যাহারা ঈমান আনে এবং তাক্ওয়া অবলম্বন করে, সূরা নম্বরঃ ১০, আয়াত নম্বরঃ ৬৩ তাহাদের জন্য আছে সুসংবাদ দুনিয়ার জীবনে ও আখিরাতে, আল্লাহ্র বাণীর কোন পরিবর্তন নাই ; উহাই মহাসাফল্য। সূরা নম্বরঃ ১০, আয়াত নম্বরঃ ৬৪
আমি তো সৃষ্টি করিয়াছি মানুষকে সুন্দরতম গঠনে, সূরা নম্বরঃ ৯৫, আয়াত নম্বরঃ ৪ প্রতিপালকের আদেশ পালন করিবে, ইহাই তাহার করণীয়; তখন তোমরা পুনরুত্থিত হইবেই। সূরা নম্বরঃ ৮৪, আয়াত নম্বরঃ ৫ জ্ঞানবুদ্ধিসম্পন্ন হৃদয় ও শ্রুতিশক্তিসম্পন্ন শ্রবণের অধিকারী হইতে পারিত। সূরা নম্বরঃ ২২, আয়াত নম্বরঃ ৪৬ আর এই যে, মানুষ তাহাই পায় যাহা সে করে, সূরা নম্বরঃ ৫৩, আয়াত নম্বরঃ ৩৯ তোমরা যাহা হারাইয়াছ তাহাতে যেন তোমরা বিমর্ষ না হও, এবং যাহা তিনি তোমাদেরকে দিয়াছেন তাহার জন্য হর্ষোৎফুল্ল না হও। আল্লাহ্ পছন্দ করেন না উদ্ধত ও অহংকারীদেরকে- সূরা নম্বরঃ ৫৭, আয়াত নম্বরঃ ২৩
Alhamdulillah onek vlo laglo
Mashallah
যাহারা ঈমান আনে এবং তাক্ওয়া অবলম্বন করে,
সূরা নম্বরঃ ১০, আয়াত নম্বরঃ ৬৩
তাহাদের জন্য আছে সুসংবাদ দুনিয়ার জীবনে ও আখিরাতে, আল্লাহ্র বাণীর কোন পরিবর্তন নাই ; উহাই মহাসাফল্য।
সূরা নম্বরঃ ১০, আয়াত নম্বরঃ ৬৪
ওনার ওয়াজ শুনলে মন শান্ত হয়ে যায়
😊😊😊😊😊😊😊😊😊😊
'আল্লাহ্ যাহা তোমাকে দিয়াছেন তদ্দ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান কর এবং দুনিয়া হইতে তোমার অংশ ভুলিও না; তুমি অনুগ্রহ কর যেমন আল্লাহ্ তোমার প্রতি অনুগ্রহ করিয়াছেন এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিতে চাহিও না। আল্লাহ্ বিপর্যয় সৃষ্টিকারী কে ভালোবাসেন না।'
সূরা নম্বরঃ ২৮, আয়াত নম্বরঃ ৭৭
mashaallah
যাহারা ঈমান আনে এবং আল্লাহ্র স্মরণে যাহাদের চিত্ত প্রশান্ত হয় ; জানিয়া রাখ, আল্লাহ্র স্মরণেই চিত্ত প্রশান্ত হয়;
সূরা নম্বরঃ ১৩, আয়াত নম্বরঃ ২৮
যখন তোমরা সালাত সমাপ্ত করিবে তখন দাঁড়াইয়া, বসিয়া এবং শুইয়া আল্লাহ্কে স্মরণ করিবে, যখন তোমরা নিরাপদ হইবে তখন যথাযথ সালাত কায়েম করিবে; নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মু'মিনদের জন্য অবশ্য কর্তব্য।
সূরা নম্বরঃ ৪, আয়াত নম্বরঃ ১০৩
তুমি আবৃত্তি কর কিতাব হইতে যাহা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয়। এবং সালাত কায়েম কর। সালাত অবশ্যই বিরত রাখে অশ্লীল ও মন্দ কার্য হইতে। আর আল্লাহ্র স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। তোমরা যা কর আল্লাহ্ তা জানেন।
সূরা নম্বরঃ ২৯, আয়াত নম্বরঃ ৪৫
Allah hojur ke nek hayat dan koron......khob e amoldar manush tini
❤❤❤❤
মুফতি ওমর ফারুক এর ফোন নাম্বার কি পাওয়া যাবে
আমি তো সৃষ্টি করিয়াছি মানুষকে সুন্দরতম গঠনে,
সূরা নম্বরঃ ৯৫, আয়াত নম্বরঃ ৪
প্রতিপালকের আদেশ পালন করিবে, ইহাই তাহার করণীয়; তখন তোমরা পুনরুত্থিত হইবেই।
সূরা নম্বরঃ ৮৪, আয়াত নম্বরঃ ৫
জ্ঞানবুদ্ধিসম্পন্ন হৃদয় ও শ্রুতিশক্তিসম্পন্ন শ্রবণের অধিকারী হইতে পারিত।
সূরা নম্বরঃ ২২, আয়াত নম্বরঃ ৪৬
আর এই যে, মানুষ তাহাই পায় যাহা সে করে,
সূরা নম্বরঃ ৫৩, আয়াত নম্বরঃ ৩৯
তোমরা যাহা হারাইয়াছ তাহাতে যেন তোমরা বিমর্ষ না হও, এবং যাহা তিনি তোমাদেরকে দিয়াছেন তাহার জন্য হর্ষোৎফুল্ল না হও। আল্লাহ্ পছন্দ করেন না উদ্ধত ও অহংকারীদেরকে-
সূরা নম্বরঃ ৫৭, আয়াত নম্বরঃ ২৩
Amin
যাহারা বিশ্বাস করে না আল্লাহ্ তাহাদেরকে লাঞ্ছিত করেন।
সূরা নম্বরঃ ৬, আয়াত নম্বরঃ ১২৫
rasal
👌👌❤️
হুজুরের খাদেমের মোবাইল নম্বর জদি কারো কাছে থাকে দয়া করে দিবেন ।
হুজুরের নং টা আমারও খুবই দরকার ছিলো।