অনেক সুন্দর বলেছেন।আমার দেখা সেরা ভিডিও।এই ভিডিওটা তৈরির মাধ্যমে আপনি দেশের ডাক্তারদের থেকেও বেশি অবদান রাখলেন।আমার চোখে জল চলে এসেছে।আমি উচ্চমাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেব কিন্তু আমি এখন থেকেই বিসিএস কে পরোয়া করিনা।
আমি এসএসসি ব্যাচ ২০২৪। আমার ইচ্ছে ছিলো বিসিএস দেওয়া। কিন্তু এখন ভাবছি বিসিএস দেব না।দেশের বাইরেও যাবো বরং দেশে থেকেই দেশের জন্যে কাজ করবো। আমার বিশ্বাস! আমারা কিশোর -কিশোরীরা যদি চাই তাহলেই আমরা আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো! এর জন্য আমাদের আত্মবিশ্বাসী, সৎ, পরিশ্রমী ও বিবেকবান মানুষ হওয়া অত্যান্ত জরুরী!
সবে মাত্র অনার্সে উঠলাম বিসিএস এর জন্য এখন থেকেই পড়ব ভেবেছিলাম।তবুও মনে কেমন যেন ভয় ছিল।এত সুন্দর দিক নির্দেশনা দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া ।প্লিজ এমন আরো ভিডিও বানানোর জন্য অনুরোধ করছি। এতে করে অনেকের চোখ খুলে যাবে 🥹
আপনিই একমাত্র আমার মনের কথা বললেন ভাই। পাবলিক ভার্সিটিতে চান্স পাইনি। এটাকে আমি ব্যার্থতা না ভেবে সফলতার একটা লক্ষ্মণ ভাবতে শুরু করেছি। আমি পড়াশোনার পিছনে ফালতু সময় ব্যয় না করে লক্ষের দিকে এগিয়ে যাওয়ার ধান্দা করছি। তাই এখন শুধু স্কিল এর পিছনে ছুটছি।আমার লক্ষ দেশের বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর হবো। দোয়া করবেন
খুব ভালো করছেন জীবনে ভাই এগিয়ে যান ভাই আপনার জন্য রইল শুভকামনা। কিন্তু একটা কথা ভাইয়া আপনাকে কে বলছে যারা পড়াশোনা করে তারা ফালতু কাজে সময় ব্যয় করে!! পড়াশোনা করে কোটি কোটি টাকা, খ্যাতি কামানো সম্ভব যদি সেটাকে আপনি সেটার knowledge কে সঠিক জায়গায়, সঠিক অবস্থানে ব্যয় করেন!! পড়ালেখা আপনার জীবনে হয়তো খুব একটা কাজে লাগে নি, আপনি আপনার জায়গাতে এগুচ্ছেন। কিন্তু পড়াশোনাকে আপনি তুচ্ছ বলতে পারবেন না। আপনার ভবিষ্যৎ সন্তানাদিদেরকেও তো আপনি পড়াশোনা করাবেন তাই না তাহলে কেমনে কীভাবে পড়াশোনাকে ফালতু বলেন??! আপনি নিজেও কিন্তু এই সিস্টেমে আবদ্ধ!!
@@badboysactivities9737 ভাই আমি পাবলিকে না পড়লেও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ তথা ঢাকা কলেজে,সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট এ অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি।এখানে এসে যা বুঝলাম বাংলাদেশে একমাত্র আইন বাদে bcs এবং অন্যান্য ক্ষেত্রে আর কোনো সাব্জেক্ট এর ভ্যালু নাই। এখন আমি যদি আমার একাডেমিক পড়াশোনা চালিয়ে গিয়ে কোনো স্কিল অর্জন না করি তাহলে একটা সমায় আমার ক্যারিয়ার ০। তাই আমি ফালতু বলতে বাংলাদেশের এডুকেশন সিস্টেমকেই বুঝাচ্ছি যেখানে পড়াশোনা করে সিংহভাগ মানুষ বেকার থাকে। আমি পড়াশোনা চালিয়ে যাবো তবে ফুল ইফোর্ট থাকবে আমার স্কিল এর প্রতি। আমার বয়সতো ভাই কেবল ২০। আমি চাই না আর ৫ বছর পর আমার সিনিয়রদের মতো গ্রাজুয়েট শেষ করে রাস্তায় বেকার ঘুরি। আশা করি বুঝতে পেরেছেন😊
এতো দিন বিসিএস দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম।অনুপ্রেরণামূলক ভিডিও দেখতাম আর এইটাকে সহজ মনে হতো । পড়াশুনার ইচ্ছে হতো না তবু জোর করে বসে থাকতাম। কিন্তূ আজকে এই ভিডিও দেখে মনে হচ্ছে পড়াশুনার আগ্রহ আরো বেড়ে যাবে। কারণ এইটাকে এখন একটা চ্যালেঞ্জ হিসেবে নিবো আর এইটাই ইন শা আল্লাহ আমার সফলতার পথ দেখাবে।বলা বাহুল্য যে আমার বাড়িতে চার জন বিসিএস ক্যাডার আছে
@imraj4211 পরিশ্রম কখনো বেইবানি করে না। লক্ষ্যটা স্পষ্ট থাকলে কখনো পরিশ্রম বৃথা যায় না। 4লাখ যারা বিসিএস এ আবেদন করে তার মধ্যে সর্বোচ্চ 50হাজার স্টুডেন্ট পরিশ্রম করে। আর অন্যরা ভাগ্য ট্রাই করে। আপনি যদি পরিশ্রমী হন তাইলে আপনার compititor মাত্র 50হাজার
বিসিএস বা সরকারি চাকরি একটা মরীচিকা মাত্র । বাঙ্গালীর যখন বয়স ৩০ হয় তখন সে বুঝে এই পরীক্ষা না দিয়ে যদি টাকা গুলা জমাতে পারতাম তাহলে একটা ব্যবসা করতে পারতাম । যাদের আলাদিন চেরাগের বাপ-দাদার কৌটা আছে তারাই পরীক্ষা দিয়েন । আমি নিজেই এখন আর সরকারি পরীক্ষা দেই না তাই প্যারাও নেই না ।
আপনার মত ইউটিউবার দেয় স্বাধীন দেশের মানুষদের আরও যুগের সাথে মানানশীল জ্ঞান সচেতন তথ্য দেবার জন্য ধন্যবাদ | এভাবেই দেশের মানুষের জন্য কাজ করে যান | দেশ কে কুসংস্কার থেকে দূরে রাখি
দারুন,BUT সকল জাগায় একমত হতে পারিনি , bcs সিলেবাস কোন কাজে লাগে না,এ টা ভুল কথা। সিলেবাস শেষ করলে ইংলিশ লিখিত+থিংকিং +রিডিং + মৈখিক যোগাযোগ দক্ষতা,গণিত সমাধান +মেন্টাল এবিলিটি বাড়ে অনেক গুন। ক্রিটিকাল থিংকিং দক্ষতা তৈরী হয়। দেশ +আন্তজাতিক বিভিন্ন তথ্য জানা যায় ,সম্প্রতি জ্ঞান ,কার্যপ্রণালী সম্পর্কে জানা যায় ,এই সবগুলো জ্ঞান দিয়ে টাকা ইনকাম হবে না ঠিকই কিন্তু মানুষের মানসিক বিকাশ +চিন্তাশক্তি উন্নত হবে,কনফিডেন্স তৈরী হবে। জীবনে অর্থ সব নয় ,আবার অর্থ প্রয়োজন । মূল কথা bcs জীবনের এক মাত্র উদ্দেশ নয়. আর হারাম সম্পর্ক gf প্রোমট করা থেকে বিরত থাকবেন অনুরোধ করছি যদি মুসলিম হন। thank u
আপনার ভিডিও অনেক দারুন হয়েছে আপনি সব সত্য তুলে ধরেছেন। সবার বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন থাকা উচিত নয়। যদি কারো থাকে তাহলে সেটা মন থেকে থাকলে ভালো। আর যদি শুধু সম্মান সরকারি চাকরির আশায় থাকে তাহলে প্রজেক্ট লস
ধন্যবাদ ভাই আমি আপনার সাথে একমত। তবে আসল সমস্যা হচ্ছে প্রাইভেট কোম্পানি গুলো তে কেমন সুযোগ সুবিধা এবং টপ লেভেল এ যেতে কি প্রয়োজন তা কেউ জানেনা। এ বেপারে কেউ ভিডিও করে না। তাই সবাই সরকারি চাকরি এর পিছনে। যদি পারেন এই সম্পর্কে আপনি ভিডিও করিয়েন
আমি বিসিএস দিবেনা আমার এইসব ইচ্ছা কখনোই ছিলোনা।তবে আমি ইংরেজিতে অনাস কম্পিলিট করেও আমার স্বপ্ন হল একজন অনেক বড় উদ্যেক্তা হবার।মানে হল বড় ব্যবসায়ী হবার,পাশাপাশি আমি ফিল্যান্সার☺️।আমি ওনলাইনে জীবনে অনেক বড় হতে চাই🥰এটাও একটা ইচ্ছা।আপনার চ্যালেন সাবস্ক্রাইব করলাম
ধন্যবাদ,,, আমি ৪৭ বিসিএস সার্কুলার প্রকাশ হওয়ার পর থেকে কেমন একটা কনফিউশান মূলক দুশ্চিন্তায় ভুগছি।। বুঝে উঠতে পারছি না কি করব,,,একটা 8:048:04 বিসিএস শেষ হয় ৫ বছর, তো বিসিএস প্রিপারেশন নিবো না কি অন্যটায় চালিয়ে যাবো,, বার বার হিসাব করে দেখি অন্য একটি জব করলে সেখানে ৫ বছর পর এ প্রমোশন পাওয়া যায়,,,, অন্য দিকে ৫ বছর পর বিসিএস দিয়ে সবে চাকরির যোগদান হয়,,,,। এই ভেবে আমি এখনও ডিসিশন ফাইনাল করতে পারছি না,,,,,আপনার ভিডিও টি দেখলাম তো আর একটু চিন্তা করি,,,,,।
এই ভিডিও দেখার পর বিসিএস ক্যাডার হওয়ার জন্য আগ্রহটা আরো বেড়ে গেলো। কারন, যারা এসব কথা চিন্তা করে পিছিয়ে থাকবে ঐ সুযোগেই আমি এটা ক্র্যাক করার জন্য যুদ্ধ করব ইনশাআল্লাহ...
@@juelrana9182ব্রো, ২ বার যারা এইস এসসি ফেল করেছে, তারা মেধার অভাবে ফেল করেনি । সুশান্ত পালের মত ছাত্র যে কিনা এইসএসসিতে ফেল করে এখনো পর্যন্ত বিসিসের রিটেনে সর্বোচ্চ স্কোরার, তাকে কি আপনি বলতে চান যে, তিনি ঢ্যাং ঢ্যাং করে বিসিএস ক্যাডার হয়ে গেছেন !? হাউ ফানি ! ঐসব খবর শুধু কান দিয়েই শুনেছেন, অনুভব করেননি ।
আপনার কথা অনেকাংশেই সঠিক যে, BCS ক্যাডার হতে হলে এর কোন নিশ্চয়তা থাকে না যে, হবে কি হবে না। তারপরেও একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকলে অনেক কাজ করতে হয়, এটাও স্বাভাবিক, কিন্তু মানুষ মনে করে যে, সেখানে শুধু আরাম আর আরাম। তবে এ বাদে আপনি যেগুলো বুঝাতে চেয়েছেন সেগুলো তো অযৌক্তিক, আমার কেন বাক-স্বাধীনতা থাকবে না? যাইহোক, অনেকভাবেই জীবনকে ইনজয় করা যায় যদি ইচ্ছা থাকে।
এই প্রথমবার কোন ভিডিও দেখতে পেলাম যেখানে বিসিএস এর অন্ধকার দিক এত সুন্দরভাবে, পর্যাপ্ত যুক্তির সাথে তুলে ধরা হল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটা অবিশ্বাস্য টপিক নিয়ে ভিডিও করার জন্য। আমি এখনও বুঝিনা এচএসসি পাশ করে, ভার্সিটিতে ৪-৫ বছর একটা নির্দিষ্ট বিষয়ে অনার্স-মাস্টার্স শেষ করার পর পুনরায় স্কুলের বিষয়গুলো পড়ে চাকরিজীবনে কি কাজে আসবে! এর চেয়ে ভালো এসএসসি পাশ করেই বিসিএস এর প্রস্তুতি নেওয়া। অযথা এচএসসি, অনার্স-মাস্টার্স করে কি লাভ, যদি ঘুরে-ফিরে স্কুলের পুরনো বিষয়গুলোই পরতে হয় বিসিএস এর জন্য!
What about the people who don’t have enough money to settle outside of the country. Sometimes family responsibility couldn't let them go.. Then what options they have? Studying in some public or national University and then go for bcs.. That's the ultimate scenario for most of the people
Amar mone hoy BSC manus tokhon e dei jokhn tara theke jai.. Tader samne jokhon r kisu korar thake na tokhon... Ami personally jodi kokhon o ei exam er preparation nei tahole kono na kono thekai pore e nibo.. Allah jeno na dewai.. Amin
ভাই এত সত্য কথা বইলেন না কিছু ঘুষখোরের পোলা কমেন্ট এর নিচে কান্নাকাটি করবে কিন্তু আপনার যদি মনে হয় আমি ঘুষ না খেয়ে বাড়ি সম্পদ না করে বিসিএস ক্যাডার হয় জনগণের চাকর হব মানুষের সেবা করব brother you are a chad🗿this world need people like you
Arektu analysis dorkar.. Jara sesh porjonto cadre hoi tara English, technology, critical thinking egula te khuboi excellent hoy.. apni hoito janen na je cheleta sudu gk mukhosto kore cadre hote chay she kokhonoi cadre hote parbeena.. valo English likha ar analytical skills adapt na kora porjonto bcs hote parbena😊
সময় কেড়ে নেয়া নয়।সময়টাকে উপযুক্ত স্হানে কাজে লাগানো। আর বড় চাকরির জন্য পড়া বেশি সময় ও লাগে বেশি। আর গার্ল ফ্রেন্ড মানে তো পাপ কামানো। আর চাকরি করা মানে ক্যারিয়ারটাকে গড়া। আপনার মত ন্যাগেটিব চিন্তা ধারার মানুষই পারে এ ধরনের ভুলভাল চিন্তা করতে
@@MimAkter-zo2lg টাকা ছাড়া ভালোবাসা জানালা দিয়ে দৌড় দেয়। আপনি নিজেও কখনো টাকা না কামানো- যোগ্য ছেলেকে বিয়ে করবেন না । আমার নিজের girlfriend ই - আমি income করি না জন্য আমাকে ছেড়ে চলে গেছে। টাকার পাল্লায় আমাকে মেপে গেছে। আমার মতো ঘটনা সমাজে প্রতিনিয়তই ঘটছে। আমি কারো প্রেমের বিরুদ্ধে কমেন্ট করিনি। আপনি কমেন্ট ও ভিডিওর বিষয়বস্তু না বুঝে reply করেছেন আপু। দয়া করে ভিডিওটা ভালো করে দেখুন।
@@MimAkter-zo2lg আপনি কমেন্ট ও ভিডিওর context না বুঝে কমেন্ট করেছেন। টাকা না কামালে ভালোবাসা জানালা দিয়ে দৌড় দেয়। ফাকা পকেটের পুরুষকে আপনি নিজেও বিয়ে করবেন না। BCS এ না টেকা বেকার ছেলের সাথে আপনার বাপ কেন-পৃথিবীর কোনো বাপই বেটি দিবে না। BCS এর আশায় ছেলেপুলে এখন সবই হারাচ্ছে even girlfriend ও। আর পাপের আলাপে - আপুর হালাল রিলেশনশিপ নাকি🤣 কেউ আপনার brainwash করেছে। তাও আমি প্রেমের বিপক্ষে কথা বলিনি। আপনি কমেন্ট ও ভিডিওটা বুঝেনই নি। এটা আপনার নিতান্তই অজ্ঞতা, নিজেকে পাবলিক্যালি হাসি তামাশার পাত্র বানালেন🤣🤣🤣
Best is if you can go abroad. Being an honest officer, you won't earn much at civil service. There will be financial crisis for sure. If you become corrupted, that is a different issue though..
অত্যন্ত দুঃখের সাথে আপনাকে জানাচ্ছি সার্বজনীন পেনশন স্কিম বিসিএস ক্যাডারদের সবার উপর খাটে না। শুধুমাত্র যে সকল সরকারি প্রতিষ্ঠান স্বয়ংসম্পূর্ণ তাদের জন্যই সার্বজনীন পেনশন স্কিম খাটবে। তাই বিসিএস এডমিন, পররাষ্ট্র, আয়কর এরা সব সময় সার্বজনীন স্কিমের আওতার বাইরেই থাকবে।
কথাগুলো সত্যিই ভালো লাগছে....... ভিডিওতে GF এর বিষয় নিয়ে কিছু না বললে ভিডিওটা শেয়ার করতাম....😅😅😅 তবে GF এর জায়গায় অন্য কোনো উদাহরণও দেওয়া যেতো....... এতোগুলো বাস্তববাদী কথার মধ্যে একটা নোংরা বিষয় নিয়ে কথা না বললেও পারতেন.....
একজন এডমিন ক্যাডার কেমন দোচনে থাকে আর কাজের চাপ দেখলে অর্ধেক পোলার বিসিএস ফ্যান্টাসি উড়ে যাইতো। সেসাথে এর কাজের প্রেশারের তুলনায় সামান্য স্যালারি।অফিস পলিটিক্স আর প্রত্যন্ত অঞ্চলের পোস্টি এর কথা না হয় বাদই দিলাম
আমার অপ্রকাশিত কথাগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ। আমাদের সবার উচিত দক্ষতা অর্জনের দিকে গুরুত্ব দেওয়া।
প্রথম কোনো ভিডিও পেলাম যারা আমার এই না বলা কথাগুলো তুলে ধরলো❤ অসংখ্য ধন্যবাদ
আপনাকে ও ধন্যবাদ ভাই।
অনেক সুন্দর বলেছেন।আমার দেখা সেরা ভিডিও।এই ভিডিওটা তৈরির মাধ্যমে আপনি দেশের ডাক্তারদের থেকেও বেশি অবদান রাখলেন।আমার চোখে জল চলে এসেছে।আমি উচ্চমাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেব কিন্তু আমি এখন থেকেই বিসিএস কে পরোয়া করিনা।
আমার সাধ্য থাকলে আমি এই ভিডিওটি সবাইকে দেখাইতাম
আমার দেখা সব থেকে শিক্ষামূলক কিন্তু আন্ডার রেটেড চ্যানেল!
thanks boss
@@spillthestory.official 😍
কথাগুলো চরমভাবে মিলে গেল and very impressive storytelling
ভাবতে অবাক লাগে এতো কম সাবক্রিপশন নিয়ে এতো সুন্দর ভিডিও বানালেন কিভাবে, ভিডিও কোয়ালিটি না টপিক টা অনেক সুন্দর 💕
সবই আল্লাহপাকের ইচ্ছা।
আমি এসএসসি ব্যাচ ২০২৪। আমার ইচ্ছে ছিলো বিসিএস দেওয়া। কিন্তু এখন ভাবছি বিসিএস দেব না।দেশের বাইরেও যাবো বরং দেশে থেকেই দেশের জন্যে কাজ করবো।
আমার বিশ্বাস! আমারা কিশোর -কিশোরীরা যদি চাই তাহলেই আমরা আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো! এর জন্য আমাদের আত্মবিশ্বাসী, সৎ, পরিশ্রমী ও বিবেকবান মানুষ হওয়া অত্যান্ত জরুরী!
আমিও ২০২৪ এর এইচএসসি পরীক্ষার্থী, আমার ও ইচ্ছে দেশে বসে কিছু করা।
বাস্তব এবং সঠিক সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ। আপনার এই বিষয়টি খুবই সময়োপযোগী
সবে মাত্র অনার্সে উঠলাম বিসিএস এর জন্য এখন থেকেই পড়ব ভেবেছিলাম।তবুও মনে কেমন যেন ভয় ছিল।এত সুন্দর দিক নির্দেশনা দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া ।প্লিজ এমন আরো ভিডিও বানানোর জন্য অনুরোধ করছি। এতে করে অনেকের চোখ খুলে যাবে 🥹
একই চিন্তা আমারো,,সবেমাত্র অনাসে উঠলাম
শেষের লাইনটা আমাকে মুগ্ধ করলো!!ওটার পিছনেই আছি,,,সবাই দোয়া করবেন
আমার পরিবার ও অনার্সের ওঠার আগেই বলে বিসিএস দিবি।তাদের এসব ফালতু পরামর্শ স্কিপ করে স্কিল বাড়াচ্ছি এবং বাহিরে যাওয়ার জন্য প্রিপ নিচ্ছি
বাইরে যাওয়ার বুদ্ধিটা অবশ্যই সেরা!
ধারাবাহিকভাবে এমন কোয়ালিটিফুল ভিডিও দিতে থাকলে অনেকদূর যাবেন।
আপনিই একমাত্র আমার মনের কথা বললেন ভাই। পাবলিক ভার্সিটিতে চান্স পাইনি। এটাকে আমি ব্যার্থতা না ভেবে সফলতার একটা লক্ষ্মণ ভাবতে শুরু করেছি। আমি পড়াশোনার পিছনে ফালতু সময় ব্যয় না করে লক্ষের দিকে এগিয়ে যাওয়ার ধান্দা করছি। তাই এখন শুধু স্কিল এর পিছনে ছুটছি।আমার লক্ষ দেশের বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর হবো। দোয়া করবেন
আপনার জন্যে শুভকামনা রইলো ভাই।
খুব ভালো করছেন জীবনে ভাই এগিয়ে যান ভাই আপনার জন্য রইল শুভকামনা। কিন্তু একটা কথা ভাইয়া আপনাকে কে বলছে যারা পড়াশোনা করে তারা ফালতু কাজে সময় ব্যয় করে!! পড়াশোনা করে কোটি কোটি টাকা, খ্যাতি কামানো সম্ভব যদি সেটাকে আপনি সেটার knowledge কে সঠিক জায়গায়, সঠিক অবস্থানে ব্যয় করেন!! পড়ালেখা আপনার জীবনে হয়তো খুব একটা কাজে লাগে নি, আপনি আপনার জায়গাতে এগুচ্ছেন। কিন্তু পড়াশোনাকে আপনি তুচ্ছ বলতে পারবেন না। আপনার ভবিষ্যৎ সন্তানাদিদেরকেও তো আপনি পড়াশোনা করাবেন তাই না তাহলে কেমনে কীভাবে পড়াশোনাকে ফালতু বলেন??! আপনি নিজেও কিন্তু এই সিস্টেমে আবদ্ধ!!
@@badboysactivities9737 ভাই আমি পাবলিকে না পড়লেও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ তথা ঢাকা কলেজে,সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট এ অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি।এখানে এসে যা বুঝলাম বাংলাদেশে একমাত্র আইন বাদে bcs এবং অন্যান্য ক্ষেত্রে আর কোনো সাব্জেক্ট এর ভ্যালু নাই। এখন আমি যদি আমার একাডেমিক পড়াশোনা চালিয়ে গিয়ে কোনো স্কিল অর্জন না করি তাহলে একটা সমায় আমার ক্যারিয়ার ০। তাই আমি ফালতু বলতে বাংলাদেশের এডুকেশন সিস্টেমকেই বুঝাচ্ছি যেখানে পড়াশোনা করে সিংহভাগ মানুষ বেকার থাকে। আমি পড়াশোনা চালিয়ে যাবো তবে ফুল ইফোর্ট থাকবে আমার স্কিল এর প্রতি। আমার বয়সতো ভাই কেবল ২০। আমি চাই না আর ৫ বছর পর আমার সিনিয়রদের মতো গ্রাজুয়েট শেষ করে রাস্তায় বেকার ঘুরি। আশা করি বুঝতে পেরেছেন😊
❤❤❤
" BCS কে স্বপ্ন বানানোর কোনো মানেই হয় না " 💕💕 লাইনটা Just অসাধারণ।
এতো দিন বিসিএস দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম।অনুপ্রেরণামূলক ভিডিও দেখতাম আর এইটাকে সহজ মনে হতো । পড়াশুনার ইচ্ছে হতো না তবু জোর করে বসে থাকতাম। কিন্তূ আজকে এই ভিডিও দেখে মনে হচ্ছে পড়াশুনার আগ্রহ আরো বেড়ে যাবে। কারণ এইটাকে এখন একটা চ্যালেঞ্জ হিসেবে নিবো আর এইটাই ইন শা আল্লাহ আমার সফলতার পথ দেখাবে।বলা বাহুল্য যে আমার বাড়িতে চার জন বিসিএস ক্যাডার আছে
@imraj4211 পরিশ্রম কখনো বেইবানি করে না। লক্ষ্যটা স্পষ্ট থাকলে কখনো পরিশ্রম বৃথা যায় না। 4লাখ যারা বিসিএস এ আবেদন করে তার মধ্যে সর্বোচ্চ 50হাজার স্টুডেন্ট পরিশ্রম করে। আর অন্যরা ভাগ্য ট্রাই করে। আপনি যদি পরিশ্রমী হন তাইলে আপনার compititor মাত্র 50হাজার
Try koren smart way te,, Valo kichu hoite parata apnader blood er moddhei ase...
আপনার জন্য শুভকামনা।
@@0.-io437 tnx
Amar basar sobai bcs
বিসিএস নয় নিজেকে দক্ষ করে গড়ে তোলা উচিত, ধন্যবাদ ভিডিওটা শেয়ার করার জন্য ☺️👍 8:04
বিসিএস বা সরকারি চাকরি একটা মরীচিকা মাত্র । বাঙ্গালীর যখন বয়স ৩০ হয় তখন সে বুঝে এই পরীক্ষা না দিয়ে যদি টাকা গুলা জমাতে পারতাম তাহলে একটা ব্যবসা করতে পারতাম । যাদের আলাদিন চেরাগের বাপ-দাদার কৌটা আছে তারাই পরীক্ষা দিয়েন । আমি নিজেই এখন আর সরকারি পরীক্ষা দেই না তাই প্যারাও নেই না ।
Matro 700 takay bebsa kora jay
শুধু ৭০০ টাকায় হয় না ভাই বই কিনা কোচিং প্রাইভেট এ অনেক টাকা চলে যায় পাশাপাশি সময়ের ওতো একটা মূল্য আছে@@MdNazmulBitgetbtc-vt3rs
যতদিন টাইম লস করছে। এই টাইম পড়াশোনার পিছনে যে টাকা ব্যয় করছে তার হিসাব বুঝিয়েছে। @@MdNazmulBitgetbtc-vt3rs
Exceptional and motivational video.
Keep it up brother ❤❤❤
খুবই ভালো উদ্যোগ, আপনার ভিডিও দেখে একজনও যদি বিসিএস থেকে দূরে থাকে তাতে আমার কম্পিটিশন কমবে। ধন্যবাদ আপনাকে
কয়েকদিন পরে দেখবো আপনি রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন😂
the great chagol
But আপনি BCS হবেন না।
👍👍👍👍
😂😂😂
বলার মতো ভাষা নেই এত সুন্দর ভাবে তুলে ধরেছেন।
আপনার মত ইউটিউবার দেয় স্বাধীন দেশের মানুষদের আরও যুগের সাথে মানানশীল জ্ঞান সচেতন তথ্য দেবার জন্য ধন্যবাদ | এভাবেই দেশের মানুষের জন্য কাজ করে যান | দেশ কে কুসংস্কার থেকে দূরে রাখি
খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যারা চায় অন্যের পা চাটবে না তাদের জন্য।
আমার জীবনে দেখা শ্রেষ্ঠ ভিডিওগুলোর মধ্যে একটি ❤❤❤😢😢😢
যে যেভাবে সফল হতে পারে। তাই বলে আমার উপর বিসিএস সরকারি চাকরি এগুলো চাপিয়ে দেওয়া যাবে না। 😢😢
You deserve A Million Subscribers ❤
থ্যাংকস ভাই!
দারুন,BUT সকল জাগায় একমত হতে পারিনি ,
bcs সিলেবাস কোন কাজে লাগে না,এ টা ভুল কথা।
সিলেবাস শেষ করলে ইংলিশ লিখিত+থিংকিং +রিডিং + মৈখিক যোগাযোগ দক্ষতা,গণিত সমাধান +মেন্টাল এবিলিটি বাড়ে অনেক গুন। ক্রিটিকাল থিংকিং দক্ষতা তৈরী হয়। দেশ +আন্তজাতিক বিভিন্ন তথ্য জানা যায় ,সম্প্রতি জ্ঞান ,কার্যপ্রণালী সম্পর্কে জানা যায় ,এই
সবগুলো জ্ঞান দিয়ে টাকা ইনকাম হবে না ঠিকই কিন্তু মানুষের মানসিক বিকাশ +চিন্তাশক্তি উন্নত হবে,কনফিডেন্স তৈরী হবে।
জীবনে অর্থ সব নয় ,আবার অর্থ প্রয়োজন ।
মূল কথা bcs জীবনের এক মাত্র উদ্দেশ নয়.
আর হারাম সম্পর্ক gf প্রোমট করা থেকে বিরত থাকবেন অনুরোধ করছি যদি মুসলিম হন। thank u
শিক্ষা কখনো বিফলে যায় না৷
@@shariarjafor5233 bortoman sikha 95% bifolei jai.
Right vaia
@@shariarjafor5233egula abeger kotha vai
আপনার এই কথা তখনই প্রমাণিত হত যখন বিসিএসের পড়াশোনা পর বিসিএস না হলেও তারা অন্যান্য কম্পিটিটিভ জবে ভালো করতে পারত
আপনার ভিডিও অনেক দারুন হয়েছে আপনি সব সত্য তুলে ধরেছেন। সবার বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন থাকা উচিত নয়। যদি কারো থাকে তাহলে সেটা মন থেকে থাকলে ভালো। আর যদি শুধু সম্মান সরকারি চাকরির আশায় থাকে তাহলে প্রজেক্ট লস
অনেক সুন্দর মোটিভেশন❤ ভীষণ ভীষণ ভীষণ ভালো লাগলো
ধন্যবাদ আপনাকে!
ভিডিও টা Underrated এই থেকে যাবে।
ধন্যবাদ ভাই আমি আপনার সাথে একমত। তবে আসল সমস্যা হচ্ছে প্রাইভেট কোম্পানি গুলো তে কেমন সুযোগ সুবিধা এবং টপ লেভেল এ যেতে কি প্রয়োজন তা কেউ জানেনা। এ বেপারে কেউ ভিডিও করে না। তাই সবাই সরকারি চাকরি এর পিছনে।
যদি পারেন এই সম্পর্কে আপনি ভিডিও করিয়েন
এতদিনে আমার মতামতের মতো একটা ভিডিও পেলাম।
ধন্যবাদ ভাই এত সুন্দরভাবে বিষয়টা বিশ্লেষণ করার জন্য
You deserve respect.
আজকে পাশের রুমমেট এর থেকে বিসিএস এ প্রশ্নব্যাংক টা এনে ছিলাম পড়ার জন্য,ভাবতেছি কাল ফেরত দিয়ে আসবো।😊
ধন্যবাদ আপনাকে এই সত্য সবার সামনে আনার জন্য।
❤❤❤❤❤কাওকে পেলাম একজন মুক্ত চিন্তার অধিকারী ❤❤❤❤❤❤❤❤ বুকভরা নিঃশাস নিতে পারলাম
আমি বিসিএস দিবেনা আমার এইসব ইচ্ছা কখনোই ছিলোনা।তবে আমি ইংরেজিতে অনাস কম্পিলিট করেও আমার স্বপ্ন হল একজন অনেক বড় উদ্যেক্তা হবার।মানে হল বড় ব্যবসায়ী হবার,পাশাপাশি আমি ফিল্যান্সার☺️।আমি ওনলাইনে জীবনে অনেক বড় হতে চাই🥰এটাও একটা ইচ্ছা।আপনার চ্যালেন সাবস্ক্রাইব করলাম
ধন্যবাদ,,, আমি ৪৭ বিসিএস সার্কুলার প্রকাশ হওয়ার পর থেকে কেমন একটা কনফিউশান মূলক দুশ্চিন্তায় ভুগছি।। বুঝে উঠতে পারছি না কি করব,,,একটা 8:04 8:04 বিসিএস শেষ হয় ৫ বছর, তো বিসিএস প্রিপারেশন নিবো না কি অন্যটায় চালিয়ে যাবো,, বার বার হিসাব করে দেখি অন্য একটি জব করলে সেখানে ৫ বছর পর এ প্রমোশন পাওয়া যায়,,,, অন্য দিকে ৫ বছর পর বিসিএস দিয়ে সবে চাকরির যোগদান হয়,,,,। এই ভেবে আমি এখনও ডিসিশন ফাইনাল করতে পারছি না,,,,,আপনার ভিডিও টি দেখলাম তো আর একটু চিন্তা করি,,,,,।
এই ভিডিও দেখার পর বিসিএস ক্যাডার হওয়ার জন্য আগ্রহটা আরো বেড়ে গেলো। কারন, যারা এসব কথা চিন্তা করে পিছিয়ে থাকবে ঐ সুযোগেই আমি এটা ক্র্যাক করার জন্য যুদ্ধ করব ইনশাআল্লাহ...
কেউ পেছাবে না। সবাই সোনার হরিণ ধরতে ব্যস্ত
😂
😂
Sabas bro..
@@ongkonhamim5476 Thank you so much bro❤️
Alhamdulillah ekta govt job kori r job er pasa pasi bcs preparation o nicci...allah amr sohay hole in shaa allah ami parbo🤲🤲
বাংলাদেশের সকল নাগরিকেরই একবার হলেও এই ভিডিওটা দেখা দরকার
Excellent presentation 👌
What a video! What a video! Such an awesome analysis!
Thank you
প্রতিটা কথাগুলোতে যুক্তি আছে ❤❤❤
এটা সত্য যে, BCS এ বসার আগেই হিসাব করতে হবে - আমি BCS এর যোগ্য কি না???
kivabe bubo jekhane 2 bar hsc fail der job hoi
@@juelrana9182সেরা রিপলাই 😂😂😂😂
good reply
@@juelrana9182ব্রো, ২ বার যারা এইস এসসি ফেল করেছে, তারা মেধার অভাবে ফেল করেনি । সুশান্ত পালের মত ছাত্র যে কিনা এইসএসসিতে ফেল করে এখনো পর্যন্ত বিসিসের রিটেনে সর্বোচ্চ স্কোরার, তাকে কি আপনি বলতে চান যে, তিনি ঢ্যাং ঢ্যাং করে বিসিএস ক্যাডার হয়ে গেছেন !? হাউ ফানি ! ঐসব খবর শুধু কান দিয়েই শুনেছেন, অনুভব করেননি ।
Akdom sodhik bolechen.....aita vable ar 4lakh+ porikkharti hoto na
Mind blowing video brooo 🔥🖤
চরম সত্য কথাগুলো তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ!
অসাধারণ আলোচনা ভাই।মানুষের সচেতন হওয়া উচিত
😊😊😊😊😊😊
এই ধরনের ভিডিও এর অপেক্ষায় ছিলাম
আপনার কথা অনেকাংশেই সঠিক যে, BCS ক্যাডার হতে হলে এর কোন নিশ্চয়তা থাকে না যে, হবে কি হবে না। তারপরেও একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকলে অনেক কাজ করতে হয়, এটাও স্বাভাবিক, কিন্তু মানুষ মনে করে যে, সেখানে শুধু আরাম আর আরাম। তবে এ বাদে আপনি যেগুলো বুঝাতে চেয়েছেন সেগুলো তো অযৌক্তিক, আমার কেন বাক-স্বাধীনতা থাকবে না? যাইহোক, অনেকভাবেই জীবনকে ইনজয় করা যায় যদি ইচ্ছা থাকে।
Jajakallahu khairon thanks for this video 🎉
Mashallah, excellent presentation, i also think BCS is a type of pandemic, Allah knows best.
Yes, you are right
এই প্রথমবার কোন ভিডিও দেখতে পেলাম যেখানে বিসিএস এর অন্ধকার দিক এত সুন্দরভাবে, পর্যাপ্ত যুক্তির সাথে তুলে ধরা হল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটা অবিশ্বাস্য টপিক নিয়ে ভিডিও করার জন্য। আমি এখনও বুঝিনা এচএসসি পাশ করে, ভার্সিটিতে ৪-৫ বছর একটা নির্দিষ্ট বিষয়ে অনার্স-মাস্টার্স শেষ করার পর পুনরায় স্কুলের বিষয়গুলো পড়ে চাকরিজীবনে কি কাজে আসবে! এর চেয়ে ভালো এসএসসি পাশ করেই বিসিএস এর প্রস্তুতি নেওয়া। অযথা এচএসসি, অনার্স-মাস্টার্স করে কি লাভ, যদি ঘুরে-ফিরে স্কুলের পুরনো বিষয়গুলোই পরতে হয় বিসিএস এর জন্য!
বিসিএস পরীক্ষায় আবেদন করতে চাইলে প্রার্থীকে কমপক্ষে স্নাতক পাশ হতে হয়।
❤❤❤this is harsh reality 😔
What about the people who don’t have enough money to settle outside of the country. Sometimes family responsibility couldn't let them go.. Then what options they have? Studying in some public or national University and then go for bcs.. That's the ultimate scenario for most of the people
Apnar Storytelling + Video Editing khub bhalo. Just apnar content valo koren.
Well Said man. Hats off to you!!
আলহামদুলিল্লাহ বিসিএস থেকে আগেই সরে আসছি।যদিও আমার ৬ মাস চলে গেসিলো এর পেছনে।তবে দেরিতে হলেও বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ ❤
তুই এতদিন কোথায় ছিলি আজ থেকে তোকে ফলো করলাম জাস্ট এলজিক্যাল ভিডিও👤
This video is awesome.
The video quality is shockingly amazing.
thanks man!
Please brother
Will you tell me from where you collect these clips??
্নির্দিষ্ট কোন সোর্স নাই ভাই, স্টোরিব্লকস, ইউটিউব, গুগল যখন যেখান থেকে যা পাই।
Amar mone hoy BSC manus tokhon e dei jokhn tara theke jai.. Tader samne jokhon r kisu korar thake na tokhon... Ami personally jodi kokhon o ei exam er preparation nei tahole kono na kono thekai pore e nibo.. Allah jeno na dewai.. Amin
ভাই এত সত্য কথা বইলেন না কিছু ঘুষখোরের পোলা কমেন্ট এর নিচে কান্নাকাটি করবে
কিন্তু আপনার যদি মনে হয় আমি ঘুষ না খেয়ে বাড়ি সম্পদ না করে বিসিএস ক্যাডার হয় জনগণের চাকর হব মানুষের সেবা করব brother you are a chad🗿this world need people like you
এই ভিডিওটা সকল বাবা-মা এর দেখা উচিত ❤
❤
আমার কম্পিটিটর কমানোর জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য নিরন্তর শুভকামনা। 😊
বিসিএসে টিকে গেলে কৃতজ্ঞতাস্বরুপ উৎকোচ পাঠাতে ভুলবেন না :P
Mental
@@nishatfardinrussell22 হা হা হা
ওহ, অসাধারণ ভিডিও এডিটিং 🎉
Absolutely appreciated for the video❤
My pleasure!
পড়াশোনার আগ্রহটা আরো বেড়ে গেলো!! অবশ্যই আমি এই অসাধ্যকে সাধন করব ইনশাআল্লাহ...
ভাই আপনাকে অনেক ধন্যবাদ❤। ভাই আপনার জন্য দোয়া রইলো।
Life saving video. Hatts off !
Edit & Script both are top class
সময়োপযোগী ভিডিও ❤
Arektu analysis dorkar.. Jara sesh porjonto cadre hoi tara English, technology, critical thinking egula te khuboi excellent hoy.. apni hoito janen na je cheleta sudu gk mukhosto kore cadre hote chay she kokhonoi cadre hote parbeena.. valo English likha ar analytical skills adapt na kora porjonto bcs hote parbena😊
আমার মতে বিসিএস বা সরকারি চাকরি মানে হচ্ছে নিজেকে কৃত্রিম সুখ আর ভদ্রতার মোড়কে আবৃত করা।
আপনাকে কে বলছে?😅
@@ahmedsimanto7745 বাংলা বুঝেন না?
কমেন্টে বলাই আছে 'আমার মতে'
Entrepreneurship should be our destination.
Exactly that's what i was trying to make understand to my baba. And having zero work experience is so true!
Really??
Ekdom thik bolechen💖
আমার মনের কথা যুক্তিগুলোই বলে দিলেন।
আবেদ আলীর expose হওয়ার পরে ইউটিউব আমাকে এই ভিডিও সাজেস্ট করেছে😃
আপনার এই ভিডিও দেখার পরে আমার বিসিএস এর মোহ কেটে গেছে! আপনাকে ধন্যবাদ ❤
অনেক সুন্দর উপস্থাপনা, আসাধারণ হয়েছে
ভাই girl friend -এর বিষয় টা সেই লাগছে।👀💀
একজন UNO এর কি পরিমাণ প্যরা! তা নিজে স্বচক্ষে দেখেছি। সারাক্ষণ ব্যাস্ততায় আর মানসিক প্রেশারে থাকে
কেমন প্যারা? শুনতে চাই।
Right
চাকুরী করেছেন নাকি🙄
অসাধারণ উপস্থাপনা, ধন্যবাদ আপনাকে
সত্যি অসাধারণ ভাই ❤❤
BCS শুধু আপনার সময় নয়, Girlfriend ও কেড়ে নেয় 😂
সময় কেড়ে নেয়া নয়।সময়টাকে উপযুক্ত স্হানে কাজে লাগানো। আর বড় চাকরির জন্য পড়া বেশি সময় ও লাগে বেশি। আর গার্ল ফ্রেন্ড মানে তো পাপ কামানো। আর চাকরি করা মানে ক্যারিয়ারটাকে গড়া। আপনার মত ন্যাগেটিব চিন্তা ধারার মানুষই পারে এ ধরনের ভুলভাল চিন্তা করতে
@@MimAkter-zo2lg টাকা ছাড়া ভালোবাসা জানালা দিয়ে দৌড় দেয়। আপনি নিজেও কখনো টাকা না কামানো- যোগ্য ছেলেকে বিয়ে করবেন না । আমার নিজের girlfriend ই - আমি income করি না জন্য আমাকে ছেড়ে চলে গেছে। টাকার পাল্লায় আমাকে মেপে গেছে। আমার মতো ঘটনা সমাজে প্রতিনিয়তই ঘটছে। আমি কারো প্রেমের বিরুদ্ধে কমেন্ট করিনি। আপনি কমেন্ট ও ভিডিওর বিষয়বস্তু না বুঝে reply করেছেন আপু। দয়া করে ভিডিওটা ভালো করে দেখুন।
@@MimAkter-zo2lg আপনি কমেন্ট ও ভিডিওর context না বুঝে কমেন্ট করেছেন। টাকা না কামালে ভালোবাসা জানালা দিয়ে দৌড় দেয়। ফাকা পকেটের পুরুষকে আপনি নিজেও বিয়ে করবেন না। BCS এ না টেকা বেকার ছেলের সাথে আপনার বাপ কেন-পৃথিবীর কোনো বাপই বেটি দিবে না। BCS এর আশায় ছেলেপুলে এখন সবই হারাচ্ছে even girlfriend ও। আর পাপের আলাপে - আপুর হালাল রিলেশনশিপ নাকি🤣 কেউ আপনার brainwash করেছে। তাও আমি প্রেমের বিপক্ষে কথা বলিনি। আপনি কমেন্ট ও ভিডিওটা বুঝেনই নি। এটা আপনার নিতান্তই অজ্ঞতা, নিজেকে পাবলিক্যালি হাসি তামাশার পাত্র বানালেন🤣🤣🤣
Which software you use for this type of video editing?
মোস্টলি আফটার ইফেক্টস
খুব ভালো বলেছেন দাদা
English skill kmne barabo?kon gulo te focus dibo?
অনেক আগেই স্কিল ডেভেলপমেন্ট এর কাজ করছি।
অনার্স পড়াশোনা কমিয়ে এনেছি, সেখানে বিসিএস তো বিলাসিতা 🥴
kon sector e achen vai 😮
কিভাবে করছেন?
kon skill develop korchen ?
Spoiled the truth brother... 💯💥
Best is if you can go abroad. Being an honest officer, you won't earn much at civil service. There will be financial crisis for sure. If you become corrupted, that is a different issue though..
সার্বজনীন পেনশন(২০২৪ এর জুলাই) চালুর সিদ্ধান্ত হবার পর, বিসিএস এর মোহ এখন কেটে যাবে আশা করা যায়।
অত্যন্ত দুঃখের সাথে আপনাকে জানাচ্ছি সার্বজনীন পেনশন স্কিম বিসিএস ক্যাডারদের সবার উপর খাটে না। শুধুমাত্র যে সকল সরকারি প্রতিষ্ঠান স্বয়ংসম্পূর্ণ তাদের জন্যই সার্বজনীন পেনশন স্কিম খাটবে। তাই বিসিএস এডমিন, পররাষ্ট্র, আয়কর এরা সব সময় সার্বজনীন স্কিমের আওতার বাইরেই থাকবে।
আমি রাজস্ব খাতে।আমি ও সর্বজনীন পেনশনের আয়তামুক্ত থাকব বুঝতে হবে
To corrupt more
That means it's also a one kind of corroption
যা বুঝেন না, সেগুলো নিয়ে কথা বলতে আসেন কেন????
কথাগুলো সত্যিই ভালো লাগছে.......
ভিডিওতে GF এর বিষয় নিয়ে কিছু না বললে ভিডিওটা শেয়ার করতাম....😅😅😅
তবে GF এর জায়গায় অন্য কোনো উদাহরণও দেওয়া যেতো.......
এতোগুলো বাস্তববাদী কথার মধ্যে একটা নোংরা বিষয় নিয়ে কথা না বললেও পারতেন.....
এটা তো সত্যই। জিনিসটা ভাল মন্দ যাইই হোক, এক্সিস্ট তো করে তাই না? এমন জিনিস এড়িয়ে গেলে তো বাস্তবতাকেই এড়িয়ে যাওয়া হয়ে যায়।
মন্দ এড়িয়ে যাওয়া না যাওয়া সম্পূর্ণ নিজের ব্যাপার.....
আমার কাছে বিষয়টা অতিরিক্ত মনে হয়েছে তাই বললাম......
একজন এডমিন ক্যাডার কেমন দোচনে থাকে আর কাজের চাপ দেখলে অর্ধেক পোলার বিসিএস ফ্যান্টাসি উড়ে যাইতো। সেসাথে এর কাজের প্রেশারের তুলনায় সামান্য স্যালারি।অফিস পলিটিক্স আর প্রত্যন্ত অঞ্চলের পোস্টি এর কথা না হয় বাদই দিলাম
সবাই শুধু কয়েনের একসাইড টাই দেখে, অন্য পাশ টা দেখে না।
That's why i choose CA rather than BCS.
ভাল পাথ চুজ করছেন! চার্টার্ড একাউন্টেন্ট হওয়ার পথ কঠিন হলেও বিসিএসের তুলনায় অনেক রিস্ক ফ্রি। রিটার্ন ও ভাল।
Reply peye apnar mental position jante chassi
you are the best motivational speaker according to me.
জাতীয় ভার্সিটি নিয়ে একটা ভিডিও দেন?
ন্যাশনাল ইউনিভার্সিটি থাকা উচিত কিনা এই নিয়ে ভিডিও দিবো?
Ji
@@spillthestory.official হ্যাঁ ভাইয়া
best and well said
ধন্যবাদ আপু।
ভাই মাথা নষ্ট Content। JajakAllah
ধন্যবাদ ভাইয়া।