আহলে হাদীস বনাম হানাফি মাযহাব A Debate program Ahle Hadis vs Ahle Sunnatul Jamat

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • MDUM TV

Комментарии • 1,6 тыс.

  • @md.saheen.alam.5729
    @md.saheen.alam.5729 3 года назад +84

    আমাদের সারা বিস্সের মসুলমান দের কলিজার টুকরা নবীজি সাঃ নেতা আমীন ছুম্মা আমীন

  • @Salima2Sarowar
    @Salima2Sarowar Месяц назад +3

    আহলে হাদিস সঠিক হাদিস এদের মধ্যে কোন শিরক বিদআত নেই আল্লাহ যেন সবাইকে সঠিক পথ দেখান আমিন আমিন❤❤

  • @mdsainur6641
    @mdsainur6641 3 года назад +54

    বাংলাদেশ থেকে বলছি আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লেগেছে। হিংসা অহংকার নাকরে মনে রাখবেন আমরা সবাই মুসলমান। আললাহ তায়ালা এবং নবি কারিম( সাঃ)তানার কথাগুলো মানুষকে সঠিক ভাবে বুঝান ।আপনারা আলেমরা এক থাকুন ভাই আপনারা যদি এক নাথেন তাহলে বাতিলরা আমাদের দেখে হাসা হাসি করবে। ধন্যবাদ।

    • @mstkohinur3600
      @mstkohinur3600 2 года назад

      ভাই আপনি সঠিক কথাই বলেছেন, তবে তার জন্য সবাইকে ওই করতে হবে এবং কষ্টি পাথরে যাচাই করা হাদীসগুলোকে গ্রহণ করতে হবে, তাহলে আমরা সঠিক ইসলামের থাকতে পারবো। যার জন্য সমস্ত আলেমদের কে এক হওয়ার অনেক প্রয়োজন কিন্তু যেটা আলেমরাই বুঝেন না।

    • @behtarinislamicshayari2418
      @behtarinislamicshayari2418 2 года назад

      Nice vai khub sundor jobab

    • @mdenamulhaque1208
      @mdenamulhaque1208 2 года назад

      এখানে আহলে হাদীস আলেম ছিলো না।তারা নিজেরাই ২টিদল তৈরি করে মিথ্যা প্রচার করেছে।প্রোগ্ৰামটিতে কোরআন ও সহীহ হাদীসের আলেমদেরকে মিথ্যূক প্রমান করা হয়েছে।

    • @chhalamisk5504
      @chhalamisk5504 Год назад

      আপনাদের বুকে হাত দিয়ে আপনি নিজে কে প্রশ্ন কর সুরা ফাতেহা ছাড়া নামাজ হবে আপনি কেমন মুসলমান নামাজের 6 জায়গায় জোরে আয়াত পড়ে বাকি নামাজ কি করবে আমি তো এরকম নিজেই বুঝতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ আল্লাহ জ্ঞান দিয়েছে আমি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ আমি এই আমলটা করি আপনারা একটু সাবধান হন আল্লাহকে ভয় করেন সবাই সুরা ফাতেহা পড়ার চেষ্টা করেন আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ

    • @chhalamisk5504
      @chhalamisk5504 Год назад

      আপনারা বলছেন কিছুই করতে হবে না আপনার কি মাথায় কিছু নেই আমরা সাধারন মানুষ নিজের বিবেক দিয়ে বুঝতে পেরেছি আপনি একজন আলেম হয়ে কি ভাবে সত্য কে মিথ্যা বলে চালিয়ে দিচ্ছেন আলেমদের সাথে কিয়ামতের মাঠে আল্লাহর দ্বীন জবাব চাইবে আপনাদের এই ঝামেলার মধ্যে সাধারণ মানুষ বিপদের মধ্যে পড়ে যাচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজেই পারে না তাকে নামাজের জন্য দাওয়াত করো আপনাদের এই ঝামেলার শুনে তো মানুষ নামাজ পড়ায় ছেড়ে দেবে আমি দোয়া করি আপনাদের জন্য আল্লাহ বুঝার তৌফিক দেয় আমিন

  • @hafezsaifulislam3905
    @hafezsaifulislam3905 Год назад +10

    আলহামদুলিল্লাহ আমি যতটুকু জেনেছি এবং বুঝেছি আল্লাহ তাআলা মহাগ্রন্থ পবিত্র কোরআন এরপর নবীর হাদীস যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন যখন আমার কোরআন তোমাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো। আর এই জন্য যখন ইমাম সাহেব কেরাত পড়বে তখন আমি মনোযোগ সহকারে শুনবো। আর যখন ইমাম সাহেব আস্তে আস্তে কেরাত পড়বে তখন আমি সূরা ফাতিহা তেলাওয়াত করব। আল্লাহ তায়ালা আমাদের সকলকে ভালোভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।

  • @mohammedsolaiman7564
    @mohammedsolaiman7564 2 года назад +60

    আহরে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ!

  • @monir1640
    @monir1640 3 года назад +53

    সত্য টা জনগণের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ। দারুণ পোস্ট ।👍👍👍👍👍👍👍👍👍👍

    • @AhsanKhan-ow9dz
      @AhsanKhan-ow9dz 2 года назад

      Ki sotto re vai?? Ata to puro akta banowat kahini, ara sobai hanafi, akhane keu ahle hadish nei,,,

    • @user-sj8du4cr5y
      @user-sj8du4cr5y 6 месяцев назад

      ❤❤

  • @islamscience3697
    @islamscience3697 3 года назад +85

    لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ
    অনুবাদঃ "যে সালাতে সুরা ফাতিহা পড়া হয় না তার সালাত বাতিল।" (বুখারী হাঃ নং ৭৫৬)
    "আবূ হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি সালাত আদায় করল অথচ তাতে উন্মুল কুরআন (সূরাহ ফা-তিহাহ্‌) পাঠ করেনি তার সালাত ত্রুটিপূর্ণ থেকে গেল, পূর্ণাঙ্গ হল না। এ কথাটা তিনবার বলেছেন। আবূ হুরাইরাহ (রাযিঃ) কে জিজ্ঞেস করা হল, আমরা যখন ইমামের পিছনে সালাত আদায় করব তখন কী করব? তিনি বললেন, তোমরা চুপে চুপে তা পড়ে নাও। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছি, মহান আল্লাহ বলেছেনঃ আমার এবং আমার বান্দার মাঝে আমি সালাতকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি এবং আমার বান্দার জন্য রয়েছে সে যা চায়।......" (সহীহ মুসলিম হাঃ নং ৩৯৫, আবু দাউদ হাঃ নং ৮২১, তিরমীযি হাঃ নং ২৯৫৩, নাসাঈ হাঃ ৯০৮, ইবনে মাজা হাঃ ৮৩৮)
    "আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে (সলাতের) শিক্ষা দিয়ে বলতেনঃ ইমামের আগে কোন কাজ করে না। সে যখন ‘আল্লাহু আকবার বলে, তোমরা আল্লাহু আকবার বলো। সে যখন, “ওয়ালায যোয়া-ল্লীন বলে, তোমরাও তখন আ-মীন বলো। সে যখন রুকু’তে যায়, তোমরাও তখন রুকু’তে যাও। সে যখন "সামি'আল্লাহু লিমান হামিদাহ” বলে তোমরা তখন 'আল্লাহুম্মা রব্বানা- লাকাল হামদ’ বলো।" (সহীহ মুসলিম হাঃ নং ৪১৫)
    "আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অনুসরণ করার জন্যই তো ইমাম নিযুক্ত করা হয়। সুতরাং ইমাম যখন তাকবীর বলেন, তোমরাও তাকবীর বলো। যখন তিনি কিরাআত পড়েন তখন তোমরা নীরব থাকো। যখন তিনি গাইরিল মাগযূবি আলাইহিম ওয়ালায-যুআলীন বলেন, তখন তোমরা আমীন বলো। যখন তিনি রুকূ করেন, তখন তোমরাও রুকূ করো। আর যখন তিনি সামিআল্লাহু লিমান হামিদাহ বলেন, তখন তোমরা আল্লাহুম্মা রাববানা ওয়ালাকাল হামদ বলো। যখন তিনি সাজদাহ করেন, তখন তোমরাও সাজদাহ করো। তিনি বসা অবস্থায় সালাত পড়লে তোমরাও সকলে বসা অবস্থায় সালাত পড়ো।" (ইবনে মাজা ১/৮৪৬)
    " আবূ বাকরাহ (রাঃ) হতে বর্ণিত যে, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এমন অবস্থায় পৌঁছলেন যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রুকূ‘তে ছিলেন। তখন কাতার পর্যন্ত পৌঁছার পূর্বেই তিনি রুকূ‘তে চলে যান। এ ঘটনা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট ব্যক্ত করা হলে, তিনি বললেন, আল্লাহ্ তা‘আলা তোমার আগ্রহকে আরও বাড়িয়ে দিন। তবে এ রকম আর করবে না। " _সহীহ
    [বুখারী হাঃ নং ৭৮৩; আবু দাউদ হাঃ নং ৬৮৩-৬৮৪; সুনান নাসাঈ হাঃ নং ৮৭২; মুয়াত্তা মালিক হাঃ ৩৮২ (রেওয়ায়ত ৬৪)]
    উক্ত হাদিসে নবী মুহাম্মাদ (সাঃ) পুনরায় সালাত আদায়ের নির্দেশ দেয়নি এ থেকে স্পষ্টত যে সালাত আদায় হয়ে গেছে। কাতারে পৌঁছানোর পূর্বেই রুকু করার জন্য তা থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং উত্তম হল সালাতে পূর্ব থেকেই উপস্থিত থাকা।
    " আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সলাতে এসে আমাদেরকে সাজদাহ্ অবস্থায় পেলে সিজদায় চলে যাবে। তবে এ সাজদাহকে (সলাতের রাক‘আত) গণ্য করবে না। যে ব্যক্তি রুকূ‘ পেলো সে সলাত পেয়েছে। " _হাসান
    [আবু দাউদ হাঃ নং ৮৮৯; আত-দারকুতনি হাঃ ১২৬৩]
    "জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যাদের ইমাম আছে ইমামের কিরাআতই তার কিরাআত।" (ইবনে মাজা ৫/৮৫০)

    • @sojibhossen807
      @sojibhossen807 3 года назад +2

      Tnx

    • @abdullahyusuf2930
      @abdullahyusuf2930 3 года назад +2

      ধন্যবাদ

    • @sajuislam2429
      @sajuislam2429 2 года назад +2

      Thanks

    • @AminulIslam-sd8gq
      @AminulIslam-sd8gq 2 года назад +3

      হুজুরের বাহাস শুনব না বাহাসকে অস্পষ্ট করার জন্য বাজনা বা ভ্যা , ভু শুনব?

    • @mstkohinur3600
      @mstkohinur3600 2 года назад

      ধন্যবাদ ভাই সঠিক দলিল দিয়ে সবার ভুল ভাঙানোর চেষ্টা করাতে। তবে সব মূর্খরা তোরটা পড়বে না। শুধুই গলাবাজি করবে।

  • @sarifulislamgabtola1295
    @sarifulislamgabtola1295 3 года назад +142

    4 ইমামের মধ্যে,,,1 নাম্বার বেশির ভাগ সঠিক মত পথ হলো,,,ইমামে আজম নুমান বিন সাবিত অর্থাত আবু হানিফা রাঃ 🤝আমি একজন হানাফি 🤲👍

    • @mdnayan6107
      @mdnayan6107 2 года назад

      ❤️❤️❤️

    • @shawanahamed5336
      @shawanahamed5336 2 года назад +1

      তাই নাকি?? বিচারের মাঠে আল্লাহ যদি ইমাম আবু হানিফাকে বলে,, তুমি কি কাউকে বলেছো তোমাকে অনুসরণ করতে?? তখন যদি হানিফা (রা) বলেন, না আমি কাউকে বলিনি যে, আমাকে মানতে!! তখন আপনার মতো এসব ইসলামের ভেতরে দলের সৃষ্টি কারিদের কি হবে??? ভালো হয়ে যান বুঝেছেন?? আপনি একজন মুসলিম হওয়ার চেষ্টা করুন, এসব দল সৃষ্টি বাদ দিয়ে।।। আল্লাহ বলেছেন ইসলামের ভেতরে দল সৃষ্টি কারীর সবাই জাহান্নামি!!

    • @mdsakib5635
      @mdsakib5635 2 года назад +1

      @@shawanahamed5336 তাহলে তুমি মাসআলা কেমনে জানবে

    • @Fahmid_Masum_Billah
      @Fahmid_Masum_Billah 2 года назад +4

      Al-An'am 6:159
      إِنَّ ٱلَّذِينَ فَرَّقُوا۟ دِينَهُمْ وَكَانُوا۟ شِيَعًا لَّسْتَ مِنْهُمْ فِى شَىْءٍۚ إِنَّمَآ أَمْرُهُمْ إِلَى ٱللَّهِ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا كَانُوا۟ يَفْعَلُونَ
      Bengali - Bayaan Foundation
      নিশ্চয় যারা তাদের দীনকে বিচ্ছিন্ন করেছে এবং দল-উপদলে বিভক্ত হয়েছে, তাদের কোন ব্যাপারে তোমার দায়িত্ব নেই। তাদের বিষয়টি তো আল্লাহর নিকট। অতঃপর তারা যা করত, তিনি তাদেরকে সে বিষয়ে অবগত করবেন।
      English - Sahih International
      Indeed, those who have divided their religion and become sects - you, [O Muhammad], are not [associated] with them in anything. Their affair is only [left] to Allah; then He will inform them about what they used to do.
      Bengali - Tafsir Ibn Kathir
      এ আয়াতটি ইয়াহুদী ও খ্রীষ্টানদের ব্যাপারে অবতীর্ণ হয়। হযরত মুহাম্মাদ (সঃ)-এর নবুওয়াতের পূর্বে ইয়াহুদী ও খ্রীষ্টানেরা পরস্পর মতানৈক্য সৃষ্টি করতে এবং নিজ নিজ ধর্ম পৃথক সাব্যস্ত করতো। যখন রাসূলুল্লাহ (সঃ) প্রেরিত হন তখন এই আয়াতটি অবতীর্ণ হয়। বলা হয়, হে নবী (সঃ)! যারা নিজেদের ধর্মের মধ্যে নানা মতবাদ সৃষ্টি করতঃ ওকে খণ্ড-বিখণ্ড করেছে এবং বিভিন্ন দলে-উপদলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের সাথে তোমার কোন সম্পর্ক নেই এবং তোমার সাথে তাদেরও কোন সম্পর্ক নেই। এরা হচ্ছে বিদআতী, সন্দেহ পোষণকারী পথভ্রষ্ট সম্প্রদায়। কিন্তু এই হাদীসে একটি সনদ ঠিক নয়।
      আবূ হুরাইরা (রাঃ) বলেন যে, এটা এই উম্মতের ব্যাপারেই অবতীর্ণ হয়। আর (আরবী) দ্বারা খারেজীদেরকে বুঝানো হয়েছে। রাসূলুল্লাহ (সঃ) হযরত আয়েশা (রাঃ)-কে বলেছিলেন যে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিদআতীরা। এ হাদীসটিও গারীব এবং মারফু' রূপেও বিশুদ্ধ নয়। (এটা হচ্ছে মুজাহিদ (রঃ), কাতাদাহ (রঃ), যহহাক (রঃ) এবং সুদ্দী (রঃ)-এর উক্তি) তবে প্রকাশ্য কথা এই যে, এ আয়াতটি সাধারণ । এমন প্রত্যেক ব্যক্তির উপরই এটা প্রযোজ্য হতে পারে যে আল্লাহর দ্বীনে বিচ্ছিন্নতা সৃষ্টি করে এবং দ্বীনের বিরোধী হয়ে যায়। কেননা, আল্লাহ তাআলা স্বীয় রাসূল (সঃ)-কে সত্য ধর্মের হিদায়াতসহ প্রেরণ করেছেন যেন তিনি সমস্ত দ্বীনের উপর দ্বীনে ইসলামকে জয়যুক্ত করেন। ইসলামের পথ একটাই। তাতে কোন মতভেদ ও বিচ্ছিন্নতা নেই। যারা পথক দল অবলম্বন করেছে, যেমন বাহাত্তর দল বিশিষ্ট লোকেরা, আল্লাহর রাসূল (সঃ) তাদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত। এ আয়াতটি ঐ আয়াতের মতই, যেমন আল্লাহ তা'আলা বলেছেনঃ “হে নবী (সঃ)! তোমাদের জন্যে আমি ঐ দ্বীনকেই পছন্দ করেছি যা নূহ (আঃ) -এর জন্যে ছিল।” হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমরা নবীরা বৈমাত্রেয় সন্তানদের মত। যেমন বৈমাত্রেয় সন্তানদের পিতা একজনই হয় তেমনই আমাদের সকলেরই দ্বীন বা ধর্ম একটাই। এটাই হচ্ছে সিরাতে মুসতাকীম এবং এটাই হচ্ছে ঐ হিদায়াত যা রাসূলগণ এক আল্লাহর। ইবাদত সম্পর্কে পেশ করেছেন এবং সর্বশেষ রাসূল (সঃ)-এর শরীয়তকে দৃঢ়ভাবে ধারণ করাকে সিরাতে মুসতাকীম বানিয়েছেন। এটা ছাড়া সমস্ত কিছুই পথভ্রষ্টতা ও মূর্খতা। রাসূলগণ ওগুলো থেকে মুক্ত । যেমন আল্লাহ পাক এখানে বলেছেনঃ (আরবী) অর্থাৎ হে নবী (সঃ)! তাদের সাথে কোন ব্যাপারে তোমার কোন সম্পর্ক নেই। এরপর ইরশাদ হচ্ছে-তাদের বিষয়টি আল্লাহর কাছে সোপর্দ করে দাও। কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে তাদের কার্যকলাপ সম্পর্কে অবহিত করবেন। যেমন তিনি এক জায়গায় বলেনঃ “যারা ঈমান এনেছে, আর যারা ইয়াহূদী রয়েছে বা তারকাপূজক, খ্রীষ্টান, মাজুস কিংবা মুশরিক রয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে ফায়সালা করবেন।” এখন এরপর আল্লাহ তা'আলা কিয়ামতের দিন স্বীয় হুকুম এবং বিচারের মধ্যেও নিজের স্নেহ ও দয়ার বর্ণনা পরবর্তী আয়াতে দিচ্ছেন

    • @arifahmed5346
      @arifahmed5346 2 года назад

      এই শালারপো হানাফি আবার কি??
      তুই একজন মুসলিম।
      আবু হানিফা কি তোকে বেহেশতে নিয়ে যাবে?

  • @user-wv7zj4kv3h
    @user-wv7zj4kv3h 3 года назад +34

    ইমাম যখন জোরে তেলাওয়াত করবে তখন মনযোগ দিয়ে শুনবো। আর ইমাম যখন মনে মনে পড়বে তখন আমরা পাঠ করবো। কথা ক্লিয়ার।

    • @matrixresurrection2811
      @matrixresurrection2811 3 года назад

      @@lokmanhosun4540 samay kutay den ?

    • @muhammadsakibulislamofficial
      @muhammadsakibulislamofficial 3 года назад +4

      না,
      ভাই বহসটা মনোযোগ দিয়ে পুরোটা হয়তো
      শুনেন নাই,
      যাইহোক
      ইমাম যখন নামাজে তেলাওয়াত জুরে পৱবে ,মুক্তাদি তখন শুনবে৷
      আর যখন ইমাম,তেলাওয়াত আস্তে পরবে,অর্থাৎ মনে মনে পৱবে, তখন মুক্তাদি চুপ থাকবে৷
      এটাই সহীহ হাদীস,প্রমান সহ এই অনুষ্ঠানে হানাফী মাযহাবরা বলে দিয়েছেন৷
      মুক্তাদী শুধু আল্লাহু আকবার বলে হাত কান বরাবর উঠিয়ে নাভির নিচে হাত বাধে নামাজ শুরু করবে৷ইমামের পিছনে মুক্তাদির আর কিছু পরা লাগবেনা৷
      তবে মুক্তাদি একা নামাজ আদায় করলে
      সুরা ফাতিহা এবং তার সাথে অন্য কোনো সুরা বা ছোট তিন আয়াত পরিমাণ বা বরো এক আয়াত পরিমাণ তেলাওয়াত করতে হবে৷
      এটাই সঠিক মাসআলা,
      সহীহ হাদীস দ্বারা প্রমাণিত

    • @mdrubelmia1766
      @mdrubelmia1766 2 года назад

      নো ক্লিয়ার

  • @samimmandal4013
    @samimmandal4013 Год назад +12

    আল্লাহপাক সকল মুমিনদের সঠিক ইসলাম বুঝার তৌফিক দান করুন।

  • @faridulislam4779
    @faridulislam4779 3 года назад +26

    শুরুর দিকে বাজনা বেজে ছিল, ভাইদের বলব এ বিষয়টির দিকে খেয়াল রাখবেন।

  • @user-uq8zm4dw7q
    @user-uq8zm4dw7q 3 года назад +50

    আহলে সুন্নত অল জামাআত জিন্দাবাদ ❤️❤️❤️

    • @mstkohinur3600
      @mstkohinur3600 2 года назад

      উম্মতে মুহাম্মদের দল জিন্দাবা।

  • @ijajahamedsha6006
    @ijajahamedsha6006 3 года назад +5

    আমি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লাম কিন্তু তার পর ইমাম অন্য একটি সূরা মিলিয়ে পড়ে কিন্তু সেটা আমার জানা নেই আমি তখন কি পড়বো । পরলে সব
    পরতে হবে শুধু সূরা ফাতিয়া কেনো ।আমাদের মাথায় রাখতে হবে আমরা সবাই মুসলিম এক আল্লাহ এবং রসূল কে মানবো ,আর পিতা মাতা কে সম্মান করবো আল্লাহ আপনি আহলে হাদিস কে হেদায়াত দান করুন ,আমিন

  • @mdjubayrhossen7349
    @mdjubayrhossen7349 7 месяцев назад +3

    মুসলমান কেন এতো দলে বিভক্ত? 😥😥 আল্লাহ তুমি আমাদের সবাইকে এক দলে করে দাও,, ইসলামের পথে নিয়ে আসো,,

  • @banglatube3915
    @banglatube3915 3 года назад +95

    আমাদের আগে দেখতে হবে কুরআন তারপর নবীর সুন্নাহ,,,,,,,

    • @sapien7153
      @sapien7153 3 года назад +5

      Rasullah সাঃ jah korechen quran ar bahire noi

    • @momenhossain2417
      @momenhossain2417 2 года назад +6

      হাদিস হলো কোরআনের ব্যখ্যা

    • @sahidsahid9381
      @sahidsahid9381 2 года назад +2

      আল্লাহ সুবানাহ তাহালা বলেন আমার নাবি নিজে থেকে কোনো কোথা বলেন না

    • @Ibrahim-qr2sp
      @Ibrahim-qr2sp 4 месяца назад

      are bhai age nobi pore kuran karon ai kuran i nobir upor nazil koresen allah tai nobi besi dami.r nobi ja koresen tai kuran e r baire kisui nai

  • @amanataman278
    @amanataman278 3 года назад +6

    সহিহ হাদিস যেখানে সেতাই আমার মাহযাব
    চার মাযহাবের ইমাম বলেছেন।
    আমরা সবাই মুসলমান, আমরা নবীর সুন্নত তরীকা মত চলি হাতের পাচ আংগুল সমান হই তেমনি ইমাম গনের মধ্যে ও কিছু অমিল মিল থাকবে সাভাবিক। আমাদের সহীহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।

    • @mstkohinur3600
      @mstkohinur3600 2 года назад

      এতগুলো কমেন্ট দেখে একমাত্র আপনাকেই পেলাম যে সর্বাধিক সঠিক কথাটাই বলেছে। ধন্যবাদ

  • @mahmudhasan7912
    @mahmudhasan7912 3 года назад +51

    মুসলিম নিধনের চেষ্টা চলছে, আল্লাহ তুমি হেফাযত করুন।

    • @mstkohinur3600
      @mstkohinur3600 2 года назад

      রাইট যেটা রাসুল সাল্লালাহ সালাম‌ তার সাহাবা কেরাম দের বলে গিয়েছিলেন , যে তোমরা আমার মৃত্যুর পরে অচিরেই দেখবে মুসলমানদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, যেটা এখন বর্তমান যুগে ভয়াবহ অবস্থা ধারণ করেছে। তাই আমাদের উচিত হাদিসকে যাচাই করে সর্বাধিক সঠিক দলিল অনুযায়ী যেটি পাওয়া যায় সঠিক গ্রহণ করা এবং। তার জন্য সমস্ত দলের বই পড়া। এবং যাচাই করে সঠিক 3 নিজেই বাহির করা।

    • @rahamatalimondal4796
      @rahamatalimondal4796 Год назад

      শেষ মেষ নামাজ পড়া সমন্ধেই বিতর্ক সৃষ্টির প্রয়াস চালানোর অপচেষ্টা।

  • @anamurrashid9870
    @anamurrashid9870 2 года назад +15

    বিচারক,, সাহেব খুব সুন্দর করে,, উপস্হাপনা করে,,বিষয়টি স্বচ্ছ করে দিয়েছেন,,,,আমরা সেটাই অনুসরন করারর চেষ্টা করব,,ইনশা-আল্লাহ্

    • @mobasshirulkazi409
      @mobasshirulkazi409 2 года назад

      সংখ্যা য় বেসি মানে‌ই হেজাৰ।

    • @mobasshirulkazi409
      @mobasshirulkazi409 2 года назад

      তোমৰিতো আমিন বল‌ইনা।

  • @beltola6191
    @beltola6191 3 года назад +47

    এরা সবাই ইসলামের আদব ভুলে গেছে।
    মনে হয় রাজনৈতিক বক্তব্য দিচ্ছে।
    আল্লাহ এদের হেদায়াত দান করুক।

    • @kfcreban9884
      @kfcreban9884 3 года назад +5

      Shob namazy shura fathayha portay hobay.

    • @mdmosharraf9194
      @mdmosharraf9194 3 года назад +2

      এরা সবাই হানাফি,ওরে বাটপার

    • @mdmosharraf9194
      @mdmosharraf9194 3 года назад +1

      @Hidayat Bangla Tv মানুষ এখন আর এত বোকা নেই।

    • @user-nh6fh8ig9m
      @user-nh6fh8ig9m 2 года назад

      R8

  • @Ulf7605
    @Ulf7605 3 года назад +28

    আহালে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ

  • @muhammadmahfouzbinmizan1327
    @muhammadmahfouzbinmizan1327 3 года назад +12

    #MDUM TV? পক্ষপাতিত্ব করে ভিডিও আপলোড দেওয়া কি ঠিক হয়েছে? আহলে হাদিছ ভাইদের সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাবহার করলেন আর হানাফী মাঝাবদের সময় না করে কি বুঝালেন?

    • @jvporosh5036
      @jvporosh5036 3 года назад +6

      আরে ভাই এটা একটা সাজানো নাটক দেখেই আমরা সবায় বুঝেছি,,,
      তবে নাটক হানাফিরা ভালই পারে - অরা কিন্তু বাংলা ছায়া ছবিতে চান্স পেতে পারে,,, 😆😆😆

  • @nabilamediayt6612
    @nabilamediayt6612 3 года назад +26

    ধন্যবাদ হানাফি ভাই দের কে

    • @ytgood8351
      @ytgood8351 3 года назад

      কানা ছেটায়

    • @cuteanimals9035
      @cuteanimals9035 2 года назад

      Natok bujhen? Ita tai, ahaley hadis der kacey jita, olik kolpona! Taw abar bedati hanafider?

  • @cemcon3479
    @cemcon3479 3 года назад +90

    সুন্দর করে ধীর স্থিরতা বজায় সকল যুক্তি তুলে ধরুন, এটাও ইসলামের একটা তাগিদ এবং নবীর সুন্নত। আর এসব বাহাস এ ব্যাকগ্রাউন্ড সাউন্ড শোভা পায় কি? আল্লাহ সকলকে সঠিক ইসলামী শিক্ষা দান করুন, আমিন।

  • @abdullahalmamun1630
    @abdullahalmamun1630 2 года назад +6

    হানাফি ভাইয়েরা নিজেরাই,, আহলে হাদিস সেজে.. অনুষ্ঠান করেতেছেন.. আর নাম দিছেন আহলে হাদিস দের..
    আহলে হাদিস দের আলেম এর সামনে দাড়ালে পাজামা গরম হয়ে যাবে...

    • @rashedahmed8307
      @rashedahmed8307 2 года назад

      Tai naki

    • @nasimahamed5675
      @nasimahamed5675 2 года назад

      তাহলে আপনি বলুন, যে রুকু পেলো সে তো জামাত পেলো, নাকি আপনাদের আহেলী হাদিস মোতাবিক সে জামাত পেলোনা?

  • @MdKamal-nw9kh
    @MdKamal-nw9kh 3 года назад +22

    অল্প বয়সে অল্প জ্ঞান নিয়ে এই ধরনের বিতর্কে সমাজে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ।

  • @sifatajmain
    @sifatajmain 2 года назад +1

    আমাদের প্রিয় নবী মোহাম্মদ (স) বলেছেন: "সেই ব্যাক্তি মুসলিম নয় যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলিম নিরাপদ নয়।"
    এখানে বিতর্ক সভায় একে অন্যকে আঘাত করে কথার জবাব দিচ্ছে।
    আমাদের নবীজি (স) আরো বলেছেন: "যে ব্যক্তি অপর কোন ব্যক্তির মান রক্ষা করে আল্লাহ হাশরের ময়দানে তার মুখমন্ডল কে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের দূরত্বে রাখবেন"।
    তাই এ ভাইদের উচিত ছিল একে অন্যের সাথে সম্মান এবং প্রশংসার সাথে বিতর্ক করার।
    আর এটিই হল ইসলামের সত্তিকারের সৌন্দর্য। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আমিন।

  • @IbrahimKhalil-ur3rg
    @IbrahimKhalil-ur3rg 3 года назад +19

    এমন অনুষ্ঠান করে মানুষ কে বিপাকে ফেলা হচ্ছে তাই আপনারা সবাই দায়ী থাকবেন

  • @md.moneerhasane3414
    @md.moneerhasane3414 2 года назад +2

    আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে বর্তমান পরিস্থিতিতে এমন একটি বিষয়ের উপর আপনারা বাহাসের ব্যবস্থা করেছেন যা নিয়ে মানুষের ভিতরে তর্ক-বিতর্ক চলছে । এবং সঠিক তথ্যের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে আহলে হাদিস নয় বরং বরং নানারগের হানাফীরাই হচ্ছেন সঠিক হাদিসের অনুসারী

  • @aminurbhuiyan9416
    @aminurbhuiyan9416 3 года назад +33

    সত্য কথা যদি কেউ পাগলের মত বলে তাহলে মানুয শুনতে চায় না, এসমস্ত লোকদেরকে সংযমী হওয়া উচিৎ।

  • @mdrofiqul2183
    @mdrofiqul2183 2 года назад +3

    ভাই হানাফি দের নাটক আমার বেস পছন্দ হয়েছে

  • @anwarparves6811
    @anwarparves6811 3 года назад +14

    এখানে একটাও আহলে হাদিসের লোক নায়

    • @completedawahtv4282
      @completedawahtv4282 3 года назад

      ঠিক। সব আহলে হাদীসের বাটপারি বুঝতে পেরে হকের পথে এসে গেছে। 🥰

  • @MdTushar-bu6gg
    @MdTushar-bu6gg Год назад +12

    এটাই কিয়ামতের আলামত😔😔😔
    যারা নামাজ পড়ে না তাদের কি ভাবে নামাজ পরান জায়। তা না করে আমরা নিজেদের মধ্যেই ফিতনা সৃষ্টি করছি।

    • @isakibria9660
      @isakibria9660 Год назад

      Jara porse tara vul porse tahole tader ke sudhrabe..

  • @hakandbatil9961
    @hakandbatil9961 3 года назад +16

    এই মূর্খদের আল্লাহ হেদায়েত দান করুন।

  • @sktanjimffyt
    @sktanjimffyt 3 года назад +19

    এসব বাহাস করে ইসলাম কে ক্ষতি করছে এরা

  • @allsportslive7366
    @allsportslive7366 3 года назад +34

    মুসলমানদের দুর্দিনে কিছু মানুষ এখন এসব ছোটো খাটো বিষয় নিয়ে বাহাস করছে

    • @md.mahmudulhasan.shahin8870
      @md.mahmudulhasan.shahin8870 3 года назад +1

      এসব ছোট বিষয় একসময় বড় হয়ে দাঁড়ায়

    • @asif7610i
      @asif7610i 2 года назад

      @@md.mahmudulhasan.shahin8870 thik , aste aste bartese

  • @md.shahabuddinsheekh6555
    @md.shahabuddinsheekh6555 Год назад +2

    আমি আহলে হাদিসের ভাইকে বলবো যেখানে আল্লাহর রাসুল নামাজের ভিতরে সুরা ফাতেহা তিলাওয়াত করেছেন এমন কোন সাহাবীর সাহস হয়েছেন রাসূলের তেলাওয়াত শোনা বাদ দিয়ে নিজে নিজে সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন আর একটা কথা ইমাম কাকে বলা হয় ইমাম অর্থ বোঝেন

  • @mourashaliali3669
    @mourashaliali3669 3 года назад +49

    আল্লাহ সবাই কে বুজার তৌফিক দান করুন আমিন

    • @user-jl2ku9ei8n
      @user-jl2ku9ei8n 2 года назад

      মৌলোবীরা ফেতনা করবেন না

    • @abulmansurahammad
      @abulmansurahammad Год назад

      HANAFI JAMAT KICHHOO JANE NA.

    • @mdyasinchy
      @mdyasinchy 5 месяцев назад

      Ahala Hadis Ta Holo Ahala Khobish Adar Akida Khobe kharab Já Mosolman Dar EmanNosto Hoya Jaba

  • @xiniyasplacenta
    @xiniyasplacenta 3 года назад +23

    একে অপরকে মুর্খ না বলে সুন্দর করে বিতর্ক করা উচিত ছিল।

    • @mstkohinur3600
      @mstkohinur3600 2 года назад

      কিভাবে সুন্দরভাবে প্রতিযোগিতা হবে আহলে হাদীসদের পক্ষে যাদেরকে সাজানো তারা তো কথাই বলতে জানেনা, দেখলেই বুঝা যাচ্ছে নামধারী আহলে হাদীস সঠিক না।

    • @mdjubayerislam1150
      @mdjubayerislam1150 2 года назад

      Murkhi ka murko bolba na ta. Ki. Bolba

  • @muhsan1muhsan244
    @muhsan1muhsan244 3 года назад +55

    সব নামাজে ছুরা ফাতেহা পরতে হবে

    • @nahidcaboltvnetwork.9627
      @nahidcaboltvnetwork.9627 3 года назад +5

      একা একা নামাজ আদায় করলে-?

    • @skazmaail5480
      @skazmaail5480 3 года назад +3

      না। জামাতে পড়তে হবে না। জাবের (রাঃ) বলেছেন, ইযা কানা ওহাদাহু অর্থাৎ যখন একা নামাজ পড়বে। রেজাউল করিম ভাইয়ের লেকচার শুনুন।

    • @mdmohiuddin2593
      @mdmohiuddin2593 3 года назад +3

      ইমামের পিছনে নয় একা একা হলে পড়বে

    • @mofijulislam2193
      @mofijulislam2193 3 года назад

      আমার মুসলিম ভাই,পড়লে কি গুনা হবে,
      আপনারা ছোট ছোট বিষয় নিয়ে, এই ভাবে বাহাস করা ঠিক নয়,,
      আল্লাহ সব দেখছ

    • @mustafijaltaf253
      @mustafijaltaf253 2 года назад

      হাদিস তা কখনো বলেনা

  • @asgarali-ew5kv
    @asgarali-ew5kv 3 года назад +6

    হানাফী দাবীদার তারাই এই ধরনের নাটক মঞ্চস্থ করে মানুষ কে পাগল বানাচ্ছে ,তাদের উচিত তারা যেন কোরান ও সুননাহ মেনে চলেন। এই দোআ করি তাদের কে হেদায়েত দান করুক

    • @Lovestar121
      @Lovestar121 Год назад

      আপনি যদি সুরা পড়তে থাকেন তাহলে ইমামকে অনুসরণ করবেন কিভাবে। ইমামের ভুল হলে তা ধরবে কে

    • @MdIslam-uc9lz
      @MdIslam-uc9lz 10 месяцев назад +1

      ওরা আহালে খবীস

    • @user-tp6et3gw3w
      @user-tp6et3gw3w 4 месяца назад

      এরা এত বাড়াবাড়ি করে ইসলাম ধ্বংস করতেছে

  • @mohammadsarware8453
    @mohammadsarware8453 3 года назад +13

    মিউজিক কি জন্য দিচচ

  • @mdsoaib8370
    @mdsoaib8370 2 года назад +16

    নিজেদের মধ্যেই দুইটি গুরুপ করে এমন নাটক

  • @Mdmilon-dh1en
    @Mdmilon-dh1en 3 года назад +18

    বেগ্রাউন মিউজিক দিয়া। বাহাজ এর মুল্ল টাই নস্ট করে ফেলছে।

    • @sksaifuddin6495
      @sksaifuddin6495 3 года назад

      Akdom musics ki proyoson

    • @riponhossain9681
      @riponhossain9681 3 года назад +1

      ভাই, এরা সবাই নস্ট।বিজয়ী হওয়ার জন্য হানাফিদের আহলে হাদিস বানিয়ে বিতর্ক প্রতিযোগিতা করছে। (ভন্ডামি)

    • @Mdmilon-dh1en
      @Mdmilon-dh1en 3 года назад

      ভাই আসোলে প্রমান ছাড়া কোনো কথা বলা আমি মনে করি মুনাফেকি হয়ে জেতে পারি আমরা।

  • @rafiqulislamsohag
    @rafiqulislamsohag 3 года назад +5

    আহলে হাদিস ও হানাফি এই দুই পক্ষ তারা কেনো যে এত লেগে থাকে আমার বুজে আসে না।আমরা সবাই মুসলমান ভাই ভাই, আমরা সবাই হানাফি,আমরা সবাই হাদিস ও কোর আনের অনুসরন করি।তাহলে কেনো এত রেসা রেসি,,কেনো? কেনো একজন আরেকজনকে গাল-মন্দ করি।।এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

  • @skanjarulali9745
    @skanjarulali9745 3 года назад +16

    ভাই নিজেদের মধ্যে এই সব কথা বলা খারাপ সবাই আমরা এক আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমরা শেষ নবীর উম্মত

    • @mstkohinur3600
      @mstkohinur3600 2 года назад

      কমেন্টের মধ্যে এই অ্যাপটি একমাত্র সঠিক বলেছেন ধন্যবাদ ‌‌।

    • @mstkohinur3600
      @mstkohinur3600 2 года назад

      তবে হাদীসের ব্যাপারে সর্বাধিক সঠিকটা যাচাই না করে মারা উচিত নয়।

  • @nayan4121
    @nayan4121 3 года назад +12

    Akhri নবী স: কোন মাজাহবের লোক ছিলেনে

    • @MDAbdullah-iw6mt
      @MDAbdullah-iw6mt 2 года назад

      Vai rasul (s)kono mazhaber onushari chilen na kintu tini bolsen Amar pore Zara ashbe abong tar pore Zara ashbe tader onushoron korbe jemon nobi (s) er pore sahabi abong tar pore tabei Der jemon Abu hanifa (r)

    • @mohammadfoysal3951
      @mohammadfoysal3951 2 года назад

      @@MDAbdullah-iw6mt তাহলে সবাইকে করবেন আবু হানিফা রাহিমাহুল্লাহ কে করেন কেন শুধু?

  • @shafiqueislam9124
    @shafiqueislam9124 3 года назад +6

    এডিটরের কি মাথা খারাপ নাকি? আয়ায়ায়া ওওওওওও সাউন্ড এক্সট্রা এড করছে কেন?

  • @sheikhjahangirkabir7224
    @sheikhjahangirkabir7224 2 года назад +6

    এক আল্লাহ এক ৱাসুল (সা:) এক কুৱআন কিন্তু দল অনেক কেন আল্লাহ সবাইকে হেদাযেত দিন আমিন

  • @hafijahmad5718
    @hafijahmad5718 3 года назад +30

    হে আহলে হাদিসের ভাইয়েরা, ভ্রান্ত পথ ছেড়ে তর্ক বাদ দিয়ে আসুন সহজ সরল পথে, "সিরাতুল মুসতাক্বিমে।"

    • @mstkohinur3600
      @mstkohinur3600 2 года назад +5

      ভাই যদি আপনার মনে হয় যে আহলে হাদীসরা প্রান্তের পথে আছে, তবে আপনি মোজাফফর বিন মহসিন এর জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সাল্লামের সালাত আগে ভালোভাবে পড়েন, এবং তাতে যে হাদিসের দলিল গুলো দেয়া আছে সেগুলো ফোন থেকে যাচাই করে নিন, তারপরেও যদি মনে হয় যে তারা ভুলের মধ্যে আছে, তখন আবার কমেন্ট করে জানায়েন, যে আমরা এটি আর তারাই ভুলের মধ্যে আছে।

    • @aburaihan8411
      @aburaihan8411 2 года назад +1

      অাগে অাপনি অাসেন,, অাহালে হাদীস ঠিক ই অাছে

    • @Fahmid_Masum_Billah
      @Fahmid_Masum_Billah 2 года назад

      Al-An'am 6:159
      إِنَّ ٱلَّذِينَ فَرَّقُوا۟ دِينَهُمْ وَكَانُوا۟ شِيَعًا لَّسْتَ مِنْهُمْ فِى شَىْءٍۚ إِنَّمَآ أَمْرُهُمْ إِلَى ٱللَّهِ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا كَانُوا۟ يَفْعَلُونَ
      Bengali - Bayaan Foundation
      নিশ্চয় যারা তাদের দীনকে বিচ্ছিন্ন করেছে এবং দল-উপদলে বিভক্ত হয়েছে, তাদের কোন ব্যাপারে তোমার দায়িত্ব নেই। তাদের বিষয়টি তো আল্লাহর নিকট। অতঃপর তারা যা করত, তিনি তাদেরকে সে বিষয়ে অবগত করবেন।
      English - Sahih International
      Indeed, those who have divided their religion and become sects - you, [O Muhammad], are not [associated] with them in anything. Their affair is only [left] to Allah; then He will inform them about what they used to do.
      Bengali - Tafsir Ibn Kathir
      এ আয়াতটি ইয়াহুদী ও খ্রীষ্টানদের ব্যাপারে অবতীর্ণ হয়। হযরত মুহাম্মাদ (সঃ)-এর নবুওয়াতের পূর্বে ইয়াহুদী ও খ্রীষ্টানেরা পরস্পর মতানৈক্য সৃষ্টি করতে এবং নিজ নিজ ধর্ম পৃথক সাব্যস্ত করতো। যখন রাসূলুল্লাহ (সঃ) প্রেরিত হন তখন এই আয়াতটি অবতীর্ণ হয়। বলা হয়, হে নবী (সঃ)! যারা নিজেদের ধর্মের মধ্যে নানা মতবাদ সৃষ্টি করতঃ ওকে খণ্ড-বিখণ্ড করেছে এবং বিভিন্ন দলে-উপদলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের সাথে তোমার কোন সম্পর্ক নেই এবং তোমার সাথে তাদেরও কোন সম্পর্ক নেই। এরা হচ্ছে বিদআতী, সন্দেহ পোষণকারী পথভ্রষ্ট সম্প্রদায়। কিন্তু এই হাদীসে একটি সনদ ঠিক নয়।
      আবূ হুরাইরা (রাঃ) বলেন যে, এটা এই উম্মতের ব্যাপারেই অবতীর্ণ হয়। আর (আরবী) দ্বারা খারেজীদেরকে বুঝানো হয়েছে। রাসূলুল্লাহ (সঃ) হযরত আয়েশা (রাঃ)-কে বলেছিলেন যে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিদআতীরা। এ হাদীসটিও গারীব এবং মারফু' রূপেও বিশুদ্ধ নয়। (এটা হচ্ছে মুজাহিদ (রঃ), কাতাদাহ (রঃ), যহহাক (রঃ) এবং সুদ্দী (রঃ)-এর উক্তি) তবে প্রকাশ্য কথা এই যে, এ আয়াতটি সাধারণ । এমন প্রত্যেক ব্যক্তির উপরই এটা প্রযোজ্য হতে পারে যে আল্লাহর দ্বীনে বিচ্ছিন্নতা সৃষ্টি করে এবং দ্বীনের বিরোধী হয়ে যায়। কেননা, আল্লাহ তাআলা স্বীয় রাসূল (সঃ)-কে সত্য ধর্মের হিদায়াতসহ প্রেরণ করেছেন যেন তিনি সমস্ত দ্বীনের উপর দ্বীনে ইসলামকে জয়যুক্ত করেন। ইসলামের পথ একটাই। তাতে কোন মতভেদ ও বিচ্ছিন্নতা নেই। যারা পথক দল অবলম্বন করেছে, যেমন বাহাত্তর দল বিশিষ্ট লোকেরা, আল্লাহর রাসূল (সঃ) তাদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত। এ আয়াতটি ঐ আয়াতের মতই, যেমন আল্লাহ তা'আলা বলেছেনঃ “হে নবী (সঃ)! তোমাদের জন্যে আমি ঐ দ্বীনকেই পছন্দ করেছি যা নূহ (আঃ) -এর জন্যে ছিল।” হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমরা নবীরা বৈমাত্রেয় সন্তানদের মত। যেমন বৈমাত্রেয় সন্তানদের পিতা একজনই হয় তেমনই আমাদের সকলেরই দ্বীন বা ধর্ম একটাই। এটাই হচ্ছে সিরাতে মুসতাকীম এবং এটাই হচ্ছে ঐ হিদায়াত যা রাসূলগণ এক আল্লাহর। ইবাদত সম্পর্কে পেশ করেছেন এবং সর্বশেষ রাসূল (সঃ)-এর শরীয়তকে দৃঢ়ভাবে ধারণ করাকে সিরাতে মুসতাকীম বানিয়েছেন। এটা ছাড়া সমস্ত কিছুই পথভ্রষ্টতা ও মূর্খতা। রাসূলগণ ওগুলো থেকে মুক্ত । যেমন আল্লাহ পাক এখানে বলেছেনঃ (আরবী) অর্থাৎ হে নবী (সঃ)! তাদের সাথে কোন ব্যাপারে তোমার কোন সম্পর্ক নেই। এরপর ইরশাদ হচ্ছে-তাদের বিষয়টি আল্লাহর কাছে সোপর্দ করে দাও। কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে তাদের কার্যকলাপ সম্পর্কে অবহিত করবেন। যেমন তিনি এক জায়গায় বলেনঃ “যারা ঈমান এনেছে, আর যারা ইয়াহূদী রয়েছে বা তারকাপূজক, খ্রীষ্টান, মাজুস কিংবা মুশরিক রয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে ফায়সালা করবেন।” এখন এরপর আল্লাহ তা'আলা কিয়ামতের দিন স্বীয় হুকুম এবং বিচারের মধ্যেও নিজের স্নেহ ও দয়ার বর্ণনা পরবর্তী আয়াতে দিচ্ছেন

    • @hafizelsrk9299
      @hafizelsrk9299 2 года назад

      আহলে হাদিস রা সঠিক পথে চলে হানাফি র কলমা খানি খাই আহলে খাই না হানিফ রা মাদুলি পরে বেবসা করে আহলে রা করে না আর হানিফ রা মুখো

    • @mdrohij5434
      @mdrohij5434 Год назад

      Cafira Sara ait Nia keu trco krena 40sura
      ..4. 35 56 ait que

  • @jhuntokhan9577
    @jhuntokhan9577 3 года назад +15

    আল্লাহর রাসূল বলেছেন যারা জান্নাতি তারা কিন্তুু অল্প সংখ্যক হবে

    • @Hasanhasan-fg2km
      @Hasanhasan-fg2km 3 года назад +1

      তারমানে তাকে আহলে হাদিস হতে হবে

  • @anamurrashid9870
    @anamurrashid9870 2 года назад +10

    এসব তর্কবিতর্ক করারর ফলে,, ঈমানদারদের মধ্যে বিশৃংখলা সৃষ্টি হবে,,,উপকার কমই হবে,,বলে মনে করি,,

  • @humaonkabir1310
    @humaonkabir1310 3 года назад +40

    নম্রতা ভদ্রতা শিখে তারপর বির্তক সভা আলোচনা করবেন।

    • @rokibulshaikh2946
      @rokibulshaikh2946 2 года назад

      Ji ঠিক বলেছেন

    • @rokibulshaikh2946
      @rokibulshaikh2946 2 года назад

      এদের মধ্যে কোনো রকম নম্র ভদ্রতা নেই 😥😥😥

    • @user-nh6fh8ig9m
      @user-nh6fh8ig9m 2 года назад

      100%thik bolchen bro.
      Ekhene bekti goto akromon mulok alosona hocche. Sob salara pagol naki?
      Eder asolona batil kora huk.

    • @mstkohinur3600
      @mstkohinur3600 2 года назад

      ঠিকই বলেছেন, দুটোই মূর্খের দল। দল মূর্খ নয় বরং যারা বিতর্ক করেছে তারা মূর্খ।

    • @Muslimuntv
      @Muslimuntv 2 года назад

      ১০০% রাইট

  • @animesstatus6993
    @animesstatus6993 3 года назад +2

    আমি উভয় পক্ষ কেই দেখলাম। এটা বিতর্ক সভা হলেও,,আমাদের সুন্দর ইসলাম ধর্ম,,এটা কুরআন সুন্নাহ সভা ঠিক আছে,, but মুখের ভাষা বা বলার ধরুন এমন কেনো😔!! ইসলাম কি...!!

    • @rokibulshaikh2946
      @rokibulshaikh2946 2 года назад

      ভাইজান আমি আপনার সাথে একমত মনে হচ্ছে যেনো হাদিস দিয়ে নয় গায়ের জর চলছে

    • @mytiktok7798
      @mytiktok7798 2 года назад

      ৭ নং সুরা আরাফ -২০৪ নং আয়াতে যে চুপ থাকার কথা বলেছে।তা কেন বলেছ দেখুন ৪১ নং সুরার ২৬ নং আয়াতেই আললাহ ঘোষনা করেছেন। ইবনে কাছির ৯বম খনড ৭৩১ পৃষটা

  • @shifulshakil3566
    @shifulshakil3566 3 года назад +33

    আমার মতে তাদের দুই দলকে নিজেদের মাধ্যমে এই সব কিছু সমাধান করে এক হওয়া ভালো হবে। সাদারন মানুষেকে এই সব বিভ্রান্তি থেকে বাঁচান ।

  • @hossenriad1312
    @hossenriad1312 2 года назад +7

    এটা খুবই দুঃখজনক। এরা একে অপরকে মূর্খ বলছে।

  • @rosidahmed4841
    @rosidahmed4841 3 года назад +51

    এটাই হচ্ছে কিয়ামতের আলামত

  • @arifarfar316
    @arifarfar316 Год назад +2

    আমার নবি বলেছেন কিয়ামতে আগে মুসলিমরা ৭৩ টি দলে ভাগ হয়ে যাবে। আর এটাই কিয়ামতের আলামত😢

  • @abshohan4428
    @abshohan4428 2 года назад +4

    Hanafi is best

  • @NusratjahamHabiba-mt6mm
    @NusratjahamHabiba-mt6mm 8 месяцев назад +1

    আসল কথা হলো আমরা মুসলমান
    । কেউ হানাফি কোউ আহলে হাদিস বলে আমাদের মধ্যে ঝগরা বিবাদ করা ঠিকনয়।

  • @rupaakter6577
    @rupaakter6577 3 года назад +17

    এভাবে নিজেদের মধ্যে দল তৈরি করে নাটকের আয়োজন না করে সরাসরি আহলে হাদিসের আলেমদের সাথে বাহাস করুন।

    • @md.saifurrahman3053
      @md.saifurrahman3053 3 года назад +1

      You're right. Sala ra sob natok suru kore diche

    • @almin1989
      @almin1989 3 года назад

      রাইট

    • @user-qw1vz4hp7d
      @user-qw1vz4hp7d 2 года назад

      ভাই ওরা সুন্দর অভিনয় করতে পারে ওদের নাটকে দশক আনন্দ পায়

    • @AtikurRahman-nt1rz
      @AtikurRahman-nt1rz 2 года назад

      right

    • @marajislam6983
      @marajislam6983 2 года назад +1

      যে দলিল গুলো দিয়েছে সব মিথ্যা সব জাল এমন কিছু বলবেন কি?হানাফি ভাই যে প্রশ্নকরেছেন তার উত্তরে আপনারা কি বলবেন?উনিতো ওখানেই চ্যালেন্জ করেছেন উনি আহলে হাদিস হয়ে যাবেন এবিষয়ে আপনি কি বলবেন,ওনারা যাই করুক কথাগুলোতো দলিল দিয়েই বলেছে

  • @RA.433
    @RA.433 3 года назад +2

    ব্যাকগ্ৰাউন্ড মিউজিক বাদ দিয়ে ভিডিও বানাবেন, শুনতে অসুবিধা হয়

  • @johorulislam4991
    @johorulislam4991 2 года назад +8

    হানাফি ভাই আপনারা নিজেদের মধ্যে দুটি দল তৈরী করে বাহাস করছেন আহলে হাদিসদেরকে ছোট করার জন্য ক্ষমতা যদি থাকে তাহলে নিজেদের মধ্যে নাটক না করে সত্যি সত্যিই আহলে হাদিসদের সঙ্গে বাহাস করুন ।

    • @Killerboy-ph9hi
      @Killerboy-ph9hi 2 года назад

      Keo asbe na

    • @janyjany4368
      @janyjany4368 2 года назад

      আহলে হাদিসের গোপন ইতিহাস
      ruclips.net/video/1HlsCeDz28A/видео.html

  • @sadikulrohman9776
    @sadikulrohman9776 Год назад +21

    নামাজে সূরা ফাতেহা পড়তেই হবে।

    • @mimiafsana1490
      @mimiafsana1490 Год назад

      mafijur

    • @rayofphysics5895
      @rayofphysics5895 Год назад +1

      ইমামের পিছনে কেরাত পড়া নিষেধ

    • @maimulhoque1674
      @maimulhoque1674 Год назад

      শুধু সূরা ফাতিহা পড়তে হবে । এটা কোরান মাজীদ এ আছে।

    • @ibrahimmondal2407
      @ibrahimmondal2407 6 месяцев назад

      আপনারা আবদুল্লাহ ও ব্রাদার রাহুল ও ও রফিকুল ইসলামের সাথে বসলে ভাল হতো আল্লাহ হাফেজ​@@mimiafsana1490

    • @MusiburSk-xf6pd
      @MusiburSk-xf6pd 5 месяцев назад

      কে বললো ভাই

  • @MdAzad-ts5gg
    @MdAzad-ts5gg 3 года назад +11

    এসব বিতর্ক মুসলমানদের মাঝে দূরত্ব বাড়িয়ে দেয়। এসব বিতর্ক করা ঠিক হবে না। আল্লাহ আমাদের মাফ করুন এবং উত্তম বুঝদান করুন।আমিন।

  • @mdfazal4659
    @mdfazal4659 3 года назад +2

    ৫/১১. অধ্যায়ঃ
    ইমামের পিছনে কিরাআত পড়া।
    ৮৩৭ সুনানে ইবনে মাজাহ
    حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَسَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، وَإِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِ ‏"‏ ‏.‏
    উবাদাহ ইবনুস-সামিত (রাঃ) থেকে বর্ণিতঃ
    নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে ব্যক্তি সূরা ফাতিহাহ পাঠ করেনি, তার সালাত হয়নি। [৮৩৫]
    [৮৩৫] বুখারী ৭৫৬, মুসলিম ৩৯১-৩, তিরমিযী ২৪৭, নাসায়ী ৯১০-১১, ৯২০; আবূ দাঊদ ৮২২-২৪, আহমাদ ২২১৬৯, ২২১৮৬, ২২২৩৭, ২২২৪০; দারিমী ১২৪২। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ৩০২, সহীহ আবী দাউদ ৭৮০।
    হাদিসের মানঃ সহিহ হাদিস
    ৮৩৮
    حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ، أَنَّ أَبَا السَّائِبِ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ صَلَّى صَلاَةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ فَهِيَ خِدَاجٌ غَيْرُ تَمَامٍ ‏"‏ ‏.‏ فَقُلْتُ يَا أَبَا هُرَيْرَةَ فَإِنِّي أَكُونُ أَحْيَانًا وَرَاءَ الإِمَامِ ‏.‏ فَغَمَزَ ذِرَاعِي وَقَالَ يَا فَارِسِيُّ اقْرَأْ بِهَا فِي نَفْسِكَ ‏.‏
    আবূস সায়িব, আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
    রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে ব্যক্তি কোন সালাত পড়লো এবং তাতে উম্মুল কুরআন (সূরা ফাতিহা) পড়েনি তার সালাত অসম্পুর্ন। আবূস সাইব (রাঃ) বলেন, আমি বললাম, হে আবূ হুরায়রা! আমি কখনো কখনো ইমামের সাথে সালাত পড়ি। তিনি আমার বাহুতে খোঁচা দিয়ে বলেন, হে ফারিসী! তুমি তা মনে মনে পড়ো। [৮৩৬]
    [৮৩৬] মুসলিম ৩৯৫, তিরমিযী ২৯৫৩, নাসায়ী ৯০৯, আবূ দাঊদ ৮১৯-২১, আহমাদ ৭২৪৯, ৭৭৭৭, ৭৮৪১, ৯২৪৫, ৯৫৮৪, ৯৬১৬, ৯৮৪২, ৯৯৪৬; মুওয়াত্ত্বা মালিক ১৮৯। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবী দাউদ ৭৭৯।
    হাদিসের মানঃ সহিহ হাদিস
    ৮৩৯
    حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفُضَيْلِ، ح وَحَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، جَمِيعًا عَنْ أَبِي سُفْيَانَ السَّعْدِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ فِي كُلِّ رَكْعَةٍ بِـ ‏{الْحَمْدُ لِلَّهِ‏}‏ وَسُورَةٍ فِي فَرِيضَةٍ أَوْ غَيْرِهَا ‏"‏ ‏.‏
    আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিতঃ
    তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি ফারদ্‌ অথবা অন্য সলতে সূরা ফাতিহা ও অন্য কোন সূরা পড়েনি তার সালাত হয়নি। [৮৩৭]

  • @nazmulsek5714
    @nazmulsek5714 3 года назад +10

    এখানে কি হচ্ছে বাহাস না ঝগরা
    বুঝতেছি না
    এনাদের সাহস দেখে তো পাগলা হয়ে যাই

  • @asifiqbal4523
    @asifiqbal4523 4 месяца назад

    MDUM tv media bhai ke bolchi,
    Apni ki waz shunate chacchen naki back ground music shunate chacchen????
    Apnar background music er karone to ashol kotha guloi bujha jacche na

  • @shahnoor2686
    @shahnoor2686 3 года назад +12

    আমার প্রশ্ন হচ্ছে আপনারা সাধারণ মানুষের ঈমান আর কথ দর্ভল করবেন। হেদায়াত আল্লাহ্ তায়ালার হতে।

  • @nayemislam0172
    @nayemislam0172 Год назад +6

    আহলে হাদিস ভাইরা তোমরা খুব সুন্দর কথা বলেছ |

    • @MosharofVai-jp4lv
      @MosharofVai-jp4lv 9 месяцев назад

      Are bhai sobai hanafi 😁😁😁😁😁

  • @moksadulmomin7435
    @moksadulmomin7435 3 года назад +16

    আসলে, এই বিষয়টি বিতর্কিত ব্যাপার। সো আমাদের উচিত অধিক শক্তিশালী দলিল দ্বারা যে দিকটা প্রমানিত হয়, সেটাই আমাদের সকলের মেনে নেওয়া উচিত।
    এছাড়া, আমাদের মুসলমানদের মাঝেই ছোটখাটো বিষয় নিয়ে বিতর্কের সৃষ্টি করা সেটা শুধু ইসলাম বিরোধীদের সুযোগ সৃষ্টি ব্যাতিত আর কিছুই নয়।
    আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন -আমিন

    • @mstkohinur3600
      @mstkohinur3600 2 года назад +1

      আমিন আপনি ঠিকই বলেছেন

    • @mstkohinur3600
      @mstkohinur3600 2 года назад +2

      তবে অনেক সময় চোখে যেটা দেখা যায় সেটা সবসময় সঠিক নাও হতে পারে। যে কারণে আমাদের দুই দলের বই পড়া উচিত এবং সঠিক কারা সেটা যাচাই করা উচিত।

    • @Molla.asadullah.isl.
      @Molla.asadullah.isl. 2 года назад

      তোবে যেটা হল ওটা যতোসটো আপনি মানেন আর না মানেন মানলে আবু বকর রা না মানলে আবু জেহেল

  • @golammohiuddin2419
    @golammohiuddin2419 2 года назад +4

    আপনারা হুজুরেরা এতো পার্থক্য কেন ইসলামের ব্যাপারে আর আমরা সাধারণ মুসলমানদের হলো যততএ সারা পৃথিবী তে এই জন্য মা'র গাছচে,,,,,হুজুর আপনারা সবাই এক হন দেখবেন আর কোন মুসলিম পৃথিবীতে কোন সমস্যা পড়বে না,শুধু হুজুরেরা এক হন প্লিজ,,,,?

  • @mdshaidulislam8116
    @mdshaidulislam8116 2 года назад +8

    সুরা ফাতিহা পরতে হবে,,, এটাই সহি কথা

    • @abuhanif6582
      @abuhanif6582 Год назад

      Allah apnake hedayet Dan korun

    • @md.abulkhayer6990
      @md.abulkhayer6990 Год назад

      কুরআনের কোন দাম নাই আপনার কাছে।

  • @mdjalal5337
    @mdjalal5337 3 года назад +10

    ইনসাআল্লাহ হানাফি দের বিজয় আসবে ইনসাআল্লাহ তাওয়াক্কালতু আল্লাল্লাহ

    • @rinarahman2895
      @rinarahman2895 2 года назад

      আগে ইনশাআল্লাহ বানান তো লেখা শিখো ভাই🤣😂🤣😂

  • @tazemulsurveyor5635
    @tazemulsurveyor5635 3 года назад +4

    এই ধরনের ভিডিও তে মিউজিক বা সাউন্ড যোগ না করাই ভালো ভাইজান

  • @varieties-N-various
    @varieties-N-various 2 года назад +2

    কি পরিমান অসন্মান একজন আরেকজনকে।।।

  • @JahangirAlam-sv2eb
    @JahangirAlam-sv2eb 3 года назад +10

    এটা কোনো বিতর্ক সভা না।এটাএকে অন্য কে ছোট করার সভা।যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তারাও গুনাগার হবে।এট সমাধানের পথ না।আল্লাহ তায়ালা সবাইকে হেদায়েত দান করুন।আমিন।

  • @joyguru3327
    @joyguru3327 2 года назад +7

    নিজেদের মধ্যে ঝামেলা করোনা অন্যরা সুযোগ নিবে।

  • @siyamenterprise12
    @siyamenterprise12 3 года назад +5

    Background এ সাউণ্ড কেন!!?????

  • @abdurrahaman4771
    @abdurrahaman4771 2 года назад +4

    বক্তার বক্তব্যের মধ্যে মিউজিক দিয়ে ভিডিওটিকে বরবাদ হয়েছে

  • @tuhserkhondokar1471
    @tuhserkhondokar1471 3 года назад +23

    ভাই এই হা হা শব্দ টা না দিলেও পারতেন এটার কারনে শুনতে সমস্যা হচ্ছে

  • @mobileincome5334
    @mobileincome5334 2 года назад +2

    ব্যকগ্রাউন্ডে এত শব্দ দেওয়ার কি দরকার ছিল এত গ্রুরুত্বপুর্ন আলোচনায়

  • @skekramali1821
    @skekramali1821 3 года назад +15

    সংখায় বেশি হলে যদি সঠিক হয়? তাহলে মাযহাবি ভাইদের উচিত খ্রিস্টান ধর্ম পালন করা

    • @mdnayemhossain8231
      @mdnayemhossain8231 2 года назад

      ঠিক বলেছেন সংখ্যায় কম হলে যদি সঠিক হয় তাহলে আহলে হাদিস ভাইদের উচিৎ হিন্দু ধর্ম পালন করা

    • @Molla.asadullah.isl.
      @Molla.asadullah.isl. 2 года назад

      Ahale kitab ar ahale hadis du jon soman karon sotik dekhar pore o Mane Na

  • @Jannah657
    @Jannah657 4 месяца назад

    আমরা শুধু নিজেদের ভিতর ঝগড়া করবো। মুসলিম নামে এইসব মানুষ হিংসুক এবং নির্বোধ 😢😢😢

  • @mdmijanurrahoman9259
    @mdmijanurrahoman9259 3 года назад +7

    আহলে হাদিস এবং আহলে সুন্নত এটা কোন আমাদের পরিচয় না মূলত হলো আমরা সবাই মুসলিম

  • @Lovestar121
    @Lovestar121 Год назад +3

    আপনি যদি সুরা পড়তে থাকেন তাহলে ইমামকে অনুসরণ করবেন কিভাবে। আর ইমামের ভুল হলে তা ধরবে কে।

  • @SENSEI.DHI-1986
    @SENSEI.DHI-1986 3 года назад +33

    ভাই সুরা ফাতিহা পড়তে হবে,সহীহ বুখারীর ৭৫৬। এটা সাজানো নাটক,এখানে আহলে হাদীসের আলেম নেই।হানাফিদের সাজানো।

    • @mdimran1554
      @mdimran1554 2 года назад

      ইমাম সাহেব কে রুকুতে পাইলে কি করবেন???? রুকুতে পাইলে কি সালাত পূর্ণ হবে? নিশ্চয়ই হবে হাদিস অনুযায়ী, তাহলে সুরা ফাতিহা পড়া হল না,
      হাদিস দিয়ে হাদিস ব্যাখ্যা করতে হবে, আপনি একা সালাত পড়লে সুরা ফাতিহা নিশ্চয়ই পড়তে হবে, ইমাম যদি উচ্চ স্বরে কেরাত পড়ে তাহলে মুক্তাদি হিসেবে কোন কিছু তেলাওয়াতের প্রয়োজন নেই, বরং ইমামের তেলাওয়াত মনযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু ইমাম সাহেব যদি আওয়াজ ব্যতিত কেরাত পড়ে, তাহলে আপনি নিজে সুরা ফাতিহা পড়তে পারেন কোন সমস্যা নাই, সহজ সমাধান অথচ তথাকথিত আহলে হাদিসের শায়খগণ বিভ্রান্তি ছড়াচ্ছে

    • @mdshiponmia6154
      @mdshiponmia6154 2 года назад

      বুঝা যাইতেছে আপনি আহলে হাদিসর দালাল

    • @samsershaikh8980
      @samsershaikh8980 2 года назад

      একদম তাই।

    • @TubeMixHub
      @TubeMixHub Год назад

      ঠিক বলেছেন ভাই

    • @sk_nasib.12
      @sk_nasib.12 Год назад +2

      আপনি হয়তো জানেন না যে.... ইমাম যখন কেরাত করবেন তখন আপনাকে চুপ করে শুনতে হবে....এমন কী কেউ যদি কোরান পড়েন তাহলে আপনাকে চুপ করে শুনতে হবে.আর যদি না শুনেন তাহলে আপনাকে ওই জায়গা থেকে সরে যেতে হবে...... আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম মানুষদের সঠিক পথে চলার তৌফিক দান করুক আমিন🤲

  • @howladerbuschu7518
    @howladerbuschu7518 2 года назад +11

    হানাফী ভাইদের ধন্যবাদ

  • @omarali6212
    @omarali6212 3 года назад +27

    আস্তে আস্তে কথা বলেন, এত চিল্লাচিল্লি কেন? সুন্দর করে কথা বলেন

    • @sknoormehdi7403
      @sknoormehdi7403 3 года назад

      মোহাম্মদ মাসুম যে কমেন্ট করেছেন তাতে আমার সন্দেহ হয় তিনি আদৌ মুসলমান কিনা।

  • @AjaharNextLevel
    @AjaharNextLevel 3 года назад +1

    ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছিস কেন

  • @a.n.miftekharulhaque872
    @a.n.miftekharulhaque872 3 года назад +3

    ব্যাকগ্রাউন্ডে দেয়া মিউজিক এর কারনে বক্তার বক্তব্য সঠিকভাবে বুঝা যায় নি।

  • @canceldelete6732
    @canceldelete6732 Год назад +2

    আহালে সুন্নাত ওয়াল জামাত বা হানাফী মাযহাব বেরিলি সহি হাদিস ও কোরআন কে অনুসরন করে চলে

  • @asb7061
    @asb7061 3 года назад +9

    সকল সালাতেই শুরা ফাতিহা পরতে হবে। ইমাম ও পরবে মুক্তাদি পরবে শুরা ফাতিহা।

  • @MdAzad-pv4ue
    @MdAzad-pv4ue 6 месяцев назад +1

    Back ground sound effect made the debate little bit annoy.

  • @sk_nasib.12
    @sk_nasib.12 Год назад +12

    ইমাম যখন কেরাত করবেন তখন আপনাকে চুপ করে শুনতে হবে..... আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম মানুষদের সঠিক পথে চলার তৌফিক দান করুক আমিন🤲

    • @md.forhadmia8483
      @md.forhadmia8483 Год назад +1

      দিনে ১৭ রাকাত নামাজ জামাতে হয় ।তার মধ্যে ৬ রাকাত নামাজে শুনতে পাই ।বাকি ১১ রাকাত নামাজে চুপ থাকে কী শুনবো একটু জানাবেন ভাই।

    • @amiruddin3995
      @amiruddin3995 Год назад

      @@md.forhadmia8483 কট্টর মাযহাবীরা এর উত্তর বা ব্যাখ্যা দিতে পারবেনা।

    • @sk_nasib.12
      @sk_nasib.12 Год назад

      @@md.forhadmia8483 যখন আপনি ইমামের পিছনে জামাতে নামাজ আদায় করবেন.. তখন সেই জামাতের সমস্ত দায়িত্ব ইমামের হয়ে যায়.... আপনি যদি রুকুতে গিয়ে তসবিহ ও যদি না পড়েন তবুও আপনার নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ.... আল্লাহ তাআলা সকল মুসলিম মানুষ কে বোঝার তৌফিক দান করুক... আমিন🤲

    • @sksurajrahaman5333
      @sksurajrahaman5333 Год назад +1

      @@sk_nasib.12 তাহলে তাশাহুদ, দুরুদ, দোয়া মাসূরা??
      ইমাম পড়লে হবে তো আমার না পড়লে চলবে?

    • @TIGER-gl9om
      @TIGER-gl9om Год назад

      তুমি কুন মুফতি

  • @hossainahmad6491
    @hossainahmad6491 Год назад

    আপনাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড এর কারনে ভালো শুনতে পাচ্ছি না

  • @MD.Abdul-Aziz-official
    @MD.Abdul-Aziz-official 3 года назад +10

    বারকাল্লাহু ফী হায়াতি হানাফি ভায়েরা

  • @samiulislam8554
    @samiulislam8554 2 года назад +1

    এখানে যিনারা ছিলেন তিনারা সবাই হানাফী মাযহাবের আলেম ছিলেন। উনারা নাটক করে বাহাস করেছেন
    আহলে হাদীসের আলেম ছিলেন না যদি থাকতো তাহলে
    সূরা ফাতিহা পড়া ছাড়া নামাজ হবে এই ভূল প্রমানিত হত না।

  • @AzizurHaldar-wb7xw
    @AzizurHaldar-wb7xw Год назад +1

    Hanafi Sunna Al-jamat.Jindabad

  • @AnarulIslam-kx2wo
    @AnarulIslam-kx2wo 3 года назад +4

    আসসালামুয়ালিকুম ওয়ারাহমাতুল্লাহ । আমি হানাফী ভাইদের আমি বলতে চাই যে। তোমাদের মধ্যে যে সালাতের মধ্যে সুরা ফাতেহা নিয়ে যে বিভ্রান্ত হয়েছে যে পড়তে হবে নাকি হবে না, এই বিষয়ে তোমাদের তিনজনের উত্তর দেওয়ার জন্য আমি আনারুল ইসলাম যথেষ্ট। মালদা থেকে। ইনশাআল্লাহ।

  • @astaskinyt1234
    @astaskinyt1234 2 года назад +7

    আবু হানিফা হানাফি মাজহাব সবাই একমত