খুব সুন্দর লাগলো আরো একটি ভিডিও দেখে। এই মন্দিরে আমি অনেকবার গিয়েছি আমার বেশ ভালই লেগেছে। তোর ভিডিওর মাধ্যমে আমার চোখে দেখা এবং তোর বিবরণ সম্পূর্ণভাবে নির্দিষ্ট এবং কম সময়ে খুব সুন্দর বিবরণ পেলাম। একটা বিশেষ জিনিস উল্লেখ করলে হয়তো সাধারণ মানুষের আরো একটু সুবিধা হতো যারা যায়নি , সেটা - এই মন্দিরটি জনমুখে আরো একটি অপর নাম আছে, পৈলান মন্দির।
Khub sundar.
খুব সুন্দর লাগলো আরো একটি ভিডিও দেখে।
এই মন্দিরে আমি অনেকবার গিয়েছি আমার বেশ ভালই লেগেছে। তোর ভিডিওর মাধ্যমে আমার চোখে দেখা এবং তোর বিবরণ সম্পূর্ণভাবে নির্দিষ্ট এবং কম সময়ে খুব সুন্দর বিবরণ পেলাম।
একটা বিশেষ জিনিস উল্লেখ করলে হয়তো সাধারণ মানুষের আরো একটু সুবিধা হতো যারা যায়নি , সেটা -
এই মন্দিরটি জনমুখে আরো একটি অপর নাম আছে, পৈলান মন্দির।
অনেক ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য আর মতামত জানানোর জন্য। আমি সেই নামটাও জুড়ে দিচ্ছি সাথে।
😊