আমার খেলা যখন ছিল তোমার সনে তখন কে তুমি তা কে জানত তখন ছিল না ভয় ছিল না লাজ মনে জীবন বহে যেত অশান্ত খেলা যখন ছিল তোমার সনে তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত যেন আমার আপন সখার মতো তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত যেন আমার আপন সখার মতো হেসে তোমার সাথে ফিরেছিলেম ছুটে সে দিন কত-না বন-বনান্ত খেলা যখন ছিল তোমার সনে ওগো, সেদিন তুমি গাইতে যে-সব গান কোনো অর্থ তাহার কে জাত শুধু সঙ্গে তারি গাইত আমার প্রাণ সদা নাচত হৃদয় অশান্ত সেদিন তুমি গাইতে যে-সব গান কোনো অর্থ তাহার কে জাত শুধু সঙ্গে তারি গাইত আমার প্রাণ সদা নাচত হৃদয় অশান্ত হঠাৎ খেলার শেষে আজ কী দেখি ছবি- স্তব্ধ আকাশ, নীরব শশী রবি হঠাৎ খেলার শেষে আজ কী দেখি ছবি- স্তব্ধ আকাশ, নীরব শশী রবি তোমার চরণ-পানে নয়ন করি নত ভুবন দাঁড়িয়ে আছে একান্ত Translate to English
আহা মরি মরি উপস্থাপনা । সবাইকে অসংখ্য ধন্যবাদ । বিশেষ করে রেজোওনাকে । আশীর্বাদ আশীর্বাদ ।
মনোমুগ্ধকর ও হদয়গ্রাহী উপস্থাপনা....
আমার খেলা যখন ছিল
তোমার সনে তখন কে তুমি তা কে জানত
তখন ছিল না ভয়
ছিল না লাজ মনে
জীবন বহে যেত অশান্ত
খেলা যখন ছিল তোমার সনে
তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত
যেন আমার আপন সখার মতো
তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত
যেন আমার আপন সখার মতো
হেসে তোমার সাথে ফিরেছিলেম ছুটে সে দিন কত-না বন-বনান্ত
খেলা যখন ছিল
তোমার সনে
ওগো, সেদিন তুমি গাইতে যে-সব গান
কোনো অর্থ তাহার কে জাত
শুধু সঙ্গে তারি গাইত আমার প্রাণ
সদা নাচত হৃদয় অশান্ত
সেদিন তুমি গাইতে যে-সব গান
কোনো অর্থ তাহার কে জাত
শুধু সঙ্গে তারি গাইত আমার প্রাণ
সদা নাচত হৃদয় অশান্ত
হঠাৎ খেলার শেষে আজ কী দেখি ছবি-
স্তব্ধ আকাশ, নীরব শশী রবি
হঠাৎ খেলার শেষে আজ কী দেখি ছবি-
স্তব্ধ আকাশ, নীরব শশী রবি
তোমার চরণ-পানে নয়ন করি নত
ভুবন দাঁড়িয়ে আছে একান্ত
Translate to English
খুবই সুন্দর তব আমার ধারনা তবলার পরিবর্তে খোল / মাদল আরো শ্রুতিমধুর করে তুলতো ।
Darun সুন্দর ,👌👍🙏🏻
খুব ভালো লাগলো ❤
Asadharan
Excellent
সাধু সাধু ।
তিনসুকিয়া । আসাম ।