এটাই আমাদের বাংলার সুন্দরতা , আমরা ভারত অথবা পাকিস্তান নয় , আমরা ধর্মপাল , মিহিরপাল , হুসেন শাহ , অলিভরদী খান এর বাংলা , আমাদের কে ভাগ করতে পারবে না । নমস্কার ভারত অধিকৃত বাংলা থেকে।
@@asiandramafan2669 যেই ভারত আমাদের বাঁধ খুলে ঘাটাল ভাসচ্ছে , আমাদের বার্ষিক tax collection এর টাকা আটকে রেখেছে , সেই ভারত কে আপনি নিজের এমকেন করেন , যেখানে বেঙ্গলীদের “Rohingya”বলে সম্মোধন করা হয়, সেই ভারতে বেঙ্গলীদের কোন স্থান নেই।
,,আগামী প্রজন্মের ২০৫০ সালের জন্য কমেন্ট রেখে গেলাম তখন আমরা হয়ে যাব বৃদ্ধ,,,ঐই প্রজন্মের ছেলে মেয়েরাও জানতে পারবে কাকু বাবা এমনকি দাদারাও এই গানের পাগলা ভক্ত ছিল,, গানটা মনে হয় যতদিন যায় ততই তার রূপ ফিরে পায়,,,, অদৃশ্য এক মায়া আছে গানটাতে,, যা লেখায় বা ভাষায় প্রকাশ করা অসম্ভব,,,
@@MdMurad-fl7twHumayun Ahmed Bangladesh most important writer n also movie producer. He single handedly change the culture. His tv show Baker Bhai touch so many hearts that last part tv episode cause riot among people.
আমরা বাঙালি হয়েও একজন আরেকজনের ভালো দেখতে পারি না। মানলাম এটা পূর্বের গান কিন্তু পুনরায় নতুন করে সৃষ্টিটা যদি জনপ্রিয়তা পায় তাহলে তো বাঙালি হিসেবে আমাদেরই গর্বের বিষয়। যাক সব অবসান ঘটিয়ে নতুনভাবে আবার আপলোড করলো দেখে ভালো লাগছে ❤
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্রহ্মপুত্র পাড়ে রাত গভীর হলেই এই গানগুলো ভেসে আসতো। প্রতি শনিবার নদীর পাড়ে গানের আসর বসতো। ঘুমানোর সময় ভার্সিটির হলে শুয়ে শুয়ে শুনতাম। ময়মনসিংহ গীতিকা আবার এই চ্যানেলে বাংলার চিরায়ত সংগীত হিসেবে ফিরে আসায় স্বাগত জানাই!❤
ipdc আমাদের গানের এই গানটি ইতিহাস সৃষ্টি করেছিলো বাংলাদেশে ipdc গানের ইতিহাসে সেরা জুটি হয়ে থাকবে,, পুনরায় গানটি রিলিজ করার জন্য অসংখ্য ধন্যবাদ,,বাংলা সংস্কৃতি এগিয়ে যাক।। ❤
বন্ধু এ কথা কি বলে দিলে গো আমার তো মাকে হারিয়ে ফেলেছি আজকে আড়াইটা মাস হয়ে গেল চিরকালের জন্য আমার মা ছেড়ে চলে গেল আমাকে 😭😭😭😭😭😭😭 মা মারা গেছে মিনিটে খুব কষ্ট হচ্ছে মাকে ছাড়া ভালো লাগেনা 😭😭😭😭😭 এই কষ্ট কেউ কোনদিন বুঝবে না বাবাকে নিয়ে আছি তাড়াতাড়ি একটা বিয়ে করতে পারলে বাবাও খুশি হয়। আমারও ইচ্ছা ছিল দেখে যেতে পারলো না সন্তান সন্তানের ছেলের ঘরের সন্তান দেখা প্রত্যেক মা-বাবার ইচ্ছা আফসোস আমার এই জন্মটা বৃথা হয়ে গেল
আমার এই মাকে আমি সারাটা জীবন চাইব প্রত্যেকটা জনমে চাইবো এই মাই বাবা প্রত্যেকটা জন্মেই চাই ভগবান যেন আমার ইচ্ছাটা পূর্ণ করে সকলে আমার জন্য প্লিজ দোয়া করো এই জন্মের মা-বাবাকে সারাটা জন্মেই আমি চাই এ জন্মে হয়তো পূর্ণ করতে অনেক কিছু পারলাম না পর জন্মে তা পূর্ণ করে দিতে চাইবো এই মা-বাবাকেই চাই ভগবান আমার ইচ্ছেটা পূর্ণ করুক আমিন প্লিজ সকলের কাছে অনুরোধ যদি আমার জন্য এই ইচ্ছাটা একটু দোয়া করে ঈশ্বর আমার ইচ্ছাকে কবুল করুক
আহারে ২০২০ সাল থেকে যে এই গান টা কতবার শুনেছি তার হিসাব নেই। এই গান টা অনেক পুরোনো কিন্ত চঞ্চল চৌধুরী ও মেহরোজ আফরোজ শাওনের চমৎকার কন্ঠে খুব সুন্দর করে গেয়েছেন এই সর্বত মঙ্গল রাধে বিনোদনী রাই। অসাধারণ লাগে এই গানের কথা ও সুর গুলো শুনতে ২০২৪ সালের ৭ ই ডিসেম্বর আমার প্রিয় এই সর্বত মঙলরাতে বিনোদনী রাই গান টা আবার শুনে কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম। 👍👍👍👍
যদি বাংলায় জন্ম না হতো তাহলে এরকম গান শুনার ভাগ্য আমার হতো না। আমি কমেন্ট টা করলাম তাদের জন্য যারা এখন ডিজে, আর সমাজবহির্ভূত গান নিয়ে ব্যস্ত তারা যদি এসব গানের অর্থ বুঝতো তাহলে বাংলা গানের প্রেমে পড়ে যেতো।হয়তো গানটি হারিয়ে যাবে তবে বৃদ্ধ বয়সেও যদি কারো চোখে কমেন্টি পড়ে একটা লাইক দিয়েন আবার ছুটে আসবো গানটি শুনার জন্য ❤❤❤😢🎉❤
আমার প্রাক্তনের প্রিয় গান ছিল এটা আজ তার জন্মদিন, এখন জানিনা সে কেমন আছে এবং তার প্রিয় জিনিস গুলো কি কি কিন্তু আমার সাথে থাকাকালীন তার ভালোবাসা আজও মিস করি ❤️🩹😢
গানের ক্ষেত্রে শ্রবণ অনুভূতির সাথে যে দর্শন অনুভূতিও যে কাজ করে তা এই শিল্পী যুগলের গান থেকে অনুভব করলাম। অভিনন্দন,আরো মনোমুগ্ধকর কাজ উপহার চাই। ভারত থেকে।
ছোট বাটন মোবাইলে শুনতাম ছোট থাকতে। যখন কল ও রিচিব করে তা জানতাম না। তখন থেকেই গানটা আমার মুখস্থ। আর এখন ইউটিউবে চোখে পরলো গানটা। মুখে গান এবং মুচকি হাসি। অতীথ মনে পরে গেলো
সৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন গানটা শুনতে আসবে আর আমার এই কমেন্টে একটা লাইক দিয়ে যাবে নোটিফিকেশন পেয়ে যবি বেঁচে থাকি আবার এই গানটা শুনতে আসবো 😣
আজকে সারাদিন এ অন্তত 31 থেকে 37 বার শুনলাম এখনো শুনছি যেন হঠাৎ করে নেশা হয়ে গেলো যেন আর ছাড়তে পারব না এটা সব থেকে দ্রুত নেশা যেটা সবাই করতে বাধ্য এবং সবই করছেও❤
আমার এই গানটা খুব ভালো লাগে এই গানটা আমি রোজ শুনতে আসতাম কিন্তু কিছুদিন আগে আমি এই গানটা সার্চ করার পরও আমি গানটা পাইনি তারপরে এই আজকে পেলাম গানটা পুনরায় আপলোড করার জন্য থ্যাঙ্ক ইউ এই গানটা বাংলার মধ্যে সেরা গান আমার মনে হয়❤❤❤❤
অসাধারণ গান। গান শুনে সারা দিনের ক্লান্তি দূর হয়ে গেল। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে আপনাদের মঙ্গল কামনা করি। মুসলিম ভাইদের পবিত্র ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ❤️♥️♥️💓❣️♥️♥️
বাংলার সংস্কৃতির ইতিহাস এবং ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে আরও অনেক বছর ধরে রাখার জন্যই আমাদের এই আয়োজন। আমরা যেন কখনো না হারাই তাই সবসময় আমাদের সাথেই থাকবেন। ❤️
আমি ভারত থেকে বলছি, আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ রইলো যে, এই দুই সংগীতশিল্পীর কণ্ঠে আমি " নদী ভরা ঢেউ " গানটি শুনতে চাই, বাংলা গানের প্রতি আমার ভীষণ একটি ভালোবাসা আছে, বিশেষ করে মাটির গান বা লালনগীতি। দুই বাংলার গান আমার ভীষণ প্রিয়, এর আগে " নিশা লাগিল রে " গান টাও এনাদের কণ্ঠে শুনেছি, ভীষণ ভালো লেগেছে। আশা করি আমার এই অনুরোধটি রাখবেন। ধন্যবাদ।
@@koushikgame4394 একজনকে তো গাধা বললেন,আপনে বলেন এই গানের লেখক কে??? আর গানের লিরিক, বলার ধরণ, উচ্চারণ কি পশ্চিম বাংলার বাংলার মতো না বাংলাদেশের লোকাল বাঙ্গাল ভাষায়??? এটা পূর্ববঙ্গ গীতিকা।
মুসলিম হয়ে এই গানটি আ😅ভালো লাগে কথা হচ্ছে আমি সব র্ধম কে শ্রদ্ধা করি
Dhonnobad
Whrty
ধন্য বাদ দাদা❤❤❤
ঈশ্বর আপনার মতো মানুষ আরো বেশি এই পৃথিবী তে যেন পাঠান🙏🏼🙏🏼
"বিয়া তো করিব রাধে, বিয়া তো করিব, তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো।" অতুলনীয় লাইনখানা।
😅
সকল কপিরাইট জটিলতা শেষ করে মাস্টারপিস গানটা আবার ফিরে এসেছে। অভিনন্দন। প্রথম থেকে গানটা এখানে থাকলে এতদিন 100M পার করতো নিশ্চয়।
@@JuborazBiswas oporadhi more than 200 million
@@JuborazBiswasএই গানটি নিয়ে সেই আশা করা যায়। আফসোস... 🙂
f
@@JuborazBiswas 2-4 টা আছে।
@@sumonkumarbiswas1450 Humm.
358M views
হিন্দু মুসলিম নির্বিশেষে করা কমেন্ট গুলো পড়ে খুব ভালো লাগলো। আজও এই দুচার জন ভালো মানুষের জন্য দুনিয়া টিকে রয়েছে ❤❤
এটাই আমাদের বাংলার সুন্দরতা , আমরা ভারত অথবা পাকিস্তান নয় , আমরা ধর্মপাল , মিহিরপাল , হুসেন শাহ , অলিভরদী খান এর বাংলা , আমাদের কে ভাগ করতে পারবে না । নমস্কার ভারত অধিকৃত বাংলা থেকে।
@@partialsage আমি নেতাজির ভারত এ বিশ্বাসী, আলীবর্দী খানের বাংলা তে নয়। বাংলাদেশে হিন্দুদের যায় অবস্থা আমি কখনোই এক সঙ্গে যেতে চাই না।
@@asiandramafan2669 যেই ভারত আমাদের বাঁধ খুলে ঘাটাল ভাসচ্ছে , আমাদের বার্ষিক tax collection এর টাকা আটকে রেখেছে , সেই ভারত কে আপনি নিজের এমকেন করেন , যেখানে বেঙ্গলীদের “Rohingya”বলে সম্মোধন করা হয়, সেই ভারতে বেঙ্গলীদের কোন স্থান নেই।
Mang mara ni😊😊😊
@@KajalDey-r7h tui mang mara ni
গানটিতো সর্ব কালের একটা সেরা গান। আর তার থেকেও অসাধারণ লাগে গায়ক গায়িকার সুন্দর Expression. মন ছুঁয়ে যায়। একারণেই বার বার দেখি।
চঞ্চল চৌধুরী মে এতো সুন্দর গান গেয়ে দেন। সত্যি অসাধারণ।
Comment দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। হৃদয় ভেদ করে গেছে। গানটা...বাংলার ঐতিহ্য এইসব গানগুলি..❤..কলকাতা থেকে অসীম ভালোবাসা..❤❤
Thik bolechen bakkhya kora jabe na
💞💞💞💖💖💖💞💖💞💖💞💖💞💖💞💖
,,আগামী প্রজন্মের ২০৫০ সালের জন্য কমেন্ট রেখে গেলাম তখন আমরা হয়ে যাব বৃদ্ধ,,,ঐই প্রজন্মের ছেলে মেয়েরাও জানতে পারবে কাকু বাবা এমনকি দাদারাও এই গানের পাগলা ভক্ত ছিল,, গানটা মনে হয় যতদিন যায় ততই তার রূপ ফিরে পায়,,,, অদৃশ্য এক মায়া আছে গানটাতে,, যা লেখায় বা ভাষায় প্রকাশ করা অসম্ভব,,,
কৃষ্ণের গান এমনই যে হিন্দু মুসলিম ভেদাভে দূর করে সকলকে এক করে দেয় অসাধারণ জয় শিব শম্ভু হরে কৃষ্ণ রাধে
❤❤❤❤❤❤❤❤❤❤😮😅😊😊😅😮😮😢😢🎉😂
😅
😅😅😅😅😅😅@@TanmoyThakur-c9w
W@@TanmoyThakur-c9w
আহা্ কি গলার সুর 🎉ইন্ডিয়া Mumbai থেকে বলছি আপনাদের চ্যানেলের সকল গান আমার হৃদয় ছুঁয়ে যায় এগিয়ে যান❤🎉
আপনার মত আমিও একজন বাঙালি... আর আমিও মুম্বাই থাকি...
জুগ জুগ ধরে এই গান গুলা সবাই শুনবেই ❤❤
ভালো বাসা অবিরাম চঞ্চল ভাই ❤️
❤❤😮
"বিয়া তো করিব রাধে, বিয়া তো করিব, তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো।" অতুলনীয় লাইনখানা।❤
Q
Bal
@@Greatperson7607 kire khinkir r pola
Ppp@@ShikhaHaldar-xw2ni
@@omnomoshebai5147❤
আহা! কী অপূর্ব গান ,এ গান কোনদিন পুরনো হবে না , সাওন ম্যাডাম ও চঞ্চল চৌধুরীর অপূর্ব সংগত । 👍👍ভারত থেকে ।
আপনাদের কাছ থেকে প্রশংসা পেলে আমাদেরও বেশ আনন্দ অনুভূত হয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ❤
@@IPDCআমাদেরগানamio India theke dada🇮🇳
Full support ❤❤
❤❤❤❤❤
আমি কলকাতা থেকে বলছি...
দুই-জনের গানই অসাধারণ।
গায়িকার expression অসাধারণ। 👌
তিনি আমাদের হুমায়ূন স্যারের স্ত্রী। নিজেও গানের জগতে পুরনো।
তিনি একজন খুব গুনী অভিনেত্রীও
Sotti ?? @@IbrahimAli-je9eg
@@IbrahimAli-je9egHumayun sir mane acto clear kora bolba😊😊😊😊😊😊😊😊😊
@@MdMurad-fl7twHumayun Ahmed
Bangladesh most important writer n also movie producer. He single handedly change the culture. His tv show Baker Bhai touch so many hearts that last part tv episode cause riot among people.
গানটি যেমন সুন্দর তেমনই সুরের মায়া যেন আছন্ন করে রাখে।সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত ভালো লাগলো।
দারুন। এটা গান নই ,অপূর্ব কৃষ্ণ সঙ্গীত ।
অসাধারন একটা গান শুনলাম এবং দেখলাম। সকলের জন্য শুভেচ্ছা রইল।👍🇮🇳
❤❤❤❤❤❤❤
অন্তত 100 বার শুনেছি! মাঝে এই চ্যানেলে আর খুঁজে পাচ্ছিলাম না!
আবার আপলোড করার জন্য ধন্যবাদ!
Amar 40+ hoyechhe sobe..
আমরা বাঙালি হয়েও একজন আরেকজনের ভালো দেখতে পারি না।
মানলাম এটা পূর্বের গান কিন্তু পুনরায় নতুন করে সৃষ্টিটা যদি জনপ্রিয়তা পায় তাহলে তো বাঙালি হিসেবে আমাদেরই গর্বের বিষয়।
যাক সব অবসান ঘটিয়ে নতুনভাবে আবার আপলোড করলো দেখে ভালো লাগছে ❤
Dh
Love from India 🇮🇳 Khoob Sundorr Khoob Bhalo Lage Radha Krishna Kirton 💝Khoob Sundorr Geyechen Doojone 💝💝
❤❤❤❤❤❤❤
অনেক সুন্দর একটি গান,,, যুগ যুগ ধরে মানুষ এটা শুনে আসবে এবং তার বাস্তব জীবন উপলব্ধি করবে।।
অসাধারণ গেয়েছেন চঞ্চল দা, শাওন আপু। অনেক ধন্যবাদ IPDC আমাদের ঐতিহ্যবাহী লোকসংগীতগুলোকে নতুনরূপে নতুন প্রজন্মকে উপহার দেওয়ার জন্য ❤
😊
স্মৃতি রেখে গেলাম,, যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে,, তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসবো প্রিয় এই গানটি 🥰🥰🥰
Ekdom thik
❤❤😢
Nen like dilam avar gan ti sonen😊
Oi bada ami like disi akbar ashen dakhta
Callous 😂
গায়কী ও লেখনীতে মুগ্ধতা রেখে গেলাম ❤❤❤❤❤
হোগার মুসলিম তোরা🤬🤬🤬
অসাধারণ একটি গান।ডিজিটাল সময়ে এসে গানটা আবার প্রচার করার জন্য আমি ধন্যবাদ জানাই💞🥀💞
আহা কি মায়া...নোটিফিকেশন পেলে আবারো শুনবো ইনশাআল্লাহ
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤রাহাদ😂😂😂😂😂😂😂😂
তুমি হও যমুনা রাধে আমি ডুইমা মরি Just osadaron
অসাধারণ একটি গান শুনে মনে একটা কেমন জানি শান্তি এলো❤
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্রহ্মপুত্র পাড়ে রাত গভীর হলেই এই গানগুলো ভেসে আসতো। প্রতি শনিবার নদীর পাড়ে গানের আসর বসতো। ঘুমানোর সময় ভার্সিটির হলে শুয়ে শুয়ে শুনতাম। ময়মনসিংহ গীতিকা আবার এই চ্যানেলে বাংলার চিরায়ত সংগীত হিসেবে ফিরে আসায় স্বাগত জানাই!❤
ধন্যবাদ ❤❤
আমিও Bangladesh Agricultural University র ছাত্র। আমারও একই স্মৃতি মনে পরে। ময়মনসিংহ গীতিকার আসর প্রতি সপ্তাহে নদী পাড়ে হত
খুব বেশি ভালো লাগে এই গান
Khub valo lage
After 3:13 when he said "Tumi hou jamuna radhe ami duiba mori" , her smile 🥰>>>>>♾️♥️
চমৎকার পরিবেশনা মুগ্ধ হয়ে শুনলাম।সঙ্গীত জগৎতে উজ্জ্বল নক্ষএ হয়ে বেঁচে থাকেন।
ipdc আমাদের গানের
এই গানটি ইতিহাস সৃষ্টি করেছিলো বাংলাদেশে ipdc গানের ইতিহাসে সেরা জুটি হয়ে থাকবে,, পুনরায় গানটি রিলিজ করার জন্য অসংখ্য ধন্যবাদ,,বাংলা সংস্কৃতি এগিয়ে যাক।। ❤
মা তো মা ই , মায়ের কোন তুলনা হয়না।☺️
মা পৃথিবীর শ্রেষ্ট সম্পদ , পৃথিবীর সকল মা ভালো থাকুক সুস্থ থাকুক 🙏😌
Love you Ma ❤️
I love you maa
বন্ধু এ কথা কি বলে দিলে গো আমার তো মাকে হারিয়ে ফেলেছি আজকে আড়াইটা মাস হয়ে গেল চিরকালের জন্য আমার মা ছেড়ে চলে গেল আমাকে 😭😭😭😭😭😭😭 মা মারা গেছে মিনিটে খুব কষ্ট হচ্ছে মাকে ছাড়া ভালো লাগেনা 😭😭😭😭😭 এই কষ্ট কেউ কোনদিন বুঝবে না বাবাকে নিয়ে আছি তাড়াতাড়ি একটা বিয়ে করতে পারলে বাবাও খুশি হয়। আমারও ইচ্ছা ছিল দেখে যেতে পারলো না সন্তান সন্তানের ছেলের ঘরের সন্তান দেখা প্রত্যেক মা-বাবার ইচ্ছা আফসোস আমার এই জন্মটা বৃথা হয়ে গেল
আমার এই মাকে আমি সারাটা জীবন চাইব প্রত্যেকটা জনমে চাইবো এই মাই বাবা প্রত্যেকটা জন্মেই চাই ভগবান যেন আমার ইচ্ছাটা পূর্ণ করে সকলে আমার জন্য প্লিজ দোয়া করো এই জন্মের মা-বাবাকে সারাটা জন্মেই আমি চাই এ জন্মে হয়তো পূর্ণ করতে অনেক কিছু পারলাম না পর জন্মে তা পূর্ণ করে দিতে চাইবো এই মা-বাবাকেই চাই ভগবান আমার ইচ্ছেটা পূর্ণ করুক আমিন প্লিজ সকলের কাছে অনুরোধ যদি আমার জন্য এই ইচ্ছাটা একটু দোয়া করে ঈশ্বর আমার ইচ্ছাকে কবুল করুক
❤
😊😊😊😊😊❤❤❤❤
আহারে ২০২০ সাল থেকে যে এই গান টা কতবার শুনেছি তার হিসাব নেই। এই গান টা অনেক পুরোনো কিন্ত চঞ্চল চৌধুরী ও মেহরোজ আফরোজ শাওনের চমৎকার কন্ঠে খুব সুন্দর করে গেয়েছেন এই সর্বত মঙ্গল রাধে বিনোদনী রাই। অসাধারণ লাগে এই গানের কথা ও সুর গুলো শুনতে ২০২৪ সালের ৭ ই ডিসেম্বর আমার প্রিয় এই সর্বত মঙলরাতে বিনোদনী রাই গান টা আবার শুনে কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম। 👍👍👍👍
সত্যিই আর্ট, লিরিক্স এর সাথে এত সুন্দর এক্সপ্রেশন গান টাকে মাস্টারপিস করে তুলেছে।
অসাধারণ চঞ্চল চৌধুরী গানের গলা।রাধা কৃষ্ণ মিলনের
দারুণ গান❤🙏
সত্যি করে বলো এই গানটি কার কার পছন্দ ❤❤
গানটা আমার অনেক পছন্দ❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘
আমার অনেক পছন্দ।
Onek priyo 😌💖
My favorite song 😍😊😊😊😊❤🎉
আমার
বিয়া তো করিব রাধে বিয়া তো করিব,তোমার মত সুন্দর রাধে কোথায় গেলে পাব।আহা এই একটা লাইন কি যে শান্তি দেয়
কি অভিনয় কি গান,
চঞ্চল এবং শাওন, দুজনেই অসাধারণ।
সত্যি গানটা শুনে মনটা ভরে গেল অসাধারণ একটা গান বানিয়েছেন সুন্দর একটা দারুন
রাধা কৃষ্ণের প্রেম অমর🚩🙏🚩🙏
এখনকার ভালোবাসা তার কাছে তুচ্ছ
জয় রাধে রাধে 🌸🙏🌸🙏🌸
😂😂😂 মামির সাথে পরোকিয়া করতো আবার লজ্জা ও করেনা
@@Purple-you-army-d3j পরকিয়া is better than দাসী সেক্স
@@Purple-you-army-d3j muhammad nije 9 bochorer bacchar sathe porokiya korechilo
যদি বাংলায় জন্ম না হতো তাহলে এরকম গান শুনার ভাগ্য আমার হতো না। আমি কমেন্ট টা করলাম তাদের জন্য যারা এখন ডিজে, আর সমাজবহির্ভূত গান নিয়ে ব্যস্ত তারা যদি এসব গানের অর্থ বুঝতো তাহলে বাংলা গানের প্রেমে পড়ে যেতো।হয়তো গানটি হারিয়ে যাবে তবে বৃদ্ধ বয়সেও যদি কারো চোখে কমেন্টি পড়ে একটা লাইক দিয়েন আবার ছুটে আসবো গানটি শুনার জন্য ❤❤❤😢🎉❤
❤
icce korle download kore rakhte paren
যুগ যুগ ধরে এই গান টা মানুষের হৃদয়ে থাকবে😊
R❤❤❤ right
পৃথিবীতে দুইটা জিনিসের অনুভূতি বলে প্রকাশ করা যায় না।
১/পাওয়ার আনন্দ।
২/না পাওয়ার বেদনা।
আমার প্রাক্তনের প্রিয় গান ছিল এটা আজ তার জন্মদিন, এখন জানিনা সে কেমন আছে এবং তার প্রিয় জিনিস গুলো কি কি কিন্তু আমার সাথে থাকাকালীন তার ভালোবাসা আজও মিস করি ❤️🩹😢
গানের ক্ষেত্রে শ্রবণ অনুভূতির সাথে যে দর্শন অনুভূতিও যে কাজ করে তা এই শিল্পী যুগলের গান থেকে অনুভব করলাম। অভিনন্দন,আরো মনোমুগ্ধকর কাজ উপহার চাই। ভারত থেকে।
বাহ!সুন্দর একটি প্রেমের গল্প শুনলাম 💓
২০২৪ কমেন্ট রেখে গেলাম।কেউ না কেউ লাইক করবে আর আমি নোটিফিকেশন পেয়ে কালজয়ী গানটা আবার শুনতে আসবো।😊
Ami sunchi akhon khub sundor song ❤❤❤
❤❤
আপনাকে শুনানোর ঠেকা পড়ছে মানুষের! 🙃
❤❤
namaste
Love this song ❤. Hare krishna, radhe radhe❤
ছোট বাটন মোবাইলে শুনতাম ছোট থাকতে। যখন কল ও রিচিব করে তা জানতাম না। তখন থেকেই গানটা আমার মুখস্থ। আর এখন ইউটিউবে চোখে পরলো গানটা। মুখে গান এবং মুচকি হাসি। অতীথ মনে পরে গেলো
অবশেষে জয়ী হলো "IPDC আমাদের গান " 😊❤
অনবদ্য সৃষ্টি❤
Hm
❤🎉😮😊😮
@@KR11354 tcgohmn.pi
Darun
9@@kishorilalmallah5064
সৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন গানটা শুনতে আসবে আর আমার এই কমেন্টে একটা লাইক দিয়ে যাবে নোটিফিকেশন পেয়ে যবি বেঁচে থাকি আবার এই গানটা শুনতে আসবো 😣
আজকে সারাদিন এ অন্তত 31 থেকে 37 বার শুনলাম এখনো শুনছি যেন হঠাৎ করে নেশা হয়ে গেলো যেন আর ছাড়তে পারব না এটা সব থেকে দ্রুত নেশা যেটা সবাই করতে বাধ্য এবং সবই করছেও❤
মুসলিম হয়েও গান টা ভালো লাগে
❤❤❤❤❤ গানটা অনেক সুন্দর ভাবিনি চঞ্চল চৌধুরী এই গানটি গেয়েছে ।
Hmm gan ta onar... Madamji😊
@subhbbfq😊😊h😊😊😊G😊jill halal lank aral 😊🙈😊🫢😝🤑😐😝😊🙄🤨😑🤨🙄😮💨🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🤐🤐🫡😊😐🫣🎒ববববববববববববববববববববববববননবববববববববববববববববববববববববব😊 😊H😊?😊 ম
ঙংকবলগৃহ5938
Ami w
আজ ১১ই আগস্ট ২০২৪, স্মৃতি ছেড়ে গেলাম, বয়সকালে এই কমেন্ট টা দেখে পুরোনো দিনের কথা মনে পরবে ❤😌।
❤
তাই নাকি
😊😊
😂😂
h😔
আসলে রাধা কৃষ্ণের প্রেম যেমন প্রকৃতির সের সৌন্দর্য ছিল,,,গান ও গানের সুরটা ও তেমন🇧🇩🇧🇩🇧🇩❤️🩹❤️🩹❤️🩹❤️🩹
আমার এই গানটা খুব ভালো লাগে এই গানটা আমি রোজ শুনতে আসতাম কিন্তু কিছুদিন আগে আমি এই গানটা সার্চ করার পরও আমি গানটা পাইনি তারপরে এই আজকে পেলাম গানটা পুনরায় আপলোড করার জন্য থ্যাঙ্ক ইউ এই গানটা বাংলার মধ্যে সেরা গান আমার মনে হয়❤❤❤❤
2025 এ কে কে শুনছো ?
Ami
Ami
অসাধারণ গান। গান শুনে সারা দিনের ক্লান্তি দূর হয়ে গেল। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে আপনাদের মঙ্গল কামনা করি। মুসলিম ভাইদের পবিত্র ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ❤️♥️♥️💓❣️♥️♥️
অসাধারণ। অসাধারণ। অসাধারণ।
গান শুনে সারা দিনের ক্লান্তি দূর হয়ে গেল।
#swatiofficial
I am muslim
@@Suvamay19is 06⁸o2kp😂
এই মাস্টারপিস এত জটিলতায় না জড়াতে এতদিনে শত শত মিলিয়ন হতো❤
কিসের জটিলতা ছিলো? কপিরাইট তো হবার কথা না?
চঞ্চল ও শাওন এর ডুয়েট গান দেখতে ও শুনতেখুব ভালো লাগে ।আমার আন্তরিক প্রীতি ও ভালবাসা জানালাম।ওদের আর গান দেখতে ও শুনতে চাই ।
গানটা শুনলে আলাদা রকম একটা শান্তি লাগে ❤😌🌻🎧
Aami Jaantam naa ki Chanchal Chowdhury eto bhaalo gaaner Aawaze blessed!
I am from Tami Nadu .I am not Bengali.but this is song close to my heat ❤❤
Thanks for your love for Bengali music.
welcome to Bangali song❤ this song related Between Krishna and radhe❤
And iam a big fan of your LCU❤❤❤
how to understand this song
Iam bengali we love tamil peoples our culture is close to each other
ধন্যবাদ! পুনরায় আপ্লোড করার জন্য। অন্যতম সেরা গান। ❤️❤️
অনেক পছন্দের গান।কমেন্ট করে গেলাম লাইক পরলে আবার গানটা এসে শোনবো❤️🌹❤️
❤ খুব সুন্দর। চঞ্চল ও শাওন। শাওনের লাজুক চোখের শেষ অভিবাক্তি সত্যি সকল কৃষ্ণদের মন কেড়ে নেবে।😊
Radhe radhe🙏🙏
সত্যের জয় হল।
তাই সব সময় যেকোন পরিস্থিতিতে অবিচল থেকে সত থাকা উচিত।
জয় সত্য।
😂😂😂😂
সত্য তো এটাই যে এটি রাধা রমণের লেখা গান। প্রমাণ না থকলেই কিছু মিথ্যা হয়েযায় না
অত্যন্ত ধন্যবাদ আবার গানটি কে পুনরায় upload করার জন্য
অসাধারণ। অসাধারণ। অসাধারণ। আগে শুনেছিলাম, গানটা খুঁজে পাচ্ছিলামনা। আবার আপলোড করার জন্য ধন্যবাদ। আপনাদের সবাইকে ভারত থেকে ঈদের শুভেচ্ছা জানালাম।
এই গান টা খুব খুব সুন্দর ❤
অসাধারণ গান। গানটি কে ফিরিয়ে আনার জন্য অসংখ্য ধন্যবাদ।
মন জুড়িয়ে গেলো গান টি আবার শুনে।
Love from Dibrugarh.
বাংলার সংস্কৃতির ইতিহাস এবং ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে আরও অনেক বছর ধরে রাখার জন্যই আমাদের এই আয়োজন। আমরা যেন কখনো না হারাই তাই সবসময় আমাদের সাথেই থাকবেন। ❤️
দুজনে মিলে সুন্দর গানটিকে অনন্য এক মাত্রায় নিয়ে গেছেন।❤
কমেন্ট রেখে গেলাম,যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেলে আমি আবারও শুনতে আসবো এই গানটি🥰🥰🥰
😅
❤
ব্যক্তিত্ব হিসেবে চাটুকার হলেও গায়ক এবং অভিনেতা হিসেবে এরা ১০০/১০০
Khub sundar gan mon chuya gelo ❤❤❤❤❤❤❤
মেহের আফরোজ শাওন অসাধারণ মধু মাখা সুর এবং চঞ্চল চৌধুরী ভাইও অসাধারণ ছিলো। শুভকামনা রইল।
খুব সুন্দর গান। ।
অনেক ভালবাসা পশ্চিমবঙ্গ থেকে।।
স্মৃতি রেখে গেলাম..!
যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে..!
তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার শুনতে আসবো প্রিয় এই গানটি..!
💔😅
ভাগ্যিস বাঙালি হয়ে জন্মে ছিলাম ❤️নাহলে এমন গান শোনার সৌভাগ্য হতো না
গানটা আমি অনেক বার শুনেছি গানটা আমার খুব পছন্দের। জানিনা গানটা আমার এতো ভালোলাগতো যে বার বার শুনতাম। অতুলনীয় গান।
গানটা এই চ্যানেল এ পেয়ে অনেক ভাল লাগছে এগিয়ে যাক আরো আমাদের ipdc আমাদের গান।
বাহ আপনি তো বেশ মনোযোগ সহকারে গানটি শুনেছেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ❤️
২০২৪ কে কে এই গান টি শুনছেন। 🤣🤣🤣
Me😊
Jara gaan bhalobashe
❤️❤️
Me
Ami🙋♀️🙋♀️🤣🤣
What a beautiful duet song ! With love from Assam, India.
tnx ❤❤
এই ভিডিও না দেখলে বুঝাতামই না,চঞ্চল ভাই এত ভালো গান করেন...
2024 এর শেষ দিন। কাল থেকে 2025।। 2025 এ কে কে এই গানটি শুনবে ❣️❣️
অপূর্ব অসাধারণ একটি গান খুব ভালো লাগলো শুনে।
I'm frm Mumbai n I'm not a Bengali, but i love this song.... 😊
Welcome our Bangladeshi song ❤️❤️
@@mahmudlizon is tht bengali or Bangladeshi songs ?
@@shahabazkhan3028Both. This is a Bengali folk song related to Radha-Krishna.
@@shahabazkhan3028it's a bengali song that's made in Bangladesh
Bhai tujhe bengali samajh ma ata hai?
চঞ্চল চৌধুরী দাদা নমস্কার। ভারত থেকে
Ami muslim tao amar ai gan valolage
Same
Same to you bro ❤
রাধা কৃষ্ণের প্রেম খাটি প্রেম ❤❤😊
গানটা শোনার মতো ❤❤❤আমি ২০২৩ এ দেখলাম ২০৩০ সালে দেখব কত মানুষ দেখছে আর লাইক করছে❤❤❤
Though I m non Bengali... Bt still I feel it's best composition... Her expression masterclass...❤❤❤
অনেক সুন্দর গান টি ❤😊❤️😊
আমি মালয়েশিয়া থেকে কমেন্ট করতেছি গান অনেক আগে থেকে শুনি আমি পাবনার ছেলে এবং
চঞ্চল চৌধুরীর বাড়ির কাছে আমার বাড়ি
আমি ভারত থেকে বলছি, আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ রইলো যে, এই দুই সংগীতশিল্পীর কণ্ঠে আমি " নদী ভরা ঢেউ " গানটি শুনতে চাই, বাংলা গানের প্রতি আমার ভীষণ একটি ভালোবাসা আছে, বিশেষ করে মাটির গান বা লালনগীতি। দুই বাংলার গান আমার ভীষণ প্রিয়, এর আগে " নিশা লাগিল রে " গান টাও এনাদের কণ্ঠে শুনেছি, ভীষণ ভালো লেগেছে। আশা করি আমার এই অনুরোধটি রাখবেন। ধন্যবাদ।
❤️❤️❤️
ওরে গাধা এই গানটা ইন্ডিয়ারই ❤❤❤❤
@@koushikgame4394 একজনকে তো গাধা বললেন,আপনে বলেন এই গানের লেখক কে???
আর গানের লিরিক, বলার ধরণ, উচ্চারণ কি পশ্চিম বাংলার বাংলার মতো না বাংলাদেশের লোকাল বাঙ্গাল ভাষায়??? এটা পূর্ববঙ্গ গীতিকা।
গানটা শুনতে শুনতে , কিছুক্ষনেব় জন্য হাব়িয়ে গিয়েছিলাম ।❤
Gan ta onek valo lage❤
Darun darun.Fantastic.Outstanding.