Debabrata Biswas in the 1970-s - LIVE RECORDING (Part 5) - রবীন্দ্রসদনে বন্যাত্রানে - ১৯৭৮

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 291

  • @fazlulhoq4854
    @fazlulhoq4854 4 года назад +47

    শ্রী অধীপ চৌধুরীকে ধন্যবাদ।দীর্ঘদিন যত্ন করে এই গানের ক্যাসেট সংরক্ষন করার জন্য শ্রদ্ধা জানাচ্ছি।।

    • @jghosh64
      @jghosh64  4 года назад +1

      আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন পর্যন্ত প্রকাশিত এই সিরিজের দশটি এপিসোড দেখার অনুরোধ রইলো।

    • @anjanabanerjee1452
      @anjanabanerjee1452 3 года назад +3

      বিরাট। সম্পদ। আপনারা। সবাইকে। দান। করলেন। ভালো। থাকুন।

    • @ramenbiswas842
      @ramenbiswas842 2 года назад +1

      তোমার তুলনা তুমি। যিনি এই অমূল্য সম্পদ শোনানোর কাজ করেছেন । তাকে অশেষ ধন্যবাদ।

    • @dcb191
      @dcb191 2 года назад +1

      @@jghosh64 অতুলনীয় সম্পদ

  • @s.sarbajna5058
    @s.sarbajna5058 3 года назад +44

    এক দেবতা সৃষ্টি করছেন আর একজন দেবতা পরিবেশন করেছেন, আমারা ভাগ‍্যবান সেই প্রসাদ পেয়েছি।
    দুজনের পায়ে শতকোটি প্রনাম।

  • @somnathmitra2448
    @somnathmitra2448 2 года назад +10

    ঐ অনুষ্ঠানটি দেখার সুযোগ হয়েছিল গিয়ে ছিলাম এই মহান শিল্পীর টানে আজ এতদিন পরে সেই দৃশ্যটা মনে পড়ে শরীরে শিহরণ লাগছে। কোন্নগর।

  • @advaitavedanta3249
    @advaitavedanta3249 3 года назад +17

    অনন্যসাধারণ এই শিল্পীকে শতকোটি প্রণাম। এই স্বর্গীয় সঙ্গীত উপহার দেবার জন্য আয়োজক ও সংরক্ষক কে অসংখ্য ধন্যবাদ। জানাই

  • @debashisghosh3269
    @debashisghosh3269 4 года назад +23

    অনেক অনেক ধন্যবাদ এই অসাধারণ অনুষ্ঠান টি শোনার সুযোগ করে দেওয়ার জন্য। জর্জ দা কে প্রনাম জানাই।

    • @jghosh64
      @jghosh64  4 года назад +1

      এখন পর্যন্ত প্রকাশিত এই সিরিজের দশটি এপিসোড দেখার অনুরোধ রইলো।
      নমস্কার জানবেন।

  • @stethoandpenprofessordr.ac444
    @stethoandpenprofessordr.ac444 4 года назад +20

    অপরূপ! চোখ সজল করে দেওয়া সংগ্রহ! আপনাকে অজস্র শ্রদ্ধা আর ধন্যবাদ, অধীপ বাবু

  • @md.enamulquaderkhan7929
    @md.enamulquaderkhan7929 3 года назад +14

    দুর্লভ এক কালেকশান। এমন এক সম্পদ আপলোড করার জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @asokkumarganguly9280
    @asokkumarganguly9280 4 года назад +18

    আহা! কি সুন্দর সুরের murchhana. রবীন্দ্রসঙ্গীত প্রাণ পায় এই শিল্পীর গানে l

    • @jghosh64
      @jghosh64  4 года назад

      ধন্যবাদ জানাই আপনাকে। এখন পর্যন্ত প্রকাশিত এই সিরিজের দশটি এপিসোড দেখার অনুরোধ রইলো।

  • @prabirroy6681
    @prabirroy6681 4 года назад +36

    এমন বরেণ্য একজন শিল্পীকে প্রনাম.... ভাবলে খুব দুঃখ হয় যে এমন একজন শিল্পীকে দীর্ঘদিন প্রকাশ্যে রবীন্দ্রসংগীত পরিবেশন করতে দেওয়া হয় নি..... "আত্মঘাতী বাঙালী "একথা সত্যি আমাদের ক্ষেত্রেই খাটে... এমন কন্ঠ যা শুনলে প্রতিটি রোমকূপে অনুরণনের তরঙ্গ ওঠে, জানিনা আর কখনো আমরা পাবো কিনা... হে, অমর শিল্পী, আপনাকে সশ্রদ্ধ নমস্কার...

    • @dcmondal9298
      @dcmondal9298 4 года назад

      Good

    • @jghosh64
      @jghosh64  4 года назад +5

      খুব সঠিক কথা বলেছেন। দেবব্রত বিশ্বাসের কণ্ঠ, তাঁর গগনস্পর্শী জনপ্রিয়তা, তাঁর রেকর্ড বিক্রি, তাঁর রয়্যালটি - এসবই তাঁর সমসাময়িক-দের চেয়ে অনেক ওপরে ছিল। কিছু সমসাময়িক গায়ক/গায়িকারা তো ঈর্ষান্বিত হবেন-ই। সমস্যা ছিল এই, যে এই সব সমসাময়িক ঈর্ষান্বিত কিছু বেক্তি, বিশ্বভারতীর মিউজিক বোর্ডের সদস্য হয়ে, তার পদাধিকার বলে, নানা কলকাঠি নেড়ে জর্জদার গান নানা অজুহাতে আটকাবার প্রভুত প্রচেষ্টা করেছিলেন। ফলতঃ, আজও মিউজিক বোর্ডের জর্জদার গলায় আটকে দেওয়া গান 'তোমার শেষের গানের রেশ নিয়ে কানে' আমরা শুনতে পেলাম না। এটা আমাদের সকলেরই দুর্ভাগ্য। এখন পর্যন্ত প্রকাশিত এই সিরিজের দশটি এপিসোড দেখার অনুরোধ রইলো।

    • @souhadriacharya5802
      @souhadriacharya5802 3 года назад

      @@jghosh64 Kara exactly atkechilen seta kindly ektu bolun na

    • @abhijitbanerjee6844
      @abhijitbanerjee6844 2 года назад +1

      আপনার বক্তব্য সর্বাংশে সত্য বা সঠিক নয়। শিল্পী স্বয়ং স্বেচ্ছায় নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। বলতে পারেন এটা ছিল ওনার অভিমান ও প্রতিবাদের নিজস্ব ধরন।

    • @gopalmukherjee280
      @gopalmukherjee280 Год назад +2

      ​@@abhijitbanerjee6844Mr Banerjee you wrote the half truth which is much more dangerous than full lie. Viswa-Bharati music board headed by Kanika Bandopadhyay repeatedly hindered George Da alleging his songs are ' Arabindrik ' & excess use of foreign musical instruments, which are totally baseless. Can Mr. Banerjee say why music board still doesn't allow to release her so many records which they ' confiscated ' ?

  • @SoumenChoudhuryindex
    @SoumenChoudhuryindex 3 года назад +5

    দেবব্রত বিশ্বাস যে গানগুলি গেয়েছেন, সেগুলি নিয়ে তো বলার কিছুই নেই। আমাদের সৌভাগ্য যে উনি কবিগুরুর অসাধারণ সৃষ্টি গুলি ওনার অবিস্মরণীয় গায়কী দিয়ে আমাদের ভরিয়ে দিয়েছেন। আমি শুধু যখন অন্য শিল্পীর কণ্ঠে কোনো রবীন্দ্র সংগীত শুনি , তখন ভাবি দেবব্রত সেই গানটি কেমন ভাবে গাইতেন। একটা গানের কথা মনে পড়ছে যেটা আমি অনেকের কণ্ঠে শুনেছিলাম, কিন্তু দেবব্রত কণ্ঠে বছর দুয়েক আগে সম্ভবত প্রথম শুনেছিলাম। ওনার গায়কী আমাকে অবাক করেছিল। গানটি সম্পূর্ণ এক নুতন মাত্রা পেয়েছিলেন। " আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা.."।

  • @amritagopalmukherjee250
    @amritagopalmukherjee250 4 года назад +9

    অসাধারণ, অনেক দিন পর শ্রদ্ধেয় দেবব্রত বিশ্বাসের গানগুলো শুনলাম। আপনাকে অনেক ধন্যবাদ।

  • @bipasabanerji179
    @bipasabanerji179 3 года назад +7

    মন টা ভরে গেল । খুব ভালবাসি ওনাকে । 56 বছর ধরে শুনছি । শেষ দিন অব্দি ভালবাসব ওনার গান ।

  • @gobindaganguly6392
    @gobindaganguly6392 2 года назад +2

    রবীন্দ্র সংগীত এর স্বনামধন্য শিল্পীর প্রতি রইল আমার অন্তরের অনেক অনেক শ্রদ্ধার সাথে সশ্রদ্ধ প্রণাম *

  • @প্রবীরব্যানার্জী

    যাঁর সঞ্চয়ের জন‍্য এই অমর শিল্পীর এজাতীয় পরিসরে গাওয়া গান শুনতে পেলাম ( মনে হচ্ছে যেন ঘরে বসে শুনছি ) তাঁকে হার্দিক শুভেচ্ছা ও প্রাণভরা আন্তরিক ভালোবাসা জানালাম।

    • @siddharthaghosh3610
      @siddharthaghosh3610 2 года назад

      এই অসামান্য উপস্থাপনার জন্য অজস্র ধন্যবাদ জানাই।🙏🙏🙏

    • @ajantamukherjee239
      @ajantamukherjee239 2 года назад

      অসাধারণ একটি উপস্থাপনা,🙏🙏🙏

  • @pratanukumarlahiri9929
    @pratanukumarlahiri9929 4 года назад +9

    Respect to the singer from the core of my heart. Excellent singing. Thanks for uploading.

  • @muktisengupta6681
    @muktisengupta6681 4 года назад +8

    মহান শিল্পী কে প্রনাম জানাই। অমূল্য সংগ্রহের গানকখানি শুনে ধন্য হলাম, শোনাবার জন্য আপনাকে জানাই অশেষ ধন্যবাদ

  • @sutapamondal1438
    @sutapamondal1438 Год назад +1

    আহা , কি সুন্দর! দারুন দারুন দারুন। শ্রদ্ধেয় শিল্পীকে শতকোটি প্রণাম ।

  • @pradipbandopadhyay9533
    @pradipbandopadhyay9533 4 года назад +31

    আহা। এই হল প্রকৃত রবীন্দ্র সংগীত। । প্রণাম জানাই গুরুদেব ও দেবব্রত বিশ্বাস কে।। আর এই রকম গায়ক হবে না।।

    • @jayantanujghosh4808
      @jayantanujghosh4808 4 года назад +2

      আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। অন্যান্য পর্ব-গুলো দেখার অনুরোধ রইল।

  • @tutuchakravarty7066
    @tutuchakravarty7066 2 года назад +2

    এমন করে যে রবীন্দ্রসংগীত কে তার চরম গভীরতায় নিয়ে যাওয়া যায় ও এক অবর্ণনীয়, স্বর্গীয় সুরমূর্ছণা আকাশে বাতাসে ছড়িয়ে দেওয়া যায় এত অনায়াসে, তা চির-অমর শিল্পী স্বর্গীয় জর্জ দা'র কণ্ঠে তাঁর হৃদয়ের স্পর্শ-মেশানো রবীন্দ্রসংগীত না শুনলে বিশ্বাস করা যায় না ! খুব ভালো লাগলো!
    যাঁদের জন্য এই অমূল্য ভিডিও টির সাথে আমার পরিচয় সম্ভব হলো, তাঁদের সকলকে আমি আমার অন্তর হ'তে সশ্রদ্ধ নমস্কার জানাই! 🙏🙏🙏

  • @subratalahiri3068
    @subratalahiri3068 3 года назад +6

    সামনে বসে শোনার সৌভাগ্য হয়েছে কয়েক বার।আমি ওনার অন্ধ ভক্ত।মন প্রাণ দিয়ে ওনাকে ভালো বাসি।

  • @abdulquddus2842
    @abdulquddus2842 3 года назад +2

    Apurbu .Guru deb ki sundar likhechen amader jonno. Salute guru deb ke

  • @AnjanChakraborty
    @AnjanChakraborty 4 года назад +7

    Darun.ei anusthaner pratham diker alapcharita r pratham gaan ti bohudin age FM e prachar hoyechhilo r ami pratham angshotuku record korechhilam.apnake ebong adhip babuke asankhyo dhanyobad

    • @jghosh64
      @jghosh64  4 года назад +3

      হ্যাঁ, এই সিরিজের প্রথম গানটি সোশাল মিডিয়ায় আমিও দেখেছি। আজ, জর্জদার ৪০-তম প্রয়াণ দিবসে সকলের সাথে ভাগ করে নিলাম পুরো অনুষ্ঠানটি। ছটি গানই বার বার শুনেও তৃপ্তি হয়না।

    • @shyamalimal1597
      @shyamalimal1597 3 года назад

      Onake satakoti pranam janaleo.kam hoy.jatadin beche thakbo tatadin mone dhare rakhbo

  • @mridulchatterjee4042
    @mridulchatterjee4042 3 года назад +4

    শতকোটি প্রণাম পরম শ্রদ্ধেয় এই সংগীত গুরুকে, তিনি আমাদের অন্তরের অন্তরতম স্থলে, এক উজ্জ্বল আলোর আবেশ।

  • @anjanmitra6829
    @anjanmitra6829 4 года назад +13

    শুনে চোখে জল আসছে..অশেষ ধন্যবাদ আপনাকে

  • @apudas6694
    @apudas6694 3 года назад +3

    যতবার এঁনার কন্ঠে এই গান শুনেছি ও শুনছি ততবারই একটা গভীরতা পাই। আমরা রবীন্দ্র বিমুখ না হই এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে ।

  • @diptibose1785
    @diptibose1785 3 года назад +4

    অনুষ্ঠানটি শ্রবণ ও এক অনন্য অভিজ্ঞতা!অসাধারণ!!

  • @malayguhamajumder2276
    @malayguhamajumder2276 4 года назад +7

    Obhutopurbo , bhashaheen , bybosthspok ke oshonkhyo dhanyobad , pronam neben !

  • @techgautam422
    @techgautam422 2 года назад +1

    এমন মূল্যবান সম্পদ খুঁজে পেয়ে আমাদের জন্য দিলেন তার জন্য দুজনকেই অশেষ ধন্যবাদ।

  • @susantasamanta1710
    @susantasamanta1710 5 месяцев назад +1

    আমার শ্রদ্ধেয় কবিগুরু,গায়ক, আয়োজক ও সংরক্ষকের প্রতি অসংখ্য বার সশ্রদ্ধ প্রণাম জানাই

  • @rabindranathmukherjee7058
    @rabindranathmukherjee7058 2 года назад +3

    গান গুলো এত অপূর্ব কণ্ঠে গাওয়া যে কোনো দিন ‌ভোলা রায় না।

    • @jghosh64
      @jghosh64  2 года назад

      আপনার এই আপলোডটি ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। আন্তরিক ধন্যবাদ জানবেন। আমার এই চ্যানেলটি দেবব্রত বিশ্বাসের প্রতি নিবেদিত। শিল্পীর অপ্রকাশিত ও স্বল্প শ্রুত গানগুলি এই চ্যানেলে প্রকাশের চেষ্টা করি। অনুরোধ রইলো এই চ্যানেলের অন্যান্য আপলোডগুলি শোনার। ভালো থাকবেন।

  • @dwijeshchatterjee9443
    @dwijeshchatterjee9443 Год назад +1

    এই অনুষ্ঠান দেখার সৌভাগ্য হয়েছিল ।দেবব্রত বাবুকে আমার
    ভক্তিপৃণ পপ্রণাম

  • @barinkumarde6278
    @barinkumarde6278 11 месяцев назад +1

    I am lucky to remember that I had a scope to be present at a live program performed by George Biswas in Agartala at around 1974 or so. My NOMOSKAR.

    • @jghosh64
      @jghosh64  11 месяцев назад

      Absolutely wonderful to know that. Could you kindly tell me whether this program was recorded by anyone?

  • @aurobindochowdhury806
    @aurobindochowdhury806 4 года назад +9

    Osadharan Gan ! Sri George Biswas er gayaki onno jogote pouche dey amader. Onake onek Pronam janai. Ar onek dhonnobad ebong krittogota Janai Sri Kalyan Mitra , Sri Jayantanuj Ghosh mohasoy der. Enara binimoy kono kichur protyasha na Kore , amader anondo debar jonno ei gan gulo upload korchen. Enader Nomoskar janai

    • @kalyanmitra46
      @kalyanmitra46 4 года назад

      Thanks for yr comments. But for your information I don't deserve any dhonnobad n krittogata as bcoz I hv no contribution to this amazing upload. Full credit goes to Adhip-babu n Jayantanuj-babu.
      💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @manishankarmridha5207
    @manishankarmridha5207 4 года назад +42

    দেবব্রত বিশ্বাস একটি সোনার অক্ষরে লেখা নাম যা আমাদের বাঙ্গালীর হৃদয়ে চিরকাল বিরাজমান । তাঁকে শ্রদ্ধা জানাবার কোনো সীমা নেই । তিনি অনন্য অসাধারণ তুলনাহীন । তাই আবার প্রনত হলাম ।

    • @jghosh64
      @jghosh64  4 года назад +1

      আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

    • @anjanabanerjee1452
      @anjanabanerjee1452 3 года назад

      Mane. Mukhe. Ak. Chhilen. East. Bengal. Theke. Asa. Sarbottama. Bengalio. West. Bengale ajo. Bangal. Name. Parichhito. Varate Refuzee.Er. Aei. Bangalrai. Aloran. Ane chhen. Sanskritike. Miliye. Misiye. Urdhdho. Theke. Urdhdhotama. Kore. Gachhen. Tenader. Akjjan Chhilen. Debabrata. Biswas.name. O. Jibane. Anek. Mil. Onake. Asesh. Pranamjanai.

  • @prabirkumarbhattacharjee8850
    @prabirkumarbhattacharjee8850 3 года назад +4

    আমরা আজ এক অধঃপতিত জাতি বাংগালী, আমরা শ্রদ্ধাভরে তাদের স্মরণ করি, তাদের অর্জিত সমপদ উপভোগ করি।মহান পূর্বসুরি মানুষগন আমাদেরকে কত‌কিছুই না দিয়ে আমাদিগকে সম্বৃদ্ধ করে গেছেন! প্রণাম জানাই তাদের প্রতি।

  • @amalmaji3990
    @amalmaji3990 2 года назад +5

    সেই কোন ছোটবেলা থেকে দেবব্রতের গান শুনছি । এই বার্ধক্যে একই স্বাদ । ওনাকে একবার সামনা- সামনি দেখেছিলাম রবীন্দ্রসদনে ।

  • @baitalik
    @baitalik 2 года назад +5

    আমার পরম সৌভাগ্য হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত থাকার। সে এক দুর্লভ পাওয়া, সারা জীবনের সঞ্চয়।

  • @sujataghosh4645
    @sujataghosh4645 2 года назад

    Ojosro dhonyobad apnake emon collection share korar jonno

  • @sudeeptagh
    @sudeeptagh 4 года назад +20

    প্রভু রবীন্দ্রনাথের কিংবদন্তী গায়ক দেবব্রত , প্রণত রইলাম । ঠাকুরে বিশ্বাস, মিলেমিশে একাকার, কোথায় না প্রণত রই!

  • @swarupbagchi4060
    @swarupbagchi4060 4 года назад +12

    আবার এক মন ভরানো উপহার আমাদের জন্য। আপনি এই শরীরে আমাদের জন্য যা করছেন, তার জন্য শুধু 'ধন্যবাদ' কম পড়ে যায়। তাই অন্তরের কৃতজ্ঞতা ও প্রণাম জানাই। কিছু মানুষ হয়তো ছুটে আসবেন, আক্রমণ করবেন আপনাকে, একদম পাত্তা দেবেন না, ওই যে কে গেলে যেন কে কী করে!
    অধিপবাবুকেও অশেষ ধন্যবাদ এই অমূল্য সম্পদকে রক্ষা করার জন্য ও আমাদের কে সেই সময়ে ফিরিয়ে নিয়ে যাবার জন্য।

    • @jghosh64
      @jghosh64  4 года назад +3

      একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। আজকাল জর্জদার গান আপলোড করলে নানা দিক থেকে আঘাত আসে। সবচেয়ে হাসি পায় যখন Ethicsএর কথা বলে আমাকে তিরস্কার করেন কেউ কেউ...!!!

    • @dipuds_50
      @dipuds_50 4 года назад +1

      @@jghosh64 যে কারনে মৃত্যুর 40 বছর পরেও শান্তির জন্য আমরা ওনার গানের শরন নি।

    • @krishnaghosh871
      @krishnaghosh871 4 года назад +1

      @j ghosh64 don't please care all these nuisance.
      My regards to you.

    • @jghosh64
      @jghosh64  4 года назад

      @@krishnaghosh871 Thank you so much. I really don't give much credence to all these people who create hue and cry with my uploads. But there is a concerted effort these days from different quarters to stop spreading of songs by George Biswas. But frankly speaking with so many well-wishers I am really not much concerned.

    • @KalyanlGhosh-id6yi
      @KalyanlGhosh-id6yi 8 месяцев назад

      ক্ষনজণমা শিল্পী ।🎉

  • @tanmoybandopadhyay3511
    @tanmoybandopadhyay3511 6 месяцев назад +1

    Evergreen voice with perfect tune is priceless to me.

  • @surajitbanerjee8777
    @surajitbanerjee8777 3 года назад +3

    রবীন্দ্রসংগীতের প্রানপ্রতিষ্টা ওনার মধ্যে দিয়ে অতি সুন্দরভাবে হয়েছে। আমার জ্যাঠামশায়ের সঙ্গে একসঙ্গে কাজ করতেন সম্ভবত জীবনপ্রকাশ বিল্ডিংয়ে। জ্যাঠামশায়ের কাছে কত গল্প শুনতাম ওনার সম্পর্কে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠানটি আপলোড করার জন্য।

  • @shishirmajumder9282
    @shishirmajumder9282 3 года назад +3

    চোখের জল দিয়ে এই শিল্পীর পবিত্র চরণ দুটি ধোয়াতে পারলেই যেন জীবন স্বার্থক হতো।কবি ও শিল্পীকে শতকোটি প্রনাম।

  • @amitlaskar6969
    @amitlaskar6969 4 года назад +3

    অনেক ধন্যবাদ , এটি প্রকাশের জন্য।

  • @bijoychatterjee1846
    @bijoychatterjee1846 4 года назад +27

    উনি যেন সময়ের সাথে সাথে আরও উজ্জ্বল হয়ে উঠছেন উনার নিজস্বতায়।🙏🙏🙏🙏🙏

    • @jghosh64
      @jghosh64  4 года назад

      আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। এখন পর্যন্ত প্রকাশিত এই সিরিজের দশটি এপিসোড দেখার অনুরোধ রইলো।

  • @tanmoykar520
    @tanmoykar520 Год назад +1

    Sarbokalen sestro rabindra sangeet shilpi ka janai koti koti pronam

  • @chinmoyeenandi6534
    @chinmoyeenandi6534 6 месяцев назад +1

    Apurbo nibedan Silpi k amar vaktipurno sastango Pronam janai

  • @RProgram-ug9tb
    @RProgram-ug9tb Год назад +3

    যারা প্রবাদ প্রতিম জর্জদার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন তারা হারিয়ে গেছেন ইতিহাসের অতল গহব্বরে। ওনার গলায় রবীন্দ্রসঙ্গীত শুনলে মনে হয় বিধাতা নিজে ওনার গলায় গাইছেন।❤❤❤

  • @malabikaghosh6048
    @malabikaghosh6048 4 года назад +3

    অনেক ধন্যবাদ আপনাকে। গানগুলি জীবনের একটি সঞ্চয় হয়ে থাকবে।

    • @jghosh64
      @jghosh64  4 года назад

      আপনার গানগুলো শুনে ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। এখন পর্যন্ত প্রকাশিত এই সিরিজের দশটি এপিসোড দেখার অনুরোধ রইলো।
      ভালো থাকবেন।

  • @madhusudonbose146
    @madhusudonbose146 2 месяца назад +1

    এতো বড়ো আত্মিক রবীন্দ্র সংগীত শিল্পী আর জন্ম গ্রহণ করবে না।

  • @sunandaraychowdhury9710
    @sunandaraychowdhury9710 3 года назад +2

    এক মহান স্রষ্টার পদতলে আরেক মহান প্রতিভা বিরল দৃশ্য, দেখে চোখ জলে ভরে যায়। গুরুদেব ও শিল্পী দুজনের চরণে মাথা নত করি।

  • @haridassarkar7105
    @haridassarkar7105 3 года назад +3

    ঈশ্বরের দু'জন অমর বরপুত্রের মেলবন্ধনে সৃষ্ট এই সংগীত এ ঈশ্বরিক আবেদন প্রকাশিত।
    প্রণাম --প্রণাম--প্রণাম--

  • @purabiroy7224
    @purabiroy7224 3 года назад +2

    আমার ধ্যান ধারণা র অনেক উপরে এই সংগীত । আবার সংগীত পরিবেশনা করছেন,প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব , আমার অন্তরের প্রণাম কি পৌছোতে পারবে ওঁর পা ।

  • @kingsukroy1580
    @kingsukroy1580 2 года назад +2

    স্রষ্টা এবং শিল্পী দুইয়ের অনন্য মেলবন্ধন ।

  • @pradipmukhopadhyay7729
    @pradipmukhopadhyay7729 3 года назад +3

    আমি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম । সেদিন সুচিত্রা মিত্র ও কণিকা বন্দোপাধ্যায় দ্বৈত সঙ্গীত পরিবেশন করেছিলেন । পুরোণো কথা সব মনে পড়ে যাচ্ছে

  • @kamrulmajid6416
    @kamrulmajid6416 3 года назад +7

    অপূর্ব! অপূর্ব! অপূর্ব! অনেক শ্রদ্ধা শিল্পীর প্রতি।

  • @irasarkar6720
    @irasarkar6720 4 года назад +5

    Apurbo
    Shashroddho Pronam janai Mohan Shilpike.

  • @anuradhagooptu522
    @anuradhagooptu522 4 года назад +2

    Chokhe jol ase galo.ki gaan adhip babu ke dhonyobad janai.abar sei sundor dingulor kotha mone korie deyar jonno.

  • @subirbanerjee3966
    @subirbanerjee3966 2 года назад +2

    Excellent collection

  • @anupkumardey4374
    @anupkumardey4374 2 года назад +2

    We bow down our head to the feet on Immortal singer like Georjeda n feel ashamed that some so called pandits who r vested interested people tried to demoan a great singer like George da who will continue to tinspire generation after generation n will remain immortal in each n every Bengali's heart. Feel unfortunate that I could not see him physically. At twilight years of my life Rabindrasangeet sung by him give me like many a mental solace. Sato koti pronam to greatest Rabindrasangeet singer like him.

  • @mihirbasak3812
    @mihirbasak3812 4 года назад +2

    মূল্যবান সংগ্রহ। আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

    • @jghosh64
      @jghosh64  4 года назад

      অসংখ্য ধন্যবাদ।

  • @udaynarayanmitra6386
    @udaynarayanmitra6386 4 года назад +4

    If I say excellent that is going to be just an understatement. So I refrain from putting any word as this singing performance by the mastro is just eternally superb.

  • @shaheenurrashidshaheenurra3394
    @shaheenurrashidshaheenurra3394 2 года назад +2

    আহা ! কী গান,কী সুর, কী গায়কী ।

  • @subratalahiri3068
    @subratalahiri3068 3 года назад +3

    আমার যেদিন ভেসে গেছে যবে গেয়েছেন তখন থেকে আমি ওনার অন্ধ ভক্ত।

  • @souravkundu4056
    @souravkundu4056 2 года назад +3

    সুর ও স্বর এর প্রবাদ প্রতিম দয় কে অবিরাম প্রণাম,,,,

  • @jyotibhattacharjee3147
    @jyotibhattacharjee3147 4 года назад +4

    Khub bhalo laglo.

  • @knockabout7691
    @knockabout7691 2 года назад +3

    শত কোটি প্রনাম জানাই দেবব্রত বিশ্বাস কে।

  • @abulhossain3462
    @abulhossain3462 3 года назад +4

    The real singer. very rare. uncommon.

  • @tuludas9766
    @tuludas9766 2 года назад +5

    তিনি গানের দেবতা। তিনি ঋষি কবি রবীন্দ্রনাথ। দেবব্রত বিশ্বাস প্রধান ছিলেন
    প্রধান পুরোহিত। সকল কে কোটি কোটি
    প্র নাম।

  • @arijitchattopadhyay9371
    @arijitchattopadhyay9371 4 года назад +6

    These are the real invaluable... Gold dust... let's sprinkle on our soul.

  • @abhijitmukhopadhyay9062
    @abhijitmukhopadhyay9062 4 года назад +8

    Osadharon osadharon.

    • @jghosh64
      @jghosh64  4 года назад

      অনেক ধন্যবাদ।

  • @basude4330
    @basude4330 9 месяцев назад +1

    Really I am speechless..

  • @arabindabiswas6708
    @arabindabiswas6708 Год назад +1

    ধন্যবাদ

  • @nanditanazma1942
    @nanditanazma1942 4 года назад +15

    এই অনুষ্ঠান টা র মর্যাদা অনেক অন্য রকম। মাথা সত্যি ই নত হয়ে আসে।

    • @jghosh64
      @jghosh64  4 года назад +1

      ধন্যবাদ জানাই আপনাকে। এ পর্যন্ত প্রকাশিত এই সিরিজের দশটি এপিসোড দেখার অনুরোধ রইলো।

  • @shakerahmed3424
    @shakerahmed3424 4 года назад +6

    Excellent

  • @jayantagoshmazumder9549
    @jayantagoshmazumder9549 4 года назад +2

    Ashadharon pronam janai tomake

  • @KhalilurRahman-pw6km
    @KhalilurRahman-pw6km 4 года назад +6

    Excellent singing

  • @somnathmukherjee3552
    @somnathmukherjee3552 10 месяцев назад +1

    Wonderful selection of offerings clearly establishes Rabindranath is a Self realised, God realised, Enlightened Being🙏🏻

  • @swapannath7847
    @swapannath7847 2 года назад +1

    অসাধারণ অতুলনীয় ।

  • @nanditanazma1942
    @nanditanazma1942 4 года назад +9

    প্রণাম মহান শিল্পী কে।

  • @arunavadutta2844
    @arunavadutta2844 4 года назад +15

    চোখের জলে ধোয়াব তোমার চরণ দুটি।।প্রণাম লহ।।

  • @amalnandy6126
    @amalnandy6126 4 года назад +5

    মহান শিল্পীকে আমার প্রণাম ।

  • @bijitch8648
    @bijitch8648 2 года назад +2

    Immortal George Biswas & his voice,his voice takes us to higher spiritual level. Shame to the people & singers who had conspired against him

  • @kalantorprokashoni3182
    @kalantorprokashoni3182 4 года назад +1

    আমার অসমম্ভব প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী
    ও আমাদেরই কিশোরগঞ্জ জেলার এককালের অধিবাসী দেবব্রত বিশ্বাসের প্রতি অশেষ শ্রদ্ধাঞ্জলি...।

  • @krishnakalimitra6991
    @krishnakalimitra6991 4 года назад +4

    চমৎকার।

  • @sauravsarkar8522
    @sauravsarkar8522 4 года назад +16

    If God had to sing Rabindra Sangeet....he would sing in Debobrato Biswas's voice

  • @pulakbagchi6325
    @pulakbagchi6325 4 года назад +5

    Excellent 👌

  • @arunkantimazumder5102
    @arunkantimazumder5102 3 года назад +3

    Great & uncommon voice ever heard by me

  • @dipalikabiraj6071
    @dipalikabiraj6071 4 года назад +48

    আমার সৌভাগ্য যে আমি ওই অনুষ্ঠান নিজের চোখে দেখেছি।

    • @s.sarbajna5058
      @s.sarbajna5058 3 года назад +3

      আপনিতো ভগবানের দর্শন পেয়েছেন

    • @dipalikabiraj6071
      @dipalikabiraj6071 3 года назад +3

      @@s.sarbajna5058 ধন্যবাদ আপনাকে। ৭১-৭২ সাল থেকে দেবব্রত বিশ্বাসের লাইভ অনুষ্ঠান আমি খুব কম মিস করেছি।

    • @piyaliray8461
      @piyaliray8461 3 года назад +1

      Apni bhagyaban. Onake dekhte paoya mane to dhanya haoya. Samne theke gaan shunechhen. Eta je kato sukher ta anubhab korte pari.

    • @debanshuchatterjee7161
      @debanshuchatterjee7161 2 года назад

      sotti apni fortunate

    • @baitalik
      @baitalik 2 года назад

      আমিও।

  • @palashmukharjee2264
    @palashmukharjee2264 Год назад +1

    Great songster.

  • @deputylabourcommissioner7202
    @deputylabourcommissioner7202 4 года назад +10

    ঈশ্বর গাইছেন

  • @krishnendudey6607
    @krishnendudey6607 Год назад +1

    True justice for evergreen creation

  • @sushilacharya2768
    @sushilacharya2768 2 года назад +2

    Mon pran tripto holo.pronam .

    • @jghosh64
      @jghosh64  2 года назад

      আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। ভালো থাকবেন...

  • @chinmoydas5406
    @chinmoydas5406 Год назад +1

    Very good👍

  • @asiskumarchakrabarti4515
    @asiskumarchakrabarti4515 4 года назад +7

    Long live evergreen Georgda.
    His singing touches our heart.

  • @gchaudhury
    @gchaudhury 4 года назад +12

    আহা! অপূর্ব। বাকরুদ্ধ হতে হল।
    আমার গান শুনবেন আর যারা শুনতে চায় শোনাবেন - বার বার বলা, যাদেরকেই গান গেয়ে উপহার দিয়ে গেছেন হয় শুরুতে না হয় শেষে এই কথাগুলি উনি বলে গেছেন। কথা অনেকেই রেখেছেন এবং শ্রদ্ধেয় অধীপ বাবু সেই বিরল লোকজনের একজন।
    একটি নতুন জিনিস চোখে পড়লো, জয়ন্তানুজবাবু একটি অনুমতিপত্র নিয়েছেন অধীপবাবুর কাছে। এর কারন খুঁজতে গিয়ে জানা গেল-
    সবার শোনার জন‍্যই সোস‍্যল মিড়িয়ায় শেয়ার আর তুলে দেন কিছু মানুষজন যাতে বিশ্বের নানা প্রান্তে থাকা মানুষজন গানগুলি শুনতে পান, কিন্তু ইদানিং কিছু নির্লজ্জ, কাঞ্চনপিপাশু জর্জবিশ্বাসের মুল আদর্শ বিরোধী মানুষ নানা অছিলায় তার গানকে ইউটিউবের কাছে অভিযোগ জানিয়ে ডিলিট করানোর নক্কারজনক কাজটি করছেন।
    এরা একটা স্মরন নামক মরন কমিটি বানিয়েছে এবং বিভিন্ন মানুষজনের কাছে অনুরাগীরা শুনতে চাইছেন বলে গান ভিক্ষা করে এবং সেই গান অনুরাগীদের শোনানোর অঙ্গীকার করে এখন ব‍্যবসায়িক লাভের উদ্দেশ্যে কেবলমাত্র বিক্রির জন‍্যই ব‍্যবহার করছে। তাদের ধৃষ্টতা এবং লোভ এমন জায়গায় পৌছেছে যে তারা জর্জ বিশ্বাসের গানের প্রচারে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
    যে মানুষটি চল্লিশ বছর আগে মারা গেছেন তার সাথে 4-5 বছরের গজিয়ে ওঠা কোম্পানি কি করে কপিরাইট চুক্তিতে আবদ্ধ হলেন এর রয়ালটিই বা শিল্পীকে কিভাবে দিচ্ছেন তা বোধগম‍্য নয়।
    আশ্চর্যের বিষয় এই মরন কমিটির ( মরার পর কাউকে নিয়ে ব‍্যবসা করে এমন একটি কমিটি ) জর্জ বিশ্বাসের আদর্শের পরিপন্থী কাজকর্ম করাটিকে ওই কমিটিতে থাকা কিছু বয়জেষ্ঠ ও সামাজিক ভাবে সম্মান প্রাপ্ত লোক কি ভাবে সমর্থন করছেন তা ভেবে আশ্চর্য হচ্ছি।
    জর্জ বিশ্বাসের গান বেচে পয়সা কামানোই যাদের একমাত্র লক্ষ, সেই মরন কমিটির লোকেদের উদ্দেশ্যে জানাচ্ছি একটি মিউজিক প্লেয়ার আর একটি থালা নিয়ে রাস্তার ধারে বসে পড়ুন জনে জনে। গান বাজান লোকে শুনবে এবং থালাতে টাকা পয়সা ফেলবে।
    দেবব্রত বিশ্বাসের সত‍্যিকারের অনুরাগীদের কাছে আবেদন রাখছি এই অসভ‍্য, অর্থলোলুপ লোকগুলির কাজকর্মের প্রতিবাদ করুন একযোগে। এরা মুখে লোককে বলছে দেবব্রত বিশ্বাসের গানের প্রচার আর প্রসার এদের উদ্দেশ্য আর বাস্তবে গান ডিলিট করিয়ে অনুরাগীদের গান শোনা থেকে বঞ্চিত করছে।

    • @kalyanmitra46
      @kalyanmitra46 4 года назад +3

      একদম ঠিক কথা লেখা হয়েছে। এই পোস্ট অর্বাচীন কন্দর্পকান্তির নজরে এলেও ওর মস্তিষ্কে কিছুই ঢুকবে না। আমাদের চারপাশেও ওর কিছু চেলাচামুন্ডা আছেন যারা ওকে ইন্ধন জুগিয়ে যাচ্ছেন।

    • @gchaudhury
      @gchaudhury 4 года назад +3

      @@AnjanChakraborty তারা বলতে সংগ্রাহকদের হাতে পায়ে ধরে দুটি নতুন আর 38 টি আগে প্রকাশিত বা ঝেড়ে দেওয়া অন‍্যের গান নিয়ে "অশ্রুত" গানের সিডির বিজ্ঞাপন দিয়ে, কেনার লাইনটিতে কতগুলি লোক দাঁড়িয়েছে দেখতে উদগ্রীব থাকে সেই লোকগুলোর কথা বলছেন। বিক্রীর জন‍্য গান শিকারী হায়না বা শিয়াল গুলো সারাদিন তো এসবেই নজর রাখে।

    • @swarupbagchi4060
      @swarupbagchi4060 4 года назад +2

      #গৌতমদা, আসলে এঁরা জর্জ বিশ্বাসের মূল্য নির্ধারণ করছেন কাঞ্চন মূল্যে। মৃত্যুর ৪০ বছর পরেও এই মানুষটির গানের সিডি সবচেয়ে বেশি বিক্রি হয়। তাই বিভিন্ন গুণী মানুষের কাছে যে অপ্রকাশিত গানগুলো ছিলো, ওই মানুষগুলির সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে সেগুলিকে কুক্ষিগত করে 'স্মরণ উৎসব' করে সিডি বিক্রি করেন প্রতি বছর। আর সিডি কভারে নিজের কপিরাইট বলে দাবি করেন, যদিও কোনো দাবি সনদ নেই।
      বিক্রি করা অর্থ পুরোটাই ঝেড়ে দেন। পরে যদি কেউ গানগুলিকে youtube এ দেন, কপিরাইট দেখিয়ে ব্লক করিয়ে দেন। জর্জ বিশ্বাস কোনোদিন চাননি তাঁর গান কালোবাস্ক বন্দি হয়ে থাকুক বা গুদাম ঘরে ধুলো জমুক। তিনি বারবার বিলিয়ে দিতে বলেছেন অকাতরে,শর্ত ছাড়াই, কিন্তু হায়! কাঞ্চন লোভী মানুষগুলো সেই কথা শুনলে তো!
      মুস্কিল হলো, এই 'স্মরণ-মরণ' কমিটির যাঁরা মাথা, তাঁরা গিলে করা পাঞ্জাবী পড়ে মুখ দেখাতে আর ওই গানগুলো বিক্রি করে, 'কী হে! কেমন দিলুম', এই মনোভাব পোষণ করতেই বেশি আনন্দ পান। যে মানুষগুলো থেকে গানগুলো নেন, তাঁদের ন্যুনতম কৃতজ্ঞতা স্বীকার করার প্রয়োজন বা বোধ কোনোটাই মনে করেন না আর গান নেওয়া হয়ে গেলেই নানা কুটু কথার অছিলায় সম্পর্ক ছেদ করেন। জয়ন্তদার মতন কিছু মানুষ, যিনি রাতের পর রাত-দিন জেগে শরীর ক্ষয় করে গানগুলো ক্রম তৈরি করেন, বইয়ের লেখা শোধন করে দেন, লেখা দেন, না চাইতেই তালিকা প্রস্তুত করে দেন, তাঁকে কোনো ভাবেই ওই সব অনুষ্ঠানে স্মরণ করা দূরে থাক নাম অবধি উচ্চারণ করেন না বা অন্য কাউকেই জানতেও দেন না উল্টে তাঁর এথিক্স নিয়ে প্রশ্ন তুলতে বিন্ধু মাত্র ভাবেন না, কী করে তাঁর এথিক্স ভঙ্গ হচ্ছে সেই নিয়ে সেই সব মাথারা চিন্তায় পড়ে যান।
      এঁরা কিছু পেটোয় লোকজন পরিমন্ডলীর মধ্যেই থাকতে পছন্দ করেন, এমন সমষ্টি, যাঁরা মঞ্চে ভুল ভাবে রবি ঠাকুরের গান পরিবেশন করেন আর নির্লজ্জের মতন দাঁত বের করে হাসেন।
      আশা রাখবো, এঁদের শুভ বুদ্ধির উদয় হবে একদিন, সেই দিন সত্যি জর্জ ভক্তদের মতন কাজ করবেন। যতদিন না হয় ততদিন এঁদের করা জন্ম, মৃত্যু-উৎসব দেখে মুচকি হাসবেন কিন্তু জর্জ বিশ্বাস।

    • @jghosh64
      @jghosh64  4 года назад +3

      একরকম বাধ্য হয়েই শ্রী অধীপ চৌধুরীর কাছ থেকে প্রাপ্ত প্রমাণপত্র দাখিল করতে হল এবারকার জর্জদার গানের আপলোডের সাথে। জর্জদা বলেছিলেন তার গান প্রাইড অফ পজেশন না করে সর্বজনসমক্ষে পৌঁছে দিতে, যাতে তাঁর গান যে শুনতে চায়, সে যেন বঞ্চিত না হয়। গত ৪০-৪৫ বছর ধরে তিলে তিলে সংগৃহীত গান আমি গত ছ-সাত বছর ধরে সোশাল মিডিয়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি - বিশেষত জর্জদার সেই সব গান যা অপ্রকাশিত। অনেক সংগ্রাহক তাদের সংগ্রহ উজাড় করে দিয়ে আমায় সাহায্য করেছেন, আবার কিছু সংগ্রাহক ইউ-টিউবে কমপ্লেন করে গান তুলে নিতে বাধ্য করেছেন। আজকাল এক গান-বিক্রেতা আমার এথিক্স নিয়েও প্রশ্ন তুলেছেন। বোধহয় আমার আপলোডের ফলে তার সম্ভাব্য ব্যবসায়িক ক্ষতির কথা ভেবে আমাকে এই আক্রমণ। তা আমি তার কোনো দোষ সেই অর্থে দেখিনা। জর্জদার মত saleable commodity বাজারে কটাই বা আছে? তবে তাঁর তোলা এথিক্সের প্রশ্নটা আমায় ভাবিয়ে তুলেছে। আমার গান আপলোড করা কি আনএথিকাল? আমি কি ওই গান-বিক্রেতার কপি রাইট বিঘ্নিত করছি?
      আমি খোঁজ নিয়ে দেখেছি, উক্ত গান-বিক্রেতা যাঁদের কাছ থেকে গান সংগ্রহ করেছেন, আজ অবধি (১৯.০৮.২০২০), তাদের সঙ্গে Transfer of Rights জাতীয় কোনো চুক্তি করেন নি। গানগুলো অর্থের বিনিময়েও তিনি ক্রয় করেন নি, যার থেকে তার Rights অধিকৃত হয়। এ ক্ষেত্রে কেবলমাত্র CD Cover-এর ওপর কপিরাইটের ছাপ লাগিয়ে copyright claim করা যায় কি? Legal expert-রা কি বলেন? তবুও এই গান-বিক্রেতাদের সাথে কোনো রকম conflict এড়ানোর জন্য যাঁদের original সংগ্রহ, তাদের বলেছি, যে তারা যদি আমাকে লিখিত অনুমতিপত্র দেন তাহলেই একমাত্র আমি তাদের সংগ্রহের গান আপলোড করব সোশাল মিডিয়ায়। শ্রী অধীপ চৌধুরী আমাকে পুত্রাধিক স্নেহ করেন। তিনি আমাকে শুধু যে অনুমতিপত্র দিয়েছেন তাই নয়, উনি আমাকে instruct করেছেন (লিখিত) তার সংগ্রহের গান যেন আমি স্রোতা সাধারণকে শোনাই। সেই অনুমতিপত্রে বলীয়ান হয়ে আমি গতকালের আপলোড করেছি। এইরকম অনুমতিপত্র আমি শ্রী কল্যাণ মিত্র এবং শ্রী সুবীর অধিকারী মহাশয়দের কাছ থেকেও পেয়েছি। এঁরা প্রত্যেকেই যে মহানুভবতার পরিচয় দিয়েছেন, তা অতুলনীয় এবং এঁদের প্রতি আমার কৃতজ্ঞতা অসীম।
      পুনশচ - শেষ করার আগে একটি প্রশ্ন আমার মনে ছারপোকার মত কামড়ে চলেছে, যা উক্ত গান-বিক্রেতাকে আমার করতে খুব ইচ্ছে করে। আপনার নৈতিক কার্য-সমূহ নিয়ে প্রশ্ন করি আমার অত সাহস তো নেই তবে যদি দয়া করে জানান আপনি All India Radio-র অবহিত সম্মতি নিয়েছিলেন তো আপনার বিভিন্ন CD প্রকাশের পূর্বে? কারণ আপনার বিভিন্ন CD মিলিয়ে কম করে অন্তত গোটা ৩০-৩৫ খানা All India Radio-তে গীত জর্জদার গান আছে। না, না, আমি সন্দেহ করছি না। আমার মত নগণ্য বেক্তির সন্দেহে কিই বা এসে যায় বলুন। আমি ধরেই নিচ্ছিল ওই সব গানের কপি রাইট আপনি All India Radio-র কাছ থেকে ক্রয় করেছেন। এরকম আরও দুএকটা নিতান্ত নির্বোধের মত প্রশ্ন আমাকে বড্ড জ্বালাতন করে মাঝে মাঝে; যদি অভয় দেন, তবে আবার অন্য কোনোদিন তা আপনার রাতুল চরণে রাখব।

    • @gchaudhury
      @gchaudhury 4 года назад

      @@jghosh64 তথ‍্য সহ সঠিকভাবে সব কিছু তুলে ধরার জন‍্য ধন‍্যবাদ। দেবব্রত বিশ্বাসের গানের প্রচার ও প্রসার রোধে ঠিক মিউজিক বোর্ড়ের ভূমিকায় যারা অবতীর্ণ হয়েছে, মুখোশের আড়াল থেকে তাদের মুখগুলি দেবব্রত বিশ্বাসের গানের অনুরাগীদের সামনে আনা দরকার।
      কমিটি স্থাপনের শুরু থেকেই কিছু লোকের চুরির শুরু। সে বই ছাপানোই হোক বা বিনামুল্যে গান সংগ্রহ করে সিডি বানিয়ে উচ্চমূল্যে বেচাই হোক। শিল্পীর জনপ্রিয়তাকে বিক্রি করে ব‍্যক্তিগত স্বার্থসিদ্ধির শুরু প্রথম বছর থেকেই, এখন এদের লোড ও লালসা এদেরকে অন্ধ করে দিয়েছে, না হলে এই কুলাঙ্গার কাম অপগন্ড গুলো অভিযোগ করে দেবব্রত বিশ্বাসের গান মুছিয়ে দেয়।
      শত ধিক এদের।

  • @prabirbanerjee2496
    @prabirbanerjee2496 2 года назад +2

    প্রিয় শিল্পী আমার।

  • @kartikdebbarman5498
    @kartikdebbarman5498 4 года назад +3

    অনিন্দ্য সুন্দর...

  • @sudarsanabandyopadhyay4724
    @sudarsanabandyopadhyay4724 4 года назад +2

    Asadharon gayoki

  • @tanukar3936
    @tanukar3936 4 года назад +4

    কোনো কথা হতে পারে না! অসাধারণ