পুকুরের পানি সবুজ করার বা প্রাকৃতিক খাদ্য তৈরির ৬টি উপায় (How We Will produce Natural Feed in Ponds)
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- কিভাবে পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি করবেন
(How We produce Natural Feed in Ponds)
#পুকুরেরপানিসবুজকরণ #modernfishculture #লাভজনকমাছচাষপদ্ধতি
ইউটিউবে হাজারো ভূল তথ্য প্রচারণার মধ্যে সঠিক তথ্য প্রচারে অঙ্গিকারা বদ্ধ
★★★ সু-প্রিয় দর্শক ভিডিওটি আপানার ভাল লাগলে অনুগ্রহ করে লাইক দিবেন ★★★ কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত যা আমাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করবে। ★★★ নিয়মিত মাছচাষ বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকোনটিকে ক্লিক করুন যাতে আমাদের আপলোডকৃত ভিডিওর বিষয়ে নোঠিশ পেতে পারেন। ★★★ চ্যানেলের সাথে যারা যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ★★★ উপস্থাপিত তথ্য আপনার মাছচাষে কিঞ্চিত ইতি বাচক ভূমিকা রাখলে আমাদের প্রচেষ্টা সর্থক হবে।
My FB Page : / tofazahamed64
এচ্যানেলে 2২0 টির অধিক মাছচাষের বিভিন্ন প্রযুক্তির ওপর ভিডিও আছে প্লে-লিস্টে গিয়ে পছন্দমত ভিডিও দেখতে পারেন।
চ্যানেলের যে কোন ভিডিও দেখতে এ লিং এ ক্লিক করুন / aabd64 .
একাডেমিক শিক্ষা { (বিএসসি ফিসারিজ) সম্মান এবং এমএসসি ফিসারিজ বায়োলজী এন্ড লিম্নোলজী )} মৎস্য অধিদপ্তরের ৩০ বছরের কার্ম অভিজ্ঞতা, সারা বাংলাদেশের শতশত মাছচাষিদের চাষ বিষয়ে সরেজমিন অভিজ্ঞতা এবং বাস্তব হাতে কলমের কাজথেকে অর্জিত জ্ঞান থেকে তৈরি ভিডিও এ চ্যানেলে আপলোড করা হয়। আপনি মাছচাষি হলে চাষি ভাই এ চ্যানেলটি কেবল আপনারই জন্য নিবেদিত। এ চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনি কোনা না কোনভাবে উপকৃত হবেনই এটা নিশ্চিন্তে বলা যায়। এচ্যানেলের ভিডিওগুলো ভালভাবে বুজতে হলে ভিডিও টেনে টেনে নয় শেষ পর্যন্ত ধর্যসহকারে দেখতে হবে। এ চ্যানেলে প্রধানত মাছচাষের বিভন্ন আধুনিক পদ্ধতি নিয়ে দর্শকদের জন্য ভিডিও তৈরি করে থাকে।
মাছচাষ পদ্ধতিতে প্রতি নিয়ত পরিবর্তন ঘটছে। পরিবর্তনের এ ধারা বা নতুন বিষয়গুলোকেই অগ্রাধিকার দিয়ে এ চ্যানেলে প্রচার করা হয়ে থাকে। আমরা সফল চাষির সফলতা নয় তাঁর চাষ পদ্ধতি আপানদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এ চ্যানেলে বিক্রয়ের জন্য মাছের রেণ, পোনা বা মাছচাষের উপরণের প্রচাণা করা হয় না। মাছচাষে জড়িত ব্যাক্তিবর্গ থেকে প্রতিদিনিই মাছচাষ বিষয়ে নানা ধরনের প্রশ্ন কমেন্ট বক্সে করছেন আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে, শিক্ষা, দীর্ঘ দিনের কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা, সফল মাছচাষির মাছচাষের অিনুসরণীয় পদ্ধতি, যথাযথ তথ্য উপাত্ত সহকারে সে সব প্রশ্নের উত্তর দেয়ার চেস্টা করে থাকি। কারো মাছচাষের সফলতার থেকে মাছচাষের খুটি নাটি বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে ভিডিও তৈরি করা হয় খুবই সহজ বোদ্ধ করে। একজন নতুন মাছচাষি কিভাবে মাছচাষে যুক্ত হয়ে সফলতা লাভ করবে তার সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করা হয়ে থাকে। কোন প্রকার মাছচাষের উপকরণ বা পোনা বিক্রয় এর বিজ্ঞাপন প্রচারে এ চ্যানেল কাজ করে না। দর্শকের সকল প্রশ্ন সবসময় অগ্রাধীকার দিয়ে উত্তর প্রদান করা হয়ে থাকে।
বাংদেশের বিভিন্ন এলাকায় কাজ করার কারণে দেশের প্রায় সব অঞ্চলের মাছচাষের ওপর এচ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে এবং এলঅকা ভিত্তিক সফল মাচাষের পদ্ধতি দর্শকদের মাঝে তুলে ধরা হয়েছ্ সেহেতু আমরা চাষি ভায়ের মতামতকে বেশি গুরুত্ব দেয় এবং আমাদের সকল প্রয়াস কেবল চাষিকে উপকার করা এ জন্য আমাদের ভিডিওগুলো তাদের উযোগী করে তৈরি করা হয়েছে।
এচ্যানেলে চাষি ভাইদের প্রশ্ন থেকে জনগুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো বাছাই করে প্রশ্ন উত্তর বপর্ব বলে একটি নতুন উদ্বোগ নেয়া হয়েছে এবং আমাদের এ উত্তর গুলো চাষি ভায়েদের মাঝে বেশ সাড়া ফেলেছে বলে আমাদের মনে হয়েছে।
ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদ প্লাঙ্কটন (Phytoplankton) হলো প্ল্যাঙ্কটন সম্প্রদায়ের অটোট্রফিক (স্ব-ভোজী) অণুজীব এবং সমুদ্র ও মিঠা পানির বাস্তুতন্ত্রের একটি অবিচ্ছেদ্য উপাদান। "ফাইটোপ্লাঙ্কটন" নামটি এসেছে গ্রীক শব্দ ফাইটন (φυτόν) থেকে, যার অর্থ হলো 'উদ্ভিদ' এবং প্লাঙ্কটোস (πλαγκτός) থেকে, যার অর্থ হলো 'বিচরণকারী'
ফাইটোপ্ল্যাঙ্কটন সালোকসংশ্লেষণের মাধ্যমে তাদের শক্তি অর্জন করে, যেমন ভূমিতে গাছ এবং অন্যান্য গাছপালা করে। এর অর্থ হলো ফাইটোপ্ল্যাঙ্কটনের অবশ্যই সূর্য থেকে আলো গ্রহণ করতে হবে, তাই তারা সমুদ্র এবং হ্রদের আলোকিত পৃষ্ঠ স্তরে (ইউফোটিক জোন) বসবাস করে। স্থলজ উদ্ভিদের তুলনায়, ফাইটোপ্ল্যাঙ্কটন একটি বৃহত্তর পৃষ্ঠ অঞ্চলে বিতরণ করে, কম ঋতুগত তারতম্যের সংস্পর্শে আসে এবং গাছের তুলনায় উল্লেখযোগ্যভাবে দ্রুত টার্নওভার (দিন বনাম দশক) করে থাকে। ফলস্বরূপ, ফাইটোপ্ল্যাঙ্কটন জলবায়ু পরিবর্তনের জন্য বিশ্বব্যাপী দ্রুত প্রতিক্রিয়া জানায়। ফাইটোপ্ল্যাঙ্কটন সামুদ্রিক এবং মিঠা পানির খাদ্য জালের ভিত্তি তৈরি করে এবং বিশ্বব্যাপী কার্বন চক্রের মূল প্রভাবক। তারা বিশ্বব্যাপী সালোকসংশ্লেষণের ক্রিয়াকলাপের প্রায় অর্ধেক এবং অক্সিজেন উৎপাদনের অন্তত অর্ধেকের জন্য দায়ী, যদিও বৈশ্বিক উদ্ভিদ জৈববস্তুর পরিমাণে মাত্র 1%। ফাইটোপ্ল্যাঙ্কটন খুব বৈচিত্র্যময়, সালোকসংশ্লেষণকারী ব্যাকটেরিয়া থেকে উদ্ভিদের মতো শৈবাল থেকে আরমার-ধাতুপট্টাবৃত ককোলিথোফোরস পর্যন্ত ভিন্ন। ফাইটোপ্ল্যাঙ্কটনের গুরুত্বপূর্ণ গোষ্ঠীগুলির মধ্যে রয়েছে ডায়াটম, সায়ানোব্যাকটেরিয়া এবং ডাইনোফ্ল্যাজেলেটস, যদিও অন্যান্য অনেক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। বেশির ভাগ ফাইটোপ্ল্যাঙ্কটন এত ছোট যে বিনা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে স্বতন্ত্রভাবে দেখা যায় না। যখন যথেষ্ট পরিমাণে এরা উপস্থিত থাকে, কিছু প্রজাতি তাদের কোষের মধ্যে ক্লোরোফিলের উপস্থিতির কারণে এবং কিছু প্রজাতিতে আনুষঙ্গিক রঞ্জক (যেমন ফাইকোবিলিপ্রোটিন বা জ্যান্থোফিল) উপস্থিত থাকার কারণে পানির পৃষ্ঠে রঙিন প্যাচ হিসাবে এরা লক্ষণীয় হতে পারে।
e-mail ID tofaz2010@gmail.com
My Facebook page Link / tofazahamed64
★★★ সু-প্রিয় দর্শক ভিডিওটি আপানার ভাল লাগলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত যা আমাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করবে। ★★★ নিয়মিত মাছচাষ বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকোনটিকে ক্লিক করুন যাতে আমাদের আপলোডকৃত ভিডিওর বিষয়ে নোঠিশ পেতে পারেন। ★★★ চ্যানেলের সাথে যারা যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ★★★ উপস্থাপিত তথ্য আপনার মাছচাষে কিঞ্চিত ইতি বাচক ভূমিকা রাখলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে।
এ চ্যানেলে ২৭০ টির অধিক মাছচাষের বিভিন্ন প্রযুক্তির উপর ভিডিও আছে প্লেলিস্টে গিয়ে পছন্দমত ভিডিও গুলো দেখতে পারেন।
এ লিং এ ক্লিক করুন ruclips.net/user/AABD64playlists
❤❤❤ দোয়াও ভালো বাসা রহিলো স্যার
খুব সাধারণ একটি বিষয়ে সুন্দর করে আলোচনা করার জন্য ধন্যবাদ
Khub bhalo laglo.
মাছচাষের জন্য খুবই দরকারি তথ্যবহুল আলোচনা ধন্যবাদ
স্যার আপনার পরিবারের উপর আল্লাহ তাআলা খাশ রহমত নাজিল করুন আমিন
যাজাক আল্লাহু খাইরান
@@AABD64 শামুক ও ঝিনুকের মাংস শোল মাছের খাবার হিসেবে কেমন হবে?
@@ShadhanChandro অবশ্যয় ভাল হবে। ধন্যবাদ আপনাকে
Masha Allah good idea
যাজাক আল্লাহু খাইরান
❤🎉🎉❤🎉❤🎉❤ধন্যবাদ স্যার,❤❤
অনেক তথ্য বহুল উপস্থাপন ❤🎉❤🎉❤🎉
প্রথম মন্তব্য পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
nice information sir❤
Wonderful information thanks
আসসালামু আলাইকুম, স্যার।
আপনার তথ্যবহুল ও সাবলীল ভিডিওর জন্য প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
একটি ভিডিওতে দেখলাম, টিএসপি ব্যবহারে পুকুরের মাটির গুনাগুন নষ্ট হয়ে যায় যা মাছের জন্য সুখকর নয়।
বিষয়টি কতটুকু যৌক্তিক?
এ ধরনের তথ্য আমার জানা নাই। ধন্যবাদ আপানকে ভাল থাকেন
😊 আসসালামুয়ালিকুম স্যার আপনার কথা ফলো করতেছি স্যার দেখি ইনশাল্লাহ
ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ
সার শুভেচ্ছা নিবেন ফাইটোপালাংন ডোজ করার পরে পানি সবুজ হওয়ার কতদিন পর জুয়োপালাংটনের ডোজ করবো।
কেন ভাই জুপ্লাংটনের জন্য আবার ডোজ দিতে হবে কেন???? বা জুপ্লাংটনের ডোজ বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন। সাধারণত পুকুরে ফাইটো প্লাংটন থাকলে এমনিতেয় জুপ্লাংটন জন্ম নেবে। ধন্যবাদ আপনাকে
@AABD64 ধন্যবাদ সার
Assalamualaikum,
Molasses, mihi gurar sate east mishiye koto ghonta por pukure chitiye dite hobe , kindly aktu bolbn..
@@mdsazzadhosensozib2 কম পক্ষে ২৪ ঘন্টা, ধন্যবাদ আপনাকে ভালো থাকেন
গলদা চিংড়ি চাষে কি সার ব্যবহার করা যাবে
পানির রংবুঝে সার দিতে হবে। ধন্যবাদ আপনাকে
Nice
আসসালামু আলাইকুম
খৈল কুড়া মিশ্রিত গোলা ডুবন্ত খাবারে কি সামান্য কিছু ইউরিয়া সার মিশানো যায়? মিশ্র চাষে
না এ টা ঠিক হবে না।ধন্যবাদ
আসসালামু আলাইকুম স্যার। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি I মাছের প্রাকৃতিক খাবার তৈরির এই পদ্ধতি কি ২০ হাজার লিটার সিমেন্টের ট্যাঙ্কে প্রয়োগ করার সুযোগ আছে?
না ভাই ঠিক হবে না। ধন্যবাদ আপনাকে
স্যার রাসায়নিক সার কি জৈব সার ছাড়া কাজ করবে?
গলদা চিংড়ি বা চিংড়ি প্রজাতির জন্য কি এইটা কাজ করবে
@@ImranHossain-zc6km অবশ্যয় কাজ করব তবে মাত্রা কিছুটা কম দিতে হবে
Good
Sir এই প্রক্রিয়া গুলো কী শীতকালীন সময়ে করা যাবে,ধরুন দিনের তাপমাত্রা24-28 ডিগ্রি আর রাতের তাপমাত্রা13-18 ডিগ্রি এই সময় করা যাবে কী।
শীতের ২ুটি মাস পুকুরে াসর না প্রয়োগ করায় ভাল। ধন্যবাদ আপনাকে
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু সার আপনি কেমন আছেন সার আমি একজন নতুন মাচ চাষি আমি আপনার পরামর্শ কামনা করি
আমি এ মুহুর্তে মক্কাতে ১২ তারিখ দেশে ফিরব তখন কথা বলতে পারবেন ধন্যবাদ আপনাকে
আসসালামু আলাইকুম স্যার,,সরিষার খইল মেশিনে গুড়া করে,,রাইস পালিশ এর সাথে মিশিয়ে,পানিতে না বেজিয়ে যদি পানির উপরে বাশিয়ে দেয়া হয় তা হলে কোন খতি আছে কিনা,,
@@mdShahin-lo6sy না ক্ষতি নাই, ধন্যবাদ আপনাকে ভালো থাকেন
চিংড়ী চাষের জন্য কীভাবে সার প্রয়োগ করতে হবে?
চিংড়ী চাষ নিয়ে বিস্তারিত ভিডিও চাই।
এ লিং এর ভিডিওগুলেঅ দেখতে পারেন।
ruclips.net/p/PL0fnAiLMvXKWKsSmwf9gD1dWMBHouAurr
স্যার ইস্ট মুলাসেস এর সাথে কী থিওভিট ব্যবহার করা যাবে ? যদি যায় তাহলে শতকে কী পরিমাণ ব্যবহার করা যাবে ( মির্শ্র মাছ চাষের ক্ষেত্রে)
মাছচাষে থিয়ভিট ব্যবহারের কোন ভিত্তি আমার জানা নাই। ভাল থাকেন
তেলপিয়া মাছ চাষেও কি ব্যবহার করা যাবে?
১.৫ -২ মাস দিতে পারেন তবে পরে আর দিতে হয়না, ধন্যবাদ আপনাকে
❤❤❤❤
স্যার চিংড়ি চাষের পদ্ধতি করা যাবে
আপনার প্রশ্নটি পরিস্কার নয়। ধন্যবাদ ভাল থাকেন
স্যার আমার ৩৯০শতক পুকুর আছে ৬০হাজার তেলাপিয়া প্রাকৃতিকভাবে খাবার দেবো এতে ৪পিসে কেজি আসবে কতদিনে
@@SulaymanKhan-pl9yr কি খানার দিবেন???
@@AABD64 খৈল গুবর প্রোবাইটিক কুড়া ২হাজার হাসের বিস্টা
@@SulaymanKhan-pl9yr এ সবদিয়ে রেজাল্ট কি হবে বলা মুসকিল । ক্ষতি হওয়ার ভয় আছে। ধন্যবাদ আপনাকে ভাল থাকেন
চুন কি মাছ থাকা কালিন দেয়া যাবে? জানালে উপক্রিত হতাম ধন্যবাদ
আমি একটি ধানি জমি নিয়েছি যেটা শুকনো সিজনে ধান হয় রং বর্ষার সিজনে মাছের চাষ হয়।
তো ওইখানে আমার থাকা পসিবল না।
তো আমি ওখানে উপস্থিত না থেকে কিভাবে মাছ চাষ করতে পারি
ধরিমাছ নাছুই পানি যেমন সম্ভব নয় তেমনও আপনার মাছচাষ হবে না। ধন্যবাদ আপনাকে
@AABD64 একটা কিছু বুদ্ধিত দিবেন
আমি না থাকলে কি অন্য মানুষ নেই ? আছে
কিন্তু ভরসা পাচ্ছিনা
স্যার আমি ২৫০ শতক পুকুরে কার্প জাতীয় মাছ চাষ করি আমি প্রতিদিন কি পরিমান ইউরিয়া,টিএসপি ও পটাশ সার কি পরিমান ব্যবহার করতে হবে এ বিষয়ে যদি জানাতেন দয়া করে তাহলে খুব উপকার হতো।
@@dnroy7711 প্রতি দিন কেন দিতে চাচ্ছেন??? বিঘাতে ৩৫০ গ্রাম হারে ইউরিয়া ও টিএসপি সাথে ৩৫ গসাম করে পটাশ মিশিয়ে নিতে পারেন, তবে পুকুর ভেদে মাত্রা কিছু কম বেশি লাগতে পারে ধন্যবাদ আপনাকে ভালো থাকেন
@AABD64 তাহলে কত দিন পর পর রাসায়নিক সার প্রয়োগ করতে হবে?
@@dnroy7711 পানির রং বুঝে ১০-১২ দিন পরপর শতকে ২০০ গ্রাম হারে ইউরিয়া ও টিএসপি সার দিতে হবে। তবে যারা ভিজা খাবার প্রদান করে তাঁরা ইউরিয়া সার ৫০-১০০ গ্রাম হারে প্রয়োগ করতে পারেন। এ সব প্রশ্নের উত্তর এ চ্যানেলের ভিডিওতে বিস্তারিতভাবে দেয়া আছে। ধন্যবাদ আপনাকে
@@dnroy7711 পিানির রং বুঝে ১০-১২ দিন পরপর
@@AABD64১০০ শতকে ৭ দিন পরপর কি পরিমাণ সার দিতে হবে। দয়াকরে জানাবেন
আমার পুকুরে পাবদা সহ মিস্র রুই, কাতলা,মৃগেল, সিলভার কার্প মাছ আছে কিন্তু পুকুরের পানির কালার সচ্ছ, পাবদা মাছ থাকায় রাসায়নিক সার দিতে ভয় পাচ্ছি।
স্যার সুপরামর্শ কামনা করছি।
রাসায়নিক সার দিলে সমস্যা আছে বলে আমার মনে হয় না। তবে আপনি শতকে ২০০ গ্রাম হারে সরিষাল খৈল ২ি৪ ঘন্টা ভিজিয়ে প্রয়োগ করুন। পুকুরের পানির রং হালকা সবুজ থাকতে হবে। পুকুরের পানিতে কনুয় পর্যন্ত হাত ঢুকালে আপছা দেখা যাবে। ধন্যবাদ আপনাকে
Daner tagar mote ki pona mas dewa jabe ki sir please bolben
ধানের সাথে মাছচাষ করা যায়। কিন্তু আপনি কি জানতে চাচ্ছেন আমি ভাল বুঝতে পারলাম না দুঃখিত।
ধান কাটা হইছে ধানের খের আছে তলে , পনা মাছ দেয়া যাবে কি চানদা মাছের পনা?@@AABD64
@@nuralomsheikh2962 বেশি থাকলে পানির নিচে গিয়ে পচে সমস্যা হতে পারে। খাট করে কেটে নিন তার পরে পোনা ছাড়েন। ধন্যবাদ আপনাকে
Dos koi din pore pore dite hobe sir
পানির রং এর ওপর নির্ভর করে ১২-১৫ দিন পরপর। ধন্যবাদ আপনাকে
@@AABD64❤❤❤
স্যার ইস্ট ব্যবহার করলে মাছ তিতা হয়ে থাকে কথাটা কতটুকু সত্য
না তা ঠিক নয়। ধন্যবাদ আপনাকে
স্যার পুকুরে কি বর্ষাকালে মেঘলা আকাশে এই ধরনের প্রাকৃতিক খাবার তৈরির জন্য কিছু প্রয়োগ করা যাবে। জানালে উপকৃত হব
@@easyashik714 বর্ষার সময় দেখে শুনে আবহাওয়ার অবস্থা বুঝে সার দিতে হবে, ভালো থাকেন
@@AABD64 স্যার বর্ষাকালে মেঘলা আকাশে সার প্রয়োগ করে ছিলাম তবে পানির কালার কোনো পরিবর্তন হয়নি
স্যার শুধু সরিষার খৈল আর টিএসপি সার দিলে প্রাকৃতিক খাবার তৈরি হবে?
যারা পুকুরে নিয়মিত খাবার দেন তাদের পুুকরে শুধু টিএসপি দিলেও পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে। খৈল মাছের খাবার । যখন কোনভাবে পুুকরের পানির রং আসছে না তখন কেবল সরিষার খৈল ২ দিন ভিজিয়ে প্রযোগ করতে হবে ইউরিয়া সহ। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ ভাল থাকেন
প্রাক্রিতিক খাবারের জন্যো শুধু প্রিবাইটিক দিলে হবে, নাকি প্রোবাইটিক ও দিতে হবে,
প্রাকৃতিক খাবার উৎপাদনে প্রবায়টিক্স এর তেমন কোন ভূমিকা নাই এক্ষেত্রে প্রিবায়টিক্স ব্যবহারই উত্তম। ধন্যবাদ আপনাকে
@@AABD64 আমার চিংড়ি রেনুর বয়স ১৭ দিন এখন কি আমি ক্যালশিয়াম চুন দিতে পারবো, আর শতকে কতটুকু চুন দিলে ভালো হয়
এবং চুন দিলে কি প্রিবাইটিক এর কোন খাতি হই, একটু জানাবেন
স্যার। আমি খৈল মোলাসেছ ইস্ট একসাথে বিজিয়ে দিছি। তাহলে কি পাকৃতিক খ্যাদ হবে।
হা হবে ধন্যবাদ আপনাকে
জ্যুপ্যলংটং কিবাবে তৈরি করবো
@@smdabusaieed4192 আপনার জুসে তৈরি হবে। ধন্যবাদ
স্যার ইন্ডিয়া থেকে বলছি,আমার পুকুরে প্রচুর ধোয়ানো ঢোকে,এছাড়াও আমি সপ্তাহে একদিন ভাত1কেজি চালের,2কেজি কুড়া,3কেজিআটা,2কেজিখৈল একসাথে মেখে দিই,এছাড়াও এক দুইদিন অন্তর এজোলা দিই দুই বালতি করে,আর কিছু কী দিতে হবে।1বিঘা পুকুর
আর কিছু দেবার প্রয়োজন নাই। তবে পুকুরের আকার বা মাছের পরিমাণ উল্লেখ না থাকায় সঠিকভাবে বোঝা গেল না। ধন্যবাদ আপনাকে
@@AABD64 পুকুর 1বিঘা,গভীর 8থেকে9ফিট,মাছ আছে সিলভার কার্প 500 গ্রাম ওজনের 125পিস,কাতলা500 গ্রাম গড় 22 পিস,জাপানি পুটি 6 কেজি গুনতিতে120 পিস এর মতো,বেলাক কাফ 1কেজি ওজনের 17পিচ,বাটা মাছ গুনতিতে 40টায় কিলো 60 কেজি,মোনোসেফ গুনতিতে 30 টায় কেজি 32কেজি দেওয়া।
@@sahanooralam6271 জাপানি পুটি বলে কোন মাছ আছে নাকি???? যায় হোক আপনি কি জানতে চাচ্ছেন তা কিন্তু উল্লেখ করেন নি??? তবে মাছ বেশি ছাড়া হয়েছে, বড় আকারের গুলো ধরে নয়োয় ভাল। ধন্যবাদ আপনাকে
@@AABD64 আপনাদের ওখানে যে মাছকে সরপুটি বলেন,আমাদের এখানে জাপানি পুটি বলে
@@sahanooralam6271 ওমাছটি আসলে থাই সরপুটি। এটি থাইল্যান্ড এর মাছ। ধন্যবাদ আপনাকে
স্যার শিং/মাগুর মাছের পুকুরে প্রতি মাসে উকুন দমন করার জন্য কীটনাশক ব্যাবহার করতে হয় কি?
হা করা ভাল। তবে কিটনাশক পরিবর্তন করে ব্যবহার করা ভাল। শুধু উকুন তা নয় অন্যান্য কিট-পোকা মারার জন্য দিতে হয়
ইউরিয়া ডি এ পি পটাশ এর পরিমান এবং কি ভাবে পয়োগ করব
সাধারণত, শতকে ইউরিয়া ১৫০ গ্রাম , টিএসপি ১৫০ গ্রাম এবং পটাশ ২০ গ্রাম হারে দিতে হয়। টিএসটি আগে ভিজাতে হবে। ডিএপি দিলে টিএসপি দেবার প্রয়োজন নাই । পানিতে গুলিয়ে ছিটিয়ে দিতে হবে। ধন্যবাদ আপনাকে
@@AABD64এই রাসায়নিক সারের পরিমান কত দিন পরপর প্রয়োগ করতে হবে। সাত দিন পরপর শতাংশে কত পরিমাণ রাসায়নিক ব্যবহার করব। আর জুপ্লাংটন তৈরির জন্য কী এগুলো কাচা গোবর, পোচা খৈলের, সাথে কি ব্যবহার করা যাবে
আসসালামু আলাইকুম ভাই, সরিষা খৈল, অটো গুঁড়া, গমেরআটা,ডাল,এবং ভুট্টা কোনটা কতো পারসেন্ট দিতে হবে জানাবেন pls,১২ কেজি খাবার
আপনি যে উপকরণ গুলোর নাম লিখেছেন তা দিয়ে ১২ কেজি খাবার বানালে ৪ কেজি খৈল আর বাকি উপকরণ সব মিলে হবে ৮ কেজি, ধন্যবাদ আপনাকে
কতদিন পর পর এটা দেয়া যাবে?😊
প্রাকৃতিক খা্রদ্যর পরিমাণ কমে গেলেয় আবার দিতে হবে। ধন্যবাদ ভাল থাকেন
পুকুরে পোনা ছেড়েছি সপ্তাহ খানেক হলো এর মধ্যে কি চুন অথবা সার প্রয়োগ করা যাবে??
পুকুর প্রস্তুতের সময়তো চুন দিয়েছেন ফলে এখন আর চুন দিতে হবে না। সার দিবেন পানির রং দেখে। পানির রং না কাটা পর্যন্ত সার দেয়া ঠিক হবে না। ধন্যবাদ আপনাকে
স্যার কেনা ডোবা খাবার যথেষ্ট দিলে প্রাকৃতিক খাবার তৈরি হবে?
কেনা ডোবা খাবার দিলেও একটি অংশ পানিতে গলে যায় ফলে কিছু প্রাকৃতিক খাবার উৎপাদন করে। এ জন্য এ খানেও ইউরিয়া কিছুটা কম দিতে হবে। ধন্যবাদ আপনাকে
স্যার আমার পুকুরে পাবদা এবং দেশি টেংরা সাথে বাংলা মাছ দেয়া আছে কার জাতীয় এখানে আমি এখন সারের ব্যবহার করতে পারব কিনা প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য?
হা পারবেন তবে পাবদার পুকুরের পানির রং বেশি সবুজ করা ঠিক নয় এ জন্য কিছুটা কম মাত্রায় প্রয়োগ করায় ভাল। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ
নমস্কার স্যার , পরজীবির হাত থেকে মাছকে বাঁচাতে কি কি উপায় আছে ?
ruclips.net/video/X6D01s9NehY/видео.htmlsi=bnqQ9us01EkKn3
এ ভিডিওটি দেখুন উত্তর পেয়ে যাবেন, ধন্যবাদ আপনাকে
স্যার আমার একটি মিশ্র মাছ চাষ পুকুর আছে, আমি শতকে কত টুকু ইউরিয়া টিএসপি প্রতিদিন দিব
প্রতি দিন কেন দিতে চাচ্ছেন বুঝা গেল না তবে এ ভিডিওটি দয়া করে দেখতে হবে
ruclips.net/video/0sMVKt-MzRQ/видео.htmlsi=dk7TnpzEte0oEZFR
আসসালামু আলাইকুম স্যার।
রুই, বাটা, বিগহেড, কার্ফু, পুটি, সিলভার চাষ করা পুকুরে যদি মুরগির নারি ভুরি, গরুর নার, মাথার চামড়া এগুলো দেই তাহলে কি ক্ষতি হবে?
নাড়িভুড়ি ভাল করে পরিস্কার করে কুচি কুচি করে কেটে দিতে পারেন। তবে কার্প জাতীয় মাছের এ ধরনের খাবার কম খায়। পাংগাস মাছের জন্য ওগুলেঅ ভাল। ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ স্যার আপনাকে।
আমি মাথার চামড়া পরিস্কার করে তারপর সেধ্য করে অল্প করে দিচ্ছি। দেখি এর রেজাল্ট কি আসে।
@@mdmizu3345 আপনার সুযোগ থাকলে পাংগাস মাছকে খাইয়ে দেখতেন কারন ক্যাটফিশের আমিষ বেশি লাগে। কার্প এর আমিষ তুলনা মূলক কম লাগে। ধন্যবাদ এগিয়ে যান কি পল হয় জানাবেন
আমি ধানি পোনা চাস করি, পোনা চাস কালীন অবস্থায় চার প্রয়োগ করা যাবে কি
অনেকে নিয়মিত বিরতি দিয়ে পোনা বিক্রয় করে তারা অজৈব সার না দেয়ায় ভাল তারা সরিষার খৈল গুলিয়ে ব্যবহার করবেন। তবে যারা পোনা রেখে বড় করে (২-৩ মাস পরে) বিক্রয় করেন বা নিজে ব্যহার করবেন চাষে তাঁরা অজৈব সার দিতে পারবেন বা দেয়া উচিৎ তাতে খরচ কম পড়ে। ধন্যবাদ আপানকে
স্যার বাংলা মাছ ১ বছরের জন্য কালচারে দিলে পতি শতাংশে কত পিছ দিতে পারব স্যার জানাবেন অনেক উপকার হবে।আমি আপনার ভিডিও নিয়মিত দেখি
এভিডিওটি দেখুন তা হলে উত্তর পেয়ে যাবেন। প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ
ruclips.net/video/ABN9u2q6K1o/видео.htmlsi=k_Jr7638OgqFQhg0
স্যার খাদ্য নির্ভর কার্প জাতীয় মাছের মিশ্র চাষে ১০০ কেজি মাছের জন্য কত কেজি কেনা ফিড দিতে হবে?
কার্প মিশ্র চাষে এক এক এলাকায় একাক ধরনের চাষ হয় এবং চাষের ওপর নির্ভর করে মাছের খাবারের প্রদানের পরিমাণ। গতানুগতিক মোট মাছের ওজনের ২-৪% বলাটা আমার পছন্দ নয় আপনি দয়া করে এ ভিডিওটি দেখেনিন তা হলে আমার কথা বুঝতে পারবেন।
ruclips.net/video/pvngWeOyka4/видео.htmlsi=RzdkT_ZTKerPs__W
খাদ্য হিসাবে খৈল ব্যবহার করবো কত ঘন্টা পানিতে ভিজতে হয়?
১২-২৪ ঘন্টা, ধন্যবাদ আপনাকে
@@AABD64 ❤️
স্যার শিং মাছের রেনু চাষ করার জন্য পুকুর প্রস্তুতির একটা ভিডিও দেন
এ ভিডিওটি দেখে প্রস্তুত নিন আশা করা যায় ব্যর্থ হবেন না। আপনাকে ধন্যবাদ
ruclips.net/video/_z5MVYrtJkM/видео.htmlsi=PkjINsQ7QP6GA7Nf
চিটাগুড় কমিয়ে শতকে ১০০ গ্রাম করে দিলে কী কাজ হবে নাকি ২০০ গ্রাম করেই দিতে হবে
কমিয়ে দিলেও কাজ হবে এটি কোন মেডিসিন নয় যে কম বেশি হলে কাজ হবে না বা ক্ষতি হবে। পরিমাণে কম দিলে কম কাজ হবে এঠায় স্বাভাবিক। ধন্যবাদ
@@AABD64 শুকরিয়া 💝
স্যার,আসসালামু আলাইকুম, আমার ৩০ শতক পুকুরে পাঙ্গাশের চাষ করি,এখন আমার ৩০ শতক পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করতে কত কেজি ইউরিয়া সার,টিএসপি সার ও ডিএপি সার লাগতে পারে একটু যদি বলতেন।
আপনি যদি আসলেয় পায়গাস করেন তাহলে আপনার পুকুরে এমনিতেয় পানি সবুজ থাকার কথা। সাধারণত পাংগাস চাষের পুকুরের পানির রং গাড় হয়ে যাওয়াটায় বড় একটি সমস্যা সেখানে সার প্রয়োগের প্রশ্ন আসে না। সার দেয়া লাগলে ভিডিওতে যেভাবে বলা হয়েছে সেভাবে দিবেন। ধন্যবাদ আপানকে প্রশ্ন করার জন্য ভাল থাকেন।
@@AABD64 ধন্যবাদ স্যার সঠিক তথ্য দিয়ে আমাকে উপকৃত করার জন্য।
@@AABD64 স্যার আর একটি প্রশ্ন pondcare প্রোবায়োটিক ব্যবহার করতে পারবো কিনা?যাতে খাবার খরচ কমিয়ে আসে।
@@azmirhossain5448 ধন্যবাদ ভাল থাকেন
@@azmirhossain5448 প্রবায়টিক্স প্রয়োগ করলে মাছের খাবার খরচ কমে এটি মিথ্যা প্রচারণা। ভিডিও আসছে সেখানে জানতে পারবেন। ভাল থাকেন।
ইষ্ট মোলাছেস, অটো গুঁড়া কতো দিন পর পর দিতে হবে৷
পানির রংবুঝে ১০-১২ দিন পরপর, ধন্যবাদ আপনাকে
চিটাগুড়,ইস্ট এবং মিহিগুড়ার পরিমান। এবং প্রয়োগ পদ্ধতি কিভাবে করা যায়
উত্তরা টা বলেন
বিঘাতে ৫-৬ কেজি চিটাগুড়, ৫-৬ কেজি মিহিকুড়া এবং ১৫০-২০০ গ্রাম ইস্ট একত্রে ১০ গুণ পানির সাথে মিশিয়ে ২৪ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। মাঝে মাঝে লাড়া দিতে হবে। এর পরে জুস পুকুরে ছিটিয়ে দিতে হবে। ধন্যবাদ আপনাকে
@@mdsajib-zg8rs আর কি জানতে চাচ্ছেন ?????
@@AABD64 প্রোবাইটিক এর ব্যবহার
এবং কি প্রোবাইটিক ব্যবহার করবো
@@mdsajib-zg8rs দয়া করে এভিডিওটি দেখেনিন উত্তর মিলে যাবে। ভাল থাকেন
ruclips.net/video/y1v-dOlzq9A/видео.htmlsi=sBBycGc2Rz2ds7uw
আসসালামু আলাইকুম ভাই, এক ভাই এর ভিডিও দেখলাম উনি ৩/৪ দিন পর পর হররা টানার পরামর্শ দিচ্ছেন, এটা কতোটা যুক্তি সংগত, জানাবেন pls
খুব উত্তম পরামর্শ, ভালো থাকেন
বাগদা গলদা চিংড়ি চাষে কি সার প্রয়োগ করা যাবে যদি সার প্রয়োগ করতে হয় তাহলে কি পরিমান করতে হবে
সার প্রয়োগ করা যাবে তবে পানির রং বুঝে। হাত কনয় পর্যন্ত দেখা গেলে শতকে ৫০ হারে ইউরিয়া ও টিএসপি দিতে হবে। ধন্যবাদ আপানকে
আসসালামু আলাইকুম স্যার,,আমার গের ৩৩ শতক কিন্তু স্যার পানি সবুজ হয়না।ইউরিয়া এবং টিএসপি দিলাম তারপর আপনার পরামর্শে খইর, ইউরিয়া দিলাম তাতেও সবুজ হলো না।আমার গেরে তেলাপিয়া,গুলশা টেংরা,খরশুলা মাছ আছে স্যার।এখন পানি সবুজ করবো কি ভাবে।
পানি সবুজ হয় না এটাঠিক নয় হয়ত কম হয়েছে। আপনি আঝে জল এর এপিয়াটা মেপে নিন ঠিকভাবে। তার পরে ইউরিয়া এবং টিএসপি দিন শতকে ২০০ গ্রাম হারে। সার দেবার ২ দিন আগে শতকে ২০০ গ্রাম হারে চুন দিবেন পুকুরে। এবং এ সব শুমু করার আঘে পুকুরের পানির স্বচ্ছতা মেপে নিবেন। একটি চায়ের কাপের হ্যান্ডেলে রশি বেধে পুকুরের পানিতে ডুবাবেন আস্তে আস্তে। দেখবেন কতটুকু পানির নীচে গেলে আর কাপ দেখা যাচ্ছে না। তখন সুতার পরিমাণ করুন কতটুকু গেলে কাপ দেখা গেল না। এটি লিখে রাখুন। সার দেবার ৪ দিন পরে আবার এভাবে কাপদিয়ে মাপবেন। এ দু সুতার দৈর্ঘ মিলাবেন। সেখান থেকে বুঝার চেস্টা করতে হবে সার প্রয়োগে কিছুি হল না হল না। ভাল থাকেন ধন্যবাদ আপনাকে
আসসালামু আলাইকুম ভাই আমার ৬০ শতক পুকুর আমি ২ কেজি জাপানি রেনু ফেলেছে আমি তাদেরকে সরিষার খোল খেতে দেই এখন সাইজ লোগের আঙ্গুলে দুই আঙ্গুল তাদের কি আমি এখন পুঁইশাক মাঝেমধ্যে দিতে পারি ওনা বৃষ্টির কারণে আপাতত পুনা বেচতে পারিনি পানি এক মাজা গড় পানি কালার হালকা সবুজ
আসলে মাছটির নাম কার্পিও, পুইশাক ছোট করে কেটে খেতে দিয়ে দেখতে পারেন। তবে ঘরম পড়ার কারণে ৫০% সরিষার খৈল ৫০% কুড়া দিয়ে লুজ খাবার তৈরি করে দিতে পারেন । যা খেতে পারবে তার চেয়ে কম দিতে হবে। ৩০ শতকে ২ কেজি য় যথেস্টহবে। তবে ৩০ শতকে ২ কেজি টিএসপি এবং ২০০ গ্রাম পটাশ ১৫ দিন পরপর দেয়া ভাল। ধন্যবাদ আপানকে
মহাশয় ১০-১৫ দিন আগে পুকুরে ট্যাংরার পোনা দেয়া হয়েছে এখন কি প্রাকৃতিক খাবারের আপনি যে উপাদান গুলো বলতেছেন এগুলো প্রয়োগ করা যাবে , সরিষার খোল ইউরিয়া যে প্রয়োগটা বলতেছেন ওটা আমি প্রয়োগ করতে চাচ্ছি, আর চুন দেবার দুইদিন পরে কি এটা প্রয়োগ করা যাবে
আপনার চিন্তা সঠিক পথেয় আছে। ধন্যবাদ আপনাকে
স্যার আমি ডিম পোনার পুকুরে প্রতিদিন 48 ঘন্টা সরিষার খইল ভিজিয়ে প্রয়োগের আগের দিন ডিএপি ও ভিটামিন যোগ করে সকাল সন্ধ্যা খাবার হিসেবে প্রয়োগ করি। প্রক্রিয়াটা কি ঠিক আছে স্যার?
সরিষাল খৈল কেন ৪৮ ঘন্টা ভিজাতে হবে ??? ২৪ ঘন্টায় যথেস্ট। পোনা মাছ চাষতো আমরাও করেছি । ২৪ ঘন্টা ভিজালে সরিষার খৈল আর খাদ্য থাকে না সারে রুপান্তার হয়। ডিএপি আলাভাবে দিন। ধন্যবাদ আপনাকে
@@AABD64 ধন্যবাদ স্যার আপনাকে উপকারিতা তথ্য প্রদানের জন্য
@@md.aminulislamtony977 ধন্যবাদ আপনাকে
আসসালামু আলাইকুম স্যার ,স্যার আমার পুকুরে শুধু ইউরিয়া সার ব্যবহার করি এতে কি কোন মাছের খতি হবে , আমার পুকুরে রয়েছে
১- তেলাপিয়া
২ - সরপুঁটি
৩- কারপু
৪-রুই
৫-মিরগেল
৬-কাতল
প্লিজ স্যার জানালে ওপক্রি হব
আপনি নিয়মিত খাবার ব্যবহার করলে ইউরিযা কম দিয়ে টিএসপি সার বেশি দিতে চেস্টা করুন কারণ খাবার দিলে এমনি তেয় পুকুরে নাইট্রোজেনর আধিক্যতার সৃষ্টি হয় । এর পরে আপনি ইউরিয়া দিলে পুকুরে নাইট্রোজেন ঘটিত যৌগ পদার্থ বেশি হয়ে তেলাপিয়ার ক্ষতি করতে পারে। আর পানির রং এমনিতেয় সবুজ থাকলে সার দেবার দরকার নাই । ধন্যবাদ আপনাকে
@@AABD64 জি স্যার ধন্যবাদ আপনাকে ,
কিন্তু আজকে আমার পুকুরে জাকি জাল দিয়ে খেও দেওয়ার পর দেখি চোট চোট কিছু তেলাপিয়ার পোনা আসছে ,এতে কি করা জেতে পারে?
@@AABD64 চোট পোনা গুলা কি তুলে পেলে দিবো কিনা বুজতে পারছি না
@@monirridoy950 ভাল কম্পানির পোনা কেনা খুবই জরুরী আপনি এখন কিছু চিতল বা ভেটকির পোনা ছেড়ে দিলে ২টি উপকার পাবেন। ১) পোনা কন্ট্রল হবে। ২ বাড়তি একটি মাছের উৎপাদন পাবেন যার বাজারে দাম অনেক বেশী ধন্যবাদ আপনাকে
@@monirridoy950 তুলে ফেলার থেকে ৩০-৪০টি চিতল ছেড়ে দেয়া সহজ কাজ। ধন্যবাদ
কতদিন পর পর দিতে হবে এরকম করে
পানির রং বুঝে দিতে হবে। ধন্যবাদ আপনাকে
বাহির থেকে পানি দিতে না পারলে পুকুরের পানি পুকুরে দিলে কি কিছুটা লাভ মেলে ? আর এই পানি কখন দেবো রাত্রে না দিনে ?
আপনার নাম্বারটা দরকার অনেক প্রশ্ন আছে? নতুন মাছ চাষ করছি
এ লিং কে গেলে পেয়ে যাবেন facebook.com/tofazahamed64
স্যার আমার ৬০ শতাংশ পুকুরে গত বছরের রুই মাছের পোনা কেজিতে১৫/২০টা ছেড়েছিলাম। ১০কেজি ঐ মাছ থাকার কারণে পুকুরে গ্যাস করতে পারছিনা। আমি কি গ্যাস না করে ঐ পোনা দিয়ে এবছর মাছ চাষ করতে পারবো...?
কি প্রজাতির মাছ আছে একটু ধারণা নিন এবং অবশিষ্ট মাছ ছেড়ে চাষ চালিয়ে যান। আশা করা যায় খারাপ হবে না। ধন্যবাদ ভাল থাকেন।
স্যার আমি যদি ৩কেজি সরিষা খৈল, ৪ কেজি রাইস ব্রান, ১ কেজি সয়াবিন খৈল মিশিয়ে দেয় অনুপাত কি ঠিক হবে..?
@@minhazulabedin7339 খাবার দিতে হবে মাছের পরিমাণের ওপর নির্ভর করে। মাছের খাদ্যে খৈল এবং সোয়াবিন মিলে ১/৩ অংশ হবে। এর বেশি দেয়ার দরকার নাই। ধন্যবাদ আপনাকে
সারের ডোজ কি এক মাসে 200 গ্রাম করে নাকি?প্রতি মাসে?জানাবেন?
সার আপনি কখন দিবেন ??? যখন পানিতে প্রয়োজনীয় প্রাকৃতিক খাবার থাকবে না। এক বার সার দেবার পরে এ অবস্থা ১০ দিন পরেও ঘটতে পারে আবার ১৫ দিন পরেও ঘটতে পারে। এটি অনেক বিষয়ের ওপর নির্ভর করে। এ জন্য আগে বুঝতে হবে কখন আমি পুকুরে সার দিব????? আশা করি কিছুটা বঝাতে পেরেছি । ভাল থাকেন।
@@AABD64 thanks sir
স্যার, আমার ৭ফুট গভীরতার ৬০শতক পুকুরের কার্প জাতীয় (কাতল, রুই, সিলভার কার্প, কারপু, মিরকা, কালাবাউস) মাছ প্রায় ২হাজার পিস (৪/৫টা ১কেজি হবে) আছে। এক্ষেত্রে আমি নিয়মিত কম খরচে কি খাবার প্রয়োগ করলে ভালো হয়। আর শুধু সরিষার খৈল ও ইউরিয়া সার ভিজিয়ে প্রয়োগ করলে পর্যাপ্ত জুপ্লাংটন ও ফাইটো-ফ্লাংটন তৈরি হবে। একটু বিস্তারিত জানালে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো।
কম খরচে ভাল খাবার হয় না। আপনি কম খরচের খাবার খুজছেন অন্যদিকে প্রাকৃতিক খাবার তৈরিতে সরিষাল খৈল দিতে চাচ্ছেন ????? কিছু্ বিঝলাম না আপনি আসলে কি জানতে চান। প্রথমে এ সংক্রান্ত ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখে নিজেই সিদ্ধান্ত নিন দয়া করে। ভাল থাকে। অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য
কম খরচ বলতে খৈল দিয়ে চাষ করার মত খরচে। আপনার প্রশ্নে একটু ভুল ছিল। মুলত সরিষার খৈল ও ইউরিয়া কয়দিন পর পর পুকুরে প্রয়োগ করলে জুপ্লাংটনের মাত্রা স্বাভাবিক থাকবে?
@@AABD64চিটাগুড়, অটোকুড়া ও ইস্ট কতদিন পর পর প্রয়োগ করলে ভালো হয়?
@@muradhoshen5507 এটি পানির অবস্থা বুঝে ১২-১৫ দিন পরপর দিতে হবে। তবে এক ডোজ সার দেবার পরে ৮-৯ দিন পরে এ জুস প্রয়োগ করা ভাল হবে। ধন্যবাদ আপনাকে
@@muradhoshen5507 সরিষাল খৈল আর ইউরিয়া দেবার বিষয়ে আমি উৎসাহিত করি না খরচ বেশি হবে বলে। আমার পরামর্শ হচ্ছে আপনার পানির রং যদি সার দিলে সবুজ রং ধারণ করে তবে কেন সরিষাল খৈল দিবেন। সাধারণত সার ১০-১২ দিন পরপর দিতে হয় তবে আপনার পুকুরের পানির রং আগে বা পরে কেটে গেলে সে অনুয়ায়ী দিতে হবে। ধন্যবাদ জানিনা আপনার জানার বিষয়ে কোন উপকার করতে পারলোম কি না???
ভাই৭০ ডেসিমেল পুকুরে ২০ কেজি খেইল ৩ দিন ভিজিয়ে দেওয়ার পরেদিলে কি প্রাকপ্রাকৃতিক খাওয়ার হবে?
আপনি কেন সরিষাল খৈল দিয়ে প্রাকৃতিক খাবার তৈরি করবেন ? সার দিয়েয় তো করা যায়। হা ২০ কেজি যথেস্ট তবে মনে রাখতে হবে ৩ দিন ভিজিয়ে দিলে পুকুরে আরগুলাস সমস্যা দেখা দিতে পারে। ভাল থাকেন ধন্যবাদ
@@AABD64 ভাই তাহলে কয়দিন ভিজিয়ে দিলে ভালো হবে?
@@avikovi7201 খোল আপনি কেন দিবেন সেটি না বললে আমি কিভাবে বুঝব ???? আজ ভিজিয়ে কাল দিয়ে িদিলে খাবার হিসাবে ব্যবহার হবে একটি অংশ জু প্লাংটন তৈরিতে কাজ করবে। ভাল থাকেন
চিটা গুড়ের বদলে চিনি দেওয়া যাবে
না
❤❤❤