Arshinagar | আরশী নগর | Sabina Yasmin | Kanak Chapa | Tapan Chowdhury | Lalon Geeti | Soundtek

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2024
  • Plz SUBSCRIBE:
    bit.ly/Soundtek
    Album: Arshinagar | আরশী নগর
    Singer: Sabina Yasmin (সাবিনা ইয়াসমিন), Kumar Bishwajit (কুমার বিশ্বজিৎ), Kanak Chapa (কনক চাঁপা), Tapan Chowdhury (তপন চৌধুরী), Jahangir (জাহাঙ্গীর)
    Lyrics & Tune: Lalon Shai
    Compose: Rocket Mondol (Kolkata)
    Label: Soundtek
    00:00 Apon Ghor (আপন ঘর)
    Singer: Sabina Yasmin
    04:16 Chader Gaye (চাঁদের গায়ে)
    Singer: Kumar Bishwajit
    09:49 Barir Kache (বাড়ির কাছে)
    Singer: Kanak Chapa
    15:56 Jaat Gelo (জাত গেল)
    Singer: Tapan Chowdhuri
    20:44 E Prithibi (এ পৃথিবী)
    Singer: Jahangir
    28:02 Milon Hobe (মিলন হবে)
    Singer: Konok Chapa
    32:54 Mon Shohoje Ki (মন সহজে কি)
    Singer: Tapan Chowdhuri
    39:43 Dako Moula Bole (ডাকো মাওলা বলে)
    Singer: Sabina Yasmin
    44:36 Asha Purno Holona (আশা পূর্ণ হলনা)
    Singer: Kumar Bishwajit
    49:45 Amar Ghor (আমার ঘর)
    Singer: Jahangir
    Best of Soundtek:
    bit.ly/BestofSoundtek
    Best of Asif:
    bit.ly/BestofAsif
    Best of Momtaz:
    bit.ly/BestofMomtaz
    Bangla Movies:
    bit.ly/SoundtekMovies
    © Soundtek 2022
    * WARNING * This content's Copyright reserved for Soundtek, Bangladesh. Any unauthorized reproduction, redistribution, or re-upload is strictly prohibited from this material. Legal action will be taken against those who violate the Copyright of the following material presented!
    For any queries, contact us:
    Soundtek Electronics Ltd.
    Managing Director: Sultan Mahmood Babul
    Mailing Address: 59/1 Patuatuli, Moon Complex, 2nd floor, Room No.202, Dhaka 1100, Bangladesh.
    Email: bdsoundtek@gmail.com
    #Soundtek
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 780

  • @prodipray7659
    @prodipray7659 Год назад +3

    একসময় সাউন্ডেক এর ক‍্যাসেট কিনে গান শুনতাম টেপ রেকর্ডারে।আর এখন শুনতেছি মোবাইল ইউটিউবে। কি পরিবর্তন ভাবতেই অবাক লাগছে।

  • @bpharunsorkar3165
    @bpharunsorkar3165 2 года назад +3

    সুন্দর

  • @shamalhalder9404
    @shamalhalder9404 4 месяца назад +1

    একসঙ্গে এতগুলো সুন্দর গান
    কন্ঠ শিল্পীগুলি আরো সুন্দর
    সব মিলিয়ে গানগুলি অসাধারণ
    হরে কৃষ্ণ

  • @shohagbabu7355
    @shohagbabu7355 5 лет назад +3

    লালন যেনো সবার প্রানের শিল্পী, যেনো তার গান শুনে দম ফেটে যাই।

  • @palashhadi4199
    @palashhadi4199 5 лет назад +5

    এ সব গান অমর হ‌য়ে থাক‌বে সারা জীবন ।

  • @saharulshaikh7358
    @saharulshaikh7358 5 лет назад +2

    Amar theke ei chanel ke dhyonno bad.ei gan guli debar jonno.I like this song.and very very thank you.

  • @narenmondal721
    @narenmondal721 5 лет назад +6

    বলার ভাযা নেই ।অসাধারণ ।100% মধ্যে 100% ।হরে কৃষ্ণ,

  • @snraziv3215
    @snraziv3215 7 лет назад +2

    প্রিয় শিল্পীকণ্ঠে প্রিয় গান, এক কথায় অসাধারণ!! এলবামের সবাই আমার পছন্দের ব্যক্তি।।

  • @mdkazi5390
    @mdkazi5390 4 года назад +1

    চমৎকার চমৎকার অসাধারণ চমৎকার ভাল লাগল শিল্পী গণসঙ্গীত লালনগীতি ভালো লাগলো চমৎকার চমৎকার

  • @dr.afsarmiah7313
    @dr.afsarmiah7313 3 года назад +2

    যদিও সবাই বলেছেন চাঁদের গায়ে চাঁদ লেগেছে কিন্তু আমার দরশনে আসে চাঁদের গায়ে দাগ লেগেছে আমরা ভেবে করব কি্ দয়াকরে বিবেচনা করে দেখবেন। ধন্যবাদ।

  • @hoenews24
    @hoenews24 7 лет назад +67

    গান গুলো শুনলে মন প্রাণ জুড়িয়ে যায় । গানের অনেক কথা বুজতে কস্ট হলেও ,,,গান গুলো মনে ভাবনার উদ্রেক করে । ধন্যবাদ সকল শিল্পীদের এবং ধন্যবাদ সাউন্ডটেক কে আমাদের কে এতো সুন্দর কালজয়ী একটা উপহার দেয়ার জন্য । সকল শিল্পীদের দীর্ঘজীবন কামনা করছি এবং সুখী সমৃদ্ধ জীবন কামনা করছি ।

  • @tapankumar4116
    @tapankumar4116 5 лет назад +2

    লালনগীতি এমন এক ধরনের গান,যা অনেকেই এর অর্থ বুঝতে পারে না।

  • @ahmedrubel1710
    @ahmedrubel1710 5 лет назад +4

    লালন যে গুরু তাঁর শব্দ চয়ন, গানের কথার মর্মার্থ, গুঢ়ার্থ প্রভৃতি বিবেচনা করলেই বোঝা যায়। জয় গুরু লালন।

    • @bikashsingha5183
      @bikashsingha5183 3 года назад

      তুমি কোন গানে কী বুঝলে আমাই একটু বুঝিয়ে বলবে?

  • @ronypaul4822
    @ronypaul4822 5 лет назад +3

    ♥♥♦বন্ধুত্ব♥♥♦
    আমাদের ছোট দেশটাকে না কতই ভালবাসি।
    হুদয়ে জমা আছে কত শৈশব, কিশোরের কাহিনী,
    আছে কত পুরানো স্মৃতি,
    আছে ছোট বেলার কত সঙ্গী সাথি।
    ছিলাম যখন ছোট
    মন বড়ই ব্যাকুল ছিল
    হবো কবে বড়?
    যখন হলাম বড়
    মন তো চাই ফিরে যেতে
    ছোট বেলার সেই গল্প কাহিনীতে।
    বড় হয়ে জীবনের কত বন্ধু বান্ধব এসে যাই,
    ছোট বেলাই এক সাথে পাঠশালাই যাওয়া বন্ধুদের কি কখনো ভুলা যাই?
    লেখা পড়াই ভাল খারাপ যে যেমনই ছিল,
    বন্ধুত্বের আড্ডাই সবাই মনের দিকে একই ছিল।
    ক্লাশের পড়াই ফাকি দেওয়ার বুদ্ধিগুলো যার যেমন বুদ্ধি ছিল
    সে তেমনই করতো,
    কেউ বা টয়লেটে বসে, কেউ বা লিখাতে আবার কেউ মার খেয়ে
    সময় পারি দিত।
    তিন ক্লাশ চলতো ভালই
    চার ক্লাশের সময় পেরুতো
    ঘরির কাটা দেখে,
    আবার কারো বা পেট মুচুরী দিয়ে কিছুটা একে বেকে।
    ঘরির কাটা যখন একটা চল্লিশে
    তখন সবার মন পুড়ি, সিঙ্গারা, বন,সমাচারের ভরপুর শুভাসে।
    ক্লাশ রুমে আমরা সাতজন যখন ছিলাম টিফিনের দ্বায়িতে,
    চোখের পলকে অনেকে নিয়ে নিত লুকিয়ে,
    দিন শেষ পকেট থেকে টাকা যেত কষিয়ে।
    দুইটা বিশে টিফিন শেষে
    তরুন স্যার ক্লাশ নিতে আসতো এলিয়ে ধুলিয়ে,
    মিষ্টিি কথা দিয়ে শুরু করে
    কাউকে আবার কিলিয়ে ক্লাশ নিয়ে চলে যাই মনটাকে ভুলিয়ে।
    তারপর আবার আসে ক্লাশ নিতে ঙ্গ্যানের ভান্ডার সাথে নিয়ে
    ঙ্গ্যান বাবু,
    ঙ্গ্যান দিয়ে বিঙ্গ্যানে সবাই হলে অঙ্গ্যান।
    ক্লাশ চলে আটটা
    তখন পেটে বাজে পটকা।
    চারটা চল্লিশে ছুটি হলে
    তখন সবাই সবার বন্ধুদের নিয়ে বাড়িতে যাই হেলে দোলে।
    বড় হয়ে এখন কেউ বা র্র্যাভ, পুলিশ হয়ে আইন নিয়ে ঘুরে সাথে,
    কেউ বা ডাক্তার, ইন্জিনিয়ার হয়ে ফ্যাট ঘরে,
    কেউ বা দল নেতা হয়ে জনতার সাথে,
    কেউ বা চাকুরীর অভাবে রাস্তাই ঘুরে বেকারীর বেশে,
    তারপর ও যে যেখানে আছিস সবার জীবন পার হোক হেসে হেসে।

    • @mdsafikul5877
      @mdsafikul5877 Год назад

      Thanks, you're right, and you're great,

  • @user-sl6dj1up1x
    @user-sl6dj1up1x Месяц назад

    চাঁদের গাঁয়ে চাঁদ হবে না চাঁদের গাঁয়ে দাগ লেগেছে আমারা ভেবে করবো কি হবে

  • @reallvillage2727
    @reallvillage2727 6 лет назад +36

    গুরু লালনের প্রতিটা গানেই মনুষত্বের ব্যাখা রয়েছে
    যারা তাঁর গান শুনে এই মনুষত্বকে কিছুটা হলেও বুঝতে পারেন
    তারাই তাঁর গান শুনে মজা পাবেন।
    মুন্না→কুষ্টিয়া।

  • @pinkpasa2634
    @pinkpasa2634 Год назад

    20:44 "এই পৃথিবী যেমন আছে" গানটি কবিয়াল বিজয় সরকারের রচিত ও সুর করা।

  • @basantoroy9226
    @basantoroy9226 5 лет назад +2

    এ গান গুলো অমর,এক বার শুনলে বার বার শুনতে ইচ্ছে করে....................

  • @mrmosaruf7631
    @mrmosaruf7631 5 лет назад +3

    খুব ভালো গান

  • @basudebmajumdar190
    @basudebmajumdar190 7 лет назад +10

    বিশ্বমানবের এ গান । তাই এর আবেদন বিশ্ব জুড়ে । এই বিশ্ব মানবের কবিকে আমার প্রণাম ।

  • @salamhossain4577
    @salamhossain4577 7 лет назад +3

    osadharon song

  • @user-jp1gc6rt5z
    @user-jp1gc6rt5z 7 лет назад +21

    very Good song
    খুব অসাধারণ ভাল গান ।

  • @nazmulislam6395
    @nazmulislam6395 5 лет назад +2

    বর্তমানের কিছু শিল্পির গান শুনলে মনে হয় তারা পাবনা থেকে ছারা পাইছে,

  • @mdlotifurrahman9916
    @mdlotifurrahman9916 5 лет назад +1

    কি বলবো আর অসাধারণ গান লালনগীতি এর চেয়ে ভাল আর হয়না, ধন্যবাদ।

  • @liton9925
    @liton9925 7 лет назад +1

    মিলন হবে কত দিনে কনক চাঁপার কন্ঠে গানটি ভালোই লাগলো

  • @nisafatema6370
    @nisafatema6370 5 лет назад +1

    কুমার বিশ্বজিত্ যেভাবে লালনগীতি গাইলেন আসলে কি লালনগীতি এভাবে গাওয়া হয় কিংবা গাওয়া উচিত ওনাকে আবার গানের আসরে বিচারকের ভুমিকায় থাকতে হয় এটাই আসল সংগীত যেটা ফরিদা পারভীন গেয়ে থাকেন ।

  • @AlMamun-tk4mp
    @AlMamun-tk4mp 6 лет назад +1

    যুগ যুগ দরে অমর হয়ে থাকবে লালন শাহয়জি তার গনের মাধ্যমে ৷

  • @Rezaulkarimaniruddhreza
    @Rezaulkarimaniruddhreza Месяц назад

    অসাধারণ গান গুলো প্রাণ জুড়ালো-
    লালন তোমাকে হাজার সালাম

  • @mohammadasad2416
    @mohammadasad2416 4 года назад +1

    কনকচাপা ও সাবিনা ম্যাম বেষ্ট

  • @baramkhana4043
    @baramkhana4043 5 лет назад +1

    মিলন হবে কত দিনে আমার মনের মানুষ এর সনে। গানটি মন ছুঁয়ে গেছে। বারবার শুনতে ইচ্ছে করে।

    • @bikashsingha5183
      @bikashsingha5183 3 года назад

      কেন তোমার বার বার শুনতে ইচ্ছা করছে তুমি বা কি বুঝেছো?

  • @afsarmridha3157
    @afsarmridha3157 5 лет назад +2

    মনটা কোথায় যেন হারিয়ে যায় এই গান গুলো শুনলে।

  • @subhasarkar2940
    @subhasarkar2940 5 лет назад +2

    লালনের বাউল গান আজীবন প্রতিটি মানুষের মনকে আন্দোলিত করবেই।
    এই গানগুলি ছিল,আছে,থাকবে সবার মনে।

  • @fittripura7537
    @fittripura7537 5 лет назад +1

    Khub sundor bholar moton noa

  • @presentofdevil5227
    @presentofdevil5227 5 лет назад +4

    বাহ বাহ, অসাধারণ গান,

  • @mahirubel772
    @mahirubel772 5 лет назад +1

    গান যে মনে খোরাখ, এই গান গুলো শুনলেই উপলব্ধি করা যায়।

  • @mannansohagh-jn2vy
    @mannansohagh-jn2vy 11 месяцев назад

    লালন সাইজির, গানের ভাষা বুঝতে হলে একজন কামেল পীরের হাত ধরতে হবে।

  • @nerobparvez6905
    @nerobparvez6905 7 лет назад +1

    onak vlo lage gan gula

  • @user-yy3ze8wv4e
    @user-yy3ze8wv4e 7 лет назад +1

    সত্যি জবাব নেই।

  • @mdmonur7642
    @mdmonur7642 5 лет назад +1

    ভাল লাগে লালন এর গান

  • @bilclinton4803
    @bilclinton4803 6 лет назад +6

    শুনেই আর বলেই গেলাম,নেমে দেখলো কয় জন,,??

  • @alaminsha6338
    @alaminsha6338 5 лет назад +2

    জয় মহা আত্মা লালন শাহ,
    অসাধারণ কন্ঠ সুর

  • @khairulangsha4971
    @khairulangsha4971 4 года назад

    লালন ফকিরের গানগুলো মনকে নিয়ে যায় ভাবের দেশে। কিছু পদের অর্থ অবশ্য করতে পারি না,জানি না কতটুকু ভাব গভিরে গেলে পাব তার অর্থ। তিনি জগতের জাতি-ধর্ম-বর্ণ বিভেদের উর্দ্বে স্থান দিয়েছেন মানবতাকে। নির্ণয় করেছন সৃষ্টি ও স্রষ্টার নিবির সম্পর্ক, স্মরনে যে থাকেন নিকটে বিস্মরণে থাকেন দুরে। পার্থিব জীবন মূল্য হীন অসীমে যার অনন্ত স্থান।আপলোড করার জন্য ধন্যবাদ।

  • @rajkumardas6814
    @rajkumardas6814 Год назад +2

    নিতাই গৌড় হরি বোল

  • @____-ww5me
    @____-ww5me 4 года назад +3

    আহা!! কী এক মধুর আবেশে প্রাণ জুড়িয়ে যায়,যতবার এ গানগুলো শুনি।

  • @greenpleats6045
    @greenpleats6045 6 лет назад +1

    গানগুলো চিরদিন ভালো লাগার মুহূর্ত এনে দেয়।

  • @Mehedi412
    @Mehedi412 2 года назад

    অসাধারণ

  • @ThomasRoy-vl4vr
    @ThomasRoy-vl4vr 26 дней назад +1

    Nice

  • @abuyousf8702
    @abuyousf8702 5 лет назад +1

    অনেক ভালো লাগলো

  • @fightmdhisriyaz4657
    @fightmdhisriyaz4657 7 лет назад

    লালনগীতি শুনলেই আমাদের দেশের মানুষ গুলো কিছু বুজতে পারবে ধন্যবাদ গিতী কার কলা

  • @user-us9vs9se8n
    @user-us9vs9se8n 7 лет назад +17

    ধন্যবাদ অনেক সুন্দর
    গান আমার পছন্দের

    • @AjayAjay-fd1fk
      @AjayAjay-fd1fk 6 лет назад

      তুমি আমার পিয়ারী w

  • @farukdollar5987
    @farukdollar5987 7 лет назад +3

    fatafatee song

  • @atanumitra6002
    @atanumitra6002 7 лет назад +16

    মন টা ছুয়ে গেল ....

  • @Akash-lm8lh
    @Akash-lm8lh 6 лет назад +1

    অনেক ভালো লাগল।

  • @MdShahabUddin12456
    @MdShahabUddin12456 4 года назад +3

    "এই পৃথিবী যেমন আছে.... " এটা বিজয় সরকারের গান।

  • @md.mushfiqurrahmanbabu4785
    @md.mushfiqurrahmanbabu4785 6 лет назад +1

    Ei gulai hoilo srutimodhur gaan...

  • @bahadorsaied6395
    @bahadorsaied6395 4 года назад +1

    কোনখানে তার নয়, কোনখানে সাঁইর বারম খানা। লালনের গান লালনের মতই গাইতে হয়।

  • @raselmahmud7885
    @raselmahmud7885 6 лет назад +2

    আমি মনে করি এই গানে ব্যক্তি তার সব চেতনা আর প্রশ্নের উত্তর খুজে পাবে।

  • @newtv9741
    @newtv9741 6 лет назад

    যতবার শুনি ততবার ঈ নতুন লাগে. আহা সাইজি পাগল করিলা আমারে....!!!

  • @juhu7899
    @juhu7899 7 лет назад +1

    আহা লালন সাই... এসব গান বাঙালীর সম্পদ ☺

  • @subhaspradhan8418
    @subhaspradhan8418 7 лет назад

    লালনের গান শুনলে মন ও আত্মা ⛅⛅⛅☁☁☁শুদ্ধতা আসে, গানের কথা গুলি সুন্দর করে গায়ক ও গায়িকা, 🌿🌺🌿🌺🌾🌼🌾🌼🌿🍃🌿🍂🌿🍂🌾🌾🌾🌾🎴🎴🎤🎤দদদারুন

  • @salimhowlader3782
    @salimhowlader3782 5 лет назад +2

    লালনগীতি আমারও প্রিয়

  • @sunilmondal2806
    @sunilmondal2806 6 лет назад

    Khub bhalo gan

  • @haqueomarfaruq4138
    @haqueomarfaruq4138 7 лет назад +14

    আধ্যাতিক একটি অসাধারন লালনগীতি। "এই পৃথিবীর প্রত্যকটা ঘরে ঘরে জন্ম হউক সত্যের পথ প্রদশ'ন কারি সুফি সাধক। "ওমর ফারুক।

    • @alamshaha3994
      @alamshaha3994 7 лет назад +1

      haque omarfaruq

    • @biplabdas9829
      @biplabdas9829 6 лет назад

      haque omarfaruq তো ম রা ভুলে গেছ মং লি কাদের নাম

  • @mdrabiulislam9519
    @mdrabiulislam9519 5 лет назад +1

    Milon hobe best songs

  • @LocalBanglaMusic
    @LocalBanglaMusic 6 лет назад +1

    সব গুলো গান ই ভালো লাগে

  • @mscorrectionzone1378
    @mscorrectionzone1378 6 лет назад +2

    Lalon ar gan sompunna vinno
    Khoub valo gan

  • @tanjidakhi6409
    @tanjidakhi6409 6 лет назад +2

    sei

  • @nimaighosh7097
    @nimaighosh7097 7 лет назад +3

    It is a great wealth for Bengalees.Ever green

  • @abunaimhossainahmed6800
    @abunaimhossainahmed6800 5 лет назад +2

    লালন মানেই প্রানের স্পন্দন....

  • @rajibsharma2837
    @rajibsharma2837 7 лет назад +2

    nice song rajib

  • @madhumitabarua3164
    @madhumitabarua3164 6 лет назад +1

    প্রতিটি গান মনের গভীরে নারা দেয়।

  • @kmhosenali8142
    @kmhosenali8142 3 года назад

    জয় গুরু

  • @shamimreja7487
    @shamimreja7487 7 лет назад +4

    লালনগীতি শুনলেই আমার পছন্দের গান পাইলাম.

  • @abotalebnice3184
    @abotalebnice3184 7 лет назад +2

    আমার দেশের শের শিলপিদের গান খব ভালোলগলো

  • @milonhossain3818
    @milonhossain3818 7 лет назад +2

    নিজের মধ্যেই যে সব লুকিয়ে আছে তারই প্রমান এই গানটি

  • @manmohanbiswas3680
    @manmohanbiswas3680 7 лет назад

    Laloner sab ganguli khubi sundar asadharon bekhya kara asambhab ekbar sunte thakle suntei ichhe hoe Manmohan Biswas . New Delhi

  • @128primevideo8
    @128primevideo8 11 месяцев назад

    প্রিয় গান

  • @badalroy6696
    @badalroy6696 4 года назад +1

    লালন গিতি শুনুন অার জীবনকে পরিবর্তন করুন।

  • @rezaultuhin6921
    @rezaultuhin6921 7 лет назад +1

    Konok chapa apa best..
    Wow onk valo lage konok apar gan

  • @mdhannan9290
    @mdhannan9290 11 месяцев назад

    ❤❤❤ আমার গান❤❤❤😢

  • @kadirpatowary598
    @kadirpatowary598 5 лет назад +1

    ও লালনগীতি।এগুলার উপরে কোন গান নাই।

  • @mdmafiluddin6131
    @mdmafiluddin6131 7 лет назад +2

    আমার লালনের গান সুনতে বাল লাগে।আরও এলভাম দেয়া হোক।

  • @fannytube8954
    @fannytube8954 5 лет назад +1

    ছুটির দান এর গান খুব ভালো লাগলো

  • @falsehood3616
    @falsehood3616 7 лет назад +8

    অসাধারন

  • @aminolislamsojun3204
    @aminolislamsojun3204 5 лет назад +1

    gan ta mone sob somy bajbe

  • @nassirshaik562
    @nassirshaik562 5 лет назад +1

    গান গু‌লি সুন‌লে মন জু‌রি‌য়ে জায়

  • @jashimchoiyal9663
    @jashimchoiyal9663 5 лет назад

    নাইচ

  • @showrubkhan4
    @showrubkhan4 6 лет назад +1

    hmm khub valo laglo

  • @nurmohammadsharif4622
    @nurmohammadsharif4622 3 года назад

    Onek onek sundor gan gula .....2021 sale k k sunchen ???

  • @RAJKUMARDas-fr9iq
    @RAJKUMARDas-fr9iq Год назад

    Hare Krishna

  • @marufallam761
    @marufallam761 7 лет назад +2

    amar sobcheye prio gan lalon geety

  • @mr.pannalal9650
    @mr.pannalal9650 7 лет назад +21

    অনেক কিছু বুজার আছে
    গান বুজলে সাদিক " না বুজলে ফাছিক """লাল"" কুয়েত "" সিটি """

    • @mdraza2962
      @mdraza2962 5 лет назад +1

      সালা ফাছেক

  • @jitsarkar2402
    @jitsarkar2402 5 лет назад +1

    খুব ভালো লাগে এই গান গুলো

  • @chittaranjansahana6627
    @chittaranjansahana6627 4 года назад +1

    Exelant

  • @asimbaoyalee7363
    @asimbaoyalee7363 5 лет назад

    আমিও একজন লালন অনুগামী.

  • @isratjahannelima3226
    @isratjahannelima3226 7 лет назад +1

    onek valo legese.kisu ortho bojle aro valo lagto

  • @chandannath6491
    @chandannath6491 5 лет назад +1

    কুমার বিশ্বজিত ও তপন চৌধুরী কন্ঠে লালন শাইজির গান অসাধারণ লাগে,,,

  • @kapildebnath2284
    @kapildebnath2284 7 лет назад

    লালন গীতি অসাধারণ গান যা সবার মন জুড়িয়ে যায়।

  • @ramjansk2977
    @ramjansk2977 6 лет назад +2

    KHUB BHALO GAN GOVEER KOTHA ETO SOHOJ KORE JANTE PARATA KHUB VALO LAGCHHE

  • @abumarufmaruf6029
    @abumarufmaruf6029 7 лет назад +12

    এসমস্ত গুনী শিল্পীর গান, যতশুনি আরও বেশী শুনতে ইচ্ছাকরে,,,,,