বন্ধু, অপেক্ষায় ছিলাম। লিচু গাছে সার প্রয়োগের ভিডিওটা দেখলাম। নতুন অভিজ্ঞতা হলো। গতানুগতিক প্রদ্ধতির চাইতে আপনার কৌশল বেশ আলাদা। শুভেচ্ছা নিবেন, ধন্যবাদ দিয়ে ছোট করবো না।
দাদা আমার বাগানে ৮০ টা লিচু গাছ আছে তিন ধরনের জাতের, কিন্তু সব গাছে এক সাথে লিচু হয় না মানে কোনো গাছে এই বছর হলো তো পড়ের বছর হলো না। কি করলে এই সমসা থেকে মুক্তি পাবো একটু জানাবে
দাদা প্রতি বছর ফল আনার জন্য লিচু গাছে কি কালটার ব্যবহার করা যায়?করা গেলে নিয়মটা একটু বলবেন, আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।এতপরিমান হাড়গুরো পাওয়া যায় না।
আমার এমনিতেই প্রতিবছর লিচু হয়, আমি কোনদিনও লিচু গাছে কাল্টার ব্যবহার করিনি। আমার সঠিক জানা নেই। কিছু বছর আগে আমি আমার হিমসাগর আম গাছে একবার কাল্টার ব্যবহার করেছিলাম, তাতে প্রচুর ক্ষতি হয়েছিল। আমাদের হুগলিতে হাড় গুঁড়ো প্রচুর পরিমাণে পাওয়া যায়। ধন্যবাদ 🙏
@@amikrishakbandhu আপনাকে ধন্যবাদ, পরীক্ষা মূলক আপনার পদ্ধতি ব্যবহার করে দেখব, আমি বানিজ্যিক ভাবে লিচু চাষী, দিনাজপুর বাংলাদেশ থেকে, অনলাইন থেকে প্রতি কেজি ৭০/৮০টাকা দরে কিনতে হবে।
দাদা গাছের বয়স প্রায় ছয় থেকে সাত বছর । তিন বছর আগে প্রচুর ফলন হয়ে ছিল। বর্তমানে মোটেই ফলন নেই দু একটা ফুল আসে তাও নষ্ট হয়ে যাচ্ছে এখন বর্ষাকালে কি ট্রিটমেন্ট করব দয়া করে একটু বলবেন দাদা।
সার প্রয়োগ করে দেখুন, পরের বছর ফল আসবে। আর যদি না আসে ঠিক জৈষ্ঠ্য মাসের শেষে বা আষাঢ় মাসের প্রথমে লিচু যেমন পড়া হয় সেই রকম ছোট ছোট ডাল ভেঙে দেবেন। ধন্যবাদ 🙏
বন্ধু,
অপেক্ষায় ছিলাম। লিচু গাছে সার প্রয়োগের ভিডিওটা দেখলাম। নতুন অভিজ্ঞতা হলো।
গতানুগতিক প্রদ্ধতির চাইতে আপনার কৌশল বেশ আলাদা।
শুভেচ্ছা নিবেন, ধন্যবাদ দিয়ে ছোট করবো না।
এই কৌশল অবলম্বন করে আমি সফল হয়েছি। ধন্যবাদ 🙏
Nice video, Dada.
ধন্যবাদ 🙏
দাদা আমার বাড়ি হুগলী তে।
আম গাছে মুকুল আসার আগে প্রথম স্প্রে করার সময় কীটনাশক এর সাথে কাল্টার ওষুধ জলে গুলে গাছে স্প্রে করা যাবে কি যদি বলেন
Nice sharing
ধন্যবাদ 🙏
দাদা আমার বাগানে ৮০ টা লিচু গাছ আছে তিন ধরনের জাতের, কিন্তু সব গাছে এক সাথে লিচু হয় না মানে কোনো গাছে এই বছর হলো তো পড়ের বছর হলো না। কি করলে এই সমসা থেকে মুক্তি পাবো একটু জানাবে
Vai sukno gobor dibo na...?
শুকনো গোবর সার, যে কোন জৈব সার ফলন্ত বড়, মাঝারি লিচু গাছে কখনোই দেবেন না। এখানে জৈব সার হিসাবে সরিষার খোল যথেষ্ট। ধন্যবাদ 🙏
বাগান করার জন্য কোন জাতের লিচু ভালো হবে
আমার বোম্বাই লিচু বেশি ভালো লাগে, আপনি বোম্বাই লিচু বাগান করতে পারেন। ধন্যবাদ 🙏
কোন সময় (মাস)এই সার প্রয়োগ করতে হবে? জানালে উপকৃত হই।
দাদা আমার লিচু গাছের বয়স ২৫ বছর। একবার ই ফল ধরেছিল।আর ফুল হচ্ছে না।কী করা যায় একটু বলে দিন
দাদা প্রতি বছর ফল আনার জন্য লিচু গাছে কি কালটার ব্যবহার করা যায়?করা গেলে নিয়মটা একটু বলবেন, আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।এতপরিমান হাড়গুরো পাওয়া যায় না।
আমার এমনিতেই প্রতিবছর লিচু হয়, আমি কোনদিনও লিচু গাছে কাল্টার ব্যবহার করিনি। আমার সঠিক জানা নেই। কিছু বছর আগে আমি আমার হিমসাগর আম গাছে একবার কাল্টার ব্যবহার করেছিলাম, তাতে প্রচুর ক্ষতি হয়েছিল। আমাদের হুগলিতে হাড় গুঁড়ো প্রচুর পরিমাণে পাওয়া যায়। ধন্যবাদ 🙏
@@amikrishakbandhu আপনাকে ধন্যবাদ, পরীক্ষা মূলক আপনার পদ্ধতি ব্যবহার করে দেখব, আমি বানিজ্যিক ভাবে লিচু চাষী, দিনাজপুর বাংলাদেশ থেকে, অনলাইন থেকে প্রতি কেজি ৭০/৮০টাকা দরে কিনতে হবে।
দাদা গাছের বয়স প্রায় ছয় থেকে সাত বছর । তিন বছর আগে প্রচুর ফলন হয়ে ছিল। বর্তমানে মোটেই ফলন নেই দু একটা ফুল আসে তাও নষ্ট হয়ে যাচ্ছে এখন বর্ষাকালে কি ট্রিটমেন্ট করব দয়া করে একটু বলবেন দাদা।
সার প্রয়োগ করে দেখুন, পরের বছর ফল আসবে। আর যদি না আসে ঠিক জৈষ্ঠ্য মাসের শেষে বা আষাঢ় মাসের প্রথমে লিচু যেমন পড়া হয় সেই রকম ছোট ছোট ডাল ভেঙে দেবেন। ধন্যবাদ 🙏
Katha kam hole bhalo hoi
ধন্যবাদ 🙏
কাজের কথার চেয়ে বক বক বেশি হয়েছে।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ 🙏
তবুও ভালো লেগেছ।
আপনার নাম্বার টা দিন
আপনার মোবাইল নাম্বারটা?
Mail, কমেন্ট করুন উওর দেবার চেষ্টা করবো। ধন্যবাদ