আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি বেশ কিছুদিন ধরে একটা সমস্যায় ভুগতেছি,আমার সবসময় প্রেসার লো হয়ে যাচ্ছে, শুয়া থেকে উঠে দাডালে মাথা ঘুরাই।বাতরুম করে উঠে দাডানোর সময় দেয়াল ধরে দাড়িয়ে থাকতে হয়। এইটা নিয়ে খুব সমস্যায় আছি। দয়া করে এইটার প্রতিকার কি একটু বলতে পারবেন?
@@sarfarafi1675 ওভেন ২ধরনের। ইলেকট্রিক ওভেনে বা একেOTG oven বলে ।আর একটা micro oven।OTG oven এ তাপ দিয়ে রান্না করা হয় micro ovenএ রেডিয়েশন দিয়ে রান্না করা হয়। RUclips এ OTG ovenলিখে search করলে পাবেন
স্যার, আপনা কাছে থেকে অনেক অনেক কিছু জানতে পেরেছি। আপনি খুব ভালো মানুষ। আপনি যে এতো সুন্দর করে বোঝাতে পারেন। আল্লাহ আপনাকে নেক হায়াৎ দান করুক। আপনার সব ভিডিও দেখে অনেক মানুষ উপকৃত হয়। আমার আম্মুর পা য়ে পানি এসে ছিল, আপনার ডায়েট চার্ট ফলো করে পুরোপুরি সুস্থ আছে।আপনার জন্য অনেক দুয়া ও ভালোবাসা রইলো🤲
কোন বিষয়ে অগ্রিম জানতে বা জ্ঞান লাভ করার ক্ষমতা শুধুমাত্র মানুষেরই আছে। কারণ মানুষই অনুভূতি, স্মৃতিচারণ ও হিসাবের সাথে চিন্তা করতে পারে। জ্ঞানী মানুষ পারে উদঘাটন করতে এবং ক্ষতিকর বস্তুকে রূপান্তরিত করে কল্যাণকর বস্তুতে পরিবর্তিত করতে। 👽✴️
জাযাকাল্লাহ্ খুব সুন্দর স্বাস্থ্য বিষয়ক আলোচনা করা ও বিজ্ঞানের অভিশপ্ত আবিস্কারের ভয়ংকর ছোবল থেকে মানবজাতিকে বাচানোর প্রয়াস অব্যাহত রাখায় আপনার প্রতি হৃদয়ের গভীর থেকে অসংখ্য অফুরন্ত ভালোবাসা রইলো স্যার।
♥♥♥ভালবাসা অবিরাম♥♥♥ খুবি গুরুত্বপূর্ণ উপকারী বক্তব্য ইনশাআল্লাহ আর কোন দিন মাইক্রোওভেনে রান্না করা খাবার খাবনা! মহান আল্লাহ আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুন, আমিন।
ব্যাপার টা খুব ই অদ্ভুত! আপনি খুব ই selectively কিছু কমেন্ট এ লাভ রিঅ্যাকশন দিয়ে গেছেন কিন্তু যারাই আপনাকে রেফারেন্স দেখাতে বলছেন বা আপনার এই ব্যাখ্যার বিপরীতে বিখ্যাত সব সোর্স গুলো রেফারেন্স হিসেবে ব্যবহার করে ভিডিও শেয়ায় করছেন, আপনি তাঁদের কোনো উত্তর ই দিচ্ছেন না! কোনো ধরনের রেফারেন্স ছাড়া শুধু হোয়াইট বোর্ডে ছবি এঁকে কঠিন কঠিন কিছু শব্দ ব্যবহার করে একটা কিছু বলে দিলেই তো হবে না! একটা 2/3 বছরের বাচ্চা কে হোয়াইট বোর্ডে ছবি এঁকে রূপকথার গল্প শোনানোর মতোই লাগলো বেপার টা!!
ভালো বুঝিয়েছেন, কিন্তু যারা microwave ব্যবহার করেন তাদের জানাচ্ছি এতে রান্নাতে কোনো সমস্যা নেই, রেডিয়েশন অনেক কিছুতেই হয়। গ্যাস এর গন্ধ , ইন্ডাকশন এ magnetron te ক্ষতি হয়। মাইক্রোয়েভে চালু করে door open kore রাখবেন না। যাতেই Roast/ পোড়া রুটি, মুরগি, রান্না করবেন তাতেই carcinogenic food তৈরী হয়।
আসসালামু আলাইকুম আশা করছি পরিবারের সবাই কে নিয়ে ভালো আছেন খুব ভালো লেগেছে ভিডিও টি দেখে অনেক তথ্য জানতে পেরেছি আমার মাইক্রো ওভেন ছিল নষ্ট হয়ে গেছে তাই ভেবেছিলাম আরেকটি কিনবো এই ভিডিও টি দেখে সিদ্ধান্ত নিয়েছি আর কিনবো না এবং সবাই কে ব্যবহার করতে নিষেধ করবো লাইক দিয়ে ভিডিও দেখেছি ভীষণ উপকারী ভিডিও বহুত বহুত শুকরিয়া আল্লাহ হেফাজতে রাখুন আপনাকে
স্যার খুব ভালো লাগলো। আবার ভয়ও লাগতেছে কারণ এই গুলোর বিক্রিতেরা পারসোনালি আক্রমণ করতে পারে। আপনার মতো লোকের কারণে আমাদের মতো গরিব মানুষের অনেক উপকার হচ্ছে। আল্লাহ আপনাকে দীর্ঘ জিবি করুক
Alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah Very Very Very Very important post FOR All persons, thanks FOR YOUR post, asun sobai 5 waqt namaz pori Ameen
আমি ক্রয় করার চিন্তা করছিলাম ৷ হঠাৎ মাথায় আসলো মাইক্রোওয়েব শব্দটা তখন থেকেই আমি আন ইজি ফিল করছিলাম ৷ এখন মেডিকেলের ভাষা ব্যাক্ষা শুনে পরিস্কার ধারনা আমার মনের ভিতরে থাকা আশংকা সাথে মিলে গেল ৷ আপনাকে ধন্যবাদ দিলে ছোট করা হবে , স্যার আপনার জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করছি৷
আলোচনা শুনে ভয় পেলাম। কত ভয়াবহ ও রিস্কের মধ্যে ছিলাম। আগের মাইক্রো ওয়েভটা নষ্ট হয়েছে কিছুদিন আগে। ভেবেছিলাম নতুন মাইক্রোওয়েভ কিনবো। আপনার ভিডিও দেখে সিদ্ধান্ত নিলাম, মাইক্রোওয়েভ তো কিনবোই না, আর কখনোও মাইক্রোওয়েভের কোন খাবারই খাবো না। ইনশাআল্লাহ।
ধন্যবাদ স্যার, এক কথায় জীবন যত সহজ হচ্ছে মানুষ তত ধংসের দিকে যাচ্ছে। আমি তো বলি মাটির পাতিলে এবং মাটির চুলায় রান্না করা হচ্ছে নিরাপদ। আরেকটা কথা স্যার রক্ত শুন্যতা কি সঠিক কথা? নাকি রক্ত সল্পতা হবে?
মনে হচ্ছে খুবই উপকৃত হলাম, আরও আগে জানান দেয়ার সুযোগ করে দিলে হয়তোবা অজানা স্বাস্থ্য ঝুঁকি থেকে নিজেকে সুরক্ষা করতে বিলম্ব হতো না!! আমার প্রশ্ন হচ্ছে**ইলেকট্রিক ফিল্টারে পানি পরিশোধিত **কতটা সুস্বাস্থ্যের জন্য নিরাপদ!! উত্তর পেতে অপেক্ষায় আছি!! আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন রইল অসংখ্য ধন্যবাদ!!
স্যার আমার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে প্লীজ উত্তর দিবেন। আমাদের গ্রাম ও ঢাকার বাসায় দুটো ওভেন আছেন, তবে স্যার আমরা ওভেনে কোনো কিছু তৈরি করিনা, সবকিছু গ্যাসের চুলায়তেই হয় কিন্তু অনেক সময় দেখা যায় রাতের খাবারের পর কিছু তরকারি থেকে যায় যেগুলো রাতের বেলায় ফ্রীজে রাখি তো অনেক সময় তরকারির পরিমান ২৫০ গ্রামের বা ছোট একটা বাটি পরিমাণ হয় ফলে আমরা সেগুলোকে একটা কাচের বা মেলামাইনের বাটিতে ঢেলে ওভেনে ১ মিনিট বা দুই মিনিএ ওভেনে রেখে গরম করে খাই। এতে করে আপনি যে সব আলোচনা করছেন যে সব সাইড এফ্যাক্টের কিংবা রোগের কথা বলছেন এগুলোর সম্ভাবনা কতটুকু রয়েছে জানাবেন! 🙏
Dr.Tasnim Jara has given some information in favour of microoven and also given some links. With due respect if you would give any reliable links those are not suitable for our health regarding micro oven. Thanks.
আসসালামুআলাইকুম স্যার ডায়মন্ড ভাইয়া। কঠিন গুরুত্বপূর্ণ মাইক্তোওভেন এর সব কিছুই আমরা শিক্ষা পেয়ে গেলাম। স্পেশাল থ্যাংকস ও শুভকামনা। ডায়মন্ড ভাইয়া দেশে অনেক অনেক ডক্টর দেখেছি। আমি ছোট বেলা থেকে দেখেছি৷। আপনি অনেক অনেক মানুষ এর সুস্থ করে দিচ্ছেন। আল্লাহ ভাইয়া কে যেন ভালো ও সুস্থ রাখেন। আল্লাহ ও জনগন ভাইয়া আর সাথে আছে। আমিন। Tahrima Rahman Mita. France /Paris.🇨🇵🇨🇵
আপনি সঠিক বলেছেন, এই জাহাঙ্গীর কবির কিছু মন মতন কথা বলে, কয়েকদিন আগেও একটা ব্রিটিশ অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলছেন যে যেই সকল বিবরণ এই মাইক্রো ওয়েভ ওভেন সম্পর্কে বলা হচ্ছে সব ভিত্তিহীন।
Walekum assalam wa rahmatullahi barakatuh thanks sir এই ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পারলাম এবং আমাদের অনেকের উপকার হবে আমাদের জানার শেষ নেই আপনার ভিডিওগুলো যত দেখি কিছু না কিছু শিখতে পারি thanks JK lifestyle thanks
If possible, can you also mention reference in the video or share link in the description box. There are contradictory ideas regarding microwave oven in the web.
Ms. Nahar: I also sent message to Dr. Kabir, but he didn’t get back to me yet. Here is a link below from EPA (US Govt.) this is a reliable & trusted source of info and I hope it will dispel your confusion or doubt with respect to using microwave. Thank you. www.epa.gov/radtown/non-ionizing-radiation-used-microwave-ovens
Matha ghurche kivabe ki korbo bcz used to hoye gechi microwave a khabar gorom korte 😒😒 Thank you so much Sir for your all kind of informative or healthy information
প্রতিদিন রান্না করতে হবে এই চিন্তা করলেইতো stress high হয়ে যায়!😬 simple formula…. যেটা কাঁচা খাওয়া যায় সেটা কাঁচা খাওয়া আর যেটা যায় না সেটা steam করে খাওয়া।
Google and youtube এ অনেক গুলো আর্টিকেল পড়লাম অ্যান্ড অনেকগুলো ভিডিও দেখলাম এই টপিকে। সবাই বললেন আপনার পয়েন্ট গুলো মিথ। এগুলো মানুষের ভুল ধারণা। এগুলোর সঠিক এক্সপ্লানেশন ও দিলেন তারা।
আদিম যুগে কাঠ দিয়ে পুড়ুয়ে মাং খেত, কাঠের পুড়ায়ে মাংশ কি ওভেন এর মত ক্ষতিকর। তবে তবে স্যার আপনার উদ্দেশ্য মহান। আমি আপনার সাথে কাজ করতে চাই একদম ফ্রিতে যদি আপনি রাজি থাকেন। কারণ আমি যে প্রজেক্ট নিয়ে গবেষণা করি তার একটা ছোট্ট পাঠ আপনার পুরো গবেষণা, আমি আপনার অপেক্ষায় থাকলাম। আসসালামু আলাইকুম।
স্যার আমার বয়স ১৭ বছর আমি আপনাকে ফলো করে ১৫ কেজি ওজন কমিয়েছি ও গ্যাস্টিক থেকে ভালো হয়েছি।এখন মসেল বিল্ডিং করছি। আপনি আামাদের তরুণ সমাজকে এত সুন্দর জীবন ডিজাইন দিচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে সুস্থ্য রাখুক আমিন
একটি ভুল উচ্চারণের জন্য দু:খিত Magnetron কে Megatron বলেছি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
স্যার অ্যালার্জির দাগ কীভাবে দূর করে?😞
ভোল তো মানুষ করে, জে মানুষ তার ভুল হবে এটাই স্বাভাবিক
আসসালামু আলাইকুম স্যার,
কেমন আছেন? আমি বেশ কিছুদিন ধরে একটা সমস্যায় ভুগতেছি,আমার সবসময় প্রেসার লো হয়ে যাচ্ছে, শুয়া থেকে উঠে দাডালে মাথা ঘুরাই।বাতরুম করে উঠে দাডানোর সময় দেয়াল ধরে দাড়িয়ে থাকতে হয়। এইটা নিয়ে খুব সমস্যায় আছি। দয়া করে এইটার প্রতিকার কি একটু বলতে পারবেন?
স্যার কি কি খেলে পেটের চর্বি কাটবে
it’s ok, no problem. Stay well every time, good luck.
স্যার আপনার এই মেহনতের বদলে আল্লাহ্ আপনার দুনিয়া ও আখিরাত সুন্দর করে দিক।
ছুম্মাআমিন ইয়া রাব্বুল আলামিন
তাসনিম জারা-তো পুরাই উলটা বলল....
সেতো বলল শরীরের জন্য আরো উপকারী
অসংখ্য ধন্যবাদ স্যার
@@sayedulislam4770 স্যার আপনার সিরিয়াল নাম্বারটা কি করে পাবো আমি বান্দারবান থেকে বলতেছি স্যার
@@tevleniHello
কিনবো বলে ভাবছিলাম,কিন্তু আর কিনবো না, আল্লাহ আপনার দ্বারা সচেতনের বানী সর্বত্রে ছড়িয়ে যেনো দেয়,আমিন।
electric oven কিনতে পারেন
Electric Cooker
Rice Cooker
ভাই এগুলা সমস্যা করে?
Amin🤲
@@sakibsheikh380 উনি তাহলে কোন ওভেনের কথা বলছেন।।ওভেন ইলেক্ট্রিক ত মানুষ ব্যবহার করে।।
@@sarfarafi1675 ওভেন ২ধরনের। ইলেকট্রিক ওভেনে বা একেOTG oven বলে ।আর একটা micro oven।OTG oven এ তাপ দিয়ে রান্না করা হয় micro ovenএ রেডিয়েশন দিয়ে রান্না করা হয়। RUclips এ OTG ovenলিখে search করলে পাবেন
স্যার, আপনা কাছে থেকে অনেক অনেক কিছু জানতে পেরেছি। আপনি খুব ভালো মানুষ। আপনি যে এতো সুন্দর করে বোঝাতে পারেন। আল্লাহ আপনাকে নেক হায়াৎ দান করুক। আপনার সব ভিডিও দেখে অনেক মানুষ উপকৃত হয়। আমার আম্মুর পা য়ে পানি এসে ছিল, আপনার ডায়েট চার্ট ফলো করে পুরোপুরি সুস্থ আছে।আপনার জন্য অনেক দুয়া ও ভালোবাসা রইলো🤲
এতোদিন কেউ এ বিষয়ে কথা বলেনা, ধন্যবাদ আপনাকে, ❤️❤️
ruclips.net/video/4CX6hjuND5Y/видео.html
কোন বিষয়ে অগ্রিম জানতে বা জ্ঞান লাভ করার ক্ষমতা শুধুমাত্র মানুষেরই আছে। কারণ মানুষই অনুভূতি, স্মৃতিচারণ ও হিসাবের সাথে চিন্তা করতে পারে। জ্ঞানী মানুষ পারে উদঘাটন করতে এবং ক্ষতিকর বস্তুকে রূপান্তরিত করে কল্যাণকর বস্তুতে পরিবর্তিত করতে।
👽✴️
খুব সুন্দর আলোচনা। অনেক দিন যাবত ভাবছিলাম বাসায় একটা ওভেন কিনে দিব কিন্তু এত কিছু জানার পর ইচ্ছাকে মেরে ফেলতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে।
আসসালামু আলাইকুম, কেনার চিন্তা ছিলো। ভাগ্য ভালো এখনো কেনা হয়নি।আপনাকে অনেক ধন্যবাদ।
আমার ও তো একি অবস্থা।
আমারো
ইনি যে কথা বলেছেন সেগুলো ionizing radiation এর কথা। microwave non ionizing radiation produce করে।
তাসনিম জারা-তো পুরাই উলটা বলল....
সেতো বলল শরীরের জন্য আরো উপকারী
জাযাকাল্লাহ্ খুব সুন্দর স্বাস্থ্য বিষয়ক আলোচনা করা ও বিজ্ঞানের অভিশপ্ত আবিস্কারের ভয়ংকর ছোবল থেকে মানবজাতিকে বাচানোর প্রয়াস অব্যাহত রাখায় আপনার প্রতি হৃদয়ের গভীর থেকে অসংখ্য অফুরন্ত ভালোবাসা রইলো স্যার।
♥♥♥ভালবাসা অবিরাম♥♥♥
খুবি গুরুত্বপূর্ণ উপকারী বক্তব্য ইনশাআল্লাহ আর কোন দিন মাইক্রোওভেনে রান্না করা খাবার খাবনা! মহান আল্লাহ আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুন, আমিন।
ব্যাপার টা খুব ই অদ্ভুত! আপনি খুব ই selectively কিছু কমেন্ট এ লাভ রিঅ্যাকশন দিয়ে গেছেন কিন্তু যারাই আপনাকে রেফারেন্স দেখাতে বলছেন বা আপনার এই ব্যাখ্যার বিপরীতে বিখ্যাত সব সোর্স গুলো রেফারেন্স হিসেবে ব্যবহার করে ভিডিও শেয়ায় করছেন, আপনি তাঁদের কোনো উত্তর ই দিচ্ছেন না! কোনো ধরনের রেফারেন্স ছাড়া শুধু হোয়াইট বোর্ডে ছবি এঁকে কঠিন কঠিন কিছু শব্দ ব্যবহার করে একটা কিছু বলে দিলেই তো হবে না! একটা 2/3 বছরের বাচ্চা কে হোয়াইট বোর্ডে ছবি এঁকে রূপকথার গল্প শোনানোর মতোই লাগলো বেপার টা!!
ডাক্তার তাসনিম জারা বললেন কোন ক্ষতি নেই বরং কিছু ক্ষেত্রে বেশি উপকারী৷ আসলে আমি দ্বিধাদ্বন্দে পড়েছি স্যার ৷ দয়া করে সমন্বয় করে একটা ভিডিও দিবেন
Akdom vul bole6e amar recently oviggota theke janlam ar theke cancer ar moto marattok rog ar jhuki thake 😓😓😓😓
ভালো বুঝিয়েছেন, কিন্তু যারা microwave ব্যবহার করেন তাদের জানাচ্ছি এতে রান্নাতে কোনো সমস্যা নেই, রেডিয়েশন অনেক কিছুতেই হয়। গ্যাস এর গন্ধ , ইন্ডাকশন এ magnetron te ক্ষতি হয়। মাইক্রোয়েভে চালু করে door open kore রাখবেন না। যাতেই Roast/ পোড়া রুটি, মুরগি, রান্না করবেন তাতেই carcinogenic food তৈরী হয়।
স্যার, গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম আশা করছি পরিবারের সবাই কে নিয়ে ভালো আছেন খুব ভালো লেগেছে ভিডিও টি দেখে অনেক তথ্য জানতে পেরেছি
আমার মাইক্রো ওভেন ছিল নষ্ট হয়ে গেছে
তাই ভেবেছিলাম আরেকটি কিনবো
এই ভিডিও টি দেখে সিদ্ধান্ত নিয়েছি আর কিনবো না এবং সবাই কে ব্যবহার করতে নিষেধ করবো
লাইক দিয়ে ভিডিও দেখেছি ভীষণ উপকারী ভিডিও
বহুত বহুত শুকরিয়া আল্লাহ হেফাজতে রাখুন আপনাকে
কেনার খুব আগ্রহ ছিল কিন্তু আপনার এই ভিডিওটা দেখে ভাবতেছি আর কিনবই না;
জাযাকাল্লাহু খায়রা স্যার...
স্যার আমার কেনার খুব খুব ইচ্ছা ছিল আপনার ভিডিও দেখার পর ইচ্ছা শেষ thanks JK lifestyle
সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য অনেক ধন্যবাদ
ভাবছিলাম কিনব, এখন আর কিনব না, খুব ভালো একটা ইনফরমেশন 😊😊😊
স্যার খুব ভালো লাগলো। আবার ভয়ও লাগতেছে কারণ এই গুলোর বিক্রিতেরা পারসোনালি আক্রমণ করতে পারে। আপনার মতো লোকের কারণে আমাদের মতো গরিব মানুষের অনেক উপকার হচ্ছে। আল্লাহ আপনাকে দীর্ঘ জিবি করুক
Alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah Very Very Very Very important post FOR All persons, thanks FOR YOUR post, asun sobai 5 waqt namaz pori Ameen
আমি ক্রয় করার চিন্তা করছিলাম ৷ হঠাৎ মাথায় আসলো মাইক্রোওয়েব শব্দটা তখন থেকেই আমি আন ইজি ফিল করছিলাম ৷ এখন মেডিকেলের ভাষা ব্যাক্ষা শুনে পরিস্কার ধারনা আমার মনের ভিতরে থাকা আশংকা সাথে মিলে গেল ৷ আপনাকে ধন্যবাদ দিলে ছোট করা হবে , স্যার আপনার জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করছি৷
আলোচনা শুনে ভয় পেলাম। কত ভয়াবহ ও রিস্কের মধ্যে ছিলাম। আগের মাইক্রো ওয়েভটা নষ্ট হয়েছে কিছুদিন আগে। ভেবেছিলাম নতুন মাইক্রোওয়েভ কিনবো। আপনার ভিডিও দেখে সিদ্ধান্ত নিলাম, মাইক্রোওয়েভ তো কিনবোই না, আর কখনোও মাইক্রোওয়েভের কোন খাবারই খাবো না। ইনশাআল্লাহ।
আসসালামুআলাইকুম, মহাশয় এর মধ্যে মানুষ সঠিক তথ্য জানতে পারছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন। সকল প্রকার বিপদ-আপদ থেকে আল্লাহ ওনাকে হেফাজত করুন। আমিন
মাশাআললাহ খুবই সুন্দর করে বলছেন
ধন্যবাদ স্যার, এক কথায় জীবন যত সহজ হচ্ছে মানুষ তত ধংসের দিকে যাচ্ছে। আমি তো বলি মাটির পাতিলে এবং মাটির চুলায় রান্না করা হচ্ছে নিরাপদ। আরেকটা কথা স্যার রক্ত শুন্যতা কি সঠিক কথা?
নাকি রক্ত সল্পতা হবে?
ভীষন উপকারী ভিডিও।ধন্যবাদ স্যার
JazakAllahu Khairan
আপনি আসলেই খুব ভালো ডাক্তার।
এরকম সুন্দর একটি ভিডিওর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে রাইসকুকারে রান্নার ব্যাপারে ভিডিও দিবেন এই আশায় রইলাম। আল্লাহপাক আপনার মঙ্গল করুন। আমিন।
এই যুগের শ্রেষ্ঠ গবেষক ডাঃ জাহাঙ্গীর স্যার,
আল্লাহ যেনো আপনার হায়াতের মধ্যে বরকত দান করেন,
রাইস কুকার আর প্রেসার কুকার ও কি ক্ষতিকর।দয়া করে জানাবেন
Amio jante cai
আমি যানতে চাই
Amo please
Amio jante chi please please please
Amio jante cai
উপকারী ভিডিও , ধন্যবাদ।
জাযাকাল্লাহ খাইয়ের 👍☝️🕋☝️
আসসালামু আলাইকুম"
আপনার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল,
ইলেকট্রিকস অন্যান্য জিনিসগুলো নিয়েও জানতে চাচ্ছি।
মনে হচ্ছে খুবই উপকৃত হলাম, আরও আগে জানান দেয়ার সুযোগ করে দিলে হয়তোবা অজানা স্বাস্থ্য ঝুঁকি থেকে নিজেকে সুরক্ষা করতে বিলম্ব হতো না!! আমার প্রশ্ন হচ্ছে**ইলেকট্রিক ফিল্টারে পানি পরিশোধিত **কতটা সুস্বাস্থ্যের জন্য নিরাপদ!! উত্তর পেতে অপেক্ষায় আছি!! আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন রইল অসংখ্য ধন্যবাদ!!
পানি পানে সচেতনতা খুবই গুরুত্বপূর্ন পানি জীবন পানিই মৃত্যুর কারন
ruclips.net/video/S1H-JzHeclE/видео.html
পানি পানে সচেতনতা
ruclips.net/video/KS-PLYCdGIA/видео.html
স্যার আমার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে প্লীজ উত্তর দিবেন।
আমাদের গ্রাম ও ঢাকার বাসায় দুটো ওভেন আছেন, তবে স্যার আমরা ওভেনে কোনো কিছু তৈরি করিনা, সবকিছু গ্যাসের চুলায়তেই হয় কিন্তু অনেক সময় দেখা যায় রাতের খাবারের পর কিছু তরকারি থেকে যায় যেগুলো রাতের বেলায় ফ্রীজে রাখি তো অনেক সময় তরকারির পরিমান ২৫০ গ্রামের বা ছোট একটা বাটি পরিমাণ হয় ফলে আমরা সেগুলোকে একটা কাচের বা মেলামাইনের বাটিতে ঢেলে ওভেনে ১ মিনিট বা দুই মিনিএ ওভেনে রেখে গরম করে খাই।
এতে করে আপনি যে সব আলোচনা করছেন যে সব সাইড এফ্যাক্টের কিংবা রোগের কথা বলছেন এগুলোর সম্ভাবনা কতটুকু রয়েছে জানাবেন! 🙏
WHO, U. S. Food and drugs administration ,, Harvard health publishing,,,, এছাড়া ও অনেক research microwave oven কে সম্পূর্ণ নিরাপদ বলছে
ধন্যবাদ স্যার গুরুত্বপূর্ন এমন ইনফর্মেশন দেবার জন্য।
অসাধারণ আলোচনা। দয়া করে, এলার্জি রাইনাইটিস নিয়ে বিস্তারিত আলোচনা দিলে উপকৃত হতাম । ধন্যবাদ।
সত্যি বলেছেন! আপনি স্যার যেখানে পানির পরিমাণ বেশি সেখানে গরম বেশি যেমন বাগার গরম করলে উপর কম গরম ভিতর বেশি গরম।
আল্লাহ তায়ালা আপনার মঙ্গল করুক। আপনার সচেতনমূলক কাজের কারণে কিছু কুচক্রী মহল আপনার পিছনে লেগেছে। আল্লাহ ভরসা,অনেক দোয়া রইলো স্যার।
আল্লাহ্ আপনাকে নেক হায়াত দান করেন।
অনেক জ্ঞানগর্ভ আলোচনা এটি তাই আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে এবং ক্ষতিকর জিনিসের ব্যবহার থেকে বিরত থাকতে হবে বলে মনে করছি
Very reasonable analytical news, we hope to get more such analytical news from you, thank you
Cordial Thanks for Excellent Representation.
Assalamualaikum Sir... Mohan Allah jeno apnake valo kaj korar toufiq dan koren...
স্যার আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে,💙 সুন্দর একটা সাবলীলতা, প্রাণবন্ততা, বহুমুখীতায় ভিডিও গুলো ভরপুর। আল্লাহ সুবান্নাতালা আপনাকে দীর্ঘজীবী করুক..
অনেক ভালো একটি ভিডিও ধন্যবাদ, Wifi ব্যবহার এ কি কি ক্ষতি হতে পারে আমাদের দেহের উপর সেটার উপর ভিডিও চাই।
MashaAllah!! Very informative!!
এজন্য আমি কখোনো মাইক্রোওয়েভ ওভেনে কিনতে আগ্রহী না।এমন কি আমার বাসায় কোনো খাবার ২য় বার গরম করে খাইনা।
কখনো কখনো মাশরাফির জন্যে ঠান্ডা ভাত খিচুড়ি রান্না করে দেওয়া হয়, তাইনা আপু?
আর যাই হোক আপনার রেসিপি গুলো সেই ।
@@hossainikafelabd2746 জি সেটা খুবি কম আর ভাতটা তেমন গরম করিনা জাস্ট ডিমের সাথে মিক্সিং করতে যতটা সময় লাগে আরকি।🥰😄
আপু আপনি বাসায় থাকেন তায় পারেন।
@@farzanalina6267 that is it.
ভিউ পাওয়ার জন্যে মিথ্যা বলবেন না
এ জন্যে সব সময় পরিবার কে বলতে চাই আমি আবার ৫০ বছর পিছনে চলে যাবো ।
তাহলে-ই প্রাকৃতিক খাদ্যাবাস ও সঠিক লাইফস্টাইল পাবো ।
আমি ও মাটির পাএ ব্যবহার করি??
good information DEA Sir 🙄
Thank you so much sir!
ভালোবাসা অবিরাম 💞💞💞
Dr.Tasnim Jara has given some information in favour of microoven and also given some links. With due respect if you would give any reliable links those are not suitable for our health regarding micro oven. Thanks.
me tooo
He will never give any authentic link as he speaks according to his thougt. Not according to any authentic research ☺️
ruclips.net/video/6mXfQSL4I8w/видео.html
It is the reliable source on dangers of cooking in microwave.
আসসালামুআলাইকুম স্যার ডায়মন্ড ভাইয়া। কঠিন গুরুত্বপূর্ণ মাইক্তোওভেন এর
সব কিছুই আমরা শিক্ষা পেয়ে গেলাম।
স্পেশাল থ্যাংকস ও শুভকামনা।
ডায়মন্ড ভাইয়া দেশে অনেক অনেক ডক্টর দেখেছি। আমি ছোট বেলা থেকে দেখেছি৷।
আপনি অনেক অনেক মানুষ এর সুস্থ করে দিচ্ছেন।
আল্লাহ ভাইয়া কে যেন ভালো ও সুস্থ রাখেন।
আল্লাহ ও জনগন ভাইয়া আর সাথে আছে। আমিন।
Tahrima Rahman Mita.
France /Paris.🇨🇵🇨🇵
Sir,
FDA, WHO বলে স্বাস্থসম্মত।
আর কিছু ডাক্তার আপনার সাথে ভিন্নমত পোষন করে।আসলে আমরা কনফিউজড কার কথা ঠিক কার কথা মানব।
আপনি সঠিক বলেছেন, এই জাহাঙ্গীর কবির কিছু মন মতন কথা বলে, কয়েকদিন আগেও একটা ব্রিটিশ অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলছেন যে যেই সকল বিবরণ এই মাইক্রো ওয়েভ ওভেন সম্পর্কে বলা হচ্ছে সব ভিত্তিহীন।
অবৈজ্ঞানিক কথা বলে অনেক।
Jahangir Kabir RUclipsr not doctor.
جزاك الله في الدارين، اللهم احفظك من كل بلاء الدنيا وعذاب الاخرة.
Walekum assalam wa rahmatullahi barakatuh thanks sir এই ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পারলাম এবং আমাদের অনেকের উপকার হবে আমাদের জানার শেষ নেই আপনার ভিডিওগুলো যত দেখি কিছু না কিছু শিখতে পারি thanks JK lifestyle thanks
Dhonnobad apnake.
ইলেকট্রিক ওভেনে কেক বানানো কি বা পুডিং বানানো কি খতিকর বলবেন। আপনার আলোচনা জন্য ধন্যবাদ
ভিডিওটি আবার দেখুন
আপনার ভিডিও দেখে অনেক বেশি ভালো লাগে
If possible, can you also mention reference in the video or share link in the description box. There are contradictory ideas regarding microwave oven in the web.
Ms. Nahar: I also sent message to Dr. Kabir, but he didn’t get back to me yet. Here is a link below from EPA (US Govt.) this is a reliable & trusted source of info and I hope it will dispel your confusion or doubt with respect to using microwave. Thank you.
www.epa.gov/radtown/non-ionizing-radiation-used-microwave-ovens
there are not proof of concept .
he is misleading us
অসংখ্য ধন্যবাদ
গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য
আমাকে ইংল্যান্ডের এক ডাক্তার বলেছিলেন ইলেকট্রনিক সব কিছু শরীরের জন্য ক্ষতিকর যেমন রাইস কুকার কেটল মাইকরোওভেন ।আর মাইরোওভেন একদম না করেছিলেন
স্যার, বাসাবাড়িতে ইনডাকশন কুকারে সবকিছু রান্না করা হয়। এবং এটা ওভেন এর মতো কমন। সব বাসাবাড়িতেই কমবেশি আছে।ইনডাকশন কুকার কি নিরাপদ? প্লিজ জানাবেন।
Electro magnatic j indrocution chula gulo heat hoina, chular upor hat rakha jai kintu ranna hossa, akhane kono khotikor wave ase ki na sir jsnaben.pls
এটাও ম্যাগনেটিক কিন্তু এটার ফ্রিকোয়েন্সি অত্যন্ত কম মানের অর্থাৎ প্রতি সেকেন্ডে পঞ্চাশবার মাত্র পরিবর্তন হয়।
অ
ভাই ডাক্তাররা খেপেছে, এবার electric চুলার দোকানদার ও কোম্পানীদের খেপালেন।সাধু সাবধান!
Very importent informations. Thanks.
এয়ার কন্ডিশন নিয়ে একটা ভিডিও দেন প্লিজ
আল্লাহ্ আপনাকে হেফাজত করুন আমীন
স্যার দয়া করে প্রোস্টেটাইটিস হলে কোন খাবার খেলে ভালো হবে।এবং কোন খাবার এড়িয়ে যাবো যদি একটা আলোচনা করতেন বা জানাতেন।দোয়া রইলো স্যার
জাজাকাল্লাহ শুকরান
Jajaka Allahu khairan
আপনার পরামর্শে আমার পরিবার অনেক উপকার পাচ্ছি।
Matha ghurche kivabe ki korbo bcz used to hoye gechi microwave a khabar gorom korte 😒😒
Thank you so much Sir for your all kind of informative or healthy information
স্যার!! রাইস কুকার ও প্রেসার কুকার নিয়ে এরকম একটা আলোচনা কামনা করছি।
আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ,আশাাকরি সামনে এই রকম সচেতনমুলক ভিডিও দিয়ে আমরা যারা অসচেতন তাদের সচেতন করতে সহায়ক ভূমিকা রাখবে।আল্লাহ সহায়ক।
As salamu alikum, May Allah bless you 🤲
স্যার অনেক ধন্যবাদ আপনাকে জানা ছিলো না জেনে নিলাম ধন্যবাদ।
কিছু ডাক্তার who,Harvard এর রেফারেন্স দিয়ে বলছে মাইক্রোওয়েভ ওভেন সাস্থ্যসম্মত।
আমি নিজেও রিপোর্ট গুলা পড়ে দেখেছি।
সঠিকটা ক্লিয়ার করেন
আল্লাহ আপনার দ্বারা সচেতনের বানী সর্বত্রে ছড়িয়ে যেনো দেয়,আমিন।
আমাদের উচিত টাটকা খবর খাওয়া। Prosessed food এড়িয়ে চলতে হবে।
স্যারের আলোচনার অপেক্ষায় আছি
onek sundor vabe bujhanor jonno thanks sir
আমরা ঠান্ডার দেশে থাকি দরকার মতো রোজায় এক দুইবার গরম করি না হলে সারা বছর চুলায় গরম করি আলহামদুলিলাহ
মুখস্থ বিদ্যা নিয়ে ডাক্তার হওয়া যায় কিন্তু ইন্জিনিয়ার নয়
আপনি কি বোঝাতে চাচ্ছেন...?
@@MdMasudRana-dj1hn he was saying that Dr. jahangir is laying . & i can approve , he has no scientific proof
প্রতিদিন রান্না করতে হবে এই চিন্তা করলেইতো stress high হয়ে যায়!😬 simple formula…. যেটা কাঁচা খাওয়া যায় সেটা কাঁচা খাওয়া আর যেটা যায় না সেটা steam করে খাওয়া।
بارك ألله في حياتك
Mashallah jazakallhu Khair (Allahu Akbar ❤️)Very Nice video
আল্লাহ আপনাকে আরো জ্ঞান এবং নেক হায়াত দান করুনl আমিনl
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
ভাইজান মাশরুম নিয়ে আলোচনা করার আবেদন রইলো।
আসসালামু আলাইকুম স্যার
কারেন্টের চুলা রান্না করে খেলে কি একই সমস্যা হবে
প্লিজ দয়া করে একটু জানাবেন
Electric oven bishoie apnar motamot janale upokrito hobo.
আসসালামু আলাইকুম, ধন্যবাদ এমন সুন্দর একটি ভিডিও উপস্থাপন করার জন্য যা আমাদের অনেকেরই জানা ছিলো না
Google and youtube এ অনেক গুলো আর্টিকেল পড়লাম অ্যান্ড অনেকগুলো ভিডিও দেখলাম এই টপিকে। সবাই বললেন আপনার পয়েন্ট গুলো মিথ। এগুলো মানুষের ভুল ধারণা। এগুলোর সঠিক এক্সপ্লানেশন ও দিলেন তারা।
Modern addicted life style, well explained, very demanding information, thanks 👌
আদিম যুগে কাঠ দিয়ে পুড়ুয়ে মাং খেত, কাঠের পুড়ায়ে মাংশ কি ওভেন এর মত ক্ষতিকর। তবে তবে স্যার আপনার উদ্দেশ্য মহান। আমি আপনার সাথে কাজ করতে চাই একদম ফ্রিতে যদি আপনি রাজি থাকেন। কারণ আমি যে প্রজেক্ট নিয়ে গবেষণা করি তার একটা ছোট্ট পাঠ আপনার পুরো গবেষণা, আমি আপনার অপেক্ষায় থাকলাম। আসসালামু আলাইকুম।
স্যার আমার বয়স ১৭ বছর
আমি আপনাকে ফলো করে ১৫ কেজি ওজন কমিয়েছি ও গ্যাস্টিক থেকে ভালো হয়েছি।এখন মসেল বিল্ডিং করছি। আপনি আামাদের তরুণ সমাজকে এত সুন্দর জীবন ডিজাইন দিচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে সুস্থ্য রাখুক আমিন
স্যার,,রাইস কুকার বা প্রেশারকুকারে রান্না করলে কি ক্ষতি হয়??
আমি ও এটি জানতে চাই
Sir er prti duya ar valobasa🥰
জাযাকাল্লাহ খাইরান
অনেক কিছু জানতে পারলাম স্যার,ধন্যবাদ