স্বামী বা স্ত্রী বারবার পরকীয়া করছে, করণীয় কি? | Perspective Podcast | Ep

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии • 360

  • @yahiaamin
    @yahiaamin  Год назад +27

    📌 বিবাহিত পুরুষরা যেভাবে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে! : ruclips.net/video/6bA2JBMRPx4/видео.html
    📌 বিয়ে আমার পছন্দে নাকি বাবা-মার পছন্দে করবো? : ruclips.net/video/hN_3_U1HDWw/видео.html
    📌 Palky তে রেজিস্ট্রেশন করতে Visit করুনঃ palky.xyz/
    📌 Relationship & Intimacy কোর্সে এনরোল করতে ক্লিক করুনঃ cutt.ly/nwp7uzT6

    • @mdmasumbillah4026
      @mdmasumbillah4026 Год назад +1

      ভাইয়া আপনার সাথে কিভাবে জোগাজোগ করবো প্লিজ ভাইয়া অনেক দরকার।
      আপনার এপোয়েন্টমেন্ট কিভাবে পাবো সরাসরি দেখা করাটা অনেক দরকার। আর আনাকেই দেখাবো অন্য কাওকে না প্লিজ ভাইয়া হেল্প করুন

    • @spirulinabangladesh4875
      @spirulinabangladesh4875 Год назад

      @@mdmasumbillah4026 আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি যত সমস্যায় থাকেন সব কিছুর সমাধান একমাত্র ইসলাম দিতে পারে।ইসলামের সঠিক পথে হাঁটেন দেখবেন সমাধান পেয়ে যাবেন।

    • @sweetyparvin1773
      @sweetyparvin1773 Год назад

      Plz sir ai vedio ta banan

    • @amenabegum6781
      @amenabegum6781 Год назад

      কামরুন নাহার আপা ঠিক বলছেন।

    • @MdarzoomiahMdarzoomiah-vw7lv
      @MdarzoomiahMdarzoomiah-vw7lv Год назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤thanks good

  • @tahminaakther477
    @tahminaakther477 Год назад +6

    আপনাদের প্রত্যেকটা এপিসোড এতো ভালো লাগে,ভাষায় প্রকাশ করার নয়।প্রায় ৭০% ই আমার অবস্থার সাথে মিলে যায়।তাই অনেক কিছুর সমাধান পাই ভিডিও গুলা থেকে।জাজাকাল্লাহ খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাত।

  • @kamrunnaher4439
    @kamrunnaher4439 Год назад +218

    সাদিয়া যদি আনিছ সাহেব এর চরিত্র বুজতে অনেক দেরি করে ফেলে তাহলে, যেমন বিয়ের ষোল বছর , সন্তান এর বয়স চৌদ্দ। মুখ বুজে সহ্য করে সবকিছু সন্তান এর ভবিষ্যত ভেবে....আসলে বেশিরভাগ আনিস সাহেব চিরকাল একি থাকে, আর সাদিয়ারা সহ্য করে😢😢😢😢

  • @GameBrosClub
    @GameBrosClub Год назад +49

    পরকিয়ার একমাত্র শাস্তি মৃত্যু। কোনো ক্ষমা নেই এই পাপের।

  • @aahanachowdhuryaysha3353
    @aahanachowdhuryaysha3353 Год назад +50

    "রব যখন কাউকে খুব করে চান তখন সেই বান্দাকে সবদিক থেকে এভাবেই প্রচন্ড একা করে দেন,
    যেন সে তার রবকে খুঁজে পায় আর তার রবের ভালোবাসার দিকে ফিরে আসে"
    আলহামদুলিল্লাহ!
    -সংগৃহীত
    ILMAN Nafiya

  • @somapal118
    @somapal118 Год назад +11

    এটার গল্পের সাথে আমার অনেক মিল পেলাম।আজ ১৬বছরের সুন্দর বৈবাহিক সম্পর্ক আজ তিক্ততার দিকে।

  • @47.farjanamim83
    @47.farjanamim83 Год назад +22

    বিয়ের দুই মাসের মাথায় ই এই আনিস সাহেবের চরিত্র ধরা পরেছে।আজ দুই বাচ্চার মা,এতদিন ধরে দুনিয়াবি পরিক্ষা ধরে মুখ বুঝে আছি।আল্লাহ ঈমানের সাথে দুনিয়ার জীবন পার করাক এই ই চাওয়া।

    • @tabassumjannat9613
      @tabassumjannat9613 Год назад

      আল্লাহ সাহায্য করুন

    • @munirhussain1464
      @munirhussain1464 Год назад

      Biyer 6 den por jante pari se onno karo sathe,,,, akta baby hoice amder tai 3 yeras dore sob kico sojjo korci😢😢😢

    • @masumatuli6691
      @masumatuli6691 Год назад

      অন্যায় যে করে, আর অন্যায় যে সহে, তব ঘৃণ তারে যেন তৃণসম দাহে।

    • @lmt5410
      @lmt5410 11 месяцев назад

      2 মাসের মাথায় অনেক কিছু জানলাম

  • @asmaakter37
    @asmaakter37 Год назад +18

    এই আলোচনা থেকে অনেক কিছু বুঝতে পারলাম। আমার সিদ্ধান্ত সঠিক না ভুল সেটাও বুঝতে পারলাম। আল্লাহ আপনাকে অনেক ভালো জ্ঞান দিয়েছেন।ধন্যবাদ ইয়াহিয়া আমিন

  • @mstbonnabegum283
    @mstbonnabegum283 Год назад +59

    সব চেয়ে কষ্ট কি জানেন,,,,যার সাথে সংসার করছেন,তাকে আপনি বিশ্বাস করেন না,,,,যে আপনার সরলতার সুযোগ নিয়ে,,বার বার পরকিয়া করে,,, কিন্ত আপনি ঐ সম্পর্ক থেকে বের হতে পারেন না,, প্রথম কারন সমাজ,,২য় পরিবার,,,আর যদি একটা সন্তান থাকে তাহলে 😢😢😢😢😢😢😢 শুধু চোখের পানি

  • @mehjabinshanta
    @mehjabinshanta Год назад +53

    সবর করো, অপেক্ষা করো _!
    যতক্ষণ না ফয়সালা করেন আল্লাহ্।
    বস্তুত তিনি হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী।

  • @RafidurRahmanShopno
    @RafidurRahmanShopno Год назад +15

    আমার মনে আনিস সাহেবকে ভালো হতে হবে। তাহলে সবার সুখ ফিরে আসবে।এই সমাজে স্বামী সন্তান ছাড়া একা থাকা একটা মেয়ের জন্য কষ্টের।

    • @mdmishu9064
      @mdmishu9064 Год назад +1

      Kinto ei shomaj er anis shaheb golo kpkhon thik hoina

  • @rinaakter4074
    @rinaakter4074 Год назад +12

    স্যার আসসালামু আলাইকুম। আপনার এই ভিডিওটি হাজার হাজার পরিবারের সাথে মিলে গেছে স্যার।

  • @Itz_Seyam
    @Itz_Seyam Год назад +17

    স্যার আমি সবসময় আপনার ভিডিও গুলো দেখি । স্যার আপনার কথাগুলো আমার জীবনের সাথে মিলে যাচ্ছে । আমার সামীর চরিত্র এরকম ।

  • @nilufaryeasmin8978
    @nilufaryeasmin8978 Год назад +6

    ইয়াহিয়া আমিন এর প্রথম ভিডিও দেখলাম জীবনের সীমাবদ্ধতা
    এইটা দেখার পর আমি পাগলের মতো হয়ে গেছি। উনি আমার পছন্দের তালিকার ১ নম্বর এ চলে আসছেন।
    আমি জাস্ট ভাবতেছিলাম এইভাবে ও মানুষ পারে। এতো সুন্দর উপস্থাপন আর কতো গভীরতা সব ধরনের জ্ঞান এর।

  • @ruksanarima3482
    @ruksanarima3482 Год назад +13

    পুরুষের ২য় বিবাহের বিষয়ে ভিডিও বানান।

  • @rimirimu8254
    @rimirimu8254 Год назад +34

    ডির্ভোস নিয়ে আমিও অনেক ভালো আছি।
    অভিযোগ গুলো আর নেওয়া যাচ্ছিলোনা।
    দিনশেষে দোয়া থাকবে এটাই সবাই যেনো ভালো থাকে।

    • @mazharulislamakhund8878
      @mazharulislamakhund8878 Год назад +1

      আপা, আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন। আমিন।

    • @saadsadi-r6t
      @saadsadi-r6t Год назад

      @@zaforsadek-pz7uq Nogra r bishakto opoman jonok omanobik jibon korar cheye divorce diye shanti te pak pobitro life kora bhalo r chele meye der shothik shikhay shikhito kora bhalo.

    • @HSC-ICT-Class
      @HSC-ICT-Class 5 месяцев назад

      great decision ❤

    • @mynote9421
      @mynote9421 6 дней назад

      আমি ডিভোর্স নিয়ে অনেক ভাল আছি হাজারো কষ্ট কমে গেছে

  • @spirulinabangladesh4875
    @spirulinabangladesh4875 Год назад +61

    ভাই যাই বলেন না কেন, সব কিছুর জন্য দায়ী আল্লাহর বিধি বিধান না মানা, আমার যখন বিয়ে হয়নি তখন আমাকে অনেক ছেলে প্রপোজাল দিয়েছে , আমি তাদেরকে বলে দিয়েছি আমার উপযুক্ত হয়ে আমার বিয়ের বয়স হলে, তখন আমার জন্য বিয়ের প্রস্তাব দিবা আমার বাবাকে। এভাবেই তাদের বয়কট করেছি।এখন আমাকে কিছু দিন আগে আমার ব্যবসার শুত্র ধরে আমার সাথে কথা বলতে থাকে, আমার থেকে বিভিন্ন কিছু জেনে নেয়, তারপর ও আমার সাথে দেখা করতে চায় তখন আমি আল্লাহর ভয়ে সাথে সাথে তাকে ব্লক করে দিই।
    ইয়াহিয়া ভাই এসব কিছু বন্ধ হবে আল্লাহর আইন প্রয়োগ করলে।আপনি নিশ্চয়ই জানেন কি। আমাদের দেশে আল্লাহ আইন নাই কেন?আপনার কাছে অনুরোধ করি আল্লাহর আইন প্রয়োগ করার জন্য সরকারে প্রতি আবেদন করবেন।
    আল্লাহর আইন হল, বিবাহিত রা জিনা করলে পাথর নিক্ষেপ করে মারা না যাওয়া পর্যন্ত মারতে হবে। ভাই এটা যদি আমাদের দেশে আইন হয় এবং একটা দুটো প্রয়োগ হয় তাহলে সন্মানের ভয়ে সবাই ছেড়ে দিবে।ভাই আপনার সহযোগিতা চাই।

    • @spirulinabangladesh4875
      @spirulinabangladesh4875 Год назад +11

      আল্লাহর বিধান যতক্ষণ পর্যন্ত পুরো পুরি প্রয়োগ না-হয় ততক্ষণ এসব চলতে থাকবে।আসুন আমরা সবাই আল্লাহর আইন বাস্তবায়ন করি, আমরা সুবিধাজনক বিধান গুলো মানি, যেমন ঈদ, কোরবান এ-সব। এমন মানুষ আছে যারা সারা বছর নামাজ রোজা রাখে না কিন্তু ঈদ কোরবান মহাধুমধামে পালন করে।সুতরাং ইয়াহিয়া ভাই আপনার মাধ্যমে সবাই কে বলি সুবিধাজনক ইসলাম পালন না করে, পরিপূর্ণ ইসলাম পালন করি।ভাই বিশেষ করে আপনি যদি সিরিসলি সবাইকে বলেন তাহলে সবাই গ্রহন করবে।আপনার রুগী কমে যাবে মনে করে, বা ব্যবসা কমে যাবে মনে করে অন্য দিকে নেবেন না।আপনার কোরআন এবং বিজ্ঞান সিরিজ টা আমার ভাল লেগেছে। ভাই আপনার কথা এখন সবাই শুনবে সুতরাং এখনি শুরু করুন প্লিজ আল্লাহর সঠিক বিধান চর্চা করার। আমরা সুবিধাজনক বিধান গুলো পাশাপাশি অসুবিধা জনক গুলো ও মানতে হবে।ভাই আপনি জ্ঞানী মানুষ আপনাকে বেশি বোঝাতে হবে না।অনেক গুলো বিধানের মধ্যে সুবিধাজনক একটি ঈদের কথা বললাম,এখন অসুবিধা জনক একটা বলি সেটা হল যিনার শাস্তি তা হল বিয়ের পর কোন নর নারী যদি পরকীয় করে তাকে গর্ত করে সেখানে রেখে ""যতক্ষণ তার জীবন থাকে, ততক্ষন পর্যন্ত তাকে পাথর মেরে হত্যা করা"" এখন আপনি বলবেন এটা অমানবিক, এটা বর্বর,কেন রে ভাই???? একজন জেনা কারিকে আল্লাহর আইন মতে এই শাস্তি দিতে যান তখন সবাই বলবে ওর বাচ্ছা কে দেখবে? আরে ভাই বাচ্চার দায়িত্ব তো আল্লাহর, এটা মানেন নাকি না?এটাও বুঝিয়ে বলি, যেমন-প্রতিদিন হাজারো নিরহ নিশঃপাপ শিশু, করো মা,কারো বাবা বিভিন্ন দূর্ঘটনায় মারা যাচ্ছে এদের সন্তারদের কে খাওয়াবে বা কে লালন পালন করবে???প্রশ্ন রইল,,, এরকম হাজার ও বিধান আছে যা আমরা পাশ কাটাচ্ছি বলেই সমাজ, রাষ্ট্র বা বিশ্বের এই অবস্থা। এখানে কমেন্ট করতে অনেক কষ্ট হচ্ছে তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং বুঝে নিবেন।আমি সমাজের অসঙ্গতি নিয়ে কাজ করতে চেষ্টা করছি কিন্তু মহান আল্লাহর বিধান মানতে গিয়ে পেইজ নিয়ে আসতে পারছিনা বিধায় পিছিয়ে আছি, ইয়াহিয়া ভাই এর মত মানুষের হ্যাল্প আমার দরকার এই অসঙ্গতি নিয়ে কাজ করতে হলে। আমার বিষয় টা হল """ পুরুষ নির্যাতন""""এ বিষয় ট নিয়ে আপনার সাথে কথা বলতে চাই আমি, আমার নাম্বার দিলাম যদি আমাকে হ্যাল্প করার ইচ্ছে থাকে যোগাযোগ করবেন প্লিজ। 1813590492

    • @ChayonShaahOfficial
      @ChayonShaahOfficial Год назад

      Ami real love kore biye korsilam ..ar se beimani kore chole gese...so ekhon Ar kono biye noy ... Biyer bairei sob hobe..apnar niyom apni palon koren...sobar esob dorkar nei

    • @MUSLIMAISLAM-cr6fi
      @MUSLIMAISLAM-cr6fi Год назад

      Ami o tomar sate ekmot sab porokiya kora purus nari der pathor mara hok

    • @kironqueen4931
      @kironqueen4931 Год назад +1

      Agree

    • @sadiaislam1397
      @sadiaislam1397 Год назад

      Agree❤

  • @arifapushon7584
    @arifapushon7584 Год назад +18

    আমার জীবনে এতটা সহজ ভাবে আর সুন্দর ভাবে কেউ বোঝাতে পারেনি। ধন্যবাদ স্যার।

    • @nipa9102
      @nipa9102 Год назад

      এত সুন্দর বুঝানো সত্যি অসাধারণ,,,

    • @problemsolveinenglish7760
      @problemsolveinenglish7760 Год назад

      সত্যি বলতে কি আপনার বুঝানোর ক্ষমতা অসাধারণ।

  • @mstjesmin2507
    @mstjesmin2507 Год назад +4

    মনের কথাগুলো বলে ফেললেন। সম্ভব হলে আমি এখনি আপনার সাথে দেখা করতাম রিয়েলি 😢

  • @mehernigamaya668
    @mehernigamaya668 Год назад +10

    এত বছর পর মনে হলো যে সিদ্ধান্ত ভুল ছিলো না।❤️❤️❤️

  • @zarinsabah1896
    @zarinsabah1896 Год назад +14

    প্রতারণা তো প্রতারণাই তাই না?এটা যে ভাববে আমি যাই করছি সব ই আল্লাহ দেখছেন, জবাব একদিন উনার কাছে দিতে হবে তখন নিজেকে সংশোধন করা সহজ হবে বলে মনে করি।

  • @subhararoysaha95
    @subhararoysaha95 Год назад +5

    you are a very Educational person, so শুদ্ধ বাংলা ভাষা ব্যবহার করলে ভিডিও গুলোর glamour বেরে যায় আর শুনতেও ভালো লাগে।।
    INDIA 🇮🇳

    • @NusratJahan-qx4bq
      @NusratJahan-qx4bq Год назад

      Educated person

    • @rabibkachrah2192
      @rabibkachrah2192 Год назад

      আসলে বিদেশে যাতায়াত বা দীর্ঘকাল পড়াশুনা থাকলে, ২ টা ভাষার হযবরল হয়ে যায়। পিউরলি বাংলা বা ১ টা ভাষায় কথা বলতে গেলে অনেক সময় লাগবে যা অনেকের জন্য বিরক্তিকর। তবে চেষ্টা করা উচিত।

  • @habibajaved9794
    @habibajaved9794 Год назад +7

    পালকির জন্য শুভ কামনা রইলো। নেক উদ্যোগ। আল্লাহ্ কবুল করেন !

    • @chyafrin
      @chyafrin Год назад +1

      চেনলটির,, নাম,কি,বা,,সূচি,লিখে জানায়
      য়েন,,, ধন্যবাদ,স্যার,,, আপনাকে অনেক ধন্যবাদ,,এতো,,, সুন্দর, একটি,, বিষয়ে
      এর, জন্য,,,কথাটি,,শুনে, আমার, খুব,,
      লাগছে,,,সবাই,যখন টিভিতে,, দেখতে,
      পাইবে,,, জীবন, অনেক,,,পরিবর্তন হবে
      প্রত্যকটি,, মানুষের, জন্য, অনেক,উপকারে আসবে, আমিন

  • @Monaim100
    @Monaim100 Год назад +11

    সত্যি অসাধারণ হয়েছে যত দেখি ততই নতুন করে শিখতে চেষ্টা করি আরো ভালো হবার জন্য পথ খুঁজি। আপনারে আল্লাহ নেক হায়াত দান করুক।
    আপনার প্রোগ্রাম টি কোন টিভি চ্যানেলে ধারাবাহিক ভাবে প্রচার করলে মনে হয় গ্রামের মানুষ আমরা যারা আছি ভালো কিছু শিখতে পারবো সচেতন হতে পারবো।

    • @chyafrin
      @chyafrin Год назад +1

      সেটা,,,আপনার,, উপর নির্ভর,করা,যায়,
      স্যার,আপনি,, অনেক জ্ঞীয়ানি, একজন,
      গন্য মান্য,, ব্যত্তই,,,আপনি,যে,,কোন,
      একটি,চেনেলে, সিরিয়াল টি,দিতে,পারেন
      এতে করে,, অনেক,, মানুষের, জন্য,
      উপকারে, আসবে,, আমি,, জানি,, মানুষের,, জীবনে, বিশেষ করে ঐ সমস্যটি
      খুব খুব, বেশী,,,তাই,,, সবাই দেখতে চাইবে,আশা করি, আমিন,

  • @FarzanaAkterHani
    @FarzanaAkterHani 2 месяца назад +1

    আপনার কথা ১০০ % রাইট

  • @rebeccasultana2544
    @rebeccasultana2544 Год назад +2

    আনিস সাহেব আমার খুব পরিচিত একজন।

  • @mariamaktermitu7316
    @mariamaktermitu7316 Год назад +8

    এই বিবাহিত আনিস সাহেবদের কথাতো শুনলাম এবার অবিবাহিত আনিস সাহেবদের নিয়েও বলেন।

  • @hedayetullah8294
    @hedayetullah8294 Год назад +5

    পরকীয়া: প্রেম, পাপ, না মহা-পাপ ?
    One couple দু'জন বিবাহিত নারী, পুরুষ, একটা দম্পতি একে অপরকে আলিঙ্গন করলে তা প্রেম, প্রেম পূর্ণময়. একই নারী,পুরুষ বিবাহের পূর্বে একে অপরের ভালো লাগা থেকে পরস্পরকে ভালবাসলে সেটাও প্রেম. তবে, বিবাহ বর্হিভূত Physical attachment হলে তা পাপ, অপরাধ, শাস্তি যোগ্য অপরাধ ! একই নারী, পুরুষ যদি বিবাহ পরবর্তী অন্য কোনো X, Y নর, নারীর সাথে বিবাহ বর্হিভূত সম্পর্ক গড়ে তোলে তবে তা, মহা:পাপ! বিবাহ পরবর্তী সম্পর্ক, আপনি যাকে প্রেম ভাবছেন (Extramarital affair) সেটা প্রেম নই, তা মহা:পাপ! পরকীয়া মহা:পাপ! আপনার ধর্ম তাই বলে. পৃথিবীতে আপনার বেঁচে থাকার অধিকার-ই নেই! জ্বি, আপনি পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়েছেন!! যদি, আপনি একজন মুসলিম হন, আপনার ধর্ম ইসলাম হয়ে থাকে. আর, আপনি যদি Religious না হন, তবে সেটা ভিন্ন বিষয়..
    একই কর্ত্তা, একই কর্ম স্থান, কাল, পাত্র ভেদে কখনো তা প্রেম (পূর্ণ), কখনো পাপ, আবার কখনো মহা:পাপ !!!

    • @YeakubAli-b7y
      @YeakubAli-b7y Год назад

      নবী মোহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহ ছাড়া যেকোন সম্পর্ক জেনা হিসেবে গণ্য হবে।

    • @YeakubAli-b7y
      @YeakubAli-b7y Год назад

      নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা কোন নারীকে দেখে ফেলো, অতঃপর ভালোবেসে ফেলো, তাহলে তোমরা যাদেরকে বিয়ে কর।

  • @saymabegum7751
    @saymabegum7751 Год назад +14

    এখানে সাদিয়ার পার্টে আমি আছি😭

    • @ChayonShaahOfficial
      @ChayonShaahOfficial Год назад

      Purusher ekadhik nari lage sharik karone..dekhen ni allah 70 hoor keno dibe jannate ..1 ta holei ki hoto na...Take valo kore ja demand ta pura korun noyto kono kichui kono kaje asbe na.

    • @Hassan-xs4ng
      @Hassan-xs4ng 9 месяцев назад

      আমিও সাদিযা

    • @mdjoshim9981
      @mdjoshim9981 12 дней назад

      আমিও ছাদিয়া

  • @adoraduri7852
    @adoraduri7852 Год назад +1

    আগের ভিডিওতে আমি অনেক বড় একটা কমেন্ট করছিলাম ফেসবুক থেকে❤ 🥰 এই ভিডিওটা দিছেন ভালই লাগলো❤

  • @JahangirMorol-r8o
    @JahangirMorol-r8o Год назад +2

    আসসালামু আলাইকুম
    আপনার ভিডিও গুলো আমার
    খুবই ভালো লাগে এতো সুন্দর
    ভাষায় বলেন বার বার শুনতে দেখতে
    মন চায়

  • @wakilurrahman4601
    @wakilurrahman4601 Год назад +1

    Thanks sir, এত সুন্দর topics নিয়ে counselling করলেন, এতে সমাজ অনেক উপকৃত হবে

  • @tubatuba720
    @tubatuba720 Год назад +3

    খুবই অসাধারণ বলেছেন।

  • @sweet-gp2gf
    @sweet-gp2gf Год назад +3

    ভালো ছাদিয়া মাত্রই কষ্টের। ছাদিয়ার উচিত আনিছ সাহেব কে ছেড়ে না দিয়ে ভিবিন্ন কষ্ট দিয়ে, প্রতিশোধ নিয়ে। তারপর ছেড়ে দেয়া!
    কারণ।আনিছ সাহেবের কোনোদিন শিক্ষা হবে না। যদি ছাদিয়া ছেড়ে দেয় বা ছাড় দেয়, আনিছ সাহেব ভালো হোক বা না হোক,, তারতার শাস্তি অবশ্যই পাওয়া উচিত, 👍

    • @AmeAmelia-kb4hy
      @AmeAmelia-kb4hy 8 месяцев назад +1

      বিচারের দায়িত্ব নিজের হাতে না নিয়ে আল্লাহ ওপর ছেড়ে দিন আল্লাহ সব উত্তম বিচার এবং ন্যায় বিচারক

  • @beautyakondo3689
    @beautyakondo3689 Год назад +1

    স্যার আপনার গল্পটা শুনে খুব ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ।

  • @arifapushon7584
    @arifapushon7584 Год назад +2

    Totally the story of my life thank you so much I couldn't find the way.

  • @muntahaafshin3030
    @muntahaafshin3030 Год назад +5

    Anis saheber wife der besi kosto hoy hoyto baccader chere jete parbe na tai sarajibon ai kosto ta boye jay.

  • @chyafrin
    @chyafrin Год назад +3

    পুরুষদের,সব,অপরাধ,মেনে নেওয়া যায়,যদি,, একটি, জীবন সংগীর,প্রতি,
    গভীর, ভালবাসা, এবং, আবেগ প্রবণিত
    মুল্যবোধ, থাকে,সব, বিষয়ের,দিকে,
    যদি ও, তার মধ্যে, কোন,চাওয়া পাওয়ার, মূল্য বোধ না থাকে, তাহলে, জীবন, একেবারেই,, আঁচল,,থমকে,থাকে, জীবন, চলার,পথ,,তখন,বন্ধ, দুয়ারে
    কষ্টের,আহজারি,টা কেউ, শুনতে পায় না,

  • @AklimaLipi-x3g
    @AklimaLipi-x3g Год назад

    অনেক ভাবে বুঝানোর চেষ্টা করে আমি অপারগ হয়েছি। অবশেষে আমি দোশি হলাম। অন্যায় করে একজন সাজা পায় অন্য জন

  • @nargisakhter5980
    @nargisakhter5980 Год назад +3

    খারাপ কখনো গুন হয় না "খারাপ দোষ" আর "ভালো গুন"....

  • @nipa9102
    @nipa9102 Год назад

    অনেক ধন্যবাদ,, অনেক কিছু শিখলাম এই ভিডিও থেকে,, কিছু শিক্ষা নিলাম এই ভিডিও থেকে

  • @mehnazmonika6073
    @mehnazmonika6073 Год назад +4

    পুরুষদের ২টি বিয়ে নিয়ে ভিডিও বানাবেন প্লিজ।

    • @sabrinahaqueshoily3453
      @sabrinahaqueshoily3453 Год назад +1

      Apu biye aktae kora jay. 2nd marriage illegal. Apnar kew kore thakle case kore den.

  • @mehbubayasmin810
    @mehbubayasmin810 7 месяцев назад

    Very rightly apni bolechen ki korle valo thaka jai seta identify kore setar jonno nijeke prepare kora ta e important.

  • @nasrinsultana2746
    @nasrinsultana2746 Год назад +2

    এখানে যা বলা হয়েছে তাতে তো তিনজনই কষ্ট পাবে এবং কষ্টে থাকবে... যতই সব ভুলে জীবনে এগোনোর চেষ্টা করুক না কেনো...হ্যাঁ সময় ও অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে মানুষ হয়তো ভুলে যায় কষ্ট গুলো সাময়িক সময়ের জন্য কিন্তু মানসিক কষ্ট যায় না.. তাই এমন কোনো উপায় বলা উচিত যাতে তিনজনের কেউ ই কষ্ট না পায়.. যেহেতু সম্পর্কটা এখানে ভালোবাসার সেহেতু বিয়ের ওপরে অন্য কোনো উওম সমাধান হতে পারে না।কোরআন ও হাদীস এ তো এ ব্যাপারে পরিপূর্ণ সম্মতি দেওয়া আছেই তাহলে মানুষের বিয়ে করাতে এতো ভয় কিসের।হালাল সবকিছুতেই নিয়ামত অবশ্যই আছে। তাই লোকে কি বলবে না ভেবে এই পরিস্থিতিতে তিনজনের সম্মতি তেই বিয়ে করে সুখী থাকা উচিত। যেটা তে না মালিহা কষ্ট পাবে না আনিস সাহেব না সাদিয়া।

  • @আহতহিয়া
    @আহতহিয়া Год назад +1

    ধন্যবাদ।আমি একটু সস্তি পেলাম।

  • @oraclebcs30
    @oraclebcs30 Год назад +17

    ভাই আনিস সাহেবরা কখনো ভালো হবে না।😂😂

    • @chyafrin
      @chyafrin Год назад +1

      আনিস সাহেব,, কখনোই, ভালো,হবে না,
      তাই,,,একটি,,, জীবন এ,, যদিও তার,
      জীবন, সংগী,,টি,,, মনের মতো, না,হয় তাহলে,, মনে হয়,,,, জীবন এ,,কোথাও
      কেউ,,,, নেই,,, মনে হয়,,, আসলে,সবাই,আছে,, তার,জীবন, সংগী নেই পাশে,,,তাই,,সে, মেঘের আড়ালে লুকিয়ে থাকতে, চাই,সারাটি জীবন ধরে,

    • @rabiakhatun2501
      @rabiakhatun2501 Год назад

      আনিস মালিহা ভিডিওটা দেখে আসলাম

    • @lamisaakter545
      @lamisaakter545 Год назад

      আনিস সাহেব রা কখনো ভালো হবে না

  • @latifaakterqueen1526
    @latifaakterqueen1526 Год назад +1

    Bibahito jiboner jonno sundor akta somadhan..karon porokia dhongso kre felse onk boidho bibahito jibon

  • @mazharulislamakhund8878
    @mazharulislamakhund8878 Год назад +2

    আনিস সাহেবরা আমাদের প্রতিচ্ছবি।

  • @afraislam9147
    @afraislam9147 Год назад +2

    Thanks for making these videos

  • @nargisakhter5980
    @nargisakhter5980 Год назад +7

    যে মেয়ের বয়স ৩০, দুইটা ঘরের সংসার তার ইতিমধ্যে ভেঙ্গে গেছে..! স্বামীর পরকীয়ার কারণে।
    ২ঘরেই সন্তান আছে একটা করে... সে এখন কি করবে !😢

  • @Md.Masudranasp
    @Md.Masudranasp Год назад

    সার একদম রাইট কথা আপনার কথা অনেক বরসা পাই

  • @allamin7212
    @allamin7212 Год назад +2

    আপনার পরামর্শ অনেক ভালো লাগে।জাজাকাল্লাহ খাইরান

  • @Henafashionhijab
    @Henafashionhijab Год назад

    অসাধারণ বক্তব্য ব্রুো।

  • @farhana2681
    @farhana2681 Год назад +2

    দ্বিতীয় বিয়ে নিয়ে ভিডিও চাই ভাইয়া

  • @jannatulnayeem5100
    @jannatulnayeem5100 Год назад +1

    Anish Shaheber Empathetic na hawar karone Shadia & Maliha Koste ache...😓
    Allahotala jeno Anish Shahebke shothik jinish bojhar jonno hedaiet dan korun.
    Ameen.

  • @MuftiAlaminFaiziOfficial-pm1wg
    @MuftiAlaminFaiziOfficial-pm1wg Год назад +1

    সামার্থবান ব্যাক্তিদের জন্য দিতীয় বিবাহের ব্যাবস্হা সহজ হলে পরকীয়া অপরাধ কমে যাবে, কিন্তু নারিরা পরকীয়ার চেয়ে দিতীয় বিবাহ কে অপছন্দ করে এটা ঠিক নয়।

  • @md.alisarder5142
    @md.alisarder5142 Год назад +3

    ৩ জনকেই আল্লাহ ইসলামের ছায়ায় এনে সমাধান করে দিন। আমিন

  • @halimaringko5343
    @halimaringko5343 Год назад

    আপনি অনেক ভালো ভাবে বুঝিয়েছেন

  • @rabibkachrah2192
    @rabibkachrah2192 Год назад +2

    আমি তোমাকে ছাড়া বাঁচব না।
    বিশ্বাস করো, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারিনা। -
    এসব কথা অনেক টাই "ব্ল্যাকমেইল" এর মত কাজ করে, যদিও ভালোবাসার থেকেই বলা হয়। যার ফলে সম্পর্ক ভাল না জেনেও অনেকে বের হতে পারেন না।

  • @hasnahena9858
    @hasnahena9858 Год назад +2

    সাদিয়ার কাতারে আমি আছি ভাইয়া। সাদিয়ার দীত্বীয় ডিসিশন আমি নিয়েছি। কারন মা যেমন সন্তান কে ভালোবাসে আমি ও তেমন স্বামীকে।
    তাই যত কিছু হয় সম্পর্কে কিছু হতে দেই না।

    • @MistyPriyaChowdhury
      @MistyPriyaChowdhury Год назад

      Anis vai jibone valo hobena apu! Bar bar different maliha asbe apni dhorben ar apnr mental health er 12 ta bajbe😅

    • @muktaaktarnitu7214
      @muktaaktarnitu7214 Год назад

      সেইম

  • @ayeshatanzina6595
    @ayeshatanzina6595 Год назад +3

    Sadiader bolchi apnara istekhara Korte paren amio ekjon Sadia chilam ekjon Islamic scholer dia istekhara kore divorce r decision nie Alhamdullilah Amr Meyer nia Ami Valo Achi but Amr denmohor Meyer voronposon Kichu die nai ekono

  • @HabiburRahman-iq3hn
    @HabiburRahman-iq3hn 7 месяцев назад

    খুব ভালো লাগছে, কথা গুলো

    • @yahiaamin
      @yahiaamin  7 месяцев назад

      ধন্যবাদ

  • @rubirubi7469
    @rubirubi7469 Год назад +5

    Husband porokia kore paser barir vabir sathe ,vabir 2 ta chele maye ,vabi onek sundori ,5 years dore cholce vabir bor khub valo janena akono uni ,dabor onek sundor ,dabor vabir nesa sarte pare na , 2 jon manuser jnno koto kosto

    • @tamzeedislam4599
      @tamzeedislam4599 Год назад

      আপন দেবরের সাথে ভাবীর পরকীয়া??যে মহিলা পরকীয়ায় লিপ্ত,তার স্বামীর চেহারা কি সুন্দর না??আর আপনার স্বামী কেমন মানুষ!!ভাই হয়ে,ভাইয়ের পিঠে ছুরি মারছে😢😢

    • @farhasultana1751
      @farhasultana1751 4 месяца назад

      Apni vabir husband k sob janaben . Allah r kacha dua chan sob thik hoa jabe in sha Allah

  • @khairulmuhammad8190
    @khairulmuhammad8190 Год назад +3

    ইয়াহিয়া ভাই,
    সিনারিওটা যদি এরকম হয় যে সাদিয়া পরকীয়া করছেন,আনিস সাহেব না। এক্ষেত্রে আনিস সাহেবের করণীয় কি?
    এটাও কিন্তু সমাজের একটা এক্সিস্টেড সিনারিও। তাই এটা নিয়েও একটা ভিডিও আশা করছি।

  • @rupaakter8053
    @rupaakter8053 11 месяцев назад

    Golpota amr jiboner moto 😢akhn pray divorce er porjay😢janina ki hobe sobai amr jonno dua korben😭😭😭

  • @mdmishu9064
    @mdmishu9064 Год назад

    Ekdom thik. Eita shodo premer shomporko hole oikan theke shore ashte parben. But husband kore tokhon ko korbo????

  • @sarnasblogs
    @sarnasblogs Год назад +1

    আসসালামু আলাইকুম। আমার বোনের সমস্যা হলো তার স্বামী তার সাথে চিট করেছে। বিয়ের আগে সম্পর্ক ছিলো বলেনি বিয়ে করার দুইদিন পর বলে। আর আমার বোন দুলাভাইয়ের বিয়ে এক বছর হয়নি। এর ভিতর আমার বোন তার স্বামীকে অনেকবার হাতে না হাতে ধরেছে কিন্তু বার বার কোনো কারন দেখিয়ে এড়িয়ে গিয়েছে কয়দিন আগে আমার বোন তার নিজ স্বামীর মুখ থেকে শুনে যে সেই মেয়ে প্রেগন্যান্ট ছিলো এবং এবোরশন করেছে। আর সেই মেয়ে এখনো অনেক ভাবে আমার বোন কে খুচাতে থাকে। এখানে আমার বোনের কি করনীয়? সে খুব অসহায় সে আমার খালাতো বোন। তার পরিবার তার ভরন পোষনের দায়িত্ব নিবেনা। সে ক্ষেত্রে আমার বোন একদম একা। তার আসলে কি করা উচিত😢

  • @priyankakar8670
    @priyankakar8670 Год назад

    Ar jodi bibaho der khetre hoi to ki korbo ❤❤❤

  • @AbdullahAraf-q7v
    @AbdullahAraf-q7v 8 месяцев назад

    Sir story ta amr life er sathe mile gese.
    Ami Sadia,kalponik Sadia r amr situation akoi.
    Amr husband ak meyer sathe continue physical relation kore asche.
    Amr 11 maser 1 ta baby ache,ami pagol er moto hoye gesi.
    Amr husband k ami khub valobasi.
    Dowa korben sobai amr jonno amr husband jno porokia theke fire ase.

  • @muniasdelishaffairs9588
    @muniasdelishaffairs9588 Год назад +2

    ভাইয়া আমার একটা ফিটব্যক আছে, পালকির রেজিস্ট্রেশন ফর্মে date of birth ইনপুট দেয়ার যে ক্যালেন্ডার ফর্মেটটা দেয়া আছে ঐটা অনেক সময় সাপেক্ষ, আমার মনে হয় ৩টা কলামের (date/month/year) যে ক্যালেন্ডার ফর্মেটটা আছে সেটাতে অনেক কম সময় লাগে। যিনি ইনফরমেশন ইনপুট দিবেন তিনি শুধু up and down scroll করে বার্থ ডেট টা ইনপুট দিবেন। আশা করি বিবেচনায় থাকবে বিষয়টি। ধন্যবাদ

  • @farhana2681
    @farhana2681 Год назад +1

    Vaiya cheleder 2nd biye niye Video banan plz

  • @wilderrh
    @wilderrh Год назад +2

    Very nice 👍

  • @ummesalma902
    @ummesalma902 Год назад

    খুব ভালো ভিডিও

  • @raziasultana9515
    @raziasultana9515 Год назад +1

    Ekhetre dhoren mr Aniser kache ar tar bouke bhalo lagena tai se Malihar moto divorce howa ekjonke bhalobese biye korte cay Sadiyake divorce diye sei khetre kar ki kora ucit…plz janaben

  • @borshahossainborshahossain5126
    @borshahossainborshahossain5126 Год назад +1

    Anis saheb vlo hoiny,divorce holo r majh khan theke baby takeo hariye felto holo sadiar

  • @farjanaisratreshmi-6267
    @farjanaisratreshmi-6267 Год назад

    Assalamu alaikum Karo jnno Jodi manhani hy married life e poribar,somaj ER kache tar jnno ki kora uchit..khub somossay achi.. please suggest me.. please

  • @lailahamid7663
    @lailahamid7663 Год назад

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ আপনাকে নেক হায়াত দিক

  • @clear_mindsetgem
    @clear_mindsetgem Год назад +1

    what's your opinion about mbti (myers briggs type indicator)....please let us know

  • @nusratmukta9469
    @nusratmukta9469 Год назад +4

    My roommate , age 23 year. she is in a very toxic relationship. She can't move on from this relationship. And she also think men who are a little older than her are not her type . I mean she judge men with their age. And she is dating a boy 3/4 years younger than her. Her family want to get her married . And she is in a on&off relationship. I mean they break up and pach up frequently 😒😒 she also have insecurities like she think no one might will choose her as life partner. We always suggest her to break up and move on .. some one will come sooner or later. But she cant break up for good.. do you have any suggestion for her .. well she also have other problems like she doesn't have any friends here in our campus. She suffered several trauma from her friends circle. And she also cuts her hand frequently. It got to a point where her hand look like a tree with dry skin. I hope u understand what i meant to say

    • @nusratmukta9469
      @nusratmukta9469 Год назад

      @asmaazhar2825 i told her several time that u need help. cuz no one in our room have suffer the same like her. but she thinks she is fine. now a days she is getting worst. she doesnt also blv in allah . she thinks allah have never done anything good to her. and she is afraid to be alone and thats why she peach up with her bf again.

  • @zannatunferdousi-b4l
    @zannatunferdousi-b4l Год назад

    অনেক সুন্দর কথাগুলো

  • @borshahossainborshahossain5126
    @borshahossainborshahossain5126 Год назад +1

    vlo laglo kotha gulo

  • @jannatiakhtar2687
    @jannatiakhtar2687 Год назад

    Play boy ar sathe kivabe akta meye dhorjo dhore shongsar korbe .amr jonno kono akta video diben vaiya?

  • @justanik7215
    @justanik7215 3 месяца назад

    Hmmmm ata oneker sottu gotona.

    • @yahiaamin
      @yahiaamin  3 месяца назад

      ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

  • @sashumon-y5h
    @sashumon-y5h 8 месяцев назад

    মাসিক শেষ হওয়ার ১০ দিন পরে নোরিক্স ট্যাবলেট খেয়েছি ৫ দিন হয়েছে এখনো পিরিয়ড হয় নি এখর কি করণীয় প্লিজ জানাবেন

  • @shabiahaktar7676
    @shabiahaktar7676 Год назад

    Jara depression a ache. Jader panic attack hoy. Oneke ache tader councilling koranor ability nae karon councilling r charge onk bese. Ekjon middle class manus r pokkhe eto tk dea possible na. Tader jonno ki kono way nai tara kom price a ae subhidha pabe. Tara amnetae tension a thake tk r amount sune oi tension a r kono treatment koray na. Kivabe korabe tader to oi ability nae.

  • @MdMashiurPiashRahman
    @MdMashiurPiashRahman Год назад +3

    আমার পরিচিত একজন আছে যার নাম আনিস ( সেও পরকীয়া করে)

  • @absolutezer0370
    @absolutezer0370 Год назад

    Please talk about relationship where the wife is the cheater.

  • @nilufaryeasmin8978
    @nilufaryeasmin8978 Год назад +2

    ❤❤❤Yahia amin, ❤❤❤

  • @zobs24
    @zobs24 Год назад +3

    You have always been a blessing in my life. JazakAllah!

  • @David-he1ni
    @David-he1ni 10 месяцев назад

    Cheat could literally means a cage for dominance, from both partners, some might think it's dark but the label seems very simple. Human is a social being before going to deep analysis first we should draw a line where a normal general social interaction ends and started real cheating; the clear distinction between dominance and cheating perhaps Explanation of Cheating. Where the rights of partners have been hampered.

  • @hossainiqbal7573
    @hossainiqbal7573 Год назад

    কথাগুলো সুন্দর 👌

  • @sweetyparvin1773
    @sweetyparvin1773 Год назад +2

    Sir husband jdi meye r baba ma r zathe karap behave kra wife ke priority na de...and ma r kothay wife torture kra thaole ki krbo

  • @shahanaperveen3143
    @shahanaperveen3143 Год назад +3

    এই সমাজে আনিস সাহেবের মত হাজারো আনিস ,,, ঘরে ঘরে … ??? এর পরিনতি কোথায় গিয়ে দাঁড়াবে ??

  • @MdHasiburRahaman-ej6lr
    @MdHasiburRahaman-ej6lr Год назад

    খুব ভালো একটা বিষয়,,,

  • @khokonkhokon3177
    @khokonkhokon3177 3 дня назад

    কিকরবো বুঝতে পারতেছিনা কিকরবো দুইটা বাচ্চা একটার ১০আরেক টা ১বছর।১বছর ধরে এই আনিস সাহেবরে চিনলাম।অতচ দ্বিতীয় স্ত্রী আমি প্রথম বউ ও আছে ঐ বউয়েরদুইটা মেয়ে বড় মেয়েরে বিয়ে দিছে একটা ছেলে আছে তিন বছরের।আর ছোট মেয়ে বিয়ের উপযুক্ত। আমার স্বামীর বয়স ৪৫বছর সে মেয়দের নাম্বার পেলেই শুরু করে আনিস সাহেবের মতো।কি করবো বুঝতে পারছি না😢।অতচ সে নিজে তার মা আগের বউ আমাকে আমার আম্মাকে সিডিউস করে বুঝিয়ে বাঝিয়ে বিয়ে করছে।আগে থেকেই সে ফাইজলামি করছে আমিই বুঝতে পারছি না😢তার পরিবারে যতো ভালো কাজ আছে সব কিছুই দায়িত্ব পালন করে শুধু এই একটাই তার সমস্যা সে মেয়েদের প্রতি দুর্বল।

  • @ChandrilaDas-y3r
    @ChandrilaDas-y3r Месяц назад

    Amar life amon pblm hoyece ami thik decide nite parci na. Ami ki korbo. Ami khub, koste achi

    • @yahiaamin
      @yahiaamin  Месяц назад

      Wishing you better days

  • @mousumiakter2241
    @mousumiakter2241 Год назад

    Ami o silam sadiya er moto, allah er rohomote anis saheb valo hoye gese, amar bapare hoyse ki amar husband amake onek besh valobashe r maliha ra silo extra ty maliha der khob sohoje sarte parse, malihader sathe somporko silo amar biyer age, biyer por akto somoy disi r maliha ra sob baad hoyse.

  • @shilachatterjee2492
    @shilachatterjee2492 7 месяцев назад

    এরকম সাদিয়া দের জন্য ও করা উচিত, কারণ সংসারে যখন ঢুকেছিল তখন ভালোবেসে ঢুকেছিল,এবার পরে বাধরামো করলে সোজা আইনের সাজা দিলে তবে সমাজের ব্যাধি গুলো যাবে।

  • @lubnahaque-t6q
    @lubnahaque-t6q Год назад

    এক প্রভাবশালী ব্যক্তি ১যুগ সংসার করবার পরে ২য় বিবাহ করে। ১ম পক্ষে তিন সন্তান ছিল , ১ম স্ত্রী তালাক দেয় রাগের মাথায়,কিন্তু সেটা তার তরফ থেকে হয়েছে, কিন্তু সন্তানের খোরপোষ দেয়নি সন্তানরা যখন নাবালক ছিল, মানবতার দিকে তাকিয়ে কোনো আইনি ব্যবস্থা নেয় নি যে একদিন ফিরে আসবে ভেবে। এদিকে তার ২য় স্ত্রীর পক্ষে দুই সন্তান নিয়ে থাকে আর আগের সন্তান দের পরিচয় দেয়না। এখন সন্তানরা সাবালক হয়েগেছে কিন্তু অসহায় ভাবে জীবন যাপন করে তারা বাবার অধিকার চাই। বাংলাদেশ প্যারেন্টিং আইন অনুযায়ী কি সাবালক হওয়ার পরে ও পিতার আধিকার দাবি করতে পারে কি?এ পযার্য়ে কি ধরনের আইনি ব্যবস্থা নেয়া যায়? পরামর্শ চাই স্যার 🙁

  • @DENJI_LIVE
    @DENJI_LIVE Год назад

    Thank you so much right now