কি বলবো বলো,,,,সব ই তুমি বলেছো গানএ,,,,স্বর্গীয় শিল্পী মান্না দে সাহেব শুনলে,,,,নিশ্চই তোমাকে অনেক আশীর্বাদ করতেন।আজ আমিও, সঙ্গীত জীবনের অনেক তোমার উন্নতি কামনা করি। এমন করেই গেয়ে ও শুনিয়ে যাও তোমার গান,,,,অনেক অনেক স্রোতা কে,,,,,
শ্রোতা ভাই বোন সকলকে অনুরোধ আমার , গানে নিবেদিতপ্রাণ এই মেয়েটিকে আরো আরো ভালো বাসুন , ওকে ছড়িয়ে দিন নতুন নতুন শ্রোতাদের মধ্যে , দেখবেন এই মেয়ে সঙ্গীতের জন্য, সত্য সুন্দরের জন্য আরো কতো কিছু করতে পারে ।
আহা কি সুন্দর গাইলে মা পিয়ালী ! তোমাকে কিছুই বলার নেই আমার। এভাবেই গেয়ে যাও। ঈশ্বর তোমার সঙ্গে আছেন। অনেক বড়ো মাপের শিল্পী হিসাবে একদিন খ্যাতির শীর্ষে পৌঁছে যাবেই, এ আমার ভবিষ্যৎ বাণী, তুমি মিলিয়ে নিও কেবলমাত্র। খুব খুব খুব ভালো থেকো, আমার আশীষ নিও।
সমসাময়িক কালে সব ধরনের গানের কথা ভেবে আপনার মত শিল্পী আমার চোখে পড়েনি ৷. আপনার এত গুন থাকা সত্ত্বেও কোন রকম অহঙ্কার নেই নিতন্তই সহজ সরল অথচ বুদ্ধিমতী ৷ সঙ্গীত সাধনা আপনার পেষা নয নেশার মত ৷ তাই তো এত ভালবাসি শ্রদ্ধা করি ৷
প্রয়াত দরদী শিল্পী শ্রদ্ধেয় মান্না দের এই গানটি একটি খুবই সুন্দর ও দরদী হৃদয়ের গান এবং এই ধরনের গানে সুর লাগানো আমার মনে হয় অত্যন্ত কঠিন একটা প্রচেষ্টা। যাই হোক আপনি আপনার বলিষ্ঠ কন্ঠে ও মাধুর্যে অসাধারণ ভাবে গানটি পরিবেশন করার একটি অক্লান্ত প্রয়াস করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
গানটি শুনতে শুনতে একটা স্বপ্নময় অনুভূতি হৃদয়ে জেগে উঠলো ৷ মনে মনে ভাবলাম কি সুন্দর আপনার কন্ঠ কি অপূর্ব আপনার উপস্থাপনা হৃদয় মন যেন পরিপূর্ণ হয়ে উঠলো ৷
বর্ষ হয়ে এলো শেষ দিন হয়ে এলো অবসান গাহিতে চাহিছে হিযা পুরাতন ক্লান্ত বরষের সর্বশেষ গান। কালের আমোঘ নিযমে সময থেমে থাকেনা নদীর স্রোতের মত এগিযে চলে ৷ পুরাতন স্মৃতি মনের মনিকোঠায ইতিহাস হয়ে বেঁচে থাকবে ৷ আপনার গানও ইতিহাস হয়ে বেঁচে থাকবে মানুষের মনেব গভীরে ৷ ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা টুকু রেখে শেষ করছি ৷
মান্না বাবুর এই গান গাওয়া খুব কঠিন। কিন্তু তুমি মান্না বাবুর আবেগ তোমার গানে ফিরিয়ে এনেছো। খুব ভালো লাগলো। এই সপ্তাহে তোমার সব গানগুলো খুঁজে শুনে ফেলবো। মা সরস্বতীর কাছে প্রার্থনা করি তুমি সুরের জগতে প্রতিষ্ঠিত হও।
খুব সুন্দর। মান্না দের গান যেই গাক আমার কাছে মনে হত সেই ইমোশোন টা ফিল না করে গাইছে। আপনার টা শুনে আমি অভিভূত! " কণাটুকু তার আমি " এই জায়গা টা কেমন গাইবেন খুব কিউরিয়াস ছিলাম, সুরটা এত চমৎকার লাগিয়েছেন! অসাধারণ!
মান্না দের গাওয়া গান পিয়ালী তুমি এত সুন্দর ও ভালো কি করে গাও অবাক হয়ে যাই। ওনার গানের অভিব্যক্তি প্রকাশ করা খুব কঠিন। সেটা তুমি অনায়াসেই করতে পারো। ওই জন্যই তুমি একজন ভালো শিল্পী।
কাঁদিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, তবুও কাঁদতে হয়।নন্দিত প্রিয় কন্ঠ শিল্পীরকন্ঠে যখন এমন গানগুলি শুনি মনে পড়ে যায় হারানো দিনের ব্যথার কথা। দারুন পরিবেশনা, চমৎকার, অসাধারণ, ❤️🙏আমার প্রিয় শিল্পীরসুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
প্রিয় ভাই,বোন,বন্ধুগন আপনারা ভাল কে নিশ্চয়ই ভাল বলবেন। এই বোনটির প্রতিটি গানই অত্যন্ত দরদপূর্ন,হৃদয় কে শ্পর্শ করে। অনুরোধ করব, সম্মানী শিল্পিকে সম্মানের সাড়িতে দ্বার করাতে-আপনারা যথাযথ সেয়ার করুন। ধন্যবাদ।
দারুণ দারুণ, দারুণ সুন্দর
অপূর্ব সুন্দর
অপূর্ব সুন্দর।
Khub sundar. Keep it up.
অতুলনীয়।
Khub bhalo laglo
অনবদ্য পরিবেশনা।
তোমার গান শুনে মন ভরে গেলো। তোমার সুর পাক্কা, সর্বোপরি তোমার উচ্চারণ একেবারে পরিষ্কার।
Thanks
Khub valo lagche
খুব সুন্দর।
কি সুন্দর করে গাইলেন.... অভিভূত 🙏
Dhanyobaad anek
মনটা কেমন একটা করে দিলে গো পিয়ালী। তোমার কন্ঠে মান্না দে যেন স্বয়ং বিরাজ করছেন
অনেক ধন্যবাদ
Khub sundor hoyeche
Outstanding like MannaDay.
অসামান্য... ভীষণ ভীষণ ভালো
Thank you
বাঃ অপূর্ব গেয়েছ।
অনেক ধবাদ
কি বলবো বলো,,,,সব ই তুমি বলেছো গানএ,,,,স্বর্গীয় শিল্পী মান্না দে সাহেব শুনলে,,,,নিশ্চই তোমাকে অনেক আশীর্বাদ
করতেন।আজ আমিও, সঙ্গীত জীবনের অনেক তোমার উন্নতি কামনা করি। এমন করেই গেয়ে ও শুনিয়ে যাও তোমার গান,,,,অনেক অনেক স্রোতা কে,,,,,
অনেক ধন্যবাদ
শ্রোতা ভাই বোন সকলকে অনুরোধ আমার , গানে নিবেদিতপ্রাণ এই মেয়েটিকে আরো আরো ভালো বাসুন , ওকে ছড়িয়ে দিন নতুন নতুন শ্রোতাদের মধ্যে , দেখবেন এই মেয়ে সঙ্গীতের জন্য, সত্য সুন্দরের জন্য আরো কতো কিছু করতে পারে ।
অসাধারণ 🌹🌹
ধন্যবাদ
Too wonderful..
আহা কি সুন্দর গাইলে মা পিয়ালী ! তোমাকে কিছুই বলার নেই আমার। এভাবেই গেয়ে যাও। ঈশ্বর তোমার সঙ্গে আছেন। অনেক বড়ো মাপের শিল্পী হিসাবে একদিন খ্যাতির শীর্ষে পৌঁছে যাবেই, এ আমার ভবিষ্যৎ বাণী, তুমি মিলিয়ে নিও কেবলমাত্র। খুব খুব খুব ভালো থেকো, আমার আশীষ নিও।
ধন্যবাদ
খুব সুন্দর। খুবই ভালো গেয়েছো। মান্না দের যথাযথ ফিমেল ভার্সন। প্রতিটি জায়গায় সঠিকভাবে সুর লাগিয়েছো এবং দারুণ আবেগ দিয়ে গানটা গেয়েছো। ভীষণ ভালো লাগলো।❤️
ধন্যবাদ অশেষ
সময় পেলেই আপনার গান শুনি
বাংলাদেশ থেকে ।
গানে প্রাণ ভরপুর হয়ে যায়
অনেক ধন্যবাদ
Mugdha hoye suni tomar gan, tumi asadharan! ❤❤❤
Anek dhanyobaad 🙏😀
ভালো লাগলো গানটি শুনে।
Anek dhanyobaad 🙏
চমৎকার।।
দরদী কণ্ঠ।
Excellent Voice Piyali.God Bless U.❤👌
Thanks for listening
খুব ভালো লাগলো🎉
অনেক ধন্যবাদ
বাহ্ খুব সুন্দর
Thank u 😀🙏
asadharan geyachhen.dhanyabad eto sundar sangit paribeshan karbar janya.
Many thanks
Wow… excellent 🎉
Thanks a lot 😊
আহা❤️❤️❤️
ধন্যবাদ
সমসাময়িক কালে সব ধরনের গানের কথা ভেবে আপনার মত শিল্পী আমার চোখে পড়েনি ৷. আপনার এত গুন থাকা সত্ত্বেও কোন রকম অহঙ্কার নেই নিতন্তই সহজ সরল অথচ বুদ্ধিমতী ৷ সঙ্গীত সাধনা আপনার পেষা নয নেশার মত ৷ তাই তো এত ভালবাসি শ্রদ্ধা করি ৷
অনেক অনেক ধন্যবাদ 🙏😀
ঘখন কষ্ট হয় শুনি, চোখে জল ধরে রাখতে পারি না ।😂 সপরিবারে ভালো থাকবেন।
ধন্যবাদ
অসাধারণ মা. চালিয়ে যাও. মা চালিয়ে যাও অসাধারন কন্ঠে
U an artist from inside...GREAT. 👍👍👍👍👍
Thank you so much 😀
😌❤️
Oshadharon sob somoyer moto ✨
Thank you
খুব সুন্দর লাগল।
Dhanyobaad anek ☺️🙏
খুবই ভালো হয়েছে। নতুন গীতিকার ও সুরকার কে দিয়ে গান গাইলে সঙ্গীত জগৎ আরো সম্বৃদ্ধ হতো । অনেক বড় হও। Old is gold new is also gold in this era ।
Hobe.. kaj cholche
অপূর্ব ,👍💞
Thanks a lot
অতুলনীয়
Thanks
Chokhe jol asarmoto gan
Khub bhalo laglo, apurbo tomar gaan, mon bhoriye dey
Dhanyobaad anek ☺️🙏
A real genius singer👌👌
Many many thanks
অসামান্য উপস্থাপন.. মূল গানটির মতোই হৃদয়স্পর্শী
Khub abostha kharap 🥲
আমার অন্যতম প্রিয় গান। তোমার কণ্ঠে আজ প্রথম শুনলাম। অভিভূত হলাম।
Aha.....forgot everything. 👌👌👌👌👌
Thank you
Excellent ❤️❤️❤️
Anek dhanyobaad 🙏😀
Asadharon gailen
Speechless ❤
Thank u 🙏😀
প্রয়াত দরদী শিল্পী শ্রদ্ধেয় মান্না দের এই গানটি একটি খুবই সুন্দর ও দরদী হৃদয়ের গান এবং এই ধরনের গানে সুর লাগানো আমার মনে হয় অত্যন্ত কঠিন একটা প্রচেষ্টা।
যাই হোক আপনি আপনার বলিষ্ঠ কন্ঠে ও মাধুর্যে অসাধারণ ভাবে গানটি পরিবেশন করার একটি অক্লান্ত প্রয়াস করেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ
গানটি শুনতে শুনতে একটা স্বপ্নময় অনুভূতি হৃদয়ে জেগে উঠলো ৷ মনে মনে ভাবলাম কি সুন্দর আপনার কন্ঠ কি অপূর্ব আপনার উপস্থাপনা হৃদয় মন যেন পরিপূর্ণ হয়ে উঠলো ৷
অনেক ধন্যবাদ
অপূর্ব অপূর্ব অপূর্ব.. ভীষণ ভীষণ ভালো
গান শুধুই কন্ঠ দিয়ে নয়, অন্তর দিয়ে গাইলে, শ্রতাদের মনে ছাপ লেগে যায়। তোমার সেই গুণ আছে। চিরদিন সেটা ধারণ করে চলবে। আর্শীবাদ রইল।
অশেষ ধন্যবাদ 🙏😀
Darunnnnn
Many thanks
খুব ভালো
Dhanyobaad 🙏☺️
বোন তুমি বহু দিন বেচেঁ থাকো
বর্ষ হয়ে এলো শেষ দিন হয়ে এলো অবসান গাহিতে চাহিছে হিযা পুরাতন ক্লান্ত বরষের সর্বশেষ গান। কালের আমোঘ নিযমে সময থেমে থাকেনা নদীর স্রোতের মত এগিযে চলে ৷ পুরাতন স্মৃতি মনের মনিকোঠায ইতিহাস হয়ে বেঁচে থাকবে ৷ আপনার গানও ইতিহাস হয়ে বেঁচে থাকবে মানুষের মনেব গভীরে ৷ ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা টুকু রেখে শেষ করছি ৷
ধন্যবাদ
অনন্য।
অসাধারন গান অপূর্ব কণ্ঠস্বর ধন্যবাদ
মান্না বাবুর এই গান গাওয়া খুব কঠিন। কিন্তু তুমি মান্না বাবুর আবেগ তোমার গানে ফিরিয়ে এনেছো। খুব ভালো লাগলো। এই সপ্তাহে তোমার সব গানগুলো খুঁজে শুনে ফেলবো। মা সরস্বতীর কাছে প্রার্থনা করি তুমি সুরের জগতে প্রতিষ্ঠিত হও।
Anek anek dhanyobad
Khub sundor
Dhanyobaad anek ☺️🙏
Aj sakale aber ei ganta sune khede fellam, really your voice is very sweet, god bless you
Osadharon gayaki
🙏
অনেক ভালো গান করেন... তবে একটা দুটো instruments নিয়ে রেকর্ড করুন... আরো ভালো লাগবে...
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ।
হৃদয় ছুঁয়ে গেলো
অনেক ধন্যবাদ
Khub sundor didi aro gan sunte chai
Thank you
মান্না দের গানগুলো আপনার কন্ঠে গাওয়া অপূর্ব মিষ্টি লাগে। আপনাকে অনেক ধন্যবাদ।
Anek dhanyobaad
Manna Dey. gun. gulo. suntha. valo Laga
খুব সুন্দর। মান্না দের গান যেই গাক আমার কাছে মনে হত সেই ইমোশোন টা ফিল না করে গাইছে। আপনার টা শুনে আমি অভিভূত! " কণাটুকু তার আমি " এই জায়গা টা কেমন গাইবেন খুব কিউরিয়াস ছিলাম, সুরটা এত চমৎকার লাগিয়েছেন! অসাধারণ!
Dhanyobaad anek 🙏☺️
মান্না একজনই ছিলেন, কিন্তু আপুটা অনেক সুন্দর গায়
@@smartlearning9073 ,খুব খুব ভাল ।
koto dorodvhora gaan gaycho,very good
Many thanks
Apurba
অসাধারন গায়কী, মুগ্ধ হলাম
Anek dhanyobaad ☺️🙏
কেমন আছেন আপু, আপনাকে ও ধন্যবাদ
মান্না দের গাওয়া গান পিয়ালী তুমি এত সুন্দর ও ভালো কি করে গাও অবাক হয়ে যাই। ওনার গানের অভিব্যক্তি প্রকাশ করা খুব কঠিন। সেটা তুমি অনায়াসেই করতে পারো। ওই জন্যই তুমি একজন ভালো শিল্পী।
😀😀🙏
darun hoache didi gaan ta. lady Manna De bolche dakhchi toke. param prapti eta...
Dhur pagol.. sobai bole omon.. ai gaan ti khub bhalo gaini.. dekhi pore aro bhalo kore geye anno gaan debo ☺️
সুরের কারুকাজ আর তোমার কণ্ঠধ্বনি আজ একাকার হয়ে ফুটে উঠেছে। দারুণ করেছ আজ। অনেক ধন্যবাদ।
Anek dhanyobaad
মান্না দের গান বোনের গলায় শুনতে খুবই ভাল লাগে।
ধন্যবাদ
Very nice
কাঁদিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, তবুও কাঁদতে হয়।নন্দিত প্রিয় কন্ঠ শিল্পীরকন্ঠে যখন এমন গানগুলি শুনি মনে পড়ে যায় হারানো দিনের ব্যথার কথা। দারুন পরিবেশনা, চমৎকার, অসাধারণ, ❤️🙏আমার প্রিয় শিল্পীরসুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
Dhanyobaad
Darun laglo carry on
Manna babu benchey thakley uni tomay Ashirvad korten
BW
Thank you very much
@@PialyKunduOfficial Amake tomar secretary appoint korar kichu bhabley
Khub bhalo
Tomar gan shune,,ami hariye jai,,,kon ajanay.
Thank you
অত্যন্ত চমৎকার একটি পরিবেশনা.. অতুলনীয়
কি অপূর্ব সুন্দর গায়কী। ভাষাহীন আমি। শুধুই মুগ্ধতার আবেশ....
Dhanyobaad
অপূর্ব গেয়েছো. ভগবান তোমার মঙ্গল করুন.
Anek anek dhanyobaad ☺️🙏
মান্নাদের কালজয়ী গানের অন্যতম এই গানটি তোমার কন্ঠে খুব ভাল লাগলো। অল দ্যা বেষ্ট।
Anek anek dhanyobaad 🙏☺️
হৃদয় ছুঁয়ে যাওয়া গান। মনের মণি কোটেরে গেঁথে থাকবে। 👌
খুব খুব ভালো মান্না দের মত আপনি ও হৃদয়টা নিংড়ে নিলেন।অনেক বার শুনলাম আরো শুনব।ধন্যবাদ।
Anek dhanyobaad ☺️🙏
Fantastic
Anek dhanyobaad ☺️🙏
আহা কতো সুন্দর কথামালায় সাজানো স্বর্ণ যুগের কালজয়ী গান ! এমন গানে প্রাণ আনতে পিয়ালী ছাড়া আর কে এতো দক্ষ !
পিয়ালী গানের মনের কথাকে প্রাণের মাঝে নিয়ে সুরলোকে বিচরণ করে। তাঁর এ ভ্রমণ সহজেই শ্রোতার মন জয় করে। পিয়ালীর জয় ঢাক মিষ্টিসুর সদা বাজিয়ে যাক।
Anek dhanyobaad ☺️🙏
Asadharan gaile
🙏😀
অসাধারণ
অপূর্ব অপূর্ব অপূর্ব... এতো ভালো লাগলো শুনে, বলার ভাষা হারিয়ে যাচ্ছে... অনেক শুভেচ্ছা পিয়ালী💝.. অনেক আশীর্বাদ
Dhanyobaad anek 🙏☺️
The
I am Piyal Banerjee son of lyricist Pulak Bandyopadhyay. Thank you Piyaly for uploading this song and beautiful presentation by you. God bless you.
একমাস আগে প্রথম তোমার গান গানটা শুনে ছিলাম। তোমার গান এখন প্রতিদিন না শুনলে ঘুম আসে না।
আবেগ ময়😊 কন্ঠ 😊 অসাধারণ 😊 হয়েছে 😊 অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল the 😊one😊and😊 only 😊 manna Dey 😊কি😊 নিখুঁত 😊 গেয়েছেন 😊 first 😊
অসাধারণ লেগেছে। মান্না বাবুর এই গানটা অসাধারণ গাইলেন আপনি।
Anek dhanyobaad 🙏☺️
প্রিয় ভাই,বোন,বন্ধুগন আপনারা ভাল
কে নিশ্চয়ই ভাল বলবেন। এই বোনটির প্রতিটি গানই অত্যন্ত দরদপূর্ন,হৃদয় কে শ্পর্শ করে। অনুরোধ করব, সম্মানী শিল্পিকে সম্মানের সাড়িতে দ্বার করাতে-আপনারা যথাযথ সেয়ার করুন। ধন্যবাদ।
Dhanyobaad anek
Beti tomar gala asadharan.
Thank u ☺️ 🙏