চোখের পানিটুকু ঐসব বাবা-মায়েদের জন্য যারা শেষ জীবন এমন অসহায় হয়ে কাটিয়ে দেয়। স্যার হানিফ সংকেত এর নাটক দেখে শুধু শিক্ষাই পেয়েছি এতোদিন। আজকে চোখের পানিও পেলাম তবে সেটা নিজের। বাংলার ঘরের প্রতিটা পরিবারেই বাবা মায়ের এমন অবস্থা__হ্যা__হ্যা__আমার ঘরেও। বাবাকেও অনেক অনেক ধন্যবাদ (স্যার হুমায়ুন ফরিদী) বাবা রা কষ্ট পাওয়ার পরেও সেটা যে কাউকে বুঝতে দেয় না এই মানুষটা সেটা স্পষ্ট ফুটিয়ে তুলেছেন_______________মানুষটা এখন আর আমাদের মাঝে নেই আল্লাহ্ তাকে জান্নাতবাসী করুক। এমন বাস্তবতাকে ফুটিয়ে তোলার জন্য স্যার হানিফ সংকেত এবং ফাগুন অডিও ভিষনকেও জানাই স্বশ্রদ্ধ সালাম।
অাপনাকে অসংখ্য ধন্যবাদ হানিফ স্যার, অাপনি এমনভাবে নাকট রচনা পরিচালনা করেন যা সর্বকালের শ্রেষ্ঠতম। অাপনি শুধু শিল্পী নন অাপনি অাজীবন সম্মাননীয় চির অমর শিল্পী।
বর্তমান যুগের নাটকে এমন বাস্তবধর্মীতা নেই। সবাই প্রেম আর বিচ্ছেদ নাটক বানানোই ব্যস্ত। ভালো লাগলো, FAV কে ধন্যবাদ। আর শ্রদ্ধেয় মরহুম হুমায়ুন ফরিদী সাহেবের জীবনের শেষ অভিনিত নাটক এটি। স্মৃতি হয়ে থাকবে। 🌹
হানিফ ভাইকে ধন্যবাদ-এতো সুনদর নাটক হানিফ ভাই ই বানাতে পারেন-নাটকটি দেখে কান্না চলে এসেছিল-আমার বাবা-মা বেচে থাকলেও বাবা মায়ের সাথে এক সাথে ঈদ করার সো ভাগ্য কোন দিন হইনি /আল্লাহ ফরিদি আংকেল কে বেহেস্ত নসিব দান করুন/--
আমি এই প্রথম মন্তব্য করলাম অনলাইনে.. সুশিক্ষার অভাবে এমন উচ্চ শিক্ষিত মানুষ গুলো পিতা মাতার সাথে এমন আচরণ করে। হে আল্লাহ তুমি আমাদের কে সুচিন্তা করার সমর্থ দান করুন। আমিন
ভালোবাসার একটা নাটক।। অনেক কিছু শিখলাম। আমিও ভেবেছিলাম এবার ঈদে বাসায় যাবো না। না না । আমি বিবাহিত না।। যেতে চাচ্ছিলাম না অন্য কারণে। যা হোক এখন ই বাসায় ফোন দিয়ে আম্মুকে বলবো আমি আসছি।।
সত্যিই অসাধারন নাটক টা দেখে আবেগ টা আর ধরে রাখতে পারলাম না। আসলে বাস্তব ধর্মি কাহিনি গুলো এই রকমি হয় । তাই মহান আল্লাহর কাছে দোয়া কোন সন্তান যেন তাদের বাবা মা কে অবহেলা না কারেন।
মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। অনেক বছর হয় বাবা মার সাথে ঈদ করা হয় না। অনেক ইচ্ছা করে সেই দিন গুলো ফিরে পেতে। বিনম্র শ্রদ্ধা রইল সকল মা বাবার প্রতি।
নাটক টা দেখে সত্যি প্রসংশার ভাষা হারিয়ে ফেলেছি কি বলে ধন্যবাদ জানাবো ভাষা খুজে পাচ্ছি না, নাটক টা দেখে বুঝার অনেক কিছু আছে, শেখার অনেক কিছু আছে, এমন অভিনয় এমন অভিনেতা আর হবে না, বিশেষ করে হুমায়ুন ফরিদির মতো অভিনেতা আর হবে না, স্পেশাল থ্যাংস পরিচালক হানিফ সংকেত স্যার কে এতো সুন্দর একটা নাটক আমাদের উপহার দেয়ার জন্য।
প্রথমত ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় হানিফ সংকেত স্যারকে। তারপর অসংখ্য ভালবাসা কিংবদন্তি অভিনেতা শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি স্যার সহ এই নাটকে কাজ করা প্রতিটি মানুষের প্রতি। এত ভালো মানের একটি নাটক যা সমাজের বাস্তবতার নিরিখেই রচিত। এই কাজগুলোই হুমায়ুন ফরিদি স্যারকে বাঁচিয়ে রাখবেন শত বছর।
বহু দিন পর অনেক সুন্দর একটা নাটক দেখলাম।নাটকটিতে বর্তমান সময়ের চরম সত্য ও বাস্তবতাকে তুলে আনা হয়েছে। বাবা মা তাদের যৌবনের সব টুকু সময় দিয়ে তাদের সন্তানদের আদর স্নেহ মমতায় মানুষ করে তুলে। অথচ এই সন্তান গুলোই গ্রাম ছেড়ে শহরে চাকরি করতে গিয়ে আর গ্রামে আসে না, মা বাবার কাছে নানান অজুহাতে।এযে কতো নির্মমতা বাবা মায়ের প্রতি। এমন সন্তান এর জন্য মাসের পর মাস বছর অপেক্ষা না করে নিজের বাড়িকে বৃদ্ধাশ্রম করে হাজারো ছেলে মেয়ের সাথে বৃদ্ধাশ্রমে থাকাই উত্তম।
মিলনের আম্মার প্রতি যে অবহেলা তা আজ আমাদের সমাজের প্রতিটি করে লক্ষ করা যায়। মায়ের প্রতি অসম্মান আমাকে ব্যথিত করেছে। আসুন আমরা সবাই মা-বাবাকে সম্মান করি।
হানিফ সংকেত একজন বাস্তবধর্মী নাটক নির্মাতা। তার প্রতিটি নাটকে অনেক শিক্ষণীয় দিক রয়েছে। যা থেকে শিক্ষা নিয়ে আমরা সমাজে বিদ্যমান অনেক সমস্যার সমাধান করতে পারি ।
নাটক দেখে চোখের পানি দরে রাকতে পরলামনা আজ ১১বছর হয়ে গেলো বিদেশের বাহিরে মা বাবার ঈদ করা হয়নি কবে হবে নিজে ও জানিনা তার মঝে বাবা কে হারিয়েছি একন ছেলে মেয়েরা মা বাবার সাথে ঈদ করতে চায়না যে যুগ আসছে আর কত কিছু দেকতে হবে নিজেও জানিনা
এমন একটা নাটক এত বছর কেন দেখলাম, আরো আগে দেখলাম না কেনো... সত্যি বলতে চোখের পানি ধরে রাখতে পারলাম না পরিজন নিবাস নাম বদল করে প্রিয়জন নিবাস হুমায়ুন ফরিদির আত্মার মাগফেরাত কামনা করি হুমায়ুন ফরিদ একজন কিংবদন্তী অভিনেতা
নাটকটি দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। করোনাকালীন এই দুর্যোগের কারণে দেশে যেতে পারিনি। কিন্তু বিদেশে থেকেও পরিবারের সকলের ঈদের চাহিদা মিটিয়েছি। বাবা মারা গেছেন ২০১৪ সালে। যখনি দেশে গিয়েছি বাবা মায়ের সাথে নিজের বউ বাচ্চা নিয়ে ঈদ করেছি। আহা! গ্রামে বাবা মায়ের সাথে ঈদে যে কি আনন্দ। কিন্তু কিছু কিছু অমানুষ এই বিষয়টি বুঝেনা। নিজেকে সৌভাগ্যবান মনে করি যখন ভাবি যে প্রবাসী হবার পরেও আল্লাহ্ আমাকে তৌফিক দিয়েছেন বাবার মৃত্যুর আগে তার চিকিৎসা সংক্রান্ত সবকিছু করতে পেরেছি এবং মৃত্যুর সময় তার মুখে শেষ পানিটুকু নিজ হাতে দিতে পেরেছি। আমাদের মাঝেই কিছু কুলাঙ্গার আছে যারা নিজের বাবা মাকে সময় দেয়না। ধিক্কার জানাই এজাতীয় অমানুষদের। বৃদ্ধ বয়সে তাদের জন্যও অপেক্ষা করছে কঠিন সময়, আর মৃত্যুর পরে জাহান্নাম।
নাটক টা সত্যি বাস্তব এর সাথে মিলানো এই রকম ঠিক বাস্তবে ঘরে,,, আর ভিডিও টা দেখে খুব খুব কান্না চলে আসছে। 😭😔 আপনের থেকে পর অনেক ভালো। পরের ছেলে,, মেয়ে যা সেটা আপন ছেলে, মেয়েরা ও করে না ভিডিও টা ভালো লাগলো। 😭😭😭😭😭
এই নাটক অনেক সুন্দর একটা নাটক, আপন মানুষকে নিয়ে সুখে থাকতে সবাই পারেনা,সন্তান বড় হয়ে গেলে বাবা মায়ের কথা ভুলে যায়,বাবা মার মূল্য সব সন্তানেরা দিতে জানে না,আর যারা বাবা মায়ের মূল্য দিতে জানে,তারা বাবা মাকে কাছে পাইনা,আল্লাহ কি খেলা খেলছে,শুধু আল্লাহ ই ভালো জানে,বাবা মা যেদিন থাকবে না,সেই দিন বুঝবে সন্তান এরা, এই পৃথিবীতে সুখ কি জিনিস ছিলো,সব শূন্যতা পুরণ হবে কিন্তু বাবা মায়ের শূন্যতা কখনোই পুরণ হবে না, আশা করি এই নাটক থেকে আমরা অনেক কিছু শিখবো।
এই নাটকটি হুমায়ুন ফরীদি অভিনীত শেষ নাটক
বন্ধু
Onek dhonnobad ei NATOk guli deoar jonno.... please old ittadi gulao upload koren...
হুমায়ুন ফরিদীকে আমরা এখন অনেক মিস করি
ফরিদী আমার প্রিয়।
আল্লাহ তাকে জান্নাত দান করুক আমিন
পুরা নাটকটা দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না
অনেক অনেক শুকরিয়া
(হানিফ সংকেত ভাইজান)
চোখের পানিটুকু ঐসব বাবা-মায়েদের জন্য যারা শেষ জীবন এমন অসহায় হয়ে কাটিয়ে দেয়।
স্যার হানিফ সংকেত এর নাটক দেখে শুধু শিক্ষাই পেয়েছি এতোদিন।
আজকে চোখের পানিও পেলাম তবে সেটা নিজের।
বাংলার ঘরের প্রতিটা পরিবারেই বাবা মায়ের এমন অবস্থা__হ্যা__হ্যা__আমার ঘরেও।
বাবাকেও অনেক অনেক ধন্যবাদ (স্যার হুমায়ুন ফরিদী) বাবা রা কষ্ট পাওয়ার পরেও সেটা যে কাউকে বুঝতে দেয় না এই মানুষটা সেটা স্পষ্ট ফুটিয়ে তুলেছেন_______________মানুষটা এখন আর আমাদের মাঝে নেই আল্লাহ্ তাকে জান্নাতবাসী করুক।
এমন বাস্তবতাকে ফুটিয়ে তোলার জন্য স্যার হানিফ সংকেত এবং ফাগুন অডিও ভিষনকেও জানাই স্বশ্রদ্ধ সালাম।
সহমত
@@mdshaponkhan7098 ধন্যবাদ জনাব।
Right vai
সহমত
নাটক টা দেখতে গিয়ে কয়েক বার স্টপ করেছি,শুধু চোখের পানি টা ধরে রাখতে।
প্রবাসে না থাকলে বুজতাম না, মা বাবা ছাড়া থাকা টা কত কষ্ট।
হানিফ সংকেত স্যারের নাটক মানেই সমাজের মানুষের চোখ খুলে দেয়া। ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে।
অাপনাকে অসংখ্য ধন্যবাদ হানিফ স্যার, অাপনি এমনভাবে নাকট রচনা পরিচালনা করেন যা সর্বকালের শ্রেষ্ঠতম। অাপনি শুধু শিল্পী নন অাপনি অাজীবন সম্মাননীয় চির অমর শিল্পী।
বর্তমান যুগের নাটকে এমন বাস্তবধর্মীতা নেই। সবাই প্রেম আর বিচ্ছেদ নাটক বানানোই ব্যস্ত।
ভালো লাগলো, FAV কে ধন্যবাদ।
আর শ্রদ্ধেয় মরহুম হুমায়ুন ফরিদী সাহেবের জীবনের শেষ অভিনিত নাটক এটি। স্মৃতি হয়ে থাকবে। 🌹
media & tech
হানিফ ভাইকে ধন্যবাদ-এতো সুনদর নাটক হানিফ ভাই ই বানাতে পারেন-নাটকটি দেখে কান্না চলে এসেছিল-আমার বাবা-মা বেচে থাকলেও বাবা মায়ের সাথে এক সাথে ঈদ করার সো ভাগ্য কোন দিন হইনি /আল্লাহ ফরিদি আংকেল কে বেহেস্ত নসিব দান করুন/--
আমি এই প্রথম মন্তব্য করলাম অনলাইনে.. সুশিক্ষার অভাবে এমন উচ্চ শিক্ষিত মানুষ গুলো পিতা মাতার সাথে এমন আচরণ করে। হে আল্লাহ তুমি আমাদের কে সুচিন্তা করার সমর্থ দান করুন। আমিন
হুমায়ুন ফরিদী মরার আগে নাটকটি তে খুব শুকনো লাগতাছে,,,আল্লাহ তায়া’লা তাকে বেহেস্ত নসিব করুন আমিন
কি অভিনয়! কান্নায় দুচোখ ভিজে গেল।
আহ! বাস্তবতা।
এই ঈদেও কত বাপ মায়ের যে এরকম বেদনা সইতে হবে একমাত্র আল্লাহই জানেন।
সকল বাপ মা তাদের ছেলেমেয়ে নাতি নাতনিদের সাথে আনন্দে ঈদ করুক এই কামনাই করি
আমরাও যাবো ঈদ করতে।কিন্তু মনটা খারাপ ।কারণ শশুর হজে গেছেন
ভালোবাসার একটা নাটক।। অনেক কিছু শিখলাম। আমিও ভেবেছিলাম এবার ঈদে বাসায় যাবো না। না না । আমি বিবাহিত না।। যেতে চাচ্ছিলাম না অন্য কারণে। যা হোক এখন ই বাসায় ফোন দিয়ে আম্মুকে বলবো আমি আসছি।।
অসাধারণ। খুব ভালো লাগলো।
বিদেশেতে আছে 9 বছর হল দেশে যেতে পারি নাই নাটকটি দেখে কান্না ধরে রাখতে পারলাম না
হারুন সাহেব , যান বাবা মার কাছে। আপনার সাথে সাথে আমিও খুশি হবো । আপনার অনুভূতিকে সম্মান জানানো হবে।
আনিসুর রহমান মিলনের স্টার সুলভ ইমেজ না থাকলেও তার অভিনয় দক্ষতা প্রশ্নাতীত। মনযোগ সহকারে তার অভিব্যক্তি গুলো দেখলেই তার পরিপককতা বোঝা যায়।
LR @@চলোমিডিলিস্টথেকেইউরোপেযাই
আগের অন্যরকম জনপ্রিয় হুমায়োন ফরিদী অভিনেতা কে অনেক দিন পরে দেখলাম কে কে আমার সাথে একমত তারা লাইক দিয়ে সারা দিন
Chup
সত্যিই পুরো নাটক টি দেখার পর যেন ভাষা হারিয়ে ফেলেছি,,,চোখের জল বাঁধ মানলো না!!!!
একই অবস্থা
হানিফ সংকেত হচ্ছে
বাংলাদেশের সম্পদ
স্যালুট জানাই আপনাকে
হানিফ সংকেত স্যার ..........
হৃদয় ছুয়ে গেল,,,,,
ধন্যবাদ হানিফ সংকেত
ভালো হয়েছে সবাই গুনি অভিনেতা জনাব হানিফ সংকেত সাহেব এক জন গুনি নির্মাতা ধন্যবাদ সবাই কে
হুমায়ূন ফরিদী স্যারের শরীরের এই অবস্থা সাথে নাটকে ছেলেমেয়েদের থেকে পাওয়া কষ্ট দুইটা মিলে আমার ভিতরে হাহাকার করতেছে।🙂
,,😭😭
কি লিখব লেখার ভাষা হারিয়ে ফেলেছি।
ধন্যবাদ হানিফ সংকেত স্যার কে। আজকে এই সমাজের শিক্ষিত সন্তান দের মাঝে নাটকটি তুলে ধরার জন্য
নরসিংদী
Ami r basa Khulna
খুলনা কোন জায়গায়
খালিশপুর গ্রামে ভিতর একটু হবে
হানিফ সংকেতের নাটক মানেই আবেগ ঝর্ণাধারা
নাটকটি খুবই আবেগ মুখী এবং অনেক কিছু শিখার আছে। আমি বলব সন্তান বড় হলে তাদের কাছে কোন কিছু চাওয়াটাই হারাম।
খুব ভালো লাগলো । আর এমন ছেলে মেয়ে যেন কারো ঘরে না হয় ।
কিছু বলার ভাষা নেই। শুধু বলতে চাই যারা মা-বাবাকে সম্মান করে না তাদের ও একদিন এমন হবে। গল্পটি খুবই ভালো হইছে সবাই ভালো অভিনয় করেছে।
নাটকের কাহিনী, নির্মান এবং অভিনয়- সব কিছুই অসাধারণ।
পুরো নাটকটা দেখে চোখের পানি আটকিয়ে রাখতে পারলাম না।
নিজের মা বাবার কথা মনে পরছে চাইলেও
মা বাবার সাথে কোন দিন ঈদ করতে পারবো না
সত্যিই অসাধারন নাটক টা দেখে আবেগ টা আর ধরে রাখতে পারলাম না। আসলে বাস্তব ধর্মি কাহিনি গুলো এই রকমি হয় । তাই মহান আল্লাহর কাছে দোয়া কোন সন্তান যেন তাদের বাবা মা কে অবহেলা না কারেন।
হানিফ সংকেত,,, মানেই নতুন কিছু শিক্ষা নতুন কিছু বুঝার জন্য হানিফ সংকেত,,, আর হুমায়ুন স্যার মানেই তো অনেক কিছু, পাওয়া, অনেক ভালো হয়েছে,,,
মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। অনেক বছর হয় বাবা মার সাথে ঈদ করা হয় না। অনেক ইচ্ছা করে সেই দিন গুলো ফিরে পেতে। বিনম্র শ্রদ্ধা রইল সকল মা বাবার প্রতি।
একই রকম অবস্থা অবহেলিত আমি একজন মা
মিস ইউ হুমায়ুন ফরিদী... এমন গুনী অভিনেতা বারবার আসেনা,হানিফ সংকেতের এমন আরো ভাল গল্প চাই।
খুব তৃপ্তি লেগেছে,ধন্যবাদ সবাইকে।
ফরিদি স্যারকে খুব শুকনো আর রোগা লাগছে। কণ্ঠ কেমন বসে যাও্যা। মনে হয় মৃত্যুর আগে আগে করা নাটক
হুমায়ুন ফরীদি ছিলেন একজন শক্তিমান অভিনেতা। নাটকটি সুন্দর।
পরিবার। সে তো এক বটতলার ছায়া। মা,বাবা,ভাই, বোন সবাই মিলে মিশে যেন একটা সুখ, দুঃখ ভাগাভাগির একান্তর মেলা।পরিবারের সাথে চলুন, কিছু কষ্ট হবে বাট মনের তৃপ্তি পাবেন। ধন্যবাদ হানিফ সংকেত স্যার।।
ফাগুন অডিও বিসোনের জন্য কলিজা থেকে শুভ কামোনা রইলো কারুন এই চ্যানেলটি সব সময় সামাজিক জিনিস তুলে ধরে বলে।
আর ইত্যাদির জন্য তো রইল ভালোবাসা
হানিফ স্যার অনেক অনেক ভালবাসা রইলো আপনার প্রতি
হানিফ সংকেত এর প্রতিটি নাটকই বাস্তবমুখী অসংখ্য ধন্যবাদ এমন কঠিন বাস্তবতাকে তুলে ধরার জন্য
এত্ত্ব সুন্দর নাটক।
অসাধারণ লেগেছে, দুচোখ ভরে কান্না এসেছে।
এখন এইটাই বাস্তবের চিত্র।
আল্লাহ্ সবাইকে হেদায়েত দান করুক।
আসলে হুমায়ুন ফরিদের কথা অনেক মনে পড়লো
হানিফ সংকিত কে অসংখ্য ধন্যবাদ , আমাদের এইরকম একটা নাটক দেখার জন্য
আসলে চোখের কোনে পানি চলে আসলো, বুজতে পারিনা কখন পানি গুলো জমে গেলো, সব বাবা মা ভালো থাকুক সেরা বাবা মা হিসাবে, আমিন
Really বাস্তবতা তুলে ধরা জন্য অনেক অনেক ধন্যবাদ ।
কেমন আছেন ইত্যাদি ভাই হানিফ সংকেত।। এই নাটক বাস্তবতার মিল রয়েছে মানুষ বাস্তবে বিশ্বাসি এবং ইত্যাদি।।।প্রবাসী নিয়ে নাটক চাই।।। ধন্যবাদ
নাটক টা দেখে সত্যি প্রসংশার ভাষা হারিয়ে ফেলেছি কি বলে ধন্যবাদ জানাবো ভাষা খুজে পাচ্ছি না, নাটক টা দেখে বুঝার অনেক কিছু আছে, শেখার অনেক কিছু আছে, এমন অভিনয় এমন অভিনেতা আর হবে না, বিশেষ করে হুমায়ুন ফরিদির মতো অভিনেতা আর হবে না, স্পেশাল থ্যাংস পরিচালক হানিফ সংকেত স্যার কে এতো সুন্দর একটা নাটক আমাদের উপহার দেয়ার জন্য।
সত্যিই অপরূপ অনবদ্য সৃষ্টি অতুলনীয়।
খুব সুন্দর নাটক তবে ২য় পর্ব হলে ভাল হতো
অনেকদিন আগে নাটক টা দেখেছিলাম। আজ আবার নতুন করে দেখলাম। তবে অনেক কষ্ট হচ্ছে।
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ
ধন্যবাদ হানিফ সংকেত স্যার
ধন্যবাদ জনাব হানিফ সংকেত, আমাদের হৃদয়ে অনেক দিন বেঁচে থাকুন।
প্রথমত ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় হানিফ সংকেত স্যারকে। তারপর অসংখ্য ভালবাসা কিংবদন্তি অভিনেতা শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি স্যার সহ এই নাটকে কাজ করা প্রতিটি মানুষের প্রতি। এত ভালো মানের একটি নাটক যা সমাজের বাস্তবতার নিরিখেই রচিত। এই কাজগুলোই হুমায়ুন ফরিদি স্যারকে বাঁচিয়ে রাখবেন শত বছর।
হুমায়ুন ফরিদী স্যার অভিনয় জগতে একজন উজ্জ্বল নক্ষত্র। এমন শক্তিমান অভিনেতা বিরল
সবাই অনবদ্য অভিনয় করেছে।।। চারপাশে ঘটে যাওয়া বাস্তব জীবনের চিএ। এক কথায় ভাষায় প্রকাশ না করার মত প্রসংশনীয় ।
সেই ক্লাস ফোরে দেখেছি।এতদিন পর দেখে খুব ভালো লাগল।
Ami 2011sale class five chilam.😀😀😀😀😀😀😀
এই নাটকটি দেখে আমি কান্না দরে রাখতে পারি নাই
বহু দিন পর অনেক সুন্দর একটা নাটক দেখলাম।নাটকটিতে বর্তমান সময়ের চরম সত্য ও বাস্তবতাকে তুলে আনা হয়েছে। বাবা মা তাদের যৌবনের সব টুকু সময় দিয়ে তাদের সন্তানদের আদর স্নেহ মমতায় মানুষ করে তুলে। অথচ এই সন্তান গুলোই গ্রাম ছেড়ে শহরে চাকরি করতে গিয়ে আর গ্রামে আসে না, মা বাবার কাছে নানান অজুহাতে।এযে কতো নির্মমতা বাবা মায়ের প্রতি। এমন সন্তান এর জন্য মাসের পর মাস বছর অপেক্ষা না করে নিজের বাড়িকে বৃদ্ধাশ্রম করে হাজারো ছেলে মেয়ের সাথে বৃদ্ধাশ্রমে থাকাই উত্তম।
Love from South Korea ❤❤❤
কিংবদন্তি হুমায়ুন ফরিদী স্যারকে এভাবে দেখতে চাইনি..... শেষ বয়স টা একাকীত্ব আর বুকফাটা এক রাশ দুঃখ কষ্ট নিয়েই স্রষ্টার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন ওপারে....... মহান আল্লাহ ফরিদী স্যারকে জান্নাত দান করুন 😭🤲
সত্যি অতুলনীয় । হানিফ সংকেত চাচার সব নাটক যা ভাষায় প্রকাশ করার মত নয় । ধন্যবাদ এমন সামাজিক চিত্র গুলো তুলে ধরার জন্য ।
বাস্তবতা বড়ই কঠিন 😢😢
চোখের পানি ধরে রাখার ক্ষমতা আমার নেই।অসংখ্য ধন্যবাদ হানিফ সংকেত সাহেব কে
চোখে পানি এসে গেল। বাস্তবধর্মী নাটক। ধন্যবাদ ফাগুন অডিও ভিশনকে। ধন্যবাদ সংকেত ভাইকে।
শিক্ষনীয় নাটক. ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে।
মা বাবা এই দুনিয়ার শেষ্ঠ সম্পদ
Hanif sonket... A Living legend of Bangladesh...
হানিফ সংকেত মানের সমাজের নানা অসংগতির সাথে বিনোদন,
অনেক ভাল লাগল,,,
সত্যিই অসাধারণ এই নাটক টা এমন নাটক এখন আর দেখা যাইনা এখন শুধু প্রেম আর ভালবাসা আর কান্না ছাড়া আর কিছুই নাই
(November-2019) Natok dekhe amra choker pani dhore rakte pari na .Othoso Bastobe arokom onek hosse. Alltala sokolke hedayet dan korun.Amin.
এই নাটক টি হচ্ছে বাস্তবিক পাঠ্যপুস্তক শিক্ষার অনেক বিষয় আছে।
Right
অসাধারন
আসলেই এমন নাটক আজকাল আর দেখা যায় না!!! অনেক অনেক ধন্যবাদ এমন একটি নাটকের জন্য, অনেক মিস করি বাবা মাকে দুবাই থেকে ........
চোখের অজান্তেই সব জল গড়িয়ে পড়ল
আহ্হা কি সাবলীল অভিনয়, কি সুন্দর বাস্তব গল্প। ফরীদি স্যারের সে নাটক 😞
সব মিলিয়ে দারুণ।
আসলেই অসাধারণ!!!
চোখের পানি ধরে রাখতে পারি নাই.. 😞
অসাধারণ নাটক। অনেক অনেক ধন্যবাদ হানিফ সংকেত স্যারকে।
মিলনের আম্মার প্রতি যে অবহেলা তা আজ আমাদের সমাজের প্রতিটি করে লক্ষ করা যায়। মায়ের প্রতি অসম্মান আমাকে ব্যথিত করেছে। আসুন আমরা সবাই মা-বাবাকে সম্মান করি।
অনেক কসট লাগলো নাটক টা দেকে😢😢😢
হানিফ সংকেতের নাটক মানেই ভাল গলপের, এবং অসাধারণ
এক কথায় অসাধারণ
মাতা-পিতা সর্বদাই সন্তানের সান্নিধ্য কামনা করে,,,,,,,ভালো একটা নাটক।
হানিফ সংকেত একজন বাস্তবধর্মী নাটক নির্মাতা। তার প্রতিটি নাটকে অনেক শিক্ষণীয় দিক রয়েছে। যা থেকে শিক্ষা নিয়ে আমরা সমাজে বিদ্যমান অনেক সমস্যার সমাধান করতে পারি ।
অনেক সুন্দর একটা নাটক খুব খুব খুব ভালো লেগেছে চখের পানি ধরে রাখতে পারিনি অনেক কেদেছি জানিনা কেনো।
হানিফ সংকেত স্যারের জন্য রইল অশেষ দোয়া ।
হানিফ সংকেত স্যার মানেই বাস্তব সন্মত কিছু।
অসাধারণ একটা নাটক উপহার দেওয়ার জন্য হানিফ সংকেত স্যারকে ধন্যবাদ...😍😍😍
সত্যি অসাধারণ একটা নাটক টা,চোখের কোনায় পানি চলে আসছিল
অসাধারণ একটি নাটক দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ
জীবন যুদ্ধে কঠিন সময় পার করছি মনে হয়, অবশিষ্ট বলে আর কিছু নেই আমার কাছে যা দিয়ে নিজেকে আগলে রাখবো। জীবনে এতো পরিক্ষা দিতে হবে জানা ছিল না।
আমাদের একজন ফরীদি ছিলো।
শুধু তাইনা, এমন কিংবদন্তীকে প্রকৃত সম্মান অামরা দিতে পারিনি!! ধন্যবাদ অাপনার মন্তব্যের জন্য।
যে নাটক গুলো দেখলে প্রশান্তি অাসে
বাস্তবতা বরই কঠিন, অনেক ভালো লাগলো নাটকটি,
নাটক দেখে চোখের পানি দরে রাকতে পরলামনা আজ ১১বছর হয়ে গেলো বিদেশের বাহিরে মা বাবার
ঈদ করা হয়নি কবে হবে নিজে ও জানিনা তার মঝে
বাবা কে হারিয়েছি একন ছেলে মেয়েরা মা বাবার
সাথে ঈদ করতে চায়না যে যুগ আসছে আর কত কিছু দেকতে হবে নিজেও জানিনা
Amir Hossain-ami o apnar moto.12bochor bidesh achi.jani na kobe ma babar sathe Eid korte parbo
হানিফ সাহব অনেক ধন্যবাদ এতো সুন্দর নাটক তৈরী করার জন্য
নাটকটি এককথায় অসাধারণ, সবাই তাদের সেরাটা দিয়ে অভিনয় করেছে। হুমায়ুন ফরীদি স্যার এর কথা আলাদা করেই বলতে হবে।
খুবই বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে নাটকটিতে।
পাঁচ মিনিট দেখার পর ই চোখে পানি চলে আসলো
এমন একটা নাটক এত বছর কেন দেখলাম, আরো আগে দেখলাম না কেনো... সত্যি বলতে চোখের পানি ধরে রাখতে পারলাম না
পরিজন নিবাস নাম বদল করে প্রিয়জন নিবাস
হুমায়ুন ফরিদির আত্মার মাগফেরাত কামনা করি
হুমায়ুন ফরিদ একজন কিংবদন্তী অভিনেতা
অনেক কষ্ট লাগলো নাটকটি দেখে। একদম বাস্তব জীবন যা ঘটে সংসার জীবনে।চোখের পানি ধরে রাখতে পারলাম না।ধন্যবাদ হানিফ সংকেত ভাই কে।
নাটকটি দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। করোনাকালীন এই দুর্যোগের কারণে দেশে যেতে পারিনি। কিন্তু বিদেশে থেকেও পরিবারের সকলের ঈদের চাহিদা মিটিয়েছি। বাবা মারা গেছেন ২০১৪ সালে। যখনি দেশে গিয়েছি বাবা মায়ের সাথে নিজের বউ বাচ্চা নিয়ে ঈদ করেছি। আহা! গ্রামে বাবা মায়ের সাথে ঈদে যে কি আনন্দ। কিন্তু কিছু কিছু অমানুষ এই বিষয়টি বুঝেনা। নিজেকে সৌভাগ্যবান মনে করি যখন ভাবি যে প্রবাসী হবার পরেও আল্লাহ্ আমাকে তৌফিক দিয়েছেন বাবার মৃত্যুর আগে তার চিকিৎসা সংক্রান্ত সবকিছু করতে পেরেছি এবং মৃত্যুর সময় তার মুখে শেষ পানিটুকু নিজ হাতে দিতে পেরেছি। আমাদের মাঝেই কিছু কুলাঙ্গার আছে যারা নিজের বাবা মাকে সময় দেয়না। ধিক্কার জানাই এজাতীয় অমানুষদের। বৃদ্ধ বয়সে তাদের জন্যও অপেক্ষা করছে কঠিন সময়, আর মৃত্যুর পরে জাহান্নাম।
ধন্যবাদ হানিফ সংকেতকে
নাটক টা সত্যি বাস্তব এর সাথে মিলানো এই রকম ঠিক বাস্তবে ঘরে,,, আর ভিডিও টা দেখে খুব খুব কান্না চলে আসছে। 😭😔 আপনের থেকে পর অনেক ভালো। পরের ছেলে,, মেয়ে যা সেটা আপন ছেলে, মেয়েরা ও করে না ভিডিও টা ভালো লাগলো। 😭😭😭😭😭
এই নাটক অনেক সুন্দর একটা নাটক, আপন মানুষকে নিয়ে সুখে থাকতে সবাই পারেনা,সন্তান বড় হয়ে গেলে বাবা মায়ের কথা ভুলে যায়,বাবা মার মূল্য সব সন্তানেরা দিতে জানে না,আর যারা বাবা মায়ের মূল্য দিতে জানে,তারা বাবা মাকে কাছে পাইনা,আল্লাহ কি খেলা খেলছে,শুধু আল্লাহ ই ভালো জানে,বাবা মা যেদিন থাকবে না,সেই দিন বুঝবে সন্তান এরা, এই পৃথিবীতে সুখ কি জিনিস ছিলো,সব শূন্যতা পুরণ হবে কিন্তু বাবা মায়ের শূন্যতা কখনোই পুরণ হবে না, আশা করি এই নাটক থেকে আমরা অনেক কিছু শিখবো।
ছয় বছর দেশের বাহিরে, ঈদ কিভাবে কাটে,, আল্লাহ জানে
Amader somajer manusderke shikkha dewar jonno emon dorkar. Thanks a lot to Hanif Sir for creating such a nice drama.......