আজ থেকে ৫৩ বছর আগে আমাদের গ্রামে বারোয়ারী দুর্গোৎসবের সূচনা হয়। তারপর সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেই পূজো ভেঙ্গে এখন চারটি পুজো হচ্ছে। যখন গোটা গ্রামের একটাই পুজো হতো তখন ছিল বারোয়ারী। আর এখন বহুধা বিভক্ত। কাজেই আমরা বোধহয় * সর্বজনীন * এর জাতে উঠতে পারলাম না। প্রতিবেদনটি অসাধারণ। শারদীয় শুভেচ্ছা জানাই।
@@Anirban_das ভিডিও গুলোর ওজন সাংঘাতিক। এগুলো সঙ্গে নিয়ে প্যান্ডেল হপিং কষ্টসাধ্য বটে!...😁😁😁😁 Jokes apart! অসাধারণ ইনফরমেশন ডেলিভারি। সহজ৷ সাবলীল। এই বাংলার ইতিহাস এভাবেই আপনার চেষ্টায় নতুন প্রাণ পাক। আর কী বলি!... কখনো কোনো অনুষ্ঠানে / সেমিনারে বক্তব্য রাখার প্রয়োজন হলে কীভাবে যোগাযোগ করা সম্ভব, জানালে বিশেষ বাধিত থাকব। আমার নমস্কার জানবেন। শুভ শারদ অষ্টমী। ( লোকজন যদিও প্রচন্ড ভাবে সপ্তমীতেই আছেন এখনও)
Watching this from Bangladesh 🇧🇩 I didn't know a thing about it 😳 well to be fair I wasn't even that involved in these stuffs because I never heard a thing from my family 😅 I can understand that because both my mother and father were born in a struggling family so they never got a chance to discover these so they couldn't pass on these to me. Thanks for letting me know these ❤
শুভ শারদীয়া, বেশ ভালো লাগছে পূজোর ছুটিতে বাড়িতে বসে ভিডিও দেখছি, অনেক কিছু জানতে পারছি, মন হচ্ছে সবচেয়ে শক্তিশালী, যতবার ভাবছি নতুন জামাকাপড় পরে মন্ডপে যাই কিন্তু কোথাও যেন ছন্দ পতন হয়েছে, যেতে পারছি না, ভিডিও গুলো দেখে মনটা হাল্কা করার চেষ্টা করছি মাত্র 😊
ভাই অনির্বাণ, please please please ঐ চিড়িক চিড়িক চিড়িকদাসকে দয়া করে বিদায় দিন 🙏🏻 it's Awfully Annoying 😊 আপনার আকর্ষণীয় উপস্থাপনা ও যে কোন কনটেন্টকে সাধারণের থেকে, একেবারেই আলাদা দৃষ্টিকোণ থেকে তুলে ধরার আকর্ষণেই এই চ্যানেলে ফিরে আসতে হয়! আশা করি আপনার চ্যানেলের একনিষ্ঠ শ্রোতার অনুরোধটুকু রাখবেন 🙏🏻শুভ বিজয়া
শান্তিপুর চাঁদুনী বাড়ির দুর্গাপুজো (আমার বাড়ির) সবচেয়ে প্রাচীন, এটা দাদুর মুখে শুনেছি। দ্বিতীয় পুজো বলতেন সাতগড়া র জমিদার বাড়ির। খুব সম্ভবত আপনি ওনাদের বাড়ির কথাই বলছেন। আমার বাড়ির পুজো এখনও পুরনো বিধি বিধান মেনেই চলছে। আমাদের বাড়ির নাম অবশ্য মা কালীর নামে। যাঁর পুজো আসছে। শ্রীচৈতন্য দেবের গৃহশিক্ষকের দ্বারা প্রতিষ্ঠিত কালী মা।
নেতাজিকে সুযোগ পেতে হতো না, কোনো কোনো পুজো তাঁর সান্নিধ্যের সুযোগ পেয়েছিল। তারা আজ সেই ইতিহাস মাথায় করে রেখেছে। ‘madam’ এর কথাও নিশ্চই ১০০ বছর পর হাজার হাজার ক্লাব ইতিহাস হিসেবে স্মরণ করে রাখবে। তখন নেতাজিকে আর প্রয়োজন পড়বে না 😊
আজ থেকে ৫৩ বছর আগে আমাদের গ্রামে বারোয়ারী দুর্গোৎসবের সূচনা হয়। তারপর সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেই পূজো ভেঙ্গে এখন চারটি পুজো হচ্ছে। যখন গোটা গ্রামের একটাই পুজো হতো তখন ছিল বারোয়ারী। আর এখন বহুধা বিভক্ত। কাজেই আমরা বোধহয় * সর্বজনীন * এর জাতে উঠতে পারলাম না।
প্রতিবেদনটি অসাধারণ। শারদীয় শুভেচ্ছা জানাই।
🙏🏻
কে কে আমার মতো ঠাকুর দেখতে না গিয়ে বাড়িতে বসে ভিডিও দেখছে???
আমি এডিট করছি আর ভিডিয়ো দিচ্ছি। আমিও তোমার দলে
আমিও
Ami
@@Anirban_das ভিডিও গুলোর ওজন সাংঘাতিক। এগুলো সঙ্গে নিয়ে প্যান্ডেল হপিং কষ্টসাধ্য বটে!...😁😁😁😁
Jokes apart! অসাধারণ ইনফরমেশন ডেলিভারি। সহজ৷ সাবলীল। এই বাংলার ইতিহাস এভাবেই আপনার চেষ্টায় নতুন প্রাণ পাক।
আর কী বলি!...
কখনো কোনো অনুষ্ঠানে / সেমিনারে বক্তব্য রাখার প্রয়োজন হলে কীভাবে যোগাযোগ করা সম্ভব, জানালে বিশেষ বাধিত থাকব। আমার নমস্কার জানবেন।
শুভ শারদ অষ্টমী।
( লোকজন যদিও প্রচন্ড ভাবে সপ্তমীতেই আছেন এখনও)
keu na
Onek ajana tatha Durga puja -r samparke apnar video theke jante parlam ...apnake onek dhonyobad ❤
Watching this from Bangladesh 🇧🇩 I didn't know a thing about it 😳 well to be fair I wasn't even that involved in these stuffs because I never heard a thing from my family 😅 I can understand that because both my mother and father were born in a struggling family so they never got a chance to discover these so they couldn't pass on these to me. Thanks for letting me know these ❤
সঙ্গে থাকবেন 😊❤️
শুভ শারদীয়া, বেশ ভালো লাগছে পূজোর ছুটিতে বাড়িতে বসে ভিডিও দেখছি, অনেক কিছু জানতে পারছি, মন হচ্ছে সবচেয়ে শক্তিশালী, যতবার ভাবছি নতুন জামাকাপড় পরে মন্ডপে যাই কিন্তু কোথাও যেন ছন্দ পতন হয়েছে, যেতে পারছি না, ভিডিও গুলো দেখে মনটা হাল্কা করার চেষ্টা করছি মাত্র 😊
সেটাই
এই তথ্য টা আমার জনা, সকলকে জানাবার জন্য ধন্যবাদ। শাম পুকুর আমদের আদি বাড়ি।
😊❤️
Khub valo laglo .🙏
❤️
Khub valo laglo.❤
🙏🏻
Jai Maa Durga 🏵️🌹🌺🙏🙏🙏
🙏🏻
আমি একজন মুসলিম
ভাই আপনার মহাভারতের গল্প গুলো শুনেছি, ভালো লেগেছে
রামায়ণ নিয়ে একটা পর্ব চালু করেন
করলে খুব ভালো হয়
আমার জানার খুব দরকার
তুই হিন্দু মাল😂😂😂বল কুরআনে কয়টা সেজদা আচে??
দেখবি না ভিডিও যবন।
@@ArunSingh-ry2pt যবন গ্রীক দের বলে মুসলিমদের না আর যারা ইচ্ছুক ভাল তাদের সাথে আপনি খারাপ ব্যবহার করে বিমুখ করে দেবেন না।এতে সবারই ক্ষতি।
Thanks for this video. ❤
❤️
Ami Guptipara theke bolchi
ভালো লাগল
🙏🏻
Khub valo laglo 😊..
❤️
বারোয়ারী আর সর্বজনীনের যে পার্থক্য আছে সেটা জানতে পেরে উপকৃত হলাম
❤️ plz share
@@Anirban_das 👍🙏
সাঁওতাল জনগোষ্ঠী দ্বারা মহিষাসুর পুজো (হুদুর দুর্গা) পূজার ইতিহাস নিয়ে একটা video বানান 🙏🙏
❤️
Ekmot
Prachin banglar itihas চ্যানেলে পেয়ে যাবেন। প্রোফেসর গবেষক সহশ্রবুদ্ধি
দাদা গোপাল ভাঁড়ের ইতিহাস সম্পর্কে একটা ভিডিও প্লিজ 🙏🙏
🙏🏻
দাদা বিভূতিভূষণ কে নিয়ে একটা পর্ব হোক
❤❤❤
❤️
আজ আমার নতুন অভিজ্ঞতা হলো ডাক্তার দের পাশে থাকার জন্য ও উয় ডিমান্ড জাস্টিস সোল্গন দাওয়ার জন্য পুলিশ আমাদের সন্তষ মিত্র স্কোয়ার ঠাকুর দেখতে দিলো না
সন্তোষ মিত্র স্কোয়ার এ মন্ডপ দেখতে আমরাও বাধার মুখে পড়েছিলাম, তবে শেষ পর্যন্ত দেখতে পেরেছি। চূড়ান্ত অসভ্যতা চলছে
Dada amar ekanto request apni Prasadhani Vidya . Mane history of make up niye ekta project korun please
শুভ শারদীয়া 🎉😊
❤️
আমাদের পাড়ার পুজো এবছর ৪২ বছরে পদার্পণ করলো ❤
❤️
অনির্বাণ দা কেমন আছো?
Am❤
🙏🙏🙏❤️❤️❤️
❤️
1st comment
❤️
Sobar voter odhikar kobe theke shuru hoechilo
Pujar shubecha bhai
❤️
2st comment
Almost!
Durgotsav এর শুভেচ্ছা অনির্বাণ বাবু l
🙏🏻
ভাই শব্দটা সর্বজনীন নাকী সার্বজনীন?
সেটা তো প্রথমেই বলে দিয়েছেন।ভাল করে শোনেননি নাকি? সর্বজনীন মানে সবার আর সার্বজনীন মানে সবার মধ্যে শ্রেষ্ঠ।
Tobey ki baroyari pujoy sakaler prabeser adhikar chhilo na?
সালটা ঠিক হলনা..বিন্ধবাসিনীর মন্দিরের দেওয়ালের লিখনে কিন্তু সালটা অন্য।
ভাই অনির্বাণ, please please please ঐ চিড়িক চিড়িক চিড়িকদাসকে দয়া করে বিদায় দিন 🙏🏻 it's Awfully Annoying 😊 আপনার আকর্ষণীয় উপস্থাপনা ও যে কোন কনটেন্টকে সাধারণের থেকে, একেবারেই আলাদা দৃষ্টিকোণ থেকে তুলে ধরার আকর্ষণেই এই চ্যানেলে ফিরে আসতে হয়! আশা করি আপনার চ্যানেলের একনিষ্ঠ শ্রোতার অনুরোধটুকু রাখবেন 🙏🏻শুভ বিজয়া
😊❤️
😪
সর্বজনীন এখন বিবর্তনের কারনে 'সার্ব্বজনীন' হয়েছে।😂
কিন্তু কথা হচ্ছে আপনি কলকাতার বাইরে যেতেরলেন না। জানি না ঠিক কি না অধুনা বাংলাদেশের দর্পনারায়ণ জমি দার এর পূজা সবচেয়ে প্রাচীন। নমস্কার নেবেন।
এখানে বারোয়ারি আর সর্বজনীন পুজোর কথা বলা হয়েছে। তখন বাংলা ভাগ হয়নি। এই তথ্য ভুল হলে খণ্ডন করতে অনুরোধ করবো। 🙏🏻❤️
শান্তিপুর চাঁদুনী বাড়ির দুর্গাপুজো (আমার বাড়ির) সবচেয়ে প্রাচীন, এটা দাদুর মুখে শুনেছি। দ্বিতীয় পুজো বলতেন সাতগড়া র জমিদার বাড়ির। খুব সম্ভবত আপনি ওনাদের বাড়ির কথাই বলছেন। আমার বাড়ির পুজো এখনও পুরনো বিধি বিধান মেনেই চলছে।
আমাদের বাড়ির নাম অবশ্য মা কালীর নামে। যাঁর পুজো আসছে। শ্রীচৈতন্য দেবের গৃহশিক্ষকের দ্বারা প্রতিষ্ঠিত কালী মা।
সাতগড়া র ভালো নাম সপ্তদুরগা।
আমাদের প্রিয় সুভাষ বসু ও congress এর নেতা থাকার সময় পূজা উদ্বোধন করার সুযোগ পেতেন যেমন আজ madam পান
নেতাজিকে সুযোগ পেতে হতো না, কোনো কোনো পুজো তাঁর সান্নিধ্যের সুযোগ পেয়েছিল। তারা আজ সেই ইতিহাস মাথায় করে রেখেছে। ‘madam’ এর কথাও নিশ্চই ১০০ বছর পর হাজার হাজার ক্লাব ইতিহাস হিসেবে স্মরণ করে রাখবে। তখন নেতাজিকে আর প্রয়োজন পড়বে না 😊
@@Anirban_das নেতাজী ও madam দুজন কেই ইতিহাস মনে রাখবেন চিরদিন , ভিন্য কারণে
অনির্বাণ দা,একটি নির্ভেজাল বৈঠকি আড্ডার আয়োজন করলে কেমন হয়?বাকিরাও জানাবেন.…..🙏
হলে তো ভালো হয়। সেরকম ব্যবস্থাপনা নেই এখন। খরচসাপেক্ষ
@@Anirban_das দাদা,আপনি সেটা নিয়ে ভাববেন না।আমরা সবাই আছি তো আপনার পাশে🙏❤️
সবার 'contribution' এই হবে.....শুধু আপনি উদ্যোগ করুন🙏
❤❤
❤️