ফাহিম ভাই, বেশ কিছু দিন ধরে আপনার ভিডিও এর Comment Section এর কিছে মানুষের কমেন্ট লক্ষ করলাম। কিছু কিছু মানুষের কমেন্ট দেখে নিজেরে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে।যে আমাদের দেশের মানুষের বিবেক বুদ্ধি এইরকম।🤢🤮 আপনাদের আর খাই দাই কাম নাই,দেখবেন ওনার ভিডিও আবার কমেন্ট এ বলবেন,মানুষ খেতে পারে না,খেজুর দিয়ে ইফতার করে,আপনার ভিডিও দেখে কষ্ট পাই ওরা ইত্যাদি ইত্যাদি। কেন ভাই যে ব্যক্তি ১০-২০ টাকা দিয়ে একটি স্মার্টফোন কিনে,আবার MB কিনে ইউটিউব/ফেসবুকে মানুষ ভিডিও দেখে,সে কি সামান্য ইফতারও কিনতে পারবে না?বিবেক কি এতটাই নিছে হয়ে গেছে আমাদের বা এই ভাই কি আপনারে বলছে ওনার ভিডিও দেখতে? মানলাম এগুলো দেখে আপনার হিংসা হয়।তাহলে দেখারই বা কি দরকার?আর আপনি কাজ করবেন না,সারাদিন ফেসবুক /ইউটিউব গাটবেন,আর বলবেন খেতে পারি না।আপনার ইনকাম নাই এটার জন্য দায়ি আপনি নিজে।ফাহিম ভাই তো কিছু একটা হলেও করতেছে।ভালো লাগলে দেখবেন,নাহলে নাই।কি আজব মানুষের বাস এই সোনার বাংলাদেশে। 🥴
পার্থক্য একটাই - সুলতানস ডাইন আর কাচ্চি ভাই কে অফিসিয়ালি জানানো হয় নাই ফাহিম সাহেবের রিভিউর জন্য খাবার নেওয়া হচ্ছে। তারা জানলে গোস্ত বেশি, ভাত কম হতো আর গোস্তের সাইজ নিয়ে কাব্য রচনা হতো রিভিউর সময়। আমজনতা যা পেয়ে থাকে, ফাহিম ভাইয়ের কপালে এবার তাই জুটলো।
এইভাবেই বলা উচিৎ কাচ্চি ভাইয়ে এক প্লেট কাচ্চির সাথে ২ পিস মাটন থাকে কিন্তু খাওয়া যায় ১ পিস কারন আরেকটা থাকে হাড়,আমি নিজে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম ফাহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ অনেস্ট রিভিউ করার জন্যে 🙏🙏🙏
আমি আপনার অনেক বড় ফ্যান এবং আপনার প্রায় সব ফুড ব্লগ গুলো আমার দেখা। গত ১৬/০৩/২০২৪ তারিখ গুলশান -২ কাচ্চি ভাই থেকে ৪ প্যাকেট বিরিয়ানী কিনি।বলে রাখা ভালো আমার ৬ বছরের ছেলে ৪/৫ দিয়ে জ্বরে ভুগেছিল। কিছুই খেতে পারছিল না। ওর পছন্দের খাবার কাচ্চি ভাই।খাবার নিয়ে বাসায় এসে প্যাকেট খুলে আমি আবাক পরিমানে এত কম আর গোস্তের টুকের কথা কি আর বলবো। দেখে আমার কান্না এসেছিল। ইচ্ছা করছিল প্যাকেট গুলো নিয়ে গুলশানে গিয়ে মুখের পরে ছুরে মেরে আসি।।আল্লাহ যেন আর কখনও কাচ্চি ভাইতে না নেন। ৩১৫ টাকার খাবারের মান এতটা খারাপ যা আগে কখনও পাই নি। আপনার মাধ্যমে কাচ্চি ভাইকে বলতে চাই হালাল করে মানুষের কষ্টের টাকা খান এরকম হারাম করে না।আল্লাহ সহ্য করবেন না।
Honest review দেয়ার জন্য ধন্যবাদ।। ফাহিম ভাই এসব হাইপ রেস্টুরেন্ট বাদ দিয়ে ঢাকার এলাকা ভিত্তিক খাবারের মান ভাল দামে সাশ্রয়ী এমন কিছু দেখান প্লিজ অনুরোধ রইল।
কাচ্চি ভাই এবং সুলতানস্ ডাইন ২ জনই সেইম!ওখানে গিয়ে বসে খেলে কাচ্চির ভেতরের মাংসর সাইজ মুটামুটি ভালো থাকে কিন্তু আপনি যখনই পার্সেল নিবেন অথবা ফুড পান্ডায় অর্ডার করবেন তখনই হাড্ডিওয়ালা পিস দিবে যেটাতে হাড্ডি বেশি মাংস কম!।আমি একবার না বেশ কয়েকবার খেয়াল করেছি এটা!
এখন পর্যন্ত কাচ্চি ভাইয়ের কাচ্চি খাইনি, অদূর ভবিষ্যতেও খাওয়ার সম্ভাবনা কম, যদিও আমার বাসা ধানমন্ডির কাচ্চি ভাইয়ের পাশেই। সামাজিক মাধ্যমে এই দোকানের যে ইমেজ, তাতে আমার ধারণা বাংলাদেশের সেরা বাটপার গুলো এই রেস্টুরেন্ট চালায়।
আমি একটা অনুষ্ঠানের জন্য প্রায় ৪০ জনের কাচ্চি বিরিয়ানি নিয়েছিলাম। কোয়ালিটি একদম ভালো ছিল না! রাইস অনেক শক্ত ছিল। কিন্তু সুলতান ডাইনে দুজন খেয়েছিলাম। মোটামুটি ভালো ছিল। এবার টার্গেট উত্তরার কাচ্চি দরবার!
ফাহিম ভাই নিজে একটা বড় একটা Restaurant করেন তার পর নিজে youtube Facebook চ্যানেলে আপলোট করিয়েন তাহলে সবকিছু বুতাহলে সব কিছু ঝোঝা যাবে। আপনি কত রুচির সম্মত খাবার তৈরি করতে পারেন। আপনার জীবনে কোন খাবারে হোটেলের খানা আপনি খুব ভালো লেগেছে খুব বেশি সংখ্যক মনে হয় না। ফুটপাতের কিছু খাবারের দোকানের খাবার আর আপনারা কানাই রুটি খাবার ভালো লাগছে। আমার জানা মতে ভালো সুন্দর একটা খাবারের রেস্টুরেন্ট আপনি ওপেন করেন তারপর আপনার খাবারের হোটেলের রিভিউ দেখতে চাই
ফাহিম ভাই একটা জিনিস মাথায় রাখবেন, যারা আপনার সাবস্ক্রাইবার তারা কিন্তু ভুলভাল কমেন্ট করে না তারা আপনার ভিডিও আসার এবং দেখার জন্য অপেক্ষা করে থাকে। আর যারা হুটহাট আপনার ভিডিওতে ঢুকে পড়ে তারাই মূলত উল্টাপাল্টা কমেন্ট করে। তাই এগুলোতে পাত্তা দিবেন না ❤
আমাদের চট্টগ্রাম এর চিটাগং এ মুরাদপুরের,খাচ্ছি ডাইন অসাধারণ,, বিভিন্ন ধরনের প্যাকেস,,এক জনের,দুই জনের,তিন জনের,চার জনের,,,,এক জনের টা দুই পিস্ বড় বড় মাংস আর দুই পিস্ বড় বড় আলো,,,,,৩৮০/টাকা মাত্র,,, আসলে অসাধারণ,,, ধুকতেই একটা অসাধারণ সুগন্ধি,,,আর আপনাদের এই খাচ্ছি গুলো,দেখতেই খাচ্ছির মত লাগে না,,,স্বাভাবিক বিরিয়ানির মত লাগে
এসব আইটেম খেতে হলে সোজা নাজিরা বাজার গিয়ে খাওয়া উচিত। এসব ওভাররেটেড জায়গায় না যাওয়াই ভাল৷ এখানে যে দাম, পুরান ঢাকায় এর ডাবল পাওয়া যাবে৷ টেস্ট এর কথা না বলাই ভাল৷
আমি সবসময় কমেন্ট করি না কিন্তু ভিডিও দেখি আপনার ও শান্তা আপুর।আপনার ফুড রিভিউ আমার খুব ভালো লাগে অনেস্ট রিভিউ দেন আপনি প্রতি টা খাবারের। আর সবচেয়ে বেশি ভালো লাগে আপনি অমর ওসমান ও শান্তা আপুর দ্বায়িত্ব কর্তব্য পালন করেন বলে আপনার মতো ভাই আমারও কিন্তু আছে ও আমার ছোট কিন্তু আমার ও আমার দুই এতিম সন্তানের অনেক দ্বায়িত্ব কর্তব্য পালন করে আমার ছোট ভাই। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল সবসময় ফাহিম ভাইয়া "আমিও আপনার একজন দর্শক এবং ছোট বোন ও শুভাকাঙ্ক্ষী।
আসসালামু আলাইকুম ভাইয়া যেভাবে খাওয়া দাওয়া করে টাকা ইনকাম করতেছেন একদিন দেখবেন আপনার ওই সব টাকা হাসপাতালে চলে যাবে স্বাস্থ্য সচেতন হোন সুন্দর জীবন গড়ুন আর ফিটনেস এর দিকে খেয়াল রাইখেন ভাইয়া আপনাদের সবার একই অবস্থা😊
ক্যামেরা নিয়ে যেতেন বলে আপনাকে বেস্ট পিসগুলোই দিতো, কিন্তু আমরা যারা সেই রিভিউ দেখে যাইতাম তখন খাবার পেতাম অন্যরকম...টাকা তো কম দেই না ভাই কিন্তু টাকা অনুযায়ী খাবার আমরা পাইনা.. খাবার নিয়ে মানুষ ঠকিয়ে ওরা কতটা ধনী হবে কে জানে..
Food ai vabe kine khaile honest review deya possible vai. Bole rakhi vai,3years dhore Apnar channel er sathe. Sotti ta aj sobar jana hoye gelo j,Amra Aam jonota khabar khete/parcel nite gele ki dey ora..
9:41 আমরাও আজকে রা কাচ্চি ভাই বিরিয়ানি দিয়ে ইফতারি করলাম 🥰🥰 আমি খুলনা থেকে ভাই আর এই সুন্দর ভিডিও করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই রমজানুল মোবারক ভাই 🥰🥰😇
This i's good, রোজার দিনে এর চাইতে ভালো রিভিউ আর হতে পারে না, এটা কি পার্সেল আনার কারণে মাংসের এ অবস্থা? আমার মনে হচ্ছে ক্যামেরা দেখলে আরও ভালো মাংস দিত,যাক একটা ভালো রিভিউ দেয়ার জন্য ধন্যবাদ।
সত্যি বলতে আমি বা আমরা চাই নাহ যে উনি আর চকবাজারের ভিডিও করুক। গতবার ওই ভিডিও পাব্লিশ করার কিছুদিনের মধ্যেই উনাকে ইনবক্সে এবং ফোনে নানারকম হুমকি ও হয়রানির সম্মুখীন হতে হয়েছিলো,আমরা যারা ফাহিম ভাই কে ফেসবুক এ ফলো করি তারা বিষয় টা দেখেছিলাম।জিনিশ টা খুব ই খারাপ লেগেছিলো।
ফাহিম ভাই, বেশ কিছু দিন ধরে আপনার ভিডিও এর Comment Section এর কিছে মানুষের কমেন্ট লক্ষ করলাম। কিছু কিছু মানুষের কমেন্ট দেখে নিজেরে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে।যে আমাদের দেশের মানুষের বিবেক বুদ্ধি এইরকম।🤢🤮
আপনাদের আর খাই দাই কাম নাই,দেখবেন ওনার ভিডিও আবার কমেন্ট এ বলবেন,মানুষ খেতে পারে না,খেজুর দিয়ে ইফতার করে,আপনার ভিডিও দেখে কষ্ট পাই ওরা ইত্যাদি ইত্যাদি। কেন ভাই যে ব্যক্তি ১০-২০ টাকা দিয়ে একটি স্মার্টফোন কিনে,আবার MB কিনে ইউটিউব/ফেসবুকে মানুষ ভিডিও দেখে,সে কি সামান্য ইফতারও কিনতে পারবে না?বিবেক কি এতটাই নিছে হয়ে গেছে আমাদের বা এই ভাই কি আপনারে বলছে ওনার ভিডিও দেখতে? মানলাম এগুলো দেখে আপনার হিংসা হয়।তাহলে দেখারই বা কি দরকার?আর আপনি কাজ করবেন না,সারাদিন ফেসবুক /ইউটিউব গাটবেন,আর বলবেন খেতে পারি না।আপনার ইনকাম নাই এটার জন্য দায়ি আপনি নিজে।ফাহিম ভাই তো কিছু একটা হলেও করতেছে।ভালো লাগলে দেখবেন,নাহলে নাই।কি আজব মানুষের বাস এই সোনার বাংলাদেশে। 🥴
Sohomot vai amio koyektare sikkha disi. Hudai fahim vaike niye somalochona kortese. Ora abege boba hoye gese
Boke ai Vai moner kotha bolsen
মনের মতই একটা কথা বলছেন ভাই।ঐ যে মানুষ বলে সত্য সবসময় তিতাই হয়।
Thik thik
ধন্যবাদ ভাইয়া সত্যি কথা বলার জন্য ❤️❤️👍👍
পার্থক্য একটাই - সুলতানস ডাইন আর কাচ্চি ভাই কে অফিসিয়ালি জানানো হয় নাই ফাহিম সাহেবের রিভিউর জন্য খাবার নেওয়া হচ্ছে। তারা জানলে গোস্ত বেশি, ভাত কম হতো আর গোস্তের সাইজ নিয়ে কাব্য রচনা হতো রিভিউর সময়। আমজনতা যা পেয়ে থাকে, ফাহিম ভাইয়ের কপালে এবার তাই জুটলো।
Disad er tshirts er logo ase. Amra video dakhe bujhi, Tara to bujbei
এইভাবেই বলা উচিৎ কাচ্চি ভাইয়ে এক প্লেট কাচ্চির সাথে ২ পিস মাটন থাকে কিন্তু খাওয়া যায় ১ পিস কারন আরেকটা থাকে হাড়,আমি নিজে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম ফাহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ অনেস্ট রিভিউ করার জন্যে 🙏🙏🙏
True amio ajke bash khaisi 4 tar modde 1 ta mangso
Bhai bllei cng kre dey ami khai kacchi bhai e. So bllei cng kre dey.
@@Khandaker_Mejbaul_Karim_Pranto na change kore na… ami change kore dite bolchilam but same ta e dise r nam matro bole j change kore dise😢😢😢😢
কাচ্চি ভাইয়ের খাবার বাসায় আনলে এমনই করে 😢
Ora na rong use Kora edika khaiTA jayena
আমি আপনার অনেক বড় ফ্যান এবং আপনার প্রায় সব ফুড ব্লগ গুলো আমার দেখা। গত ১৬/০৩/২০২৪ তারিখ গুলশান -২ কাচ্চি ভাই থেকে ৪ প্যাকেট বিরিয়ানী কিনি।বলে রাখা ভালো আমার ৬ বছরের ছেলে ৪/৫ দিয়ে জ্বরে ভুগেছিল। কিছুই খেতে পারছিল না। ওর পছন্দের খাবার কাচ্চি ভাই।খাবার নিয়ে বাসায় এসে প্যাকেট খুলে আমি আবাক পরিমানে এত কম আর গোস্তের টুকের কথা কি আর বলবো। দেখে আমার কান্না এসেছিল। ইচ্ছা করছিল প্যাকেট গুলো নিয়ে গুলশানে গিয়ে মুখের পরে ছুরে মেরে আসি।।আল্লাহ যেন আর কখনও কাচ্চি ভাইতে না নেন। ৩১৫ টাকার খাবারের মান এতটা খারাপ যা আগে কখনও পাই নি। আপনার মাধ্যমে কাচ্চি ভাইকে বলতে চাই হালাল করে মানুষের কষ্টের টাকা খান এরকম হারাম করে না।আল্লাহ সহ্য করবেন না।
এই দুইটা রেস্টুরেন্ট বেশি জনপ্রিয় হয়ে গেছে এজন্যই এদের এই অবস্থা,আমরা কিছুদিন খাওয়া বন্ধ করে দিলে ঠিক হয়ে যাবে।
ধন্যবাদ কাচ্চি ভাইকে ধোয়ার জন্য
ভাই কিন্তু Honest একটা রিভিউ দিলেন।😀🥰
Avoid all of those your Haters. They just feel jealous!!
ভাই,এদের অবস্থা আগে থেকেই এমন। আপনাকে দেখে সব ভাল ভাল piece দিত।
Right 👏
Honest review দেয়ার জন্য ধন্যবাদ।।
ফাহিম ভাই এসব হাইপ রেস্টুরেন্ট বাদ দিয়ে ঢাকার এলাকা ভিত্তিক খাবারের মান ভাল দামে সাশ্রয়ী এমন কিছু দেখান প্লিজ অনুরোধ রইল।
ব্রাক্ষণবাড়িয়া থেকে সবাই কে
রমজান মোবারক 🥰🥰
Ami o brahmanbariya theka bolsi
😊 makkhan bariya
কাচ্চি ভাই এবং সুলতানস্ ডাইন ২ জনই সেইম!ওখানে গিয়ে বসে খেলে কাচ্চির ভেতরের মাংসর সাইজ মুটামুটি ভালো থাকে কিন্তু আপনি যখনই পার্সেল নিবেন অথবা ফুড পান্ডায় অর্ডার করবেন তখনই হাড্ডিওয়ালা পিস দিবে যেটাতে হাড্ডি বেশি মাংস কম!।আমি একবার না বেশ কয়েকবার খেয়াল করেছি এটা!
কাচ্চি ভাই এর দিন শেষ কাচ্চি ভাবির বাংলাদেশ...।
Unar tai ki Valo ???
এখন পর্যন্ত কাচ্চি ভাইয়ের কাচ্চি খাইনি, অদূর ভবিষ্যতেও খাওয়ার সম্ভাবনা কম, যদিও আমার বাসা ধানমন্ডির কাচ্চি ভাইয়ের পাশেই। সামাজিক মাধ্যমে এই দোকানের যে ইমেজ, তাতে আমার ধারণা বাংলাদেশের সেরা বাটপার গুলো এই রেস্টুরেন্ট চালায়।
খাইয়েন না ভাই।আমার ৩০০ টাকা বরবাদ একবার খেয়ে।কান ধরসি আর যাবোনা।
@@araaaaaafat আমার যাওয়ার সম্ভাবনা ওখানে কম। সম্ভ্রান্ত ফ্যামিলির লোকজনের প্রথম পছন্দ সুলতানস ডাইন। ✌️
@@halua1969 😎😎
bro honest reacton bortomane KACCHI BHAI BETTER THAN SULTANS😋
Kinte chaiselam comment deikha ar kinbo na .😂..Kothay theke home delivery nile best hoi keo reply deyen ...😊
আমি একটা অনুষ্ঠানের জন্য প্রায় ৪০ জনের কাচ্চি বিরিয়ানি নিয়েছিলাম। কোয়ালিটি একদম ভালো ছিল না! রাইস অনেক শক্ত ছিল।
কিন্তু সুলতান ডাইনে দুজন খেয়েছিলাম। মোটামুটি ভালো ছিল।
এবার টার্গেট উত্তরার কাচ্চি দরবার!
হাউজবিল্ডিং মোড়ে।
@@mdsaifulkhan1338 হুম
ফাহিম ভাই অনেক সুন্দর ভিডিও হইছে ❤❤
কি মাংস দিছে দুরবিন দিয়ে খুজা লাগে😂😂😂
sultans dine is the best of all time
hahaha
@@BangladeshiFoodReviewer 🤮
@@BangladeshiFoodReviewer Why?
kolkatay 'dhakaiya kacchi dine' restaurant theke morog pulao r kacchi biryani kheye sottieee mugdho hoyechi.....apnader bangladeshe aro kotoi na sundor ei dish golu khete hobe, jodi somvob hoy akdin nischoi asbo khete ❤
U are cordially welcome
Vai video short korben parley, r suru dikey prai 2-3 min gari drive er video gulo ojothai den
Bhai Rajshahi thaka gure jain....ami apnar fan ...love you fahim bhai...😍🥰😘
ফাহিম ভাই নিজে একটা বড় একটা Restaurant করেন তার পর নিজে youtube Facebook চ্যানেলে আপলোট করিয়েন তাহলে সবকিছু বুতাহলে সব কিছু ঝোঝা যাবে। আপনি কত রুচির সম্মত খাবার তৈরি করতে পারেন। আপনার জীবনে কোন খাবারে হোটেলের খানা আপনি খুব ভালো লেগেছে খুব বেশি সংখ্যক মনে হয় না। ফুটপাতের কিছু খাবারের দোকানের খাবার আর আপনারা কানাই রুটি খাবার ভালো লাগছে। আমার জানা মতে ভালো সুন্দর একটা খাবারের রেস্টুরেন্ট আপনি ওপেন করেন তারপর আপনার খাবারের হোটেলের রিভিউ দেখতে চাই
Yummy.. love from South Korea
😂জামালপুরের মেলান্দহের বাজারের পিঠালি নিয়ে একটা ভিডিও দেহলে ভালো ভিউ হবে আসা করি
ফাহিম ভাই আপনাকে পবিত্র মাহে রমজানের রমজান মোবারক
1st ekta totally honest review dekhlam!
on of the best food blogger in Bangladesh 😊
LOVE Form sirajganj ❤❤❤
কাপড়ের রং খাচ্ছেন ।
One of the best video 🔥🔥🔥🔥
9:54 আমিতো আর দানব না ভাই😂😂
সুলতান বেস্ট 😊
Fahim bhai india theke .poti ta vlog dekhi khub vlo lage❤❤❤
Thank you Fahim vai for talking about the real factors of kacchi scam in Bangladesh
ফাহিম ভাই একটা জিনিস মাথায় রাখবেন, যারা আপনার সাবস্ক্রাইবার তারা কিন্তু ভুলভাল কমেন্ট করে না তারা আপনার ভিডিও আসার এবং দেখার জন্য অপেক্ষা করে থাকে।
আর যারা হুটহাট আপনার ভিডিওতে ঢুকে পড়ে তারাই মূলত উল্টাপাল্টা কমেন্ট করে। তাই এগুলোতে পাত্তা দিবেন না ❤
ভাই আপনি খাওয়ার সময় এতো চাকুম চুকুম শব্দ করেন কেন??? যা বিরক্তি কর😡😡😡
এরে ভাই ওনারে শান্তি কইরা খেতে দেন তো।সমস্যা হইলে দেখা অফ দেন।
@@jannatulsabira6486 ওকে আর দেখলাম না😡😡😡
যে বিরিয়ানি খেতে যান সেটাই আপনার কাছে সেরা হয়ে যায় 😂😂😂
ফাহিম ভাইয়ারে ডিপজলের মতো লাগে 😂😂😂
আজকে মনে হয় নিজের টাকায় খাইছেন তাই অথেন্টিক রিভিউ হইছে😂😂
Fahim Vhai❤❤❤❤❤
,ফাহিম ভাই ভাল আছেন???❤❤❤❤
আমাদের চট্টগ্রাম এর চিটাগং এ মুরাদপুরের,খাচ্ছি ডাইন অসাধারণ,, বিভিন্ন ধরনের প্যাকেস,,এক জনের,দুই জনের,তিন জনের,চার জনের,,,,এক জনের টা দুই পিস্ বড় বড় মাংস আর দুই পিস্ বড় বড় আলো,,,,,৩৮০/টাকা মাত্র,,, আসলে অসাধারণ,,, ধুকতেই একটা অসাধারণ সুগন্ধি,,,আর আপনাদের এই খাচ্ছি গুলো,দেখতেই খাচ্ছির মত লাগে না,,,স্বাভাবিক বিরিয়ানির মত লাগে
কাচ্চি ডাইন মুরাদপুরে কই ভাই?🤔
সানমার এর পাসে এনা 😐
@@Legend_senpai_007 উলি হা মসজিদের পাশে👍
@@তারেকখান-ব৯ঘ ভাই উলি খা মসজিদ তো চকবাজার। মুরাদপুর না
Bhei ajk kacchi Vai thke basai order krlm vloi toh mansho silo....ki blbo sudu😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
It depends on luck. Sobar package e tw r vhalo meat pore na
ফাহিম ভাই, মিরপুর 1 এর কাচ্চি দরবারেরটাও রাখলে ভালো হতো।
এসব আইটেম খেতে হলে সোজা নাজিরা বাজার গিয়ে খাওয়া উচিত। এসব ওভাররেটেড জায়গায় না যাওয়াই ভাল৷ এখানে যে দাম, পুরান ঢাকায় এর ডাবল পাওয়া যাবে৷ টেস্ট এর কথা না বলাই ভাল৷
পুরান ঢাকাও সেইম। আগের মতো নাই।
আমি সবসময় কমেন্ট করি না কিন্তু ভিডিও দেখি আপনার ও শান্তা আপুর।আপনার ফুড রিভিউ আমার খুব ভালো লাগে অনেস্ট রিভিউ দেন আপনি প্রতি টা খাবারের। আর সবচেয়ে বেশি ভালো লাগে আপনি অমর ওসমান ও শান্তা আপুর দ্বায়িত্ব কর্তব্য পালন করেন বলে আপনার মতো ভাই আমারও কিন্তু আছে ও আমার ছোট কিন্তু আমার ও আমার দুই এতিম সন্তানের অনেক দ্বায়িত্ব কর্তব্য পালন করে আমার ছোট ভাই। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল সবসময় ফাহিম ভাইয়া "আমিও আপনার একজন দর্শক এবং ছোট বোন ও শুভাকাঙ্ক্ষী।
Tnx vai jatir samne tule dhorar jonno
প্রতিবাদ এভাবেই হওয়া উচিত.... 🎉
আলহামদুলিল্লাহ ৩৪৩ জনের পরিবার
Massallah vai
Onek valo lage apnr video
Ektu tarathari diben vlog gula
Love from kushtia 🎉🎉🎉
খাবার সময় চপ চপ আওয়াজটা বন্ধ হইলো নারে ভাই অন্যান্য ফুড ব্লগারেরএই আওয়াজটা তো নাই
আসসালামু আলাইকুম ভাইয়া যেভাবে খাওয়া দাওয়া করে টাকা ইনকাম করতেছেন একদিন দেখবেন আপনার ওই সব টাকা হাসপাতালে চলে যাবে স্বাস্থ্য সচেতন হোন সুন্দর জীবন গড়ুন আর ফিটনেস এর দিকে খেয়াল রাইখেন ভাইয়া আপনাদের সবার একই অবস্থা😊
কাচ্চি দরবারে কাচ্চি খাওয়ার অনুরোধ রইল কারন উওরা সব গুলোর ট্রাই করছি সব দিক থেকেই কাচ্চি দরবার এগিয়ে ❤❤❤❤
সবটি বাটফার, দাম অনুযায়ী মাংশ হাড়বেশী সাইজ ছোট,কাচ্চি রাইস পরিমাণে ও দেয় কম!
ভাই চক এর ইফতার বাজার ভিডিও দেন।
In India we buy this biriyani around 250-300rs
Nice review as usual.
Vi apnar barir zali kabab receipie ta chay 😊 please.
ক্যামেরা নিয়ে যেতেন বলে আপনাকে বেস্ট পিসগুলোই দিতো, কিন্তু আমরা যারা সেই রিভিউ দেখে যাইতাম তখন খাবার পেতাম অন্যরকম...টাকা তো কম দেই না ভাই কিন্তু টাকা অনুযায়ী খাবার আমরা পাইনা.. খাবার নিয়ে মানুষ ঠকিয়ে ওরা কতটা ধনী হবে কে জানে..
I love vi india thaka. Tomar video valo laga vi🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ASHTOBANJON TRY KOREN AMR ODER KHABAR TA VALOI LAGE
মাংস খাওয়া আমাদের বাংলাদেশিদের জন্য একটা বিলাসিতা।
❤❤ first
বাংলাদেশের কিছু জনগোষ্ঠী কাচ্চি বিরিয়ানি নিয়ে হুজুগে বাঙ্গালী মহাব্যসতো।
ভাই মানিকগঞ্জ রাজ হোটেল এ রিভিও করেন,,,,সেই রকম সেই রকম খাবার খেতে পারবেন,,,,
ফাহিম ভাই মিন্টু বাবুর্চির ইফতার বাজার দেখাবেন না ❤
ভাই রিপ্লে দিবেন প্লিজ_আপনারা কি কখনো গাজীপুরে আসছেন?
ভাই, আসলেই কাচ্চি ভাইয়ের মাংস অনেক ছোট এবং হাড্ডি যুক্ত
ভাই কাচ্চি ভাবির একটা ভিডিও বানান!প্লিজ
ফাহিম ভাই,
আমারও খুব খেতে ইচ্ছে করছে।❤❤❤
২জনে ২টা করে পার্সেল নেওয়া উচিত ছিলো,যাতে সাধারণ মানুষকে কেমন দেয় আর ফুড রিভিউয়ার কে কেমন দেয় বুঝা যেতো
Food ai vabe kine khaile honest review deya possible vai.
Bole rakhi vai,3years dhore Apnar channel er sathe.
Sotti ta aj sobar jana hoye gelo j,Amra Aam jonota khabar khete/parcel nite gele ki dey ora..
Please try “iqbal catering kacchi” vs “salam’a kitchen kacchi”
Bhai apnake oidin. Intercontinental a dekhlam. Oi blog tah kobe upload diben??
Fahim vai full support
মুন্সিগঞ্জের লৌহজং আপনার দাওয়াত রইলো ভাই আমার বাড়িতে বেড়াতে আসবেন ❤❤
Amaro lowhojong
9:41 আমরাও আজকে রা কাচ্চি ভাই বিরিয়ানি দিয়ে ইফতারি করলাম 🥰🥰 আমি খুলনা থেকে ভাই আর এই সুন্দর ভিডিও করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই রমজানুল মোবারক ভাই 🥰🥰😇
আমাদের খুলনারটা একটু দেখে আসেন আমার পেজ থেকে।
গোস্তের দাম বেড়ে গেলে, আলুর কাচ্চি বানাবে 😄😄🤭🤭
এখন কেমন লাগে, ক্যামেরা নিয়ে যান ভিডিও করতে তখন তো ভালো ভালো গোসতের পিস দেয়,এখন দেয় নাহ,এটা আমাদের সাথেও হয়,আপনাদের ভালো জিনিস দেয় যেনো সুনাম করেন,
ইউটিউবে আমার প্রিয় ব্যক্তিত্ত্বে আপনি❤️।
একটু কম কথা বললে মনে হয় আপনার ব্লগ ভাল হবে।
This i's good, রোজার দিনে এর চাইতে ভালো রিভিউ আর হতে পারে না, এটা কি পার্সেল আনার কারণে মাংসের এ অবস্থা? আমার মনে হচ্ছে ক্যামেরা দেখলে আরও ভালো মাংস দিত,যাক একটা ভালো রিভিউ দেয়ার জন্য ধন্যবাদ।
Ontoto roza mashe eibhabe video deya bondho korun.
কেউ আমাকে বিয়ে করবা 🤭🤭🙈কেউ আমাকে বিয়ে করবা 🤭🤭🙈কেউ আমাকে বিয়ে করবা 🤭🤭🙈
Na
অবশেষে দুই বাটপার নামাজ পরতে বাধ্য হইলো।
একদিন কাচ্চি দরবার এ যাওয়ার উপদেশ দিলাম
ফাইম, আপনার হাতের জালি কাবাব ও বিরিয়ানির জন্য অপেক্ষায় রইলাম।
Alhamdulillah Amraw valo asi
ভাই,খাওয়ার সময় যে শব্দ করে খান,সে শব্দটা একটু কম করে করলে ভালো লাগবে
Apnar ai vavhe brand ar restaurant gular khabar review series ta best grohon joggo ❤️
Bhai ato rich food protimoyoto khan ki vabe kheteyo paren
গরুর মত শব্দ করে কেমনে খায়? অসহ্য লাগে ফাহিম সাহেব!
দিশাদ শাহরুখখান 😂😂😂
রামাদান মোবারক ❤❤❤
শুধু মাত্র খেয়ে খেয়ে বাংলাদেশি ভাইগুলো অনেক পয়সা করে নিয়েছে
দিসাদ সাইডে বইসা বইসা ঢোক গিলতাছে আর বলতাছে কখন খাব😅😅
ফাহিম ভাই আসসালামুয়ালাইকুম ভাইয়া ধানমন্ডি জিগাতলার কাচ্চি ভাবির কাচ্চি টা একবার ট্রাই করে দেখেন আমি ২ বার খেয়েছি ২ বার ই অনেক ভালো লেগেছে
ফাহিম ভাই দিশাদ আপনার কি লাগে??
আলু কাচ্চি হবে আস্তে আস্তে,
ফাহিম ভাই এই বছর চক বাজারে ভিডিও করবেন না।
হুম ভাই।😀 গতবার গিয়ে ওনি ব্যাবসায়ীদের ধোলাই দিয়ে দিলেন।😁 যেমনটা বানিজ্য মেলায় দিয়েছিলেন।আসলে মানুষটার মাঝে প্রতিবাদি জিনিসটা আছে।😅
সত্যি বলতে আমি বা আমরা চাই নাহ যে উনি আর চকবাজারের ভিডিও করুক।
গতবার ওই ভিডিও পাব্লিশ করার কিছুদিনের মধ্যেই উনাকে ইনবক্সে এবং ফোনে নানারকম হুমকি ও হয়রানির সম্মুখীন হতে হয়েছিলো,আমরা যারা ফাহিম ভাই কে ফেসবুক এ ফলো করি তারা বিষয় টা দেখেছিলাম।জিনিশ টা খুব ই খারাপ লেগেছিলো।