বর্ষাকালীন ধনেপাতা চাষ করে লাভবান কৃষক।

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • বর্ষাকালীন ধনেপাতা চাষ করে লাভের মুখ দেখছেন অনেক কৃষক, উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের মুরালডাঙ্গা গ্রামের কৃষক বিষ্ণুপদ মন্ডল এবছর দুই বিঘা জমিতে ধনেপাতা চাষ করেছেন, মাত্র দু মাসে বিঘা পতি পঁচিশ হাজার টাকা খরচ করে ৬০ হাজার টাকা ধনেপাতা বিক্রি করেছেন। গত দশ বছর ধরে কৃষক বিষ্ণুপদ মন্ডল বর্ষাকালীন ধনেপাতা চাষ করছেন। সাধারণত বর্ষাকালে পলি হাউজের মধ্যে ধনেপাতা চাষ ভালো হয়। কিন্তু এবছর বৃষ্টির পরিমাণ কম হওয়াতে ওপেন ফিল্ডে ধনেপাতা চাষ করে ভালো টাকা রোজগার করছেন। মাঝে বৃষ্টি, আবার রোদ। এই ধরনের আবহাওয়ায় এ বছর ধনেপাতা চাষে জমিতে ফলন ভালো হয়েছে। অধিক বৃষ্টি হলে ওপেন ফিল্ডে ধনেপাতা চাষ করা সম্ভব হয় না। তাই কম বৃষ্টির ফলে একদিকে যেমন ফলন ভালো হয়েছে অন্যদিকে লাভের মুখ দেখছেন কৃষকরা ।

Комментарии • 10