অপূর্ব একটি ভ্রমণ ডায়েরি! ব্যাংকক থেকে সিয়েম রিয়েপ যাওয়ার যাত্রার অভিজ্ঞতা এবং থাইল্যান্ড-কম্বোডিয়া বর্ডারে হয়রানি নিয়ে আপনার পরামর্শগুলো খুবই সহায়ক ছিল। ভিডিওতে ভিসা প্রসেসের ব্যাখ্যাটি অসাধারণ। অসাধারণ ভিডিওর জন্য ধন্যবাদ। অপেক্ষায় আছি পরবর্তী পর্বের জন্য! 🚌🌟
দাদা রোজ রাত 8 টায় তোমার ভিডিও র notification এর অপেক্ষায় থাকি... তোমার এই নতুন journey দেখতে দেখতে নিজেকেই ওখানে ফিল করি... অনেক ভালোবাসা দাদা.... তোমাদের খুব গুণমুগ্ধ extended পরিবারের সদস্য
ভীষণ উপভোগ করলাম, মিষ্টি মেয়েকে দেখে আরও মন জুড়িয়ে গেল,আমিও দুই কন্যার মা, আজ চৌদ্দ বছর হয়ে গেল একা ওদের দেখাশোনা করছি, খুব এনজয় করলাম, আশা করছি পরের ভ্লগটা আরও এনজয় করবো ❤❤❤❤
Kaku @yatri doctor ar 2 yrs Ager Ekta video dekhechilm uni o eki jinis bolechen…. immigration an Indian passport nia prblm kore … Jaihok khub valo laglo
ভাই শিবাজী, তোমার কন্যা ও পুত্র অতীব মিষ্টি / বহুক্ষণ দেখিয়াও সরে নাই দৃষ্টি। / পুনরায় পৃথ্বী ভাই জুড়িল আসিয়া / তোমাদের চোখে দেখি আঙ্কোরভাট-কম্বোডিয়া। খুব ভালো থেকো আমার ভাইয়েরা -সপরিবারে।
খুব ভালো লাগলো আজকের পর্ব 👌 'আঙ্কোরভাট' মন্দির দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম Explorer Shibaji ar Pritthijeet o moner manush, বিয়াস কে জানাই আমার আন্তরিক ভালোবাসা 😊❤ খুব ভালো থেকো সবাই 💕
Baah besh bhalo laglo Vlog ta 👌👌❤️ Fantastic Episode 🔥❤️ Durdanto ekta obhigyota 👌 Bangkok theke Cambodia jatra Osaadharon ❤ Ghor ta besh unique..Chaliye jao..keep it up ❤️❤️❤️❤️
Shibaji bhai tomar meye tomar prai carbon copy 😊❤ .... khub mishti .. my love to her. Janoto pitri mukhi meye khub shukhi hoi. God bless all of you and Prithhijeet bhai. Best wishes ... looking forwad to touring Cambodia through your camera lens 😊
Cambodia র immigration নিয়ে আপনাদের ক্ষোভের কথা কারোর কানে ই পৌছোবে না কেন না ভারতীয়দের কাছে ঐ দেশ এ বেড়ানোর বিশেষ কোন আকর্ষণ নেই। তবে আমার মনে হয় আপনারা দৃঢ় অথচ ভদ্র ভাবে একটা প্রতিবাদ রাখতেই পারতেন! এছাড়াও ঐ দেশের official website এ একটা formal প্রতিবাদ ও রাখতে পারেন।
APNADER UCHIT CHILO INDIAN EMBASSY TE GE YE COMPLAINT SUBMIT KORA. VERY PROBABLY INDIANS, BANGLADESIS AND SRILAKANS DER NIYE KICHU SAMASYA ACCHE. TA NA HOLE KONO DESE EI RAKOM KOMI HOY.
বাদামি চামড়ার লোকজন বাদামি চামড়ার লোকদের হয়রানি করছে! অথচ সাদা চামড়াদের খাতির করে! আসলে কলোনি মনোভাব তো এশিয়ার প্রায় দেশেই মজ্জাগত। আমেরিকা তো ভারতীয়দের মানুষই মনে করে না। এয়ারপোর্টে ইমিগ্রেশনের গল্প যা শুনতে পাই। কম্বোডিয়ায় ভারতীয়দের এই হয়রানি মানতে পারছি না।
R o onek kichu hobe dada. R ektu country count baruk. I personally faced lot because I travelled more then 60 countries. Being an Indian passport holder u will feel ashamed. Good luck for future. Welcome to the family
Explorer Shibaji r channel deyhktey ei jonnyo jey uni and prithi dujoneyi khub down to earth manush... shamna shamni deykha hoi.. iicha to achey adda marar... ami Saudi Arabia Tey kaaj kori... weekends jokhon time pai tokhoni deykhi... khubi anondo pai... je kono country ba locations whatever bhalo mondo onaar haatey noi kintu onaar presentation just so awesome .... proteyk ta jaigai mone hoi khub shundor... that's his calibre.... really appreciable... Best wishes always.... Kolkata ey chutitey eley apnar saathey deykha korar khub iccha if time permits on either side... khub bhalo thakbeyn apnara... GOD Bless
No hard feelings - বাংলাদেশের ক্রিকেট টিম ও তাদের সাপোর্টার দের অ্যাটিটিউড আমাদের ওপর যেমন থাকে, এই কম্বোডিয়া এর ইমিগ্রেশন অফিসিয়ালস ঠিক তেমন, হিংসা আমার যা মনে হয় r কিছু না।
অসাধারণ ভিডিও! বাসে ব্যাংকক থেকে সিয়েম রিয়েপ যাওয়ার যাত্রার প্রতিটি মুহূর্ত খুবই উপভোগ্য ছিল। থাইল্যান্ড-কম্বোডিয়া বর্ডারে হয়রানির অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। ভিডিওতে আপনার পরামর্শগুলো খুবই কার্যকরী ছিল। ক্যাম্বোডিয়ার ভিসা এবং ভ্রমণের বিষয়ে আরও জানতে আগ্রহী। অপেক্ষায় রইলাম পরবর্তী পর্বের জন্য! 🌏✨
Apnader immigration er experience sune khanik hotas holam dada.ekta desh kichu desher manush der sathe eram behaviour er karon ki setai vabchhi.Tobe homestay ta darun legechhe.khub sundor.video valo laglo protibar er motoi😊😊
এর আগে অন্য ভিডিওতে কম্বোডিয়া দেখেছি। আজ তো খুব সুন্দর। Prithwaij কে লন্ডন ট্যুরে মিস্ করেছি , তখন একটু খারাপ লাগছিল। আজ তো স্বমহিমায় আবার আমাদের মাঝে পেলাম। Sorry prithiwijit তোমাকে নাম ধরেই বললাম, তোমরা আমার চেয়ে বয়সে ছোট তাই। আর আমরা তো সকলেই এক পরিবারের। ধন্যবাদ আবারো। ভালো থেকো সকলে ।
সালাউদ্দিন সুমন ভাই যখন কম্বোডিয়া গেছিলো তখন এমন ঝামেলা হয়েছিলো তখন ভাবছিলাম হয়তো বাংলাদেশি বলে এমন সমস্যা হচ্ছে... এখন আপনার ভিডিও দেখে বুঝতে পারলাম এমন সমস্যা শুধু বাংলাদেশের মানুষের না ভারতের মানুষের ও হচ্ছে এটা আসলেই আমাদের জন্য খুব দুঃখের বিষয়।
Jodi kothao complain korar jayga thake, this should be put up. Plus External affairs ministry ke tag kore ekta Tweet korte paren. However we are enjoying the video. ❤🎉
It's strange jaano Shibaji .. ami jodio 2020 teh Siem Reap giyechhi ... jodio by air ... but amar immigration was so smooth. I was a solo traveller. Shotti i am finding it so strange. This is new to me. Shibaji Siem Reap would need at least 5 days. Tomra ki shob kicchu dekhle siem reap e? Looking forward to seeing cambodia again. 😊
3 дня назад+1
Thanks Shibaji da, Prithwijit da and Beas for bearing so much hardship in making us part of your unforgettable journeys. Despite all the challenges you always meet us with a smiling face and allow us to visit places where I will most likely never get a chance to visit in my lifetime. Thanks again for giving us so much joy and happiness 👌
খুব ভাল লাগল ExS এর সঙ্গে একটা নতুন দেশ দেখার সুযোগ হল। India tourist দের এতো Harassment অন্য কোন Asean country তে হয বলে মনে হয়না। They should be more tourist friendly for people from Asia. But tuk tuk driverএর কথা ভাল লাগল।
দাদা... কম্বোডিয়া-থাইল্যাণ্ডের গল্প পড়ে হবে, ভিডিও তে মামনি (তোমার মেয়ে) কে দেখলাম, আমাদের ভাই-ঝি কিন্তু দাদা'র ডুপ্লিকেট। আর.. এতো দিন মনে হয় চলে এসেছো.. জানিনা তোমার ভিডিও তে কম্বোডিয়া'র "Love Hurt" দেখতে পাবো কি না।😊😊
আমি সাপ্তাহিক বর্তমান পত্রিকার নিয়মিত পাঠক I বর্তমানে ঐ পত্রিকায় একটা ধারাবাহিক চলছে যার নাম "বিষ্ণুলোকে সন্ধ্যা নামে" I সেখানে এই সিয়েমরিপের কখা বারবার বলা হয়েছে ও প্রাচীন কিছু মন্দিরের ওপর ঘটনার কথাও বলা হয়েছে I আপনাদের সেই জায়গার ভিডিও দেখার অপেক্ষায় রইলাম I আর একটা অনুরোধ রাখছি I কোনো রাষ্ট্রে যাওয়ার সময় দুজনের মধ্যে একজন যদি ভিসা না পান তাহলে যাবেন না কারণ ইউ কে সফরে পৃথ্বীজিত বাবুর অভাব খুব পেয়েছি I ধন্যবাদ I
আংকারভাট না থাকলে কম্বোডিয়া ( কাম্পুচিয়া ) তে ক'জন ট্যুরিষ্ট যেত ?? ২০২৪ এর সেপ্টেম্বর পর্যন্ত কম্বোডিয়াতে বিদেশী ট্যুরিষ্ট গিয়েছে ৪৮ লক্ষ এই সময়ে থাইল্যান্ডে বিদেশী ট্যুরিষ্ট গিয়েছে ৩ কোটি ৬৭ লক্ষ।
যখন কম্বোডিয়ার মত দেশ ভারতীয় নাগরিকদের সঙ্গে এমন ব্যাবহার করে তখন আপনাদের উচিত ছিল সকলকে এই অনুরোধ করার যে এর পরে আর য্যান কোন ভারতীয় কম্বোডিয়া ভ্রমণ করতে না যায় 😢😢
Thanks for the feedback of the land border. If I may suggest, next time take people by air to Cambodia. Probably the air fare will be a little pre expensive, but I am sure you will find less trouble. Also, congratulations on changing the flight to the day flight. For a two hour flight, I do not know why airlines (even from India) have to fly at night…..s sleepless night spoils everything
I agree ami as a solo traveller Cambodia giyechhi ... kintu immigration e kono problem face korini that was in 2020. I wonder why situation has changed so much now. Though Angkor Wat is worth a visit. Indian king of south Indian origin cambodia giye rajjo sthhapon kore je ki samrajjo establish korte parey... it's such a proud feeling. The brutal history of later years under a communist insane is something which I do not want to remember and my heart cries when I think about it. Ekhuno Cambodia is going through the recovery process ... where I have seen post war people begging and was told je ekhuno there are areas jekhane mines burried aached and those are still restricted areas. So sad isn't it!
অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম। কারণ, Combodia আমার দেখা হয়নি। শুরুটা ভালোই হলো। তবে, এতো egotistic হলে চলে 😂 সব দেশের নিজস্ব নিয়ম হয় ইমিগ্র্যাশনের। যখন USA যাবে কি করবে 🤔। আমার থাম্ব ইম্প্রেশন নিউ ইয়র্ক এ ম্যাচ হচ্ছিলো না, (ভাবো,আমি একলা গিয়েছিলাম )ওরাও নাছোড়বান্দা, আমিও। বার বার একটা সল্যুশন লাগছিলো। Finally... ততক্ষনে আমার হাতের ছাল চামড়া জ্বলে গিয়েছিলো 😅 SRK কে প্রথমবার জামাকাপড় খুলতে হয়েছিল 😅। যাই হোক, ওভারহেড " তারের "মেলা দেখে তিলতমা কলকাতাকে নিশ্চয়ই মিস করলেনা। বিয়েসকে দেখে খুব ভালো লাগলো। এই রকম মাঝে মাঝে বাচ্ছাদের নিয়ে ঘুরো। Exposure is a must। পৃথ্বীজিতের আউটফিট 👌B&B একামোডেশন 👌সব এশিয়ান কান্ট্রিস Night st একই রকম। নেক্সট vloger অপেক্ষায় রইলাম। ভালো থেকো ♥️🌹
শিবাজী বাবু আপনার ভিডিও প্রায় সব দেখি। আমি প্রবাসী বাঙ্গালী। আপনার বাংলাটা খুব ভালো। তবে টিকাউ কথাটার পরিবর্তে যদি টেকসই উচ্চারণ করতেন আরও ভালো লাগতো। বাঙ্গালী হিসেবে এটা আপনার মৌলিক কর্তব্য সম্পুর্ন বাংলায় কথা বলা। আপনি শিক্ষিত ব্যাক্তি আশা করি বুঝবেন।
Sorry about your immigration experience at the Thailand-Cambodia border. OMG, I wonder what would happen (how they would treat) if there are two co-travellers, maybe from the same family but from two different countries (say, holding passports from USA and India, respectively) entering that country! Eager to find out...soon, and maybe then share that experience!
I am disturbed that the immigration episode was not a pleasant one. Can you find out if India does something similar to Cambodians entering India? I am a Canadian so my experience entering Cambodia without even an EVisa took 10 minutes in total so I didn’t know of these issues. Also, do consider eSIM while travelling. It’s worth it and easy to install.
Bus ta khub bhalo chilo, accommodation and pub street khub bhalo laglo. Shibaji da aapni ekhon dekchi GoPro use korchen na, kon action camera use korchen pls ektu janaben and price koto, kotha theke kinlen janale bhalo lagbe.
Thank you sir atota details e tolar jonno ki face korlen cambodia immigration e. Cambodia r moto desh Indian der harass korche! Ministry diplomats level e inform korte hobe. Cambodia ki islamic nation ?
I have heard of this type of incident from some of my friends. Ami bujte parchi na akta bpr je Angkor Bhat temple is being restored by our very own Archaeological Survey of India (ASI) tar poreo erom behavior kano? Amar Baba-Ma direct flight e Siamreap gechilen with e-visa. Kono problem hoyni.
I will certainly watch this bus trip .. btw Shibaji, contributed Rs 6500 while watching the first episode.. I was wondering if the funds reached the right place because of getting no acknowledgment from you. Hope, you got it!
সত্যি কথা বলতে গিয়ে যদি কোনো পন্থীর গাত্র জ্বালা হয় হোক। এমনিতেই ওই পন্থীরা অনকে ক্ষতি করেছে সমাজের।
ভালো লাগলো সিরিজ টা।
অনেক ভালোবাসা বোলপুর থেকে।
বেশ উপভোগ্য। এই প্রথম দেখলাম শিবাজী দার কন্যা কে ভ্রমনের সঙ্গী হতে । বেশ লাগলো। তোমাদের এই ভ্রমন কাহিনী উপভোগ্য হয়ে রইলো। ভালো থেকো সকলে। ❤❤❤❤❤❤❤
অপূর্ব একটি ভ্রমণ ডায়েরি! ব্যাংকক থেকে সিয়েম রিয়েপ যাওয়ার যাত্রার অভিজ্ঞতা এবং থাইল্যান্ড-কম্বোডিয়া বর্ডারে হয়রানি নিয়ে আপনার পরামর্শগুলো খুবই সহায়ক ছিল। ভিডিওতে ভিসা প্রসেসের ব্যাখ্যাটি অসাধারণ। অসাধারণ ভিডিওর জন্য ধন্যবাদ। অপেক্ষায় আছি পরবর্তী পর্বের জন্য! 🚌🌟
এই পর্বটা দারুণ উপভোগ করলাম। বৌদি'র সাথে ভাতিজির চেহারায় চমৎকার মিল রয়েছে। আপনাদের ভ্রমণ আনন্দময় ও নিরাপদ হোক।
Ota vhaijii... Please banglalir _ korban na 😂
দাদা রোজ রাত 8 টায় তোমার ভিডিও র notification এর অপেক্ষায় থাকি... তোমার এই নতুন journey দেখতে দেখতে নিজেকেই ওখানে ফিল করি...
অনেক ভালোবাসা দাদা.... তোমাদের খুব গুণমুগ্ধ extended পরিবারের সদস্য
ভীষণ উপভোগ করলাম, মিষ্টি মেয়েকে দেখে আরও মন জুড়িয়ে গেল,আমিও দুই কন্যার মা, আজ চৌদ্দ বছর হয়ে গেল একা ওদের দেখাশোনা করছি, খুব এনজয় করলাম, আশা করছি পরের ভ্লগটা আরও এনজয় করবো ❤❤❤❤
Khub valo laglo dada😊😊😊
খুব ভালো লাগলো। আপনার মেয়ে কে এই প্রথমবার দেখলাম। খুব মিষ্টি মেয়ে।ঈশ্বর আপনাদের মঙ্গল করুন🙏
Kaku @yatri doctor ar 2 yrs Ager Ekta video dekhechilm uni o eki jinis bolechen…. immigration an Indian passport nia prblm kore … Jaihok khub valo laglo
কম্বোডিয়া সিরিজ উপভোগ করার জন্য একদম তৈরি।। এবার জমবে মজা । লালমোহন বাবুর মতন বলতেই হবে - "কম্বোডিয়ায় দাপাদাপি"❤
ভাই শিবাজী, তোমার কন্যা ও পুত্র অতীব মিষ্টি / বহুক্ষণ দেখিয়াও সরে নাই দৃষ্টি। / পুনরায় পৃথ্বী ভাই জুড়িল আসিয়া / তোমাদের চোখে দেখি আঙ্কোরভাট-কম্বোডিয়া। খুব ভালো থেকো আমার ভাইয়েরা -সপরিবারে।
Meye khub sundar sir mamer moto
খুব সুন্দর পর্ব! কিছু প্রতিকূলতা সামনে এলেও সবটা নিয়ে দারুণ ভিডিও । অনেক কিছু জানলাম।
Bah! Khub khushi holam Prithijit ke dekhe
বাই রোডে একদেশ থেকে অন্যদেশে যাওয়ার দৃশ্যপট খুবই সুন্দর ও আকর্ষণীয়। ধন্যবাদ আপনাকে।
Almost same experience from Cambodian immigration to us. Don't understand the reason. Nice presentation. 🎉 & best wishes from Sylhet . 🇧🇩
খুব ভালো লাগলো আজকের পর্ব 👌 'আঙ্কোরভাট' মন্দির দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম Explorer Shibaji ar Pritthijeet o moner manush, বিয়াস কে জানাই আমার আন্তরিক ভালোবাসা 😊❤ খুব ভালো থেকো সবাই 💕
Baah besh bhalo laglo Vlog ta 👌👌❤️ Fantastic Episode 🔥❤️ Durdanto ekta obhigyota 👌 Bangkok theke Cambodia jatra Osaadharon ❤ Ghor ta besh unique..Chaliye jao..keep it up ❤️❤️❤️❤️
এক নতুন দেশ নতুন একটা অভিজ্ঞতা ,অসাধারণ ধন্যবাদ ❤❤
Apnar meye k darun shundor dekhte,actually you r very lucky and blessed with such a beautiful family and the passion cum profession🎉
খুব সুন্দর লাগছে দেখে। গ্রামের দৃশ্য বেশ ভালো লাগলো। তবে চাষের কিছু ই দেখলাম না। মামনি কে অনেক ভালো বাসা ❤❤❤
Shibaji bhai tomar meye tomar prai carbon copy 😊❤ .... khub mishti .. my love to her. Janoto pitri mukhi meye khub shukhi hoi. God bless all of you and Prithhijeet bhai.
Best wishes ... looking forwad to touring Cambodia through your camera lens 😊
Cambodia র immigration নিয়ে আপনাদের ক্ষোভের কথা কারোর কানে ই পৌছোবে না কেন না ভারতীয়দের কাছে ঐ দেশ এ বেড়ানোর বিশেষ কোন আকর্ষণ নেই। তবে আমার মনে হয় আপনারা দৃঢ় অথচ ভদ্র ভাবে একটা প্রতিবাদ রাখতেই পারতেন! এছাড়াও ঐ দেশের official website এ একটা formal প্রতিবাদ ও রাখতে পারেন।
আপনি হয়তো জানেন না এনারা এখন সেলিব্রিটি , হয়তো কথা কানে উঠবে।
APNADER UCHIT CHILO INDIAN EMBASSY TE GE YE COMPLAINT SUBMIT KORA. VERY PROBABLY INDIANS, BANGLADESIS AND SRILAKANS DER NIYE KICHU SAMASYA ACCHE. TA NA HOLE KONO DESE EI RAKOM KOMI HOY.
বাদামি চামড়ার লোকজন বাদামি চামড়ার লোকদের হয়রানি করছে! অথচ সাদা চামড়াদের খাতির করে! আসলে কলোনি মনোভাব তো এশিয়ার প্রায় দেশেই মজ্জাগত। আমেরিকা তো ভারতীয়দের মানুষই মনে করে না। এয়ারপোর্টে ইমিগ্রেশনের গল্প যা শুনতে পাই। কম্বোডিয়ায় ভারতীয়দের এই হয়রানি মানতে পারছি না।
আপনার কথাটা ভালো লাগলো না।
@@GautomChodryকম্বোডিয়া চীনের জিগরি দোস্ত, মনে হয় সেইজন্যই ভারতীয়দের সাথে দুর্ব্যবহার করে
Besh Tok, jhal, misti, teto swader ovigyota meshano ei blog ti khub upadeyo laglo.
Thanks dada. Valo thakben👍👍🙏🙏❤❤.
লন্ডন সফরের পরে আবারও আপনাদের দুইজনকে একসাথে পৃথি দাদা কে একসাথে দেখে অনেক ভালো লাগছে,
Asadharan sab video dakhchi. Darun lagche. Next janno wait korchi.
Khub valo laglo sakalke valo thakben next episode er jonnyo wait korchi best of luck
Abar Thailand bes bhalo laglo. Bus ta ki sundor. R apner meye r jonno anek bhalobasa .Khubsundor meye.Hasikhushi.Bhalo thakben.
R o onek kichu hobe dada.
R ektu country count baruk.
I personally faced lot because I travelled more then 60 countries.
Being an Indian passport holder u will feel ashamed.
Good luck for future.
Welcome to the family
Explorer Shibaji r channel deyhktey ei jonnyo jey uni and prithi dujoneyi khub down to earth manush... shamna shamni deykha hoi.. iicha to achey adda marar... ami Saudi Arabia Tey kaaj kori... weekends jokhon time pai tokhoni deykhi... khubi anondo pai... je kono country ba locations whatever bhalo mondo onaar haatey noi kintu onaar presentation just so awesome .... proteyk ta jaigai mone hoi khub shundor... that's his calibre.... really appreciable... Best wishes always....
Kolkata ey chutitey eley apnar saathey deykha korar khub iccha if time permits on either side... khub bhalo thakbeyn apnara... GOD Bless
Dada video ta khub bhalo laglo Ami tomar big fan
No hard feelings - বাংলাদেশের ক্রিকেট টিম ও তাদের সাপোর্টার দের অ্যাটিটিউড আমাদের ওপর যেমন থাকে, এই কম্বোডিয়া এর ইমিগ্রেশন অফিসিয়ালস ঠিক তেমন, হিংসা আমার যা মনে হয় r কিছু না।
Love you dada.. From Bangladesh 💕
অসাধারণ ভিডিও! বাসে ব্যাংকক থেকে সিয়েম রিয়েপ যাওয়ার যাত্রার প্রতিটি মুহূর্ত খুবই উপভোগ্য ছিল। থাইল্যান্ড-কম্বোডিয়া বর্ডারে হয়রানির অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। ভিডিওতে আপনার পরামর্শগুলো খুবই কার্যকরী ছিল। ক্যাম্বোডিয়ার ভিসা এবং ভ্রমণের বিষয়ে আরও জানতে আগ্রহী। অপেক্ষায় রইলাম পরবর্তী পর্বের জন্য! 🌏✨
Osadhoron Dada ❤....Etari To Opekkhay Chilam...Darun Sandhe Katbe Aj ..Just Streaming...🎊🤟💯
apnar meye onek misti😀
Vlog tau darum hoise
Love from Bangladesh🇧🇩
Africa যেহেতু গরীব দেশ তাই সেখানে এ ধরনের অভিজ্ঞতা হওয়া সাভাবিক
Apnader immigration er experience sune khanik hotas holam dada.ekta desh kichu desher manush der sathe eram behaviour er karon ki setai vabchhi.Tobe homestay ta darun legechhe.khub sundor.video valo laglo protibar er motoi😊😊
এর আগে অন্য ভিডিওতে কম্বোডিয়া দেখেছি। আজ তো খুব সুন্দর। Prithwaij কে লন্ডন ট্যুরে মিস্ করেছি , তখন একটু খারাপ লাগছিল। আজ তো স্বমহিমায় আবার আমাদের মাঝে পেলাম। Sorry prithiwijit তোমাকে নাম ধরেই বললাম, তোমরা আমার চেয়ে বয়সে ছোট তাই। আর আমরা তো সকলেই এক পরিবারের। ধন্যবাদ আবারো। ভালো থেকো সকলে ।
😊🙏
ময় মুরুব্বীদের কাছে শুনেছি মেয়েরা বাবার মতো হলে নাকি অনেক ভাগ্যবতী হয়। আমার মনে হয় মামনিটাও অনেক ভাগ্যবতী হবে আর্শীবাদ রইলো ।
Darun darun laglo episode ta, khub bhalo thakun Shibaji Da o Prithwijit Dadara, pronaam neben Miss u lottttttt Dadara ❤🙏
দারুন লাগলো। অসংখ্য ধন্যবাদ। দাদা বলছি যে,২০২৫ এ কুম্ভ মেলা হবে নাকি?
Khub enjoy korlam Bhai. Lots of love from Mumbai 🤗
আপনাদের ভিডিও টা দেখতে খুব লাগল দুইজনকে জানাই Thank you ভালো থাকবেন ।
Very beautiful. The surprise in the previous video was v sweet. And you are blessed to have such loving daughter
সালাউদ্দিন সুমন ভাই যখন কম্বোডিয়া গেছিলো তখন এমন ঝামেলা হয়েছিলো তখন ভাবছিলাম হয়তো বাংলাদেশি বলে এমন সমস্যা হচ্ছে... এখন আপনার ভিডিও দেখে বুঝতে পারলাম এমন সমস্যা শুধু বাংলাদেশের মানুষের না ভারতের মানুষের ও হচ্ছে এটা আসলেই আমাদের জন্য খুব দুঃখের বিষয়।
দারুন ভিডিও ❤❤❤
আপনাদের ভিডিওর ইমিগ্রেশন পার্ট টা দেখে আমার কম্বোডিয়া যাবার ইচ্ছাটাই চলে গেলো, যতই ভালো দেশ হোক অসভ্যতা কে অসভ্যতাই বলে।
অসাধারণ লাগলো, ভালো থাকবেন দাদারা ❤️🙏
Cambodia সম্বন্ধে একদম কোনও ধারণা ছিল না। খুব মনোযোগ সহকারে দেখছি।
খুব ভালো লাগলো ভিডিও টা ধন্যবাদ...... From Rajshahi Bangladesh
You all should lodge a complaint with ministry of external affairs . This is highly condemnable discrimination
Khub sundor video. Your daughter is very sweet.
ভাই কম্বোডিয়ার ইমিগ্রেশন নিয়ে একটা চিঠি লিখুন বিদেশ দফতরে। অনেক কিছু জানলাম তোমার এই পর্বে।দুফুট একটা দেশ তার কি সাহস
Jodi kothao complain korar jayga thake, this should be put up. Plus External affairs ministry ke tag kore ekta Tweet korte paren.
However we are enjoying the video. ❤🎉
It's strange jaano Shibaji .. ami jodio 2020 teh Siem Reap giyechhi ... jodio by air ... but amar immigration was so smooth. I was a solo traveller. Shotti i am finding it so strange. This is new to me.
Shibaji Siem Reap would need at least 5 days. Tomra ki shob kicchu dekhle siem reap e? Looking forward to seeing cambodia again. 😊
Thanks Shibaji da, Prithwijit da and Beas for bearing so much hardship in making us part of your unforgettable journeys. Despite all the challenges you always meet us with a smiling face and allow us to visit places where I will most likely never get a chance to visit in my lifetime. Thanks again for giving us so much joy and happiness 👌
Thanks for the best information but I am disappointed for journey in that type of country.this must be come to the notice of India Government
শিবাজী আর পৃথ্বীজিৎ কে আবার একসঙ্গে দেখে খুব ভালো লাগছেষ্ ❤
খুব ভাল লাগল ExS এর সঙ্গে একটা নতুন দেশ দেখার সুযোগ হল।
India tourist দের এতো Harassment অন্য কোন Asean country তে হয বলে মনে হয়না। They should be more tourist friendly for people from Asia. But tuk tuk driverএর কথা ভাল লাগল।
Ei path khub sundor sunechhi,ebar dekhbo tomader sathe.
Khub bhalo laglo. Kintu amar ek friend recently flight e giyechilo. Kono immigration e problem hoyni.
দারুন সুন্দর ভিডিও দাদা। ❤🎉
দাদা... কম্বোডিয়া-থাইল্যাণ্ডের গল্প পড়ে হবে, ভিডিও তে মামনি (তোমার মেয়ে) কে দেখলাম, আমাদের ভাই-ঝি কিন্তু দাদা'র ডুপ্লিকেট। আর.. এতো দিন মনে হয় চলে এসেছো.. জানিনা তোমার ভিডিও তে কম্বোডিয়া'র "Love Hurt" দেখতে পাবো কি না।😊😊
আমি সাপ্তাহিক বর্তমান পত্রিকার নিয়মিত পাঠক I বর্তমানে ঐ পত্রিকায় একটা ধারাবাহিক চলছে যার নাম "বিষ্ণুলোকে সন্ধ্যা নামে" I সেখানে এই সিয়েমরিপের কখা বারবার বলা হয়েছে ও প্রাচীন কিছু মন্দিরের ওপর ঘটনার কথাও বলা হয়েছে I আপনাদের সেই জায়গার ভিডিও দেখার অপেক্ষায় রইলাম I আর একটা অনুরোধ রাখছি I কোনো রাষ্ট্রে যাওয়ার সময় দুজনের মধ্যে একজন যদি ভিসা না পান তাহলে যাবেন না কারণ ইউ কে সফরে পৃথ্বীজিত বাবুর অভাব খুব পেয়েছি I ধন্যবাদ I
খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন ❤
You are not interested in gambling but in drinking . Very good selection of vice !
আংকারভাট না থাকলে কম্বোডিয়া ( কাম্পুচিয়া ) তে ক'জন ট্যুরিষ্ট যেত ?? ২০২৪ এর সেপ্টেম্বর পর্যন্ত কম্বোডিয়াতে বিদেশী ট্যুরিষ্ট গিয়েছে ৪৮ লক্ষ এই সময়ে থাইল্যান্ডে বিদেশী ট্যুরিষ্ট গিয়েছে ৩ কোটি ৬৭ লক্ষ।
দুর্দান্ত লাগলো 👌
Cambodia 🇰🇭 series besh lagch6e darun mojar
যখন কম্বোডিয়ার মত দেশ ভারতীয় নাগরিকদের সঙ্গে এমন ব্যাবহার করে তখন আপনাদের উচিত ছিল সকলকে এই অনুরোধ করার যে এর পরে আর য্যান কোন ভারতীয় কম্বোডিয়া ভ্রমণ করতে না যায় 😢😢
Thanks for the feedback of the land border. If I may suggest, next time take people by air to Cambodia. Probably the air fare will be a little pre expensive, but I am sure you will find less trouble.
Also, congratulations on changing the flight to the day flight. For a two hour flight, I do not know why airlines (even from India) have to fly at night…..s sleepless night spoils everything
‘pre’ is a typo. Please disregard
I agree ami as a solo traveller Cambodia giyechhi ... kintu immigration e kono problem face korini that was in 2020.
I wonder why situation has changed so much now.
Though Angkor Wat is worth a visit. Indian king of south Indian origin cambodia giye rajjo sthhapon kore je ki samrajjo establish korte parey... it's such a proud feeling.
The brutal history of later years under a communist insane is something which I do not want to remember and my heart cries when I think about it. Ekhuno Cambodia is going through the recovery process ... where I have seen post war people begging and was told je ekhuno there are areas jekhane mines burried aached and those are still restricted areas. So sad isn't it!
Darun laglo video khana ❤❤🎉
Khub bhalo laglo video ta dada
অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম। কারণ, Combodia আমার দেখা হয়নি। শুরুটা ভালোই হলো। তবে, এতো egotistic হলে চলে 😂 সব দেশের নিজস্ব নিয়ম হয় ইমিগ্র্যাশনের। যখন USA যাবে কি করবে 🤔। আমার থাম্ব ইম্প্রেশন নিউ ইয়র্ক এ ম্যাচ হচ্ছিলো না, (ভাবো,আমি একলা গিয়েছিলাম )ওরাও নাছোড়বান্দা, আমিও। বার বার একটা সল্যুশন লাগছিলো। Finally... ততক্ষনে আমার হাতের ছাল চামড়া জ্বলে গিয়েছিলো 😅 SRK কে প্রথমবার জামাকাপড় খুলতে হয়েছিল 😅।
যাই হোক, ওভারহেড " তারের "মেলা দেখে তিলতমা কলকাতাকে নিশ্চয়ই মিস করলেনা। বিয়েসকে দেখে খুব ভালো লাগলো। এই রকম মাঝে মাঝে বাচ্ছাদের নিয়ে ঘুরো। Exposure is a must। পৃথ্বীজিতের আউটফিট 👌B&B একামোডেশন 👌সব এশিয়ান কান্ট্রিস Night st একই রকম। নেক্সট vloger অপেক্ষায় রইলাম।
ভালো থেকো ♥️🌹
প্রথম কমেন্ট ❤️🥰
First viewer and comment
সুন্দর ঘুরলাম। বিয়াস কে অনেক ❣️
কাউন্টিং মাইলস এর ভিডিও তে দেখেছিলাম, ওর কাছে টাকা নিয়েছিলো সব ডকুমেন্টস থাকা সত্ত্বেও।ওখানে প্রচুর ঘুষ নেওয়া, স্ক্যাম এগুলো হয়।
মেয়ে আপনার খুব মিষ্টি!Enjoy করছি vlog
যতই দেখি মুগ্ধ হই।❤❤
শিবাজী বাবু আপনার ভিডিও প্রায় সব দেখি। আমি প্রবাসী বাঙ্গালী। আপনার বাংলাটা খুব ভালো। তবে টিকাউ কথাটার পরিবর্তে যদি টেকসই উচ্চারণ করতেন আরও ভালো লাগতো। বাঙ্গালী হিসেবে এটা আপনার মৌলিক কর্তব্য সম্পুর্ন বাংলায় কথা বলা। আপনি শিক্ষিত ব্যাক্তি আশা করি বুঝবেন।
Waiting for a beautiful experience of ANGKOR VAT.
dada okane mone hoy na volvo chole kintu volvo is Volvo
কম্বোডিয়া নিয়ে আশা করি উপযুক্ত জায়গায় লিখিত (ই মেল-ও হতে পারে) অভিযোগ জানাবেন !
আপনাদেরকে ভালো লাগে
পল পট একজন কম্যুনিস্ট 1:42 ছিলেন, এবং চীনা সমর্থিত এক dictator.
আর মাও, Stalin ,এরা প্রচার এর জোরে মহান হয় গেছে
Ami jokhon giyechilam kono question e ask kore ni. I am from Bangladesh. I did not pay any extra money. I went there in 2020.
মেয়ে কিন্তু বৌদির থেকে ট্রেনিং পেয়েছে শিবাজী দা 😅
কিন্তু তুমি দরাদরি টা শিখলে না 😢
শেখো এবার মেয়ের কাছেই। সবাই খুব ভালো থাকো দাদা।
পৃথ্বী দা কামব্যাক করলো 🎉
Amar o konnya sama...Bipasha@Beas..in the name of river BEAS...AM I RIGHT?
Tomader tour onek sunder lagech and your daughter is beautiful and sweet girl
সংসারী মানুষ এতবার থাইল্যান্ডে যায়! 😢
পৃথ্বী বাবু যেতেই পারেন।
Vlog ta dekhe khoob bhalo laglo. Btw, oi monitor lizard ta mone hoye eto din e "late" monitor lizard hoye geche😂
পলপট কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারী ছিলেন । কম্বোডিয়ার খেমারুজ দলের নেতা ছিলেন তিনি ।
Sorry about your immigration experience at the Thailand-Cambodia border. OMG, I wonder what would happen (how they would treat) if there are two co-travellers, maybe from the same family but from two different countries (say, holding passports from USA and India, respectively) entering that country! Eager to find out...soon, and maybe then share that experience!
Apnara casino visit ke encourage Koren na., kintu liquor taking ke highlight koren. Dutoi bharatiyo sanskritir sathe jai na.
I am disturbed that the immigration episode was not a pleasant one. Can you find out if India does something similar to Cambodians entering India? I am a Canadian so my experience entering Cambodia without even an EVisa took 10 minutes in total so I didn’t know of these issues. Also, do consider eSIM while travelling. It’s worth it and easy to install.
ভালোবাসা অবিরাম।
Bus ta khub bhalo chilo, accommodation and pub street khub bhalo laglo. Shibaji da aapni ekhon dekchi GoPro use korchen na, kon action camera use korchen pls ektu janaben and price koto, kotha theke kinlen janale bhalo lagbe.
DJI Osmo Pocket 3
@@explorershibaji Thank You.
Thank you sir atota details e tolar jonno ki face korlen cambodia immigration e. Cambodia r moto desh Indian der harass korche! Ministry diplomats level e inform korte hobe. Cambodia ki islamic nation ?
I have heard of this type of incident from some of my friends. Ami bujte parchi na akta bpr je Angkor Bhat temple is being restored by our very own Archaeological Survey of India (ASI) tar poreo erom behavior kano?
Amar Baba-Ma direct flight e Siamreap gechilen with e-visa. Kono problem hoyni.
I will certainly watch this bus trip ..
btw Shibaji, contributed Rs 6500 while watching the first episode.. I was wondering if the funds reached the right place because of getting no acknowledgment from you. Hope, you got it!