জন্ম সনদ নিয়েও সাবেক মেয়র তাপসের কারসাজি; ভোগান্তিতে অভিভাবকরা | Birth Certificate | Jamuna TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 21

  • @razlinrazwan
    @razlinrazwan Месяц назад +3

    আমাদের মতো সাধারণ মানুষদের জীবনের অর্ধেকই চলে যাচ্ছে জন্মসনদ, এনআইডি কার্ড, সার্টিফিকেটে বাপ-মায়ের নামের বানান ঠিক করতে করতে।

  • @rehanhossain155
    @rehanhossain155 Месяц назад +1

    Thank you

  • @shahbabu421
    @shahbabu421 Месяц назад +3

    বাচ্চার জন্ম নিবন্ধন করার জন্য বাবা মা আইডি কার্ডটি যথেষ্ট রাখার আহ্বান জানাচ্ছি

  • @mdshantokhondakar1410
    @mdshantokhondakar1410 Месяц назад

    এইবার সুন্দর আইন হয়েছে নির্ভুল কাগজ হবে সব

  • @mofijulislammafiss02
    @mofijulislammafiss02 10 дней назад

    হাইরে দেশ 😊

  • @MdShamim-p4s9i
    @MdShamim-p4s9i Месяц назад

    আইডি সংসদনের জন্য নির্বাচন অফিসে গুর গুর করেছি কিন্ত আজো কোনো কাজ হয়নি।।

  • @fahadsaleh9072
    @fahadsaleh9072 Месяц назад

    Why did not registar general file case at that time

  • @AzizulIslam-xq2qv
    @AzizulIslam-xq2qv Месяц назад +3

    পৃথিবীতে মানুষ আসে, সৃষ্টার ইচ্ছায়,কাজেই জন্মের জন্য নিবন্ধন আবার কার কাছে করতে হবে?? এসব বাজে আইন বাতিল করা দরকার।

  • @RAHMAN-df3zb
    @RAHMAN-df3zb Месяц назад

    আল্লাহ সবাই কে হেদায়েত দান করুন,দেশের উন্নয়নমূলক কাজ স্বপ্ন পূরন হচ্ছে এখন দেশের নানারকম বাহানা করে অপরাধ অপকর্ম বন্ধ করতে হবে,অতীত বর্তমান নিধারিত করে আর বর্তমান ভবিষ্যৎ নিধারিত করে ভবিষ্যৎ প্রজন্মক শিক্ষা দেয়,আমাদের অতীতে ছিলো দেখতে সুন্দর মুখস্থ বিদ্যা করে শুদ্ধ ভাবে ইংরেজিতে মিথ্যা বাহানা করে চাকরি ক্ষমতা বড় পদ চেয়ার আদায় করা দেশ ও দলের নাম বিক্রি করে জনগণের কষ্ট টাকা ও দেশের সম্পদ লুটপাট অপচয় করা,অনিয়ম-দুর্নীতি তেলবাজি স্বজনপ্রীতি করা,অবৈধভাবে দখল চাঁদাবাজির মাদক চোরাচালান পন্য সামগ্রি জ্বালানি টোল বাড়ানো,ভেজাল ঔষধ,খাদ্য চিকিৎসা কাপড় সহ তৈরি করে জনগণের সাথে প্রতারণা করা,ব্যাংকের টাকা অপচয় লুটপাট করা,
    যানজট সৃষ্টি করে নিজের স্বার্থ সেবা নিয়ে পেরেশানি থাকে,,সকল সেক্টরে জনগণকে হয়রানি করায়,দেশ ও দেশের মানুষের কি হলো দেখার সময় নেই।বাহানা করে অনিয়ম-দুর্নীতি করে দেশ বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলা,ছেলেমেয়েরা স্বজন বিলাসিতা স্বজনপ্রীতি করে, পরিচিত সকল স্বজনদের প্রশ্ন ফাঁস করে লবিং চাকরি দেওয়া হয়,,তা তদন্ত করা খুঁজে বের করা হোক,,এবং ভবিষ্যৎ ৫ প্রজন্ম যেন কোন স্বজন সরকারি চাকরি না পায় ও তিন দল বিশিষ্ট কমিটি সাময়িক বদলি বরখাস্ত না করে কঠোর শাস্তি দিতে হবে যেন ভবিষ্যতে কেউ অপরাধ করতে ভয় পায়,,
    এইদশে উপর থেকে নিচ পর্যন্ত পরিবারতন্ত্র ঘুষ চুরি দলীয়করণ,নেতা সচিব প্রশাসন সহ সবাই মিথ্যা আশ্বাস বাহানা দিয়ে সিন্ডিকেট করে স্বজনপ্রীতি অনিয়ম-দুর্নীতি করে,,
    আমার পানি লাগবে না পানি আমার পরিবারতন্ত্র দলীয়করণ মুক্ত গনতন্ত্র স্বাধীন দেশ লাগবে,যে দেশ আর কেউ যেন না বলে পানি লাগবে পানি লাগবে, অনেক কষ্ট হয়।
    যে পর্যন্ত সরকারি স্বায়িত্বশাসিত হাসপাতালে প্রশাসনে সিটি করপোরেশন রাজুক,পানি,বিদ্যুৎ গ্যাস ওয়াসা,দুদক,বিআরটি, এনবিআর ইনকাম ট্যাক্স খেলাধুলাসহ সকল অফিসে স্বৈরাচার মুক্ত সকল কর্মকতারা মুক্ত না হবে সে পর্যন্ত স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশ হবে না। এই দেশের পুলিশ প্রশাসনসহ সকল অফিস সেক্টরে আগের রুপে আছে,কোনদিন ভালো হবে না,তাই নতুন ভাবে শিক্ষায় শিক্ষিত মেধাবী দেশ প্রেমিকদের নিয়োগ দেন কেননা অনেক বেকার যুবক আছে যাদের মেধা আছে কিন্তু টাকা স্বজনপ্রীতি তেলবাজ মামা চাচা নেই,যারা নিরপেক্ষ ভাবে লোভ লালসা অনিয়ম-দুর্নীতি ঘুষ স্বজনপ্রীতি বাদ দিয়ে দেশ সেবা করতে চায় তাদের দায়িত্ব সুযোগ দেন।
    ১৫০/২০০ ভবিষ্যতে প্রজন্ম কথা না ভেবে সকল সেক্টরে সঠিকভাবে বিশ্লেষণ আধুনিক সিস্টেম নাই তা করেন ও কঠোরভাবে আইন নিরপেক্ষ তদন্ত জবাবদিহিতা বিচার কঠোর শাস্তির ব্যবস্থা নাই তা করেন এবং নিরাপত্তার সাময়িক শক্তি বাড়ানো ও কাঠামো অবকাঠামো শিক্ষা স্বাস্থ্য শিল্প কৃষি সহ নানা রকম সেবা কাজ ছয়নয় করে তা বন্ধ করে সংস্কার টেকসই আধুনিক উন্নয়ন করতে হবে। বুদ্ধিজীবি সুশীল সমাজ সাংবাদিক প্রশাসনদের দেশ নিয়ে চিন্তা ভাবনা বিশ্লেষণ গবেষণা করতে হবে,ভবিষ্যতে যেন আর দেশে এমন খারাপ পরিস্থিতি না হয় না করতে ভয় পায় সেই অভিজ্ঞতা মনমানসিকতা দিয়ে কঠোর আইন সিস্টেম সংস্কার করতে হবে।
    দেশ পেলাম ভালো কিন্তু আফসোস দেশের মানুষ গুলো পেলাম শিক্ষিত রুপে অশিক্ষিত বাহানা করে অনিয়ম-দুর্নীতি করা মানুষ,
    দোষ খারাপদের না দোষ আমাদের আমরা ভয়ে অন্যায় করার সুযোগ সুবিধা দিয়েছি বলে তারা নানা রকম অপরাধ অপকর্ম করে থাকে,,তার জন্য আমাদের সিস্টেম কঠোর আইন নেই,
    জবাবদিহিতা নিরপেক্ষ তদন্ত শাস্তি নেই বলে তারা অপরাধ করে থাকে,বিচার হয় পুটিমাছের বেঁচে যায় রুই কাতলাগুলো ওদের আছে টাকা সিন্ডিকেট ক্ষমতা ওয়ালা মানুষ,এটা বাংলাদেশ এখানে আইন শুধু অসহায় মানুষের জন্য আইন বিচার,বড়লোক পদ ওয়ালাদের জন্য নয়।আমরা অত্যাচারে জুলুমে ভয়ে প্রতিবাদ করি না তাই তেলবাজি অনিয়ম-দুর্নীতি সহ নানা অপরাধ করতে সাহস পায়। অসৎ কর্মকতা ও মূর্খ্য নেতারা তা কাজে লাগায়,,যারা ক্ষমতা ছিলো আছে বা আসবে তারা সবাই বড় পদ চেয়ার চাকরি ক্ষমতা জন্য পেরেশানি করে,দেশ ও দেশের অসহায় মানুষের কষ্ট ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে কাজ করে না,
    শিক্ষা নিয়ে রাজনীতি কোচিং বাণিজ্য রেগিং না হয়,চিকিৎসা নিয়ে ছয়নয় ব্যবসা না হয় উন্নত হয়,,খাদ্য জন্য অন্য দেশে ভিক্ষা করতে না হয়। ব্যাংকের টাকা অপচয় লুটপাট সহ নানা অপরাধ অপকর্ম না হয়,
    সকল উন্নয়নমূলক বড়ছোট কাজগুলো ১৫০/২০০ বছরের পরিকল্পনা করে সেনাবাহিনী ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে বা তাদের দায়িত্ব দিয়ে সকল কাঠামো অবকাঠামো টেকসই ভাবে হবে কোন লুটপাট হবে না,,
    এমপি মন্ত্রী সরকারিসহ সকল কর্মকতাদের সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে বাধ্যতামূলক আগে দেশ প্রেমিক তারপর দেশ সেবা,,

  • @shaikshaik8631
    @shaikshaik8631 Месяц назад +1

    Akon kotai ase, dore na kn

  • @sumonwazid8123
    @sumonwazid8123 Месяц назад

    Id card sob all in all kora uchit

  • @ziaur565
    @ziaur565 Месяц назад

    The Register General should be put behind the bars for his Tughloki activities! I think NID of parents are enough for child's birth certificate!

  • @rrriyazrrriyaz541
    @rrriyazrrriyaz541 Месяц назад

    এইটা সব জাগায় শুধু এনে নাহ

  • @AnisurRahman-wk7ft
    @AnisurRahman-wk7ft Месяц назад

    Ei register ke ainer aotai ana hok.tinio taposer paper vagidar.

  • @shaikshaik8631
    @shaikshaik8631 Месяц назад

    A sorkar ke kore dore na kn

  • @ishtiak27
    @ishtiak27 Месяц назад

    He was an ultimate busterd

  • @yeaffy
    @yeaffy Месяц назад

    Now general people's have to suffered but the same mother fu..er still in the same position..bravo Bangladesh...