মায়া কী? || WHAT IS MAYA? || জয়দীপ মহারাজ || JOYDEEP MAHARAJ

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июн 2022
  • ১’লা জুন পাণ্ডবেশ্বরের কাছে গৌরবাজার গ্রামের গৌরাঙ্গ মন্দির প্রাঙ্গনে এক দর্শনার্থী জানতে চেয়েছেন,
    ‘মায়া কী জিনিস? আত্মার সাথে পরমাত্মার সম্পর্ক কী’?
    এই বিষয়ে ১৮ মিনিটের আলোচনা পোস্ট করা হোল।
    🙏🏻
    Amazon-এ জয়দীপ মহারাজের যে সকল বইগুলি পাওয়া যাচ্ছে -
    1. www.amazon.in/dp/B07DVFXSGQ/r....
    2. www.amazon.in/dp/B07RSS2ZP5/r....
    3. www.amazon.in/dp/1947137786/r....
    4. www.amazon.in/dp/1947697692/r....
    5.www.amazon.in/dp/B0B1F7CNLQ/r...
    Flipkart-এ জয়দীপ মহারাজের যে সকল বইগুলি পাওয়া যাচ্ছে -
    1. www.flipkart.com/mystic-tales....
    2. www.flipkart.com/mithyar-gada....
    3. www.flipkart.com/jeeboner-kat....
    4. www.flipkart.com/pulaker-alpo....
    5. dl.flipkart.com/dl/the-coloni...
    মরমিয়া আশ্রম থেকে বই ও পত্রিকা সংগ্রহ করতে WhatsApp করতে পারেন 9735481259 অথবা 9903656785 নম্বরে।
    অথবা আমাদের সাথে যোগাযোগ করতে মেল করতে পারেন 7maramia@gmail.com
    জয়দীপ মহারাজের আরও লেখা পড়তে আমাদের ওয়েবসাইট maramia.org তে নিজের gmail id দিয়ে লগ ইন করে যুক্ত হতে পারেন।
    আমাদের নতুন ইউটিউব চ্যানেলের নাম Maramia Cultural Expressions
    মুর্শিদাবাদের আজিমগঞ্জে "মরমিয়া" আশ্রমে জয়দীপ মহারাজ থাকেন।
  • РазвлеченияРазвлечения

Комментарии • 44

  • @silabhattacharya1071
    @silabhattacharya1071 2 года назад +3

    👍🙏🏽🙏🏽Pronam Maharaj .Mon diye shunchhi . Ashadharon

  • @somajaiswal4772
    @somajaiswal4772 8 месяцев назад +1

    Guruji Pranaam. What a beautiful teaching...high philosophy

  • @pratapbakshi1640
    @pratapbakshi1640 2 года назад +3

    Baaaah , khub sundor aalochona 👌👌👌❤🙏

  • @somasinha4750
    @somasinha4750 2 года назад +3

    আপনার চরণকমোলে 🙏,যত শুনি তত যেনো অজ্ঞানতার অবরণ গুলি ঝড়ে পড়ে,আপনার জ্ঞানের সমুদ্রে ডুবলে মুখে ,মনের কোনো ভাষা থাকেনা, শুধুই অনুভূতি থাকে, তাই আমি কমেন্টও করতে পারিনা ,তুমি সকলের ধুবতারা ,এএই যুগের আদর্শ ,মহামায়ার জগৎ এর পরে যোগমায়ার জগতের দিশা দেখাও ,।।।।আমিও বহুদিনের আশাধারি ,আমায় দীন হতে ঘোচাও কেনে ,তোমার নাম শুনে এসেছি গৌড় চও করুন নয়নে।।।।অন্তরের প্রণাম

  • @shibamdutta4642
    @shibamdutta4642 2 года назад +4

    Pronam Guruji 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤ Pronam Maharaj 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @kaberiroy2005
    @kaberiroy2005 Месяц назад

    এতো সহজ করে কখনও বুঝিনি।
    আমার সশ্রদ্ধ প্রণাম জানাই মহারাজ।

  • @MALAY1964
    @MALAY1964 2 года назад +3

    অপূর্ব

  • @rijuroy9836
    @rijuroy9836 2 года назад +4

    Hare Krishna RUclipsr Kaku, Namaskar. Mananiyo Shree Joydeep Maharaj Mahashoy Kathagulo Khub Sundor Bolechhen. Onar Pratyekta Kathai Sathik Bole Ami Mone Kori. Namaskar.

  • @chaitalikundu4657
    @chaitalikundu4657 Год назад

    🙏🙏🙏 প্রনাম মহারাজ 🙏🙏🙏। এত বিষয় এত সুন্দর করে বলেন। খুব ভালো লাগল।

  • @thebaithakifoundation6941
    @thebaithakifoundation6941 2 года назад +6

    খুব সুন্দর আপনার উপস্থাপনা। সহজ,সরল এবং সাবলীল যা সকল শ্রেণীর মানুষের কাছে অমৃত। আপনি আমার অন্তরের অন্তঃস্তল স্থানে বিরাজ করেন। প্রণাম জানাই।।

  • @mahadebsadhukhan8063
    @mahadebsadhukhan8063 2 года назад +3

    অসাধারণ ব্যাখ্যা

  • @kobitakunja
    @kobitakunja 2 года назад +2

    বাংলা ভাষায় এত সহজ,সুন্দর বর্ণনা আমি কোথাও শুনিনি। বাঙালির ঘরে ঘরে আপনার প্রকাশ পৌঁছে যাক🙏🙏🙏

  • @sukanta3941
    @sukanta3941 2 года назад +3

    প্রণাম মহারাজ।

  • @malayghosh7869
    @malayghosh7869 2 года назад +3

    🙏 অসাধারণ এবং প্রাঞ্জল। আমাদের মতো অজ্ঞ মানুষেরাও পুরো বুঝতে পারে l

  • @srabanisinha6225
    @srabanisinha6225 2 года назад +2

    প্রতি সৎসঙ্গে, (সাময়িক বলে আশঙ্কাও হয়)... প্রশান্ত আলোর উৎসের আভাস পাই । নিজের ভিতরে জাগা জিজ্ঞাসারও মীমাংসা কোন অজানা সংযোগে ঘটে যায় !
    🙏🙏🙏 প্রণাম রাখলাম শ্রীচরণে ।

  • @sreekamolsaha772
    @sreekamolsaha772 2 года назад +1

    pronam maharaj

  • @goutamgangopadhyay4338
    @goutamgangopadhyay4338 2 года назад +1

    প্রণাম !!!👌👍🙏

  • @basudevmondal5913
    @basudevmondal5913 2 года назад +2

    Sadhu Moha Purush der kotha mene chola e .. Sadharon manush r Kalyan...

  • @anamikabhattacharya8738
    @anamikabhattacharya8738 2 года назад +1

    অসাধারণ আলোচনা মহারাজ। খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন। বিশেষ করে জীবাত্মাও পরমাত্মার গূঢ তত্ত্ব খুব সহজভাবে বুঝিয়ে দিলেন। প্রনাম নেবেন মহারাজ।।

  • @sucharitajoardar9477
    @sucharitajoardar9477 2 года назад +1

    আমার প্রণাম নেবেন মহারাজ। আমার প্রশ্নের উত্তর দিয়েছেন, আমি ভাবতেই পারিনি,আমি অভিভূত। 🙏🙏🙏🙏🙏

  • @gour-banagram5900
    @gour-banagram5900 2 года назад

    Maharaj amar pronam neben.

  • @parisadhu5979
    @parisadhu5979 Год назад

    খুব ভালো লাগলো,অপূর্ব বিশ্লেষন।🙏🙏

  • @subalsarkar9770
    @subalsarkar9770 2 года назад +2

    You are wise of wise men. If iskcon absorbed man like you iskcon developed a lot. If swami Vivekanand preach mahaprovu 's baisnov theory now crores of baisnov sonatonis in the world.

  • @priyashribag7808
    @priyashribag7808 2 года назад

    মহারাজ প্রণাম নেবেন, খুব সুন্দর ❤

  • @456Paritosh
    @456Paritosh 2 года назад +3

    Maharaj 🙏💐

  • @biswanathsarkar7731
    @biswanathsarkar7731 Год назад

    PRANAM MOHARAJ

  • @pinushooterphotography
    @pinushooterphotography 11 месяцев назад

    🙏প্রনাম মহারাজ। মায়া সম্বন্ধে এত সুন্দর ভাবে আর কাউকে বলতে শুনিনি। সত্যিই অপূর্ব ।

  • @munmunbanerjee3946
    @munmunbanerjee3946 2 года назад +1

    অ-সা-ধা-র-ণ

  • @SenDwaipayan
    @SenDwaipayan 2 года назад +4

    আমি মরি না। আগেও ছিলাম এখন আছি পরেও থাকবো। আমি চিরকালই আছে।

  • @munmunbanerjee3946
    @munmunbanerjee3946 2 года назад +1

    প্রণাম নেবেন

  • @surupasaha6124
    @surupasaha6124 2 года назад +1

    অসাধারণ একটি বিশ্লেষণমূলক আলোচনা। সমৃদ্ধ হলাম। আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই মহারাজ।🙏🙏🙏

  • @tandramandal5294
    @tandramandal5294 Год назад

    🙏🙏 অসাধারণ ও সরল ব্যাখ্যা ।

  • @rinkusaha2146
    @rinkusaha2146 2 года назад +3

    🙏❤️

  • @debapriyadas8899
    @debapriyadas8899 2 года назад

    মহারাজ, একদিন ধর্মীয় অনুষ্ঠানে যে জজ্ঞ্

  • @arijitdas8389
    @arijitdas8389 2 года назад +2

    Sound quality আর একটু ভালো করলে শুনে ভালো লাগতো।

  • @sanjitadebnath1905
    @sanjitadebnath1905 8 месяцев назад

    🙏🙏

  • @sucharitajoardar9477
    @sucharitajoardar9477 2 года назад +2

    ভালবাসা--সে ও মায়া? সে কি নিত্য না অনিত্য?

    • @joydeepmaramia176
      @joydeepmaramia176 2 года назад +1

      প্রেম শাশ্বত। ভালবাসা বহু ক্ষেত্রেই নিঃস্বার্থ নয়। তার কোন স্থায়ীত্ব নেই। নিষ্কাম ভালবাসাই প্রেম। সেখানে শরীর না থাকলেও প্রেম থেকে যায় অম্লান।

    • @sumanganai2910
      @sumanganai2910 2 года назад

      @@joydeepmaramia176 @Joydeep Maramia অন্তরের প্রণাম নেবেন মহারাজজী। আমি দীক্ষিত নয় এবং পরম গুরুজী মহারাজা কে সাক্ষাৎ দর্শনের সৌভাগ্য লাভ হয়নি। আমি গুরুজী মহারাজ কে প্রতিদিন পূজা করি। উনাকেই আমার গুরু হিসেবে মানি। কিন্তু আপনার মধ্যেই আমি গুরুজী মহারাজা কে খুঁজে পাই। জয় জগৎ গুরু পরমানন্দ জী মহারাজের জয়।

  • @debapriyadas8899
    @debapriyadas8899 2 года назад

    বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যে যজ্ঞের আয়োজন করা হয় তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা যদি করেন বড় উপকৃত হই। পরিবেশকে শুদ্ধ ও নির্মল করে তোলা কি যজ্ঞের কোন বিশেষ উদ্দেশ্য? এ নিয়েও একটু আলোকপাত করবেন, আশা রাখি।

  • @masumhasan7646
    @masumhasan7646 Год назад

    প্রকৃতপক্ষে আমি কে ?
    উত্তর :
    আপনি দেহ বা মন নয় , আপনি আদমা বা চেতনা ।
    দড়ীকে সাপ ভাবার মতো আপনি নিজেকে যাহা ভাবছেন , আসলে আপনি তাহা নন।অর্থাৎ মায়া বা দৃষ্টি ভ্রমের কারনে নিজের আদমা পরিচয় ভূলে আপনি দেহকে আমি ভাবছেন এক দ্বৈত ভাবের মনোজগতে। এই শক্তিশালী দেহরুপ আমি ভাবনার নাম মানব প্রকৃতি বা আমিত্ব বা অহম । আত্ম পরিচয় বা নিজেকে খোঁজার নামে এই মানব প্রকৃতি বা আমিত্বের কোনরুপ পরিবর্তন গীতা সহ সকল ধর্ম গ্রন্হ নিষেধ করেছেন।কারনএর পরিবর্তনে জড় বন্ধন ভেংগে জড় জগত থেমে যায় । নিষ্কাম কর্মের নামে কর্মের কর্তৃত্বের দাবী ছেড়ে দিলে বা অদ্বৈতবাদের নামে ভাল মন্দ দ্বৈতবাদের শৃংখল ভেংগে শুন্যধামে চলে গেলে জগতের কার্যকরন সুত্র অকার্যকর হয়ে যায়। তখন মানুষ আর মানুষ থাকেনা , সে প্রতিক্রিয়া শুন্য মজ্জুব বা অপ্রকৃতস্হ হয়ে পরে । আত্মদর্শীরা এই প্রতিক্রিয়া শুন্যতার নাম দিয়েছে প্রেম, পরমানন্দ , ব্রম্ম জ্ঞান ও মোক্ষলাভ । মহা মায়াকে অতক্রম করে নিজেকে চেনার এই স্তরে কোটিতে গুটিক যেতে পারে । বাকী সবাই বলা ও শুনার আলোচক মাত্র ।
    মানুষের কাজ ভগমানকে না দেখে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার ঐশী হুকুমের দাসত্ব করা যা ধর্ম , আদমা বা চেতনা সেজে ভগমানের দাসত্ব বাদ দিয়ে তাকে দেখা বা খোঁজা নয় যার নাম দর্শন । ভগমানের কাছে শুধুমাত্র ধর্ম গৃহিত হবে , কোন ঋষি বা মনীষীর দার্শন নয় ।

  • @soumyenduganguly8662
    @soumyenduganguly8662 Год назад

    মায়ার বাঁধন আলগা হলো একটু । উন্মোচনে যে মুন্সীয়ানা তা সহজে উপলব্ধ নয় । বহু সাধনার ফল। শ্রোতারও সাধনা দরকার । তবে তো বোঝা !

  • @Raja-ee1zf
    @Raja-ee1zf Год назад

    U r not from ramakrishna mission. Fake guru