Solar Charge Controller in Bangladesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 515

  • @TechnologyBanglaShahin
    @TechnologyBanglaShahin  4 года назад +16

    সোলার চার্জ কন্ট্রোলার মার্কেটে প্রচুর পরিমাণে লো কোয়ালিটির/ নকল/কপি পাওয়া যায় তাই এগুলো ক্রয় করার সময় একটু দেখে শুনে ক্রয় করবেন।

    • @md.rajuhossain7762
      @md.rajuhossain7762 4 года назад +2

      ভাই দয়া করে আপনার নাম্বার টা দিয়েন।
      আপনাকে অনুরোধ করছি ভাই, কারন, আমি সোলার প্যানেল সম্পর্কে কিছু জানতে চাই। আমি সোলার প্যানেল কিনবো এজন্য অনুরোধ করছি আপনাকে।
      ১। ১ টি ডিসের প্যানেল।
      ২। ৪ টি ফ্যান।
      ৩। ৬ টি বাতি।
      ৪। ১ টি টিভি।
      ৫। ২ টি মোবাইল চার্জার।
      ৬। ১টি ওয়াই ফাইয়ের রোটার
      এইগুলো ব্যবহারের জন্য কত ওয়ার্ডের সোলার প্যানেল দরকার, আর কত টাকা খরছ হবে জানালে উপকৃত হতাম।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад +2

      @@md.rajuhossain7762 আসলে কত ওয়াট এর সোলার সিস্টেম ইনস্টল করবেন এটা অনেক কিছুর উপরে নির্ভর করছে। আপনি যদি শুধু দিনের বেলায় সোলার ব্যবহার করতে চান তাহলে 600-800 ওয়াটের সোলার সিস্টেম করতে পারেন। খরচ নির্ভর করছে আপনি সোলার ইকুপমেন্ট গুলো কেমন কোয়ালিটির ব্যবহার করবেন তার উপরে। মোটামুটি একটা আইডিয়া দিতে পারি। যদি ভালো কোয়ালিটির সবকিছু নেন তাহলে খরচ 75-80 হাজার টাকার আশেপাশে পড়বে। আপনি যদি সারারাত ব্যাকআপ নিতে চান তাহলে আপনার খরচ অনেক বেড়ে যাবে।

    • @md.rajuhossain7762
      @md.rajuhossain7762 4 года назад +1

      আমি শুধু বিদ্যুৎ চলে গেলে ব্যবহার করবো।
      তাহলে কত ওয়াট ইনস্টল করতে হবে ভাই।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад +5

      আপনি তাহলে IPS ব্যবহার করলে ভালো হবে। এটা শুধু বিদ্যুৎ চলে গেলে 1/2 ঘন্টা ব্যাকআপ দিবে, সোলার সিস্টেম বেশি কম করে তেমন একটা লাভ নাই।
      তবে আপনি চাইলে আলাদাভাবে 100/150 ওয়াট এর DC সোলার সিস্টেম করতে পারেন যেটা কারেন্ট চলে গেলে ব্যবহার করবেন, এতে আপনার খরচ অনেক কম হবে। DC সোলার সিস্টেমের একটা নেগেটিভ সাইট আছে সেটা হল: আলাদাভাবে DC লাইট ফ্যান কিনতে হয়।

    • @md.rajuhossain7762
      @md.rajuhossain7762 4 года назад +2

      Thanks vai

  • @uniquevew
    @uniquevew 4 года назад +6

    শাহীন ভাই আসসালামু আলাইকুম,ভাই আপনার ভিডিও গুলো দেখে সত্যিই খুব ভাল লাগে কারণ আপনার ভিডিও গুলোতে মানুষকে উপকার করার সত্যিকার প্রয়াস লক্ষ্যনীয় হয়েছে।আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।

    • @abdulkuddus8226
      @abdulkuddus8226 Год назад

      আসসালামুয়ালাইকুম

  • @mdsohel-fj5op
    @mdsohel-fj5op 4 месяца назад +1

    মাশা আল্লাহ। ভালো কিছুর সাথে পরিচয় করিয়ে দিলেন

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 месяца назад

      কমেন্ট করার জন্য ধন্যবাদ।

  • @St_Taleb
    @St_Taleb 3 месяца назад +1

    Apnar video theke onk kicu buja jai..

  • @soumobanerjee7372
    @soumobanerjee7372 4 года назад +2

    Luminous solar controlar video ta থেকে অনেক কিছু শিখলাম 👍👍👍👍

  • @Mohammad.Sharif-2o
    @Mohammad.Sharif-2o 4 года назад +9

    ভাই আপনার কথা গুলো আমার কাছে অনেক ভাল লাগে দোয়া করি এগিয়ে জান

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад +1

      ধন্যবাদ ভাই, সাথেই থাকবেন। কোন ধরনের টেকনিক্যাল সমস্যায় হলে সাথে সাথে আমাকে জানাবেন।

    • @Mohammad.Sharif-2o
      @Mohammad.Sharif-2o 4 года назад +2

      @@TechnologyBanglaShahin vai super Star tar dam koto

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад +1

      @@Mohammad.Sharif-2o সুপার স্টার ১০ এম্পিয়ার চার্জ কন্ট্রোলারের দাম ৮৫০ টাকার আশেপাশে। ওদের আরও কয়েকটি মডেল আছে। দাম সহ সবগুলোর বিস্তারিত জানতে গুগোলে ssg eshop লিখে সার্চ দিন। ওদের ই-শপের লিঙ্ক পেয়ে যাবেন।

    • @iddrisehowlader-oc9jm
      @iddrisehowlader-oc9jm Год назад +1

      ​@@TechnologyBanglaShahin আসসালামু আলাইকুম কেমন আছেন স্যারআমি জানতে চাইছিলাম আমি ২০০ ওয়াটের একটি সোলারসেটাপ করবো ডিসি সেটাপএখন ২০০ ওয়াটের একটি সোলার নিবো নাকি ১০০ ওয়াটের দুইটি নিবোজানাবেনজানালে উপকৃত হবেভোল্টেজ ভালো হবে কোনটায়একটা সোলারে নাকি দুইটা নিলে ১০০

    • @iddrisehowlader-oc9jm
      @iddrisehowlader-oc9jm 7 месяцев назад +2

      ​@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি.স্যার আপনি আমি একটা জিনিস জানতে চাইছি.নরমাল সোলারের ভিতরেজেনেটিক মন সোলার প্যানেল.গিরিন সোলার প্যানেল.জার্মান টেকনোলজি.আলো সোলার প্যানেল.রিস সোলার প্যানেল...ফরসুন সোলার প্যানেল...এই নরমাল সোলার প্যানেল থেকে...কোনটা নিলে ভালো হবে ২০০ ওয়াটের প্যানেল নিব আমি...কোন কোম্পানিরটা নিলে ভালো হবে.লোডে ওয়ার্ড বেশি পাওয়া যাবে..কোন কোম্পানির প্যানেল একটু জানাবেন দয়া করে..১০০ ওয়াট ১০০ ওয়াট ২ পিস নিলে ভালো হবে...২০০ ওয়াটের এক পিস নিলে ভালো হবে....

  • @shishirroy2504
    @shishirroy2504 3 года назад +2

    মনে হয় আপনি সত্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেন যা সত্যকে বুঝানোর জন্য আপনি সবাইকে সত্য পথে চলার পথ দেখান আপনার মঙ্গল কামনা করছি আমি শিশির রায়

  • @bangladeshtosingapore2287
    @bangladeshtosingapore2287 4 года назад +1

    খুবই ভালো পরামর্শ ভাইজান ধন্যবাদ আপনাকে। এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম।

  • @mdiftekher3541
    @mdiftekher3541 2 года назад +1

    বুঝানোর কায়দা ভালো। ধন্যবাদ ভাই।

  • @alaminalamin8474
    @alaminalamin8474 9 месяцев назад +1

    ধন্যবাদ আপনাকে সত্যি টা উপদেশ দিচ্ছেন

  • @mdrahimrocky5730
    @mdrahimrocky5730 4 месяца назад +1

    Lithium Battery and Acid Battery 2rokom Battery charge hobe..oirokom ekTa charge controller suggest koren..🙏

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 месяца назад

      SRNE, ASC, PowMr কোম্পানির চার্জ কন্ট্রোলার গুলো সব ধরনের ব্যাটারি সাপোর্ট করে। এই চ্যানেলের নতুন ভিডিও দেখুন। আমি লিথিয়াম এবং লেড এসিড ব্যাটারি চার্জিং এর চার্জ কন্ট্রোলার নিয়ে রিভিউ দিয়েছি অলরেডি।

  • @solartechnicalknowledge7332
    @solartechnicalknowledge7332 3 года назад

    ভালো টিউটরিয়্যাল একটা ভিডিও .
    ধন্যবাদ এ রকম একটা ভিডিও মেইক করার জন্য..

  • @khanibrahim7502
    @khanibrahim7502 8 месяцев назад +1

    অসংখ্য ধন্যবাদ ❤

  • @prodipdas5634
    @prodipdas5634 4 года назад +3

    O sadaron video very helpful

  • @ruponsaha7555
    @ruponsaha7555 3 года назад

    Thanks vaiya information ta dayar jonno
    Battery ta kon companyr valo seta bolle valo hoi

  • @Md.Mainuddin.94
    @Md.Mainuddin.94 4 года назад +1

    Rahimaafroj ar solar controlar ta kmn hobe...idcol onumodito..ar supar star..rahimaafroj 2tar price kmn hobe aktu bolbn plz

  • @nazmulhassan6715
    @nazmulhassan6715 4 месяца назад +1

    Luminous branded controller দিয়ে কি লিথিয়াম ফসফেট আয়রন ব্যাটারি চার্জ করা যাবে

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 месяца назад

      না এটাতে লিথিয়াম আয়রণ ফসফেট ব্যাটারি চার্জ করার ডেডিকেটেড প্রোফাইল নাই।

  • @FaruqAhmed-v7r
    @FaruqAhmed-v7r Год назад

    Sir,
    Amer superstar 20 wat panel bettery 9ah hamko ami vlo kon controller koto amp use korbo pls bolben

  • @JewelRana-nd8in
    @JewelRana-nd8in 5 месяцев назад +1

    আসসালামুয়ালাইকুম ভাইয়া আমি গতকাল কে একটা লুমিনাসের এই কন্ট্রোলার কিনেছি এটা চার্জ হবে অটো ভ্যানের ব্যাটারীতে আমার প্রশ্ন হলো এই ব্যাটারীতে চার্জ দিলে কি এই জাম্পার কি লাগানো লাগবে কি না ❤❤

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  5 месяцев назад

      অলাইকুম আসসালাম। হ্যাঁ অটোর ব্যাটারি হলে জাম্পার লাগাতে হবে, তাহলে SLD/ড্রাই/পাউডার ব্যাটারির জন্য প্রোপার চার্জিং ভোল্টেজ সরবরাহ করবে ফলে ব্যাটারি ভালোভাবে চার্জ হবে। ব্যাটারির আয়ু দীর্ঘ করতে ও হেলথ ভালো রাখতে জাম্পার সেট করুন।

  • @Md.Tahsin-e9q
    @Md.Tahsin-e9q 7 месяцев назад

    আসসালামু আলাইকুম ভাই সঠিক কথা বলেছেন

  • @hossain2010
    @hossain2010 4 года назад

    ভাই আপনার ভিডিওগুলো দেখার পর আমার এখন সোলার প্যানেল লাগানর ইচ্ছা হয়েছে। কিন্তু যেহেতু আমার অভিজ্ঞতা নাই, তাই আমি অল্প দিয়ে শুরু করতে চাই। আপাতত আমার আইপিএস আছে এবং আমার এরিয়াতে কালে ভদ্রে ইলেকট্রিসিটি যায়, কিন্তু ক্লীন এনার্জি ব্যবহার এবং বিদ্যুৎ খরচ কমানর জন্যে আমি সোলার ট্রাই করতে চাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে ৫০ ওয়াট সোলার প্যানেল কোন কোম্পানির ভাল হবে এবং এর জন্যে কত Amp এর কোন কোম্পানির কন্ট্রলার ব্যাবহার করব। এইসব কন্ট্রোলার (সুপারস্টার বা লুমিনাস)বিশ্বস্ত কোথায় পাওয়া যাবে?

  • @minarhashan7728
    @minarhashan7728 3 года назад

    Vi Rahimafrooz ar 12 vlt 10 ampr charg controller ta auto cat system a kaj korbe ki ar ati dry ba paudar battery te kaj korbe ki aktu janaben

  • @rotonmia8316
    @rotonmia8316 4 года назад +1

    আরেকটা ভিডিওতে দেখলাম CMG কন্ট্রোলারটায় সব ধরনের প্রোটেকশন আছে, উনি প্রমান সহকারে দেখাইছে। আর আমি ইউটিউবে বাহিরের দেশের কয়েকটা ভিডিও দেখলাম তারাও এই কন্ট্রোলারটা ব্যাবহার করে। আর আপনি বলতেছেন এটা ভালো না, কোনটা বিশ্বাস করব? আপনি কি একটু প্রমান সহ দেখাতে পারবেন?

  • @mduthzzal7152
    @mduthzzal7152 3 года назад +1

    আসসালামুয়ালাইকুম, ভাই আমার একটা ডিসি সিস্টেম আছে ২৪০ ওয়াড প্যানেল আর ২০০ এমপি আর ব্যাটারি, এর সাথে কি এই সুপার স্টারের চার্জ কন্ট্রোলার টা ব্যাবহার করতে পারবো?

    • @iddrisehowlader-oc9jm
      @iddrisehowlader-oc9jm Год назад +1

      আসসালামু আলাইকুম কেমন আছেন স্যারআমি জানতে চাইছিলাম আমি ২০০ ওয়াটের একটি সোলারসেটাপ করবো ডিসি সেটাপএখন ২০০ ওয়াটের একটি সোলার নিবো নাকি ১০০ ওয়াটের দুইটি নিবোজানাবেনজানালে উপকৃত হবেভোল্টেজ ভালো হবে কোনটায়একটা সোলারে নাকি দুইটা নিলে ১০০

  • @BdEquipmentZone
    @BdEquipmentZone 2 года назад

    100 mpr battery kon company valo hobe plz janaben vai....?

  • @md.ataurrahman9429
    @md.ataurrahman9429 4 года назад

    Shahin vai,Ami barite solar system set krbo, Ami ki apnar kache theke total set purchase krte parbo,Bari Puthia.

  • @abhinashmandal5844
    @abhinashmandal5844 4 года назад

    Ami akta luminous COMPANIR charge controller nilam to akta jampar diyechhe amar charge controller a achhe JP1 to JP1 ki....,?

  • @MasudRana-hz1tt
    @MasudRana-hz1tt 4 года назад

    ভাই Solar land penel গুলো কেমন ভালো হবে... এটার কি কোন নকল penel আছে নাকি জানালে বিশেষ উপকৃত হব....

  • @golamnuruddin4537
    @golamnuruddin4537 4 года назад +4

    লুমিনাসের চার্জ কন্ট্রোলার কি মেথডে কাজ করে, pwm or mppt?
    সুপারস্টার চার্জ কন্ট্রোলারের দাম কত?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад +8

      লুমিনাস এর এটি PWM চার্জ কন্ট্রোলার। এটা ২ স্টেজে ব্যাটারীকে চার্জ করে, বাল্ক চার্জিং এবং ফ্লোট চার্জিং। এটার ইফিসিয়েন্সি খুব ভালো, প্রায় 96%।
      সুপার স্টার ১০ এম্পিয়ার চার্জ কন্ট্রোলারের দাম ৮৫০ টাকার আশেপাশে। ওদের আরও কয়েকটি মডেল আছে। দাম সহ সবগুলোর বিস্তারিত জানতে গুগোলে ssg eshop লিখে সার্চ দিন। ওদের ই-শপের লিঙ্ক পেয়ে যাবেন।

  • @shakibtech1408
    @shakibtech1408 3 года назад

    ভাই আপনার ভিডিও গুলা ভালো লাগে ১২v 50 amp charge controler আছে জানাবেন

  • @JJbrosis
    @JJbrosis 3 года назад

    আস্সালামুআলাইকুম ভাই আমি একটা ব্যাটারী কিনতে চাই আমার ১২ ভল্ট সিস্টেমের জন্য তো কোন কোম্পানীর কিনলে ভাল হবে টিউবলারের মধ্যে জানালে উপকৃত হতাম 😊

  • @isariful4589
    @isariful4589 3 года назад

    Vaia superstar sola charge controller gulote ki high low cut ace ki r kemon hoba ektu janaben pls.

  • @Mehedishahin195
    @Mehedishahin195 3 года назад

    ভাই আমার ৩২০ ওয়াট সোলার আছে। যার কন্ট্রলার ড্যামেজ হয়ে গেছে। এখন কত পাওয়ারের কন্ট্রলার ব্যবহার করলে সোলার ভাল থাকবে। জানাবেন কিন্তু ইনশাআল্লাহ।

  • @rahmanibrahim4447
    @rahmanibrahim4447 4 года назад +1

    Vi Ame solar dea 1 ton Ac chalata chai kindle bolba ke ? koto wat solar panal Kenta hoba r koto wat solar invator Kenbo ?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад

      1 টন AC সোলার সিস্টেমের মাধ্যমে চালাতে পারবেন তবে খরচ অনেক বেশি করতে হবে। যদি অন গ্রিড সিস্টেম করেন তাহলে শুধু দিনের বেলায় সোলার থেকে চলবে। এক্ষেত্রে আপনাকে মিনিমাম 1.5 kw সোলার প্যানেল লাগাতে হবে ও সাথে 2 kw অন গ্রিড ইনভার্টার লাগাতে হবে।

    • @94D33M
      @94D33M Год назад

      @@TechnologyBanglaShahin Bhai on-grid off-grid er kotha ta ekhane astese keno? Beshi wattage use korle ki sheta on grid e lagate hoy?

  • @darpanbarua5411
    @darpanbarua5411 2 года назад

    ৩ দিন আগে আমি লুমিনাস এর চার্জ কন্ট্রোলার নিয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে একটা বিষয়ে দ্বিধায় ভুগছি। সোলার এর ইন্ডিকেটরতো সূর্য ডোবার সাথে সাথে বন্ধ হওয়ার কথা। কিন্তু এটা সূর্য ডুবে যাওয়ার পরেও সোলার এর সবুজ এলইডি ব্লিংক করতে থাকে।
    বিঃদ্রঃ কোন জাম্পার কানেক্ট করিনি।
    অন্য কেউ যদি জানেন, তথ্য দিয়ে সাহায্য করতে পারেন।

  • @JhalakTalukder-sh3xl
    @JhalakTalukder-sh3xl 3 месяца назад +1

    একদম সঠিক বলেছেন উনি চকচক করলেই সোনা হয় না,,

  • @alwadud5032
    @alwadud5032 5 месяцев назад +1

    আমার ৭৫ watt গ্রামীণ শক্তি প্যানেল। আর ৬০ ahm ব্যাটারি। কোন কন্ট্রোলার ইউজ করব?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  5 месяцев назад

      আপনার ব্যাটারি অনুযায়ী প্যানেলের ওয়াট আরেকটু বেশি হলে ভালো হতো। আপনি সুপারস্টার এর ক্লাসিক টা বাদে ১০ এম্পিয়ারের প্রিমিয়াম অথবা ডিজিটাল এই দুইটা চার্জ কন্ট্রোলার এর মধ্যে যে কোনোটি ব্যবহার করতে পারেন।

  • @SuhagElli
    @SuhagElli 4 года назад +1

    Nice tutorial. Bai ami 1 ta problem a porsi. Ami easy electronics name 1 ta solar controller asa. Ai solar controller a sudu charging & Loadout 2 ta signal asa but light jola na problem ta ki bai janala uprokitho hobo

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад +1

      পজিটিভ নেগেটিভ ঠিকমতো দেখে সবকিছু লাগানোর পরেও যদি লাইট না জলে তাহলে চার্জ কন্ট্রোলার এ সমস্যা আছে। এক্ষেত্রে চার্জ কন্ট্রোলার টি পরিবর্তন করে ফেলাই ভালো।

    • @SuhagElli
      @SuhagElli 4 года назад +1

      Thank you bai

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад +1

      @@SuhagElli You are welcome.

  • @kamrulporos9300
    @kamrulporos9300 4 года назад

    আসসালামু আলাইকুম ভাই আমার একটা বিষয় জানার ছিল সোলার কন্ট্রোলার লাগালেদিনের বেলায় যখন সূর্য থাকে তখন লোডের কানেকশন গুলা সরাসরি সূর্য থেকে চলবে নাকি ব্যাটারি থেকে চলবে জানালে খুব উপকৃত হতাম

  • @AlMamun-zv5dx
    @AlMamun-zv5dx 2 года назад +1

    আমার সোলার ব্যাটারি ১০০ ওয়াট সোলার প্যানেল ১৩০ ওয়াট তাহলে কোন কনট্রোলার কতো ভোল্টের লাগাতে হবে প্লিজ একটু পরামর্শ দিন।

    • @iddrisehowlader-oc9jm
      @iddrisehowlader-oc9jm Год назад +1

      আসসালামু আলাইকুম কেমন আছেন স্যারআমি জানতে চাইছিলাম আমি ২০০ ওয়াটের একটি সোলারসেটাপ করবো ডিসি সেটাপএখন ২০০ ওয়াটের একটি সোলার নিবো নাকি ১০০ ওয়াটের দুইটি নিবোজানাবেনজানালে উপকৃত হবেভোল্টেজ ভালো হবে কোনটায়একটা সোলারে নাকি দুইটা নিলে ১০০

  • @mdshamimreza9752
    @mdshamimreza9752 4 года назад +2

    ১০ এম্পায়ার দিয়ে কত এম্পায়ার বেটারি এবং কত wat panel পর্যন্ত বেবহার করা যাবে

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад +1

      10 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার দিয়ে সর্বোচ্চ 200 ওয়াট সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন। ব্যাটারি আপনার ইচ্ছামত নির্ধারণ করতে পারবেন। সাধারণত সোলার প্যানেলের ওয়াট যত হয় ব্যাটারি তার থেকে অর্ধেক Ah এর লাগালে পারফরম্যান্স ভালো আসে ও সারাদিনে ফুল চার্জিং হয়ে যায়। আপনি চাইলে এখানে বেশি Ah এর ব্যাটারি লাগাতে পারবেন তবে সেক্ষেত্রে চার্জিং সারা দিনে ফুল হবে না যদি আপনার লোড বেশি থাকে।

  • @TanvirKabir0461
    @TanvirKabir0461 4 года назад +1

    ভাই, আমার একটি পুরানো সুকাম এর নন সোলার আইপিএস আছে, আমি ওটাতে একটি লুমিনাস এর সোলার কনভার্সন কিট লাগিয়ে সোলার আইপিএস বানিয়েছি, আমি জানতে চেয়েছিলাম যে, কিট থাকার পরেও আমি কি একটা সোলার চার্জ কনট্রোলার লাগাতে পারি,বা লাগাতে হবে বা লাগালে ভাল হবে❓ জানাবেন প্লিজ।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад +1

      সোলার কনভার্শন কিট এর মধ্যে চার্জ কন্ট্রোলার থাকে তাই আলাদা করে লাগানোর দরকার নাই।

    • @TanvirKabir0461
      @TanvirKabir0461 4 года назад +1

      @@TechnologyBanglaShahin thank you bhai.

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад +1

      @@TanvirKabir0461 You are welcome. একটা বিষয় একটু শেয়ার করি, পার্সোনালি আমার কনভার্সন কিট তেমন পছন্দ নয়। কারণ এগুলোতে বেশি সোলার প্যানেল লাগানো যায় না এবং এগুলো ব্যাটারির চার্জ/ডিসচার্জ সাইকেল বেশি নষ্ট করে। সোলার ইনভার্টার গুলো এ ক্ষেত্রে ভালো, গ্রিড চার্জ অফ করা যায় এমন সোলার ইনভার্টার আরো ভালো। পরবর্তীতে আর কোন প্রশ্ন থাকলে আমাকে জানাবেন।

    • @TanvirKabir0461
      @TanvirKabir0461 4 года назад +1

      @@TechnologyBanglaShahin আবারও ধন্যবাদ, একটু বেকার আছে বর্তমানে, তা নাহলে একটা সোলার আইপিএস ই কিনে নিতাম।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад

      @@TanvirKabir0461 You are welcome. এখন যেটা কিনেছেন এটাই আপাতত চালান।

  • @babydalyactivities7196
    @babydalyactivities7196 4 года назад

    ভাই আমি সুপারস্টার 150 ওয়াট প্যানেলের সাথে, সুপারস্টার ১০ ওয়াট এর চার্জ কন্ট্রোলার লাগিয়েছি, এটা কি ঠিক আছে নাকি চেঞ্জ করতে হবে,

  • @shamimalam9533
    @shamimalam9533 Год назад

    ইন্ডিয়ার সব পন্য খারাপ না ভাই।
    আমি লুমিনাস আইপিএস ব্যবহার করছি।
    ৬৫০ ভিএ, খুব ভালো চলছে ৭ বছর ধরে।
    আর রহিম আফরোজের ১৫০ এম্পিয়ার
    টলটিউব ব্যাটারী। বেশ চলছে আজ
    অবধি।

    • @nishishelena
      @nishishelena 4 месяца назад +1

      বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট।

  • @tusherbanerjee3427
    @tusherbanerjee3427 4 года назад +1

    আমার কাছে ১৫০W এর একটা, ৩০W দুইটা, ৬৫W একটা Solar Panel আছে। আর ব্যাটারি আছে ১৩০AH এর একটা, ৫৫AH এর একটা। চাইছি সবগুলো একসাথে কানেকশন দিতে। সেক্ষেত্রে ব্যাটারি দুইটা যদি parallel কানেকশন করি তাহলে তো 12V ই থাকছে। আর Solar panel গুলো কি সিরিজ করবো না Parallel? Series করলে কি সব মিলিয়ে ২৭৫W হবে? আর Parallel করলে ১৫০W? একটু পরিস্কারভাবে বিষয়টা জানতে চাই। আমার জন্য কোন কানেকশন টা করলে ভালো হবে? আর সব থেকে বড় প্রশ্ন Charge Controller কত আম্পিয়ার(A) এর হতে হবে? আমার কোনো IPS নেই। সব কানেকশন চার্জ controller থেকেই যাবে। দয়া করে যদি সঠিক পরামর্শ দেন তাহলে খুব উপক্রিত হব। আগ্রিম ধন্যবাদ।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад +1

      যেহেতু আপনি DC সিস্টেম করবেন তাই 12 ভোল্ট সিস্টেম করলে আপনার জন্য ভালো হবে। আপনার সোলার প্যানেল এবং ব্যাটারি কানেকশন সব প্যারালাল পদ্ধতিতে দিতে হবে, কোনটাই সিরিজ কানেকশন হবে না।
      সোলার প্যানেল সিরিজ বা প্যারালাল যাই করা হোক না কেন আউটপুট এর ওয়াট সেম থাকে কারণ ভোল্টেজ এবং এম্পিয়ার গুন করলে ওয়াট পাওয়া যায়। এই চ্যানেলে সোলার প্যানেল টেস্টিং এর একটা ভিডিও আছে ওটা ভালো করে খেয়াল করলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন।
      আপনার 275 ওয়াট DC সোলার সিস্টেমের জন্য 20 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার লাগবে।
      সমস্যা-১: আপনার ব্যাটারি ২টি একসাথে সংযুক্ত করলে ওই ব্যাটারি ২টি বেশিদিন টিকবে না।
      সমস্যা-২: সোলার প্যানেল গুলো প্যারালালে সংযুক্ত করার ক্ষেত্রে প্যানেল গুলোর ভোল্টেজ সেম না হলে টোটাল ওয়াট আউটপুট কম আসবে।

    • @tusherbanerjee3427
      @tusherbanerjee3427 4 года назад +1

      Thank you so much

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад

      @@tusherbanerjee3427 You are welcome. আর কোন প্রশ্ন থাকলে পরবর্তীতে আমাকে অবশ্যই জানাবেন।

  • @mdabdurrob3713
    @mdabdurrob3713 4 года назад +2

    super star controler ta ki BIZLI protect korbe ? akash chomkale rateo cherging show kore , ami solar diye wifi router chalay, 24 hour on thake ,ete ki kono problem hobe please janaben

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад +1

      হালকা বিদ্যুৎ চমকালে তেমন কোন সমস্যা হবে না কিন্তু বিদ্যুৎ যদি সোলার প্যানেলের উপরে পড়ে তাহলে সমস্যা হবে।

  • @MbNirob-vi6qw
    @MbNirob-vi6qw 2 года назад +1

    ভাই আমি কি আমার ১২v 30w সোলার প্যানেল ৩০A চার্জ কন্টোলার দিয়ে কি ২০ahah ব্যাটারি চার্জ করতে পারব নাকি কোন সমস্যা হবে? ভাই আমি ঠিকমতো ব্যাকাপ পছিনা ১২v 30w সোলার প্যানেল ১২ah ব্যাটারি ও চার্জ কন্টোলা ৩০A লোড ১৫w ভাই এটা একটা সলিওসন দিবেন দয়াকরে

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  2 года назад +1

      আসলে এটা সরাসরি না দেখে বলা যাচ্ছে না যে কোথায় সমস্যা। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে আপনার ব্যাটারিটি ৩০ ওয়াট সোলার প্যানেল দিয়ে পরিপূর্ণভাবে চার্জ হতে পারছে না। ব্যাটারিটি যদি অল্প চার্জ হয় তাহলে 30 ওয়াট লোড বেশিক্ষণ চালাতে পারবে না।

    • @MbNirob-vi6qw
      @MbNirob-vi6qw 2 года назад

      @@TechnologyBanglaShahin ভাই এতে কি ৩০A চার্জ কন্টোলারে সমস্যা হবে নাকি ১০A কন্টোলার লাগাতে হবে? মাএ ১২ দিন হয় নিছি সব নতুন

  • @mohammadshamim7311
    @mohammadshamim7311 3 года назад

    Shahin bhai , 24v battery theke kivabe 12v banabo, microteck 24v ips diye battery charge kori.

  • @minarhashan7728
    @minarhashan7728 3 года назад

    Vi supar star charg controller ki paudar ba zel battery te kaj korbe janaben vi please..

  • @shahalam4861
    @shahalam4861 3 года назад

    Vai amar solar panel 85 watt 2018 te neyesi. Age 19.7 volt deyese kintu akhon 16 volt ditese.
    Akhon betari charge hoitase na. Akhon koronio kee

  • @ashanurrahman
    @ashanurrahman 3 года назад

    ভাইয়া ২০০ ওয়াট ১২ ভোল্টের ব্যাটারি চার্জ করতে কত ওয়াটের সোলার প্যানেল যথেষ্ট ভাল mppt সোলার চার্জার দিয়ে। আর ২০০ ওয়াট একটা ব্যাটারিতে ৪২০০ ওয়াটের ইনভার্টার দিয়ে ২২০ কত ওয়াট কত ঘন্টা ধরে চালানো যাবে। প্লিজ একটু বুঝিয়ে বলুন। big fan ♥

  • @IpsBazar
    @IpsBazar 4 года назад +1

    Brother?I Hope You Are Fine.
    U know That ? Pwm is Old Technology !
    Mppt Best Technolog !

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад +4

      Yes I am fine, Thank you brother. I have both MPPT and PWM solar charge controller. Both are good for specific solar application. If your solar system is very small then you should use PWM solar charge controller because this type of charge controller has very little self powe consumption and it is really value for money. MPPT charge controller can boost up to 30% charging current but it is good for midium to large solar system. At this moment I am using MPPT charge controller for my midium size solar off grid system and PWM charge controller for my little 130 watt DC solar system. I hope you understand.

    • @mdnaeem803
      @mdnaeem803 4 года назад +1

      @@TechnologyBanglaShahin 100% Right

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад

      @@mdnaeem803 Thank you for your comment.

  • @hoqsaheb3491
    @hoqsaheb3491 4 года назад +1

    স্যার ডিসি প্যানেলের ওয়াট আর কোনটোলারের আউট পুট ওয়াট কি সমান?স্যার ধরেন প্যানেল থেকে দিনের বেলায় ওয়াট পাচ্ছি ৭০ ওয়ার আমি ব্যবহার করতেছি১০০ ওয়াট,এখন ব্যাটারীতে চাজ আছে ৫০%, এখন মুল কথা হলো আমি কি এখন ১০০ ওয়াট আউট পুট পাবো নাকি ব্যটারী চাজ হওয়ার পরে আমি ১০০ ওয়াট আউট পুট পাবো, বিষয়টা এখানে কোনটোলার টা কোন হিসাবে কাজ করবে,এখানে আমার কাছে একটু জটিল মনে হচ্ছে, ধন্যবাদ আপনাকে ভাল থাকবেন,

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад

      প্যানেল থেকে আপনি যদি 70 ওয়াট পান কিন্তু আপনি যদি 100 ওয়াট ব্যাবহার করেন তাহলে বাকি 30 ওয়াট ব্যাটারি থেকে আসবে। ব্যাটারি শেষ হয়ে গেলে আপনার সিস্টেম বন্ধ হয়ে যাবে। আবার ব্যাটারি পর্যাপ্ত চার্জ হওয়ার পর সিস্টেম স্বাভাবিক ভাবে রান করবে। এই জন্য প্যানেল প্রয়োজের তুলনায় একটু বেশি শক্তিশালী লাগাতে হয়।

  • @monogkumer9139
    @monogkumer9139 4 года назад

    luminous dam kato,ips er satha extra ki ki lagala solar system kara jabee, ips e fan e sound karaa samadhan,othoba kon ta tee sound haba naa jana thaklee jana ben,onk liklam,valo thak been

  • @kichushopno190
    @kichushopno190 3 года назад

    Bro Amazon theke ki vabe Shopping korbo plz jana ben ....R Bangladeshe anbo bolben

  • @MusfiqurRahmanNaavan
    @MusfiqurRahmanNaavan 5 месяцев назад +1

    600w paneler jonno koto ah charge cotroler lagbe

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  5 месяцев назад

      ব্যাটারি ভোল্টেজ 12 হলে 600 ওয়াট সোলার প্যানেলের জন্য 40 এম্পিয়ারের MPPT চার্জ কন্ট্রোলার লাগবে। PWM হলে 30 এম্পিয়ার এর চার্জ কন্ট্রোলার লাগবে।

  • @muktarbhuiyan7902
    @muktarbhuiyan7902 4 года назад +1

    ভাইয়া একটা জাম্পার এর কাজতো দেখলাম অন্য জাম্পারের কাজ কি ? জানালে উপকৃত হবো . ডিপ সাইকেল ব্যাটারির জন্য কি অপশন আর টিবুলার ব্যাটারির জন্য কি অপশন জানাবেন প্লিস .........

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад +1

      আরেকটা জাম্পার এর কাজ ব্যাটারি সিলেকশন করা। ওই জাম্পার দিয়ে আপনি টিউবুলার এবং SMF দুই রকম ব্যাটারি সিলেক্ট করতে পারবেন।
      নোট: টিউবুলার এবং SMF দুই রকম ব্যাটারিই কিন্তু ডিপ সাইকেল ব্যাটারির অন্তর্ভুক্ত। স্টার্টিং ব্যাটারি আলাদা, সেগুলো শর্ট টাইমে বেশি এম্পিয়ার সরবরাহ করে থাকে ফলে গাড়ির স্টার্টিং এর জন্য সেগুলো ব্যবহার করা হয়। IPS বা সোলার সিস্টেমের জন্য ডিপ সাইকেল ব্যাটারি ব্যবহার করতে হয় যা ধীরে ধীরে শেফলি অনেক বেশি ডিসচার্জ হতে পারে।

    • @muktarbhuiyan7902
      @muktarbhuiyan7902 4 года назад +1

      ভাইয়া আস্সালামুআলাইকুম অসংখ ধন্যবাদ আপনাকে . আর একটি প্রশ্ন আমি যদি ডিপ সাইকেল অথবা টিবুলার যে কোনো একটি ব্যাটারি ব্যবহার করি তাহলে কি অন্য জাম্পারটি কাজে লাগবেনা ? আর যদি লাগে তাহলে কোন ব্যাটারির জন্য কোন জাম্পারটি কোথায় সিলেক্ট অর্থাৎ শর্ট করবো ?আমার একটি ৩০০ ওয়াট সোলার প্যানেল আসে একটি ৮০০ ভি এ নন সোলার আই পি এস আসে . ব্যাটারি নষ্ট হয়ে গেসে কোন ব্যাটারিটি লং লাস্টিং হবে ? জানালে ভীষণ উপকৃত হবো প্লিস ......আর নন সোলার আই পি এস কি সোলার আই পি এস করা যায় কি না ? ভাইয়া প্লিস প্লিস প্লিস জানাবেন .......

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад

      @@muktarbhuiyan7902 অলাইকুম আসসালাম। SMF ব্যাটারি ব্যবহার করলে JP-2 জাম্পার শর্ট করে দিবেন আর টিউবুলার ব্যাটারি ব্যবহার করলে ওই জাম্পার শর্ট করার দরকার নাই, ওপেন রাখলেই হবে।
      হ্যাঁ নন সোলার IPS কে সোলার IPS/Inverter এ রুপান্তর করতে পারবেন সোলার কনভার্শন কিট ব্যবহার করে। তবে একটা জিনিস একটু মনে রাখবেন, সোলার কনভার্শন কিটের বেশ কিছু নেগেটিভ সাইট আছে। যেমন: এতে বেশি প্যানেল ব্যবহার করা যায় না এবং এটা ব্যাটারির চার্জ/ডিসচার্জ সাইকেল প্রচুর নষ্ট করে কারণ এটা সরাসরি সোলার থেকে লোড চালায় না, ব্যাটারি চার্জ করে তারপরে ব্যাটারি থেকে চালায়।
      কনভার্শন কিট ব্যবহার না করে সোলার IPS/Inverter ক্রয় করাই ভালো।

  • @chittaronjonshil2732
    @chittaronjonshil2732 4 года назад +1

    Super star controller price kto. Vai bolben

  • @kbidea5400
    @kbidea5400 4 года назад +1

    very nice....

  • @litunbhuiyan
    @litunbhuiyan 4 года назад +1

    নাইছ ভিডিও 😍😍😍😍

  • @mustakkhan8383
    @mustakkhan8383 4 года назад +1

    ভাই এই চার্জ কন্ট্রোলার গুলা ওভারচার্জ/ওভারডিসচার্জ প্রকেক্ট করে বুঝলাম!! কিন্তু ব্যটারির চার্জ একটু মিডিয়াম হলেই আবার চার্জ দেয়া শুরু করে নাকি চার্জ লো হবার পর চার্জ দেয়া শুরু করে???

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад +2

      ব্যাটারির চার্জ একটু কমলেই চার্জ দেওয়া শুরু করে।

    • @iddrisehowlader-oc9jm
      @iddrisehowlader-oc9jm Год назад

      ​@@TechnologyBanglaShahin আসসালামু আলাইকুম কেমন আছেন স্যারআমি জানতে চাইছিলাম আমি ২০০ ওয়াটের একটি সোলারসেটাপ করবো ডিসি সেটাপএখন ২০০ ওয়াটের একটি সোলার নিবো নাকি ১০০ ওয়াটের দুইটি নিবোজানাবেনজানালে উপকৃত হবেভোল্টেজ ভালো হবে কোনটায়একটা সোলারে নাকি দুইটা নিলে ১০০

  • @RTNwes
    @RTNwes 4 года назад +1

    Super Star এর সব গুলি মডেলের Charge Controller ই ভালো মানের???

  • @TBGBANGLA
    @TBGBANGLA 4 года назад

    সালাম নিবেন
    আমি ২টি লাইট,১টি সিলিং ফ্যান, প্রতি দিন গড়ে ১৩/১৪ ঘন্টা চলে মতো ডিসি সিস্টেম করতে আগ্রহী।
    দয়া করে আমাকে সাজেস্ট করুন
    প্যানেল,ব্যাটারী,কন্ট্রোলার এগুলো কোন কোম্পানির কিনবো???
    লেটেস্ট মডেলের ভালটা কিনতে চাইছি।।।।

  • @shahinul-islam-hajary
    @shahinul-islam-hajary Год назад

    Bayjan,, 130 ahm ki charge hobe

  • @mahmudulhasan9560
    @mahmudulhasan9560 4 года назад +1

    ভাই আমি একটা বিষয় জানার বড় ইচ্ছে সোলার থেকে কনটলারে কত বউলড পাওয়ার ইন হইতাছে আমি যদি রাতের বেলা ইলেকটিক সিটি থেকে বউলড দেই তা হলে কি কোন পবলেম হবে

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад

      12 ভোল্টের সোলার প্যানেল থেকে সাধারণত 20 ভোল্ট এর আশেপাশে সাপ্লাই আসে। ইলেকট্রিসিটি থেকে ইনপুট দেওয়া যায় তবে দিয়ে কোন সেভিংস হবে না বরং কনভার্শন লস হবে।

    • @mahmudulhasan9560
      @mahmudulhasan9560 4 года назад +1

      @@TechnologyBanglaShahin আপনার মোবাইল নং কি দেওয়া যাবে sir

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад

      টেকনিক্যাল যেকোনো সমস্যা হলে অথবা কিছু জানতে চাইলে আপনি আমাকে এখানে কমেন্ট করতে পারেন। আমার সাথে মোবাইলে কথা বলতে চাইলে প্রথমে আমাকে একটা ইমেইল দিয়ে মোবাইল নাম্বার পাঠাতে বলবেন। ইমেইলের রিপ্লেতে আমি মোবাইল নাম্বার পাঠিয়ে দিব।
      shahinur1000@gmail.com

    • @mahmudulhasan9560
      @mahmudulhasan9560 4 года назад

      @@TechnologyBanglaShahin ok tnx

  • @MDSumon-jl3iy
    @MDSumon-jl3iy 4 месяца назад +1

    ভাইয়া আমার একটি লুমিনাস চার্জ কন্ট্রোলার প্রয়োজন আপনার জানাশোনা কোন বিশ্বস্ত প্রতিষ্ঠান থাকলে দয়া করে জানাবেন যেখান থেকে হোম ডেলিভারিতে নেওয়া যায়

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 месяца назад

      আপনি দারাজ থেকে কিনতে পারেন। অরিজিনাল টা ক্রয় করার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ভিডিওর নিচে more অপশনে ক্লিক করলে পেয়ে যাবেন।

  • @mdshohel8784
    @mdshohel8784 4 года назад +1

    ধন্যবাদ ভাই

  • @hoqsaheb3491
    @hoqsaheb3491 4 года назад +1

    স্যার কেমন আছেন,মাশাল্লাহ আপনি অনেক ইসফ্রাট,স্যার আমি লুমিনাস কোনট্রলার দিয়ে ডিসি সোলার সিষ্টেম করতে চাই আপনি আমাকে পরামর্শ দিয়ে হেলফ করবেন,ধন্যবাদ ভালো থাকবেন,

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад +1

      হ্যাঁ ভালো আছি। আপনি কেমন আছেন?
      হ্যাঁ লুমিনাস কন্ট্রোলার দিয়ে DC সোলার সিস্টেম করতে পারেন। লুমিনাস চার্জ কন্ট্রোলার না পেলে সুপারস্টার কোম্পানির চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। এই ব্যাপারে আপনার কোন প্রশ্ন থাকলে আমাকে জানাবেন।

    • @hoqsaheb3491
      @hoqsaheb3491 4 года назад +1

      @@TechnologyBanglaShahin স্যার আমি লোম সোলার প্যানেল ১৮০ ওয়াটের সাথে কত ওয়াটের সোলার কোনটোলার লাগাতে হবে, ব্যাটারী কত এম পিয়ারের ব্যবহার করবো, ডিসি সোলার সিষ্টেম হবে প্যানেল মনো লাগাবো, জানাবেন ধন্যবাদ আপনাকে ভাল থাকবেন,

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад +1

      180 ওয়াট সোলার প্যানেলের সাথে 10 এম্পিয়ার এর চার্জ কন্ট্রোলার লাগবে এবং এর সাথে ব্যাটারি 80-100 Ah এর মধ্যে হলে ভালো কম্বিনেশন হবে।
      নোট: হ্যামকো কোম্পানির 130 ওয়াট এর মনো সোলার প্যানেল এর আউটপুট 150 ওয়াট সোলার প্যানেলের সমান। আপনি এইটা নিয়েও চিন্তা করতে পারেন। এটার সাথে 10 এম্পিয়ার এর চার্জ কন্ট্রোলার এবং 60-80 Ah ব্যাটারি ভালো কম্বিনেশন হবে।

    • @hoqsaheb3491
      @hoqsaheb3491 4 года назад +1

      @@TechnologyBanglaShahin স্যার আমি ছোট দিকে আসতে চাই না বরং হয়তো সামনের দিকে আরো বড় করতে পারি,তবে লোম সোলার প্যানেলে আমার আসতা বেশী এ ব্যপারে আপনি কি মনে করেন,আর আমি চাইতেছি কোনটোলার টা একটু বেশী এম পিয়ারের লাগালে পরে হয়তো আরো প্যানেল এড করতে পারি আশা রাখি আপনি বুজছেন ধন্যবাদ, স্যার লুমিনাস কোনটোলারের সাভিসটা কেমন জানাবেন ধন্যবাদ আপনাকে ভাল থাকবেন,

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад

      যেহেতু আপনি পরবর্তীতে আরো প্যানেল যোগ করবেন তাই চার্জ কন্ট্রোলার 20 এম্পিয়ার এর টা কিনলে ভালো হবে। আমার লুমিনাস কোম্পানির চার্জ কন্ট্রোলার ভালো পারফর্মেন্স দিচ্ছে।

  • @smlinkon285
    @smlinkon285 4 года назад +1

    Solar charge controller gulor features a amn bisoy gulo lekha thake.
    LVD : 11V
    LDR:11.6V
    HVR : 13.5 V
    HVD : 14.7V
    Eder vitot
    LDR:11.6V
    Er kaz ki?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад

      চার্জ কন্ট্রোলার এর স্পেসিফিকেশনে নিচের এই ধরনের টার্ম গুলো থাকার কথা।
      LVD= Low voltage disconnect
      HVD= High voltage disconnect
      LVR= Low voltage reconnect
      HVR= High voltage reconnect
      LDR হয়তো কোন ওয়েবসাইটে ভুল করে দিয়েছে, আপনি এটা নিয়ে গুগলে সার্চ করে দেখতে পারেন কোন তথ্য পাওয়া যায় কিনা।

  • @mdbabulhosen2335
    @mdbabulhosen2335 2 года назад

    কম্পিউটার এবং প্রিন্টার চালাতে কত ওয়ার্ড সোলার প্যানেল লাগবে?
    এবং ব্যাটার কত অ্যাম্পিয়ার লাগবে?

  • @rajotroy3273
    @rajotroy3273 4 года назад

    Uncle Ami jodi Solar Controlar Badhe Charge kori amr battary er ki problem ace kono ?

  • @JP-vi3sm
    @JP-vi3sm 4 года назад +1

    Jp 2 kaj ta bujhlam kintu arek ta je jumper ase oi tar use details ki and 2 ta jumper ki ak shathe use Kora jabe.pls Jodi bolten.

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад +2

      JP-2 জাম্পার টি ব্যবহার করা হয় dusk dawn feature একটিভ করার জন্য আর JP-3 জাম্পার টি ব্যবহার করা হয় ব্যাটারি সিলেকশন করার জন্য। আপনার যদি টিউবুলার ব্যাটারি থাকে তাহলে JP-3 জাম্পার টি ব্যবহার করার দরকার নাই। মেইনটেন্যান্স ফ্রি ব্যাটারি হলে JP-3 জাম্পার টি শর্ট করে দিতে হবে। আশাকরি বুঝতে পেরেছেন।

    • @abdullahrana673
      @abdullahrana673 4 года назад +2

      @@TechnologyBanglaShahin,,তারমানে যদি ড্রাইসেল হয়, (অটোরিকশার ব্যাটারী) তাহলে jp3 শর্ট করে দিতে হবে,আর যদি লিড এসিড ব্যাটারী হয়,তাহলে jp3 জাম্পার শর্ট করা লাগবে না, তাই না ভাই,?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад +1

      Right.

    • @shuvomondal4027
      @shuvomondal4027 3 года назад

      ভাইয়া আমি সোলার এর সাথে ভ্যানের ব্যাটারি ব্যবহার করি। জাম্পার দিয়ে শঠ না করলে কি হবে।আর করলে কি হবে। জানাবেন প্লিজ। কিছু বুঝতে পারছি না

  • @amijetkumarsaha
    @amijetkumarsaha 3 года назад

    এই কন্ট্রোলার দিয়ে কি সোলার ব্যাটারির বদলে লিথিয়াম আইন ব্যাটারি ১২ভোল্ট প্যাক চার্জ করা যাবে?

  • @mdhasmot7561
    @mdhasmot7561 2 года назад

    আমার সোলার ব্যাটারীটা কিছুদিন যাবত বণধ আছে, সমাস্যা হবে কি?

  • @litonali-n3g
    @litonali-n3g День назад

    লুমিনাস এর 20A চার্জ কন্ট্রোলার কি হয় ভাইয়া?

  • @minarhashan7728
    @minarhashan7728 4 года назад +1

    vi suparstar a display sho charg controller ta neya jabe ki....

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад +1

      হ্যাঁ সুপারস্টার কোম্পানির ডিসপ্লে সহ চার্জ কন্ট্রোলার নেয়া যাবে।

    • @minarhashan7728
      @minarhashan7728 4 года назад +1

      @@TechnologyBanglaShahin thank u vi...

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад

      @@minarhashan7728 You are welcome.

  • @MohammadWahiduzzaman-lz6iy
    @MohammadWahiduzzaman-lz6iy 7 месяцев назад +1

    Super star digital charge controller ta kmn vai?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  7 месяцев назад

      খারাপ না, তবে সুপারস্টার এর প্রিমিয়াম নামের একটা চার্জ কন্ট্রোলার আছে ওইটার পারফরম্যান্স খুব ভালো।

    • @MohammadWahiduzzaman-lz6iy
      @MohammadWahiduzzaman-lz6iy 7 месяцев назад +1

      @@TechnologyBanglaShahin আমি প্রথমে প্রিমিয়াম টাই কিনেছিলাম পরে আবার পরিবর্তন করে ডিজিটাল টা নিয়ে আসলাম,,ভাবলাম ডিজিটাল টার দাম বেশি তাই অইটাই ভাল হবে😕

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  7 месяцев назад +1

      ডিজিটাল টাও খারাপ না, ডিজিটাল এবং প্রিমিয়াম এই দুইটা ব্যবহার করতে পারেন। ক্লাসিকটা এভয়েড করতে পারেন কারণ ওটা অতটা ভালো না।

  • @mdshahalam3880
    @mdshahalam3880 3 года назад +1

    ভাই হারিয়ে গেলেন কোথায়?

  • @Susanta-k2g
    @Susanta-k2g Год назад +1

    20 ওয়াট সোলার প্লেনের সঙ্গে কত ওয়াটের ব্যাটারি লাগবে কত ওয়াটের চার্জ কন্ট্রোলার লাগবে

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Год назад

      5 এম্পিয়ার এর চার্জ কন্ট্রোলার ও 7Ah ব্যাটারি ব্যবহার করতে পারেন।
      তবে এত ছোট সেটআপ সাধারণত তেমন কোন কাজে লাগে না মিনিমাম ১০০ ওয়াট সোলার প্যানেল 10 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার ও 50Ah ব্যাটারী দিয়ে প্রজেক্ট করলে সেটা অনেক কাজে লাগাতে পারবেন।

  • @iqbalmediacenter9355
    @iqbalmediacenter9355 4 года назад +2

    Vai, gramen 4g charge controler ti kemon?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад +2

      যদি এটা অরিজিনাল গ্রামীণ শক্তি সোলার কোম্পানির হয় তাহলে ভালো হবে। আর যদি ফেক ভাবে গ্রামীণ 4G লেখা থাকে তাহলে ভালো হবে না।
      আপনি নিজেও টেস্ট করতে পারবেন, ব্যাটারিকে ডিসচার্জ করে 10.5 ভোল্টের নিচে নিয়ে আসার পর দেখেন লোড ডিসকানেক্ট করে দেয় কিনা, যদি ডিসকানেক্ট করে তাহলে এটা ভালো।

  • @jihadmia6379
    @jihadmia6379 Год назад

    Bhaiya CE RoHS এ কন্ট্রোলার কেমন

  • @KamalHossain-jy2ng
    @KamalHossain-jy2ng 4 года назад

    ভাই পানির মটর ফ্রিজ ২ টা পেন মিডিয়াম ওয়াশিংমেশিন এক সাতে চালানো জাবে। বা ভাল মানের হলে কত খরচ হবে।

  • @jackjuliet110
    @jackjuliet110 4 года назад

    ভাই, অাপনার কথা গু‌লো বেশ ভা‌লো লা‌গে, অা‌মি ৩৫০ ওয়াট এর প্যা‌নেল এবং ২০০ টল টিউবুলার ব্যাটারী ব্যাহার কর‌তে চা‌চ্ছি, এ‌তে কোন কোম্পা‌নির , ও কত এম্পিয়ারে চার্জ ক‌ন্টোলার ভা‌লো হয় বলে‌বেন প্লিজ,

  • @mdrabiulhasan1611
    @mdrabiulhasan1611 2 года назад

    প্যানেল নিয়েছি ১৬০ ওয়াট এটা থেকে দুটি ডিসি ফ্যান তিনটি লাইট তিন ঘন্টা ব্যাক আপ দিচ্ছে না কি করতে পারি পরামর্শ চাই

  • @gowithjoy
    @gowithjoy 4 года назад

    12 volt 160ah batter ... low charge 30% hole koto volt hoye jay?

  • @GhotokCorporation
    @GhotokCorporation 4 года назад +1

    লুমিনাচ সোলার আইপিয়েচ এর জন্য কোন কোম্পানির ব্যাটারি ভালো হবে জানাবেন।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад

      প্রথমেই চেষ্টা করবেন সোলার IPS/Inverter এর জন্য টল টিউবুলার ব্যাটারি ক্রয় করার। বর্তমানে রহিম আফরোজ এবং সাইফ পাওয়ার এরা টল টিউবুলার ব্যাটারি তৈরি করে। প্রথম পছন্দ রহিম আফরোজ এর টল টিউবুলার, দ্বিতীয় পছন্দ সাইফ পাওয়ারের টল টিউবুলার এবং তৃতীয় পছন্দ রহিম আফরোজ এর নরমাল টিউবুলার ব্যাটারি। 150 Ah থেকে 200 Ah নিবেন। আর কোন প্রশ্ন থাকলে আমাকে জানাবেন।

    • @GhotokCorporation
      @GhotokCorporation 4 года назад +1

      @@TechnologyBanglaShahin আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই সাহেব সুন্দর করে বুঝিয়ে বলা জন্য। রহিমা আফরোজের ২০০Ah ব্যাটারির দাম কেমন হতে পারে সাই পাওয়ারের ২০০Ah কত হতে পারো জানাবেন। আর এই ব্যাটারি গুলা যখন যখন আইপিয়েচ এর সাথে কানেক্ট করবো দরুন ১০০% চার্জ এ ব্যাটারি গুলা লোড দিলাম, ৮০ % পর্যন্ত চার্জ শেষ হওয়ার সাথে সাথে অটো লোড বন্ধ হয়ে জাবে এই রকম কোন সারকেট ব্রকার আছে কি?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад

      @@GhotokCorporation আপনার লুমিনাস সোলার ইনভার্টার টি ব্যাটারি ভোল্টেজ 10.5 হয়ে গেলে অটোমেটিক কাট করে দিবে, এটা নিয়ে কোন চিন্তা করবেন না। 200 Ah ব্যাটারির দাম 20,000 টাকার আশেপাশে হবে, ব্যাটারির প্রাইস এর আপডেট জানতে আপনার নিকটস্থ ব্যাটারির দোকান গুলোতে খোঁজ নিন।

    • @GhotokCorporation
      @GhotokCorporation 4 года назад +1

      @@TechnologyBanglaShahin আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад

      @@GhotokCorporation My pleasure 😊.

  • @AbdulKadir-tl2ne
    @AbdulKadir-tl2ne Год назад

    মিয়া ভাই ডারক ডাউন ফিউচার চালু করলে
    দিনে বেলা প্রয়োজন হলে লাইট ও ফ্যান চালাতে পারবো.?

    • @ProfessorTMSohel
      @ProfessorTMSohel Год назад

      আমার মনে হয় যে আউটপুটে বাতির সাইন আছে এটা শুধু ঐটাতে লাগাতে হবে। যেটা সূর্যের আলো পাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আপনি অন্য আউটপুটগুলো ব্যবহার করতে পারবেন সবসময়। ধন্যবাদ।

  • @cmd2908
    @cmd2908 4 года назад +1

    ভালো ভাইয়া

  • @monjurulislam1880
    @monjurulislam1880 4 года назад +1

    আসসালামু আলাইকুম ভাইয়া,
    আমি সুপার স্টারের সোলার চার্জ কন্ট্রোলারের লোড কানেকশন ২টা ব্যাবহার না করে একটি থেকেই লাইট এবং ফ্যানের কানেকশন দিয়েছি। এতে কি কোন অসুবিধা হবে কি?
    জানালে খুব উপকার হতো।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад +1

      অলাইকুম আসসালাম।
      একটা লোড কানেকশন থেকে ফ্যান এবং লাইট চালানো যাবে। তবে আরেকটু বেশি লোড চালাতে চাইলে ক্যাবল আরেকটু মোটা ব্যবহার করতে হবে তাছাড়া ট্রানস্মিশন লস হবে এবং প্রেসার পড়বে।

  • @golamsarwar7464
    @golamsarwar7464 3 года назад

    স্যার 40ah,12volt,5watt ar 6ta bulb, সোলার এর ওয়াট জানি না, বাল্ব ১ঘনটা এর বেশি জলে না কারন কি স্যার????

  • @tanjilahmedrakib7077
    @tanjilahmedrakib7077 4 года назад +1

    ভাই রিসিভার নিয়ে একটা ভিডিও করতে পারেন।

  • @rajanikanta4195
    @rajanikanta4195 3 года назад

    Super video

  • @ferdm9646
    @ferdm9646 2 года назад +1

    CMG solar charge controller is not that bad as you said!!

  • @arindamsett8613
    @arindamsett8613 4 года назад +1

    দাদা লুমেনিয়াস ২০amh যে ৩টি লোড লাইন আছে সে গুলি কি ডায়রেক সোলার থেকে লাইন দেয় ?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад +1

      লুমিনাস এ যে ৩টি লোড এর লাইন আছে সেগুলো ব্যাটারি থেকে আউটপুট দিয়ে থাকে।

    • @arindamsett8613
      @arindamsett8613 4 года назад +1

      দাদা dast down ৩টের কোন লোড লাইনে চলবে?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад +2

      Dusk to dawn ফিচারটি এনেবেল করলে ৩টি আউটপুট লাইনের সবগুলোতেই এটা অ্যাক্টিভেট হয়ে যাবে।

    • @arindamsett8613
      @arindamsett8613 4 года назад +1

      তাহলে এই ফিচারটি চালু করলে সকলে এটা থেকে পাখা চালানো যাবেনা?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  4 года назад +1

      হ্যাঁ এই ফিচারটি চালু করলে সকালে পাখা চালানো যাবে না। আসলে বাড়ির ভিতরে যারা এটা ব্যবহার করে তারা এই ফিচারটি চালু করে না। যারা সিঁড়িঘরে, গ্যারেজে অথবা অন্য কোন জায়গায় যেখানে সুইচ দিয়ে অন অফ করার ঝামেলা থেকে রেহাই পেতে চায় সেখানে এটা এনেবেল করে।

  • @sucharita_halder
    @sucharita_halder 4 года назад

    Ethane duto point ache. Dutor beshi point ki bhabe counet karbo

  • @aktelecom5009
    @aktelecom5009 4 года назад +1

    Nice 👍👍👍👍👍

  • @MdBabu-wj3bu
    @MdBabu-wj3bu 6 месяцев назад +1

    আসসালামু আলাইকুম ভাই আমি ব্যাটারি চার্জ নতুন অবস্থায় কত ঘন্টা চার্জ দিমু একটু রিপ্লাই দিবেন প্লিজ

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  6 месяцев назад

      প্রথম দিন ব্যাটারি ব্যবহার না করে সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত সোলারে চার্জ করা উচিত। ৮ ঘন্টা +-

  • @ranajuwel1733
    @ranajuwel1733 2 года назад

    ১৩০ এম্পিয়ার ব্যাটারি সাথে কত ওয়াট সোলার নিলে ভালো হবে এবং সাথে কত এম্পিয়ার চার্জ কন্ট্রোলার লাগবে???

    • @Solaredition71
      @Solaredition71 Год назад

      ২৬০ প্যানেল এবং ২০ এম্প্য্যার চার্জ কন্ট্রোলার

  • @tolpar1233
    @tolpar1233 4 года назад

    Vi ami superstar solar controller ta tongite kothai paoa jbe?

  • @mdmazaharulislam1367
    @mdmazaharulislam1367 Год назад

    এই ভাইয়ের নতুন কোন ভিডিও আসছে না কেন? এর কোন খোঁজ খবর কেহ জানলে বলুন।