ঐতিহাসিক নাটোর রাজবাড়ী || অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর রাজবাড়ী || বাংলাদেশ ভ্রমণঃ পর্ব-১৫
HTML-код
- Опубликовано: 24 ноя 2024
- ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ ব্লকের লালবাগ মহকুমার ছোট্ট একটি গ্রাম বড়নগর যা ২০২৪ সালে ভারতের সেরা সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে। বছর তিনেক আগে একদিন হাজির হয়েছিলাম বড়নগর গ্রামের মূল আকর্ষণ রানি ভবানীর চার বাংলা মন্দির দেখতে। অবাক বিস্ময়ে সেদিন তাকিয়ে দেখেছিলাম অষ্টাদশ শতকে নির্মিত অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর অসাধারণ সব স্থপাত্যকির্তী ও মন্দির গায়ে থাকা টেরাকোটার অপূর্ব শিল্প নিদর্শন। তবুও যেন মন ভরলো না। ইতিহাসের ক্ষিদেটা কেমন যেন মাথা চাড়া দিয়ে উঠলো। সেকালের বঙ্গের বারাণসী মুর্শিদাবাদের বড়নগরের মাটিতে দাঁড়িয়ে থাকলেও সেই মুহুর্তে মন ছুটে গিয়েছিল বাংলাদেশের রাজশাহীতে অবস্থিত নাটোর রাজবাড়িতে। সেদিনই ঠিক করেছিলাম একদিন রানীভবানীর রাজত্ব নাটোর ঘুরে আসবো। হ্যাঁ বন্ধুরা অবশেষে আমি পৌঁছে গেলাম নাটোর। ইতিহাস-ঐতিহ্যের শহর নাটোর। নবাবি আমলে গড়ে ওঠা নাটোর রাজ্যের মহারানী ছিলেন অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী। তিনি ছিলেন নাটোর রাজবংশের উজ্জ্বলতম চরিত্র। রানী ভবানী রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর এবং পশ্চিমবঙ্গের বীরভূম ও মালদহ জেলা শাসন করতেন। অসাধারণ ব্যক্তিত্বের জন্যই রানী ভবানীর স্মৃতি বাংলার মানুষের কাছে এখনও উজ্জ্বল। অতি দয়ালু রানি ভবানীর রাজবংশের কেউ এখানে না থাকলেও তাদের অনেক স্থাপত্য রয়েছে। দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক এখানে দেখতে আসেন রানী ভবানীর বাড়ি। নাটোর রাজবাড়িখ্যাত এ বাড়িটি ঘুরে ঘুরে দেখার পাশাপাশি রানী ভবানীর বর্ণাঢ্য ইতিহাস জেনে মুগ্ধ হন পর্যটকরা। অর্ধবঙ্গেশ্বরীখ্যাত রানী ভবানীর এ রাজবাড়িটি ১৭০৬ সাল থেকে ১৭১০ সালের মধ্যে রাজা রামজীবন স্থাপন করেন। ১৭৩৪ সালে রাজা রামজীবন মারা যাওয়ার পর তার দত্তক নেওয়া ছেলে রামকান্ত নাটোরের রাজা হন। ১৭৪৮ সালে রাজা রামকান্তের মৃত্যুর পর তার স্ত্রী রানী ভবানীর ওপর রাজ্য পরিচালনার দায়িত্ব অর্পণ করেন নবাব আলীবর্দী খাঁ। রানী ভবানী দায়িত্ব গ্রহণের পর রাজ্যের সীমানা বৃদ্ধি পায়। তার আওতায় ছিল রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর এবং পশ্চিমবঙ্গের বীরভূম ও মালদহ জেলা। ১৮০২ সালে রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তক ছেলে রামকৃষ্ণ রাজ্যভার গ্রহণ করেন। রামকৃষ্ণের মৃত্যুর পর বিশাল এ জমিদারি তার দুই ছেলে বিশ্বনাথ ও শিবনাথ রায়ের মধ্যে ভাগাভাগি হয়ে বড় তরফ ও ছোট তরফ নামে দুটি আলাদা জমিদারির উত্থান ঘটে। ছোট ছেলে শিবনাথের অংশের নাম হয় ছোট তরফ। নাটোর রাজবংশের ছোট তরফের শেষ রাজা ছিলেন বীরেন্দ্রনাথ। তিনি ১৮৯৭ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত এই ছোট তরফের জমিদার ছিলেন। অবিভক্ত বাংলার মোট আয়তন ছিল ৭৭ হাজার ৫২১ বর্গমাইল। এর মধ্যে রানী ভবানীর রাজ্য ছিল ১২ হাজার ৯৯৯ বর্গমাইল। তবে দুই বাংলার বড় অংশ তিনি শাসন করতেন। রানী ভবানী দানশীল ছিলেন বলে দাবি করে এ ইতিহাস গবেষক বলেন, তিনি তার রাজ্যে প্রজাদের মধ্যে এক লাখ বিঘা জমি বিনা খাজনায় দান করেছেন। রানী ভবানীর স্মৃতিবিজড়িত মূল ভবনটিই ‘রানী ভবানীর রাজবাড়ি’ অর্থাৎ ঐতিহ্যবাহী নাটোর রাজবাড়ি। রানী ভবানীর মূল ভবনটি ধ্বংসের দ্বারপ্রান্তে থাকলেও বড় তরফ ও ছোট তরফ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
Join this channel to get access to perks:
/ @manasbangla
বন্ধুরা , যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট, সেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানলের সঙ্গে থাকবেন এই আশা রাখি ।
ব্যক্তিগত মতামত ও পরামর্শ দেওয়ার জন্য নিচের মেইল আইডি তে মেইল করুন। manasbangla9@gmail.com
Stay Connected with me on Social Network :
Twitter : / manasbangla
Facebook : / manasbangla
Instagram : / manasbangla
খুব ভালো লাগলো, আমাদের নবদ্বীপের এই "জোড়া বাড়ী" টাও রানী ভবানী করে দিয়ে ছিলেন,আজ থেকে আনুমানিক ৩২০ বছর আগে।
মানস বাংলার চোখে ভ্রমণ মানেই যেন নিজের চোখ দিয়ে দেখা। তার সাথে প্রতি টা স্থানের ইতিহাস যেভাবে মানস বাবু বর্ণনা করে তুলে দেখান, তা এক কথায় অনবদ্য। অনেক ধন্যবাদ মানস বাবু কে।
খুব সুন্দর। চালিয়ে যান।
অসাধারণ লাগলো। এভাবেই চালিয়ে যান।
খুব ভালো লাগলো। শুভকামনা দাদা।
মন থেকে আপনাকে আর আপনার চ্যানেলকে অবিরাম ভালোবাসা রইল।🙏🙏🙏
খুব ভালো লাগলো আপনার প্রতিটা ভিডিও খুব শিক্ষণীয় অনেক ইতিহাস জানতে পারলাম নাটোর রাজবাড়ী টা খুব সুন্দর 😍😍❤❤
এইসব রাজবাড়ী সম্মন্ধে অনেক কিছু জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে খুবই ভালো লাগলো 👌👌
একটু দেরি হয়ে গেলো কিন্তু খুব ভালো লাগলো।ভালোবাসা রইলো দাদা,বাংলাদেশ থেকে।💖💖
খুব সুন্দর দাদা।বাংলাদেশকে ভালোবাসি।
দাদা বাংলাদেশে আপনাকে সু স্বাগতম। আপনার ব্লকগুলি আমার খুব পছন্দ। নিয়মিত দেখার চেষ্টা করছি। আপনার ভ্রমন সুভ হউক। ❤
অসাধারণ প্রতিবেদন। ধন্যবাদ মানস দাদা। আবার আসবেন।
asadharon natorer rajbari o rani Bhabanir manobik karjaboli
দারুন ❤❤❤
Khub bhalo laglo aajker Rani Bhabanir oitihasik tathya samirddho porboti. Dhonnyobad.
আপনার ভিডিও সব সময় দেখতে দেখতে আপনার ভিডিওর সাথে মায়ায় পড়ে গিয়েছি
❤ bangladesh❤india
ভালো লাগলো
নমোস্কার মানস দাদা আশা করি ভালো আছেন।আপনার ভিডিও মানেই মন ভরা ভালোবাসার ছোঁয়া। আমি এখানে অনেক অনেক বার গিয়েছি, এই ৪/৫ দিন আগেই গিয়েছিলাম।❤❤❤
Asadharon laglo ei vlog. Rani maa Bhabanir samporke bistarito tathya jante parlam. Anek Dhonnyobad. Dui Banglar Mel bondhon ei oitihasik tathyer madhyame aapnar sahajye ei vlog e ta porisputito holo. Anek dhonnyobad.
Khub bhalo laglo tomar video..galpo bhalo laglo..bhalo theko
Dada Darun laglo
Oshadharon laglo.
Ektu dukhho o laglo je eto sundor oitihashik vlogging ae eto kom viewers
It's very nice and good to see all these. Without you, this wouldn't have been possible. It's really sad that Rani Bhavani's generation is not around, but her legacy is. Looking forward to your next Bangladesh episode.
❤❤পুঠিয়া থেকে
দাদা, নাটোরবাসীর পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম। আপনার প্রতিবেদনটা অসাধারন হয়েছে। একজন নাটোরবাসী হিসেবে গর্ববোধ করছি। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনি তৈরী করেন। তবে দাদা, আরও একটু সুন্দর করা যেতো-যেমন ছোট তরফ রাজপ্রাসাদ সহ রাজাদের হাতে তৈরী 4/5টা মন্দির যেখানে এখনও পুজার্চনা বিদ্যমান এবং জয়কালী বাড়ী মন্দির ও জয়কালীর দীঘি, রাজবাড়ীর পরিখা, পাশেই রাজা জগদীন্দ্র নাথের নিজ নামে 140 বছরের পুরনো্ অতিহ্যবাহী নাটোর মহারাজা জগদীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়, রাজবাড়ীর বাগানবাড়ী ইত্যাদি প্রমুখ স্থানগুলো যুক্ত হলে ভিডিওটা অন্যন্য অসাধারন হতো। নিয়ামুল আমার খুব কাছের ছোট ভাই। ওকে দেখে খুব ভালো লাগলো। দাদা আপনিও ভালো থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন্। ❤❤❤❤
আসলে ওই এলাকা সম্পর্কে আমি সম্পূর্ণ একজন অপরিচিত মানুষ। আমার সাথীরা আমাকে যা যা দেখিয়েছেন তাই দেখেছি ও ভিডিও করেছি। আপনার কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, শুভেচ্ছা নেবেন।
Welcome to Bangladesh dada
দাদা আমি আপনার মোটামুটি সব ভিডিও দেখি আপনি যে বাংলাদেশে এসেছিলেন তা যদি জানতাম তাহলে আপনার সাথে দেখা করতে পারতাম। অনেক ভালো লাগতো দাদা।
Vlo laglo
খুব সুন্দর
WOW ❤❤❤❤❤❤❤❤❤❤
যদি জানতাম আপনি নাটোরে আসবেন তাহলে অবশ্যই দেখা করতাম খুব খারাপ লাগছে দেখা না করতে পারাতে।😢😢😢 মিস ইউ দাদা😢😢😢
1st comment dada
দাদা নমস্কার
দাদা আমি বেস কয়েকটি পর্ব করছি 😊
Next time Bangladesh e ashle must Dhaka, Narayanganj, Bogura,Naogaon, Dinajpur, Chattogram,Sylhet, Khulna,Rangpur, Mymensingh,Tangail,Cumilla,Barisal district gulote ashben dada.
Prochur historical place ache.
💚
Dada putia rajbari tao dekhe niyen.
পুঠিয়া রাজবাড়ীর ভিডিও আগেই দিয়েছি। পুঠিয়া রাজবাড়ী দেখে নাটোরে গিয়েছিলাম। এবার দীঘাপতিয়ায় রাজবাড়ী দেখাবো।
❤
🙏🙏🙏🙏
❤❤❤❤
Dada erokom background music 🎵 kothai pabo.
বলে বোঝাতে পারবোনা যে কেমন খারাপ লাগছে দেখা না করতে পারাতে 😢😢😢😢😢
Dada Hirajhil er ki khobor? Ajker Lutfunnisa kamon achen? Onar lodai kotodur
পাবনা ছিল আমার দিদিমা সবিতা মৈত্রর বাপের বাড়ী ওখানকার যশাই gramএ
বামাক্ষ৲াপার আমলেও তারাপীঠ মনদির নাটোর রাজ বংশের অংশ ছিল
হ্যাঁ
Amar sohor Amar alaka❤
দাদা আমার বাড়ী এইতো জয়কালী দিঘীর ঐ পারে দক্ষিণ পারে
❤❤❤