আমি সর্বশেষ বিসিএস দিয়েছিলাম ৩০ তম। বর্ত্মানে স্থায়ীভাবে অষ্ট্রেলিয়ায় বসবাস।যদিও আপনার বিষয়গুলির বেশিরভাগই জানা তবুও শত ব্যস্ততার মধ্যে আপনার ভিডিওগুলি দেখি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এককথায় চমৎকার।ছাত্র অবস্থায় অনেককিছু মুখস্থ করেছি না বুঝে এখন আপনার ভিডিওতে অনেক কিছু ক্লিয়ার। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আমিন।
কমেন্ট না করে পারলাম না।আমি অনেকদিন ধরেই অক্ষাংশ নির্ণয় বুঝতে পারছিলাম না।অনেকে বুঝিয়েছিলো কিন্তু বুঝিনি।আপনার এই ভিডিওতে অনেক সহজেই আজকে বুঝে গেলাম।অনেক সুন্দর করে বুঝিয়েছেন স্যার
আমি অনেকের কাছ থেকে এই অক্ষাংশ সম্পর্কে বুঝতে চেয়েছি! কিন্তূ কেউই আমাকে ভালো করে বুজাতে পারে নি! আপনার এই ক্লাসটা দেখে আমি এক নিমিষেই বুঝে গেলাম! আপনার বুঝানোর ক্ষমতা অসাধারণ!চিত্রগুলিও অসাধারণ ছিল!সেলুট স্যার
যদি ও এই বিষয় টা বেশ ভালোভাবে বুঝি তারপর ও বলছি আপনার বুঝানোর ধরণ খুবই সুন্দর সব ভিডিওতেই।বাংলাদেশ বিষয়াবলি অনেক ভিডিও দেখি আপনার সবগুলোই অন্নেক অন্নেক উপকারী আর এতো সুন্দর করে গোছানো বিশেষ করে চিত্র একে স্থান নির্দিষ্ট করে।মানচিত্র এঁকে।সবমিলিয়ে সুন্দর।
৮ম শ্রেনির শিক্ষার্থী আমি।আমাদের বই এ এগুলো একটু কঠিন বিষয় এবং বিস্তারিত লেখাও নেই।তবে আপনার ক্লাস দেখে খুব ভালো বুঝতে পেরেছি স্যার।খুবই ধন্যবাদ আপনাকে।😊❤️🫶
Online class gulo te sobai dekhi paid batch e vhorti hote inspire kore 20 minutes dhore.sir ato sundor kore bujhan . Onek porasona kore o bujhi nai.akhon aisob clear.aivabe bujhanor dokkhota nai onek teacher er.ak kothai osadharon class.allah apnarke nek hayat dan koruk.gorib students ra apnar class dekhe onek kichu sikhbe.
খুবই ভালো লাগলো। একটা বিষয় জানতে চাই যে,বাংলাদেশে সূর্য আমার শরীরের দক্ষিণ পাশ দিয়ে পশ্চিম অস্ত যায়। অস্ট্রেলিয়া এসে দেখি শরীরের উত্তর পাশ দিয়ে পশ্চিম দিকে সূর্য অস্ত যায়। এর কারণ যদি বলেন খুব খুশি হব।
নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর প্রায় খাড়াভাবে কিরণ দেয়। নিরক্ষরেখা কল্পনা করুন। মনে করুন নিরক্ষরেখার উপর দিয়ে সূর্য পূর্ব থেকে পশ্চিমে অস্ত যায়। বাংলাদেশ নিরক্ষরেখার উত্তরে অবস্থিত তাই সূর্য দক্ষিণ পাশ দিয়ে পশ্চিমে অস্ত যায়। আর অঅস্ট্রেলিয়া নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত, তাই সূর্য উত্তর পাশ দিয়ে পশ্চিমে অস্ত যায়। আপনি জ্ঞানী তাই অতি সংক্ষেপে বললাম, আশা করি এতেই বুঝাতে সক্ষম হয়েছি। তারপরও সমস্যা থাকলে দয়াকরে জানাবেন, আমি বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤️
নিরক্ষরেখায় ৩০° কোণ ও পৃথিবীর চারদিকে কিভাবে ৩০° উৎপন্ন হলো ঝামেলায় থেকে গেলো। প্লিজ শুধু এই কোণ গুলো নিয়ে একটা নতুন ভিডিও করেন ভাইয়া। কয়েকটা উদাহরণ থাকলে ব্যাপারটা ক্লিয়ার হতো...
বাংলাদেশের মানচিত্র নিয়ে খুব সুন্দর সুন্দর বেশ কয়েকটি ভিডিও আপলোড দেওয়া আছে। দয়াকরে, চ্যানেলে প্রবেশ করে ভিডিওগুলো দেখে নিবেন। তারপরেও যদি কোনো টপিক সম্পর্কে জানার বাকি থাকে, তাহলে জানাবেন। আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ❣️
আপনার ভিডিওগুলো অসাধারণ, এমন সুন্দর করে প্রতিটা বিষয় বুঝানোর চেষ্টা করেন যা ইউটিউবের অন্য কোথাও পাওয়া যায় বলে মনে হয় না। এগিয়ে যান, জাজাকাল্লাহ প্রিয় ভাই 💐♥️
২৩.৫° অক্ষাংশ বরাবর যে রেখা, সেটিই ২৩.৫° অক্ষরেখা। অক্ষাংশ, অক্ষরেখা সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়েছে, ভিডিওটি দেখলে এসব বিষয়ে স্পষ্ট ধারণা পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।
ভাইয়া পৃথিবীর গুরুত্বপূর্ণ দ্বীপ, উপদ্বিপ, হ্রদ, নদি, উপসাগর, সীমানাএগুলা নিয়ে কোনো ক্লাস আছে।খুজে পাচ্ছি না ভাইয়া।থাকলে একটু লিংক টা দিন ।আর না থাকলে এগুলা নিয়ে একটা ক্লাস নেন।।ভাইয়া সাগর আর প্রনালীর ক্লাস টা করছি অত্যন্ত সুন্দর। এখন সবকিছু সহজ লাগে।অইগুলার ক্লাস থাকলেও ভালো হত।
আমি সর্বশেষ বিসিএস দিয়েছিলাম ৩০ তম। বর্ত্মানে স্থায়ীভাবে অষ্ট্রেলিয়ায় বসবাস।যদিও আপনার বিষয়গুলির বেশিরভাগই জানা তবুও শত ব্যস্ততার মধ্যে আপনার ভিডিওগুলি দেখি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এককথায় চমৎকার।ছাত্র অবস্থায় অনেককিছু মুখস্থ করেছি না বুঝে এখন আপনার ভিডিওতে অনেক কিছু ক্লিয়ার। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আমিন।
Respect
Mission passed
Respect +
এটাই আমাদের ব্যর্থতা।একজন সুশিক্ষিত শিক্ষক আমরা পাইনা স্কুলে।হাতে কলমে বোঝানো তো দূরের কথা
Australia te citygency peyechen?
Vaia...apni oikhne giye happy acen naki deshei valo cilen..ki mone hoi?
কমেন্ট না করে পারলাম না।আমি অনেকদিন ধরেই অক্ষাংশ নির্ণয় বুঝতে পারছিলাম না।অনেকে বুঝিয়েছিলো কিন্তু বুঝিনি।আপনার এই ভিডিওতে অনেক সহজেই আজকে বুঝে গেলাম।অনেক সুন্দর করে বুঝিয়েছেন স্যার
❤
আমি অনেকের কাছ থেকে এই অক্ষাংশ সম্পর্কে বুঝতে চেয়েছি! কিন্তূ কেউই আমাকে ভালো করে বুজাতে পারে নি! আপনার এই ক্লাসটা দেখে আমি এক নিমিষেই বুঝে গেলাম! আপনার বুঝানোর ক্ষমতা অসাধারণ!চিত্রগুলিও অসাধারণ ছিল!সেলুট স্যার
😂
আমি ও বুঝে গেলাম❤
@@asimsahoo1611😊
Sir আপনার বোঝানো খুবই সুন্দর, সহজ কিন্তু বানানের উচ্চারণ গুলো অশুদ্ধ, আপনি অনেক সুন্দর বোঝান , আশাকরি আপনার কাছ থেকে এরকম আরো ভিডিও আমরা পেতে থাকবো
যদি ও এই বিষয় টা বেশ ভালোভাবে বুঝি তারপর ও বলছি আপনার বুঝানোর ধরণ খুবই সুন্দর সব ভিডিওতেই।বাংলাদেশ বিষয়াবলি অনেক ভিডিও দেখি আপনার সবগুলোই অন্নেক অন্নেক উপকারী আর এতো সুন্দর করে গোছানো বিশেষ করে চিত্র একে স্থান নির্দিষ্ট করে।মানচিত্র এঁকে।সবমিলিয়ে সুন্দর।
Excellent. আপনার বুঝানোর ক্ষমতা অনেক ভালো। best of luck sir
মাসআল্লাহ,, আপনার প্রতিটি ভিডিওই খুবই তথ্যবহুল ও জ্ঞানগর্ভ আলোচনার প্রতিফলন যা খুবই উপকারী
This is one of my favourite channels for learning International Affairs ❤️ Allah bless you brother 🙏
Thank you very much.
Jajakallah khairan. ❣️
Thanks a lot sir
স্যার, অক্ষ্যাংশ রেখাটা ভালো ক্লিয়ার বুঝতে পারিনাই,,,আর বাকি গুলো আলহামদুলিল্লাহ ভালো লাগছে,,, ধন্যবাদ স্যার ❤❤
ভিডিওটি মনযোগ দিয়ে আবার দেখার অনুরোধ করছি। আশা করছি বুঝতে পারিবেন।
ধন্যবাদ ♥️
অনেক দিন কমেন্ট করে আজ পাইলাম প্রয়োজনীয় টপিক এর ভিডিও। অনেক ধন্যবাদ স্যার।বাকি অর্ধেকের অপেক্ষায় রইলাম।
আপনাকে অপেক্ষা করানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
পরবর্তী অংশ খুব শীগ্রই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
ধন্যবাদ❣️❣️❣️
H@@BCSONLINETUTOR
৮ম শ্রেনির শিক্ষার্থী আমি।আমাদের বই এ এগুলো একটু কঠিন বিষয় এবং বিস্তারিত লেখাও নেই।তবে আপনার ক্লাস দেখে খুব ভালো বুঝতে পেরেছি স্যার।খুবই ধন্যবাদ আপনাকে।😊❤️🫶
Same to YOU.. 😊
আমার সব প্রশ্নের উত্তর এই ভিডিও তে পেয়েছি। কমেন্ট না করে থাকতে পারলাম না। আপনাকে অনেক ধন্যবাদ
Online class gulo te sobai dekhi paid batch e vhorti hote inspire kore 20 minutes dhore.sir ato sundor kore bujhan . Onek porasona kore o bujhi nai.akhon aisob clear.aivabe bujhanor dokkhota nai onek teacher er.ak kothai osadharon class.allah apnarke nek hayat dan koruk.gorib students ra apnar class dekhe onek kichu sikhbe.
ধন্যবাদ আপনাকে আমার খুব উপকার হইছে এই ভিডিওটা দেওয়ার কারণে ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ধন্যবাদ, আপনি অনেক ভালো বুঝিয়েছেন 😊😊😊😊😊😊❤️❤️❤️
ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ এই ভিডিও টা দেওয়ার জন্য 👍👍👍👍👍
অনেক সুন্দর করে বুঝিয়েছেন। পরবর্তী দ্রাঘিমা ও এ সংক্রান্ত ভিডিও চাই।
❤❤ সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ ❤❤
স্বাগত 🌹
অসাধারন।। ধন্যবাদ স্যার
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা
ধন্যবাদ ভাই, আপনার ভিডিওতে খুবই সহজভাবে বিষয়টা বোঝানোর জন্য 🥰🥰
খুব সুন্দর করে বুঝালেন ধন্যবাদ🎉🎉🎉
Assalamu Alaikim . Apnar video ta onk sundor. Ami onk upokrito hoyechi.
খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ।
খুব সহজ ও সুন্দর ভাবে উপস্থাপন করেছেন,, ধন্যবাদ।
It's really amaizing and Very nice brother
Khub valo kore bujte parlam sir, thank you.
এই রকম ভিডিও নিয়মিত চাই।মনের মত ভিডিও
সুপার লেভেলের আলোচনা স্যার
Thanks sir ai topic amader classe korasse but oi sir ar kotha serokom bujte parini apnar video dekhe clear hoici 😊
ser apne onak sundor abong esposto kora bujan ami onak balo kora bujase apnar pora
etai etodin khujtesilam . alhamdulillah peye gesi
Sir onek valo bujhte perechi apnake onek dhonnobad.
অভিনন্দন ♥️
Great job...
You are really good Teacher..
সবথেকে ভালো লাগে আপনার এই টেক নিক
কি সুন্দর করে পড়ান
সবাই পারে না
Alhamdulillah onk sundor bujlam
Very good for your excellent expression
স্যার,আপনি যে ম্যাপগুলো আঁকায়া পড়ান, সেগুলা ছবি তুলে পিডিএফ আকারে শেয়ার করলে,অনেক উপকৃত হতাম।❤🎉
প্লিজ স্যার
ভাই,এত সুন্দর ক্লাস কিভাবে শিখলেন।
Darun sir khub valo laglo .thank you sir
অসংখ্য ধন্যবাদ ♥️
Ami class 8 a pori aii pora ta ami onk valo kore bhujsi❤❤❤😊😊😊
Aii pora golo akn class 8 age aii pora golo onk oporer class a chilo 😢
Sm, amio class 8 a pori.. ektu hard ei poragulo..
@@TishaRahman-w9z hmmm prochor hard
same❤
খুবই ভালো হয়েছে।😮
স্যার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নিয়ে ক্লাস নিলে খুব উপকৃত হতাম।
Jajakallah khair vai ❤
আপনাকে অনেক ধন্যবাদ, স্যার
Nothing to say..in a word wonderful
Thank you ❤ love from 🇮🇳
সেই হইছে ভাই✌️✌️❤️❤️
খুব সুন্দর উপস্থাপনা। সমৃদ্ধ হলাম। ধন্যবাদ আপনাকে।
Really Admirable,, sir
স্যার, বাংলাদেশের স্থলবন্দরগুলোর অবস্থান নিয়ে ভিডিও তৈরি করবেন
খুব শীগ্রই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
ধন্যবাদ আপনাকে ❤️
খুব ভালো লাগলো ভাই
Very good explanation.
স্যার ঐ ধরনের ভিডিও চাই। ভারত এর আসাম থেকে বলছি । পরিক্ষা আমার আছে কয়েক দিন পরে। আপনার ছাত্র ভারত বাংলাদেশে সমান সমান।
আমি আরও ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো।
আপনাকে স্বাগত ❣️❣️❣️
thank you sir ❤❤❤❤❤
খুবই ভালো লাগলো। একটা বিষয় জানতে চাই যে,বাংলাদেশে সূর্য আমার শরীরের দক্ষিণ পাশ দিয়ে পশ্চিম অস্ত যায়। অস্ট্রেলিয়া এসে দেখি শরীরের উত্তর পাশ দিয়ে পশ্চিম দিকে সূর্য অস্ত যায়। এর কারণ যদি বলেন খুব খুশি হব।
নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর প্রায় খাড়াভাবে কিরণ দেয়।
নিরক্ষরেখা কল্পনা করুন।
মনে করুন নিরক্ষরেখার উপর দিয়ে সূর্য পূর্ব থেকে পশ্চিমে অস্ত যায়।
বাংলাদেশ নিরক্ষরেখার উত্তরে অবস্থিত তাই সূর্য দক্ষিণ পাশ দিয়ে পশ্চিমে অস্ত যায়।
আর অঅস্ট্রেলিয়া নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত, তাই সূর্য উত্তর পাশ দিয়ে পশ্চিমে অস্ত যায়।
আপনি জ্ঞানী তাই অতি সংক্ষেপে বললাম, আশা করি এতেই বুঝাতে সক্ষম হয়েছি।
তারপরও সমস্যা থাকলে দয়াকরে জানাবেন, আমি বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤️
আমি বুঝতে পারছি না😢
Outstanding performance
খুব ভালো লাগলো ❤
Thanks a lot.
You are right
ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ।
Bangladesh is a land of extraordinary beauty
শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটা ভিডিও দিয়েন, প্রায় পরিক্ষাতেই প্রশ্ন আসে আবার ভাইভাতেও প্রশ্ন করে।।
অসাধারণ শেখানোর কৌশল 💗💗💗
সুন্দর উপস্থাপনা।
Love from India
Sir thank you for this wonderful video.
please make a video on rocks with detailed explanation
মাশাআল্লাহ অসাধারণ
Excellent !
Many thanks!
নিরক্ষরেখায় ৩০° কোণ ও পৃথিবীর চারদিকে কিভাবে ৩০° উৎপন্ন হলো ঝামেলায় থেকে গেলো। প্লিজ শুধু এই কোণ গুলো নিয়ে একটা নতুন ভিডিও করেন ভাইয়া। কয়েকটা উদাহরণ থাকলে ব্যাপারটা ক্লিয়ার হতো...
স্যার বাংলাদেশের মানচিত্র নিয়ে একটি তথ্যবহুল ডিটেইল ভিডিও চাই
বাংলাদেশের মানচিত্র নিয়ে খুব সুন্দর সুন্দর বেশ কয়েকটি ভিডিও আপলোড দেওয়া আছে।
দয়াকরে, চ্যানেলে প্রবেশ করে ভিডিওগুলো দেখে নিবেন।
তারপরেও যদি কোনো টপিক সম্পর্কে জানার বাকি থাকে, তাহলে জানাবেন।
আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো।
ধন্যবাদ ❣️
স্যার, ধন্যবাদ। ❤️❤️❤️
স্বাগত ❤️❣️❤️
Requesting u topic on International Time !
Thanks Sir
Awesome class Sir
Thank you very much ❤️❣️❤️
@@BCSONLINETUTOR আপনি কি অনলাইনে প্রাভেট পড়ান?
খুব সুন্দর 🎉
Many thanks 👍
Most welcome 🌹
❤thanks a lot ..
অসাধারণ
tnx sir
Most welcome 🌹
Thank you ❤
Thank you Sir.
You’re most welcome ❣️
Good work
vaia ssc bgs chapter 3 somporke ekta video banale valo hoto
আপনি সেরা
✓হে মুসলিম ভাই ও বোনেরা ফিরে আসুন এবং ওই দিনকে ভয় করুন যেদিন আল্লাহর সাহায্য ছাড়া আর কারো সাহায্য কাজে আসবে না।।।🇧🇩🇧🇩🇧🇩
জাজাকাল্লাহ খাইরান।
আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।
অপ্রাসঙ্গিক মন্তব্য করা মুমিনীয় মূর্খতার পরিচায়ক।
🤣🤣🤣
বাইঞ্চোদ, তোর ধর্মের বিজ্ঞাপন চালানোর জন্য আর জায়গা পাছ নাই?
আমিন 🤲
Thanks
Thank you sir
Welcome🌹
আপনার ভিডিওগুলো অসাধারণ, এমন সুন্দর করে প্রতিটা বিষয় বুঝানোর চেষ্টা করেন যা ইউটিউবের অন্য কোথাও পাওয়া যায় বলে মনে হয় না।
এগিয়ে যান, জাজাকাল্লাহ প্রিয় ভাই 💐♥️
Masallah ❤❤❤
Thnx
Amazing❤❤❤
thank you
Mashall vai
Ame apner moto hota chi
❤❤❤good 🥰
Bangladesh is a land of numerous rivers
দেখলাম।
9:52 9:52
সাধারণ জ্ঞানে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য কি পড়তে হবে বললে ভালো হত!
Kintu sir SSC er BGS book e 23.5° অক্ষাশ আছে অক্ষরেখা নয়?
২৩.৫° অক্ষাংশ বরাবর যে রেখা, সেটিই ২৩.৫° অক্ষরেখা।
অক্ষাংশ, অক্ষরেখা সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়েছে, ভিডিওটি দেখলে এসব বিষয়ে স্পষ্ট ধারণা পাবেন ইনশাআল্লাহ।
ধন্যবাদ।
@@BCSONLINETUTOR Tahole to dekhte hoy. Thank you
@@anipurasu স্বাগত 🌹
ভাইয়া পৃথিবীর গুরুত্বপূর্ণ দ্বীপ, উপদ্বিপ, হ্রদ, নদি, উপসাগর, সীমানাএগুলা নিয়ে কোনো ক্লাস আছে।খুজে পাচ্ছি না ভাইয়া।থাকলে একটু লিংক টা দিন ।আর না থাকলে এগুলা নিয়ে একটা ক্লাস নেন।।ভাইয়া সাগর আর প্রনালীর ক্লাস টা করছি অত্যন্ত সুন্দর। এখন সবকিছু সহজ লাগে।অইগুলার ক্লাস থাকলেও ভালো হত।
🫡