি দিক। আপনার ব্যাপার জানিনা, তবে আমার ক্ষেত্রে পারিবারিক সমস্যা হয়েছে। দুই বাড়িতে জানিয়েও লাভ হয়নি। পালিয়ে করার পক্ষপাতী আমরা নয়।
যেসব মানুষেরা ভালোবাসা কে অত্যন্ত সস্তা ভাবে তাদের উদ্দশ্যে একটা কথাই বলতে চাই যে বাকি সবকিছুই হয়তো অর্জন করা যায় বিভিন্ন ভাবে , কিন্তু খুব ভাগ্যবান এ ভালোবাসা পায় । তাই দয়সত্যি কার এর ভালোবাসা যদি পেয়ে থাকেন দয়া করে সেটার মর্যাদা দিন । কারণ এটা এমনি জিনিষ যে একবার অবহেলায় হারিয়ে গেলে আর হাজার চেষ্টাতেও পাবেন না
"কত কথা বলা হলো না প্রিয়"🌻 বিচ্ছেদের আজ ৩ বছর চলছে তুমি এখন অন্যকারো সাথে অন্যকারো হাসির কারন। কখনো ভাবিনি তোমার কথা ভেবে কান্না করতে হবে চেয়েছিলাম তোমার মুখটি দেখে হেসে বাকিটা জীবন কাটাতে কিন্তু তুমি চলে গেলে। খুব মনে পরে এখনো তোমাকে অনেক ভালোবাসি কিন্তু ভালোবাসি বলার অধিকার টা যে আর নেই। তোমায় দেখিনা ৩ বছর অনেক ইচ্ছা হয় তোমাকে সামনাসামনি আরেকটি বার দেখি কিন্তু এইবার দেখা হলে যেনো আমিই দেখি তোমাকে তুমি যেনো আমায় না দেখো কারন শেষ বার যখন দেখা হয়েছিল তুমি দেখেও না দেখার ভান করে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে গিয়েছিলে 😊 এই গানটি রোজ রাতে শুনতে আসি আর তোমার কথা ভেবে নিজের অজান্তেই চোখ বেয়ে নোনা পানি ঝরে আর ভাবি তোমাকে একটি কল করি একটু কথা বলি কিন্তু সেটা হয়তো সম্ভব না। নাম্বার টা এখনো ফোনে সেইভ করা কিন্তু সেই নাম্বার থেকে কোনো কল বা মেসেজ আসে না। এখনো অনেক ভালোবাসি প্রিয়। না গেলে কি হতো? 😊 " কত কথা বলা হলো না প্রিয় "❤️
অনেকদিন এমন গান শোনা হয়নি। বাঁকুড়া মিমস দেখে দেখে উন্মেষ গাঙ্গুলীর মতো একজন শক্তিশালী এবং মেধাবী কমেডিয়ানের সাথে পরিচয়, ভালো কন্টেন্ট মেকারও বলা যায় তাকে। ওঁর নামটা দেখে যখন গানে ঢুকি, ভাবতে পারিনি স্বাভাবিক অভিনয়শৈলীতেও এতটা মেধা! ❣️ গানটা অনেক সুন্দর, ভাষাটা সাবলীল। বিকাল বেলা ঘর অন্ধকার করে দিয়ে শোনার মতো গান, নিজেকে সময় দেয়ার সময়কার গান। ভালো লেগেছে। বাংলাদেশ থেকে ভালোবাসা এবং শুভকামনা রইলো! অভিষেক-উন্মেষ-প্যাঁড়াদি আরও কাজ চাই। ❣️❣️❣️❣️
ভাবিনি আজকালকার বিশ্রী তুই তাকারি করা গানের লিরিক্সের বাইরে কোনো একটা গানের প্রতি এভাবে আসক্ত হয়ে পড়বো🙂, যেদিন প্রথম শুনি তারপর থেকে প্রতিদিনই এটা শোনা রুটিন হয়ে দাঁড়িয়েছে😌 গানের প্রতিটা কথা অবিশ্বাস্য ভাবে চোখে জল আনতে বাধ্য করে প্রতিনিয়ত................🖤🖤🖤
যাকে খুব ভালোবাসার পরেও পাওয়া হয়ে ওঠেনি, মানুষটা সারাজীবন পাশে না থাকলেও ভালোবাসা টা তার প্রতি সারাজীবন থাকবে। সময় বদলায়, মানুষ বদলায় কিন্তু কাওকে সত্যি মন থেকে ভালোবাসলে সেই ভালোবাসা কোনোদিনও বদলায়না।।
আপনাকেও ধন্যবাদ, তবে বাংলাদেশের দর্শক-শ্রোতাকে আকৃষ্ট করার জন্য বাংলাদেশের চলমান বিনোদন জগতের মতো কিছু করতে যাবেন না। কারণ, এদেশে গুটিকয়েক বাদে বিনোদনের নামে বাকিসব ভাড়ামি, ছ্যাবলামি নয়তো অতিরঞ্জনের খিচুড়ি।
এতো comment পড়লাম সবাই নিজের কষ্টের দুঃখের কথা লিখেছে ভালোবাসার মানুটিকে হারিয়ে ফেলার যন্ত্রণা টা লিখেছে ৪ বছর হলো একসাথে হাত ধরে কাটিয়ে দিলাম আমরা একে অপরকে এই ভাবে সারাজীবন আগলে রাখতে পারবো তো ❤️✨
সত্যিকারের ভালোবাসা সবার ভাগ্যে থাকে না আর যার ভাগ্যে থাকে সে তো ভালোবাসের মানেই বোঝে না😄 সময় থাকতে ভালোবাসার কদর করতে শিখে যাও নাহলে একদিন সে তোমার থেকে এত দূরে চলে যাবে যে তাকে চাইলেও আর কোনোদিনও ফিরে পাবে না..😊
তোমার কথা টা শুনে কিছু না লিখে থাকতে পারলাম না,, সে যখন আমাকে পাগলের মত ভালোবাসতো, আমার থেকে ১মিনিট সময় পাওয়ার জন্য পাগলের মত করতো, আমি খুব সস্তা ভেবেছিলাম তাকে, কত জ্ঞান এর কথা বলতাম , কত যুক্তি দিয়ে চুপ করিয়ে দিতাম, সে নিরব হয়ে একা কাঁদতো, সম্পর্কের বয়স ৫ বছর ছিল,, এবং বিচ্ছেদ এর ৪ বছর হলো,,,সে আজ ও আমাকে হয়তো ভালোবাসে, তাই আজও একাই আছে, কিন্তু আমি লাখ লাখ বার ডাকলেও সে ফিরবেনা ঠিক করেছে...! বড়ো কষ্ট হয় পুরনো দিন গুলো ভাবলে, অনেক ক্ষমা চাওয়ার আছে, অনেক ভালোবাসা দেওয়া বাকি আছে, যদি সে ফিরত... ঈশ্বর সময় থাকতে যেনো সকল কে জীবনের আসল মানুষ গুলোর মূল্যবোধ এর উপলব্ধি করান 🙏🏻
@@ArpitaAbhishekmusic dada ei gan ta million views chaiiiii❤️❤️.......... roj 10 br kore na sunleo shanti hoina...... seriously ktobr je sunechi..... !!!!! Dada jiosavn e chai..... ki kore pbo 😭😭😭...... jekhane "tumpa" moto gan jio savn e ache..... sekhane eirkm ekta gan nei keno😭..... dada.... pls bebostha koro...... caller tune e chai eta......
অনেকগুলো দিন,অনেক গুলো মাস,অনেকগুলো বছর একসাথে থাকার পর যখন একটা মানুষ হুট অন্য কাউকে ভালবেসে পেলে তখন ভুক্তভোগী মানুষটার কি অবস্থা একমাত্র সেই জানে যে এমন অবস্থার মধ্যে দিয়ে গেছে।কাউকে বলা যায় না,দেখানো যায় না,বুঝানোও যায় না।শুধু ব্যথাটা বয়ে যেতে হয় আজীবন। তবুও ভালো থাকুক সে মানুষটা যে ভীষণ নিখুঁতভাবে মনটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে।
প্রায় ১বছর হতে চললো আমাদের বিচ্ছেদের..🖤🥀 প্রেমটা বেশি মিষ্টি ছিলো।একই বিল্ডিং এর চারতলার ২৭বছরের বেশ রহস্যময় চরিত্রের ছেলের প্রেমে পড়ে যাই ২তলা সদ্য ১৭তে পা দেওয়া পিচ্চি আমি।😄অতঃপর তাকে লুকিয়ে লুকিয়ে দেখা আর আর পাগলামী দিনরাত।লুকিয়ে দেখার সমাপ্তি ঘটিয়ে এক সময় প্রেম হয়ে যায় আমাদের।নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী দাবী করতাম তখন।প্রেম হওয়ার দুইমাস পর শিফ্ট হয় অন্য জায়গায় তার ফ্যামিলি।তারপর থেকে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিতে থাকে এসব বাচ্চামী,আবেগ,ভালোবাসা নাহ।😅 বাসা ছেড়ে যাওয়ার পর কখনোই আর দেখা করেনি।।আশা দেখাতো আর আমি স্বপ্ন দেখতাম।অপেক্ষা করে গেছি তার,অপেক্ষার প্রহর শেষ হবেনা জানতাম।হারানো ভয়ে প্রতিদিন কাঁদতাম।উপেক্ষা করছে বুঝেও বুঝতে চাইতাম না।😅 ভালো রাখতে পারিনি হয়তো তাকে।অতঃপর ২বছর পর হটাৎ একদিন বলেই ফেললো,এতোদিন যা ছিলো সবই মিথ্যে।সে কখনো ভালোইবাসেনি।কত পাগলামী করেছি সেদিন!পৃথিবীর সবথেকে সুখী দাবী করা মুখ দিয়েই সেদিন পৃথিবীর সবচেয়ে অসহায়ের মতো অনুরোধ করছিলাম,ইশ কত আকুতি মিনতি!😅 অতঃপর চঞ্চলময় আর হাসিমাখা মুখটা পাথর হয়ে গেলো।কি নিখুঁত অভিনয় করে গেছো প্রিয়!তুলনা হয়না তোমার।এখন আমিও অভিনয় শিখে গেছি,সারাদিন অভিনয় করি,আর রাতে আমি আমার অভিনয়ের কাছে হেরে যাই।আজও প্রতিদিন নিয়ম করে কাঁদি।জানি,আমার অস্তিত্ব এখন তোমার কাছে মৃত। আজকে ৩বছর পর তুমি হয়তো অন্য কারো প্রেমে মাতোয়ারা।আর আমি তোমাকে হারিয়ে দিশেহারা😅💔 তবে তুমি ভালো থেকো..🖤🥀
Mon kharap korben na j apnake valobashar ovinoy koreche j r jai hok valo manush na ... So pls mon kharap kore nijeke r kosto deben na dekhben opnar jonno onake valo manus opekkha kore royeche sedin apni prokito valobashar shad assadon koreben ♥️
যারা একবার সত্যি ভালোবেসে হারিয়েছে তারা দ্বিতীয়বার আর ভালোবাসার সাহস পাবে না! সব ভালোবাসায় যেমন শেষপর্যন্ত বিয়ে থাকে না, তেমনি সব বিয়েতে ভালোবাসা থাকে না। যেটা থাকে সেটা হলো মানিয়ে নেওয়া!!
কতো ভালোবাসা ছিলো,কতো ভালোবাসতাম,কতো ভালোবাসি! কতো কথা বলা হলো না প্রিয়! তবুও বলি তোমার জন্য ভালোবাসা অবিরাম অবিরত অনবরত অবধারিত! তোমায় না পাওয়ার দুঃখ আমার আজীবন থাকুক!
সত্যি "ভালোবাসা" জিনিস টা খুব ভয়ঙ্কর। একবার মন থেকে ভালোবেসে ফেললে,ফিরে আসা বড্ডো কঠিন। হাজার কষ্ট ও মেনে নিতে রাজি। শুধু ভালোবাসা র মানুষটা থাকলেই সব।সবাই যেনো তার ভালোবাসার মানুষটাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পাশে পায়।💕
গানটার মধ্যে অনেক ব্যার্থ আবেগ লুকিয়ে আছে ।তাই শোনা মাত্রই মনের মধ্যে জমে থাকা ব্যাথা গুলোকে নিঃশব্দে বাইরে আসতে সাহায্য করে চোখের কোণে জমে থাকা অশ্রুর মধ্য দিয়ে❤।By the way অভিনয়টা অসাধারণ 👌🏻মন ছুঁয়ে গেছে❤।
স্মৃতি গুলো কখনো ভোলা যায় না।। হোক না সেটা খুব অল্প সময়ের।। উল্টো দিকের মানুষ ভাবে হয়তো অনেক সুখে আছি।। নিদ্রাহীন রাত্রি গুলো জানে কেমন আছি আমি।। 🙂 ভালো থাকুক সে আমাকে দোষী করে।।
তুমি চলে গেলে....কত কথা বলা হলো না প্রিয় ।।। আজও তোমার কথা খুব মনে পরে....কেনো জানি না আজও তোমায় ভুলতে পারলাম না । খুব কষ্ট হয় কিন্তু কখনো কাওকে বুঝতে দেইনি । ভালো থেকো তুমি।।।
অনেক কথা বাকি রয়ে গেল, যা দীর্ঘ ছয় বছর এও বলা হয়ে উঠলো না। আজ যখন তুই ট্রেন এ করে চলে গেলি আমায় সারাজীবন এর মত একা করে, তখন শুধু ঠাকুরের কাছে এটাই চাইছিলাম পরের জন্ম বলে যদি কিছু থাকে তাহলে আমাদের ভালোবাসা যেন পূর্ণতা পায়।।। দেখা হবে ওপারে প্রিয়। ভালো থেকো।।।
I got stuck here while reading comments of this beautiful song. Anyway God may keep you blessing. When "priyo" goes far far away then she/he becomes more more "priyo"..this experience I grabbed 🤗🤗
সাধারণত সচরাচর এই ধরনের Short story RUclips এ পাওয়া যায় না। অসাধারণ কাহিনী ও অভিনয় এবং অতুলনীয় গান। গানটা প্রথম বার শুনে শরীরে কয়েকবার শিহরিত অনুভব করলাম। 😍😍😍😍
অনেক তো হলো অনির্বান দা, যীশু দা, আবির দা-কে নিয়ে চর্চা.. এবার তোমাকেও দেখতে চাই বাংলা movie and Webseries-এ... এই গানটায় তোমার acting দেখে সত্যি মুগ্ধ!! 🔥🔥🔥🔥
গানটা বহুবার শুনেছি, দীর্ঘ সাত বছরের সম্পর্কের বিচ্ছেদের পর গানের শব্দগুলোর মানেটা বুঝলাম কতো পথ হাটা বাকি রয়েছে প্রিয় 😌 কল্পনা এখন কেবল 😊 সে ভালো থাকুক
আজ আমাদের 1 বছরের বেশি হয়ে গেছে তার বাচ্চামো স্বভাব তার আমার প্রতি আকৃষ্টতা সত্যি অতুলনীয়। আমিও তার ভালোবাসাতে বার বার নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি। খুব ভালোবাসি ভিতুরাম (শাশ্বতী)।
প্রিয় 🥀❤️ সত্যিই কত কথা বলা হলো না 😔তুমি এখন অন্য কারোর অন্য জনের প্রতি আসক্ত 💔🙂কথা ছিল একসাথে পথ চলবো সারা জীবন একসাথে থাকবো ❤️আজ পথ টা একই আছে শুধু তুমি আর আমি একসাথে নেই 🙂🥀তুমি ইচ্ছে করে পাল্টে গেলে আর আমি তোমায় ভুলে থাকার নাটক করে গেলাম ।।। রোজ রাতে তোমায় মনে পড়ে মনে হয় যদি একবার তোমার কণ্ঠ টা শুনতে পেতাম কিন্তু তুমি আমায় ঠকিয়ে চলে গেলে তখন এই গান টা শুনি আর সারা রাত জেগে থাকি কত রাত ঘুমই নই কোনো ধারণা নেই 💔🙂🥀তোমার স্মৃতি গুলো নিয়ে আজও বেঁচে আছি।।।। সেই মেয়ে কে অবশ্যই ভালো রেখো যার জন্য আমায় ছেড়ে চলে গেলে 💔ভালো থেকো💔🥀🙂😔 আজ ভালোবাসি প্রিয়।❤️ যদি ফিরে আসতে 😔❤️🥀🙂💔💔🥀🥀
Video ta valo lege thakle share and subscribe korun...
Share করে ফেলেছি 🌹🌹🌹🌹
মারাত্মক অভিষেক দা 👌
উন্মেষ দা 👌
ফ্রম শুভ গোস্বামী
Darun bhai
Already share korechi r like o korechi, apurbo ganner gola 👌
Obbosoi dada .Tomra bankura r gorbo❤️❤️❤️❤️❤️❤️❤️
তাকে ছেড়ে আজ ১ বছর হলো,ইউটিউব স্কোল করতে করতে গান টা চোখে পড়লো,শুনার পর আজ তাকে অনেক মিস করছি, কমেন্ট টা রেখে গেলাম, যখনই কেউ এটাতে লাইক করবে, আবার এসে শুনবো। তাকে খুব মিস করেছি।
খুব কম সংখ্যক মানুষ আছে যারা নিজেদের প্রিয় মানুষের সঙ্গে জীবন কাটাতে পারছে।বাকিরা পুরনো স্মৃতি নিয়েই বেঁচে আছে।
😔😔😔😔😔😔
😭😭😭
Akdom bastob kotha bolechen😞
Tadar modha jamon ami
Right
ভালোবাসা কি এতটাই ঠুমকো,,,সবাইতো হারানোর কথা বলছে আমি না হয় পাওয়ার কথা বলি,,,সাত বছর একসাথে কাটিয়ে দেওয়ার পর আজ আমরা তিনবছর হলো সংসার করছি
৯ বছর ও ১০ বছর এর ভালোবাসার মানুষকে হারাতে ও দেখেছি, আবার ৪/৫ মাস এর ভালোবাসা পরিণতি পেয়েছে সেটাও দেখেছি। সবই পরিস্থিতির উপর নির্ভর 🙃
@@souravbiswas8327 হ্যাঁ সে তো বটেই,,,আমি আমার জীবনের কথাই বললাম
সবার তোমার মত ভাগ্য হই না দিদি তুমি ভালো থেকো অনেক শুভ কামনা রইলো
@@sumanasarkar1998 ধন্যবাদ ,,,তুমিও ভালো থেকো
@@tanwisdiary...1114 কিন্ত ভালো থাকার জন্য পাশে কেও নেই আমি একেবারে একা
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়।🙂🌸 স্মৃতি রেখে গেলাম।যূগ যূগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসবো প্রিয় এই গানটা।🌺🥀🙂
🙂❤
গানটা শুনবার আর একটা সুযোগ করে দিলাম আপনাকে!🌸
Amar to emni e ase.. notification lage na..❤
Gan ta ar Akbar suna jan tahola
Good bless you dear
যাদের তোমারা পাওনি, তাদের ভুলে যাবার ক্ষমতা তোমাদের হোক।। কাউকে দূর থেকে মনে রাখার এই দীর্ঘ যন্ত্রনা দিয়ে সবার মুক্তি হোক।।
এই প্রার্থনা করে গেলাম।। ❤
😔😔😢😢
🥺
আপনি কথাই চলে গেলেন।
😭😭😭😭
@@moushumipaul5716 uni ki ar nei..
একই ছাদের নিচে নাইবা থাকলাম, এক আকাশের নিচে তো আছি। ভালো থেকো আর যদি পারো আমায় গ্রহণ করো সময়ের আরেক প্রান্তে। 🌻
কমেন্ট টা খুব মনে লাগলো.....😢
- জীবনের সবচেয়ে পছন্দের জিনিস গুলো
হয়তো অবৈধ! নয়তো নিষিদ্ধ! হয়তো দামি!
নয়তো অন্য কারো। 🖤🥀
Akdmmm eeee😭😭😭😭😭😭
তোমার নিজের জিনিস হলে পছন্দ হবে কেন...কারণ থাকতে মর্ম বুঝবেনা
tomar baba ma tahole ki tomar pochonder nooi?
Tik
জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো - হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামী, নয়তো অন্যকারোর..🖤
Kno bolun to etai hoi amader jibone ...
Jani na prio manush gulo kno eto dure thake
আমি আমার সবচেয়ে প্রিয় জিনিস টা কে হারিয়ে ফেলেছি
Thik
যেগুলো বৈধ, সমাজ সম্মত, কম দামি সে গুলো আমার সহজে পেয়ে যাই। তাই তাদের দাম থাকে না আর পাবার অদম্য ইচ্ছা ও থাকে না।
Visoni ekta dami kotha bole dilen 💔😌🙌
প্রিয়তমা তুমি ভালো থেকো। ❤️
একজন মানুষ এসেছিল জীবনে। দেড় বছর মেশার পর আজ সে তার প্রথম ভালোবাসার কাছে ফিরে গেল , আমিও তাদের দুহাত এক করে দিলাম। প্রিয়তমার বাড়ির লোকজন ও ওদের খুশি মনে মনে নিয়েছে। আশা করি জীবনের সব থেকে পুণ্যের কাজটা করলাম।
আজ আমি গর্বের সাথে অ"দ্বিতীয়"।
Jani hat care deata je koto ta koster ta bole bujhano jabe na
☺️☺️☺️☺️ khub valo....
😭😭😭 same😭😭😭
Sei...amro arkom akra kaj krechi ❤️ami.... tobe kksto onekta lagee
😞
কে বলেছে ছেড়ে গেলে ভালোবাসা হেরে যায়। অসমাপ্ত গল্পেতেও ভালোবাসা রয়ে যায়। কিছু কিছু জীবনের গল্প অসমাপ্ত থাকাটাও সুন্দর:
Tik tai
Akdom
ekdom tai. Amaro eki mot
Shotee amio seta mone kori. Prem mane opurno thaka r opurno er moddhe purno kore neA ❤️❤️❤️
অপূর্ব সুন্দর কথা ❤️💙
সত্যি কমেন্ট গুলো পড়ে বুঝতে পারছি কত মানুষই আছে যাদের ভালোবাসা পূর্ণতা পাইনি..কিন্তু স্মৃতি গুলো বাঁচিয়ে রেখেছে কিছু ঠিক হবেনা জেনেও... ভালো থাকুক সেই সব ভালোবাসা নীরবে❤️❤️❤️
Share and subscribe for more
Sotti tai.. koto manus ache..palla vari mone ei dikei..
সত্যি তাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারি নাই 😢😢
তিন বছরের বেশি হয়ে গেলো
আজো দিনে কতোবার যে মনে পড়ে তা
শুধু আল্লাহই ভালো জানে😢😢😢
মিশ ইউ ইলামনি মিস করি ভিষন 😢😢
2:59
Valobasa Emni
Ekdam tai... smriti aar atma etai toh universal aar eternal. Setai thaak ❤
আমাদের বয়স তখন ১৭+ আমরা একই স্কুলে পরতাম ভালো লাগতো তাকে কিন্তু বলতে পারিনি কিন্তু ১২ ক্লাস শেষে যখন কলেজে ভর্তির সময় সে ভর্তি হয়নি কলেজে সে অন্য লাইনে পরা শুরু করে আমাদের ঠিক তখনই বন্ধু থেকে ৪-৫ মাস পর ভালোবাসাই পরিনত হয়।।কত ঝর কত ঝামেলা আমাদের।কত বার ভেবেছি থাকবো না আর সেও কতবার ভেবেছে কিন্তু আমারা থেকে গেছি এইভাবেই এখন আমাদের সম্পর্ক ৬ বছর আমাদের বিয়ে কটা মাস পর আমাকে আশির্বাদ করবেন তাকে তাঁর পরিবারের সকলকে নিয়ে ভালো থাকি যেন।।❤❤
৫ বছর হয়ে গেল আমি এখন ও তাকে বলতে পারলাম নাহ😢
কিন্ত প্রতিদিন তাঁর সাথে কথা হয়
@@alveomi8951😢
আমদের ভালোবাসা পরিণতি পেয়েছে 7 বছর হয়েছে। আমদের ছোট্ট একটি সন্তান আছে। আমরা খুব খুশি। এই খুশি গুলো যেনো সারা জীবন নিয়ে চল তে পারি
আপনাদের বিয়ে হয়ে গেছে?
Khb vlo thkun❤
R evbei agle rkhun...... Chere jaua to sohoj evbe thkte pre kojon.... Hats off to both of you ❤
ইউটিউবের কমেন্ট বক্সে অনেক অজানা গল্প খুঁজে পাওয়া যায়🙂🌻 কিছু পূর্ণতার❤ কিছু অপূর্ণতার 🥺💔
Thik bolechen
Right
অনেক সময় নিজের গল্পও পরে ফেলা হয়।☹️😑
🥺🥺🥺
আর কিছু পূর্ণতা পেয়েও অপূর্ণ গল্প 🙂💔
ভাগ্যে না থাকা মানুষ টার সাথেই একটা অন্য রকম ভালোবাসা হয় 🥀
Khub sotti
Thik bolecho
Right👍
Akdom
Thik tai
- ছেরে দিলে যদি সে ভালো
থাকে তবে তাকে ছেরে দাও😔
- কারন ভালো রাখার নামই "
ভালোবাসা ❤🥰
Thik
Kew too vlo thakuk
Ekdom 🤗🤗🤗😌😌😌✌️
Ekdom..💜💜
Well said bro👍
কেন যে কেউ একজন হঠাৎ করে বিনা নোটিশে প্রবেশ করে, বিনা অধিকারে সব কিছু অজান্তেই অধিকার করে নেয়,ঠিক তেমন বিনা নোটিশেই অদৃশ্য হয়ে যায়।পড়ে থাকে কিছু না বলা কথা,কিছু অজান্তেই তৈরি হওয়া অনুভুতি যার দ্বায়ভার সম্পুর্ন নিজের।
এমন মানুষ দের সাথে পরিচয় হয়।
যে মানুষ সারাজীবন থাকার জন্য আসেনা ।
আমরা তাদের কেই ভালোবাসি।
❤️🙂
Akdom
Valobasha j keno amon obuj hoy
@@ankuanku6670 hm
@@ShantaNourin এটা একটা মায়া তাছাড়া আর কিছু না🙂
@@sugatabiswas5824 Ai Maya tai shorbonash kore day...ha ha
না পাওয়ার থেকে, পেয়ে হারানোর যন্ত্রনা টা হয়ত বেশি🙃
পরিস্থিতি শিকার।😭
Yes I have this experience 😐😐😐
Akdom thick bolechen ... 😞😞
🙂
Sei jontrona niye beche thaka aro beshi jontrona dayok😊
অনেক দিন একসাথে থাকবার পর মানুষটা একদিন হুট করে বলে দেয়, "আমি আর তোমাকে ভালোবাসিনা!"
উফফ! কি সুন্দর সত্য, কি স্নিগ্ধ স্বীকারোক্তি!🙂
Subscribe and share please
@@ArpitaAbhishekmusic keno
Ekdom.... responsibility newar somoy pichiye gechilo ...I can't feel anything for you bole...ei kotha ta sonata ar seta niye bachata ki koster ami bujhi..✨🌚😌
সত্যি তখন যেন কোন ভাষা থাকে না সাক্ষী হিসেবে থাকে শুধু চোখের জল।
@@ismitaghosh5852 akdm didi🙃💔
১০বছর রিলেশনের পর ২০১৯সালে বিয়ে করেছি। এখন আলহামদুলিল্লাহ ছোট একজন রাজকন্যে আছে। ১০বছরের প্রেম এবং চার বছরের সংসার। দোয়া রাখবেন সবাই❤️
10years Affair. Plan chilo 2019 a biye but ta r hoy ne.
Ussss amr motw hotwbaga Jara ace , tara aktw hole santona pay, apnader somporker kotha sune
@@Farlight84-lz8irsotti tai
Valo theko tomra ❤❤
Congratulations 🎉
পৃথিবীতে এই "ভালোবাসার" মত ভয়ঙ্কর জিনিস দ্বিতীয় নেই 😊
Ache... "Songsaar"
Khubi vhayanok ar sesta khubi vhoyonkor.....
😁😁😁 সত্যি
একমত.. ভয়ঙ্কর সত্য
@@lax369 ekdom e naa, ami ekmot hote parlam na ma'am. Bhalobasa na pele je kosto manush pai, tar khub samanno ongsho songsar theke pai. R sotti karer bhalobasa nijer ichhai pawa jaina, bhalobasa hoye jai... Kintu "songsar" manush nijei choose kore, tar haate option thake songshar kora o na korar modhhye..
প্রথম কল, প্রথম আকর্ষণ, প্রথম দেখা,প্রথম রিজেক্ট হওয়া। দুই বছর পর আবার ফোনে কথা গভীর প্রেমে হাবু ডুবু খাওয়া। এমন দিন আসে যে একে ওপরের গলা আওয়াজ না শুনে থাকতে না পারা। বেশ ভালো চলতে থাকে তিন বছর।হটাৎ এক দিন পরিবারে অজুহাত। বাস সব সমাপ্তি।
Amer o🙂
Amaro😢😢😢😢😢😢😢
আমরা সারাদিন যতই অভিনয় করি,
কিন্তু রাত যত গভীর হয়
আমরা অভিনয়ের কাছে হেরে যাই।।
Thik kotha. Gan ta valo lagle share and subscribe korben.
Dada ei gan ta amr mukhostho mon e gantha hye ache . Onk dhonyobad tomay. Sob kichu harie geleo eita amr songi..
Mojar kotha ki jano..je harie gche tar o eta priyo gan.
Amr o priyo gan
Akdom thk
Akdom tai . Kintu opar dharer manush bojhe na
Tik
ঘড়িতে রাত 2 টো 29.... পুরনো সৃতি গুলো কে মনে করে নিঃশব্দে কেঁদে যাচ্ছি।। সত্যিই অনেক কথা বলা হলো না তাকে 🖤✨
😢
😢😢😢😢😢😢😢
রোজ কার মতো আজও আসলাম মধ্যরাতে গান টা অনুভব করতে🙂
......কত কথা বলা হলোনা প্রিয় 🥀
কত সূর্যমুখীর মন ভার🙃.....
ঠিক
Sem আমিও
"প্রিয়" বলার ধরন টা অসাধারণ। এই কথার মধ্যেই বিচ্ছেদ লুকিয়ে আছে ❤🙂🙂
Thanks for your valuable comment. Do share and subscribe for more upcomings. 😊😊😊
ভিডিও টা দেখুন , অনেক সুন্দর গান
ruclips.net/video/KhFu4Zmr_c4h/видео.html
Sei❤️
পরিবারকে ভালো রাখার জন্য নিজের ভালোবাসার বিসর্জন দেওয়ার রেওয়াজ জানিনা কবে বন্ধ হবে। ঈশ্বর এই খেলা যেন শীঘ্রই বন্ধ করে দেন। কাউকে ভুলতে পারা খুব কষ্টের হে ঈশ্বর শক্তি দিও তাকে এবং আমাকে।।
Hmm😔😭
আমার ভালোবাসার মানুষ টাও আমাকে ছেড়ে গেছে তার পরিবারের জন্য
Hmm 🥺🥀
আমি তার জীবনে ভীড়ের মধ্যে হারিয়ে গেছি দাদা, সেও তো অনেক কথাই বলেছিল, অনেক কান্নাকাটিই তো করেছিল, তব হ্যাঁ মনে মনে ওই বিচ্ছেদটা মেনে নিয়েছিল অনেক আগেই, তাই বাড়িতে বলেওনি আর চার বছরের এর ভালোবাসা ভূলতে চার মাস ও লাগেনি .... তা আজ দুবছর হয়ে গেছে।
ওসব পরিবার টরিবার সবই গল্প, যে থাকবার সে শত বিপত্তি থাকা সত্ত্বেও থাকে, আর যে যাবার সে সোনার মহলেও থাকবে না, রয়ে যায় শুধু শূন্যতা
@@sahidsk1013
ঈশ্বর আপনাকে শক্তি দিক।
আপনার ব্যাপার জানিনা, তবে আমার ক্ষেত্রে পারিবারিক সমস্যা হয়েছে। দুই বাড়িতে জানিয়েও লাভ হয়নি। পালিয়ে করার পক্ষপাতী আমরা নয়।
যেসব মানুষেরা ভালোবাসা কে অত্যন্ত সস্তা ভাবে তাদের উদ্দশ্যে একটা কথাই বলতে চাই যে বাকি সবকিছুই হয়তো অর্জন করা যায় বিভিন্ন ভাবে , কিন্তু খুব ভাগ্যবান এ ভালোবাসা পায় । তাই দয়সত্যি কার এর ভালোবাসা যদি পেয়ে থাকেন দয়া করে সেটার মর্যাদা দিন । কারণ এটা এমনি জিনিষ যে একবার অবহেলায় হারিয়ে গেলে আর হাজার চেষ্টাতেও পাবেন না
"কত কথা বলা হলো না প্রিয়"🌻
বিচ্ছেদের আজ ৩ বছর চলছে তুমি এখন অন্যকারো সাথে অন্যকারো হাসির কারন। কখনো ভাবিনি তোমার কথা ভেবে কান্না করতে হবে চেয়েছিলাম তোমার মুখটি দেখে হেসে বাকিটা জীবন কাটাতে কিন্তু তুমি চলে গেলে। খুব মনে পরে এখনো তোমাকে অনেক ভালোবাসি কিন্তু ভালোবাসি বলার অধিকার টা যে আর নেই। তোমায় দেখিনা ৩ বছর অনেক ইচ্ছা হয় তোমাকে সামনাসামনি আরেকটি বার দেখি কিন্তু এইবার দেখা হলে যেনো আমিই দেখি তোমাকে তুমি যেনো আমায় না দেখো কারন শেষ বার যখন দেখা হয়েছিল তুমি দেখেও না দেখার ভান করে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে গিয়েছিলে 😊
এই গানটি রোজ রাতে শুনতে আসি আর তোমার কথা ভেবে নিজের অজান্তেই চোখ বেয়ে নোনা পানি ঝরে আর ভাবি তোমাকে একটি কল করি একটু কথা বলি কিন্তু সেটা হয়তো সম্ভব না। নাম্বার টা এখনো ফোনে সেইভ করা কিন্তু সেই নাম্বার থেকে কোনো কল বা মেসেজ আসে না। এখনো অনেক ভালোবাসি প্রিয়। না গেলে কি হতো? 😊 " কত কথা বলা হলো না প্রিয় "❤️
Like, Share and subscribe korben please.
গানটা যত বার শুনি ঠিক তত বারই চোখের কোণে জল চলে আসে 💔😔😢
Apnara demotivate kore den
Vlo thakuk tomar prio
Je thokai se, konodike na konodike nijew thoke☺️☺️☺️☺️
অনেকদিন এমন গান শোনা হয়নি। বাঁকুড়া মিমস দেখে দেখে উন্মেষ গাঙ্গুলীর মতো একজন শক্তিশালী এবং মেধাবী কমেডিয়ানের সাথে পরিচয়, ভালো কন্টেন্ট মেকারও বলা যায় তাকে। ওঁর নামটা দেখে যখন গানে ঢুকি, ভাবতে পারিনি স্বাভাবিক অভিনয়শৈলীতেও এতটা মেধা! ❣️
গানটা অনেক সুন্দর, ভাষাটা সাবলীল। বিকাল বেলা ঘর অন্ধকার করে দিয়ে শোনার মতো গান, নিজেকে সময় দেয়ার সময়কার গান। ভালো লেগেছে। বাংলাদেশ থেকে ভালোবাসা এবং শুভকামনা রইলো! অভিষেক-উন্মেষ-প্যাঁড়াদি আরও কাজ চাই। ❣️❣️❣️❣️
Thanks for your valuable comment. Do share and subscribe please. ☺️☺️
Apurbo ...sotti kandie dilo gaan ta😢
প্রতিদিন যেহেতু গানটি শুনি , কমেন্টটি রেখে গেলাম। এরপর লাইক দেখে বুঝে নিবাে ... কতজন গান শুনতে এসে কমেন্টটি পড়ে গেল! (১ জুন, ২০২১, রাত ৯-৫৯)
Hi
গানটা যতবার শুনি ঠিক তত বারই চোখের কোণে জল চলে আসে 😢💔😔
❤
১৩০০ মানুষ আপনার মন্তব্যটি পড়েছেন। কি খুশি তো এইবার??
বাহ! কমেন্টটি খুব সুন্দর 🙂।
কত কথাই তো বলার ছিল
বলা আর হয়ে উঠলো কই
আজ আমরা এতটাই অপরিচিত
যে, এটা মনে করতেও কষ্ট হয় আমরা একদিন সংসার পাতার স্বপ্ন দেখেছিলাম একসাথে! 🌼🖤
Akdam ai rakam e hy tho😊
ভাবিনি আজকালকার বিশ্রী তুই তাকারি করা গানের লিরিক্সের বাইরে কোনো একটা গানের প্রতি এভাবে আসক্ত হয়ে পড়বো🙂, যেদিন প্রথম শুনি তারপর থেকে প্রতিদিনই এটা শোনা রুটিন হয়ে দাঁড়িয়েছে😌 গানের প্রতিটা কথা অবিশ্বাস্য ভাবে চোখে জল আনতে বাধ্য করে প্রতিনিয়ত................🖤🖤🖤
Do subscribe and share please. Thanks for you valuable comment. 😊😊😊
🙏
I agree with you ❤️
Ekdm sotti kotha..😄♥️
Haa
যাকে খুব ভালোবাসার পরেও পাওয়া হয়ে ওঠেনি, মানুষটা সারাজীবন পাশে না থাকলেও ভালোবাসা টা তার প্রতি সারাজীবন থাকবে। সময় বদলায়, মানুষ বদলায় কিন্তু কাওকে সত্যি মন থেকে ভালোবাসলে সেই ভালোবাসা কোনোদিনও বদলায়না।।
Valobasa more na. Valo lagle share and subscribe korben.
The line,,“ কত কথা বলা হলো না প্রিয়,,কত সূর্যমুখীর মন ভার ” .... Touch the heart 🙂
সত্যি তারাই খুবই ভাগ্যবান যারা ভালোবাসা মানুষের সাথে আজীবন আগলে ধরে রাখতে পারছে💓💖🌹
সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা নেবেন ও পাশে থাকবেন।
বাঁকুড়ার লোক কি দোষ করল ভাই ভালোবাসা পেতে !! 🙄
Big Fan From Bangladesh
অসাধারণ হাহা, ভালবাসা নিও!
🇧🇩🇮🇳🇮🇳🇧🇩❤️
আপনাকেও ধন্যবাদ, তবে বাংলাদেশের দর্শক-শ্রোতাকে আকৃষ্ট করার জন্য বাংলাদেশের চলমান বিনোদন জগতের মতো কিছু করতে যাবেন না। কারণ, এদেশে গুটিকয়েক বাদে বিনোদনের নামে বাকিসব ভাড়ামি, ছ্যাবলামি নয়তো অতিরঞ্জনের খিচুড়ি।
অভিষেক দা বাঁকুড়া তে তোমার বাড়িটা কোথায় গো?? আমি নূতনচটি তে থাকি!! তুমি গুরু অসাধারন!! Fan হয়ে গেলাম!!
কত ভালোবাসা এভাবেই অসমাপ্ত থেকে যায়... প্রিয় মানুষটাকে সারাজীবন আগলে রাখতে চাইলেও সেটা সম্ভব হয়না কোনো অসম্ভব কারণে...💔
এতো comment পড়লাম সবাই নিজের কষ্টের দুঃখের কথা লিখেছে ভালোবাসার মানুটিকে হারিয়ে ফেলার যন্ত্রণা টা লিখেছে ৪ বছর হলো একসাথে হাত ধরে কাটিয়ে দিলাম আমরা একে অপরকে এই ভাবে সারাজীবন আগলে রাখতে পারবো তো ❤️✨
Definitely parben....
Nischoi parbe... Valo theko sukhe theko 😊❤
অবশ্যই ❤
Nischoi prben....good wishes for both of you❣
@@ayanbasu6774 thank u so much ❤️
সব কথা শেষের পরেও কেন মনে হয় - কতোকথা বলা হলো না প্রিয় ❤ প্রিয় মানুষটির সঙ্গে কথা কখনো শেষ। হয়না।।। ❤❤
সত্যিকারের ভালোবাসা সবার ভাগ্যে থাকে না আর যার ভাগ্যে থাকে সে তো ভালোবাসের মানেই বোঝে না😄 সময় থাকতে ভালোবাসার কদর করতে শিখে যাও নাহলে একদিন সে তোমার থেকে এত দূরে চলে যাবে যে তাকে চাইলেও আর কোনোদিনও ফিরে পাবে না..😊
একদম তাই মানুষ সত্যি কারের ভালোবাসা কে যত্ন করে রাখতে পারে না
😭😭😭
তোমার কথা টা শুনে কিছু না লিখে থাকতে পারলাম না,, সে যখন আমাকে পাগলের মত ভালোবাসতো, আমার থেকে ১মিনিট সময় পাওয়ার জন্য পাগলের মত করতো, আমি খুব সস্তা ভেবেছিলাম তাকে, কত জ্ঞান এর কথা বলতাম , কত যুক্তি দিয়ে চুপ করিয়ে দিতাম, সে নিরব হয়ে একা কাঁদতো,
সম্পর্কের বয়স ৫ বছর ছিল,, এবং বিচ্ছেদ এর ৪ বছর হলো,,,সে আজ ও আমাকে হয়তো ভালোবাসে, তাই আজও একাই আছে, কিন্তু আমি লাখ লাখ বার ডাকলেও সে ফিরবেনা ঠিক করেছে...!
বড়ো কষ্ট হয় পুরনো দিন গুলো ভাবলে, অনেক ক্ষমা চাওয়ার আছে, অনেক ভালোবাসা দেওয়া বাকি আছে, যদি সে ফিরত...
ঈশ্বর সময় থাকতে যেনো সকল কে জীবনের আসল মানুষ গুলোর মূল্যবোধ এর উপলব্ধি করান 🙏🏻
❤️
@@S.S-j3i 😌😌😇😇😇😇😔😔
ঘোঁতন আর প্যাঁড়াদি দুজনকেই খুব ভালো লাগছে... গানটা তো আলাদাই লেভেলের ❤️❤️
Thanks a lot. Do share and subscribe please...
@@ArpitaAbhishekmusic nischoi dada. Khub valo hoye gan ta
কিন্তু বলছি কি....ঘোঁতনের কি উচিত হলো ছোট ভাই এর ক্লাসমেট এর সাথে....না না । এটা মানতে পারছি নাই । তিরপিন্ড্যা কোথাকার !
@@ArpitaAbhishekmusic dada ei gan ta million views chaiiiii❤️❤️.......... roj 10 br kore na sunleo shanti hoina...... seriously ktobr je sunechi..... !!!!!
Dada jiosavn e chai..... ki kore pbo 😭😭😭...... jekhane "tumpa" moto gan jio savn e ache..... sekhane eirkm ekta gan nei keno😭..... dada.... pls bebostha koro...... caller tune e chai eta......
@@SrimanDeadpool r e dada ghoton r ka6e job ache tai gf o
যখন খুব একা আর অসহায় লাগে তখন এই সব গান আর কমেন্টগুলোই বন্ধু হয়ে পাশে থাকে
R takhon mone hae ami sudhu aka noi amar mato kato chele meye aki kasto pacche. 😢😢😭😭😔
অনেকগুলো দিন,অনেক গুলো মাস,অনেকগুলো বছর একসাথে থাকার পর যখন একটা মানুষ হুট অন্য কাউকে ভালবেসে পেলে তখন ভুক্তভোগী মানুষটার কি অবস্থা একমাত্র সেই জানে যে এমন অবস্থার মধ্যে দিয়ে গেছে।কাউকে বলা যায় না,দেখানো যায় না,বুঝানোও যায় না।শুধু ব্যথাটা বয়ে যেতে হয় আজীবন।
তবুও ভালো থাকুক সে মানুষটা যে ভীষণ নিখুঁতভাবে মনটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে।
এতো অপূর্ণতার মাঝে ও আমরা একসাথে 5 বছর পূর্ণ করতে চললম ❤️❤️ সারাজীবন যাতে সাথে থাকতে পারি এইভাবেই ভালোবেসে
Tomra bhalo theko didi ❤️
khub bhalo theko didi
পাঁচটা বছর আমরাও একসাথে ছিলাম 😅
কিন্তু হটাৎ সে বললো এক জন এর সাথে সম্পর্কে জানলাম ৩ মাস। 💔
@@143aviz thank u ❤️
@@suvamghosh401 মানুষ যে কখন পরিবর্তন হয়ে যায় বুঝা খুবই মুশকিল 😓 ,তাও নিজে কে বুঝিয়ে ভালো থাকবেন ...
কমেন্ট পড়তে এলে বোঝা যায়, কত জন তার প্রিয়- প্রিয়া কে হারিয়েছে ।
Setai
তাই কমেন্ট পারে নিজেকে সান্ত্বনা দেই আমি একা নোই আমার মত আনেকেই তার নিজের থেকেও প্রিয় ভালোবাসার মানুষটিকে হারিয়েছে 😔
Tar modhe ami ekjon
@@sikhasaha9811 kosto poar theke kosto take overcome korte sekhatai best. ...
Akdoom
প্রায় ১বছর হতে চললো আমাদের বিচ্ছেদের..🖤🥀
প্রেমটা বেশি মিষ্টি ছিলো।একই বিল্ডিং এর চারতলার ২৭বছরের বেশ রহস্যময় চরিত্রের ছেলের প্রেমে পড়ে যাই ২তলা সদ্য ১৭তে পা দেওয়া পিচ্চি আমি।😄অতঃপর তাকে লুকিয়ে লুকিয়ে দেখা আর আর পাগলামী দিনরাত।লুকিয়ে দেখার সমাপ্তি ঘটিয়ে এক সময় প্রেম হয়ে যায় আমাদের।নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী দাবী করতাম তখন।প্রেম হওয়ার দুইমাস পর শিফ্ট হয় অন্য জায়গায় তার ফ্যামিলি।তারপর থেকে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিতে থাকে এসব বাচ্চামী,আবেগ,ভালোবাসা নাহ।😅
বাসা ছেড়ে যাওয়ার পর কখনোই আর দেখা করেনি।।আশা দেখাতো আর আমি স্বপ্ন দেখতাম।অপেক্ষা করে গেছি তার,অপেক্ষার প্রহর শেষ হবেনা জানতাম।হারানো ভয়ে প্রতিদিন কাঁদতাম।উপেক্ষা করছে বুঝেও বুঝতে চাইতাম না।😅
ভালো রাখতে পারিনি হয়তো তাকে।অতঃপর ২বছর পর হটাৎ একদিন বলেই ফেললো,এতোদিন যা ছিলো সবই মিথ্যে।সে কখনো ভালোইবাসেনি।কত পাগলামী করেছি সেদিন!পৃথিবীর সবথেকে সুখী দাবী করা মুখ দিয়েই সেদিন পৃথিবীর সবচেয়ে অসহায়ের মতো অনুরোধ করছিলাম,ইশ কত আকুতি মিনতি!😅
অতঃপর চঞ্চলময় আর হাসিমাখা মুখটা পাথর হয়ে গেলো।কি নিখুঁত অভিনয় করে গেছো প্রিয়!তুলনা হয়না তোমার।এখন আমিও অভিনয় শিখে গেছি,সারাদিন অভিনয় করি,আর রাতে আমি আমার অভিনয়ের কাছে হেরে যাই।আজও প্রতিদিন নিয়ম করে কাঁদি।জানি,আমার অস্তিত্ব এখন তোমার কাছে মৃত।
আজকে ৩বছর পর তুমি হয়তো অন্য কারো প্রেমে মাতোয়ারা।আর আমি তোমাকে হারিয়ে দিশেহারা😅💔
তবে তুমি ভালো থেকো..🖤🥀
Share o subscribe korben.
Mon kharap korben na j apnake valobashar ovinoy koreche j r jai hok valo manush na ... So pls mon kharap kore nijeke r kosto deben na dekhben opnar jonno onake valo manus opekkha kore royeche sedin apni prokito valobashar shad assadon koreben ♥️
Kede fellam Tmr Kotha sune nijer Sathe relate korte parchi
🥲🥲🥲
😥😥😥😢😢😢
মনের মানুষটাকে না পেলেই।মনেহয় ভালোবাসা চিরন্তন হয়।পেয়েগেলে সেই তো একই ডালভাত জীবন।
ঘড়িতে সময় রাত ১টা বেজে ৫মিনিট হেডফোনে "কত কথা বলা হলোনা প্রিয়"
আর চোখের কোণে জমানো জল!🙂💔
হারানোর কষ্ট সেই বোঝে যে হারায়✌️
Same situation 😅
Amr o same obosta
Thik bolecho😭😭😭😭😭😭😭😭
ভাগ্য টা বড্ড অসহায়...... যাকে আগলে রাখতে চায়, সে যেন অনেক দূরে চলে যায়....
যারা একবার সত্যি ভালোবেসে হারিয়েছে তারা দ্বিতীয়বার আর ভালোবাসার সাহস পাবে না!
সব ভালোবাসায় যেমন শেষপর্যন্ত বিয়ে থাকে না,
তেমনি সব বিয়েতে ভালোবাসা থাকে না।
যেটা থাকে সেটা হলো মানিয়ে নেওয়া!!
Do like share and subscribe
Akdom..valobasar biye purnota peyeo valobasa ta hariye jay...tokhon mone hoy jibone manush chinte ato vul korlam
@@soumitapatra6957 একটা চেনা মানুষ যে কিভাবে অচেনা একটা মানুষে পরিবর্তিত হয় কে জানে!
যায় হোক ভালো থাকুন 💐🌸👨👨👧👧
@@soumitapatra6957 খুব সত্যি
Sotti E taii sob biyate valovasa thake naa ,thake sudhu mania nawya.... valovase biyer por jokhon jante para jaii manush ter mon a ajjo ter prakton premika birajoman.....👌👌aii rakam sottir mukhomukhii darano khub kothin 🥀🥀 tokhon sudhu mania nawya thake.....nijer chawa,pawya bole kichu thake naa..💔.....hoito aii tai jibon....🙂🙂
ভালবাসার পূর্ণতা বিরহে, ভালবাসার মানুষকে হারাই বলেই ভালবাসা তীব্র হয়ে থেকে যায় মনের গভীরে।
আজ তুমি নেই বলেই তোমার প্রতি আমাত এতো ভালোবাসা। এতো আবেগ, এতোটা করুন সুখ।
শেষ বেলায় যদি বিচ্ছেদই থাকবে;
তাহলে শুরুটা এত মধুর হয় কেন!!!
এই প্রশ্নের উত্তর কারোর জানা নেই ভাই। 😥
Suruta modhur nh hole somporko shuru hoi nh. Tiktota diye kono kichur shuru kora somvob nh.,
@@tanjilaakter2024 tahole seshta ato kaster hae kano.seshtao to madhur hote parto😢😭😢😭
@@sadhikari4280 seshta mudhur hole notun somporker sristi hoito nh..
@@tanjilaakter2024 natun samparkota haeto r ager mato atota madhur diye suru hae na😭😭😢😢
"কত কথা বলা হলো না প্রিয় " লাইন টা সেরা.... With গানের 'প্রিয়' বলার ধরনটা...... এক কথায় অসাধারণ......
পাশে থাকবেন। প্রিয় তো প্ৰিয় ই হয়। 😊😊😊 Do subscribe and share please for more upcomings. Thanks for your valuable comments. 😊😊😊
Buk ta jure koto kotha cilo koto valobasha cilo kicui je r bola holo na
এমন ভালোবাসা পাওয়ার থেকে না পাওয়ায় শ্রেয়..,পেয়ে হারানোর যে কি কষ্ট! ভালো থাকুন পৃথিবীর পাওয়া,না পাওয়া সকল ভালোবাসাগুলো....🥀
subscribe and share please
💔
কতো ভালোবাসা ছিলো,কতো ভালোবাসতাম,কতো ভালোবাসি! কতো কথা বলা হলো না প্রিয়! তবুও বলি তোমার জন্য ভালোবাসা অবিরাম অবিরত অনবরত অবধারিত! তোমায় না পাওয়ার দুঃখ আমার আজীবন থাকুক!
🖤🤍 এমন মানুষের সঙ্গে ভালবাসা হয়। যে আমাদের জীবনে গল্প হয়ে থেকে যায়। 🖤🤍
Do subscribe and share
এক ছাদের নীচে না-ই বা থাকলাম , এক আকাশের নীচে তো আছি |
ভালো থেকো প্রিয় ❤
যারা চায় তারা পায় না 😭😭😖😖😖😭 , কিন্তুু যারা নাটক করে তাদের কপালে সত্যিকারের ভালোবাসা আসে।☺️☺️
একদম সত্যি। চিরন্তন সত্যি
দামি কথা।।
Akdom
সত্যি "ভালোবাসা" জিনিস টা খুব ভয়ঙ্কর। একবার মন থেকে ভালোবেসে ফেললে,ফিরে আসা বড্ডো কঠিন। হাজার কষ্ট ও মেনে নিতে রাজি। শুধু ভালোবাসা র মানুষটা থাকলেই সব।সবাই যেনো তার ভালোবাসার মানুষটাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পাশে পায়।💕
🥲🥲
গানটার মধ্যে অনেক ব্যার্থ আবেগ লুকিয়ে আছে ।তাই শোনা মাত্রই মনের মধ্যে জমে থাকা ব্যাথা গুলোকে নিঃশব্দে বাইরে আসতে সাহায্য করে চোখের কোণে জমে থাকা অশ্রুর মধ্য দিয়ে❤।By the way অভিনয়টা অসাধারণ 👌🏻মন ছুঁয়ে গেছে❤।
বিচ্ছেদ হলেই কী ভালোবাসা কমে যায়, একজন গভীর ভাবে এই ঠিক ভালোবেসে ই যায়।।অসমাপ্ত ভালোবাসা তে ও কত গল্প থাকে
ভালোবাসলেই তাকে পেতে হবে নাকি 🙃
অপূর্নতাতেই ভালোবাসা সবচেয়ে গভীর ☺️
ভালো থাক ছেড়ে যাওয়া মানুষ গুলো।🍂
যে মানুষ গুলো তাদের নিজেদের পচ্ছন্দমত মানুষ গুলো কে জীবন সঙ্গী হিসেবে পাই তারা সত্যি খুব ভাগ্যবান ..
স্মৃতি গুলো কখনো ভোলা যায় না।। হোক না সেটা খুব অল্প সময়ের।। উল্টো দিকের মানুষ ভাবে হয়তো অনেক সুখে আছি।। নিদ্রাহীন রাত্রি গুলো জানে কেমন আছি আমি।। 🙂
ভালো থাকুক সে আমাকে দোষী করে।।
কথা গুলো মিলে গেলে 😌
নিদ্রাহীন রাত্রি গুলো জানে , কে কার কত খবর জমায়...রোজ নিজের অভিমানে 😭।
সত্যি খুব সত্যি
Tik bolcho seee jodi amake dosi kore sukhe thake tai jeno Sara jibon sukhe katak ata pray kori
এই একই দোষে দোষী আজ আমাদের মতো হাজারও না পাওয়া ভালোবাসার মানুষ গুলো । তবে ভালো থাকুক সেই দোষ দেওয়া প্রিয় মানুষ গুলো😊🤫
ভালোবাসা তো থেকেই যায়,,অধিকার টা চলে যায় শুধু।😅
Hmm
😭😭
R ki ba korar a6e..??
তুমি চলে গেলে....কত কথা বলা হলো না প্রিয় ।।। আজও তোমার কথা খুব মনে পরে....কেনো জানি না আজও তোমায় ভুলতে পারলাম না । খুব কষ্ট হয় কিন্তু কখনো কাওকে বুঝতে দেইনি । ভালো থেকো তুমি।।।
মানুষগুলো থাকে না..গানগুলো থেকে যায়..যেমন এই গানটা থেকে গেল..অনেককিছু না থাকা জুড়ে ❤
Valobasa nis vai❤❤❤
অপূর্ণতা রয়েছে বলেই প্রেম-এত সুন্দর।
আজো ভালোবাসি তোমায়।।।।
কত কথা বলো হলো না- প্রিয়🖤
২৫.০৯.২০২১
রাত ২ বেজে ১০ মিনিট। গানটা টা তো বরাবরই প্রিয় সাথে কমেন্টগুলো একেকটা, ভালোই লাগছে অন্য ধরনের এক ভালোলাগা🌼
Ek bochor hoyeche swami mara geche. ..ganta sune onek kedechi .sotty koto kotha bola holona.
আজকাল কাউকে বলেও বোঝানো যায় না কিছু.....একা একা চোখের জল ফেলে নিজেকে নিজে বোঝাতে হয়😭🙂
Do share like and subscribe the channel
Stti tai😊
@@ashimaich6250 hya🙂
Thik bolechho..😑saradin sobar sathe ovinoy Kora geleo nistobdho ratri sob dhore fele...lukono jay na..😖💔💔
@@raymaadhikary5493 ekdom🙂🙂
Aha ...ki sundor gan ....bangali na hole bujhtei partam na ...ato sundor gan o hoy ❤❤❤❤...loved this song ❤❤❤❤
কত পথ হাঁটা বাকি রয়েছে প্রিয়
কত সন্ধ্যের পথ অন্ধকার
হেঁটে চলি আজ সেই পথ ধরে
যে পথ আমার একার...
Thik
অনেক কথা বাকি রয়ে গেল, যা দীর্ঘ ছয় বছর এও বলা হয়ে উঠলো না। আজ যখন তুই ট্রেন এ করে চলে গেলি আমায় সারাজীবন এর মত একা করে, তখন শুধু ঠাকুরের কাছে এটাই চাইছিলাম পরের জন্ম বলে যদি কিছু থাকে তাহলে আমাদের ভালোবাসা যেন পূর্ণতা পায়।।। দেখা হবে ওপারে প্রিয়। ভালো থেকো।।।
I got stuck here while reading comments of this beautiful song. Anyway God may keep you blessing. When "priyo" goes far far away then she/he becomes more more "priyo"..this experience I grabbed 🤗🤗
🥺💔
Kanna palo comments ta porar pore 🥺
@@sandipansarkar7475 Akdom...
@@crazymomo sei theke protidin akhono kadi ami....😪😪😪😪
এই গান গুলোর মাধ্যমে আমার মত বহু মানুষ বেঁচে আছে আজও । ধন্যবাদ 😊❤️
জানিনা কোনোদিনও আর কথা হবে কিনা, ভালো থাকিস প্রিয় 🤲🤗
Thank you so much for your valuable comment. 😇😇😇 do subscribe please. Stay with us.
কাউকে সীমাহীন ভালোবাসলে তা কখনো ফুরিয়ে যায় না ,,, কারন সীমাহীন ভালোবাসার কোনো শেষ নেই,,,, বরং তা বেড়েই যায়❤
শেষ বলতে কিছু নেই..🙂
যতবার হবে সমাপ্তি ততবারই জন্মাবে
পূর্ণতা পাওয়ার তীব্র আক্ষেপ...🥀....Bangladesh thka sunce onk valo basa roilo
কী অবাক করা ব্যাপার ঘটল!5 মিনিটের একটা ভিডিও এইভাবে কাঁদিয়ে দিলো আমায়।
Do subscribe and share please. Thanks for your valuable comment. 😊😊😊
Seriously
Me too...
Amakeo dada
@@trishadas3904 hum
ঘোতন যে হাসাতে হাসাতে এভাবে কাঁদাতেও পারে তা জানা ছিলোনা,, অসম্ভব সুন্দর বলার কোন ভাষা নেই, আরো অনেক কিছুর অপেক্ষায় রইলাম ❤️
Thanks for your valuable comment. Do subscribe and share. 💛🧡❤
নিজের জীবনের চেয়েও কাউকে বেশি ভালোবাসলে
উপহার হিসেবে চোখের জল আর কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না 💔😔
Yes thik bolechen 😔
কেন জানিনা কিছু গান শুনলে অনেক কিছু মনে পড়ে যায় আর হঠাৎই চোখের কোন ভিজে যায় ✨😌 ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো
thanks a lot. subscribe and share korben.
@@ArpitaAbhishekmusic I am always by your side
ভালোবাসতে শিখিয়ে ভালোবাসার মানুষটাই হারিয়ে গেছে...😊😊
চোখের জল আটকে থাকে না এই গানটা শুনলে...🙂🙃
"কত কথা বলা হল না প্রিয়
কত সূর্যমুখীর মন ভার..❤🌻"
❤️❤️
আমার জীবনে ও এটাই ঘটেছে 🥺🥺
বিচ্ছেদের গল্প আমার জীবনে এখনও আসেনি.... কিন্তু কেনো জানিনা .... খুব feel করতে পারি গানটা... সেই প্রেমিক দের যন্ত্রণা যাদের ভালোবাসা অসম্পূর্ণ...🙂
Subscribe and share please
নিজের কাছের মানুষ কে হারানোর যন্ত্রণাটা ঠিক কতটা সেটা হয়তো যারা হারিয়েছে তারাই জানে .... ভালোবাসা মিশে গেছে এক রাশ দুঃখে 🌼
😢😢😢😢
সাধারণত সচরাচর এই ধরনের Short story RUclips এ পাওয়া যায় না।
অসাধারণ কাহিনী ও অভিনয় এবং অতুলনীয় গান।
গানটা প্রথম বার শুনে শরীরে কয়েকবার শিহরিত অনুভব করলাম। 😍😍😍😍
না পাওয়ার থেকে ,পেয়ে হারানোর যন্ত্রণা টা অনেক বেশি 🙃😔🥺
Paye haranor jontrona marattok hoy
অনেক তো হলো অনির্বান দা, যীশু দা, আবির দা-কে নিয়ে চর্চা.. এবার তোমাকেও দেখতে চাই বাংলা movie and Webseries-এ...
এই গানটায় তোমার acting দেখে সত্যি মুগ্ধ!! 🔥🔥🔥🔥
Ekdom👌
Akdom amar o tai mot...💯💯
Thanks for your valuable comment. Means a lot to us. Do share and subscribe please. ☺️☺️☺️
একদম সঠিক 👍👍👍👍
গানটা বহুবার শুনেছি,
দীর্ঘ সাত বছরের সম্পর্কের বিচ্ছেদের পর গানের শব্দগুলোর মানেটা বুঝলাম
কতো পথ হাটা বাকি রয়েছে প্রিয় 😌
কল্পনা এখন কেবল 😊
সে ভালো থাকুক
❤
এই হাজারো অপূর্ণ গল্পের ভেতর আমার ছোট একটা কথা লিখে গেলাম,,,পূর্ণতা পাক সব ভালোবাসা ❤️
গানের প্রতিটা শব্দ যখন জীবনের সাথে মিলে যায় সেখানেই হয়তো গানের সার্থকতা 😌💞
Swarthok
"হেটে চলি আজ সে পথ ধরে ,যে পথ আমার একার"........সত্যিই সব পুরোনো স্মৃতি মনে পড়ে যায় এই কয়েক মিনিটে
আজ আমাদের 1 বছরের বেশি হয়ে গেছে তার বাচ্চামো স্বভাব তার আমার প্রতি আকৃষ্টতা সত্যি অতুলনীয়। আমিও তার ভালোবাসাতে বার বার নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি। খুব ভালোবাসি ভিতুরাম (শাশ্বতী)।
পৃথিবীতে ভালোবাসার মত ভয়ঙ্কর বস্তুু আর কিছু নেই।। 💝
ঠিক
What do you think about Tukai and Pera's chemistry? :P
অসাধারণ।।যোদুবাবুর ভিডিওতে পেরা দি তো শোস্টপার।।আর এখানে তোমাদের অসাধারণ এত সাবলীল অভিনয়।।সত্যিই অসাধারণ।।❤️❤️
Unmesh da tumi sera ...tomar tulona hoina ..valo theko dada amra tomader pase achi .... Khub baro vakto from Panchal,Bankura❤️❤️❤️❤️
Khub valo darun asadharon tukaida para di
Tukai da ei chilo tmr mone. ?? Bechara nitai 😅
Goja r nitai er ki hobe? 🤣
ছোট্ট সিনেমা দেখলাম মনে হলো ।। দারুন ।।♥️♥️♥️
Thanks for your valuable comment. Do share and subscribe please.
Bicched sudhu sobdo matro , valobasa to sob somoy thake ❤
উন্মেষ দা অভিনয় এর কোনো তুলনা নেই..... শেষের ওই হাসিটা দিয়ে এভাবে কাঁদিয়ে দিলে দাদা😢😢😢😢.... গান টার মাধুর্য টাই আলাদা যত বার শুনছি ততবার কেঁদে ফেলেছি..... এতোটাই বাস্তবের সাথে মিল এত টায় পোক্ত অভিনয়❤️❤️❤️..... অসাধারণ দাদা মন ছুঁয়ে গেল❤️❤️❤️❤️
Thanks a lot for your valuable comment. Please subscribe and share with your friends. 😇😇😇
প্রিয় 🥀❤️
সত্যিই কত কথা বলা হলো না 😔তুমি এখন অন্য কারোর অন্য জনের প্রতি আসক্ত 💔🙂কথা ছিল একসাথে পথ চলবো সারা জীবন একসাথে থাকবো ❤️আজ পথ টা একই আছে শুধু তুমি আর আমি একসাথে নেই 🙂🥀তুমি ইচ্ছে করে পাল্টে গেলে আর আমি তোমায় ভুলে থাকার নাটক করে গেলাম ।।।
রোজ রাতে তোমায় মনে পড়ে মনে হয় যদি একবার তোমার কণ্ঠ টা শুনতে পেতাম কিন্তু তুমি আমায় ঠকিয়ে চলে গেলে তখন এই গান টা শুনি আর সারা রাত জেগে থাকি কত রাত ঘুমই নই কোনো ধারণা নেই 💔🙂🥀তোমার স্মৃতি গুলো নিয়ে আজও বেঁচে আছি।।।।
সেই মেয়ে কে অবশ্যই ভালো রেখো যার জন্য আমায় ছেড়ে চলে গেলে 💔ভালো থেকো💔🥀🙂😔
আজ ভালোবাসি প্রিয়।❤️
যদি ফিরে আসতে 😔❤️🥀🙂💔💔🥀🥀
Ashadharon va prokah. Amr emon to ney. Janina kobe kau hobekina , adeyo hobe kina kina janina 😊
Kotha gulo mon chuye gelo🥺tmi k ta to janina but stti ekta valo moner manush hobe bote🙂onk suveccha roilo samner jibon er jnne
@@rijudas9484 ধন্যবাদ ❤️
Fire asr hole chere jeto na
@@debaratichakraborty7190 hm seta thik
অসম্ভব সুন্দর হয়েছে খুব মানিয়েছে দুজনকে,❤️❤️
কে জানতো গো যে ঘোতন কাঁদাতেও পারে.??
Please subscribe to this youtube channel. Your comment is valuable. Do share please.
Eta ghoton na tukai🙂
@@trishadas3720 Hmm ghoton nijei kaadche naki .....
nah "chaakrita seto peye geche .... ekhon r k atkai okey"