@@arefin.altitude.hunter অবশ্যই। সিঙ্গাপুর ২ দিন যথেষ্ট। তাছাড়া হোটেল খরচ ও ট্যাক্সি (সম্ভব হলে মেট্রো কার্ড দিয়ে বাস-মেট্রো ব্যবহার করা শ্রেয়) এত বেশি যে মধ্যবিত্তদের জন্য ২-৩ দিন এর বেশি থাকা একটু কষ্টস্বাধ্য। ৭ দিনে কুয়ালালামপুর -লাঙ্কাউয়ি করা সম্ভব। ১০ দিনের জন্য মোটামুটি ২ লাখ ২০-৩০ হাজার মিনিমাম ধরে রাখুন। ডলারের যে রেট এই খরচ আরও বাড়ার সম্ভাবনা আছে।
@@Laamseye ভাই আমি আপনার মালয়েশিয়ায় ভ্রমণ এর সব ভিডিও দেখছি। আমার শুধু জানতে চাই দেই zooএর ভিডিওটা আছে আপনি আপনার বাচ্চা নিয়ে যে ট্রেন এ করে ঘুরে দেখছেন সেটা কিzoo negara?
@@ContentClipperButterfly-kr3xt এটাকে একটা বাজেটে বলা মুশকিল। বিস্তারিত খরচ ডেসক্রিপশন এ দেয়া আছে। আবার কিছু কিছু খরচের তথ্য ভিডিওতে মুখে বলে দেয়া/ নিচে লিখে দেয়া আছে। প্লেন খরচ বাদে কুয়ালালামপুর ২ রাত ৩ দিন কাপল ট্যুর ২০-৪৫ হাজার এর মত লাগবে সব খরচ মিলিয়ে। ট্রান্সপোর্ট, হোটেল, খাবার, পার্কের এন্ট্রি ফি। ২০ এর কমেও হবে না তা না। তবে অনেক কিছু মিস হবে।
@@ContentClipperButterfly-kr3xt সাথে লাংকাউয়ি ধরলে খরচ একটু বাড়বে। সেটার খরচের হিসাব লাংকাউয়ি ভিডিও তে বিস্তারিত দেয়া আছে। সময় পেলে দেখে আসতে পারেন। ওটা আমার চ্যানেলের ভাল ভিডিওগুলোর মধ্যে একটি।
ইউজ স্ট্রলার পাওয়া যায় না। আমরা সৌভাগ্যক্রমে পেয়েছিলাম। সেলসম্যান বাংলাদেশি ছিল। সে কিছুটা সহযোগিতা করেছিল। যেকোন দেশে অবশ্যই যাওয়া যাবে। বাস, ট্রেন, লঞ্চ, এয়ার। বোডিং পাস এর সময় স্টিকার দিয়ে দিবে। প্লেনে উঠার আগে স্টলার জমা দিতে হয়। প্লেন থেকে স্টলার পাবেন লাগেজ বেল্টে।
Amazing presentation🎉🎉🎉
Thank you
অনেক ভালো লাগলো আপনাদের ভ্লগ
ধন্যবাদ ভাই। নতুন থাইল্যান্ড সিরিজ দেখার আমন্ত্রণ রইলো।
আমরা যেতে চাচ্ছি অক্টোবর মাসে
আপনাদের একটু হেল্প লাগবে
সম্ভব হলে সিঙ্গাপুর টাও এড করে নিন। সিংগাপুর এয়ারলাইন্সের একটু খোজ নিয়েন অফার চলছে কিনা।
@@Laamseye দশ দিনে কি মালয়েশিয়া সিঙ্গাপুর 🇸🇬 একসাথে হবে দুইজনের?
@@arefin.altitude.hunter অবশ্যই। সিঙ্গাপুর ২ দিন যথেষ্ট। তাছাড়া হোটেল খরচ ও ট্যাক্সি (সম্ভব হলে মেট্রো কার্ড দিয়ে বাস-মেট্রো ব্যবহার করা শ্রেয়) এত বেশি যে মধ্যবিত্তদের জন্য ২-৩ দিন এর বেশি থাকা একটু কষ্টস্বাধ্য। ৭ দিনে কুয়ালালামপুর -লাঙ্কাউয়ি করা সম্ভব। ১০ দিনের জন্য মোটামুটি ২ লাখ ২০-৩০ হাজার মিনিমাম ধরে রাখুন। ডলারের যে রেট এই খরচ আরও বাড়ার সম্ভাবনা আছে।
চমৎকার হয়েছে
ধন্যবাদ আপু
খুব ইনফরমেটিভ।অনেক ধন্যবাদ!
ধন্যবাদ। আশা করি ভ্রমণ বিষয়ক বাকি ভিডিওগুলো সময় পেলে দেখবেন। দোয়া করবেন। আপনার দিনটি শুভ হোক
অসাধারন !! মনে হল ২২ মিনিটে মালয়েশিয়া ঘুরে এলাম। পরের পর্বগুলোর জন্য অপেক্ষায় রইলাম ।
খুব খুশি হলাম আপনার আগ্রহ দেখে
well done
Thank you for your time to put comment. You can check our recent Thailand vlog: ruclips.net/video/5TtcuxSHy1E/видео.html
Onk vlo laglo vlo te
Informative 👍
Thank u so much for your appreciation
খুব সুন্দর হইসে তোদের ট্রিপ টা...
Thank you
আপনাদের নির্মল বিনোদন দিতে পেরে আমরা উচ্ছ্বসিত
Langkawi’s er vlog er jonno wait kortesi..
Zoo টার নাম কি?
@@badhanmiatul74 g2g petting zoo. এটা আর বার্ড পার্ক নিয়ে আলাদা ভিডিও আছে
@@badhanmiatul74 ruclips.net/video/AbHlqbl4ohk/видео.htmlsi=FARiwBi6JEywMH4n
@@badhanmiatul74 ruclips.net/video/f_aKNLCnNr4/видео.htmlsi=kHJ4TzHC_rAHT0Yh
@@badhanmiatul74 ruclips.net/video/f_aKNLCnNr4/видео.htmlsi=kHJ4TzHC_rAHT0Yh
@@Laamseye ভাই আমি আপনার মালয়েশিয়ায় ভ্রমণ এর সব ভিডিও দেখছি। আমার শুধু জানতে চাই দেই zooএর ভিডিওটা আছে আপনি আপনার বাচ্চা নিয়ে যে ট্রেন এ করে ঘুরে দেখছেন সেটা কিzoo negara?
Nice video
ধন্যবাদ ভাই।
অনেক সুন্দর হইছে ভাইয়া🌸🌼❤️
Thank u sien
Babur age koto r total cost kmn porcy bangla taka ay
ডেসক্রিপশন এ দেয়া আছে।
কুয়ালালামপুর-লাংকাউয়ি by road jawar kono option ache?
Ji ase. Ovee night bus journey kore, shokale ferry diye ocean cross kora lage. Khb beshi hard na. City comfortable
How much did it cost to travel from airport to hotel..?
Was it by grab...??
Yes, by grab. As far as i recalled RM 70-75 including highway tax.
@@LaamseyeMalaysia tour er total cost koto legechilo???
@@ContentClipperButterfly-kr3xt এটাকে একটা বাজেটে বলা মুশকিল। বিস্তারিত খরচ ডেসক্রিপশন এ দেয়া আছে। আবার কিছু কিছু খরচের তথ্য ভিডিওতে মুখে বলে দেয়া/ নিচে লিখে দেয়া আছে। প্লেন খরচ বাদে কুয়ালালামপুর ২ রাত ৩ দিন কাপল ট্যুর ২০-৪৫ হাজার এর মত লাগবে সব খরচ মিলিয়ে। ট্রান্সপোর্ট, হোটেল, খাবার, পার্কের এন্ট্রি ফি। ২০ এর কমেও হবে না তা না। তবে অনেক কিছু মিস হবে।
@@ContentClipperButterfly-kr3xt সাথে লাংকাউয়ি ধরলে খরচ একটু বাড়বে। সেটার খরচের হিসাব লাংকাউয়ি ভিডিও তে বিস্তারিত দেয়া আছে। সময় পেলে দেখে আসতে পারেন। ওটা আমার চ্যানেলের ভাল ভিডিওগুলোর মধ্যে একটি।
Baby er stroller ta koi theke kinsen ? Price please
Chowkit. Onek shop paben. Rm 100-200 er moddhei paben motamuti valoi qualityfull
Amra ektu khoja khuji kore used ekta niyechilam almost half price e
Okhane ki used stroller pawa jay? R eta niye ki onno country te jaoa jabe? By Air
ইউজ স্ট্রলার পাওয়া যায় না। আমরা সৌভাগ্যক্রমে পেয়েছিলাম। সেলসম্যান বাংলাদেশি ছিল। সে কিছুটা সহযোগিতা করেছিল।
যেকোন দেশে অবশ্যই যাওয়া যাবে। বাস, ট্রেন, লঞ্চ, এয়ার। বোডিং পাস এর সময় স্টিকার দিয়ে দিবে। প্লেনে উঠার আগে স্টলার জমা দিতে হয়। প্লেন থেকে স্টলার পাবেন লাগেজ বেল্টে।
kon devices die video koren?
Phone, not dslr
Which phone?? And model? @@Laamseye
13promax
কললামপুর মোট কতোদিন ছিলেন?
4 er moto
🖤🌸
Thank you
Stroller tar dam koto porechilo
50 Ringgit er moto. Kichuta used fresh condition e chilo. Emnei first hand nike 100-130 ringgit er moto lagtou.
Ticket price?
এখন টিকিটের দাম সর্বনিম্ন ৩৫ থেকে শুরু আসা-যাওয়া সম্ভবত। ৬ মাস আগে আমরা ২৮ এর মত লেগেছিল।
হোটেলে সকালের নাশতা ছিলো না
Buffet breakfast and it was wonderful.